অসাধারণ প্রতিবেদন । এটা অনেক দিন আগে প্রয়োগ করে উপকৃত হয়েছি । তবে এটা ৫০০গ্ৰামের নিচে পাওয়া যযায় না। ৩৯০ টা দাম । তবে কিছু দোকানি সিল ভেঙ্গে ২৫০ গ্ৰাম দেয়।
Raj gardens ar sadher chad bagan er raju da..ae dui jn manuser channel dekhlei r karur channel dekhbar proyojn nei..onek valo ar onek gurutto purno totho peyechi apnader kach theke..amar chad bagane jyga km gach km holeo monehoi amar chad bagan e sera..onek onek valobasa roilo tomader jny Ashoknagar theke..
দাদা আপনার প্রতিটি ভিডিও অসাধারণ এবং উপকারে আসে। আমি ফলো করি। পাতা ঝিমিয়ে যাওয়া এবং তার জন্য আবার জল দিলে বেশী জল দেওয়া হয়ে যায়, এতে পাতা হলুদ হয় -এবিষয়ে একটা দিকনির্দেশনা পেলে ভালো হয়। ভালো থাকবেন সকলে মিলে সদাই। 🙏
গাছের পর্যাপ্ত জল না পেলে গাছের পাতা হলুদ হতে পারে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কোন গাছে বেশি জলের প্রয়োজন। সেই বুঝে আপনাকে জলের পরিমাণটা দিতে হবে তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া বিভিন্ন কারণে পাতা হলুদ হয়। তা জানতে চাইলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে একবার দেখে নিতে পারেন।
Your videos are so educative. Look forward to your videos always. Request you to let me know if I can give Vermicompost as fertiliser to my bhindi, chilli plants or not. Dors it have to be in liquid form? What should be the quantity? Pls help. Thank you
Your videos r awesome 👍, but many fungicide like as saff, kaka,supersonata & many more in ur post's, questions is which is totali very much Better to U R mind, ans pls?
@@rajgardens anak anak dhonnobad dada.. Anak k anek kichu bale dada kintu apnar deoa paramorsho ses katha amar kache . Akta anurodh dada . Daya kore jodi apnar Facebook Link ta jodi dan . Ami khujechi kintu pachi na.
মনে হচ্ছে শিকড়গুলো পোচে গিয়ে কাণ্ডের এই অবস্থা। গাছটিকে পুরোপুরি তুলে নিয়ে নরম অংশ কেটে ফেলে দিয়ে গাছটি ভেজা বালির মধ্যে বসিয়ে রাখুন। এমন জায়গায় রাখুন যেখানে প্রচন্ড রোদ না লাগে এবং বৃষ্টি এলে গাছটি যেন ভেজে। কিছুদিন থাকার পর নতুন শিকড় যখন এসে যাবে আবার রিপর্ট করে দেবেন। গাছটিকে বালিতে বসানোর আগে ফাংগিসাইড এর জলে একবার শোধন করে নেবেন।
Max. price, small quantity packet is not available in market less than 500 grm. if there is substitut for small terrce garden please inform, can use copper sulphate along with lime dust as substitute?
Khoob e valo upodesh. Kintu akta jaega ektu faak porlo.seta holo eti ke maati te deoa jabe ki ? Jodi deoa jae tahole sompurno upodesh chaichi. Aantorik suvechha Janai. Ishwar mongol korun.
Thank you apnar video khub bhalo lage. Akta chooto help chai ei je fungicide ba npk gram hisave dite hoy ei gram mapbo kikore amar kache weight machine nei.
Ami notun gach lagachchi, mati thik na korei shiuli, beli gach repoting kore felechi, beli gach nosto hoye jachhe. Ar arekti shiulir chara bag ei more jachche, ki korbo. Pls help
দাদা আমি আমার 1 বিঘে জমির রজনী গন্ধা ফুল গাছে planofix স্প্রে কোরবো আমার 16 লিটার এর ড্রেরাম কয় ড্রেরাম দেবো আর এক এক ড্রেরামে কতো ML করে দেবো আর planofix pgr টা রজনী গন্ধা ফুল গাছে দিল কেমন হবে দাদা একটু যোদি বোলতা
Namaskar..amar northfacing balcony garden..khub beshi rod ase na ..lebu..jaba..gandhoraj gacher somosya dekha jachhee..pata jhore gach guli sukiye more jachhee..please help korun.
আপনার অন্য একটি ভিডিও তে,antrcol এর গুনাগুন শুনলাম,আর এই ভিডিও তে blitox এর।কমলা,মালটা,আম এই ধরনের টব এর গাছে ফুল,ফল থাকা অবস্থায় স্প্রে করতে চাইলে, দুটোর একটি নিতে চাইলে কোনটি নেবো? দয়া করে জানাবেন খুব উপকৃত হব
Ar akta Question 6ilo amr new Repoting kora lichu gacher pata gulo na sob jhore ja6e ektu dag dag hoya kano bujte par6e kintu jol o kom deowa hoya 6e gacher gorai.....kano hoche bujte par6e na......???please suggest me😊😊😊😊
Sir/ kakima, Amr peace lily gaach ta ekhno sotej hoche na, Sob pata pure jaoya ba sukiye jaoya kechui hyni, 2to pata sukiyechilo, kete diachi, but jhimiyei thakche... Ami r ekta notun peace lily enachi, gaach tar pata gulo ektu onno rokhm, Australian peace lily bla dilo, eirokhm ki adao kechu hy??? Amr notun gaach tar photo pathabo apnak... R Laxmi Kamal Succulent Plant e 15-20din e ekbr jol dily e hba??? Age eirokhm 2to plant amr mara gache, Ami indoor plant ekdm e valo krty parina... Barity ena bosabr pr khubi valo growth hy, trpr hotat mara jai amr sb indoor plants... Thanking You
প্রথমে যে গাছটির সমস্যা এখনো কাটছে না সেটাকে একবার নতুন করে রিপর্ট করুন। প্রয়োজন হলে পুরনো মাটির সমস্ত ফেলে এমনকি গাছটিকে ভালো করে ধুয়ে নিয়ে ফাংগিসাইড এর জলে দু-তিন মিনিট ভিজিয়ে রাখার পর রিপর্ট করবেন। ইনডোর প্লান্টের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটি দেখে সেইভাবে পরিচর্যা করবেন আশা করি কোন সমস্যা হবে না
@@rajgardens Sir eigulo sb hya gache, puro gora dhuye, 15min mto saaf e vijiye, Ami purono soil puro feledia, notun cocopet e bosachilm gaach taky, tao kno unnoti hlo na... Thanking you
@@rajgardens কিন্তু দাদা আমার তো তাই ভ্যারাইটি ফল গাছ আমি আগে আপনার ভিডিওতে কমেন্ট করেছিলাম আপনি বলেছেন এক্সট্রা কিছু পরিচর্যা করতে হবে সেটাই জানতে চাইছিলাম
Dada golap gacher pata guli kirokom pure jaoar moto sukiye jachche ami fungal problem vebe blitox use korechi kintu kono upokar pachchi na eta ki fungal problem naki onno kono problem? Aktu jodi bolen
Dada Amar lebu gachtite natun Pata beronor du ek din porei patate madhya Shira r uposhira gulo prakat hoye uthche pata holde r shakto hoye jachhe.ki korbo ektu janaben pls.
সময় উপযোগী একটি ভিডিও 👌👌 আমরা যারা, গাছ কে ভালোবেসে ছাদ বাগান করি তাদের জন্য খুব সুন্দর তোথ্য। ভালো থাকবেন 🙏🙏♥️♥️💐💐🌷🌷👍👍
অনেক উপকারী ভিডিও, খুব ভালো লাগলো
আপনার বোঝানোর ধরন আমার ভীষণ ভালো লাগে 💚💚
দাদা আপনার ভিডিও গুলো দেখে আমি ভীষণ ভাবে উপকৃত হয়েছি। অনেক কিছু জানতাম না। এই ভিডিও গুলো থেকে অনেক কিছু শিখেছি। 🙏🙏🙏
অসাধারণ ভিডিও, শুধু ধন্যবাদ নয় তার সাথে সাথে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল। এই ভিডিওটি এই মুহূর্তে আমার অনেক কাজে লাগলো।
আপনার কথামত ব্লিটক্স ব্যাবহার করে ভীষণ লাভবান হয়েছি thanks
খুবই সুসজ্জিত এবং বহুল তথ্য সমৃদ্ধ ভিডিও❣️
অসাধারণ। খুব ই উপকৃত হলাম।এই ধরনের ভিডিও আরো বেশী বেশী চাই।
অসাধারণ প্রতিবেদন । এটা অনেক দিন আগে প্রয়োগ করে উপকৃত হয়েছি । তবে এটা ৫০০গ্ৰামের নিচে পাওয়া যযায় না। ৩৯০ টা দাম । তবে কিছু দোকানি সিল ভেঙ্গে ২৫০ গ্ৰাম দেয়।
ধন্যবাদ দাদা আমি আপনার মোটামুটি সব ব্লক গুলোই দেখি খুবই ভালো লাগে ☘️💚🇧🇩
খুব চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিস্তারিত জানতে পেরে উপকৃত হলাম।
Raj gardens ar sadher chad bagan er raju da..ae dui jn manuser channel dekhlei r karur channel dekhbar proyojn nei..onek valo ar onek gurutto purno totho peyechi apnader kach theke..amar chad bagane jyga km gach km holeo monehoi amar chad bagan e sera..onek onek valobasa roilo tomader jny Ashoknagar theke..
Video ta dekhey kub valo legeche 👌😍😍😍😍😍😍
I always believe in Tata product. Thanks for your information.
দাদা আপনার ভিডিওগুলি এক কথায় অসাধারন।ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা।
Darun laglo vdo ta. Blitox ato valo fungicide jantamna. Onek dhonnobad
Khub valo laglo. Apni emon I information dite thakun ja amader khub upokare lage. Valo thakben
দাদা আপনার প্রতিটি ভিডিও অসাধারণ
এবং উপকারে আসে। আমি ফলো করি।
পাতা ঝিমিয়ে যাওয়া এবং তার জন্য আবার জল দিলে বেশী জল দেওয়া হয়ে
যায়, এতে পাতা হলুদ হয় -এবিষয়ে একটা
দিকনির্দেশনা পেলে ভালো হয়। ভালো
থাকবেন সকলে মিলে সদাই। 🙏
গাছের পর্যাপ্ত জল না পেলে গাছের পাতা হলুদ হতে পারে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কোন গাছে বেশি জলের প্রয়োজন। সেই বুঝে আপনাকে জলের পরিমাণটা দিতে হবে তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া বিভিন্ন কারণে পাতা হলুদ হয়। তা জানতে চাইলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে একবার দেখে নিতে পারেন।
দারুন কাজের ভিডিও। ধন্যবাদ এই দরকারি ভিডিওটি র জন্য।
খুবই সুন্দর এবং উপকারী।
আমিও এটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছি ۔۔۔
ধন্যবাদ দাদা বাংলাদেশ থেকে
বহুত ধন্যবাদ 🙏
দাদা আপনার ভিডিও গুলো অসাধারণ ভালো লাগে
দাদা খুব ভালো একটা ভিডিও. খুব সুন্দর
অনেক ২ ধন্যবাদ। অনবরত এই সব ভিডিও দেখা দরকার মনে রাখার জন্য।লিখেও রাখা দরকার।
Dada darun topics, thanks a bunch
Asadharon
অসংখ্য ধন্যবাদ দাদা
Your videos are so educative. Look forward to your videos always. Request you to let me know if I can give Vermicompost as fertiliser to my bhindi, chilli plants or not. Dors it have to be in liquid form? What should be the quantity? Pls help. Thank you
Khub bhalo laglo
বা ভিডিও দে খে উপ কৃত হলাম । এভো গাদো গাছ নিয়ে একটি ভিডিও বানালে ভালো হয়।
Dada amar notun Rut kora chara te fungus ar akromon hoyece, ami ki se khane aita use korte parbo?
দারুন 💚
Your videos r awesome 👍, but many fungicide like as saff, kaka,supersonata & many more in ur post's, questions is which is totali very much Better to U R mind, ans pls?
It is very lportent for me. Please discus about thiovit. Where I get it.
You can get it from agricultural stores.
Darun information.
Awesome brother.
ধন্যবাদ দাদা❤
Great post,
Darun upokari vidio
ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আপনাকে
স্ট্রবেরি গাছের ছত্রাক নাশক হিসেবে ব্যবহার করা যাবে কি
ভালো লাগলো
আপনার ভিডিওগুলো অনেক উপকারী। ধন্যবাদ। আমার পেয়ারা ও মাল্টা গাছের পাতা এইরকম হয়ে যাচ্ছে। সুপারভিট কি দেয়া যাবে??
সেটা যদি কপার ফাংগিসাইড হয়ে থাকে তাহলে দেয়া যাবে।
Just awesome.
Darun..
Vdo is very informative but write information in background so that viewers can read easily...
স্যার আপনার এস্প্রে মেশিনটা আমার খুব পছন্দ কোথায় পাওয়া যাবে। আমার ছাদ বাগান আছে ভীষণ পোকা লাগে।
Super সোনাটার ব্যবহার কি উপকারী ফুল গাছের জন্য?
Dada BLITOX ki Taber mati te deoa jete pare ?
Jodi deoa jay Kato ta poriman gule dite habe janale khub upokrito habo.
১২ ইঞ্চি টবের জন্য পাঁচ গ্রাম দেবেন।
@@rajgardens anak anak dhonnobad dada..
Anak k anek kichu bale dada kintu apnar deoa paramorsho ses katha amar kache .
Akta anurodh dada .
Daya kore jodi apnar Facebook Link ta jodi dan .
Ami khujechi kintu pachi na.
Sir, himsagar er grafting chara ki tobe kara jae, result kemon hobe jodi kindly advice koren......
Apnar spray machine ta kothay pabo dada??? Ektu janale upokrito hotam..
Dada amar yellow koloncho gacher kando da ekebare norom hoye geche,gache shuye porche ki korbo jodi ektu bole den tahole khub upokrito hobo🙏🙏🙏
মনে হচ্ছে শিকড়গুলো পোচে গিয়ে কাণ্ডের এই অবস্থা। গাছটিকে পুরোপুরি তুলে নিয়ে নরম অংশ কেটে ফেলে দিয়ে গাছটি ভেজা বালির মধ্যে বসিয়ে রাখুন। এমন জায়গায় রাখুন যেখানে প্রচন্ড রোদ না লাগে এবং বৃষ্টি এলে গাছটি যেন ভেজে। কিছুদিন থাকার পর নতুন শিকড় যখন এসে যাবে আবার রিপর্ট করে দেবেন। গাছটিকে বালিতে বসানোর আগে ফাংগিসাইড এর জলে একবার শোধন করে নেবেন।
Ashesh dhanyabad Dada.Ami aboshoi korbo.
দাদা আপনাকে ফলো করে অনেক উপকৃত হয়েছি একটা কথা জানাবেন এটা কি জলে গুলে গাছের গোড়ায় দেওয়া যাবে যদি দেওয়া যায় তার পরিমানটা কি হবে জানাবেন please
ভিডিওতে সব বলেছি।
লাউ গাছ বা সবজি জাতীয় গাছে Pseudoperonospora cubensis নাম ছত্রাকের আক্রমণে কোন ফাংগিসাইড বা ছত্রাকনাশক ব্যবহার করব দাদা?
Kaku apni ekta 15lt er spray tank kinun......apni je vabe spray korchen apnar nake mukhe dhuke jabe.
Good information
Max. price, small quantity packet is not available in market less than 500 grm. if there is substitut for small terrce garden please inform, can use copper sulphate along with lime dust as substitute?
Khoob e valo upodesh. Kintu akta jaega ektu faak porlo.seta holo eti ke maati te deoa jabe ki ? Jodi deoa jae tahole sompurno upodesh chaichi. Aantorik suvechha
Janai. Ishwar mongol korun.
হ্যাঁ, সরাসরি মাটিতে দেওয়া যাবে। তবে সব সময় রাসায়নিক না দিয়ে জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিরিড মাটিতে মেশালে সব থেকে বেশি ভালো হয়।
Thank you apnar video khub bhalo lage. Akta chooto help chai ei je fungicide ba npk gram hisave dite hoy ei gram mapbo kikore amar kache weight machine nei.
আইসক্রিম খাওয়ার জন্য যে ছোট চামচ গুলো থাকে সেই চামচের এক চামচ প্রায় 2 গ্রামের কাছাকাছি হয়ে থাকে। ওটাই ব্যবহার করতে পারেন।
@@rajgardens Oshonkyo dhonyobad
Dada ei somosar jonno onek gulo video baneachen er modhe konta use korbo
🙏Plzz plzzz jaben
Ami notun gach lagachchi, mati thik na korei shiuli, beli gach repoting kore felechi, beli gach nosto hoye jachhe. Ar arekti shiulir chara bag ei more jachche, ki korbo. Pls help
Blitox 50 er sathe kono kit nashok jemon profex super, tufgor ba king doxa mishia spray kora jai ki
যেগুলোর কথা বলেন সবই মিশিয়ে স্প্রে করা যাবে। তবে আমার মতে, আলাদা করাই ভালো। সেক্ষেত্রে একদিন আগে কীটনাশক স্প্রে করুন পরের দিন এই ফাংগিসাইড ।
Thank you so much Sir
Kub vlo hoa dada video ta..kintu onk onk dam besi...
ভালো জিনিসের একটু দাম বেশি হয়। তবে একবার কিনে নিলে অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
Dada Top35 ki bhalo fungicide?
দাদা আমি আমার 1 বিঘে জমির রজনী গন্ধা ফুল গাছে planofix স্প্রে কোরবো
আমার 16 লিটার এর ড্রেরাম কয় ড্রেরাম
দেবো আর এক এক ড্রেরামে কতো ML করে দেবো
আর planofix pgr টা রজনী গন্ধা ফুল গাছে দিল কেমন হবে দাদা একটু যোদি বোলতা
PGR দিলে কোন সমস্যা নেই, ভালো ফুল আসবে। তবে মাটিতে হাড়ের গুঁড়ো এবং শিং কুচি এবং পটাশ সার মেশাতে হবে।
শিকর পচা রোগ আক্রান্ত হলে Blitox কি ভাবে ব্যাবহার করতে হবে?
Dada, blitox fungicide কি box এর মধ্যে ছোট ছোট প্যাকেট করে (50gm) রাখা থাকে?
500 এবং এক কেজি পাওয়া যায় ।লোকাল দোকানে এরকম ছোট প্যাকেটেও বিক্রি হয়।
Dada, saaf fungicide gache spray korar por ki patay green spot spot hoye jay? Dose beshi hole arokom hoy? Gach gulir kono khati hobe na to?
Namaskar..amar northfacing balcony garden..khub beshi rod ase na ..lebu..jaba..gandhoraj gacher somosya dekha jachhee..pata jhore gach guli sukiye more jachhee..please help korun.
Jay Shree Ram
Very nice
আপনার অন্য একটি ভিডিও তে,antrcol এর গুনাগুন শুনলাম,আর এই ভিডিও তে blitox এর।কমলা,মালটা,আম এই ধরনের টব এর গাছে ফুল,ফল থাকা অবস্থায় স্প্রে করতে চাইলে, দুটোর একটি নিতে চাইলে কোনটি নেবো? দয়া করে জানাবেন খুব উপকৃত হব
প্রথমটি
@@rajgardens ধন্যবাদ
Dada amer jabagacher pata ekdom holde hoy gache ki karle aber bhalo hobe gach green net e. Talay ache tao erokom hoy jachhe
জবা গাছের জন্য গ্রীন নেট প্রয়োজন নেই. গাছগুলোকে রোদে বের করে দিন.
Dada miracular ar saaf fangicide aki songe use kora jabe ki ektu janaben
আলাদাভাবে স্প্রে করুন, এক দু দিনের ব্যবধান রেখে।
দাদা ব্লুবেরি গাছের পরিচর্যা সম্পর্কে কিছু বললে খুবই উপকার হতো।
গাছে সমস্যা হলে ফেসবুক পেজে ছবি পাঠাতে পারেন।
Dada #Adenium গাছের ক্ষেত্রে কী এটি ব্যবহার করা যাবে..??
Cooper sulphate can be used instead of purchasing commercial pack of copper sulphate base fungicide.
👍
দাদা,, কমলা লেবুর চাষের একটা সম্পূর্ণ ভিড়িও করেন প্লিজ,,যাতে কিভাবে চাষ করবো তা সম্পর্কে ধারণা পাই
আমার চ্যানেলে এ নিয়ে ভিডিও আছে।
Dada Gach New Repot kore 1 Week bad deya / vitamin & N.P.K 20.20.20 Spray kira jete pare....?? Please Share korbea 😊😊😊😊
গাছ রিপর্টিং করার পর কম করে এক মাস বাদে প্রয়োগ করতে পারেন।
Ar akta Question 6ilo amr new Repoting kora lichu gacher pata gulo na sob jhore ja6e ektu dag dag hoya kano bujte par6e kintu jol o kom deowa hoya 6e gacher gorai.....kano hoche bujte par6e na......???please suggest me😊😊😊😊
দাদা, পুই শাকের পাতায় ছোট ছোট স্পট আছে এটি প্রয়োগ করলে কি ফল পাওয়া যাবে? কত দিন পর আবার শাক খাওয়া যাবে?
U can use Tute and lime together to remove the black dots. Also ,in Alovera plants.
এটা প্রয়োগ করা যাবে। কম করে দশ বারো দিন পরেই শাক তুলতে পারেন ।
Nice
Dada ami sitkalin korola chas korechi, 8 din age gacher godai chapan deoa hoyche, ekhon dekha jachhe je pata gulo holud hoye dhire - dhire dogar dike bede jache, tahole Tata bilitox spray korle, result paoa jabe ?🙏
মাটিতে সারের পরিমাণ বেশি হওয়ার জন্যই এটা হয়েছে। ভালো করে একবার সেচ দিয়ে
দিন।ফাঙ্গিসাইড ও মাঝে মাঝে স্প্রে করবেন।
@@rajgardens amar jomir samne jara lagiyeche, tader karola gach gulo holud hoye jache , toh Tata bilitox spray korle thik hobe
Sir/ kakima, Amr peace lily gaach ta ekhno sotej hoche na, Sob pata pure jaoya ba sukiye jaoya kechui hyni, 2to pata sukiyechilo, kete diachi, but jhimiyei thakche... Ami r ekta notun peace lily enachi, gaach tar pata gulo ektu onno rokhm, Australian peace lily bla dilo, eirokhm ki adao kechu hy??? Amr notun gaach tar photo pathabo apnak... R Laxmi Kamal Succulent Plant e 15-20din e ekbr jol dily e hba??? Age eirokhm 2to plant amr mara gache, Ami indoor plant ekdm e valo krty parina... Barity ena bosabr pr khubi valo growth hy, trpr hotat mara jai amr sb indoor plants... Thanking You
প্রথমে যে গাছটির সমস্যা এখনো কাটছে না সেটাকে একবার নতুন করে রিপর্ট করুন। প্রয়োজন হলে পুরনো মাটির সমস্ত ফেলে এমনকি গাছটিকে ভালো করে ধুয়ে নিয়ে ফাংগিসাইড এর জলে দু-তিন মিনিট ভিজিয়ে রাখার পর রিপর্ট করবেন। ইনডোর প্লান্টের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটি দেখে সেইভাবে পরিচর্যা করবেন আশা করি কোন সমস্যা হবে না
@@rajgardens Sir eigulo sb hya gache, puro gora dhuye, 15min mto saaf e vijiye, Ami purono soil puro feledia, notun cocopet e bosachilm gaach taky, tao kno unnoti hlo na... Thanking you
❤❤❤
Sir ata Dragon gache use kora jbe....r ki vabe koto ta poriman a krbo....r koto din antor krbo sir please blun
অনেক অনেক ধন্যবাদ স্যার। এই fungicide 1 গ্রাম মতো মাটিতে দেওয়া যাবে? অনেক সময় মাটিতে ব্যাঙের ছাতা বেরোয়।
এক গ্রাম নয় চার পাঁচগ্রাম মতন দিয়ে দিন।
@@rajgardens OK sir. Thank you Sir
দাদা বলছিলাম বারান্দার গাছগুলোর জন্য এক্সট্রা কিছু পরিচর্যা বলে দিলে ভালো হতো
সম্প্রতি ইনডোর প্ল্যান্ট নিয়ে ভিডিও করেছি তো। সেটা দেখে নিন।
@@rajgardens কিন্তু দাদা আমার তো তাই ভ্যারাইটি ফল গাছ আমি আগে আপনার ভিডিওতে কমেন্ট করেছিলাম আপনি বলেছেন এক্সট্রা কিছু পরিচর্যা করতে হবে সেটাই জানতে চাইছিলাম
দাদা,আমার একটা আতা গাছ আছো ।ফুল আসছে ফল ধরছে না। কি করবো?
Thank you dada
Thank you too
Dada blitox 50 w ata ki adenium a use kora jabe...?? Ami saaf use kori kintu tmn kaj korche na...
Blitox use করুন।
Amio ata babohar kori onk valo dada.
দাদা গাছে ফল থাকলে কি এই ঔষধ প্রয়েগ করা যাবে।
Dada golap gacher pata guli kirokom pure jaoar moto sukiye jachche ami fungal problem vebe blitox use korechi kintu kono upokar pachchi na eta ki fungal problem naki onno kono problem? Aktu jodi bolen
গরমে গোলাপ গাছের পরিচর্যা নিয়ে রিসেন্ট আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটি দেখে সেই ভাবে পরিচর্যা করুন।
দাদা আমার মাল্টা লেবু গাছের গোড়ায় বিলাই টক্স গুলিয়ে ব্রাশ দিয়ে লাগানো যাবে
হ্যাঁ
@@rajgardens দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Atirikto kencho theke kivabe nishtar pabo?
ekhon ki gache ksar deoa jabe na borsay fungus lagbe
Amio etai use korchi, amar duto aam gach e Gumossis hoyechilo. Use korar du soptah por dekhchi gach gulo recover korche.
Dada Amar lebu gachtite natun Pata beronor du ek din porei patate madhya Shira r uposhira gulo prakat hoye uthche pata holde r shakto hoye jachhe.ki korbo ektu janaben pls.
এক চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দিন আর হাফ চামচ এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করুন। সপ্তাহে একবার করে দু তিনবার।
অনেক ধন্যবাদ দাদা.
Sir, summer season ki sab plant 🌱 a use kora jabe,
হ্যাঁ, তবে বিকেলের দিকে স্প্রে করবেন।
@@rajgardens Thank u 🙏