বোন তোমরা যেভাবে কষ্ট পাও,ঠিক আমরা কিছু মানুষ সমান কষ্ট পাই।এই বিচার একদিন হবে বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ।তুমি আল্লাহ কাছে দোয়া করিও সকল শহীদের জন্য।তুমি আর চোখের পানি ফেলিও না,বাবার আত্মা কষ্ট পাবে।
আমি এখন ২৮ বছরের একজন মানুষ। জানিনা আর কতোদিন বাচবো। তবে মহান রাব্বুল আলামিনের কাছে আমার ফরিয়াদ হলো মৃত্যুর আগে যেনো এই হত্যাকারী কালপ্রীটদের বিচার দেখে মরতে পারি। সত্যি বলছি আজও ২ চোখ ভিজে যায় যখনি ২৫ শে ফেব্রুয়ারী আসে। আমার মনে আছে সেদিন আমি এস এস সি পরীক্ষা দিয়ে মাত্র হল থেকে বের হয়েছি তার মধ্যেই শুনি কর্নেল গুলজারের মৃত্যুর খবর 😥😥😥😥😥
কত যে কষ্ট পায় সেই থেকে বলে বোঝাতে পারবো না।সব সময় বলি এই বিচার কি কোনদিন দেখতে পাবো। তবে ৫ই আগষ্ট থেকে মনে অনেক আশা নিয়ে আছি এবার এই বিচার হবে ইনশাআল্লাহ।
মামনি তোমাদেরকে সান্তনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। শুধু দোয়া করি আল্লাহ পাক সকল শহীদ কে জাননাত নসিব করুন।আর তুমি ঠিকই বলেছো এটা কোনো বিদ্রোহ ছিল না। নারী নির্যাতন করে নির্দোষ লোকদের হত্যা করে কোনো দাবি আদায় করা যায় না।আল্লাহ পাক তোমাদের কে এই দূঃখ ভোলার তৌফিক দিক,আমিন।
পুরুষের টাখনুর নিচে কাপড় পড়া হারাম। (বুখারী--৫৭৮৭) মহিলাদের টাখনুর উপর কাপড় পড়া হারাম। (তিরমিযী--১৭৩১) এই পাপ টিকে আজকাল আমরা পাপ ই মনে করিনা ( নাউজুবিল্লাহ) । ফ্যাশান যেনো আমার/ আপনার জাহান্নামের কারণ না হয়ে যায় খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন.. আমিন!!
চোখের পানি ধরে রাখা যায়না😭,কি ভয়াবহই না ছিলো সেই সময়টা😭,হে আল্লাহ তুমি এই মহান সেনাদের যারা হত্যা এবং বি.ডি.আর কে যারা ধ্বংস করলো তাদের বিচার করো,এই পিলখানায় ছোটবেলার অনেক স্বৃতি আছে, আমার বাবা একজন বি.ডি.আর ছিলেন,সৌভাগ্যক্রমে ঘটনার প্রায় ৪-৫ বছর আগে তিনি অবসরে যান, না হলে হয়তো আজ আমরাও একটা ভুক্তভুগী পরিবার হতাম,আর আমরা জানি আমার বাবা কেমন ভালো মানুষ কিন্ত তখন হয়তো এইটা অনেকেই বুঝতোনা আর আজকের অনেক নিরীহ বি.ডি.আর এর মতোই চক্রান্তের সম্মুখীন হতো,এইটা দুইটা বাহিনীকে ধ্বংস আর দেশপ্রেমিক বীর সেনাবাহিনীর অনেকগুলো চৌকস অফিসারকে হত্যা করার প্ল্যান মাএ,আর বি.ডি.আর এর কিছু বিপদগামীকে দাবার গুটির মতো ব্যাবহার করা হয়েছিলো,আর নিরীহ অনেক বি.ডি.আর আর তাদের পরিবার হলো আজীবনের জন্য ভুক্তভোগী,কারন সব বি.ডি.আর সরাসরি হত্যাকান্ডে জড়িত ছিলো তা কেউ বিশ্বাস করবেনা, সামান্য কিছু দাবির জন্যে এরকম জগন্য হত্যাকান্ড অন্তত কোনো দেশপ্রেমিক করতে পারেনা,আর বি.ডি.আর এর অবদানও এই দেশের জন্য কম ছিলোনা,আর নিজের ভাইকে যারা খুন করে তারা কখনোই দেশপ্রেমিক বা মানুষের কাতারে পড়েনা,তবে এর বিচার একদিন হবেই আর সব সত্য বের হবে,ঘটনার পিছনের সব কুশীলবদেরও জাতি দেখবে "" ইনশাআল্লাহ ""।
আমার বাবাও বিডিআর কুষ্টিয়া ব্যাটালিয়নে ছিল সেদিন। ক্যাম্পে থাকা সব বিডিআরই আর্মি মারতে আসছে এই ভয়ে অস্ত্র হাতে নিয়েছিল কিন্তু আমার বাবার মতো ৭১ জনকে শুধু জেলে দিল, ২৩ বছর ধরে ভালোবেসে সেবা প্রদান মরা বাহিনী থেকে তাকে এমন অন্যায়ভাবে দূরে ঠেলে দিয়েছি।
৪০ বছর পরে যেরকম এই দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে,১৫ আগস্ট এর অপরাধীদের বিচার হচ্ছে, সেইরকম ভাবে ইনশাআল্লাহ কোনো এক সময় এই বাংলার মাটিতেই ওই সমস্ত অপরাধীদেরও বিচার হবে। আল্লাহ ছাড় দেন,কিন্তু কখনো ছেড়ে দেন না।
মূল হোতা পাকিস্তানী জেনারেল আর রাজনীতিবিদদের যেমন বিচার হয়নি, এখানেও মূল হোতা ভারতীয় গোয়েন্দা সংস্থা ও রাজনীতিবিদদের বিচার হবে না। বাংলাদেশী মূল শীর্ষ রাজনীতিবিদেরা ততদিনে মরে ভূত হয়ে যাবে। সুতরাং তাদেরও বিচার হবে না। তাছাড়া এই দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়নি। বিচারের নামে প্রহসন হয়েছে, এবং আওয়ামী ফ্যাসিজমকে পাকা পোক্ত করা হয়েছে। আল্লাহ যেদিন বিচার করবেন, সেদিন আপনিও ছাড় পাবেন না। বিচারের নামে প্রহসন হয়েছে, আর সেটাকে আপনার মতো লোকেরাই হতে দিয়েছে।
মা রে যোগ্য নাগরিক হয়ে বাবার স্বপ্ন গুলোর বাস্তব রুপ দিতে হবে তোমাকেই । এর বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ। তুমি আল্লাহ কাছে দোয়া করবে সকল শহীদের জন্য। তুমি আর চোখের পানি ফেলবে না,বাবার আত্মা কষ্ট পাবে।
নিশ্চয়ই এই নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে ইনশাল্লাহ। অসভ্য খুনিদের জন্য অপেক্ষা করছে নির্মম শাস্তি। আল্লাহ সকলকে শহীদ হিসেবে কবুল করুন আমিন।
হে আল্লাহ তুমি তো সব দেখ তুমি তো সব জানো এই এতিম বোনটার চোখের পানি কবুল করে তাঁদেরকে বিচার করো। বোন তোমার চোখের পানি দেখে আমারো পানি চলে এসেছে আমি দোয়া করি এর বিচার একদিন হবেই ইনশাআল্লাহ।
সেই সময় হায়দার আলীর কণ্ঠে "আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার " গানটার সাথে পিলখানার শহীদ দের দেখানো হতো, ওটা দেখে চোখের পানি ধরে রাখতে পারতাম না।😭 একদিন না একদিন এই অন্যায়ের বিচার বাংলার মাটিতে হবেই ইনশাআল্লাহ। ২০২২
বোনরে যখন কোনো দুরগঠনা সুনামি আসে তখন কোনো ভাল আর খারাফ দেখেনা তখন সবইকে এক সাতেই তার প্রতিহত বা মোকাবিল পরতে হয় যার যার কৃতকর্মের ফল একদিন না একদিন পাইতে হয় বা হবে তাই কোন না কোনো একদিন তার বিচার পাইবেন।
পিলখানায় বিডিআর বিদ্রোহে সকল নিহত শহীদ অফিসার স্যারদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী 😭😭 আল্লাহ তায়ালা স্যারদের শহীদি মর্যাদায় জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন ❤️
এই জঘন্ন হত্যার বিচার হোক। সব হত্যা কারীর উপযুক্ত সাঁজা হোক। আল্লাহ সুভানাহুতালা এই পরিবার গুলিকে হেফাজতে রাখেন। আল্লাহ পাক সকলকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন
সেনা অফিসাররা দেশপ্রেমিক ছিল কি না জানা নেই। তবে তারা সাধারণ সৈনিকদের সাথে পশুর মতো আচরণ করে। নিজেরা ভোগবিলাসী জীবনযাপন করে। নিজেদের ব্যাক্তিগত কাজে সৈনিকদের ডাকে। আমার চাচাতো ভাই এর শিকার
প্রথমত বাবা হারানো খুবই কষ্টকর , বুক ফেটে যাওয়ার মতন, দ্বিতীয়ত আপনারা অপেক্ষারত ছিলেন এতটা সময় যেখানে জানেন না আপনার বাবা কি জীবিত ফিরবে নাকি মৃত এবং কতোটা নির্যাতন সহ্য করছে ভিতরে। অনেক কষ্টকর ছিলো সময়টা আপনাদের জন্য। মহান রাব্বুল আলামীন এর কাছে দোয়া করেন। আপনাদের কষ্টগুলো ব্যাথা পূর্ণ ছিলো,
হে দয়াময় আল্লাহ পিলখানা হত্যাকাণ্ডের সব সেনা ভাইদের কে তুমি রহমত করুন ।তাদের কে জান্নাতে দিয়ে তাদের সব গুনাহ মাফ করে দিও ।এই কমেন্ট লিখতে লিখতে দুচোখের পানি বেরিয়ে আসল ।এক দিন অবশ্যই এর বিচার হবে । ইনশাল্লাহ ।
আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার এই গানটি শুনলে এখনো অন্তর টা ব্যাথায় ভরে যায়। আমাদের আত্মীয় স্বজন না তবু আমরা এক পরিবার গোটা বাংলাদেশ। বিডিআর দের জন্য আমাদের এতো কষ্ট লাগলে, তাদের আপন জনদের কতটা কষ্ট।সেটা তাঁরাই জানে।😢😢😢
তোমার জন্য তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি,,,যারা সেদিন শহীদ হয়েছেন সবাই কে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করবেন, আমিন আমিন আমিন। আল্লাহ পাক এর বিচার করবেন ইনশাআল্লাহ।
আমার মামা ছিলেন মেজর আলমগীর হোসেন। ৭নং রাইফেল ব্যাটেলিয়ান এর সিও। মামা পিলখানায় চলে আসে, আমি ছিলাম ৭ং রাইফেল ব্যাটেলিয়নে। সকালে ফরেস্ট স্কুলে যাওয়ার পরে গোলাগুলি শুরু হয়, পরবর্তী সিও,এমও,এমও এর সন্তান সম্ভাবনা স্ত্রী দের পালানোর মর্মান্তিক ঘটনা ও আমার নিজের মাত্র ৭ম শ্রেনীতে থাকা অবস্থায় পালিয়ে থাকা,ক্যাম্পে আসা, রেস্ট হাউজ ধ্বংস লীলা চালানো ও পরবর্তীতে সেই গহীন সুন্দরবন থেকে ঢাকায় ব্যাক করাটা একটা ডাবল স্ট্যান্ড জার্নি।। আল্লাহ আমাকে এবং মামাকে রক্ষা করেছেন।।
এই পিলখানার প্রতিটা জায়গাই আমার সৃতি জরানো জায়গা, আমার বাবাও একজন বি ডি আর ছিলেন, এবং এই পিলখানা হত্যা কান্ডের ঠিক কিছু দিন আগে রিটায়ার্ড করেছেন, যেদিন আমি হত্যা কান্ডের খবর টা শুনি আল্লাহর কাছে লাখো কুটি শুকরিয়া আদায় করি যে আব্বু ওখানে ছিলেন না, কিন্তু আমাদের বাড়ির পাশে অনেক লোক মা-রা গেছে যারা পিলখানায় দায়িত্ব রত ছিলেন আমার বাবার অনেক ব্যাসম্যন ও মারা গেছে তার মধ্যে আমার একটা আঙ্কেল ছিলো তার জন্য অনেক কষ্ট হয় আমার এখনো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তায়ালা সবাইকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন আমিন
লুৎফর রহমান স্যার অনেক ভালো মনের মানুষ ছিলো, বি ডি আর হাসপাতালের সেকেন্ড ইন কমান্ড (টু আই সি) ছিলো, আল্লাহ লুৎফর স্যার এবং ডেন্টাল সিকিৎসক কর্নেল কাজী রবি রহমান স্যার সহ সকল কে জান্নাত নসীব করুন। বি ডি আর হাসপাতালের এই দুইজন স্যার অনেক ভালো লোক ছিলেন।
How can I comfort you, I become emotional myself, sometimes we forget that we are human being, not robot. I have really no words to erase your wound scars. It's really so painful we have avenged this brutal massacre only by changing its name.
Word can't express your feelings. May Allah grant highest place in Jannah to our all Army offices and others die on that days. May Allah give them patience and prosperity on their heart. Ameen
বাংলাদেশের প্রতিটি জনতা অধীর আগ্রহে অপেক্ষায় আছে এই নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের সঠিক বিচারের। মহান আল্লাহ সকলকে শহীদ হিসেবে কবুল করুন আমিন।
ণণণণনণণণননণণণভভণণণননবননননণভনননবনভণনণনণভণনণণভণণণববণভণবভণনননভননবণবণভননণণণভণনননন
আমিন
Ayesha gud zindabaad ayesha gud a koto chol kalo kalo chol
সঠিক বিচারা হুহ এদেশে সঠিক বিচার যারা করবে তারাই তো সব মূল আসামী 🤫🤫🤫
@@al-helal235 Helal tumar ammi guod a poka tumar ammi guod zindabaad tumar ammi pacha koto boro pacha marte hobe tumar ammi bur zindabaad🧕ki chut tumar ammi a chut zindabaad🧕
হঠাৎ আবার মনে পরে গেলো, সব কিছু। ইনশাআল্লাহ একদিন বিচার হবে, আল্লাহ সব শহীদ ভাইদের জান্নাত দান করুন, আমিন
আমিন।
আমিন।
Sottie e bisar Hobe Asa Kora jae..inshallah...allah Amdr hasinar theke rokkba korok
আজকে বিচার করার সময় এসেছে
বোন তোমরা যেভাবে কষ্ট পাও,ঠিক আমরা কিছু মানুষ সমান কষ্ট পাই।এই বিচার একদিন হবে বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ।তুমি আল্লাহ কাছে দোয়া করিও সকল শহীদের জন্য।তুমি আর চোখের পানি ফেলিও না,বাবার আত্মা কষ্ট পাবে।
ঝরে পড়া চোখের পানি কখন বিফলে যাইনা
আমি এখন ২৮ বছরের একজন মানুষ। জানিনা আর কতোদিন বাচবো। তবে মহান রাব্বুল আলামিনের কাছে আমার ফরিয়াদ হলো মৃত্যুর আগে যেনো এই হত্যাকারী কালপ্রীটদের বিচার দেখে মরতে পারি। সত্যি বলছি আজও ২ চোখ ভিজে যায় যখনি ২৫ শে ফেব্রুয়ারী আসে। আমার মনে আছে সেদিন আমি এস এস সি পরীক্ষা দিয়ে মাত্র হল থেকে বের হয়েছি তার মধ্যেই শুনি কর্নেল গুলজারের মৃত্যুর খবর 😥😥😥😥😥
Sotti apor kotha gola sona cokar pani cola aslo😭😭😭😭
Can beer anything will be except tear's .may allah bless you
কত যে কষ্ট পায় সেই থেকে বলে বোঝাতে পারবো না।সব সময় বলি এই বিচার কি কোনদিন দেখতে পাবো। তবে ৫ই আগষ্ট থেকে মনে অনেক আশা নিয়ে আছি এবার এই বিচার হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আজ আমরা মুক্ত, বোন ইনশাআল্লাহ আর বেশিদিন দুরে নই বিচারের দিন
সত্যি আমার চোখে পানি ঝরে গেছে আপু আপনার কথা বুলা শুনে দোয়া করি আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক আমিন
😢😢😢
বোন আল্লাহ তায়ালা যেন আপনার বাবার সঠিক বিচার করেন এবং জান্নাতুল ফেরদৌস এর উচ্চ মাকাম দান করেন আমীন 😢🤲😭
আমীন
বোন তোমার কান্না আমার হৃদয়টাকে চুর্ণবিচূর্ণ করে দিয়েছে।
বোন তোমার প্রতি সমবেদনা জানাই, তোমার সাক্ষাৎকার শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না আল্লাহর কাছে বল এর একদিন বিচার হবে ইনশাআল্লাহ
চোখের জল ধরে রাখতে পারলাম না তোমার বাবার জন্য দোয়া রইলো
খুবই মর্মান্তিক ছিল দিনটি।সবাইকে শহীদের মর্যাদা দান করুক -আমীন।
কেন হয়েছিল এই Bdr হত্যা? প্লিজ বলবেন
সেই থেকে আজ পর্যন্ত তাদের মুহুর্ত গুলো সত্যি অনেক কষ্টের
আমরা এক বিভীষিকাময় দেশের মানুষ
আহারে বোন কি করবে শুধু তুমি না অনেক ছেলে মেয়ে বাবা হারিয়েছে সেই সময়, আল্লাহ তুমাকে ভালো রাখুক সুস্ত রাখুক তুমি মানুষের মতো মানুষ হও 🙏🙏🙏🙏🙏
চোখের পানি চলে আসছিলো এই বোনের কথাগুলো শুনে। আল্লাহ তুমি তো সবচেয়ে বড় বিচারক ও শক্ত প্রতিশোধ গ্রহনকারী।
সময় আসছে এখন 😢বিচার হবে
বোন তোমরা যে ভাবে কষ্ট পাও আমরাও সমান কষ্ট পাই। এই হত্যার বিচার হবে ইনশাআল্লাহ এক দিন না একদিন।
কথাগুলো শুনে অনেক মর্মাহত হলাম
মামনি তোমাদেরকে সান্তনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। শুধু দোয়া করি আল্লাহ পাক সকল শহীদ কে জাননাত নসিব করুন।আর তুমি ঠিকই বলেছো এটা কোনো বিদ্রোহ ছিল না। নারী নির্যাতন করে নির্দোষ লোকদের হত্যা করে কোনো দাবি আদায় করা যায় না।আল্লাহ পাক তোমাদের কে এই দূঃখ ভোলার তৌফিক দিক,আমিন।
পুরুষের টাখনুর নিচে কাপড় পড়া হারাম।
(বুখারী--৫৭৮৭)
মহিলাদের টাখনুর উপর কাপড় পড়া হারাম।
(তিরমিযী--১৭৩১)
এই পাপ টিকে আজকাল আমরা পাপ ই মনে করিনা ( নাউজুবিল্লাহ) ।
ফ্যাশান যেনো আমার/ আপনার জাহান্নামের কারণ না হয়ে যায় খেয়াল রাখবেন।
আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন.. আমিন!!
আমি দেশ স্বাধীন হওয়ার পর দেখছি এই ভিডিও।আমরা এমন দেশ গড়বো যেখানে সবার সমান অধিকার থাকে।
এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের অবশ্যই একদিন এর সঠিক বিচারের আওতায় আনতে হবে।
চোখের পানি ধরে রাখা যায়না😭,কি ভয়াবহই না ছিলো সেই সময়টা😭,হে আল্লাহ তুমি এই মহান সেনাদের যারা হত্যা এবং বি.ডি.আর কে যারা ধ্বংস করলো তাদের বিচার করো,এই পিলখানায় ছোটবেলার অনেক স্বৃতি আছে, আমার বাবা একজন বি.ডি.আর ছিলেন,সৌভাগ্যক্রমে ঘটনার প্রায় ৪-৫ বছর আগে তিনি অবসরে যান, না হলে হয়তো আজ আমরাও একটা ভুক্তভুগী পরিবার হতাম,আর আমরা জানি আমার বাবা কেমন ভালো মানুষ কিন্ত তখন হয়তো এইটা অনেকেই বুঝতোনা আর আজকের অনেক নিরীহ বি.ডি.আর এর মতোই চক্রান্তের সম্মুখীন হতো,এইটা দুইটা বাহিনীকে ধ্বংস আর দেশপ্রেমিক বীর সেনাবাহিনীর অনেকগুলো চৌকস অফিসারকে হত্যা করার প্ল্যান মাএ,আর বি.ডি.আর এর কিছু বিপদগামীকে দাবার গুটির মতো ব্যাবহার করা হয়েছিলো,আর নিরীহ অনেক বি.ডি.আর আর তাদের পরিবার হলো আজীবনের জন্য ভুক্তভোগী,কারন সব বি.ডি.আর সরাসরি হত্যাকান্ডে জড়িত ছিলো তা কেউ বিশ্বাস করবেনা, সামান্য কিছু দাবির জন্যে এরকম জগন্য হত্যাকান্ড অন্তত কোনো দেশপ্রেমিক করতে পারেনা,আর বি.ডি.আর এর অবদানও এই দেশের জন্য কম ছিলোনা,আর নিজের ভাইকে যারা খুন করে তারা কখনোই দেশপ্রেমিক বা মানুষের কাতারে পড়েনা,তবে এর বিচার একদিন হবেই আর সব সত্য বের হবে,ঘটনার পিছনের সব কুশীলবদেরও জাতি দেখবে "" ইনশাআল্লাহ ""।
এই বাংলার মাটিতে সঠিক বিচার হবে একদিন 🤲 ইনশাআল্লাহ 🤲😭😭
আমার বাবাও বিডিআর কুষ্টিয়া ব্যাটালিয়নে ছিল সেদিন। ক্যাম্পে থাকা সব বিডিআরই আর্মি মারতে আসছে এই ভয়ে অস্ত্র হাতে নিয়েছিল কিন্তু আমার বাবার মতো ৭১ জনকে শুধু জেলে দিল, ২৩ বছর ধরে ভালোবেসে সেবা প্রদান মরা বাহিনী থেকে তাকে এমন অন্যায়ভাবে দূরে ঠেলে দিয়েছি।
ইনশাআল্লাহ জলদি!! দেশের মানুষ এর পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে!
মহান সৃষ্টিকর্তা আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন । সত্যিকারের বিচার একদিন হবে ইনশাআল্লাহ
Ameen.
হৃদয়ের সব্টুকু ভালোবাসা-দিয়ে- পরম--- শ্রদ্বায় স্মরণ্ করছি-- অাপনার বাবা সহ সকল (বিডিঅার বিদ্রোহে) শহীদদের! অাল্লাহ যেনো-- তাদেরকে জান্নাতের শ্রেষ্ঠতম স্হানে মঙলময় রাখেন্---!
৪০ বছর পরে যেরকম এই দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে,১৫ আগস্ট এর অপরাধীদের বিচার হচ্ছে, সেইরকম ভাবে ইনশাআল্লাহ কোনো এক সময় এই বাংলার মাটিতেই ওই সমস্ত অপরাধীদেরও বিচার হবে।
আল্লাহ ছাড় দেন,কিন্তু কখনো ছেড়ে দেন না।
মূল হোতা পাকিস্তানী জেনারেল আর রাজনীতিবিদদের যেমন বিচার হয়নি, এখানেও মূল হোতা ভারতীয় গোয়েন্দা সংস্থা ও রাজনীতিবিদদের বিচার হবে না। বাংলাদেশী মূল শীর্ষ রাজনীতিবিদেরা ততদিনে মরে ভূত হয়ে যাবে। সুতরাং তাদেরও বিচার হবে না। তাছাড়া এই দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়নি। বিচারের নামে প্রহসন হয়েছে, এবং আওয়ামী ফ্যাসিজমকে পাকা পোক্ত করা হয়েছে।
আল্লাহ যেদিন বিচার করবেন, সেদিন আপনিও ছাড় পাবেন না। বিচারের নামে প্রহসন হয়েছে, আর সেটাকে আপনার মতো লোকেরাই হতে দিয়েছে।
যুদ্ধ অপরাধী কারা?
this comment didn't age well.
Inshallah
100 বছর পরে হলেও এর বিচার একদিন হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি বিচার করবে। বর্তমান প্রধানমন্ত্রীর ইশারায় সব কিছু হয়
ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ
@@MDhasan-pc7rr oooooooooooooooooooooooo
জারা দাইকতে শিলো সেই দিন তাদের হিসাব দিতে হবে।
মা রে যোগ্য নাগরিক হয়ে বাবার স্বপ্ন গুলোর বাস্তব রুপ দিতে হবে তোমাকেই । এর বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ। তুমি আল্লাহ কাছে দোয়া করবে সকল শহীদের জন্য। তুমি আর চোখের পানি ফেলবে না,বাবার আত্মা কষ্ট পাবে।
ইয়া আল্লাহ আপনি সকল শহীদ দের,, জান্নাত বাঁশি করুন আমিন
নিশ্চয়ই এই নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে ইনশাল্লাহ। অসভ্য খুনিদের জন্য অপেক্ষা করছে নির্মম শাস্তি। আল্লাহ সকলকে শহীদ হিসেবে কবুল করুন আমিন।
চোখে,পানি চলে এসেছে কথা সুনে।
এর সুষ্ঠু বিচার একদিন হবেই হবে ইন্ শা আল্লাহ মা অপেক্ষায় থাকো।
হে আল্লাহ সকল সহীদ দের জান্নাতুল ফেরদৌস নসীব করুন,, আমিন সুম্মা আমিন
চোখে পানি চলে আসছে,,,আর কত কষ্ট পাবো😭😭😭😭
সেদিন দেশের খাঁটি হিরের একেকটা টুকরো কে হারিয়েছে এই ভুমি।
আল্লাহ ভালো রাখুন তাদেরকে।
প্রিয় বোন যোগ্য নাগরিক হয়ে বাবার স্বপ্ন গুলোর
বাস্তব রুপ দিতে হবে তোমাকেই।।
কি লিখবো আমি লেখার মত ভাষা হারিয়ে ফেলেছি ১০০ বছর পরে হলে বিচার একদিন হবে ইনশাআল্লাহ
৪১বছর পর হলেও এই বিচার হবে
হে আল্লাহ তুমি তো সব দেখ তুমি তো সব জানো এই এতিম বোনটার চোখের পানি কবুল করে তাঁদেরকে বিচার করো।
বোন তোমার চোখের পানি দেখে আমারো পানি চলে এসেছে আমি দোয়া করি এর বিচার একদিন হবেই ইনশাআল্লাহ।
শান্তনা নেওয়ার ভাষা নেই।
মা আল্লাহ পাক আপনার ভাল করুন
খুবই মরমান্তিক, বেদনার,কস্টের বাবাকে হারানো র ট্রাজেডি। বাংগালী জাতি কেদেছে
ইনশাআল্লাহ একদিন বিচার হবে, আল্লাহ সব শহীদ ভাইদের জান্নাত দান করুন, আমিন
খুব খারাপ করেছিলো তারা। আপু তুমি এখন বাবার জন্য দোয়া করিও।
অনেক দোয়া তোমাদের জন্য। মহান আল্লাহ উত্তম বিচারক
সেই সময় হায়দার আলীর কণ্ঠে "আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার " গানটার সাথে পিলখানার শহীদ দের দেখানো হতো, ওটা দেখে চোখের পানি ধরে রাখতে পারতাম না।😭 একদিন না একদিন এই অন্যায়ের বিচার বাংলার মাটিতে হবেই ইনশাআল্লাহ। ২০২২
পিলখানা হত্যাকান্ডের বিচার হবে এ দেশেই, ইনশাল্লাহ।
আল্লাহ কাছে আপনার ভাবার রুহের মাগফেরাত কামনা করি + আপনাদের পরিবারের জন্য দোয়া।
বোনরে যখন কোনো দুরগঠনা সুনামি আসে তখন কোনো ভাল আর খারাফ দেখেনা তখন সবইকে এক সাতেই তার প্রতিহত বা মোকাবিল পরতে হয় যার যার কৃতকর্মের ফল একদিন না একদিন পাইতে হয় বা হবে তাই কোন না কোনো একদিন তার বিচার পাইবেন।
আহা! এই বোনটি পর্দা করে নায়,তাই দয়া করে কেও এসে গালি দিয়ে যান.....
কি নির্মম আহা,,,,কলিজা টা মনে হয় ছিঁড়ে যাচ্ছে
পিলখানার বিষয় টা বাংলার ইতিহাস হয়ে থাকবে, আজ অথবা কাল এর যথাযথ বিচার হবে ইনশাআল্লাহ🇧🇩 আর মুখোশ উন্মোচিত হবে আসল নাটের গুরুদের।
আমার আব্বুরও চাকরি চলে গেছে তবে আলহামদুলিল্লাহ আমার বাবা বেচে আছে
এই হত্যার বিচার এক দিন হবে ইনশাল্লাহ।
আমরা দেশপ্রেমিক সেনা অফিসার হারিয়েছি।তা আর পূরণ হবার নই।
😢😢
মেয়েটির কথা গুলো হৃদয় বিদারক। এই সকল বীর সেনা কর্মকর্তার প্রতি শ্রদ্ধা রইল।
বোনটির জন্য দোয়া রইল এবং তার বাবাকে যেন আল্লাহ জান্নাত দান করেন ,
মা,তোমার কথা শুনে একজন ভালো মানুষের জন্য চোখ থেকে অঝোরে পানি ঝড়লো।মন থেকে মহাণ আল্লাহর কাছে প্রার্থনা করি স্যারকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন।আমিন।
সেনাবাহিনীর ট্রাজেডি অনেকগুলো কথাই শুনছি আমরা তবে এই ঘটনাটা বলা চলে আমরা চোখে দেখছি যতদিন বেঁচে আছি এটা সঠিক বিচার দেখতে চাই
অত্যন্ত দুঃখজনক শুনে অনেক কষ্ট লাগলো আল্লাহ এই নিহত পরিবারগুলোর ওপর রহমত বর্ষিত করুক আমিন।
এটা নিশ্তিত ভাবে বলা যায় পিল খানায় যে সকল অফিসার মারা গেছে সবাই প্রকৃত দেশ প্রেমিক ছিলো
অবশ্যই কোন সন্দেহ নাই
একটাই প্রশ্ন: কেন এমন হত্যাকান্ড, নারী ও শিশু নির্যাতন করা হলো ? তারা কেন এটা করলো ?
ওরা থাকলে যা খুশি তা করা যেতনা
পিলখানায় বিডিআর বিদ্রোহে সকল নিহত শহীদ অফিসার স্যারদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী 😭😭 আল্লাহ তায়ালা স্যারদের শহীদি মর্যাদায় জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন ❤️
Amin
@@jahadaakter1926 Hi,I like you....
Apne kothai thaken?
@@ziauddin7576 .
পিলখানা বিদ্রোহ বললে শহিদদের প্রতি অসম্মান করা হবে🥲🥲
Heartfelt condolences to you n your family. Live long. Stay safe n well.
এই জঘন্ন হত্যার বিচার হোক। সব হত্যা কারীর উপযুক্ত সাঁজা হোক। আল্লাহ সুভানাহুতালা এই পরিবার গুলিকে হেফাজতে রাখেন। আল্লাহ পাক সকলকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন
আপু এই কান্না শুধু তোমার নয়, এই কান্না আমাদেরও।বিচার একদিন হবেই এই বাংলার মাটিতে
এগিয়ে চলা এবং তোমার বাবার ইচ্ছে টা তোমার জন্য মা তুমি ডক্টর হবে এবং আসহায় মানুষের সেবা মধ্যে খুঁজে পাইবে হারিয়ে যাওয়া সুখ সান্তি
সেনা অফিসাররা দেশপ্রেমিক ছিল কি না জানা নেই। তবে তারা সাধারণ সৈনিকদের সাথে পশুর মতো আচরণ করে। নিজেরা ভোগবিলাসী জীবনযাপন করে। নিজেদের ব্যাক্তিগত কাজে সৈনিকদের ডাকে। আমার চাচাতো ভাই এর শিকার
প্রথমত বাবা হারানো খুবই কষ্টকর , বুক ফেটে যাওয়ার মতন, দ্বিতীয়ত আপনারা অপেক্ষারত ছিলেন এতটা সময় যেখানে জানেন না আপনার বাবা কি জীবিত ফিরবে নাকি মৃত এবং কতোটা নির্যাতন সহ্য করছে ভিতরে।
অনেক কষ্টকর ছিলো সময়টা আপনাদের জন্য। মহান রাব্বুল আলামীন এর কাছে দোয়া করেন। আপনাদের কষ্টগুলো ব্যাথা পূর্ণ ছিলো,
আল্লাহ আপনার বাবাকে জান্নাত দান করুন
হে দয়াময় আল্লাহ পিলখানা হত্যাকাণ্ডের সব সেনা ভাইদের কে তুমি রহমত করুন ।তাদের কে জান্নাতে দিয়ে তাদের সব গুনাহ মাফ করে দিও ।এই কমেন্ট লিখতে লিখতে দুচোখের পানি বেরিয়ে আসল ।এক দিন অবশ্যই এর বিচার হবে । ইনশাল্লাহ ।
আললাহ তোমার ধৈর্য বাড়িয়ে দিক
আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার এই গানটি শুনলে এখনো অন্তর টা ব্যাথায় ভরে যায়। আমাদের আত্মীয় স্বজন না তবু আমরা এক পরিবার গোটা বাংলাদেশ। বিডিআর দের জন্য আমাদের এতো কষ্ট লাগলে, তাদের আপন জনদের কতটা কষ্ট।সেটা তাঁরাই জানে।😢😢😢
আল্লাহ তে মাকে বাছিয়া রাখুক দোয়া করি জেনে আল্লাহমালিক
সত্যিই মনের অজান্তে চোখ দিয়ে জল চলে আসলো কি বলবো জানি না বলার মত ভাষা হারিয়ে ফেলেছি দোয়া করি আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন
এর বিচার যেন মহান বিচারক বাংলার মানুষকে দেখায়
চ্চ
খুব কষ্টের, কথা বেদনাদায়ক ছিল আপা আমি আপনাকে উপকার করতে পারব না দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পুরন হয় আমিন
3:37এই হাসিটার মধ্যে অনেক কিছুই লুকায়িত,,,,
Buji ni vai ektu bolen
😄😄😄😄😄😄😄 talent bro
বিদেশিদের হাতে বিচার ভার দেয়া হোক।
তোমার জন্য তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি,,,যারা সেদিন শহীদ হয়েছেন সবাই কে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করবেন, আমিন আমিন আমিন।
আল্লাহ পাক এর বিচার করবেন ইনশাআল্লাহ।
তখন ফেইসবুক লাইভ ছিল না। না হয় সব জাতি দেখতে পারত।
আমার মামা ছিলেন মেজর আলমগীর হোসেন। ৭নং রাইফেল ব্যাটেলিয়ান এর সিও।
মামা পিলখানায় চলে আসে, আমি ছিলাম ৭ং রাইফেল ব্যাটেলিয়নে। সকালে ফরেস্ট স্কুলে যাওয়ার পরে গোলাগুলি শুরু হয়, পরবর্তী সিও,এমও,এমও এর সন্তান সম্ভাবনা স্ত্রী দের পালানোর মর্মান্তিক ঘটনা ও আমার নিজের মাত্র ৭ম শ্রেনীতে থাকা অবস্থায় পালিয়ে থাকা,ক্যাম্পে আসা, রেস্ট হাউজ ধ্বংস লীলা চালানো ও পরবর্তীতে সেই গহীন সুন্দরবন থেকে ঢাকায় ব্যাক করাটা একটা ডাবল স্ট্যান্ড জার্নি।।
আল্লাহ আমাকে এবং মামাকে রক্ষা করেছেন।।
এই পিলখানার প্রতিটা জায়গাই আমার সৃতি জরানো জায়গা, আমার বাবাও একজন বি ডি আর ছিলেন, এবং এই পিলখানা হত্যা কান্ডের ঠিক কিছু দিন আগে রিটায়ার্ড করেছেন,
যেদিন আমি হত্যা কান্ডের খবর টা শুনি আল্লাহর কাছে লাখো কুটি শুকরিয়া আদায় করি যে আব্বু ওখানে ছিলেন না,
কিন্তু আমাদের বাড়ির পাশে অনেক লোক মা-রা গেছে যারা পিলখানায় দায়িত্ব রত ছিলেন আমার বাবার অনেক ব্যাসম্যন ও মারা গেছে তার মধ্যে আমার একটা আঙ্কেল ছিলো তার জন্য অনেক কষ্ট হয় আমার এখনো
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তায়ালা সবাইকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন আমিন
লুৎফর রহমান স্যার অনেক ভালো মনের মানুষ ছিলো, বি ডি আর হাসপাতালের সেকেন্ড ইন কমান্ড (টু আই সি) ছিলো, আল্লাহ লুৎফর স্যার এবং ডেন্টাল সিকিৎসক কর্নেল কাজী রবি রহমান স্যার সহ সকল কে জান্নাত নসীব করুন। বি ডি আর হাসপাতালের এই দুইজন স্যার অনেক ভালো লোক ছিলেন।
এই ভিডিওকি এতোদিন ব্লক রাখা হইছিলো?? সব গুলো কমেন্ট নতুন! অথচ ভিডিও আরো তিন বছর আগের???
বোন তোমার এই কান্না সত্যের ভেতর দিয়ে একদিন ইনশাআল্লাহ এই দেশের মাটিতেই হাসবে আনন্দে
বোন তুমি এগিয়ে যাও.…..
তোমার সাথে দেশবাসীর দোয়া আছে।
আল্লাহ তোমার মঙ্গল করুন।
চোখের পানি কখনো বৃথা যায় না
সময় এসেছে
খুবই হৃদয়বিদারক স্মৃতিচারণ
কান্না থামাতে পারছিলাম না।
কোন ভাষা নেই। , আছে শুধু চোখের পানি।
How can I comfort you, I become emotional myself, sometimes we forget that we are human being, not robot. I have really no words to erase your wound scars. It's really so painful we have avenged this brutal massacre only by changing its name.
নিজের অজান্তেই চোখে জল চলে এলো💔
Word can't express your feelings. May Allah grant highest place in Jannah to our all Army offices and others die on that days. May Allah give them patience and prosperity on their heart. Ameen
যারা নির্দোষ বিডিআরদের কে হত্যা করেছে আল্লাহ যেন তাদের বিচার খুব তাড়াতাড়ি করেন।
মূর্খ বিডিআর রাই বিদ্রোহ করেছিলো, অনেক সেনা অফিসারদের হত্যা করেছিল।
তোমার চখের পানিতে আমার চোখে পানি আসল। সবাইকে জান্নাতবাসি করো আললাহ। আমিন আমিন আমিন
Salute to father, May Almighty ALLAH Grant him Janattul Fardous AAMEEN, remember that silent is golden and Almighty ALLAH is final Judge
মামনি অনেক অনেক আশীর্বাদ রইলো
তোমার প্রতি।। অনেক ভালো করো।
আর গ্রনা করো তাদের যারা তোমার মতন
অবুঝ শিশুদের বাবা হারা করেছে।।
আপনার বাবার অপরাধীরা বিচার একদিন হবে ইনশা আল্লাহ
আপনার কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি। আপনার ব্যথায় আমিও ব্যথিত। আল্লাহ্ আপনার বাবাকে জান্নাতবাসী করুক। আমিন। আপনার জন্য শুভকামনা আপু ❤
কি বলবো, ভাষা খুঁজে পাইনা। সুযোগ থাকলে কিছু হয়তো বলা যেতো।
Ki Korten Vai...?
আল্লাহ তুমি সেই বীর উত্তমদের জান্নাত দান করো
সরকার বদলালেই হবে বিচার, শুধু অপেক্ষায় আছি সেই দিনটার জন্য ।
Ekhono kichu doubt not clear , but Jodi Tarek ba khaleda jorito thake re ...
আল্লাহ সব সেনা বাইদের জান্নাত দান করুন আমিন।
ধ্বংস হয়ে গেল BDR , এখন সব raw agent, কারা কারা ২০২৪ ই ৩ আগস্ট দেখছেন
আমাদের এই অফিসাররা থাকলে কখনোই জুলাই 2024 এর ভয়ঙ্কর ঐ দিন গুলো আসত না।
ইনশাল্লাহ বিচার হবেই, অপেক্ষা করেন।
আমরা মর্মাহত
আল্লাহ্ আপনাদের হেফাজত করুন
বোন তোমাদের প্রতি দোয়া রইল তোমাদের মনের মেক আশা আল্লাহ পাক যেন পূর্ণ করেন আমিন।
বাবা হারানোর বেদনা যার হারায়ে সেই বুঝতে পারে।
বিচার হবে বোন... ইনশাল্লাহ
Hope one day you will get the justice