আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় Healthcare product অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে? Link: www.arogga.com/s/ENAYET/ari CODE: ENAYET আরোগ্য একটি হেলথকেয়ার প্লাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানীর ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষনীয় ডিস্কাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রী হোম ডেলিভারি সারা দেশজুড়ে। অ্যাপটি ইন্সটলের সাথে সাথে ৪০ টাকা বোনাস পেতে চাইলে ডেস্ক্রিপশন বক্সের লিংক থেকে ইন্সটল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন arogga লিখে সেক্ষেত্রে বোনাস পেতে এই কোডটি (CODE: ENAYET) ব্যাবহার করুন অ্যাপের রেফার বক্সে।
তোমার ভিডিও গুলা আরো জটিল করে ফেলে সব কিছু। মনে হয় কথাগুলা আগে থেকে খাতায় লিখে তারপর টিয়া পাখির মত আওড়াচ্ছ। একটু সাবলীল ভাবে বলার চেষ্টা করলে ভাল হয়। স্ক্রিপ্টেট বয়ান ভাল লাগেনা।
জলঢাকা উপজেলার বাসিন্দা বলছি... তিস্তা নিয়ে বেশ ভালো তথ্যসমৃদ্ধ ভিডিও বানিয়েছেন। এর সাথে আশা করছিলাম তিস্তা প্রজেক্ট নিয়ে কথা বলবেন কিন্তু না কিছুটা হতাশ হলাম। আমি যখন ছোট তখন কৃষিতে তিস্তার পানি সেচের কাজে ব্যবহৃত হত কিন্তু ২০১০ এর পরে আর হয়না বললেই চলে। এখন সবখানেই পাম্প যোগে সেচকাজ করা হয়। শুষ্ক মৌসুমে সেচের জন্য যে তিস্তা থেকে বিভিন্ন ক্যানেল করা হয়েছিল এগুলোতে সারাবছর প্রায়ই হাটু পানি থাকে। অথচ একসময় পানি কানায় কানায় পূর্ণ থাকত। এরকমি একটা ক্যানেল আমার বাড়ির পাশ দিয়ে গেছে। আগে কত জলকেলি করতাম সেখানে, শৈশবের সে সব স্মৃতি এখন কেবলি অতীত। সেই যৌবন, সেই পরিপূর্ণ জলরাশি আর নেই। এখন কেবলমাত্র বর্ষাকালে এগুলো প্রাণ ফিরে পায় কিছু সময়ের জন্য। খুব কষ্ট হয় মৃতপ্রায় ক্যানেলগুলো দেখে। আর হ্যাঁ, জমিতে সেচের পানি নিতে গেলে যে পরিমাণ পানি থাকা লাগে মানে উচ্চতার দিক থেকে তা নেই বলেই হয়তো কেবল এগুলো এখন শুধুমাত্র ক্যানেল। এক সময় এগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত। যাতে করে আশেপাশের এলাকাবাসীর মোটামুটি একটা আমিষের যোগান হত কিন্তু এখন সব সেগুরে বালি। খুব আশাবাদী ছিলাম সরকারের তিস্তা প্রজেক্ট নিয়ে। খুব সম্ভবত ভারতের বিরোধিতার কারণে, কূটনৈতিক কারণে সেটা হবে না। বেশ কঠিন হয়ে পরেছে এখানকার কৃষি কাজ। আমি নিজেই একজন দুর্যোগ ব্যবস্থাপনার ছাত্র। নিজের এলাকা এখন খরা প্রবণ থেকে মরুকরণের দিকে এগুচ্ছে । অথচ কিছুই করতে পারছি না। একাডেমিক ও নানান প্রজেক্টে দরুণে তিস্তা বিধৌত অঞ্চল ঘুরে দেখার, তথ্য সংগ্রহ ও সার্ভে করেছি। দিনে দিনে যে অবস্থায় দাড়াচ্ছে তাতে বোধকরি উত্তরের এই জনপদের মাটির উর্বরতা আর আগের মত থাকবে না। সেচের জন্য যে পরিমাণে পাম্প, স্যালো মেশিন ব্যবহৃত হয় তাতে করে গ্রাউন্ড ওয়াটার লেভেল দিনে দিনে যে নিচে নেমে যাচ্ছে। মাটি আগের চেয়ে হয়ে যাচ্ছে রসহীন। আমি আশঙ্কা করি নদী , ক্যানেলগুলো যদি শুকিয়ে যায় আর এভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয় তবে আগামী ২০ বছর পরে আর অগভীর নলকূপে পানি পাওয়া যাবে না। পানির স্তরে অনেক নিচে নেমে যাবে। আর হ্যাঁ, আমার বাড়ির পাশে যে ক্যানেল ওর একটা সুন্দর নাম আছে। ওর নাম 'নীলসাগর'। বড় ভালোবাসি ক্যানেলটাকে। দয়া করে এসব বিষয় তুলে ধরুন স্যার।
স্যার আমি রংপুরের বাসিন্দা। তিস্তা নিয়ে ভিডিওটা আসলেই অসাধারণ হয়েছে।কিন্ত এখানে হরকা বানে কারনে যে বন্যার সৃষ্টি হয় আসো ভয়াবহ যা দূর থেকে দেখে বোঝা সম্ভব না। তাই বন্যার প্রতিরোধ করাটা খুবই জরুরি।
আমি পশ্চিম বাংলার উত্তরবঙ্গের বাসিন্দা, বাংলাদেশের লোকের অসুবিধার কথা আমরা জানি, আশা করি দুই দেশের সরকার এই ব্যাপার টা সলভ করবে, লোকের অসুবিধা হইতে দেখলে খারাপ লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে। কঠোর কুটনৈতিক তৎপরতা চালানোর প্রয়োজন। ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। তাদের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে তারা তো এমন করেনা।
প্রিয় এনায়েতবাবু, আমি পশ্চিমবঙ্গ সরকারের অধীন একজন মাঝারি পদমর্যাদার সরকারি কর্মী এবং ঘটনাচক্রে আমার বর্তমান পোস্টিং গজলডোবা সংলগ্ন এলাকায় (জেলা দার্জিলিং)। বহুদিন ধরেই আপনার ভিডিও দেখি এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করি। তিস্তার ওপর ভিডিওটার জন্যও অপেক্ষা করছিলাম। কিন্তু ভয় হচ্ছিল নিরপেক্ষ আলোচনা পাব কিনা তা নিয়ে। যাইহোক আমার শঙ্কা দূর হয়েছে। নিরপেক্ষ আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতোই আমরা, বেশিরভাগ ভারতীয়রা, নিরপেক্ষ এবং প্রকৃত সমালোচনার সম্মান করি এবং সেই মোতাবেক নিজেদের সংশোধন করি। ঘোষণা দিলে গজলডোবার ভিডিও পাঠাতে পারতাম, তাতে দর্শক আরো নতুনত্ব পেত। 😊😊😊 ধন্যবাদ
এনাএত ভাই কে ধন্যবাদ তিস্তা নদী নিয়ে ভিডিও বানার জন্য। আমি তিস্তার পারের মানুষ সেজন্য কমেন্ট করলাম আপনি যে তত্ত্ব, কারণ, সমস্যা ও ক্ষতির কথা বলেছেন সেটা খুব সামান্য। কারণ আপনি অল্প সময়ে অল্প কিছু যায়গা জুড়ে ভিজিট করেছেন এবং অল্প তত্ত্ব জেনেছেন। তবুও আপনাকে ধন্যবাদ এই জন্য যে এতটুকু যেতেও অনেককে কমেন্ট করছে যে তারা আসল তত্ব যেনে গেছে।
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না. আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি. কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা, নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে. এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়. ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ??? আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? আমরা বাঁধ দিলে, আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ? আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে. আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ??????? আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে. বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না. ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়. আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
অসাধারণ বুঝিয়েছেন স্যার ♥️ সরাসরি তিস্তা ব্যারেজ দেখে এসে ভিডিও বানিয়েছেন তারজন্য এটা আরও তথ্যবহুল হয়েছে ❣️❣️ আমার জন্যও দোয়া করবেন। আপনার অনুপ্রেরণা পাচ্ছি স্যার🥰
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না. আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি. কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা, নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে. এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়. ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ??? আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? আমরা বাঁধ দিলে, আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ? আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে. আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ??????? আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে. বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না. ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়. আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
স্যার আমি ভাষা আন্দোলনের স্বপ্নদ্রষ্টা কে তা জানতে চাই আসলে জানিও। আমি চাই আপনি ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে এবং পরবর্তী যারা কাজ করছে এটা নিয়ে তাদের নিয়ে অন্তত ১ মিনিট হয়লেও একটা ভিডিও বানান। প্লিজ। ওনাদের যেভাবে ভুলে যাওয়া হয়ছে। প্লিজ ভাই
বাংলাদেশ তিস্তা নদীর নিয়ে যে প্রজেক্ট শুরু করতে চাচ্ছে সেটা নিয়ে যদি কোন একটা ভিডিওতে বিস্তারিত বলতেন তাহলে খুব ভালো হতো। আপনার ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এইরকম ভিডিও তৈরীর জন্য আপনাকে ধন্যবাদ।❤️❤️❤️
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না. আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি. কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা, নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে. এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়. ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ??? আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? আমরা বাঁধ দিলে, আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ? আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে. আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ??????? আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে. বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না. ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়. আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
কালকে ভিডিও দিলেও দেখতে পারতাম না, আজকে পরীক্ষা ছিল বলে। আজকে অনেক মনোযোগ দিয়ে দেখে তিস্তা নদী, নদীর বাধ, এবং এক ধরনের পাতা সম্পর্কে জানা অজানা অনেক কিছু জানতে পারলাম।
এখন প্রশ্ন হলো কোনো দেশ চাইলেই কি নিজের দেশের সুবিধার জন্য রিভার গেট খুলে দিতে পারেন কিনা? এই বিষয়ে আন্তর্জাতিক পানি হিস্যা বিভাগের ভূমিকা কি? আর পারলেও অন্য দেশের এতে যদি কোনো প্রকার ক্ষতি হয়, তার দ্বায়ভার কে নিবে?
বন্যা আসলে যে কোন দেশের যে কোন ব্যারেজই গেট খুলে দিতে বাধ্য। কারণ, গেট না খুললে শুধু যে বাধ ভাঙ্গবে, তা না। বরং ভাটিতে মারাত্মক বন্যা দেখা দিবে যার তীব্রতা ন্যাচারাল বন্যার চেয়েও তীব্র হবে। অর্থাৎ, ধরেন ফারাক্কায় প্রচুর পানি জমা হয়ে গেছে, তখন ভারত গেট না খুলে বসে থাকলো। এতে বাংলাদেশের লাভ নাই। উল্টো, একটা সময় বাঁধ ভেঙ্গে বাংলাদেশে হড়কা বানের মতোন হঠাৎ প্রচন্ড বিধ্বংসী বন্যা হবে প্রচুর প্রাণ ও সম্পদহানী হবে। বাংলাদেশের ক্ষতিটা বর্ষায় গেট খুলে দিয়ে করে না, শীত গেট বন্ধ রেখে করা হয়।
আসলে সমস্যাটা বাধ খুলে দেয়া নিয়ে না। কারণ আপনি খেয়াল করলে দেখবেন ওরা বাধ খুলে দেক বা না দেক। তিস্তার পানি বাধ ভেঙ্গে হলেও দিনশেষে বাংলাদেশে ঢুকবে। তাই বন্যা যে হয় ঐটাতে প্রতিবেশী রাষ্ট্রকে দোষারপ করা যায় না। তবে সমস্যা হল উপযুক্ত সময়ে তিস্তার পানি না দেয়া নিয়ে। ওরা যখন খরা চলে তখন ওদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমাদের গ্রীষ্মকালে তিস্তার পানি দেয় না। যেখানে 37.5% পানি আমাদের পাওয়ার কথা। এটা নিয়ে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি সাথে সম্ভবত দুইবার বৈঠক করেছেন কিন্তু মমতা ব্যানার্জির সেই এক কথা "আমি আমার পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষার্থে তিস্তার পানি দিতে পারব না"
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না. আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি. কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা, নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে. এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়. ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ??? আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? আমরা বাঁধ দিলে, আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ? আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে. আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ??????? আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে. বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না. ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়. আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
আচ্ছা বুঝলাম, যে ঘন্টায় ঘন্টায় যে তথ্য আদান প্রদান হতো তা ১৫ তারিখের পর বন্ধ হয়ে গেছে।কিন্তু আপনিই যেহেতু বললেন যে ১২ ঘন্টা সময় লাগে পানি টা আসতে + সাধারনের তুলনায় অনেক বেশি পরিমান পানি সেদিন ছাড়া হয়েছিলো। তাহলে কেনো ভারত থেকে আগেই আমাদের জানায় দেয়া হলো না? ১২ ঘন্টা একেবারে কম সময় না।১২ ঘন্টা আগে জানালে ক্ষয়ক্ষতির পরিমান অনেকাংশে কমতো,নিশ্চয়ই। ধন্যবাদ এরকম কন্টেন্ট এর জন্য, ভবিষ্যতে এমন ফিল্ড প্রজেক্ট আরো দেখতে চাই
বাংলাদেশের দুর্নীতির অবস্থা কেন এত ভয়াবহ ? এবং বাংলাদেশে পুলিশের উপর কেন মানুষের আস্থা হারিয়ে গেছে ? এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর মিনতি রইল ভাইয়া।
@@wecare838 এগুলো আমার প্রশ্ন না, আর না কোন মন্তব্য । এই বিষয়গুলোর উপর ভিত্তি করে রিচার্জের মাধ্যমে ভাইয়াকে একটা ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছি শুধুমাত্র ।
ভাই দেশের কৃষকদের নিয়ে একটি সুন্দর ভিডিও চাই। আমার বাবা একজন কৃষক আমরা ধান চাষ করি এবং দেশের ধনীর দুলালদের খাদ্য সরবরাহ করি।কিন্তু আমার বাবা মতো আরো অনেক ব্যাক্তি আছে যারা কৃষি খাতে কোন ধরনের সরকারি সহয়তা পায়। উপজেলা কৃষি কর্মকতার কাজ কী আমাদের দেশে?? আর বেকার সংখ্যা মোকাবেলায় তো আমরা দেশে দক্ষ কৃষক তৈরি করতে পারি।
গ্রাউন্ড ভিডিও হিসাবে খুবি ভালো হইছে এবং এখন থেকে আশা করবো এভাবে গ্রাউন্ড ভিডিও পাবো। আর এই তিস্তা নিয়া অনেক বিতর্ক হয়,ধন্যবাদ ভালো কিছু জানলাম। একটা প্রশ্ন,আপনি কি তামাক পাতা সামনে থেকে দেখার পর মুখে নিয়া টেস্ট করছিলেন?
স্যার,আপনার কনটেন্ট গুলো এতোই চমৎকার হয় যে ভিডিও দেখার সময় এক সেকেন্ডের জন্যও মনযোগ সরানো যায় না! শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যেভাবে এক নিঃশ্বাসে বলে যান আমিও এক নিঃশ্বাসে দেখি। প্রত্যেকটা ভিডিও তথ্যবহুল। অসংখ্য ধন্যবাদ স্যার অসাধারণ উপস্থাপনার জন্য 💙
আসসালামু আলাইকুম ভাইয়া। আমি রংপুরের বাসিন্দা। গত মাসেই তিস্তা ব্যারেজ ঘুরতে গেছিলাম। প্রতিটা টার্ম চমৎকার ভাবে বর্ণনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তিস্তা রিভার ড্রেজিং এবং চীনের উদ্যোগ নিয়ে একটা ভিডিও চাই ভাইয়া
অসাধারণ ভিডিও দাদা। আমার আমার বাড়ি ফুলবাড়ী 🇮🇳 । আমার বাড়ির উপর দিয়ে তিস্তা কানাল যায়, খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে আপনার ভিডিওটা অনেকটা একুরেট।।
তিস্তা নদী তো উত্তরাঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নিয়ন্ত্রণ করে ।তিস্তার পানি না থাকায় ,পানির স্তর প্রতিবছর নীচে নেমে যাচ্ছে ।সাথে তিস্তার পানি না থাকায় ,আশেপাশের যেসব শাখা নদী আছে , সেগুলোতেও পানির পরিমাণ কমে যায় ।এগুলো বিষয়েও কিছু বললে আরো তথ্যবহুল হতো । তবে অসাধারণ হয়েছে ভিডিও টা ☺
আপনি তিস্তা নদীর মূল অববাহিকায় গেলে ব্যাপারটা বুঝতে পারতেন। লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম। নীলফামারীর গ্রাউন্ড রিপোর্ট সত্যি বলতে আপনাকে তিস্তা সমস্যার সঠিক চিত্র দেবে না। নীলফামারী ও দিনাজপুর তিস্তা ব্যারেজের ও সেচ প্রকল্পের সুবিধাভোগী। অপরপক্ষে তার জন্য সাফার করছে প্রকৃতপক্ষে লালমনিরহাট
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না. আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি. কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা, নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে. এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়. ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ??? আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? আমরা বাঁধ দিলে, আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ? আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে. আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ??????? আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে. বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না. ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়. আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
আমি আপনার একজন নিয়মিত শ্রোতা, সেই অধিকার থেকেই বলছি.... আপনি যদি কথা বলার সময় যতি চিহ্নের বিষয়ে সচেতন হোন তাহলে বিরক্তির উদ্রেক না ঘটে বরং আরো শ্রুতিমধুর ও প্রাঞ্জল হবে।
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না. আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি. কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা, নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে. এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়. ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ??? আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? আমরা বাঁধ দিলে, আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ? আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে. আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ??????? আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে. বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না. ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়. আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
চমৎকার উপস্থাপনা ❤️ কিছু বিষয় জানতাম, কিছু জানতাম না। পুরা বিষয় টা ক্লিয়ার হইলো এখন। PS: আমি ব্যাক্তিগতভাবে মিম রিভিউ সেগমেন্ট টা মিস করি, ওইটা মাঝে মাঝে বা আলাদা ভিডিওতে আনা যায়?
সারা বছর পানি আটকাইয়া রাখবে আর বন্যা হইলে একসাথে ছাড়বে? যখন বৃষ্টি শুরু হয় তখন আস্তে আস্তে ছাড়লেই হয়।ভারতের হয়ে কথা বলার জন্য এবং ওকালতি করার জন্য ধন্যবাদ👏👏
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না. আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি. কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা, নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে. এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়. ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ??? আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? আমরা বাঁধ দিলে, আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ? আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে. আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ??????? আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে. বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না. ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়. আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এত এত তথ্যবহুল ভিডিও এর জন্য। একটা ছোট অনুরোধ ভারতের চট্টগ্রাম বন্দর ব্যবহারে বাংলাদেশের সুবিধা অসুবিধা নিয়ে একটা ভিডিও আশা করছি।(যদি সম্ভব হয়)
৫ মাস পর আমার এলাকার চেহারা দেখালাম। ৬ঃ০৫ সেকেন্ডে যে ভিডিও দৃশ্যটি রয়েছে সেটা আমার গ্রামের ছোট্ট পুল। আমি খুব আনন্দিত। আগে জানলে আপনার সাথে দেখা করতাম স্যার। ধন্যবাদ। আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে গেছেন।
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না. আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি. কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা, নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে. এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়. ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ??? আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? আমরা বাঁধ দিলে, আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ? আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে. আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ??????? আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে. বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না. ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়. আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না. আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি. কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা, নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে. এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়. ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ??? আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? আমরা বাঁধ দিলে, আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ? আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে. আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ??????? আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে. বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না. ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়. আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
স্যার, তিস্তার ব্যারেজ বাংলাদেশ এবং ভারত অংশে কেনো বানানো হলো, কি ভাবে এই আইডিয়া আসলো এবং এর আগে কি কি হতো, এই সব নিয়ে একটি ভিডিও বানালে অনেক ভালো হতো
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না. আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি. কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা, নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে. এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়. ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ??? আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? আমরা বাঁধ দিলে, আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ? আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে. আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ??????? আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে. বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না. ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়. আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
Teesta water is more crucial to Bangladesh as flow of water in lean period (December-March) comes down to one-fifth of its usual flow, affecting irrigation, livelihood and environment in northern districts. It is the third largest of the rivers shared by Bangladesh and India. Originating from Indian state of Sikkim, the Teesta flows through West Bengal before it joins the Brahmaputra in Bangladesh, travelling 414km. Withdrawal and diversion of water in two Indian states upstream leave little water in the Teesta when it reaches Bangladesh. The situation is worse in winter.The Teesta barrage, a must for surface water irrigation for winter crops, becomes almost dry during the lean period. Plan for its second phase was abandoned. Protracted talks over Teesta water sharing between Dhaka and New Delhi stopped short of closing in 2011 when former Indian prime minister Manmohan Singh was about to sign the long-awaited deal during his Dhaka visit. But it did not happen as Mamata pulled herself out of the visit and objected to it, causing embarrassment for Bangladesh. It was not a pleasant occasion for India as well, because an agreement on using Bangladesh land for India’s inter-state connectivity was also scrapped. Negotiation on fair share of water of common rivers, including the Teesta, dates back to 1972, when the Joint Rivers Commission had its first meeting in the Indian capital. In the 25th meeting of the JRC in Dhaka on July 20, 1983, Bangladesh and India reached an agreement on an ad-hoc sharing of the Teesta water during the dry season. The ad-hoc sharing agreement was valid up to the end of 1985, which was later extended till the end of 1987. The ad-hoc arrangement kept 36 percent water for Bangladesh and 39 percent for India in dry season. The remaining 25 percent of Teesta water would remain unallocated for share on the basis of scientific research, which was never done. The ad-hoc arrangement expired, and a permanent treaty for Teesta water sharing has been in talks for over three decades since then. In 1984, Bangladesh’s share rose to 37.5 percent, Indian share to 42.5, while 20 percent was unallocated. The same arrangements were proposed in the 2011 draft, which was scrapped. Bangladesh has reasons to worry. Estimates suggest that Teesta’s mean average flow is 60 billion cubic metres, of which a significant amount flows during June and September. October to April is considered the lean season. Media reports say Sikkim in its 151km portion of the Teesta has got five dams and has planned 31 more. As the river flows down, West Bengal constructed a barrage at Gazaldoba, which diverts 85 percent of the flow. West Bengal aims at irrigating nine lakh hectares of land and generating 67.60MW of hydropower from Teesta water. All these will further deplete Teesta water for Bangladesh. The plan adversely affects about 21 million Bangladeshis who live in the basin of the Teesta, while only 8 million live in the basin in West Bengal and half a million in the Sikkim state of India. The Bangladesh-India population ratio is 70:30. Data shows India already enjoys 55 percent share of Teesta water. Bangladesh claims 50 percent of the water between December and May every year when Teesta flow drops drastically. Irrigation in over 1 lakh hectares of land in northern region becomes uncertain in winter due to excessive withdrawal of water by India.( The Business Standard)
তিস্তা ব্যারেজ থেকে মাত্র ১ কিঃমিঃ দূরে আমার বাড়ি।আমি অলয়েজ আপনার ভিডিও দেখি।আজকের শিরোনাম দেখে প্রথমে অবাক হই।আপনি আমাদের তিস্তা নিয়ে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ দিয়েও শেষ করা যাবেনা।ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল।আগে জানলে অবশ্যই আপনাকে আমাদের বাড়িতে নিয়ে আসতাম।আর হ্যা চিনের নতুন প্রজেক্টের বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানানোর অনুরোধ রইলো। আর নেক্সটে আসলে অবশ্যই অগ্রীম জানান দিবেন।অপেক্ষায় থাকলাম
তুই এইটা বলিস নাই কেন ????? সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না. আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি. কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা, নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে. এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়. ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ??? আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? আমরা বাঁধ দিলে, আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ? আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে. আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ??????? আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে. বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না. ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়. আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় Healthcare product অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে?
Link: www.arogga.com/s/ENAYET/ari
CODE: ENAYET
আরোগ্য একটি হেলথকেয়ার প্লাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানীর ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন।
এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষনীয় ডিস্কাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রী হোম ডেলিভারি সারা দেশজুড়ে।
অ্যাপটি ইন্সটলের সাথে সাথে ৪০ টাকা বোনাস পেতে চাইলে ডেস্ক্রিপশন বক্সের লিংক থেকে ইন্সটল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন arogga লিখে সেক্ষেত্রে বোনাস পেতে এই কোডটি (CODE: ENAYET) ব্যাবহার করুন অ্যাপের রেফার বক্সে।
Apni ekhon protita video tei egula bolen tai age na janleo ekhon jani😁
তোমার ভিডিও গুলা আরো জটিল করে ফেলে সব কিছু।
মনে হয় কথাগুলা আগে থেকে খাতায় লিখে তারপর
টিয়া পাখির মত আওড়াচ্ছ। একটু সাবলীল ভাবে বলার চেষ্টা
করলে ভাল হয়। স্ক্রিপ্টেট বয়ান ভাল লাগেনা।
উমু হু🤷♂️। ফ্রি ডেলিভারি নাই। ডেলিভারি চার্জ ৫২ টাকা 🤔 How can it possible.? 🤷♂️
ভাই আমার বাসা নীলফামারী জেলার ডিমলা উপজেলায়। আগে জানলে আর বাড়িতে থাকলে আপনার সাথে দেখা করতাম। ভিডিওটি খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
আমার বাসার ২ km এর ভিতরে আসছেন, আমি আপনাকে/ আপনাদের দেখতে পারলাম নাহ ☹
জলঢাকা উপজেলার বাসিন্দা বলছি...
তিস্তা নিয়ে বেশ ভালো তথ্যসমৃদ্ধ ভিডিও বানিয়েছেন। এর সাথে আশা করছিলাম তিস্তা প্রজেক্ট নিয়ে কথা বলবেন কিন্তু না কিছুটা হতাশ হলাম। আমি যখন ছোট তখন কৃষিতে তিস্তার পানি সেচের কাজে ব্যবহৃত হত কিন্তু ২০১০ এর পরে আর হয়না বললেই চলে। এখন সবখানেই পাম্প যোগে সেচকাজ করা হয়। শুষ্ক মৌসুমে সেচের জন্য যে তিস্তা থেকে বিভিন্ন ক্যানেল করা হয়েছিল এগুলোতে সারাবছর প্রায়ই হাটু পানি থাকে। অথচ একসময় পানি কানায় কানায় পূর্ণ থাকত। এরকমি একটা ক্যানেল আমার বাড়ির পাশ দিয়ে গেছে। আগে কত জলকেলি করতাম সেখানে, শৈশবের সে সব স্মৃতি এখন কেবলি অতীত। সেই যৌবন, সেই পরিপূর্ণ জলরাশি আর নেই। এখন কেবলমাত্র বর্ষাকালে এগুলো প্রাণ ফিরে পায় কিছু সময়ের জন্য। খুব কষ্ট হয় মৃতপ্রায় ক্যানেলগুলো দেখে। আর হ্যাঁ, জমিতে সেচের পানি নিতে গেলে যে পরিমাণ পানি থাকা লাগে মানে উচ্চতার দিক থেকে তা নেই বলেই হয়তো কেবল এগুলো এখন শুধুমাত্র ক্যানেল। এক সময় এগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত। যাতে করে আশেপাশের এলাকাবাসীর মোটামুটি একটা আমিষের যোগান হত কিন্তু এখন সব সেগুরে বালি। খুব আশাবাদী ছিলাম সরকারের তিস্তা প্রজেক্ট নিয়ে। খুব সম্ভবত ভারতের বিরোধিতার কারণে, কূটনৈতিক কারণে সেটা হবে না। বেশ কঠিন হয়ে পরেছে এখানকার কৃষি কাজ। আমি নিজেই একজন দুর্যোগ ব্যবস্থাপনার ছাত্র। নিজের এলাকা এখন খরা প্রবণ থেকে মরুকরণের দিকে এগুচ্ছে । অথচ কিছুই করতে পারছি না। একাডেমিক ও নানান প্রজেক্টে দরুণে তিস্তা বিধৌত অঞ্চল ঘুরে দেখার, তথ্য সংগ্রহ ও সার্ভে করেছি। দিনে দিনে যে অবস্থায় দাড়াচ্ছে তাতে বোধকরি উত্তরের এই জনপদের মাটির উর্বরতা আর আগের মত থাকবে না। সেচের জন্য যে পরিমাণে পাম্প, স্যালো মেশিন ব্যবহৃত হয় তাতে করে গ্রাউন্ড ওয়াটার লেভেল দিনে দিনে যে নিচে নেমে যাচ্ছে। মাটি আগের চেয়ে হয়ে যাচ্ছে রসহীন। আমি আশঙ্কা করি নদী , ক্যানেলগুলো যদি শুকিয়ে যায় আর এভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয় তবে আগামী ২০ বছর পরে আর অগভীর নলকূপে পানি পাওয়া যাবে না। পানির স্তরে অনেক নিচে নেমে যাবে। আর হ্যাঁ, আমার বাড়ির পাশে যে ক্যানেল ওর একটা সুন্দর নাম আছে। ওর নাম 'নীলসাগর'। বড় ভালোবাসি ক্যানেলটাকে। দয়া করে এসব বিষয় তুলে ধরুন স্যার।
আপনাকে অনেক ধন্যবাদ অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য।
স্যার আমি রংপুরের বাসিন্দা। তিস্তা নিয়ে ভিডিওটা আসলেই অসাধারণ হয়েছে।কিন্ত এখানে হরকা বানে কারনে যে বন্যার সৃষ্টি হয় আসো ভয়াবহ যা দূর থেকে দেখে বোঝা সম্ভব না। তাই বন্যার প্রতিরোধ করাটা খুবই জরুরি।
একজন ইউটিউবারকে স্যার বলার কি আছে।
@@466Abirislam karon uni ekjon teacher
@@466Abirislam vai uni Buet er teacher
ooo acca
@@466Abirislam ভাই যেকোনো মানুষকেই স্যার বলা যায়। একজন ভ্যান চালকেও স্যার বলা যায়।
আমি পশ্চিম বাংলার উত্তরবঙ্গের বাসিন্দা, বাংলাদেশের লোকের অসুবিধার কথা আমরা জানি, আশা করি দুই দেশের সরকার এই ব্যাপার টা সলভ করবে, লোকের অসুবিধা হইতে দেখলে খারাপ লাগে।
এগুলো নিয়ে সম্পর্ক খারাপ হবে আর ভারতীয়রা একতরফা ভাবে পরে বাংলাদেশকে দুষবে। বলবে ৭১ এ সাহায্য করে ভুল হয়ে গেছে
Thanks for your generous will
অনেক ধন্যবাদ আপনাকে। কঠোর কুটনৈতিক তৎপরতা চালানোর প্রয়োজন। ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। তাদের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে তারা তো এমন করেনা।
@@Razibulislamrazib777state vs centre fight chalche... Central govt raji thakleo WEST BENGAL raji nai....
kattik da apni na mara gecen... futo mastan thekee hat kata kattik.. 😆😆
প্রিয় এনায়েতবাবু,
আমি পশ্চিমবঙ্গ সরকারের অধীন একজন মাঝারি পদমর্যাদার সরকারি কর্মী এবং ঘটনাচক্রে আমার বর্তমান পোস্টিং গজলডোবা সংলগ্ন এলাকায় (জেলা দার্জিলিং)। বহুদিন ধরেই আপনার ভিডিও দেখি এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করি। তিস্তার ওপর ভিডিওটার জন্যও অপেক্ষা করছিলাম। কিন্তু ভয় হচ্ছিল নিরপেক্ষ আলোচনা পাব কিনা তা নিয়ে। যাইহোক আমার শঙ্কা দূর হয়েছে। নিরপেক্ষ আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতোই আমরা, বেশিরভাগ ভারতীয়রা, নিরপেক্ষ এবং প্রকৃত সমালোচনার সম্মান করি এবং সেই মোতাবেক নিজেদের সংশোধন করি।
ঘোষণা দিলে গজলডোবার ভিডিও পাঠাতে পারতাম, তাতে দর্শক আরো নতুনত্ব পেত। 😊😊😊
ধন্যবাদ
Aije Dada gajoldoba darjilng a na jalpaiguri te pore mitha bola bondho korun
@@pgaming176 মাননীয় সবজান্তা মহাশয়,
তিনটি প্রশ্ন:
1. আমি যদি বলতাম আমি গজলডোবা এলাকায় থাকি, আপনি ধরতে পারতেন?
2. আপনি 'সংলগ্ন' শব্দটার মানে বোঝেন? একটু দয়া করে দেখুন আমি লিখেছি "গজলডোবা সংলগ্ন এলাকায় (জেলা দার্জিলিং)"
3. জলপাইগুড়ি জেলার পাশের জেলাটার নাম জানেন? ম্যাপে বলছে দার্জিলিং, আপনি কি বলছেন?
@@rnafilms2977 Ata pubg mal. ignore him
@@rnafilms2977 ভিডিও না পাঠিয়ে পারলে পানি পাঠান😑
@@michaelangelo2980 ভাই ভারতে আইসা নিয়া যান
That was nice. More youtubers from BD should go out and research about these fields just like you and make contents out of it. Win win for both party.
@Shahir Abdullah, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল ৫ টায় ভিডিও আপলোড করে থাকি। দেখার আমন্ত্রণ রইলো।
.. . . ... .. . . ৷ ৷ ৷ ৷৷ ৷৷৷ ৷ ৷ ৷৷৷৷৷ ৷৷
@@EnayetChowdhuryOfficial গলার কাটাঁ শুধু তিস্তা নদী।
কি বলেন ভাই, মাথা টিক আছে।
নাকি ঘুষ খেয়ে মাথা গেছে।🤐🤐🤐🤐
২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২
ruclips.net/video/Bf_V-F6bw-U/видео.html
This video lacks a lot of info . This dam is just illegal in first place .
এনাএত ভাই কে ধন্যবাদ তিস্তা নদী নিয়ে ভিডিও বানার জন্য। আমি তিস্তার পারের মানুষ সেজন্য কমেন্ট করলাম আপনি যে তত্ত্ব, কারণ, সমস্যা ও ক্ষতির কথা বলেছেন সেটা খুব সামান্য। কারণ আপনি অল্প সময়ে অল্প কিছু যায়গা জুড়ে ভিজিট করেছেন এবং অল্প তত্ত্ব জেনেছেন। তবুও আপনাকে ধন্যবাদ এই জন্য যে এতটুকু যেতেও অনেককে কমেন্ট করছে যে তারা আসল তত্ব যেনে গেছে।
ে
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না.
আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি.
কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা,
নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে.
এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়.
ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ???
আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে?
আমরা বাঁধ দিলে,
আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ?
আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে.
আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ???????
আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে.
বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না.
ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়.
আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
অসাধারণ বুঝিয়েছেন স্যার ♥️
সরাসরি তিস্তা ব্যারেজ দেখে এসে ভিডিও বানিয়েছেন তারজন্য এটা আরও তথ্যবহুল হয়েছে ❣️❣️
আমার জন্যও দোয়া করবেন। আপনার অনুপ্রেরণা পাচ্ছি স্যার🥰
@So Much Knowledge, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল ৫ টায় ভিডিও আপলোড করে থাকি। দেখার আমন্ত্রণ রইলো।
@@EnayetChowdhuryOfficial চীনের একটি প্রজেক্ট ছিল তিস্তা নদী নিয়ে সেটা সম্পর্কে কিছু বললেন না কেন ?
❤️❤️❤️
@@EnayetChowdhuryOfficial কারিগর শিক্ষা নিয়ে ভিডিও দিয়েন ভাই
@@EnayetChowdhuryOfficial গলার কাটাঁ শুধু তিস্তা নদী।
কি বলেন ভাই, মাথা টিক আছে।
নাকি ঘুষ খেয়ে মাথা গেছে।🤐🤐🤐🤐
৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪
ভ্লগার এনায়েত চৌধুরীর আগমন , শুভেচ্ছা স্বাগতম ! 🎉
he he tumio kore felo kichu ground report :P
সারাজীবনই শুনে গেলাম তিস্তা সমস্যা প্রকৃত কারণ জানতাম না ধন্যবাদ জানানোর জন্য।
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না.
আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি.
কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা,
নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে.
এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়.
ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ???
আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে?
আমরা বাঁধ দিলে,
আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ?
আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে.
আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ???????
আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে.
বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না.
ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়.
আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
তিস্তা নিয়ে জানা ইচ্ছা অনেক দিনের । আলহামদুলিল্লাহ আজ পরিষ্কার হলাম।
ধন্যবাদ ভাই
আপনার এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম যা আগে অজানা ছিল। ধন্যবাদ এতো সুন্দর ভিডিও আমাদের সকলকে উপহার দেয়ার জন্য। চীন থেকে ভালোবাসা অবিরাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল ৫ টায় ভিডিও আপলোড করি। দেখার আমন্ত্রণ রইলো।
As a agriculturist I like this topic very much. Thank you and best wishes..
Wow good to know that
আমাদের এলাকা ও তিস্তা নিয়ে ভিডিও বানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়।
আপনি যে এই টপিকটা cover করতে নিজের একাডেমিক background থেকেও অনেক inspired, সেটা ভিডিওর Info আর depth থেকে বুঝা যাচ্ছে। সেরা হইসে❤️
অনেক অনেক ধন্যবাদ
স্যার আমি ভাষা আন্দোলনের স্বপ্নদ্রষ্টা কে তা জানতে চাই আসলে জানিও। আমি চাই আপনি ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে এবং পরবর্তী যারা কাজ করছে এটা নিয়ে তাদের নিয়ে অন্তত ১ মিনিট হয়লেও একটা ভিডিও বানান। প্লিজ। ওনাদের যেভাবে ভুলে যাওয়া হয়ছে।
প্লিজ ভাই
শুধু কি তাই? জাতীয় ৪ নেতার তথ্য নিয়েও কোনো খোঁজ নাই,সবজায়গায় শুধু মুজিব আর মুজিব। এবার বলছে ভাষা আন্দোলনও মুজিবের অবদান!
Uni eta Pakistan er parlament prostab dislo Bangla ke rastro vasa korar kintu uni andoloner sopnodrosta na
9:56 - ভুট্টা খাইতে খাইতে ভিডিও দেখতেসি।
ভাই, তিস্তার বাংলাদেশ অংশে চীনের প্রস্তাবিত প্রজেক্টটা নিয়ে আলোচনা করেন। নদীতে পানি স্টোর করে কি আসলেই খরা মৌসুমে কাজে লাগানো যায় কিনা!!
চীনের ভরসায় প্রজেক্ট করতে গেলে জল শুকিয়ে যাবে....
বাংলাদেশ তিস্তা নদীর নিয়ে যে প্রজেক্ট শুরু করতে চাচ্ছে সেটা নিয়ে যদি কোন একটা ভিডিওতে বিস্তারিত বলতেন তাহলে খুব ভালো হতো। আপনার ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এইরকম ভিডিও তৈরীর জন্য আপনাকে ধন্যবাদ।❤️❤️❤️
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না.
আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি.
কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা,
নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে.
এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়.
ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ???
আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে?
আমরা বাঁধ দিলে,
আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ?
আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে.
আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ???????
আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে.
বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না.
ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়.
আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
As an Irrigation and Water management undergrad, this video really helped me, sir.
Well timed video also. 🔥
অনেক informative ছিলো। ভাল্লাগছে।।
ধন্যবাদ ভাইয়া😊
এক কথায় অসাধারণ উপস্থাপনা,,,,❤️❤️❤️❤️
What an awesome video!!mon vore dekhar moto hoise.joss joss 👌👌
Feeling special after hearing about my home town, I am from Jaldhaka, Nilphamari.
Take love Enayet Sir
ভাইয়া, ভিডিওটা দেখে সত্যি সত্যি অনেক অনেক উপকার হলো। অনেক অজানা বিষয় জানতে পারলাম। ধন্যবাদ।
And also keep up your good work
কালকে ভিডিও দিলেও দেখতে পারতাম না, আজকে পরীক্ষা ছিল বলে। আজকে অনেক মনোযোগ দিয়ে দেখে তিস্তা নদী, নদীর বাধ, এবং এক ধরনের পাতা সম্পর্কে জানা অজানা অনেক কিছু জানতে পারলাম।
Amaro same obostha😁
@@crickshorts3689 কোন ক্লাস ব্রো?
তিস্তা পরিকল্পনা নিয়ে একটা ভিডিও চাই ভাইয়া 💙❤️
নিজের উপজেলা 'জলঢাকা' নামটা শুনলেই একটা আবেগ চলে আসে। ধন্যবাদ স্যার❤️❤️
আরেহ সেরা :D
আমি ও জলঢাকা উপজেলা থেকে
খুবই সুন্দর করে উপস্থিত হয়েছে।তবে শেষে বলতে হতো ততদিনে আল্লাহ সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন।
এখন প্রশ্ন হলো কোনো দেশ চাইলেই কি নিজের দেশের সুবিধার জন্য রিভার গেট খুলে দিতে পারেন কিনা? এই বিষয়ে আন্তর্জাতিক পানি হিস্যা বিভাগের ভূমিকা কি?
আর পারলেও অন্য দেশের এতে যদি কোনো প্রকার ক্ষতি হয়, তার দ্বায়ভার কে নিবে?
বন্যা আসলে যে কোন দেশের যে কোন ব্যারেজই গেট খুলে দিতে বাধ্য। কারণ, গেট না খুললে শুধু যে বাধ ভাঙ্গবে, তা না। বরং ভাটিতে মারাত্মক বন্যা দেখা দিবে যার তীব্রতা ন্যাচারাল বন্যার চেয়েও তীব্র হবে। অর্থাৎ, ধরেন ফারাক্কায় প্রচুর পানি জমা হয়ে গেছে, তখন ভারত গেট না খুলে বসে থাকলো। এতে বাংলাদেশের লাভ নাই। উল্টো, একটা সময় বাঁধ ভেঙ্গে বাংলাদেশে হড়কা বানের মতোন হঠাৎ প্রচন্ড বিধ্বংসী বন্যা হবে প্রচুর প্রাণ ও সম্পদহানী হবে। বাংলাদেশের ক্ষতিটা বর্ষায় গেট খুলে দিয়ে করে না, শীত গেট বন্ধ রেখে করা হয়।
আসলে সমস্যাটা বাধ খুলে দেয়া নিয়ে না। কারণ আপনি খেয়াল করলে দেখবেন ওরা বাধ খুলে দেক বা না দেক। তিস্তার পানি বাধ ভেঙ্গে হলেও দিনশেষে বাংলাদেশে ঢুকবে। তাই বন্যা যে হয় ঐটাতে প্রতিবেশী রাষ্ট্রকে দোষারপ করা যায় না।
তবে সমস্যা হল উপযুক্ত সময়ে তিস্তার পানি না দেয়া নিয়ে। ওরা যখন খরা চলে তখন ওদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমাদের গ্রীষ্মকালে তিস্তার পানি দেয় না।
যেখানে 37.5% পানি আমাদের পাওয়ার কথা। এটা নিয়ে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি সাথে সম্ভবত দুইবার বৈঠক করেছেন কিন্তু মমতা ব্যানার্জির সেই এক কথা "আমি আমার পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষার্থে তিস্তার পানি দিতে পারব না"
Barrage ta na khulle venge jabe, seta suneo ki ei boka boka prosno ta kora thik ? Venge gele Bangladesh dube jabe.
বাধের জল ধারন ক্ষমতার সীমা অতিক্রম করলে জল ছেড়ে দিলে আনতোরজাতিক কোনো সমস্যা থাকতে পারে না
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না.
আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি.
কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা,
নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে.
এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়.
ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ???
আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে?
আমরা বাঁধ দিলে,
আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ?
আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে.
আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ???????
আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে.
বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না.
ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়.
আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
অসাধারণ হইসে ভিডিওটা।
💌❤️❤️🤍
আপনাকে দেখলেই অনুপ্রেরণা পাই
Wow! One another So depth and informative video from EC.
একটি দেশের পক্ষে দালালি এত সুন্দর ও সাবলিল ভাষায় করা যায় তাহা এই প্রথম দেখলাম । আমি আশা করি আপনি দালালি / চামচামি করে অনেক উন্নতি করতে পারবেন ।
আচ্ছা বুঝলাম, যে ঘন্টায় ঘন্টায় যে তথ্য আদান প্রদান হতো তা ১৫ তারিখের পর বন্ধ হয়ে গেছে।কিন্তু আপনিই যেহেতু বললেন যে ১২ ঘন্টা সময় লাগে পানি টা আসতে + সাধারনের তুলনায় অনেক বেশি পরিমান পানি সেদিন ছাড়া হয়েছিলো। তাহলে কেনো ভারত থেকে আগেই আমাদের জানায় দেয়া হলো না? ১২ ঘন্টা একেবারে কম সময় না।১২ ঘন্টা আগে জানালে ক্ষয়ক্ষতির পরিমান অনেকাংশে কমতো,নিশ্চয়ই।
ধন্যবাদ এরকম কন্টেন্ট এর জন্য, ভবিষ্যতে এমন ফিল্ড প্রজেক্ট আরো দেখতে চাই
কারন তোরা বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য
না টেনে খুব মনযোগ দিয়ে পুরো ভিডিও দেখেছি ❤️
আসসালামু আলাইকুম
আমি আসলে শুরু থেকে দেখছি আপনার ভিডিও গুলো। আপনার থেকে এই ভিডিওটার জন্যে ১ বছরের মত সময় অপেক্ষা করছিলাম। ধন্যবাদ আপনাকে
Walaikumassalam Brother Thank you sooooooooo much
বাংলাদেশের দুর্নীতির অবস্থা কেন এত ভয়াবহ ? এবং বাংলাদেশে পুলিশের উপর কেন মানুষের আস্থা হারিয়ে গেছে ?
এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর মিনতি রইল ভাইয়া।
Bhai eta afnar question boltesen na opinion janaitesen...
এগুলো বিদেশে বসে বানানো লাগবে। নাইলে ক্রসফায়ার 😂😂
@@FarhanTanvirr এখন দেখাই যাক এনায়েত ভাইয়ার সাহস?
@@wecare838 এগুলো আমার প্রশ্ন না, আর না কোন মন্তব্য ।
এই বিষয়গুলোর উপর ভিত্তি করে রিচার্জের মাধ্যমে ভাইয়াকে একটা ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছি শুধুমাত্র ।
@@afridhossainrabby5640 akhon sob desei ei choltese...se tulonae amader desh er onek unnoti hoece Alhamdulilah.
Nilphamari theke dekhlam...osadharon hoyece vai...next e nilphamari asle dekha hobe inshallah.
অসাধারণ ভাই,,,,, তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এমন একটি ভিডিও দেওয়ার জন্য,,, অসংখ্য ধন্যবাদ ভাই,,, 🥀🥀🙏💐💝
@AVOY. Update. Thank you so much for the appreciation 😍😄😄
@@EnayetChowdhuryOfficial 💝💐🙏🥀💕🇧🇩
আমরা আবেগেই তিস্তা সম্পর্কে অনেক কথা বলে থাকি,, ভালো লাগলো এত তথ্য বহুল ভিডিও তৈরি করার জন্য
ভাই দেশের কৃষকদের নিয়ে একটি সুন্দর ভিডিও চাই। আমার বাবা একজন কৃষক আমরা ধান চাষ করি এবং দেশের ধনীর দুলালদের খাদ্য সরবরাহ করি।কিন্তু আমার বাবা মতো আরো অনেক ব্যাক্তি আছে যারা কৃষি খাতে কোন ধরনের সরকারি সহয়তা পায়। উপজেলা কৃষি কর্মকতার কাজ কী আমাদের দেশে??
আর বেকার সংখ্যা মোকাবেলায় তো আমরা দেশে দক্ষ কৃষক তৈরি করতে পারি।
Of course
গ্রাউন্ড ভিডিও হিসাবে খুবি ভালো হইছে এবং এখন থেকে আশা করবো এভাবে গ্রাউন্ড ভিডিও পাবো।
আর এই তিস্তা নিয়া অনেক বিতর্ক হয়,ধন্যবাদ ভালো কিছু জানলাম।
একটা প্রশ্ন,আপনি কি তামাক পাতা সামনে থেকে দেখার পর মুখে নিয়া টেস্ট করছিলেন?
আলহামদুলিল্লাহ,চিন্তা বড় হতে ১ দিন লেট হয়ে গেল,কিন্তু হলো তো।🙂
Hmm.
হা হা :P
দালাল@@EnayetChowdhuryOfficial
Sothik dharona dewar jonno dhonnobad.❤️
I was always fascinated about agriculture and stuff. Thank you very much your video was very informative
So nice of you
@@EnayetChowdhuryOfficial ✨✨
স্যার,আপনার কনটেন্ট গুলো এতোই চমৎকার হয় যে ভিডিও দেখার সময় এক সেকেন্ডের জন্যও মনযোগ সরানো যায় না! শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যেভাবে এক নিঃশ্বাসে বলে যান আমিও এক নিঃশ্বাসে দেখি।
প্রত্যেকটা ভিডিও তথ্যবহুল। অসংখ্য ধন্যবাদ স্যার অসাধারণ উপস্থাপনার জন্য 💙
@Afroza Jannat, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল ৫ টায় ভিডিও আপলোড করে থাকি। দেখার আমন্ত্রণ রইলো।
আসসালামু আলাইকুম ভাইয়া। আমি রংপুরের বাসিন্দা। গত মাসেই তিস্তা ব্যারেজ ঘুরতে গেছিলাম। প্রতিটা টার্ম চমৎকার ভাবে বর্ণনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।
তিস্তা রিভার ড্রেজিং এবং চীনের উদ্যোগ নিয়ে একটা ভিডিও চাই ভাইয়া
Aapnakeo dhonnobad vai Walaikumassalam
অসাধারণ ভিডিও দাদা। আমার আমার বাড়ি ফুলবাড়ী 🇮🇳 । আমার বাড়ির উপর দিয়ে তিস্তা কানাল যায়, খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে আপনার ভিডিওটা অনেকটা একুরেট।।
তিস্তা নদী তো উত্তরাঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নিয়ন্ত্রণ করে ।তিস্তার পানি না থাকায় ,পানির স্তর প্রতিবছর নীচে নেমে যাচ্ছে ।সাথে তিস্তার পানি না থাকায় ,আশেপাশের যেসব শাখা নদী আছে , সেগুলোতেও পানির পরিমাণ কমে যায় ।এগুলো বিষয়েও কিছু বললে আরো তথ্যবহুল হতো ।
তবে অসাধারণ হয়েছে ভিডিও টা ☺
উলটা কাহিনী। তিস্তার আশে পাশে গ্রাউন্ডওয়াটারের পরিমাণ অনেক বেশি।
আপনি তিস্তা নদীর মূল অববাহিকায় গেলে ব্যাপারটা বুঝতে পারতেন। লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম। নীলফামারীর গ্রাউন্ড রিপোর্ট সত্যি বলতে আপনাকে তিস্তা সমস্যার সঠিক চিত্র দেবে না। নীলফামারী ও দিনাজপুর তিস্তা ব্যারেজের ও সেচ প্রকল্পের সুবিধাভোগী। অপরপক্ষে তার জন্য সাফার করছে প্রকৃতপক্ষে লালমনিরহাট
এটার ক্যাপশন "তিস্তা পাড়ের ফসল" দিলে যথাযথ হতো।
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না.
আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি.
কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা,
নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে.
এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়.
ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ???
আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে?
আমরা বাঁধ দিলে,
আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ?
আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে.
আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ???????
আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে.
বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না.
ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়.
আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
এর আগে তিস্তা নিয়ে অনেক ভিডিও দেখছি কিন্ত আপনার মতো এরকম ভাবে সঠিক তথ্য এখন অব্ধি কেউ দেয় নাই
@Sheikh Sujon, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল ৫ টায় ভিডিও আপলোড করে থাকি। দেখার আমন্ত্রণ রইলো।
@@EnayetChowdhuryOfficial ভিডিওর অপেক্ষায় থাকি😒
ভাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে একটা পুরো ভিডিও দিন, সাথে আমাদের পররাষ্ট্রনীতি কতটা প্রশংসনীয় সেটাও জানাবেন ❤️
Tamak enayet vai er ato favourite je field e giye tamak dekhe asechen😄😄
Very helpful and informative video, learned so many things about Bangladesh farming. Thank you so much.
আপনাকে স্বাগতম।
আসসালামুয়ালাইকুম কেমন আছেন? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে দেখছি।
Thanks sir thank you so much for the informative video. Your all video is so much informative. ❤❤❤
ভাই অসাধারণ ছিল ভিডিও টা।। হাতিবান্ধা থেকে বলছি।। তিস্তার ব্যারেজ এর পাশের এলাকা থেকে।।
💖💖💖
10:30 that graph idea is Joss... Next time i will implement in my projects.
ওয়াও ভাল্লাগলো শুনে 🥰🥰
আমি আপনার একজন নিয়মিত শ্রোতা, সেই অধিকার থেকেই বলছি.... আপনি যদি কথা বলার সময় যতি চিহ্নের বিষয়ে সচেতন হোন তাহলে বিরক্তির উদ্রেক না ঘটে বরং আরো শ্রুতিমধুর ও প্রাঞ্জল হবে।
আপনার আর খালিদ ভাইয়ার ভিডিও গুলো অনেক উপকারী।
ধন্যবাদ এতো ভালো কন্টেন্ট বানানোর জন্যে❤️
অনেক ধন্যবাদ 🥰🥰
Field trip integration was much more immersive than any other previous video❤️❤️
আরেহ সেরা
Ground report ar new series onek valo ekta initiative Sir
Variation ashlo 😇😇
Thanks for the video. Learned a lot from it😀
Highly informative video.
Salute boss 😎
Appreciated
1:31 স্যার এটার উচ্চারণটা গাজলডোবা ব্যারেজ হবে।
এটা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত ।
This is a very informative video. Well done 👏
তবে ইদানিং প্রায় প্রতিবছরই তিস্তা বিধৌত ডিমলা, জলঢাকা, বড়খাতা এলাকায় বন্যা দেখা যায়। হড়কা বান ছাড়াও প্রতিবছর এরকম বন্যা হওয়ার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণও আছে যেটা মেবি আপনি স্কিপ করে গেছেন।
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না.
আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি.
কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা,
নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে.
এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়.
ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ???
আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে?
আমরা বাঁধ দিলে,
আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ?
আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে.
আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ???????
আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে.
বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না.
ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়.
আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
প্রাকৃতিক দূরজোগ দূর করার উপায় কি ? সেটা নিয়ে কি একটি ভিডিও দেওয়া যাবে ?
impressive video. lot of thanks to you for taking such type of initiatives. still a lot of information to know nevertheless main idea is clear
Thanks a lot 🥰🥰
আপনি রেভ্যুলেশনারী কাজ করতেছেন। খুবই ভাল। শুভ কামনা।
Enayet Bhi Never Disappoint Us ♥️♥️
@wassup_bro Thank you so much for the appreciation 😍😄😄
চমৎকার উপস্থাপনা ❤️ কিছু বিষয় জানতাম, কিছু জানতাম না। পুরা বিষয় টা ক্লিয়ার হইলো এখন।
PS: আমি ব্যাক্তিগতভাবে মিম রিভিউ সেগমেন্ট টা মিস করি, ওইটা মাঝে মাঝে বা আলাদা ভিডিওতে আনা যায়?
আস্তে আস্তে আনবো 🥰🥰
ধন্যবাদ ভাই ভিডিওটার জন্য❤️❤️
সারা বছর পানি আটকাইয়া রাখবে আর বন্যা হইলে একসাথে ছাড়বে? যখন বৃষ্টি শুরু হয় তখন আস্তে আস্তে ছাড়লেই হয়।ভারতের হয়ে কথা বলার জন্য এবং ওকালতি করার জন্য ধন্যবাদ👏👏
স্যার মহাকাশ, ভয়েজার১,২ এইসব নিয়ে কিছু তথ্যমূলক ভিডিও বানাবেন??😅💕
তিস্তা নিয়ে ভিডিও অনেক ভালো লাগলো।।। ধন্যবাদ।।।
তিস্তা নিয়ে চীনের কী পরিকল্পনা এটি নিয়ে একটা ভিডিও দিলে ভালো হবে।
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না.
আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি.
কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা,
নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে.
এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়.
ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ???
আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে?
আমরা বাঁধ দিলে,
আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ?
আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে.
আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ???????
আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে.
বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না.
ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়.
আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এত এত তথ্যবহুল ভিডিও এর জন্য।
একটা ছোট অনুরোধ ভারতের চট্টগ্রাম বন্দর ব্যবহারে বাংলাদেশের সুবিধা অসুবিধা নিয়ে একটা ভিডিও আশা করছি।(যদি সম্ভব হয়)
আপনার ভিডিও গুলো অনেক সুন্দর।
আপনি যে বিষয়ে কথা বলেন ওইটা সম্পর্কে অনেক সুন্দর একটা ধারনা পাওয়া যায়।
ধন্যবাদ ভাইয়া 💙
*এই ভিডিওর জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম*
ভাই এই রকম মাঠ পর্যায়ে যাইয়া ভিডিওগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা কইরেন ❤️
This video provided me a good feel. Please make such video once a month or at least once in a quarter
The natural scenarios were amazing there.
৫ মাস পর আমার এলাকার চেহারা দেখালাম। ৬ঃ০৫ সেকেন্ডে যে ভিডিও দৃশ্যটি রয়েছে সেটা আমার গ্রামের ছোট্ট পুল। আমি খুব আনন্দিত। আগে জানলে আপনার সাথে দেখা করতাম স্যার। ধন্যবাদ। আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে গেছেন।
আরেহ ভাই অনেক অনেক ধন্যবাদ
উত্তরবঙ্গের মানুষ হয়ে ভিডিও টা দেখে ভালো লাগলো
আপনার কথা শোনে মনে হল তিস্তার সমস্যা কোনো সমস্যা না।ভারতের পক্ষে সাফাই গাইলেন সম্পূর্ণ ভিডিওটিতে।
Keno re Bharot biddesi, jola laage ?
@@human7731 ভারত বিদ্বেষী নয়।ভারত আমাদের সাথে যা অন্যায় করে তাই তুলে ধরেছি।
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না.
আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি.
কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা,
নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে.
এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়.
ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ???
আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে?
আমরা বাঁধ দিলে,
আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ?
আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে.
আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ???????
আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে.
বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না.
ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়.
আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
ডিমলার ওপর দিয়েই তিস্তা ব্যারেজে গেলেন অথচ সেই ডিমলার বেপারে কোনো তথ্যই দিলেন না কষ্ট পেলাম
তবুও বরাবরের ন্যায় ভালোবাসা রইলো😊
ভাই ভারতে কি জায়গা কিনছেন বাড়ি করার জন্য ?
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না.
আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি.
কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা,
নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে.
এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়.
ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ???
আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে?
আমরা বাঁধ দিলে,
আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ?
আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে.
আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ???????
আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে.
বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না.
ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়.
আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
এজন্যই নীলফামারীতে এসেছিলেন আপনি😍😍
ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্য দেওয়ার জন্য এবং নীলফামারীতে আপনাকে আবারও দেখতে চাই।
আবার আসলে আওয়াজ দিবো ইন শা আল্লাহ
@@EnayetChowdhuryOfficial ভালোভাবেই জোরে আওয়াজ দিয়েন😄😄
যেন নীলফামারী ব্লক করে ফেলা যায় আপনাকে দিয়ে😊😊
এই রকম কন্টেন্ট আসলেই অমূল্য! এইটা বানাতে কি লেভেলের পরিশ্রম হয়েছে সেটা বোঝাই যাচ্ছে! মনে হচ্ছে যেন ডকুমেন্টারি দেখছি। আরও চাই এমন ভিডিও।
আরেহ বস দেখি। অনেক ধন্যবাদ 🥰🥰
@@EnayetChowdhuryOfficial অনেক ভালোবাসা ভাইয়া❤️
তিস্তা নিয়ে বেশ ভালো তথ্যসমৃদ্ধ ভিডিও বানিয়েছেন। খুব ভালো লেগেছে।
Onek thanks vai
স্যার,
তিস্তার ব্যারেজ বাংলাদেশ এবং ভারত অংশে কেনো বানানো হলো, কি ভাবে এই আইডিয়া আসলো এবং এর আগে কি কি হতো, এই সব নিয়ে একটি ভিডিও বানালে অনেক ভালো হতো
সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না.
আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি.
কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা,
নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে.
এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়.
ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ???
আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে?
আমরা বাঁধ দিলে,
আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ?
আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে.
আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ???????
আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে.
বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না.
ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়.
আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
সবসময়ই অসাধারণ ভিডিও স্যার। 😊
Teesta water is more crucial to Bangladesh as flow of water in lean period (December-March)
comes down to one-fifth of its usual flow, affecting irrigation, livelihood and environment in
northern districts.
It is the third largest of the rivers shared by Bangladesh and India.
Originating from Indian state of Sikkim, the Teesta flows through West Bengal before it joins
the Brahmaputra in Bangladesh, travelling 414km. Withdrawal and diversion of water in two
Indian states upstream leave little water in the Teesta when it reaches Bangladesh. The
situation is worse in winter.The Teesta barrage, a must for surface water irrigation for winter crops, becomes almost dry during the lean period. Plan for its second phase was abandoned.
Protracted talks over Teesta water sharing between Dhaka and New Delhi stopped short of
closing in 2011 when former Indian prime minister Manmohan Singh was about to sign the
long-awaited deal during his Dhaka visit.
But it did not happen as Mamata pulled herself out of the visit and objected to it, causing
embarrassment for Bangladesh. It was not a pleasant occasion for India as well, because an
agreement on using Bangladesh land for India’s inter-state connectivity was also scrapped.
Negotiation on fair share of water of common rivers, including the Teesta, dates back to 1972,
when the Joint Rivers Commission had its first meeting in the Indian capital. In the 25th
meeting of the JRC in Dhaka on July 20, 1983, Bangladesh and India reached an agreement on
an ad-hoc sharing of the Teesta water during the dry season. The ad-hoc sharing agreement
was valid up to the end of 1985, which was later extended till the end of 1987.
The ad-hoc arrangement kept 36 percent water for Bangladesh and 39 percent for India in dry
season. The remaining 25 percent of Teesta water would remain unallocated for share on the
basis of scientific research, which was never done.
The ad-hoc arrangement expired, and a permanent treaty for Teesta water sharing has been in
talks for over three decades since then.
In 1984, Bangladesh’s share rose to 37.5 percent, Indian share to 42.5, while 20 percent was
unallocated. The same arrangements were proposed in the 2011 draft, which was scrapped.
Bangladesh has reasons to worry. Estimates suggest that Teesta’s mean average flow is 60
billion cubic metres, of which a significant amount flows during June and September. October
to April is considered the lean season.
Media reports say Sikkim in its 151km portion of the Teesta has got five dams and has planned
31 more. As the river flows down, West Bengal constructed a barrage at Gazaldoba, which
diverts 85 percent of the flow. West Bengal aims at irrigating nine lakh hectares of land and
generating 67.60MW of hydropower from Teesta water.
All these will further deplete Teesta water for Bangladesh.
The plan adversely affects about 21 million Bangladeshis who live in the basin of the Teesta,
while only 8 million live in the basin in West Bengal and half a million in the Sikkim state of
India. The Bangladesh-India population ratio is 70:30.
Data shows India already enjoys 55 percent share of Teesta water. Bangladesh claims 50
percent of the water between December and May every year when Teesta flow drops
drastically. Irrigation in over 1 lakh hectares of land in northern region becomes uncertain in
winter due to excessive withdrawal of water by India.( The Business Standard)
বাংলাদেশের তিস্তা প্রকল্পের কাজ কতটুকু এগিয়েছে এ নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ
The epic scene from Goblin(2016) ❤️
তিস্তা ব্যারেজ থেকে মাত্র ১ কিঃমিঃ দূরে আমার বাড়ি।আমি অলয়েজ আপনার ভিডিও দেখি।আজকের শিরোনাম দেখে প্রথমে অবাক হই।আপনি আমাদের তিস্তা নিয়ে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ দিয়েও শেষ করা যাবেনা।ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল।আগে জানলে অবশ্যই আপনাকে আমাদের বাড়িতে নিয়ে আসতাম।আর হ্যা চিনের নতুন প্রজেক্টের বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানানোর অনুরোধ রইলো। আর নেক্সটে আসলে অবশ্যই অগ্রীম জানান দিবেন।অপেক্ষায় থাকলাম
আরেহ ভাই অনেক ধন্যবাদ 💝💝
তুই এইটা বলিস নাই কেন ????? সারাবছর পানির প্রবাহ ঠিক থাকলে নদীর তলদেশে পলি জমে না, নদীর নাব্যতা ঠিক থাকে, নদ-নদীর কার্যক্রম,পানি প্রবাহ স্বাভাবিক থাকে. সুতারং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজে নদী হয়ে সাগরে চলে যেতে পারে, বন্যার সৃষ্টি হয় না.
আমরা বাঁধ বা ব্যারেজ দিয়ে নদীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করি.
কিন্তু ইন্ডিয়ান গুরুরা তিস্তার বাঁধ দিয়ে আমাদের(বাংলাদেশের) নদীর পানি প্রবাহ, নদীর ধারণক্ষমতা,
নদীর নাব্যতা নষ্ট করে ইন্ডিয়ান গরুরা. ওরা(ইন্ডিয়ান গরুরা) দুইটা বাঁধ(তিস্তা ব্যারেজ), Gazoldoba Barrage, দিয়ে বিচ মেরে দিয়েছে . হয় সারা বছর তিস্তা গেট খোলা থাকবে / নাহয় সারাবছর আটকানো থাকবে.
এই শর্তে রাজি নাহলে বাংলাদেশ নিজে একটা বাঁধ/ব্যারেজ দেবে. তখন দেখব পানি কোন দিকে যায়.
ইন্ডিয়ান গুরুদের/গরুদের এটা ভাবা উচিত ওদের ওখানে(ইন্ডিয়ায়)Meghalaya বৃষ্টি বেশি হয়, আমরা বাঁধ দিলে ওদের বৃষ্টির পানি কোথায় যাবে ???
আমরা বাঁধ দিলে বন্যাটা কোথায় হবে ?? ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে?
আমরা বাঁধ দিলে,
আমাদের সিলেটের বৃষ্টির পানি ঠিকই আমাদের নদী ধারণ করতে পারবে আর বাকিটা/অতিরিক্ত পানিটা সাগরে চলে যেতে পারবে, কিন্তু আমরা বাঁধ দিলে আপনাদের বৃষ্টির পানি কোথায় যাবে ?
আমরা বাঁধ দিলে ওদের দেশের বৃষ্টির পানি আমাদের নদী হয়ে বঙ্গোপসাগরে/সাগরে যেতে না পারলে ওদের ওখানে (ইন্ডিয়ায়) বন্যা হবে.
আমাদের দেশকে কাজে লাগাচ্ছে আবার আমাদেরই ক্ষতি করছে, এইটা ইন্ডিয়ান গুরুদের/গরুদের বুঝতে কষ্ট হয় ???????
আমরা বাঁধ/ব্যারেজ দিলে ইন্ডিয়ান তিস্তা ব্যারেজ তখন কোন কাজে আসবে না. তখন ইন্ডিয়ান গরুরা অনুমান করতে পারবে আমাদের কত ক্ষতি করেছে.
বর্তমানে বন্যায় সিলেটের অবস্থা কি হচ্ছে সেটা সিলেট বাসী জানে আপনি একজন ইউটিউবার হয়ে অথবা ইউটিউব বক্তার কথা শুনে জ্ঞান অর্জন করে সেটা অনুমান করতে পারবেন না.
ইন্ডিয়ায় তিস্তা ব্যারেজ/বাঁধ দেওয়ার আগে সিলেটে বন্যা হতো না, তিস্তা ব্যারেজ দেওয়ার পর থেকে সিলেটে বন্যা হয়.
আপনি যদি এর বিপরীতটা জানেন তাহলে সেটা বিকৃত ইতিহাস. সেটা সঠিক তথ্য নয়.
বাংলার কান্না
তিস্তা
বাচ্চা থেকে বুড়ো সবাই মোবাইললে আসক্ত হয়ে পড়ছে দিন দিন।এটা নিয়ে একটা ভিডিও বানান ভাইয়া। আমার মনে হয় এই রকম ভিডিও সবাই পছন্দ করবে
ha banabo dekhi
শব্দ চয়নের মধ্যে এবারের সেরা শব্দ সেলিব্রিটি সবজি তামাক 🤣🤣🤣
🤣🤣🤣
So much informative!🖤
ভাইয়ার প্রিয় ফসল তামাক 😂
😆😆😆
🤣🤣