গাছে কখন পিজিআর দিতে হবে | কখন দেওয়া যাবে না | Precautions and Rules for Using PGR | RAJ Gardens

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • মিরাকুলানের অল্টারনেটিভ কী? গাছের কোন স্টেজে পিজিআর বা মাইক্রোনিউট্রিন্স দিতে হবে? কখন দেওয়া যাবে না? পিজিআরের পরিবর্তে কি ভিটামিন দেওয়া যাবে? সঠিক খাবার দেওয়া সত্বেও গাছের বৃদ্ধি হচ্ছে না? ফুল-ফল আসছে না? ফল ধরলেও বড় হচ্ছে না? ফুল এলেও ঝরে পড়ছে? কেন এমন হয়? সমস্যাটা কোথায়? গাছে হরমোনের অভাব হয়নি তো? কী করলে এই সব সমস্যা থেকে রেহাই মিলবে? এই সব নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওয়। এখানে আর যে যে বিষয় নিয়ে আলোচনা করেছি - প্ল্যানোফিক্স কী, প্ল্যানোফিক্সের কাজ, প্ল্যানোফিক্সের ব্যবহার, প্ল্যানোফিক্স ব্যবহারের সতর্কতা, প্ল্যানোফিক্স ব্যবহারের সাবধানতা, পিজিআর কী, পিজিআর কীভাবে গাছে দিতে হয়, গাছ কি রহমোনের অভাবে ভুগছে, কখন কেন পিজিআর ব্যবহার করতে হয়, পিজিআর গাছে কখন দিতে হয়, বাগানে পিজিআরের ব্যবহার।
    Description - What is the alternative to Miraculan? At what stage of the plant should PGR or micronutrients be given and when not, should vitamins be given instead of PGR? The plant is not growing despite the right food? Flowers are not coming? Even if the fruit is not growing? Flowers are falling? Why is there such a problem? Where is the problem? The tree did not lack hormones? What can be done to get rid of all these problems? All these are discussed in this video. I’ve discussed these topics - How do you apply PGR to plants, What is the best plant growth regulator, Plant Growth Regulators, PGR, plant growth regulator, the function of pgr, the function of plant growth regulator, use of pgr, use of plant growth regulator, what is a plant hormone, auxin gibberellin, and cytokinin, What is PGR and Their Functions.
    বাগানে কী কী ব্যবহার করি -
    হিউমিক অ্যাসিড - amzn.to/3vg6jSF
    গ্রিন মিরাকল - amzn.to/2TmIlIi
    জিঙ্ক - amzn.to/3fyCKXR
    জিপসাম - amzn.to/34y6lua
    ট্রাইকোডারমা ভিরিডি - amzn.to/3nYN2Dm
    ট্রাইকোডারমা হারজিয়ানাম - amzn.to/3we9pHH
    সয়েল পিএইচ মিটার - amzn.to/32yROgN
    হাইড্রোজেন পারঅক্সাইড - amzn.to/3m7k7fe
    ওয়েস্ট ডিকম্পোজার - amzn.to/3saF4rU
    Related Videos -
    14. গাছে কি হরমোনের অভাব হচ্ছে | কখন কেন পিজিআর দিতে হয় - • গাছে কি হরমোনের অভাব হ...
    13. ছত্রাকনাশকের সঠিক ব্যবহার | কোন রোগে কী ছত্রাকনাশক - • ছত্রাকনাশকের সঠিক ব্যব...
    12. গাছে কেন ফাংগাস লাগে | কী করলে ফাংগাস থেকে রেহাই মিলবে - • গাছে কেন ফাংগাস লাগে |...
    11. টবের মাটি আম্লিক না ক্ষারীয়? কীভাবে মাটির pH পরিবর্তন করা যায়? - • টবের মাটি আম্লিক না ক্...
    ১০. মাটিতে ফাংগাস? গাছে ক্যালসিয়ামের অভাব? চুন দিয়ে সমাধান - • মাটিতে ফাংগাস? গাছে ক...
    ৯. ঘরে তৈরি জৈব ফাংগিসাইডে সব ফাংগাস দূর - • ঘরে তৈরি 'জৈব ফাংগিসাই...
    ৮. গাছে দিন হিউমিক অ্যাসিড, ম্যাজিক হবে আপনার বাগানে - • গাছে দিন হিউমিক অ্যাসি...
    ৭. ট্রাইকোডার্মা কী? কীভাবে তা দিয়ে কম্পোস্ট তৈরি করবেন - • ট্রাইকোডার্মা কী? বাগা...
    ৬. ফাংগাসেই শেষ গাছ? জৈব ছত্রাকনাশকে মাটি শোধন করুন - • মাটিতে মারণ ফাংগাস? জৈ...
    ৫. ঘুঁটে থেকে সহজে তৈরি করুন অর্গানিক গোবর সার - • ঘুঁটে থেকে সহজে তৈরি ক...
    ৪. ২ মাসেই গন্ধহীন কিচেন কমপোস্ট - • ২ মাসেই গন্ধহীন কিচেন ...
    ৩. এঁটেল মাটিকে গাছ লাগানোর উপযোগী করবেন কী করে - • এঁটেল মাটিকে গাছ লাগান...
    ২. টবে সব ধরনের গাছ লাগানোর অর্গানিক মাটি তৈরি - • টবে সব ধরনের গাছ লাগান...
    ১. কোকো পিট কী? কীভাবে ব্যবহার করবেন? - • কোকোপিট কী? কীভাবে ব্য...
    FREE to SUBSCRIBE -
    / rajgardens
    It is a GARDENING CHANNEL.
    I, RAJATkanti BERA provides you with amazing Gardening news, photos, videos, and will present a unique perspective on the Garden experience for FREE. You can share your experience and ask any questions about your problems.
    If you love to travel then you can visit my other RUclips channel / rajatkantibera
    My blog rajatkb.blogspo... to reading travelogues.
    My other Links -
    • / bipskitchentips
    • / rajatkantibera
    • / rajgardens
    • rajatkantispho...
    • rajatkb.blogsp...
    • Twitter - / berarajatkanti
    • Facebook - / rajatkanti.bera
    • Instagram - / berarajatkanti
    For more details please visit -
    / rajgardens
    NEW to my CHANNEL? - Read my About Section
    / @rajgardens
    Thank you All.
    #rajgardens #pgr #miraculan #planofix #plantgrowthregulator #panthormone #auxin #gibberellin #cytokinin #functionsofpgr

Комментарии • 461

  • @nagrajrao4373
    @nagrajrao4373 2 года назад +8

    Friend,hats off to you.You have chosen a very very important subject which we all are not at all aware off.Actually we procure all sorts of PGR.But we hardly know when to apply on what plants.Surely you have atleast touched my heart and impressed me.keep gifting us with such valuable information. Thanks again for the wonderful details.

    • @rajgardens
      @rajgardens  2 года назад +1

      Thanks

    • @bdnaturalbeauty1
      @bdnaturalbeauty1 Год назад

      ভাই লাল লাল যে ফলগুলো ছিরলেন এই গাছ সম্বন্ধে একটু জানতে চাই আমার এমন একটা গাছ আছে কিন্তু আমি কিছুই জানিনা এই গাছ সম্পর্কে। অগ্রিম ধন্যবাদ ভাই

  • @muhammadrafiqulislamkhan6994
    @muhammadrafiqulislamkhan6994 Год назад +4

    আপনার তিনটা ভিডিও দেখার পর আজকে এই পর্ব দেখে সবচেয়ে যেটা ভালো লেগেছে, আপনি বাংলাদেশের কথা মাথায় রেখে অষুধের নাম রেফার করে দিয়েছেন। সুপারফ্লেক্স। অসংখ্য ধন্যবাদ। ভারতের বাগানপ্রেমি বন্ধুরা যদি সকলে আপনার মতো আমাদের এখানে প্রকৃতি প্রেমিদের এই সাহায্যটুকু করে অনেক উপকৃত হতে পারি। আমার খুব সুখ নার্সারিদের মত ফুল-ফল গাছে দেখা। ওরা কি যে দেয় আর কি করে বুঝি না। এখানে জিজ্ঞেস করলেও বলতে চায় না। কেন কে জানে? ভারতীয় বাগান প্রেমিদের এই বিষয়ে উদারতা দেখে শ্রদ্ধা বেড়ে গেছে আগের চেয়ে আরো বেশি। কৃষিকাজ পরিশ্রমের। ধৈর্য্যের। অধ্যাবসায়ের। অথচ এখানে এই বিষয়ে নিজের অভিজ্ঞতা কৌশল শেয়ার না করার প্রবনিতাই বেশি। এদিকে জ্ঞান, শিক্ষা লুকিয়ে রাখার প্রবনতা বেশি। ভারতে উলটো। নিজের অভিজ্ঞতা, শিক্ষা, জ্ঞান, কৌশল সবাই শেয়ার করে নিচ্ছে। সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন।

  • @swapandhar2627
    @swapandhar2627 2 года назад +8

    নমস্কার 🙏 দাদা। আপনার নিয়ম অনুযায়ী প্রয়োগ করে যথেষ্ট সাড়া পেয়েছি। এই বিষয়ে যে আপনার পড়াশোনা আছে তা উপলব্ধি করি। পাশে আছি পাশে থাকবেন আশা করবো। ভালো থাকবেন।

  • @miftahulanam141
    @miftahulanam141 4 месяца назад

    আপনার ভিডিও বুঝানোর ধরন অনেক সুন্দর

  • @rajgardens
    @rajgardens  2 года назад +3

    • লক ডাউনে ঘরে বসে বোর? বাইরে যাওয়ার জন্য মন ছটফট?
    তাহলে চলুন ঘুরে আসি ... মানস ভ্রমণে সঙ্গী হোক - ruclips.net/channel/UCgM3RhUs59_FUiZBSdaJcvg
    • মন ভাল রাখতে পেটপুজোর জুড়ি নেই।
    রসনা তৃপ্তির ঠিকানা হোক - ruclips.net/channel/UCJz7NYqVlLNnoE3smwczsgg

    • @santurajpur
      @santurajpur 2 года назад

      Dada apnar video khub bhalo lage. 10 inch pot eo ki niche ebong du side eo water outlet hole dekhe nite Hobe. Uttorer assay roilam .

    • @allsulotin7469
      @allsulotin7469 2 года назад

      Dada amar thai Star fruit gach er pata khub choto choto hoche gache serokom kono growth ney ami ki korbo please bolun??😭😭😭

    • @tawhidahmad7189
      @tawhidahmad7189 2 года назад

      তের দিন পর ২ বার pgr আমের মুকুলের ওপর প্রয়োগ করেছি। এখন মুকুল ঝরে যাচ্ছে। গাছকে ক্ষতির হাত থেকে কিভাবে রক্ষা করতে পারি?

  • @MahabubAlam-lk8ld
    @MahabubAlam-lk8ld 2 года назад +1

    অনেক উপকারী, অনেক ধন্যবাদ।

  • @tapasroy4394
    @tapasroy4394 2 года назад +2

    দাদা খুব ভালো লাগলো ভিডিও আর আপনার কাছ থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারি।

  • @joymujumder14
    @joymujumder14 Год назад

    আমি আজকে দুই দিন ধরে আপনার video দেখছি এবং সবরকমের সত্যি অসাধারণ। আমি কখনো কোন video তে Comment করি না, কিন্তু আমি আর থাকতে পারলাম না। আপনি আমার প্রনাম নেবেন।

  • @AMINkhan-bm8oe
    @AMINkhan-bm8oe Год назад

    Many many thanks sir for your brilliant remarkable 🙏🙏😁 suggetion.Nagpur.খুব ভালো থাকবেন সবসময়।

  • @jhumpasanyal4895
    @jhumpasanyal4895 2 года назад +1

    খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম আপনার ভিডিও থেকে।

  • @user-ps5mm1ly2v
    @user-ps5mm1ly2v 2 года назад

    Onek upokar holo 👌❤️❤️ Bangladesh theke dekhchi 🇧🇩🇧🇩🇧🇩

  • @shikhahalder1293
    @shikhahalder1293 2 года назад +1

    খুবই ভালো লাগলো ধন্যবাদ

  • @apolodas1869
    @apolodas1869 2 года назад +2

    অসাধারণ অসাধারণ শিক্ষক ভাই আমার🙏🙏🙏🙏🙏

  • @abdullamondal8192
    @abdullamondal8192 6 месяцев назад

    অনেক কিছু জানলাম

  • @jayasreebhattacharyya2283
    @jayasreebhattacharyya2283 2 года назад

    Khub valo laglo mon diye sunlam Tomar bola guno Ami likhe rekhechi .thank you beta valo thakis.......mashima

    • @KR-by3es
      @KR-by3es 2 года назад

      Apni darun masima..sab krishi bisoyokok videotei apnar comment pai..khub bagan premik mone hoi.. Bhalo thakben.. Assam theke..

  • @krishikathaototthyo5769
    @krishikathaototthyo5769 2 года назад +3

    Kon gacher dormancy period kakhon, sei somporke 1ti video korun, khub e upokar hobe

  • @rudradevnursery4698
    @rudradevnursery4698 2 года назад

    অসংখ্য ধন্যবাদ দাদা।

  • @ashrafchowdhury2479
    @ashrafchowdhury2479 Год назад +1

    বেশি উপকারি ভিডিও,ধন্যবাদ।

  • @MdForidulIslambulu360
    @MdForidulIslambulu360 5 месяцев назад

    very good

  • @liakatali2019
    @liakatali2019 Год назад +1

    দাদা, নমস্কার! আমি মিরাকুলান-১০ ফোঁটা/লিটার+সাইপারমেট্রিন-১ মিলি/লিটার+ছত্রাক নাশক ২গ্রাম+বোরন-১গ্রাম ভালোভাবে মিশিয়ে স্প্রে করেছি। এতে ফল সেট হওয়া ফলের কোন সমস্যা হবে কি? জানাবেন প্লিজ। অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ তায়ালা।

  • @faridayesmin8306
    @faridayesmin8306 Год назад

    Salam Dada
    Anek dhonnobad
    Ami Banladesh theke

  • @krisachar
    @krisachar Год назад

    Sir thanks very much for giving information with english subtitles,Was very useful to me as i do not know Bengali language.

  • @user-child7Growth15life
    @user-child7Growth15life 5 месяцев назад

    😮বাললাদেশ থেকে ভালোবাসা রইলো

  • @rizvihaider5006
    @rizvihaider5006 2 месяца назад

    খুব ভাল লাগল । সব কিছু এক সা‌থে জে‌নে গেলাম । সকা‌লে আ‌মি সময় পাই না বিকা‌লে দেয়া যা‌বে কি ?

    • @rajgardens
      @rajgardens  2 месяца назад +1

      বিকেলের হালকা রোদে দেবেন।

    • @rizvihaider5006
      @rizvihaider5006 2 месяца назад

      @@rajgardens ধন‌্যবাদ

  • @IsmailHossain-fh1to
    @IsmailHossain-fh1to 2 года назад

    খুবই উপকারী ভিডিও।

  • @simaghosh2165
    @simaghosh2165 2 года назад

    ধন্যবাদ

  • @liakatali2019
    @liakatali2019 11 месяцев назад

    দাদা, নমস্কার, আপনার ভিডিও অসাধারন। আমার ৫ বছরের এলা কঁল গাছে ভারত ও বল সুন্দরী কুলের ডগা লাগিয়ে প্রচুর ফুল এসেছে এবং মোটর দানার মত কুল সেট হচ্ছে। এখন কি কীটনাশক ও ছত্রাক নাশক, ফ্লোরা, sop, চিলেটেড জিংক, বোরন স্প্রে করা যাবে? জানাবেন প্লিজ।

    • @rajgardens
      @rajgardens  11 месяцев назад

      কীটনাশক এবং ছত্রাকনাশক একবার করে স্প্রে করে দিন। তার কয়েকদিন পরে যেকোনো একটি অনুখাদ্য দিতে পারেন।

  • @md.ashrafulhaque6275
    @md.ashrafulhaque6275 2 года назад

    দাদা আপনার সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ। আপনার ভিডিও সব সময় দখি এবং অনুসরন করার চেষ্টা করি।আমার আমলকি গাছে ফল ধরে না। একটু সাজেশন দিন দয়া করে।

  • @ibrahemkhn1861
    @ibrahemkhn1861 2 года назад +2

    এক ছিজন/দুই ছিজন P G R ব্যবহারে গাছ তো pgr এ অভ্যস্ত হয়ে পরবে পরে এইটা ব্যবহার না করলে বিপদে পরব ৷ তবে ভাল হবে PGP ই ৷ আমার ধারনা হল P GR কখনই ব্যবহার না করা ৷

  • @dohakon1348
    @dohakon1348 Год назад

    Vivid elucidation indeed

  • @ChadBaganSongbad
    @ChadBaganSongbad 2 года назад

    খুব ভালো গাইড ❤️❤️

  • @debjanisarkar9427
    @debjanisarkar9427 Год назад

    Thanks 🙏

  • @surojitmondal7294
    @surojitmondal7294 2 года назад +1

    Sir allwin gold supar ta ki and eta gache dile ki upokar pabo.kotobar deya jabe ektu bolun plssss🙏🙏🙏

    • @rajgardens
      @rajgardens  2 года назад +1

      এটা একটা গাছের ভিটামিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। 2ml 1 লিটার জলে মিশিয়ে মাসে দুবার ব্যবহার করা যাবে সমস্ত গাছে।

  • @abusayed9479
    @abusayed9479 2 года назад +1

    ভাইয়া পিয়ারা গাছের বয়স প্রায় ২ বছর। প্রথম বছরে অধিক ফুল আসছিলো কিন্তু ফুল আনুমানিক ৮০ শতাংশের মতো ঝরে গিয়েছিলো।এখন আগেই তুলনায় এই বছর ফুল আসার পরিমাণ খুবই কম। আমি ১০ দিন পরপর ফ্লোরা স্প্রে করেছি। তাতেও তেমন ভালো রেজাল্ট পাচ্ছি না।
    এখন আমি পিয়ারার জন্য কোন পি.জি.আর ব্যাবহার করবো? এবং ব্যাবহারের নিয়ম বলে দিবেন প্লিজ

  • @ashikkhan1999
    @ashikkhan1999 2 года назад

    ধন্যবাদ ভাই বাংলাদেশ থেকে

  • @tadbirnaeem997
    @tadbirnaeem997 5 месяцев назад

    ফ্লোরা ব্যবহার এর পরের দিন সাফ ফাংগিসাইট প্রয়োগ করলে কি কোনো সমস্যা হবে?
    ভালোবাসা নিবেন💜

  • @nabiulalahi1970
    @nabiulalahi1970 Год назад

    আপনার তথ্য বহুল ভিডিও গুলি খুব ভাল লাগে । আপনার উল্লেখিত পণ্য বাংলাদেশে পাওয়া যায় সে সবের নামের সাথে যদি কোম্পানীর নাম উল্লেখ করলে আমাদের (বাংলাদেশীদের) জন্য খুবই ভাল হয় । আশা করি এর পর থেকে জানাবেন ।
    আপনাকে অনেক ধন্যবাদ ।

  • @tumpadas8109
    @tumpadas8109 2 года назад

    আমার একটি জবা গাছে এখনো কোনো ফুল হয়নি। বয়স ছয় সাত মাস । আর একটি গাছের কুঁড়ি পড়ে গেছে । গশ্ধরাজ গাছের ও প্রথম কুঁড়ি টা ভেঙে পড়ে গেছে। আবার একটা কুঁড়ি এসেছে। আমি কি BIOVITA X স্প্রে করতে পারি? না কি অন্য কোনো উপায় আছে। একটু জানালে ভালো হয়। আপনার কাছ থেকে একটু একটু করে শিখেই গাছের সম্বন্ধে জানতে পারছি। ধন্যবাদ আপনাকে এতো ভালোকরে আমাদের বোঝানোর জন্য ।

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      কী কী কারণে গাছের কুঁড়ি ঝরে যায়, তা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন। সেই মতো পরিচর্যা করুন। জল প্রয়োজন ছাড়া একদম দেওয়া যাবে না। পরিমাণ মতো খাবার দিতে হবে। তাহলেই ফুল হবে।

  • @RAJONIAKTERSHIMA-xt9hb
    @RAJONIAKTERSHIMA-xt9hb 10 месяцев назад

    দাদা বাংলাদেশ থেকে দেখছি।

  • @swapandhar2627
    @swapandhar2627 2 года назад

    আপনাকে দীর্ঘ দিন যাবৎ ফলো করে আসছি।

  • @sarmisthasenapati9548
    @sarmisthasenapati9548 Год назад

    এক সপ্তাহ আগে বসানো নতুন গাছে নিম কীটনাশক ,সুপার সোনাটা 2ml,সাফ পাউডার 1/2 চামচ এবং exovita 10 ফোঁটা একসাথে 1 লিটার জলে মিশিয়ে spray করে ফেলেছি। কি করে গাছ গুলোকে বাঁচাবো বলবেন please 🙏

    • @rajgardens
      @rajgardens  Год назад

      কোন সমস্যা হওয়ার কথা তো নয়। যদি মনে হয়ে থাকে সমস্যা দেখা যাচ্ছে তাহলে সাধারণ জল গাছে পাতায় দু তিনবার স্প্রে করে ধুয়ে দিন।

  • @md.monwarulhaque1716
    @md.monwarulhaque1716 2 года назад

    দাদা, আমি বাংলাদেেশ থেকে আপনার ভিডিও গুলো দেখি, ভাল লাগে। অনেক শিখি।

  • @dipakkarmakar546
    @dipakkarmakar546 2 года назад

    অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও।এই ধরনের ঔষধ গুলি সিল খোলার পরে কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়? এগুলো পরিমানে লাগে অল্প সেজন্য অনেকদিনেও ফুরায় না।

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      কৌটোর গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে একটু দেখে নেবেন। অল্প গাছ থাকলে ছোটো কৌটো কিনবেন।

  • @diptendupurkait2167
    @diptendupurkait2167 Месяц назад

    Biovita x, planofix and miraculan ki alternatively use kora jabe?

    • @rajgardens
      @rajgardens  Месяц назад

      সবই অল্টারনেটিভ ভাবে প্রয়োগ করা যাবে। তবে যখন যেটি ব্যবহার করবেন দু-তিনবার ব্যবহারের কিছুদিন গ্যাপ রেখে অন্যটি ব্যবহার করবেন। প্রথমটি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আর দ্বিতীয়টি পিজিআর।

  • @sanjaybhowmick4021
    @sanjaybhowmick4021 3 месяца назад

    Sir dragon fruit এ planofix use করবো? 😊😊

  • @swapanseal5461
    @swapanseal5461 2 года назад

    মীরাকুলান বাউ আপেল কুল, কাশ্মীরী আপেল কুল, বল সুন্দরী গাছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ স্প্রে করেছি এখন কুল আসছে এবং সেই সাথে ফুলর্ও প্রচুর পরিমাণে গাছে আছে ।এই অবস্থায় কী জাইমগোল্ট ও বোরণ স্প্রে করা যাবে ।

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      একবার করে দিন।

  • @graftingpoint4636
    @graftingpoint4636 9 месяцев назад

    ok

  • @RajuSk-lp5lu
    @RajuSk-lp5lu Год назад

    Nomoskar,sir,Ami,birbhum,there,bolchhi,Amar,peyara,gachh,2bochhor,home,galo,kintu,phul,phol,aschhena,ki,korbo,sir,bolun

    • @rajgardens
      @rajgardens  Год назад

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @TG-cy8xj
    @TG-cy8xj Год назад

    Tormuj gas er jonno ki miraculan naki planofix konta sob theke valo hoba

    • @rajgardens
      @rajgardens  Год назад

      যেকোনো একটি দিতে পারেন।

  • @namitabiswas6237
    @namitabiswas6237 2 года назад

    দাদা, আমার কাছে মিরাকুলান আছে। এখন জানুয়ারি, লেবু গাছে এমাসে না ফেব্রুয়ারি মাসে দেব।তবে একটা লেবুগাছে নতুন পাতা গজাতে দেখছি,এটাতে এখন পিজিআর দেব কিনা?
    আবার সফেদা গাছে চারটে ফল গাছে আছে, নতুন দুটো একটা ফুল এসে কাল হয়ে ঝরে যাচ্ছে,কি করনীয়।
    দাদা, আপনার ফল, ফুল সব গাছ দেখে মন ভরে যায়, চমৎকার।

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      বারোমাসি গাছ হলেন যে কোন সময় ফুল আসতে পারে। তবে সাধারণভাবে জানুয়ারির শেষের দিকে লেবু গাছে ফুল আসে। আপনার যদি নতুন গাছ হয়ে থাকে সে ক্ষেত্রে PGR প্রয়োগ করার প্রয়োজন নেই। যদি 1- 2 বছরের পুরনো হয়ে থাকে তাহলে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে 15 দিনের ব্যবধানে দুই তিনবার পিজিআর প্রয়োগ করবেন।

  • @jyotirmaysarkar5426
    @jyotirmaysarkar5426 Год назад

    গন্ধরাজ ফুল এলেও ফোঁটার আগে বোটা থেকে বাদামী হয়ে ঝরে যায়।
    সমাধান জানাবেন🙏
    আপনার প্রতিটি video helpful😊

    • @rajgardens
      @rajgardens  11 месяцев назад

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @monjarinafsheen9867
    @monjarinafsheen9867 2 года назад

    Thanks dada 😊

  • @yn.yeasin957
    @yn.yeasin957 2 года назад

    গাছ বনসাই এর A to Z নইয়ে একটা ভিডিও চাই যেখানে বন্সাই কি থেকে নিয়ে শুরু করে সব কিছু থাকবে। পার্ট করে দিতে পারলেও সমস্যা নেই। আসলে আমি একটা গাছ বনসাই করতে চাচ্ছি কিন্ত কোনো আইডিয়া ই নেই। খুব উপকার হবে ভিডিও করলে

    • @rajgardens
      @rajgardens  2 года назад +1

      বাতিল গাছের বনসাই নিয়ে আমার চ্যানেল একটি ভিডিও রয়েছে। সেখানে বনসাই সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। এই নিয়ে বিস্তারিত ভিডিও পরে করব।

  • @liakatali2019
    @liakatali2019 Год назад

    দাদা নমস্কার, আমার ভারত সুন্দরী, বল সুন্দরী কুল গাছে ফুল এসেছে। কিছু ফুল ফুটেছে। এ অবস্থায় প্লানোফিক্স/আলফা নেপখাইল এসিডিক এসিড ৫ ফোঁটা/লিটার পানিতে স্প্রে করা যাবে? জানাবেন প্লিজ।

  • @jibanmondal227HARVI
    @jibanmondal227HARVI 8 месяцев назад

    Miraculan niye kichhu balun please

    • @rajgardens
      @rajgardens  8 месяцев назад

      ruclips.net/video/1Vs5V53_vLs/видео.htmlsi=7fZVoX6hBrpPAMH5

  • @subirbanerjee6787
    @subirbanerjee6787 28 дней назад

    আমার ভারত সুন্দরী কুল গাছ ফুল ঝরে যাচ্ছে।ফুল থাকাকালীন আমি planofix অথবা miraculan কোনটি স্প্রে করলে ভাল ফল পাবো?

    • @rajgardens
      @rajgardens  27 дней назад

      এই সময় ফুল ঝরে যাওয়া নিয়ে কোন সমস্যা নেই। বর্ষার পরে যে ফুল আসলো তার পরিচর্যা করতে হবে।

  • @pankajthereality401
    @pankajthereality401 2 года назад

    Thanks// PGP নিয়েও একটা ভিডিও দিন ।

  • @subhajit2084
    @subhajit2084 2 года назад +1

    গাঁদা গাছের যত্ন নিয়ে একটি ভিডিও করুন

  • @imrafikul1115
    @imrafikul1115 Год назад

    আসসালামুয়ালাইকুম ভাই আমি সৌদি খেজুর গাছে দিতে চাই কখন কিভাবে দিতে হবে জানাবেন প্লিজ ভাই

  • @samirdas5424
    @samirdas5424 Год назад

    1kothey asadran❤❤❤❤

  • @sopanbinbabul5762
    @sopanbinbabul5762 2 года назад

    RAJ gerdenc,
    বর্তমানে dragon এ ফুল আসার সময় প্রায় হয়ে এসেছে...
    তাই এখন PGR (4cpa) কি dragon এর বাণিজ্যিক বাগানে ব্যবহার করতে চাই তা কেমন হবে দয়া করে একটু জানাবেন।

  • @geekaydutta
    @geekaydutta 2 года назад

    Interface ta osadharon. R apnar video...onoboddyo as usual. Darun dada. Planofix r Sagarika (Iffco Bazar) dutoi royechey amar kachey. Duto te ki ek e kaj hobe?

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      প্লানোফিক্স এক ধরনের রাসায়নিক পিজিআর আর সাগরিকা এক ধরনের জৈব পিজিআর এবং অনুখাদ্য।

  • @chittaranjandatta8566
    @chittaranjandatta8566 Год назад

    নমষ্কার ভাই, আমার তিনটি কাকরোল লতা তিনটি টবে হয়েছে --টব তিনটি গোবড় সার দিয়ে পূর্ন। ফুল আসে ছোট্ট গুটি দেখি,কিন্তু পরে শুকিয়ে যায়। কি করব জানালে উপকৃত হব।

    • @rajgardens
      @rajgardens  Год назад

      বেশি গোবর সার না দিয়ে পটাশিয়ামযুক্ত খাবার দিন।

  • @green_roof
    @green_roof Год назад

    Dada amar shudu sabjir bagan konti kinbo balun plise plise

    • @rajgardens
      @rajgardens  Год назад +1

      একটি করে কীটনাশক, ফাঙ্গিসাইড এবং মাইক্রো নিউট্রিয়েন্ট হাতে রাখুন। যেটা হাতের কাছে এভেলেবেল হবে।

  • @sagarsen5014
    @sagarsen5014 2 года назад

    নমস্কার,কাকু।আমি বাংলাদেশ থেকে।আমি নতুন ছাদ বাগান করার চেষ্টা করছি।গাছের মাসিক যত্ন নিয়ে কি আপনার কোন ভিডিও আছে?থাকলে লিনক দিবেন।

  • @donffgamenge6293
    @donffgamenge6293 Год назад

    নতুন নতুন ভিডিও এর অপেক্ষায় রইলাম।

  • @baburamshapure
    @baburamshapure 2 года назад

    দাদা, খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম আপনার ভিডিও থেকে।
    নীম তেল এর সাথে প্লানোফিক্স মিশিয়ে স্প্রে করা যাবে?

  • @shamimhasannoyon7117
    @shamimhasannoyon7117 6 месяцев назад

    anar gach soshtho ase . kisu fol ase ,ar kisu goti o hoyese ei somoy pgr dite parbo naki sir?

  • @tusharkantimondal4660
    @tusharkantimondal4660 Год назад

    Bumper pgr er poriman ta bolben per liter onujayi..

    • @rajgardens
      @rajgardens  Год назад

      প্রয়োগ বিধিটা শিশিরের গায়ে লেখা থাকে একবার দেখে নিন না হলে দু এম এল এর বেশি একেবারে দেবেন না।

  • @babusonadas8524
    @babusonadas8524 2 года назад

    Fabulous😋✨ sir.... Thanks

  • @romamajumder6278
    @romamajumder6278 2 года назад

    Bhai apnar program ami regular dekhi.....darun bolen apni...amar onno prosonge akta kotha ache.....kon sur theke manusher urine er smell ashe....ota ki urea ar ammonia r misron...amader pashe akjon gache day.....tar gachgulo dakhar moto...jodi uttor dan khub bhalo hoy.

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      DAP এবং URIA একসঙ্গে মিশিয়ে মাটিতে দেওয়া হলে সেটা ভিজে গিয়ে এরকম গন্ধ হয় ।

  • @souravtanti9306
    @souravtanti9306 2 года назад +1

    দাদা N P K 19 19 19 এর সাথে মিরকুলান দেওয়া যাবে?

  • @sujoygorai6525
    @sujoygorai6525 Год назад

    KAKA কীটনাশক ব্যবহার করার 30 ঘন্টা বা 1 দিন পরে Alagaezyme seaweed জৈব pgr কি ব্যবহার করা হবে?

  • @bivaschandrapal6443
    @bivaschandrapal6443 Год назад

    লেবু গাছে পি জি আর হিসেবে মেরাকুলার ও বুস্টার 2 দুটি দেওয়া যাবে কি না।যদি হয় তবে কত দিন অন্তর

    • @rajgardens
      @rajgardens  Год назад

      যেকোনো একটি ব্যবহার করলে কাজ হবে।

  • @anupbarai4582
    @anupbarai4582 Год назад

    দাদা আমি লিচু গাছে ফুল আসার আগে প্লানোপিক্স পিজিআর এর পরিবর্তে বায়োফার্টি পিজিআর ব্যাবহার করলে কোন ক্ষতি হবে ,,
    উত্তর দিবেন প্লিজ

  • @sudip3937
    @sudip3937 2 года назад

    Detailed analysis. Thank u. But sir kal apnar onno akta video te Madhabilata niye comment korechilam. Last e r uttor pai ni. Plz janaben.

  • @hemantaghosh6179
    @hemantaghosh6179 2 года назад

    areca palm er upr ekta sampurno video banale khub upokrito hoi...

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      চেষ্টা করব

  • @biswajitdebnath1651
    @biswajitdebnath1651 2 года назад

    Thanks Sir. Ekbar jodi apnr sathe meet korte partam khub valo hoto.

  • @hajifaridahmed434
    @hajifaridahmed434 Год назад

    Amer kalom Mango tree 10yrs old Mukuase Na ke PGR Dibo janaben pl tree growth good Mukul asar somoy New para ase ke PGR spray Korbo janaben pl pl Haji Faid Dhaka thanks

  • @meghnathmondal3223
    @meghnathmondal3223 2 года назад

    দাদা বাড়িতে কিছু পরিমান sweet corn চাষ করেছি কিন্তু গাছ ও ফলের সাইজ ভালো হয়নি এই অবস্থায় কি ধরনের পিজিআর ব্যবহার করব একটু বলবেন?

  • @user-qj7sc4pf9l
    @user-qj7sc4pf9l 2 года назад

    সিকোগ্রিন এল সুপার , জেব্রিলিক এসিটিক এসিড 4 CP ক্লোরফেনিক সাইটোকাইলিন ( ইদাইলিন ফল মাকনোর কাজে ) অনুপষ্টি সলুবোরন

  • @rakeshbiswasvlogs8176
    @rakeshbiswasvlogs8176 2 года назад +1

    khub sundor 💚

  • @sudiptadas6453
    @sudiptadas6453 2 года назад

    Baiovita x spray korar 2-3 age ki gacher goray khabar dite Lage ki

    • @rajgardens
      @rajgardens  2 года назад +1

      সেটা কোন ব্যাপার নয়। যেকোনো সময় প্রয়োগ করা যাবে।

  • @sumonayeasmin5670
    @sumonayeasmin5670 2 года назад

    দাদা,শীত তো চলে এলো। শীতকালীন কি কি সবজি কখন লাগাতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করলে উপকার হতো।

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      শীতের সবজি নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। একবার দেখে নিতে পারেন। আপনি যদি শীতের সবজি লাগাতে চান এখনি চারা তৈরি করে নিন অথবা চারা গাছ কিনে আনুন।

  • @sopanbinbabul5762
    @sopanbinbabul5762 2 года назад

    Raj gerdence.,
    কার্বেনডাজিম +চিলেটড জিংক +সালফার +এমামেকটিন বেনজয়েট ৫% +PGR একসাথে মিশিয়ে এসপেরে করা যাবে??

  • @kallolsaha2685
    @kallolsaha2685 2 года назад

    Agromin Gold ki use kora jabe jodi jai tobe kivabe debo

  • @labibsany8381
    @labibsany8381 Год назад

    লিটোসিন এবং পি জি আর এর যেকোন একটি সশা গাছে দেয়া যাবে, না কি দুটোই দেয়া যাবে?

    • @rajgardens
      @rajgardens  Год назад

      এক দু দিনের ব্যবধানে প্রয়োগ করুন।

  • @sumanabanerjee9589
    @sumanabanerjee9589 2 года назад

    10 /12din age miraculan amm gache diyechi tao mukul besi ase ni akhon booster :2 dite pari?

  • @mithunchatterjee2132
    @mithunchatterjee2132 2 года назад

    আমার বারবাডোজ চেরি গাছটিতে গত তিন বছর হলো শুধু ফুল হচ্ছে কোনো ফল হচ্ছে না। ২০ লিটার প্লাসটিক বালতিতে আছে। কি করব যদি বলেন।

  • @imrafikul1115
    @imrafikul1115 Год назад

    আসসালামুয়ালাইকুম ভাই আমি সৌদি খেজুর গাছ বড় করার জন্য কি কি ঔষধ ব্যবহার করতে পারি দয়া করে জানাবেন প্লিজ ভাই

    • @rajgardens
      @rajgardens  Год назад

      ভার্মি কম্পোস্টের সাথে ফসফরাস যুক্ত সার মিশিয়ে গাছের গোড়ায় দিন।

  • @ahsanrubel5637
    @ahsanrubel5637 Год назад

    ২ কাঠা জমিতে লাউ কতো টুকু পানি কতটুকু ঔষধ লাগবে

  • @user-xc7jp6lt7e
    @user-xc7jp6lt7e Год назад

    Dada darun.
    1.Mirakulan o biòvitax ki 15 days por por deoa jay.
    2. Amar VNR peyera gache, 2 bochorer, ek bar 2ti fol hoyar pore ar ful asche na. Khabar o osud apnake follow kore diyechhi, ki kori

    • @rajgardens
      @rajgardens  Год назад

      গাছটি কোথায় বসিয়েছেন এবং কি রকম কন্ডিশন আছে তার ছবি তুলে আমার ফেসবুক পেজে পাঠান।

  • @shofikulislam9964
    @shofikulislam9964 2 года назад

    পেঁয়াজে প্লানোফিক্স দেয়া যাবে কি।দেয়ার নিয়ম কি।বাংলাদেশ থেকে

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      দরকার পড়ে না

  • @sanjibbiswas1926
    @sanjibbiswas1926 2 года назад

    আমার জবা গাছের (দু বছরের গ্রাফ্টিং গাছ)কুড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে। মাটিতে মিশ্র সার এবং ০ঃ০ঃ৫০ দিয়েছি।পাতায় মাইক্রোনিউট্রেন্ট দেওয়া হয়েছে।একবার পিজিআর ও দিয়েছি।কিন্তু কুড়ি দাড়াচ্ছেনা।যেমনটা আপনি ভিডিওতে একটা জবার কুড়ি ভাঙলেন,ঠিক ওইরকম হচ্ছে। গাছটা দেখেও একই গাছ মনে হলো।এখন কি করবো?দয়া করে জানাবেন।

  • @GuljarHussain-qx9nm
    @GuljarHussain-qx9nm Год назад

    Good

  • @beautynaskar9537
    @beautynaskar9537 10 месяцев назад

    Age konta spray korbo pgr na vitamin

    • @rajgardens
      @rajgardens  10 месяцев назад

      ভিডিওতে আলোচনা করা আছে।

  • @debasishbhattacharya6031
    @debasishbhattacharya6031 2 года назад

    🙏 Sagarika (IFFCO Gold) ki PGR and micronutrients thake?

  • @supriyaganguly1973
    @supriyaganguly1973 Год назад

    আমার taber আম গাছের বয়স তিন বছর । মুকুল এখন ও অবধি হয় নি । January mase ki সা র দেবো , একটু বলবেন । কত বছর পর মুকুল সাধারণত আসে টাবের গাছে ।

    • @rajgardens
      @rajgardens  Год назад

      এখন গাছের গোড়ায় কোন খাবার দেবেন না জল কম দিন। গাছে মিরাকুলান অথবা প্লানোফিক্স ১০-১২ দিনের ব্যবধানে যেকোনো একটি দু তিনবার স্প্রে করুন।

  • @mdmostofa-qh1iz
    @mdmostofa-qh1iz 2 года назад

    ভাইয়া বেগুগ গাছে হালকা ফুল এসেছে এখন কোনটা ব্যবহার করলে ভাল ফলন পাবো? মিমপেক্স কোঃ বায়োগ্রিন নাকি এ সি আই কোঃ ফ্লোরা প্লিজ বলেন

    • @rajgardens
      @rajgardens  2 года назад

      ফাংগিসাইড, কীটনাশক এবং অনুখাদ্য সবই একবার করে প্রয়োগ করতে হবে। আরো বিস্তারিত জানতে আমার চ্যানেলে টবের গাছে কেজি কেজি বেগুন এই নিয়ে একটি ভিডিও রয়েছে সেটি দেখে সেই মতন পরিচর্যা করুন।

  • @nabakumarmahato9295
    @nabakumarmahato9295 Год назад

    Miraculan +Chlorophyripos+Cypermethrin + sprint fungicide mix করে ব্যবহার করা যাবে তো ধান গাছে???? রিপ্লাই দিবেন 🙏