সিলেটের করিমগঞ্জ কেন ভারতের অংশ হয়ে গেল? Sylhet Referendum 1947। Explained by Enayet Chowdhury

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @EnayetChowdhuryOfficial
    @EnayetChowdhuryOfficial  2 года назад +55

    Enjoy the “Season of Travel” with GoZayaan: cutt.ly/mNnLvc2
    Download GoZayaan App at onelink.to/6ms28f
    দিনশেষে এই ভিডিওটাকে কোনো ঐতিহাসিক বা গবেষণা দলিল হিসেবে না দেখে খুব সাধারণ একটা ভিডিও হিসেবে দেখতে অনুরোধ করবো। এই ভিডিওটা আসলে তাদের জন্য বানানো যারা জানতোই না সিলেটে একটা গণভোট হয়েছিল কিংবা যারা জানতোই না করিমগঞ্জ পূর্ব বাংলায় আসতে ভোট দিয়েছিল যা এখন ভারতের। তবে....
    কিছু কারেকশান আসছে যা উল্লেখ করার মতন।
    "বাংলা র = অসমীয়া ৰ (ৱ নয়)।"
    এইটা হইসে এডিটিং এর সময় স্ক্রিপ্ট থেকে কপি পেস্ট করার সময় ৰ আর ৱ এর মধ্যে যে হালকা পার্থক্য আছে সেটা আর খেয়াল করা হয় নাই। স্ক্রিপ্টে ঠিকই ছিল পরে ভুল করে ফেলসি আর কি আমরা। খুবই দুঃখিত এই কারণে।
    ম্যাপের ব্যাপারটাতে ঝামেলা হয় কি ম্যাপ অ্যানিমেশানের সময় আমরা যখন ভেক্টর ফাইল থেকে অ্যানিমেট করি সেখানে ইতিহাসের সবসময়কার মানচিত্র আলাদা করে থাকে না। কাজেই লাবিদ রাহাত কিংবা জনি হ্যারিসের মতো একদম ট্রু ম্যাপ এন্থুসিয়াস্ট না হলে সেটা ধরে এডিটে দেয়া বেশ কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। তারপরেও এটা দেয়া যেতো। তবে এই ভিডিও টাতে ম্যাপের অ্যাকুরেসির চেয়ে অন্য জিনিসগুলোর প্রতি আমাদের প্রাধান্য বেশী ছিল।

    • @GOLI570
      @GOLI570 2 года назад +1

      সিলেটের ওই পাড়ের করিমগঞ্জ বাংলাদেশের, আপনে মিয়া সিলেট নিয়ে পড়ে আছেন 🙄

    • @ansarahmed8912
      @ansarahmed8912 2 года назад +2

      এনায়েত ভাই, করিমগঞ্জ নবীব আলী নামক একজন জেলা প্রশাসকের মীর জাফরির জন্য আসামের হয়েছিল।
      সেটা ভালো করে জেনে এই সম্পর্কে একটা ভিডিও বানালে ভালো হয়।

    • @faisalhussain8039
      @faisalhussain8039 2 года назад

      ruclips.net/video/2Cz2JT00qPg/видео.html .This is an aerial view of IUT, Gazipur isn't it? Is it related to the report?

    • @adarshakar009
      @adarshakar009 2 года назад

      Akta video hok joshor o khulna r exchange niye... Okhneo plebiscite typer er kichu hyechhilo... Malda, murshidabaad eo taai... Akta well researched video banale bhalo hoi... R ground report er jonno india asben... Video ta completely well researched hobe...

    • @mdsajib8282
      @mdsajib8282 2 года назад +3

      কুমিল্লা নিয়া একটা ভিডিও বানান, কারণ কুমিল্লা এক সময় ত্রিপূরা অংশ ছিল,শুধু অংশ ছিল না ত্রিপূরার রাজধানী ছিল,, কুমিল্লার অনেক হিস্টরি আছে, আপনার ভিডিও গুলা দেখি আর হিস্টরিক্যাল অনেক কিছু জানতে পাড়ি,কুমিল্লা কি ভাবে বাংলাদেশের অংশ হলো এটা নিয়ে একটা ভিডিওর আবদার করছি আপনার কাছে,, যদি আমার কমেন্ট টা দেখে থাকেন, কোন একটা ইংগিত দিয়েন,যেন বুঝতে পাড়ি,ভালবাসা রইলো আপনার প্রতি ❤️👍

  • @monisha3397
    @monisha3397 2 года назад +547

    আমার দাদার বাড়ি করিমগঞ্জে। আমার সব চাচা,ফুফু সবাই এখানো করিমগঞ্জে থাকে কিন্তু আমার বাবার বয়স যখন ১৯/২০ তখন তিনি সিলেট চলে আসে। এখন মনে করি আমার বাবা সিলেট চলে এসে ভালো করেছে। তবে এখনো মাঝেমধ্যে ভারতে আমার দাদার বাড়িতে যাই রক্তের টানে। আমার বাবা দেড় বছর হয়েছে মারা গেছেন😞😞 দোয়া করবেন আমার বাবার জন্য❤️❤️

    • @aj.ahmmed
      @aj.ahmmed 2 года назад +3

      🥺🥺

    • @levibutcher4725
      @levibutcher4725 2 года назад +17

      সেম। আমার নানা ভাই র বাড়ি করিম গঞ্জে ছিল। আমার মায়ের দাদাবাড়ির সবে করিম গঞ্জ থাকইন

    • @TanzirRahman
      @TanzirRahman 2 года назад +6

      আপনার বাবার আত্নার শান্তি কামনা করি

    • @jalilfaruk7081
      @jalilfaruk7081 2 года назад

      আফা কান্দিবা না,
      শাহপরান আইলে নক দিবা

    • @avronilshahin9194
      @avronilshahin9194 2 года назад +4

      আমার অনেক বন্ধুর বাড়ি করিমগঞ্জে....

  • @LiveNobin
    @LiveNobin 2 года назад +63

    এই বিষয়ে আমারও অনেক আক্ষেপ, কারন যেখান থেকে বাংলাদেশ বডার শেষ শেখান থেকে অনেক সুন্দর এবং উচু পাহারি এলাকা শুরু।

  • @dilwarhussain7156
    @dilwarhussain7156 Год назад +31

    আমাদের করিমগঞ্জ সিলেট থেকে আলাদা হয়ে গেছে সত্য, আমরা তা দেখিনি, কিন্তু আমাদের রক্তের টানটা এখনও রয়েছে সিলেটের সাথে...

    • @Targetgang-p6e
      @Targetgang-p6e 4 месяца назад

      এটা ভারতের জুলুম ছাড়া কিছু নয়

    • @sabanaaktar2632
      @sabanaaktar2632 29 дней назад

      Barak velly too Silchar haailakhandi

  • @greaterbangla
    @greaterbangla 2 года назад +62

    করিমগঞ্জ ভারতের অংশে চলে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে আক্ষেপ করে বলেছিলেন , “সিলেটে গণভোটে জয়লাভ করা সত্ত্বেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ করিমগঞ্জ মহকুমা ভারতবর্ষকে দিয়েছিল। আমরা আশা করেছিলাম, আসামের কাছাড় জেলা ও সিলেট জেলা পাকিস্তানের ভাগে না দিয়ে পারবে না। আমার বেশি দুঃখ হয়েছিল করিমগঞ্জ নিয়ে। কারণ, করিমগঞ্জে আমি কাজ করেছিলাম গণভোটের সময়।”

    • @ps5627
      @ps5627 Год назад

      অনেকে ভাবে আসাম কে আবার দখল করে বাংলাদেশ এ র হবে,তাদের জানা উচিত বেশি দেরি না করে নিজেদের জায়গা বের করে তে ,বাংলাদেশ ভারতের সঙ্গে এক করা হবে,এটা ভারতবর্ষের অংশ

    • @Appleidforbgmiatlowprice
      @Appleidforbgmiatlowprice Год назад

      @@Economics-i6g One day we will take over Bangladesh for sure fuckallah 🤬

    • @debdeepdhar1680
      @debdeepdhar1680 Год назад

      Pore sei Sheikh Mujibur rehman Pakistan er kache laathi kheye amader bharoter kache shornaponno hoyechilo

  • @benjaminsubham
    @benjaminsubham 2 года назад +121

    গোটা ভারতীয় উপমহাদেশে প্রথম ভাষা আন্দোলন হয়েছিল মানভূমে। যার ফলে মানভূমের পুরুলিয়া মহকুমাকে বিহার থেকে বের করে বর্তমান পশ্চিমবঙ্গের সঙ্গে জোড়া হয়। এই মহকুমা বর্তমানে বাংলার পুরুলিয়া জেলা।

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 2 года назад +2

      মারা গেছিলো কেউ?

    • @swarupbanerjee147
      @swarupbanerjee147 2 года назад

      কোন সালে হয়েছে এটা?

    • @saptarsheepaul1705
      @saptarsheepaul1705 2 года назад +16

      @@swarupbanerjee147 1912-1956 sal porjonto upomohadesher dirghotomo Bhasha andolon..

    • @konikaakter9755
      @konikaakter9755 2 года назад +2

      @@saptarsheepaul1705 😁😁😁

    • @TanzirRahman
      @TanzirRahman 2 года назад +5

      মানভূমের আন্দোলনটা হয়েছিলো 1948 সালের দিকে। পরবর্তীতে 1956 সালে মানভূমকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করা হয় পুরুলিয়া নাম দিয়ে। মজার ব্যাপার হলো পুরুলিয়ার গানগুলো এখনো বিহারের ভোজপুরি গানের মত অনেক মজার।

  • @subratabhowal7590
    @subratabhowal7590 6 месяцев назад +6

    অজ্ঞান, জ্ঞান, ধর্মান্ধতা, ভাষান্ধতার ঘুর্ণাবত্ত, রাজনীতির ঘোরপাক ও
    বিজ্ঞাপনের অন্তরালের ভাঁজে ভাঁজে..... অবলোকন তথা সত্যের অনুসন্ধান।

  • @shubhochax3411
    @shubhochax3411 2 года назад +37

    ভারত থেকে নিয়মিত দর্শক।
    এনায়েত বাবুর নিরপেক্ষ কথোপকথন বেশ ভালো লাগে। চালিয়ে যান!

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  2 года назад +6

      @Shubhochax, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল ৫ টায় ভিডিও আপলোড করে থাকি। দেখার আমন্ত্রণ রইলো।

    • @genuine1783
      @genuine1783 Год назад +4

      @@EnayetChowdhuryOfficial vai apni neutral vabe journalism koren thik ache. But religious mentality kokhono kao prokash korche tokhon tar instant protibad koren na. Apnara ata to janen varot er help chara bangladesh howa possible chilo na. Tobuo bangladesh a ato lokjon okaron varot birodhi mentality rakhe abong prokashhe poshon kore, tar protibad o to apnader kora uchit. Jodio ami nije janina apni nije varot birodhi mentality poshon koren ki na. Hope that you are atleast true person about genuine reality.

  • @TanzirRahman
    @TanzirRahman 2 года назад +14

    করিমগঞ্জ, কাছারে আমার অনেক Friend আছে। এত ভালো তারা। একটা Friend ঢাকায় আসছিলো একবার। বাড়ি কাছাড় জেলা, থাকে শিলচর শহরে। আমি দেখাও করছিলাম Friend এর সঙ্গে। Passport না থাকলে বোঝাই যায় না তারা আসামের লোক। একেবারে আমাদের বাংলাদেশের মানুষের মত। আমি বলছিলাম, ভাই থাইকা যান এইখানে।

  • @mrtaaz7839
    @mrtaaz7839 2 года назад +10

    I'm sylheti boy, from Karimganj Assam 🥰

  • @asikurakash6066
    @asikurakash6066 2 года назад +33

    সিলেটে বেড়াতে যাওয়ার ইচ্ছা দীর্ঘদিনের।বগুড়া থেকে দেখছি❤️❤️

    • @Fishhack683
      @Fishhack683 8 месяцев назад +1

      বগুড়া থেকে দেখছি 😊

  • @maharun
    @maharun 2 года назад +17

    What an immense quality bump!!
    These videos are gems. Proud of Enayet Bhaiya... Ato druto ato beshi improvement dekhbo asha kori nai.. Hats off...

  • @narayansinha5092
    @narayansinha5092 Год назад +37

    Thanks God aamra Assam a royegechi ... proud feel karchi Indian hoye

    • @imtiazadar5475
      @imtiazadar5475 Год назад +4

      Hindu to tai

    • @jishubasak4778
      @jishubasak4778 Год назад +5

      ​@@imtiazadar5475 ha ta Tor pblm ki?

    • @imtiazadar5475
      @imtiazadar5475 Год назад +2

      @@jishubasak4778 আমার সমস্যা না। হিন্দু বিধায় খুশি ভারতে রয়ে গেছে এটাই। নাইলে আজ বাংলাদেশ নিয়ে বুক ফুলিয়ে কথা বলতো🇧🇩

    • @arghya4567
      @arghya4567 Год назад +3

      ​@@imtiazadar5475কিসের জন্য বুক ফুলিয়ে গর্ব করত??

    • @imtiazadar5475
      @imtiazadar5475 Год назад +4

      @@arghya4567 এক দেশ এক ভাষা এক পতাকা, এখানে সবাই রাজা।

  • @fahim1996..
    @fahim1996.. 2 года назад +48

    সবকটা তথ্য সঠিক এবং নির্ভেজাল.. খুব ভালো লাগলো সিলেটের ইতিহাস তুলে ধরার জন্য.. শুভ কামনা রইলো (সুনামগঞ্জ-সিলেট) থেকে 🇧🇩

    • @Taahmim
      @Taahmim 2 года назад +2

      কিতা কইন ইতা? ভিডিওর অর্ধেকই তো মিছা

    • @fahim1996..
      @fahim1996.. 2 года назад

      @@Taahmim না ভাই.. আমার জ্ঞানে আমি যতটুক জানি এবং উনি যা বলেছেন তথ্যগুলো সঠিক.. ২/১ টা তথ্য কিছু ভুল হতেও পারে তবে সেটা এখনো আমি সিওর নই.. আমার ও জানার ভুল হতে পারে

    • @Taahmim
      @Taahmim 2 года назад +1

      @@fahim1996.. আন্দাজে কথা বলাটা ঠিক না ভাই। আমি শুধু সিলেটের ইতিহাস জানতে নাগরি ও ফারসি ভাষা শিখেছিলাম ২৮ বছর বয়সে। মানে ১১ বছর আগে। কারন শুধুমাত্র এই ২ ভাসায়ই লিখা আছে সব ইতিহাস। এমন কি আসামের ইতিহাসও এই নাগরি ভাষায় লিখা।
      বাংলা তো মাত্র ১৫০ বছর আগের ভাষা। আর ইংরেজিও কেউ যখন গ্রহন করেনাই সেই ১৭৭৮ সালেই সিলেটে ২য় ভাষা হিসাবে পড়ানো হয়। তখনো বাংলা নামে কোন লিখিত ভাষাই ছিল না।
      নাগরি শিখুন, সিলেটের ৯০% বই পড়তে পারবেন। সুফিদের লিখা বাকি ১০% বই ৭২০ (১৭২০ না) সালের পরে লিখা।

    • @fahim1996..
      @fahim1996.. 2 года назад

      @@Taahmim নাগরি ভাষা যেখটা কইরা ইখটা ত ৬০০ বছরের পুরান ভাষা.. আর সিলেটি আর অসমিয়া ভাষা কোনভাবেই এক নায়.. ২ টা ভাষার ওউ নিজস্ব বর্নমালা আছে.. দেশ বিভক্তের আগে সিলেট আসাম এক আছিলো.. গনভোট এর মাধ্যমে সিলেট বাংলাদেশের ওইছিল ইকান ও সঠিক..

    • @Taahmim
      @Taahmim 2 года назад +1

      @@fahim1996.. ৬০০ বছর কিলা খইলা?
      ৮০০ বছর আগে মৌলভিবাজার অর সৈয়দ রুকুনুদ্দিন অর লেখা গান এখনো জনপ্রিয়। ইটা তো নাগরি ভাষায় লেখা। ৭০০ সালর দিকে লেখা জৈন্তার রাজ বংশর বই ও তো নাগরি। ১৩০০ বছর অই গেছে।
      প্লীজ, অজানা বিষয়ে মাতবা না। ইটা মিছা মাতার সমান। আমার পূর্বপুরুষ ইয়েমেন থাকি শাহজালাল অর লগে আইছইন। ফারসি ছাড়া কোন লিখিত ভাষাই পারতা না। নাগরির ভাষা দেশও আইয়া হিকহইন। হিন্দু রাজবাড়ির খুব কাছে টিল্লাত বাড়ি বানাইছইন। পরবর্তীতে জমিদার অইছইন। কিন্তু ১ কিলো দূরে অতো বড় রাজবাড়ী থাকতেও কোন দিন কোন ঝামেলা অইছে না ২ ধর্মর মানুষের মাঝে। কারন একটাই। রাজারা মিছা মাত পছন্দ করতা না। আর সুফিরা মিছা মাতিতো না।
      অসমীয়া নাগরীর ৯৫% অক্ষর সেইম। ভাষা ও শব্দ আলাদা। উচ্চারণ আলাদা। আমার দাদা সিলেটি মাতিয়া আসামর ফরেস্ট অর হেড আছলে রেফারেন্ডাম অর আগে।
      আমরার ঘরও পোস্টার আছে রেফারেন্ডাম অর।
      নাগরি ভাষায় লেখা,
      আসামেতে চাষের জমি, পূর্ব বাংলায় আছে জল,
      সুখে যদি থাকতে চাস, কুড়াল ছেড়ে ঘরে চল।
      মানে আমরা ভারত অর পক্ষেই আছলাম।
      শাহবাজপুর থানা (বিলুপ্ত) একচেটিয়া ইন্ডিয়ার পক্ষে ভোট দিলেও আমরারে দিছে আবাদী বাঙালীর লগে।

  • @knownwithsultan7282
    @knownwithsultan7282 2 года назад +71

    দাদা আমি করিমগঞ্জ থেকেই ভিডিওটা দেখছি, আজও আমরা বাংলা ভাষার জন্য প্রতিবাদ, আন্দোলন, বৈষম্য, হয়রান হতে হয়।

  • @miftahulislamtalha8658
    @miftahulislamtalha8658 2 года назад +13

    করিমগঞ্জের অবিচ্ছেদ্য একটা অংশ হলো জকিগঞ্জ, আমি সেখানকার। করিমগঞ্জ মহকুমা ছেড়ে আমরা এখন সিলেট জেলায়... এখন আমরা জেলা শহরের সবচেয়ে দূরবর্তী উপজেলা, করিমগঞ্জ পাকিস্তানে আসলে আমরা জেলা সদরেই থাকতাম!

    • @nhrahat188
      @nhrahat188 2 года назад

      জকিগঞ্জ কি ভাগের আগে করিমগঞ্জ জেলায় ছিলো?

    • @md.basheerhussain9281
      @md.basheerhussain9281 2 года назад

      @@nhrahat188 হ‍্যাঁ

    • @shakilahmed-zm4ur
      @shakilahmed-zm4ur 7 месяцев назад

      আমাদের বড়লেখা ও করিমগন্জ মহকুমার অংশ ছিল

  • @sheikhasimislam974
    @sheikhasimislam974 2 года назад +26

    আরে ভাই, সিলেটের যে অংশটুকু আমাদের ভারতে পড়েছে, এমনি এমনি পর্যটন কেন্দ্র হয়ে ওঠেনি,,,, ভারত সরকার নর্থইস্টে আলাদাভাবে কারি কারি টাকা ঢালে পর্যটন শিল্প গড়ে তোলার জন্য

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 2 года назад +8

      হ্যা এসব জায়গায় গিয়ে বুঝতে পারছি। এটাকে ইউরোপের মত করা সম্ভব যদি সেই লেভেলের ইনভেষ্ট করে। বাংলাদেশে পরে নাই আফসুস, কিন্তু পরলে ডাষ্টবিন বানাই ফেলতো।

    • @souravsamantaofficial
      @souravsamantaofficial 2 года назад

      @Sheikh Asim সহমত বন্ধু

    • @debajitdas8947
      @debajitdas8947 2 года назад +9

      ভাই এই কথা এরা বলবে না। ভারত সরকার যে কত হাজার হাজার কোটি কোটি খরচ করেছে পর্যটন শিল্পে। আর এরা ভাবছে ভারতকে সব সুন্দর জায়গা বেছে বেছে দিয়েছে । 😂

    • @swahitdey8351
      @swahitdey8351 2 года назад +1

      যাক কেও অন্তত বললো,

    • @ranajit2355
      @ranajit2355 2 года назад +1

      লাও এতক্ষণ যে শুনলাম করিমগঞ্জের লোক বাংলাদেশে যেতে চায়

  • @nhrahat188
    @nhrahat188 2 года назад +22

    করিমগঞ্জ ভারতে যাবার প্রধান কারণ হলো ত্রিপুরার সাথে যোগাযোগ। তখনকার একমাত্র সড়ক ও রেলপথ করিমগঞ্জ এর মধ্যে দিয়ে ত্রিপুরায় যেত। ত্রিপুরা এমনিতেই ভারত থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিলো। আবার করিমগঞ্জ দিয়ে দিলে বেশি বিচ্ছিন্ন হয়ে যেত।

    • @dilmuhammaddilu3344
      @dilmuhammaddilu3344 Год назад

      8

    • @mamun-t7f
      @mamun-t7f 6 месяцев назад

      এই জন্য করিমগঞ্জ দিয়ে ভারতের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে নাই

  • @bidhan.chandrabhattacharje585
    @bidhan.chandrabhattacharje585 2 года назад +1

    Onek dhonnobad..
    Ekdom ashol kotha gulo sundor bhabey tuley dhorar jonno..tobey aro kotha chilo....from.. Sylhet Bangladesh

  • @sahidahmedbarbhuiya1937
    @sahidahmedbarbhuiya1937 2 года назад +28

    Ami Assam jelar Cachar District teke... Bangladesh er border theke 15 km durotte ...
    Proud Indian ❣️

    • @sabanaaktar2632
      @sabanaaktar2632 29 дней назад

      And we aree originally our land originally belongs to sylat

  • @RuhulAmin-wj5ol
    @RuhulAmin-wj5ol 2 года назад +40

    এনায়েত ভাই কে অসংখ্য ধ্যনবাদ সিলেটের পক্ষ থেকে,,, দুবাই থেকে আপনার সবকয়টি বিডিও দেখি

  • @TanzirRahman
    @TanzirRahman 2 года назад +3

    দক্ষিণ সিলেট বা এখনকার মৌলভিবাজার সে সময় কিছুটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ মহকুমা ছিল। সেখানে প্রচুর চা শ্রমিক ছিল, যারা কিনা হিন্দু ধর্মাবলম্বী ছিল। তাই তারা আসামের পক্ষে ভোট দিয়েছিলো। উল্টোদিকে আসামের করিমগঞ্জ মহকুমা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তাই তারা পাকিস্তানের পক্ষেই ভোট দিয়েছিলো। কিন্তু ত্রিপুরার সঙ্গে আসামের যোগাযোগের সুবিধার জন্য করিমগঞ্জকে আসামের সঙ্গে রাখা হয়। দেশভাগের পরে সিলেট-মৌলভীবাজার থেকে অনেক হিন্দু পরিবার আসামে চলে যায়। অন্যদিকে করিমগঞ্জ-কাছাড় থেকে অনেক মুসলিম পরিবার পূর্ব পাকিস্তানে চলে আসে।।

    • @TheOvi92
      @TheOvi92 2 года назад +1

      হ্যাঁ মৌলভীবাজার তখন প্রচুর হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস ছিলো এবং দেশভাগের সময় প্রচুর ভারতের দিকে পা বাড়ান। এটা একটা কারণ মৌলভীবাজার বা দক্ষিণ শ্রীহট্ট থেকে ভারতের পক্ষে ভোট যাওয়ার। এখনো সিলেট বা বাংলাদেশের অন্যান্য অংশের সাথে তুলনা করলে আমাদের মৌলভীবাজারে হিন্দুদের শতকরা হার বেশি পাওয়া যাবে।।।...

  • @farukantu0242
    @farukantu0242 2 года назад +2

    আমার দেখা সিলেট নিয়ে বেস্ট ভিডিও।ধন্যবাদ ভাই

  • @somensur8856
    @somensur8856 Год назад +20

    Proud to be Indian🇮🇳. Jai Hind.

    • @landlordanis4875
      @landlordanis4875 Год назад +1

      পৃথিবীতে একমাত্র অযৌক্তিক,
      হাস্যকর ও ভিত্তিহীন ধর্ম হলো সনাতন ধর্ম।
      উদাহরণ : ১/পৃথিবী মূলত বিষ্ণুর স্বপ্ন 🤣
      ২/গণেশের নাক 🤣
      ৩/দুর্গার ১০ হাত 🤣
      ৪/গুমোত্র পবিত্র 🤣
      ৫/শিবলিঙ্গের পূজা 🤣
      ৬/নিজের হাতে মূর্তি বানিয়ে
      নিজেই পূজা করা। 🤣
      ৭/(Rig Ved 2/12/12) অর্থঃ দেব ইন্দ্র পৃথিবী কে স্থির রেখেছেন🤣
      ৮/প্রত্যেক দেবতার তেজে দেবীর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ গড়ে ওঠে এবং দেবীর দশটি হাত আবির্ভূত হয়🤣🤣
      ৯/আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুড়ছে। কিন্তু বেদ বলে সূর্য ঘোড়ার গাড়ির উপর রয়েছে ও এই ঘোড়ার গাড়িটি ৭টি ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছে এবং পৃথিবীর চারদিকে ঘুড়ছে । (RIG/ ভেদ ১/১৫০/৮)
      ( Ved: 4: 30)
      গরু আকাশ কে ধারন করে আছে।

    • @SaifulMi-hv1kh
      @SaifulMi-hv1kh Год назад +3

      Proud to be Bangladeshi 🇧🇩❤ jay Bangla

    • @adityade897
      @adityade897 Год назад +2

      Proud to be 🇮🇳🇮🇳

  • @ishaqalexander1305
    @ishaqalexander1305 2 года назад +26

    বর্ডারের ওই পাশেও আমাদের সিলেটি ভাইয়েরা আছে....মাঝে খানে শুধু একটা কাটা তার সত্তর বছর ধরে আমাদের আলাদা করে রাখছে।।

    • @biswanathbannerjee5511
      @biswanathbannerjee5511 2 года назад +9

      Ki korbo bol tder rokte ugroponthi

    • @Ex-Muslim-sahil
      @Ex-Muslim-sahil 2 года назад +2

      @@biswanathbannerjee5511 🤣🤣

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 2 года назад

      The Radcliff's line only - not barbed wire. Seventy years ago there was no barbed wire (Tarkanta).The Passport-visa system was first introduced by Pakistan Government. inspite of many requests from India to the contrary. After 1971 Bangladesh followed the same policy.

    • @dewanhasan3954
      @dewanhasan3954 2 года назад

      .
      Sudhu.kata tar na
      BSF. Er. Bullet o apekha korche
      Bangladeshi der jonno

    • @adultbiker573
      @adultbiker573 Год назад

      @@biswanathbannerjee5511 যেমন তোদের রক্তে গোমুত্র

  • @mranuj..7104
    @mranuj..7104 Год назад +10

    Ami Assam theke bolchi n amra akhane khub valo n sundor bhabe asi...I am proud I'm Indian...n our mother language is Assamese...jai aii axom ...

    • @TiTan-i6r
      @TiTan-i6r Год назад +1

      ​@Shaktiman হ্যাডার আসামে যায় কে!😂

    • @khanasif5223
      @khanasif5223 Год назад

      apni to assamese hoyeo bangla bolte paren

    • @khanasif5223
      @khanasif5223 Год назад

      @Shaktiman ভারতে এতো পাগল ছাগলের জন্ম হয় আগে জানতাম না তো। কতরকমের পাগল যে দেখলাম এই দেশে 😁😁😁।বাংলা হিন্দুর ভাষা? বেশিরভাগ বাঙালিই তো মুসলিম। আর আমি আরাবিক? just go to the mental hospital and take your treatment as fast as possible

    • @khanasif5223
      @khanasif5223 Год назад

      @Shaktiman ভারতে এতো পাগল ছাগলের জন্ম হয় আগে জানতাম না তো। কতরকমের পাগল যে দেখলাম এই দেশে 😁😁😁।বাংলা হিন্দুর ভাষা? বেশিরভাগ বাঙালিই তো মুসলিম। আর আমি আরাবিক? just go to the mental hospital and take your treatment as fast as possible

    • @mranuj..7104
      @mranuj..7104 Год назад +1

      @@khanasif5223thnq ami bangla sikhechi

  • @kanizfatema8958
    @kanizfatema8958 2 года назад +4

    ১ সেকেন্ড ও না কেটে পুরোটা শুনলাম, আামর জীবনে ৫ টা ভিডিও এমন মনযোগ সহকারে শুনি নাই, দারুণ উপস্তাপনা

  • @naziazarinorna7307
    @naziazarinorna7307 2 года назад +10

    The video editing process has improved a lot. Appreciation towards the editing team.

  • @amac0612
    @amac0612 2 года назад +2

    ei type video guloi khub valo lage apnar

  • @charansir24
    @charansir24 2 года назад +101

    আসামের লোকজন কে অসমিয়া বলা হয়।আসামী নয়।

    • @panthaacharjee
      @panthaacharjee Год назад +7

      আসামিস বলে

    • @peanutbar8882
      @peanutbar8882 Год назад +6

      Tomader ULFA ar BJP supporter ra sobai ASAMI🤣🤣🤣

    • @bubannath4187
      @bubannath4187 Год назад

      Ghada der ke ki bujaben ora shudu mulla chapta pritibi te takuk 😂

    • @Bm_Editx_official
      @Bm_Editx_official Год назад +1

      ​@@panthaacharjee 😂😂

    • @shehababir10
      @shehababir10 Год назад +8

      ভাইরে, ওইটা ফাইজলমো করে বলেছে!!

  • @alimrannahid
    @alimrannahid 2 года назад +4

    onek dhonnobad Sylhet ke represent korar jonno, apni asben janle obossoi dekha hoto. Good Luck ❤

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  2 года назад

      আরেহ প্যারা নাই পরে আবার দেখা হবে

  • @amitwahaiqbal
    @amitwahaiqbal 2 года назад +10

    😳 আহা! ভাবিতেও মনে শিহরণ জাগিতেছে। আরেকটুর জন্য হইলে আজকে আমি ভারতের নাগরিক হইয়া যাইতাম, যদিনা র‍্যাডক্লিফ সাহেব তাঁহার কেঞ্চি লইয়া কাটাকাটি করিতেন।
    আমার বাড়ি শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

    • @cosmiccommandovlogs7904
      @cosmiccommandovlogs7904 2 года назад

      Valo hoto. India boro desh. Sob thik rakhle. Bharat er theke best edike ar ki ache. Bharat onek boro. Ekhane bajar boro. Jodi bebsa kori besi taka hobe

    • @sumon9784
      @sumon9784 2 года назад

      তুমি ভারত চলে যাও, মোদি তোমাকে গ্রহণ করবে

  • @Mahdul
    @Mahdul 2 года назад +13

    watching from Barcelona. This video is truly informative, I got to know many historical issues from this video. Thanks Enayet bhai 🙂

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  2 года назад +1

      আরেহ অনেক অনেক ধন্যবাদ

    • @Mahdul
      @Mahdul 2 года назад

      @@EnayetChowdhuryOfficial you are doing truly awesome ! Keep doing 🙂

  • @rahmanatiq2000
    @rahmanatiq2000 2 года назад +6

    সিলেট নিয়ে ভিডিও করার জন্য অসংখ্য ধন্যবাদ। 🤗

  • @somuchknowledge
    @somuchknowledge 2 года назад +17

    বাহ্ বাহ্ বাহ্❤️
    গ্রাউন্ড রিপোর্টের ভিডিওগুলো একটু বেশিই জোস❤️🤩
    ভালোবাসা স্যার✊❤️

  • @nirupomchowdhury4699
    @nirupomchowdhury4699 2 года назад +7

    আরো একটি অসাধারণ ভিডিও ভাই। নিজের এলাকা সম্পর্কে নিজেই এতো কিছু জানতাম না । আজকে আপনার ভিডিও এর মাধ্যমে জানতে পারলাম।

    • @matahirkhan1330
      @matahirkhan1330 2 года назад

      এনায়েত চৌধুরী সাহেব, সিলেট এবং সিলেটিদের ভিডিওচিত্র তৈরি করলেন কিন্তু বিকৃতি ইতিহাস সবার সামনে উপস্থাপন করলেন।
      ইচ্ছাকৃতভাবে সিলেটিদের অনেক কিছু আড়াল করে প্রতিবেদন তৈরি করলেন!
      নাকি তথ্যের অভাবে?
      যাদের কাছে থেকে জানতে চেয়েছেন, এই প্রজন্মের সিলেটিরা নিজের সম্পর্কে ই অবগত নয়।
      কারণ আমাদের এক জাতি, এক নেতা, এক ভাষা, এক দেশের নীতিতে রাষ্ট্র অনেক ইতিহাস ও ঐতিহ্য হত্যা করেছেন।
      সেইজন্য সিলেটিরা এইসব জানে না, জানান সুযোগ নাই বলেই চলে।
      আপনি মানে আর নাই মানে।
      সিলেটিরা বাঙ্গালী নয়, সিলেটিরা অসমীও নয়।
      সিলেটিরা নিজস্ব একটা স্বতন্ত্র জাতি।
      সিলেটিদের নিজস্ব ভাষা, নিজস্ব লিপি আছে (নাগরি লিপি)।
      সিলেটিদের জাতীয়তা বাংলাদেশী, ভারতীয় বা ব্রিটেন'সহ অন্যান্য জাতীয়তা হতে পারে কিছু সবাই জাতি হিসাবে সিলেটি/ছিলেটি।
      তর্কে না জড়িয়ে নিচের লিংকে বিস্তারিত দেখুন।
      facebook.com/100004384180429/posts/pfbid02Gd42phUm176vWDNinfnGXUm6mjZYJVJjcwMEgnXZRfwQSXZY6C5uLYJsmAHMqdBLl/

  • @aounkhan503
    @aounkhan503 2 года назад +8

    এতদিন অসমীয়া অনেকবার কীবোর্ডে use করছি but জানতাম না এটা আসাম এর ভাষা অনেক কিছু শিখলাম
    Love your contant bro ❤️❤️🤞

  • @smartzonebangla
    @smartzonebangla Год назад +5

    আমি হিন্দু,,, তবে আমি সিলেট,, আমি গর্বিত আমি এখন আমার পূর্বপুরুষের বসতবাড়িতে আছি,, এবং সারাজীবন থাকবো,, এতে যাইহোক না কেন,,, জয় শ্রী রাম🚩

  • @sumansarkar6984
    @sumansarkar6984 Год назад +10

    আমি করিমগঞ্জ জেলার বাসিন্দা। আসামের অংশ হতে পেরে আমি খুব খুশি। হ্যাঁ, একটি অসমিয়া এবং বাঙালি বিরোধ আছে। কিন্তু এখন বিষয়টি প্রায় মিটে গেছে।

    • @sumansarkar6984
      @sumansarkar6984 Год назад +1

      @hafijurrahman6217 In that logic before 1971 Bangladesh was part of Pakistan and before 1947 part of India do you proud of Pakistan and India?

  • @BanglaAudioBookbyZahan
    @BanglaAudioBookbyZahan 2 года назад +13

    Amazing research and scripts. Presentation o interesting hoyeche. You and your team deserve more accolades. Keep shining sunflower 🌻

  • @uttamsikder1211
    @uttamsikder1211 Год назад

    Excellent brother. Khub Bhalo laglo.

  • @naimakeya9825
    @naimakeya9825 2 года назад +18

    সিলেটে আসার পরপর দেখি আপনাকে আরও বেশ সুদর্শন লাগতেছিল 🥰🥰 Btw অনেকদিন থেকেই ভিডিওটার জন্য অপেক্ষায় ছিলাম ভাইয়া, আপনার সাথে গিয়ে তো আর দেখা করতে পারি নাই। আবার ঘুরতে আসার আমন্ত্রণ রইল। 😊😊

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  2 года назад +5

      হা হা তাই নাকি? সিলেটের মানুষজনকে আমার দেখে উল্টা অনেক সুন্দর লাগসে

    • @krishnenduroy4989
      @krishnenduroy4989 2 года назад +1

      সিলেট গণভোট নিয়ে ভিডিও টি ভালো লাগলো।আমার বাবার জন্ম ভূমি মৌলভীবাজার,সে দিক থেকে দেখতে গেলে মৌলভীবাজার অ্যাসামে থাকলে খুশি হতাম।পিতৃভূমি যেতে তখন ভিসার প্রয়োজন হতো না।গণভোট ,ভাষা আন্দোলন নিয়ে আরো কয়েকটি এপিসোড করতে পারেন।আর আপনার ইমেইল টা যদি share করেন খুশি হবো।Love from Silchar, Assam ar ardent follower of ur post

    • @naimakeya9825
      @naimakeya9825 2 года назад

      @@EnayetChowdhuryOfficial নিঃসন্দেহে অবশ্যই ☺️☺️ আপনার reply+complement এর জন্য অনেক খুশি হলাম। 😍😍

  • @radifhasan2693
    @radifhasan2693 2 года назад +2

    ভিডিওর অপেক্ষায় ছিলাম❤️
    আবার আসার আমন্ত্রণ রইল।

  • @SlavaIndian
    @SlavaIndian 2 года назад +3

    খুব সুন্দর আলোচনা ❤️from India 🇮🇳🙏😊

  • @sumandasgupta5322
    @sumandasgupta5322 2 года назад +2

    Nice video Enayet bhai- I am from Silchar India! I am sylhetti!

  • @iluilu8732
    @iluilu8732 2 года назад +17

    ভাই আপনার অনেক বড় ভক্ত। আপনি বাংলাদেশের গর্ব।আপনি খুবি ভালো মানুষ। আপনার ভিডিও উপস্থাপনা সব কিছুই সেরা।বাংগালী জাতি আপনার মত মেধাকে পেয়ে গর্বিত।
    💐💐💐💐

  • @জীবনকেজানুন-ধ৬ঝ

    আপনার ভিডিও এর মাধ্যমে অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারি আমরা ধন্যবাদ আপনাকে

  • @rokshanabari5472
    @rokshanabari5472 8 месяцев назад +1

    EXCELLENT .

  • @AmitDas-oi5qz
    @AmitDas-oi5qz 2 года назад +6

    আমি এখনো এইচএসসি পাস করছি মাত্র ☺️
    আমি একদম শুরু থেকেই আপনার কনটেন্ট এর সাথে ছিলাম এবং আছি আর ভবিষ্যতেও থাকবো
    এইরকম কনটেন্ট এর মাধ্যমে অনেক অজানা বিষয়ে জানতে পারি।
    আপনার কাছে অনেক কৃতজ্ঞ তাই❤️

  • @tonmoykarmoker1900
    @tonmoykarmoker1900 2 года назад +1

    আজ থেকে আমি আপনার Subscriber.

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  2 года назад

      @Tonmoy Karmoker, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল ৫ টায় ভিডিও আপলোড করে থাকি। দেখার আমন্ত্রণ রইলো।

  • @truthandentertainment
    @truthandentertainment 2 года назад +14

    8:28
    Here, two of them were my school friends. (The two standing on the left). Nafaz & Suhel. Most brilliant students since school days.
    Love from Moulvibazar. ❤️

  • @subrotabiswas5359
    @subrotabiswas5359 2 года назад +1

    Loved that content! Beautiful...

  • @zannatul23
    @zannatul23 2 года назад +1

    Drone footage kub bala laglo

  • @gazigiasuddin7317
    @gazigiasuddin7317 2 года назад +8

    স্যার, সমকামিতার বর্তমান এবং অতীত অবস্থা নিয়ে একটা রিচার্জ ভিডিও চাইতেছি।

    • @hrasif2209
      @hrasif2209 2 года назад

      ভাই আপনি মুসলমান আপনি এটা জানেন না সমকামিতার উৎপত্তি শুরু হয় আমাদের অতীতের নবী লুত আঃ এর সময় থেকে। আর বর্তমান সমকামিতার অবস্থা যদি ধরেন যুক্তরাষ্ট্র ব্যক্তির স্বাধীনতার নামে সারা পৃথিবীতে এটি প্রচার করছে।

  • @cookingdesire8629
    @cookingdesire8629 2 года назад

    Valo laglo very informative vedio.... Thanks

  • @vashkarbhattacharjee5637
    @vashkarbhattacharjee5637 2 года назад +3

    অবশেষে আপনিও কমার্সিয়াল হয়ে গেলেন!
    যাই হোক, আমি একজন সিলেটি।৷ অনেক ধন্যবাদ এই বিষয়টাকে এতটা পরিষ্কার করে দেবার জন্য।

  • @syedhosen2432
    @syedhosen2432 2 года назад +2

    Bah....thank you vai...
    Respect from sylhet.. 😍

  • @mdjayeedahmed8843
    @mdjayeedahmed8843 2 года назад +6

    বার্গারের ভিতর সস,
    এনায়েত স্যার মানেই ভস✨

  • @Technicalgaoliya
    @Technicalgaoliya Год назад

    Assam theke dekhchi ,,,bhalo laglo sune

  • @ahmedzarir455
    @ahmedzarir455 2 года назад +23

    এনায়েত ভাই,
    সিলেটে গেছেন, সিলেট নিয় ভিডিও করছেন এইজন্য ধন্যবাদ। সিলেট নিয় বেশ তথ্যবহুল একটা ভিডিও দেখার আশা নিয়া লিংকে ক্লিক করছিলাম। কিন্তু খুবই হতাশ হতে হইলাম।আসলে এক্সপেক্টশন বেশি ছিল। কিন্তু আপনার এই ১৭মিনিটের ভিডিও প্রথম ৬মিনিট পরে আর ভিডিও পুরাটা দেখার ধৈর্য্য থাকেনি। অসোমিয়া ভাষা নিয়ে বলছেন, আসামী আর সিলেটি দুই ভিন্ন জাতি বলছেন কিন্তু বড় মিস্টেক যেটা হইলো সিলেটিদের বাংলা বলা নিয়া।
    সিলেটির বাঙালী না। সিলেটিরা বাংলা ভাষাভাষী না। সিলেটিরা সিলেটি। বাংলাদেশী। সিলেটের নিজস্ব ভাষা রয়েছে। যেমনটা আসামের ভাষা অসমিয়া, তেমনি সিলেটের ভাষা সিলোটি নাগরী। এটা কুনো আঞ্চলিক ভাষা না। সিলোটি একটি স্বতন্ত্র ভাষা। এর নিজস্ব লিপিও রয়েছে যার নাম নাগরীলিপি এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ভাষা। ইভেন সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কে এনোরোল করার সময় আমি ন্যাটিভ ল্যাংগুয়েজ অপশনে সিলেটি ভাষা পেয়েছি। ইউনেস্কোর তালিকাভুক্তও খুব সম্ভবত(সম্ভবত বলছি এই কারণে যে এই মুহূর্তে আমি এর প্রুফ দিতে পারছি না)। এই ভাষায প্রচুর বই পুস্তকও আছে। কিছু ক্ষেত্রে বাংলা থেকেও পুরানা।
    সিলেট নিয়া এই ভিডিও করার জন্য অবশ্যই সিলেট নিয়া ঘাটাঘাটি করছেন। সেই হিসাবে ন্যূনতম এই তথ্যও যে আপনি মিস করবেন এইটা ভাবি নাই। আপনার ভিডিও যারাই দেখে কিছু জানতে, ভাবতে বা শিখতে দেখে। সেই হিসাবে এই ভিডিওর মাধ্যমে বিশাল অডিইয়েন্সের কাছে মিসইনফরমেশন যাবে। এইটা নিয়া আরো পড়াশুনার এবং কারেকশনের অনুরোধ।

    • @al-hannasi5745
      @al-hannasi5745 2 года назад +4

      আমিও অবাক হইলাম৷ সিলেটিদের আলাদা বর্ণমালাও আছে জানি৷

    • @rashu5714
      @rashu5714 2 года назад

      😲😲

    • @mohammadsazu7517
      @mohammadsazu7517 2 года назад

      রাইট ভাইয়া আমিও আপনার সাথে একমত🥺

    • @crackplatoonsector2231
      @crackplatoonsector2231 Год назад

      that syloti nagri your refering to was created in 14th century. so what were you using before that ?

  • @habibulshipon5420
    @habibulshipon5420 2 года назад

    ekdom onno rokom video joss pura

  • @KamilsActivity
    @KamilsActivity 2 года назад +28

    "ভৌগোলিক দূরত্বের কারণে লন্ডনের সাথে যোগ দেয় নি" 😸🤣
    এটা সেই ছিল।
    btw, proud to be Sylhety💪

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  2 года назад +2

      হে হে এইটা আসলেই সেরা ছিল

    • @colinraiders5836
      @colinraiders5836 2 года назад

      Je bolse or nam tonmoi

    • @hasan-ek8es
      @hasan-ek8es 2 года назад

      Falkland Islands ইউকে থেকে ১২৯৭৮ কিমি দূরে অবস্থিত তাও ইউকের অংশ Falkland Islands🤭

    • @hudatuhin2621
      @hudatuhin2621 2 года назад

      @@hasan-ek8es folkland হলো মিলিটারি আউট পোস্ট। সামরিক কারণে ব্রিটিশের। এটা নিয়ে যুদ্ধ পর্যন্ত হয়েছে। না জাইনা হুদাই ভুংভাং😂

    • @hasan-ek8es
      @hasan-ek8es 2 года назад

      @@hudatuhin2621 ব্রিটিশ রা যুদ্ধ ছাড়া কোন কলোনি নিছে নাকি ভাই🙄
      যুদ্ধ তো ওদের রক্তে মিশে ছিল।
      আর কে বলছে ওখানে শুধু মিলিটারি বেইস আছে।
      ২০১৩ সালের রেফারেন্ডাম এ সাধারণ মানুষ ইউকের অংশ হিসেবে থাকার জন্য ভোট দিছিল

  • @sumandasgupta5322
    @sumandasgupta5322 2 года назад

    Sundor video, but kichu mistake asche! Arektu research proyojon chilo! Assam Silchar theke bolchi!

  • @kalimuddinrukon
    @kalimuddinrukon 2 года назад +6

    বাংলা ভাষায় যাঁরা কথা বলেন, তাঁরা বাঙালি।
    আসামের ভাষায় যাঁরা কথা বলেন, তাঁরা আসামি।
    আর যাঁরা ছিলটি ভাষায় কথা বলেন, তাঁরা ছিলটি।
    ভাই, সিলেটের নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে একটা ভিডিও চাই।

  • @rangautirising_fc
    @rangautirising_fc Год назад

    Barak valley k niye puru ekta video chai

  • @whitechapelbanglatown
    @whitechapelbanglatown 2 года назад +27

    আমাদের সিলেটি জাতিসত্বার মানুষ ভারতের আসামের ৩টি জেলায় রয়েছে যা হলো কাচার,করিমগঞ্জ,হাইলাকান্দি ও শিলচর। এই জেলাগুলু সিলেট তথা বাংলাদেশের হলে আজ সিলেট প্রায় ৭ টি জেলা নিয়ে বৃহত ডিভিসন থাকতো।

    • @debajitdas8947
      @debajitdas8947 2 года назад +14

      যেহেতু সিলেট গণভোটে আমাদের আসাম (ভারতে) যুক্ত হওয়ার জন্য ভোট দিয়েছিল তাই সিলেট ভারতে যুক্ত হওয়া উচিত ছিল।। আজ সিলেট ভারতে থাকলে আসামে ৩৫+৪= ৩৯ টা জেলা হতো । এমন হলে আসাম ভারতের বড় ১০ টা রাজ্যের মধ্যে ১টা হতে পারতো ।

    • @whitechapelbanglatown
      @whitechapelbanglatown 2 года назад +3

      @@debajitdas8947 সিলেট আলাদা জাতিসত্তা বাজ্ঞালি জাতি কেন আসামে যুক্ত হবে?? আর আসামে যুক্ত হলে অবহেলিত আর অনুন্নত থাকতো এখনও।আমরা আসামের চিত্র দেখি ভারতের মুম্বাই চেন্নাই দিল্লির চিত্র আর সেভেনসিস্টার খাত আসাম সহ এসব রাজ্য তুলনামূলক অবহেলিত ।তাছাড়া নাগালেন্ড সহ কয়েকটা রাজ্য স্বাধীনতার ও দাবি তুলছে।সিলেট মুলত বাজ্ঞালি জনগুস্টি তাহলে কেন আসামে যুক্ত হতে চাইবে,,ব্রিটিশরা আসামে দিতে চাইছে কিন্তু ভোটের মাধ্যমে সিলেট বাংলায় থাকতে চাইছে এটাই সঠিক সিদ্ধান্ত তবে বাকি বরাকভেলি আর শিলচর থাকলে ও হতো।

    • @snipestorm4555
      @snipestorm4555 2 года назад +5

      @@debajitdas8947 সিলেট বাংলাদেশের, আসামের না

    • @khelabalok3883
      @khelabalok3883 2 года назад

      @@debajitdas8947 তারপর এনআরসি ফেনার্সি বালছাল এর জন্য জেল খাটতো। খুব ভালো বুদ্ধি।

    • @mamtajurrahman9311
      @mamtajurrahman9311 2 года назад

      @@debajitdas8947 hassokor mostly vot Bangladesh er pokke porcilo

  • @dipuroy3782
    @dipuroy3782 7 месяцев назад

    স্যার, জাপানের ইতিহাস নিয়ে একটা ভিডিও বানান প্লিজ

  • @pradipdhar5124
    @pradipdhar5124 Год назад +33

    Amar ghor karimganj a, I proud to be an INDIAN. JAI HIND

  • @kishoreganjrivew
    @kishoreganjrivew 2 года назад

    অসাধারণ হয়েছে ভিডিও টা
    আর অনেক তথ্য ফুটে উঠেছে আপনার ভিডিও তে ।

  • @gobindochbormon8590
    @gobindochbormon8590 2 года назад +8

    আরও একটি অসাধারণ ব্যাখ্যা মূলক ভিডিও🥰

  • @Mdridoy-yf8ij
    @Mdridoy-yf8ij Год назад

    অসাধারন বিশ্লেষণ

  • @lailaparvin4197
    @lailaparvin4197 2 года назад +8

    ২দিন পর পরীক্ষা তাও আপনার ভিডিও দেখতে চলে আসলাম ভাইয়া 😊
    I think 🤔 i am your only one craziest female fan 🙃😁

  • @tamiliqbal2174
    @tamiliqbal2174 2 года назад +2

    স্যার ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা ভিডিও make koren 🙏🏻

  • @anindamodak7294
    @anindamodak7294 2 года назад +4

    Love from Sylhet

  • @khalidmahmudjoy
    @khalidmahmudjoy 2 года назад

    majhe gazipur er iut kn dekhailen bujhlam na?🤔🤔

  • @Badhontalks
    @Badhontalks 2 года назад +7

    ভাই এখন ব্লেংকিটের ভিতরে বসে ভিডিও আপলোড করছে 😜🎬

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  2 года назад +3

      na eto sheet pore nai

    • @evansakib6178
      @evansakib6178 2 года назад +1

      @@EnayetChowdhuryOfficial কাম টু দিনাজপুর ভাই

    • @MariaObaid625
      @MariaObaid625 2 года назад +2

      ফ্যান ছেড়ে কাঁথা গায়ে ইজ রিয়েল

  • @suhelchowdhury7273
    @suhelchowdhury7273 2 года назад +1

    It was a pleasure to meet you bhai.
    Love from Moulvibazar
    [Moulvibazari guy in the middle 8:29 ]

  • @thebangalibhai2999
    @thebangalibhai2999 Год назад +5

    আলহামদুলিল্লাহ সিলেট বাংলাদেশর হওয়ার জন্য.! আমি সিলেটি!

    • @omnamahshivaya4384
      @omnamahshivaya4384 Год назад +3

      Thanks Bhagwan you people are not part of our Assam.

    • @sakibb53
      @sakibb53 Год назад

      ​​@@omnamahshivaya4384Thanks God we are not part of poor jungle state Assam

    • @Yello-Pie
      @Yello-Pie 3 месяца назад

      Thank God our CM saved us from becoming part of barbaric Bengali Muslim majority East Bengal, poor, genocide of Hindus and illiteracy at its peak.​@@sakibb53

  • @taslimarahman7981
    @taslimarahman7981 2 года назад

    অসংখ্য ধন্যবাদ, অনেক তথ্য জানতে পারলাম

  • @mdsaid5298
    @mdsaid5298 2 года назад +5

    ভাইয়া যদি সম্ভব হয় একবার "করিমগঞ্জ" গিয়ে তাদের মতামত জেনে, যদি জানাতেন খুব ভাললাগতো।
    জানতে ইচ্ছে করছে, তারা এখন কি চায়?

    • @skpramanik7332
      @skpramanik7332 2 года назад +8

      করিমগঞ্জের লোকেদের মধ্যে অনেকেই পরবর্তী ভারতীয় প্রধানমন্ত্রী হতে চায়।

    • @Mk.MostafaKamal
      @Mk.MostafaKamal 2 года назад +3

      @@skpramanik7332 🤣🤣🤣🤣🤣

    • @biplabdas4578
      @biplabdas4578 2 года назад +5

      AMI O KARIMGANJ TEKEI DEKCHI...I LOVE MY INDIA ❤️😘

    • @swahitdey8351
      @swahitdey8351 2 года назад

      @@skpramanik7332 🤣🤣🤦🏻‍♂️

  • @ShamsulIslam-cg8yh
    @ShamsulIslam-cg8yh 2 года назад +2

    খুবই ভালো লাগলো আমাদের সিলেট এর ইতিহাস জেনে।🖤🖤

  • @mahdialmeead2457
    @mahdialmeead2457 2 года назад +6

    এনায়েত ভাই,
    আপনি এর পর আদিবাসী ও উপজাতি নিয়ে একটা ভিডিও বানান, এতে করে অনেক তর্ক বির্তকের অবসান হবে। ❤️❤️

    • @titusazim5163
      @titusazim5163 2 года назад +1

      সহমত

    • @n0rthw1nd
      @n0rthw1nd 2 года назад

      বাংলাদেশের একমাত্র আদিবাসী হল বাঙ্গালি জাতি, বাকিরা উপজাতি

    • @ajoy645
      @ajoy645 2 года назад

      উপজাতি বলে জাত হয় না

    • @titusazim5163
      @titusazim5163 2 года назад

      @@n0rthw1nd ভাই আগে আদিবাসী আর উপজাতি এর সংগা বুঝেন!

    • @n0rthw1nd
      @n0rthw1nd 2 года назад

      @@titusazim5163 আপনি ধরেই নিলেন কেউ কিছু বোঝেনা, আপনিএ বোঝেন। তবে তাই হোক। বাট সঙ্গা টা দিয়ে গেলে মনে হয় ভাল হত, সাথে কোন জাতি কবে কোথা থেকে বাংলা ভূখণ্ডে আসছে। তবেই না সবাই বুঝতে পারত।

  • @lazyrafay
    @lazyrafay 2 года назад +2

    I don't know how I found this channel, but I'm glad I found this

  • @amadahmed6207
    @amadahmed6207 2 года назад +7

    From sylhet ❤️
    I was in shahi Eidgah 😌❤️

  • @ethan_Jr257
    @ethan_Jr257 Год назад

    Music tar nam ki?

  • @rohitbarua7747
    @rohitbarua7747 2 года назад +4

    Sir What about the Chittagong Hill Tracts Part 3?
    We were eager for that video

  • @sudipacharjee7416
    @sudipacharjee7416 Год назад +2

    বেশ ভালো নিরপেক্ষ বিশ্লেষণ।আপনার ব্লগ গুলি যতটা পারি দেখি,আপনি কোন পক্ষপাত করেন না।ভালো বেশ ভালো।আপনার মত মানুষ এখন বাংলাদেশে বলতে গেলে প্রায় বিরল।পশ্চিমবঙ্গ, ভারত।🙏

  • @Anu0088
    @Anu0088 2 года назад +14

    তখন আসাম বলতে পুরো north east কেই বোঝাতো দাদা,
    আসাম 7 বার ভেঙ্গে 1947 এর পর 7 sister state/ 7 টি রাজ্য হয়

    • @sumon9784
      @sumon9784 2 года назад

      হুম

    • @mnraihan
      @mnraihan Год назад

      Manipur,Tripura assam এর অংশ ছিল না

    • @subhajitdutta286
      @subhajitdutta286 7 месяцев назад

      Arunachal pradesh + Assam + meghalaya + Nagaland + mizoram = NEFA

  • @shaikhfoysal4426
    @shaikhfoysal4426 2 года назад +2

    Good job scholar. Go travel and give us your knowledge. Thanks.

  • @truthandentertainment
    @truthandentertainment 2 года назад +50

    🥢 For your kind information, I want to add something that nowadays only people of Sylhet and Moulvibazar zilla do speak authentic Sylheti Language. Habiganj and Sunamganj people are highly influenced by Dhakaia accent. ♥️🇧🇩
    ---

    • @rhythmmandal3377
      @rhythmmandal3377 2 года назад +10

      In language there is no such thing as AUTHENTIC. People speak in what they speak in that is what language is not the other way around.

    • @truthandentertainment
      @truthandentertainment 2 года назад +3

      @@rhythmmandal3377 the way Sunamganj and Habiganj people speaks are not Sylheti Language anymore.

    • @thinktank8471
      @thinktank8471 2 года назад +11

      হ মিয়া যা মমে আয় তাই কন
      হবিগঞ্জের সাথে বি বাড়িয়ার ভাষার মিল ঢাকার না

    • @LoveBD153
      @LoveBD153 2 года назад +3

      There is nothing called dhakaiya accent.... It's called standard Bangla.... Only puran Dhakaiya people speak Bangla with dhakaiya accent

    • @eftakharahmedfahad7361
      @eftakharahmedfahad7361 2 года назад +1

      Oy oy abadi banai lau one

  • @wahidatasnimeassa4532
    @wahidatasnimeassa4532 2 года назад +1

    Hothat mone hoilo 11.11 offer er jonno vaia ekhon upload korlo naki😁

  • @greaterbangla
    @greaterbangla 2 года назад +1

    ১.“আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না” - মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
    ২.“পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গে আমাদের একই সংস্কৃতি একই ইতিহাস একই ঐতিহ্য। আমাদের আলাদা করে রাখা যাবে না” - শেরে বাংলা এ কে ফজলুল হক
    ৩.“আমি সবসময় অখন্ড বাংলার পক্ষপাতী” - হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী
    ৪.“নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে, জনগণকে তার খেসারত দিতে হয়। যে কলকাতা পূর্ব বাংলার টাকায় গড়ে উঠেছিল সেই কলকাতা আমরা স্বেচ্ছায় ছেড়ে দিলাম। কেন্দ্রীয় লীগের কিছু কিছু লোক কলকাতা ভারতে চলে যাক এটা চেয়েছিল বলে আমার মনে হয়। অথবা পূর্বেই গোপনে রাজি হয়ে গিয়েছিলেন” - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
    ৫.“Because Eastern Pakistan must have sufficient land for its expansion and because Assam has abundant forest and mineral resources, coal, petroleum etc., Eastern Pakistan must include Assam to be financially and economically strong.” - Sheikh Mujibur Rahman
    ৬.“বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে - 'বাঙালির বাংলা' সেদিন তারা অসাধ্য সাধন করবে” - কাজী নজরুল ইসলাম

    • @fullaranag
      @fullaranag 2 года назад +1

      কথাগুলো হয়ত আপনাদের রাজনীতিবিদরা বলেছিলেন। কিন্তু আমরা ট সেটা চাই নি। কোনোদিনও চাইব না।

    • @suryaghosh6664
      @suryaghosh6664 2 года назад +3

      তাহলে পুরো বাংলা দেশ ই ভারতের ,

    • @anubratabiswas970
      @anubratabiswas970 Год назад

      Fot ল্যাওড়া

    • @RohanDihan-r3q
      @RohanDihan-r3q 10 месяцев назад

      @@suryaghosh6664 TODER MOTO HIDI LOKDER CHAMCHAMI R PA CHATA AMDER VALO LAGE NA

    • @subhajitdutta286
      @subhajitdutta286 7 месяцев назад +1

      ​@@RohanDihan-r3q Randidesh is part of AKHAND BHARAT 😍😍😍🇮🇳💪💪💪

  • @ifg111.
    @ifg111. Год назад

    Vai apni jamukashmir r ladak ke pakistan hisab dekhasen Keno

  • @krishanusaha2251
    @krishanusaha2251 2 года назад +8

    ওখানে একজন বললো ভারতে যা হচ্ছে না যাওয়াই ভালো!
    কি হচ্ছে এখানে? চাইলে একটু কও ব্যাখ্যা করুন 🇮🇳

    • @souravsamantaofficial
      @souravsamantaofficial 2 года назад

      @krishanu bondhu ota ora janle to bekkha korbe !

    • @khelabalok3883
      @khelabalok3883 2 года назад

      কি হচ্ছে সেটা বরাকে থাকা ভারতীয় বাঙ্গালিদের জিজ্ঞেস করুন।

    • @amazchowdhury2195
      @amazchowdhury2195 2 года назад

      @DJ BHAI আমার দাদার বাড়ি করিমগঞ্জ, গত ২০১৯ এ বেড়াতে গিয়েছিলাম ওখানের লোকজনকে অনেক ভীত দেখেছি, আর সিলেটের অর্থনীতিক অবস্থা এখন অনেক এগিয়ে ওদিক থেকে

    • @sumon9784
      @sumon9784 2 года назад

      @NOT_RONI_007 কিছু হয় নি তাহলে জয়শ্রীরাম আর গরুর জন্য হত্যা এই সব মিথ্যা নিউজ তাই না,আর গুজরাটের গণহত্যা হায়দ্রাবাদ দখলের সময় দুই লাখ নিরপরাধ মুসলিম হত্যা, আসানসুলের দাঙ্গার খবর ও উত্তরপ্রদেশে মুসলিমদের বাড়িঘর গুরিয়ে দেওয়ার খবর ও দিল্লি দাঙ্গার খবর সব মিথ্যা, কাশ্মীরে মোদি হিন্দুদের সংখ্যাঘরিষ্ট বানাতে মুসলিমদের গণহত্যা করতেছে, কিছু দিন আগে খবরে দেখলাম চারজন সাধারণ মুসলিমকে ভারতীয় পুলিশ ঠান্ডা মাথায় হত্যা করেছে পরে এই পুলিশেরও লোক দেখানো শাস্তি হয়েছে, দেশ ভাগ না হলে

    • @sumon9784
      @sumon9784 2 года назад

      @NOT_RONI_007 কিছু হয় নি তাহলে জয়শ্রীরাম আর গরুর জন্য হত্যা এই সব মিথ্যা নিউজ তাই না,আর গুজরাটের গণহত্যা হায়দ্রাবাদ দখলের সময় দুই লাখ নিরপরাধ মুসলিম হত্যা, আসানসুলের দাঙ্গার খবর ও উত্তরপ্রদেশে মুসলিমদের বাড়িঘর গুরিয়ে দেওয়ার খবর ও দিল্লি দাঙ্গার খবর সব মিথ্যা, কাশ্মীরে মোদি হিন্দুদের সংখ্যাঘরিষ্ট বানাতে মুসলিমদের গণহত্যা করতেছে, কিছু দিন আগে খবরে দেখলাম চারজন সাধারণ মুসলিমকে ভারতীয় পুলিশ ঠান্ডা মাথায় হত্যা করেছে পরে এই পুলিশেরও লোক দেখানো শাস্তি হয়েছে, দেশ ভাগ না হলে

  • @KollaKatra
    @KollaKatra 4 месяца назад +1

    Amar dadar journey chilo kichuta emon-
    ১০ বছর বয়সে মায়ের সাথে বাড়ি ছেড়ে চলে যান আসামে আত্মীয়দের কাছে।
    বড় হন, ব্যবসা করেন, দোকানে খোলা রেখে মাল নিয়ে জান বাঁচাতে পালান চট্টগ্রামে, মুসলিম হত্যাকাণ্ডের সময়। (বলেন ধুতি পরার কারণে বেঁচে ফিরেছেন) চট্টগ্রামে মা হারিয়ে সিলেটে আসে আবার ব্যবসা করেন। মুন্সীগঞ্জে বাড়িতে ফিরে বিয়ে করে আবার সিলেটে 😊
    Source - বাবা

  • @amranhussan5184
    @amranhussan5184 2 года назад +4

    The best line of this video is....
    ভৌগলিক দূরত্বের কারণে লন্ডনের সাথে add হতে পারি নাই এটাই কষ্টের 😂🤣।
    this is fact actually

  • @Mostafizurfromassam
    @Mostafizurfromassam Год назад +1

    আমি মোস্তাফিজুর ,আমার আসামের বঙ্গায়গাও জেলায় বাসা ,জন্ম সূত্রে আছি । তবে আমার পূর্ব পুরুষ শুনেছি , বাংলাদেশের জামালপুর এবং রংপুরের ,,,আমার নানা জামালপুরেই জন্ম ,সেই স্বাধীন হওয়ার আগেই,,দেশ যখন পূর্ব পাকিস্তান হলো তখন আমার নানা তার আব্বু আম্মু কে দেখা করতে পূর্ব পাকিস্তানের visa করে গিয়েছিল 1965 সাল এ হয়তো ,,,visa, pasport আমার কাছে এখন আছে,,,আমার দাদার বোন মানে আমার আব্বুর ফুপি রংপুর বিয়ে হয়েছিল ,,দেশ বিভক্ত হওয়ার পর আমার দাদু আর নিজের বোনকে দেখতে পারেনি।,,আমরা আসাম এ আছি কিন্তু দেশ বিভাজন করার আগে ,,রংপুর ,জামালপুর,ময়মনসিং , টাঙ্গাইলের লোক আসাম এ আসছিল ,,এটা নিয়ে একটা ভিডিও বানাবেন আসা করি ।

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  Год назад +1

      হ্যাঁ ভালো টপিক। দেখি চেষ্টা করবো বানাতে

  • @rifaatalramiz7
    @rifaatalramiz7 2 года назад +7

    ৰ (Ro),
    ৱ (Wab-bo)= Wahid ( ৱাহিদ)
    ক্ষ (khiyo)
    Example= ৰক্ষক (Rokshok)

  • @redgwan
    @redgwan 2 года назад

    GoZayan ke ki bus booking deya zay?

  • @mrsomen3155
    @mrsomen3155 2 года назад +4

    জিন্নাহ্ যে টোপ দিয়েছিল তৎকালীন ৪০% মুসলিম কে
    তাদের মধ্যে অনেকেই এই টোপ গেলেনি।
    বাংলাদেশ + পাকিস্তানের চেয়ে ভারতের মুসলিম বেশি।

    • @swarupbanerjee147
      @swarupbanerjee147 2 года назад +1

      40 পার্সেন্ট ছিলো না, 24.3 পার্সেন্ট ছিলো। ইতিহাসকে বিকৃত করবেন না।

    • @imtiazadar5475
      @imtiazadar5475 Год назад

      তোরে আমি চিনি তুই উগ্রবাদী কমেন্ট করস সব জায়গায়। সিলেটের মানুষ বানাদেশের পক্ষে ভোট দিয়া আইছে। জেনারেল ওসমানী আছিলো কিং। এমনে এমনে না। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী। কান্দিস না