পিলখানা হ'ত্যাকাণ্ড : ৭ বছর জেল খেটে যা বলছেন সাবেক বিডিয়ার সদস্য | Former BDR Person | Jaijaidin

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 1,7 тыс.

  • @পৃথিবীটাস্বপ্নেরহোক

    চোখের পানি কখনো বৃথা যায় না আল্লাহ পাক সর্বোচ্চ ও সর্বোত্তম বিচারক।

    • @rafsan1578
      @rafsan1578 2 месяца назад

      বৃথা যায় ভাই, আওয়ামি সন্ত্রাসীরাই আবার ক্ষমতায় আসবে

    • @tanhajahan6274
      @tanhajahan6274 2 месяца назад +37

      এই চোখের পানি যেন যারা দায়ী তাদের উপর যেন অভিশাপ হয়ে পড়ে

    • @SAKIL-ux6ku
      @SAKIL-ux6ku 2 месяца назад

      2008 সালে ক্ষমতায় এসে হাসিনা র প্রথম টার্গেট ছিল পিলখানায় 57 জন সেনাবাহিনী হত্যা করে।। ভারতীয়দের। দেশের প্রবেশ দ্বার খুলে দেয়া হয়।। 2য় গনহত‍্যা করে শাপলাচত্বর ছাত্র শিবির। বিএনপির তো হিসাব ছাড়া। শেষে করছে ছাত্র গনহত‍্যা।। সব কিছুর আল্লাহ বিচার করবেন। এই বাংলা র জমিনে।। ইনশাআল্লাহ

    • @bEHINDtHEsCENES24
      @bEHINDtHEsCENES24 2 месяца назад

      স্বাধীনতার 53 বছর ধরে এইসব দুর্নীতিগ্রস্ত বিএনপি-আওয়ামীলীগ দিয়ে দেশ বারবার ধ্বংসই হচ্ছে.

    • @ArbaSweaters
      @ArbaSweaters 2 месяца назад

      অনেকে পিলখানা হত্যাকান্ড নিয়ে এখনও গোলক ধাঁধাঁয় আছেন। অনেকে এখনও সত্য মিথ্যা ঠিকভাবে বুঝে উঠতে পারেন না। আর তাই গুজবকেই সত্যি মনে করেন। তাই ভাবছি এই ব্যাপারে কিছু কথা শেয়ার করবো।
      প্রতিটা মানুষের কৃতকর্মের পিছনে একটা উদ্দেশ্য কিংবা বেনিফিট থাকে। পিলখানা হত্যাকান্ডের পিছনে মাত্র তার দুমাস আগে ক্ষমতায় আসীন হওয়া আওয়ামীলীগ সরকারের কি উদ্দেশ্য কিংবা বেনিফিট থাকতে পারে?? ২০০৯ সালে দীর্ঘ ৮ বছর পর ক্ষমতায় এসে তখন কেনো মাত্র ২মাসের মধ্যে সামরিক বাহিনীর মত এরকম সেনসিটিভ জায়গায় সরকার হত্যাকান্ড ঘটিয়ে উল্টো নিজের সরকার বিতর্কিত এবং টলটলায়মান করতে যাবে শেখ হাসিনা? কেউ কি নিজের পায়ে নিজে কুঁড়াল মারে?? এই সামান্য বিষয়টি বুঝার ক্ষমতা যদি সাধারণ মানুষের থেকে থাকে; তাহলে তা বুঝার ক্ষমতা কি আওয়ামীলীগ সরকারের নেই?? কাজেই এটা একটা লজিক্যাল ক্লু হতে পারে। আসলে আওয়ামিলীগ সরকার কিছু বুঝে উঠার আগেই এই ঘটনাটি ঘটে যায়। একটা সামরিক বাহিনীতে এধরণের ক্যু ঘটাতে হলেও অনেক লম্বা সময় লাগে। সামরিক বাহিনীতে নিজস্ব লোক বসাতে হয় বিভিন্ন পদে পদে এবং সেই লোকগুলো দীর্ঘ মেয়াদী সেই বাহিনীতে নেতৃত্ব দিতে হয়। কারণ ক্যু ঘটাতে হলে সেই নেতৃত্ব দানকারী উচ্চ পদস্থ কিংবা মধ্য পদস্থ কর্ম কর্তাদের নির্দেশনাতো সৈন্যদেরকে শুনতে হবে। আর সেটা করতে গেলে অফিসারদের সাথে সৈন্যদের একটা সম্পর্ক গড়তে হবে। অতএব; সেই ষড়যন্ত্রে সেটআপমেন্ট করতে গেলেও রাতারাতি মানে ২ মাসের মধ্যে কখনও সম্ভব নয়। সামরিক আইনে সিস্টেম ফলো করে সেই সেটআপমেন্টটা তা করতে হয়। ২০০৯ সালে যখন আওয়ামীলীগ ক্ষমতায় আসে; তখন বিডিআর, আর্মি এসব সামরিক বাহিনীতে উচ্চ পদস্থ লোকজন সেটআপ ছিলো কার আমলের?? ২০০১ সাল থেকে বিএনপি জামাত ক্ষমতায় ছিলো। তারেক রহমান ক্ষমতায় এসেই এসব সামরিক বাহিনীর সেটআপমেন্টে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। ২০০৭ সালে যখন মঈন উদ্দিন, ফখরুদ্দিনের ত্বত্তাবধায়ক সরকার গঠিত হয়; তখন এসব বাহিনী থেকে কিছু বিএনপি জামাতী মনা লোকজনকে সরিয়ে নিলেও এরপরও সেই মনা অনেক লোক চাকুরীতে অব্যাহত থাকে। এটা আরও একটা লজিক্যাল ক্লু হতে পারে। এই লজিকটাকে উড়িয়ে দেওয়ার মত নয়। তিন নম্বর ক্লু যেটা; সেটা হলো যখন বিডিআরের মধ্যে ক্যু হয়; তখন দরবার হল থেকে শুরু থেকে বিডিআরদের অত্র এরিয়া ঐ ক্যুকারী দলের নিয়ন্ত্রণে ছিলো এবং তাদের সবার হাতেই অস্ত্র ছিলো ও মুখে লাল রুমাল বাঁধা ছিলো। তখন ঐ ক্যুকারী দলটাই শেখ হাসিনাকে বিডিআরদের অত্র এরিয়াতে আসতে বলে এই বিদ্রোহী দলটির সমস্যার কথা শোনার জন্য। ক্যুকারী বিদ্রোহী গ্রুপটা এটা বলে শেখ হাসিনাকে আস্বস্ত করে যে; উনার জীবনের কোনো হুমকি হবে না যদি তিনি ঐমূহুর্তে পিলখানায় আসেন। এরপরেও কিন্তুু শেখ হাসিনা সেই ঘটনাস্থলে যান নি জীবনের ঝুঁকি চিন্তা করে। এখন প্রশ্ন হলো; পুরো বিডিআর অফিসারদের এরিয়া ঐ ক্যুকারীদের নিয়ন্ত্রণে থাকা স্বত্ত্বেও অর্থ্যাৎ ক্যুকারী বাহিনী যদি শেখ হাসিনার সেটআপমেন্টরই লোক হয়ে থাকে; তাহলে তিনি সেখানে গেলেন না কেনো?? তারতো সেখানে জীবনের ঝুঁকি থাকার কথা নয়। এর মানে হলো; তিনি জানতেন ক্যুকারী বিপ্লবী বিডিআর বাহিনী যে; উনাকে পিলখানায় আমন্ত্রণ জানিয়ে ছিলো; এটা ছিলো শেখ হাসিনাকে মেরে ফেলার একটা পাঁতা ফাঁদ। এই পাঁতা ফাঁদ বুঝতে পেরে তিনি ঐ বিদ্রোহীকারী ক্যু বাহিনীর পাঁতা ফাঁদে পা দেন নি। এটাও একটা লজিক্যাল ক্লু। এই ক্লুগুলো যারা বাস্তব পরিস্থিতির সাথে মেলাবে; তারাই সহজে বুঝতে পারবে; বিডিআর বিদ্রোহ হাসিনার সরকার করার প্রশ্নই আসে না। যারা এই হত্যাকান্ডের অভিযোগ মাত্র দুমাস হলো ক্ষমতায় আসা নতুন সরকার আওয়ামীলীগের উপর অভিযোগপর আঙ্গুল তুলছেন; আসলে তাদের এই সন্দেহ কিংবা অভিযোগ হাস্যকর এবং যুক্তিহীন ছাড়া আর কিছুই নয়।

  • @Saiful_Islam_Rahat1
    @Saiful_Islam_Rahat1 2 месяца назад +306

    ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের মামলায় আমার আব্বু ১৫ বছর থেকে কারাবন্দি।সে সময় আমার আব্বু বিডিআর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।উনার সাজা শেষ হওয়ার পরও উনাকে মুক্তি দেয়া হয় নাই। আমার ছোট ভাইয়ের জন্মও আমার আব্বু দেখেন নি। আমার ছোট ভাইয়ের বয়স এখন ১৫ বছর। আব্বু এরেস্ট হয়ার কয়েক মাস পর আমার ভাইয়ের জন্ম হয়।তখন আমি ছিলাম ৪ বছরের একটা শিশু ,আর আজ আমি ভার্সিটির একজন ছাত্র🥺।এত বছর থেকে এতিমের মত আমরা বড় হয়েছি। এখন উপর মহলের সবার কাছে একটাই অনুরোধ। তারা যেন নিরপরাধ বিডিআরদের মুক্তির ব্যবস্থা করেন🙏🙏🙏🥺

    • @IsmailSorkar-o5u
      @IsmailSorkar-o5u Месяц назад +16

      চোখে পানি এসে পরেছে আপনার কথা শুনে

    • @whatwant676
      @whatwant676 Месяц назад +3

      😢😢😢😢😢

    • @razuislamraj8426
      @razuislamraj8426 Месяц назад +4

      😢🙂🙂🫡🫡🫡
      Dhorjo doren brother..
      Nissoi allah sb kisui janen

    • @mithukhan1418
      @mithukhan1418 Месяц назад +1

      😢

    • @drack.night6756
      @drack.night6756 Месяц назад +6

      ইনশাআল্লাহ অতিদ্রুত মুক্তি পেয়ে যাবে।

  • @MdJahed-
    @MdJahed- 2 месяца назад +941

    এক দিকে বাংলাদেশ সেনাবাহিনী কে শেষ করে ফেলছে অন্যদিকে দেশের সাহসী বিডিআর কে শেষ দিয়েছে।।। 😭

    • @tanhajahan6274
      @tanhajahan6274 2 месяца назад +34

      সবার চোখের পানি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের উপর যেন অভিশাপ হয়ে পড়ে

    • @Boss-zt5vz
      @Boss-zt5vz 2 месяца назад +18

      Eigula shob suporikolpito vabe kora hoyeche.

    • @mohammedkhan1150
      @mohammedkhan1150 2 месяца назад +1

      @@tanhajahan6274 ghotonar jonnyo daye apnar moto manushera, jader jonmo e hoise golami korar jonnyo...

    • @shahinorakter1000
      @shahinorakter1000 2 месяца назад +1

      যেমনটা হয়েছে এবার ছাএ আন্দোলনে বাহিনীদের দিয়ে ছাএদের গুলি করেছে আবার ছাদের বাহিনীর বিরুদ্ধে উস্কে দেয়া হয়েছে। আর্মি, পুলিশ, বিডিআর, এর সন্তান, ভাই- বোন কি ছাএ ছিল না, আবার ছাদের আওীয় স্বজন কি বাহিনী তে ছিল না? তারা এভাবে নিজেদের দিয়ে নিজেদের শেষ করতে চেয়েছে। তারা কখনোই এদেশকে দেশের জনগনকে ভালবাসত না।এটাই সত্য।

    • @mohammadharun6045
      @mohammadharun6045 2 месяца назад

      হাসিনা স্বৈরাচার এক ঢিলে দুই পাখি শিকার করছে।

  • @monowarabegum8898
    @monowarabegum8898 2 месяца назад +57

    আপনার চোখের পানি দেখে আমার চোখের পানি চলে এসেছে 😢😢 ১০০% সঠিক কারণ বলেছেন ধন্যবাদ বউ বাচ্চা নিয়ে সামনের দিনগুলোতে সুখে ও নিরাপদে থাকবেন এইইই দোয়া করি 🤲🤲

  • @imam.manjur
    @imam.manjur 2 месяца назад +252

    খুব সচেতন এবং বিচক্ষণ একজন মানুষ। উনাকে যথাযথ সম্মান দেওয়া হোক সুযোগ থাকলে চাকুরি ফিরে দিন।

    • @evergreen313
      @evergreen313 Месяц назад

      সহমত

    • @NasrinNahar-te8hw
      @NasrinNahar-te8hw Месяц назад

      সহমত।

    • @razuislamraj8426
      @razuislamraj8426 Месяц назад

      Arkm hajar o nirdhos manus der chari- chutto korasa zell diyasa..
      Tader satho hasil korta

    • @akash_sky3515
      @akash_sky3515 Месяц назад

      ঠিক বলেছেন। এ থেকে বুঝা যায় কত স্মার্টই না ছিলো আমাদের পুরনো বিডিয়ার ❤❤❤

  • @mdnurulislam2412
    @mdnurulislam2412 2 месяца назад +48

    বিডিআর ভাইয়া অনেক স্মার্টলি এবং সুন্দরভাবে যুক্তিসহ তার বক্তব্য তুলে ধরেছেন। এই হত্যাকান্ডটি পুনরায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা করার এখনই সময়।

  • @hhcorpo3898
    @hhcorpo3898 2 месяца назад +280

    উনি ১০০% সঠিক কথা বলতেছেন , এখন সব কিছু সঠিক তদন্তের মাধ্যমে বের করতে হবে ইনশাআল্লাহ !

  • @MdYousufnabi-uv5fr
    @MdYousufnabi-uv5fr 2 месяца назад +44

    চোখের পানি বৃথা যাবে না আল্লাহ উত্তম বিচারক

  • @MuziburRahman-y1d
    @MuziburRahman-y1d 2 месяца назад +554

    একমাত্র বিডিআর এর পরিবার এবং ভুক্তভোগীরা বুঝবে এই কষ্ট। আমার চাচা আজ ১৫ বছর যাবৎ বন্দি চাকুরীর বয়স ছিল মাত্র ১৯ দিন। আমার দাদী মারা গেছে ৩ বছর হলো,,ছেলেকে দেখার বা কাছে পাওয়ার আকুতি দেখলে হৃদয় ফেটে যেত। যাই হোক সে কথা আর নাই বলি,,,,, এইরকম প্রায় প্রতিটি নির্দোষ পরিবারের কষ্ট জমা আছে।। নির্দোষদের মুক্তির দাবি জানাচ্ছি।

    • @RahimaKhanam-nt1ug
      @RahimaKhanam-nt1ug 2 месяца назад +28

      আপনারা এখন তার জামিনের জন্য রাষ্ট্রকে জানান।

    • @mariamahmed8655
      @mariamahmed8655 2 месяца назад +3

      😢😢😢

    • @RigaRabbi
      @RigaRabbi 2 месяца назад +11

      আপনারা ডঃ ইউনুস কে জানান 😢😢

    • @TaniaJalil-fd6vk
      @TaniaJalil-fd6vk Месяц назад

      😢😢😢

    • @AbdurRahim-gt6oh
      @AbdurRahim-gt6oh Месяц назад

      😢

  • @sheikhnoorahmed1809
    @sheikhnoorahmed1809 2 месяца назад +46

    এই বিডিআর ভাইদের কে ২/৩ বছরের জন্য পুলিশ বাহিনীতে নেওয়া হোক । এতে পুলিশের ঘাটতি কমবে এবং এই বিডিআর ভাই দের মনের কষ্ট কিছুটা হলেও দূর হবে।

  • @ffgamers.a8199
    @ffgamers.a8199 2 месяца назад +470

    বাংলাদেশের সকল বাহিনীর সঠিকভাবে সংস্কার দরকার

  • @RaihanSafimusafir
    @RaihanSafimusafir Месяц назад +15

    তাদেরকে রাষ্ট্রীয় ভাবে সর্বোচ্চ সম্মান পদক দেওয়া হউক🥰

  • @bluebird7026
    @bluebird7026 2 месяца назад +760

    বিডিয়ার এর বাকি সদস্য যারা এখনো বিনা দোষে জেলে আছে, তাদের ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ করছি।

  • @badrulcivil8978
    @badrulcivil8978 2 месяца назад +26

    বিজির সদস্যদের চোখে পানি দেখে নিজের চোখে পানি ধরে রাখতে পারলাম না।

    • @faridhossain360
      @faridhossain360 Месяц назад

      সমবেদনার জন‍্য ধন‍্যবাদ।

  • @SAZZADMATUBBER-d7j
    @SAZZADMATUBBER-d7j 2 месяца назад +12

    সেলুট বিজিবি
    ভাই অনেক কষ্ট করছেন আল্লাহ আপনাদের এই ত্যাগের পতিদান অবশ্যই দিবেন

  • @kamrulhasan3167
    @kamrulhasan3167 2 месяца назад +197

    উনাকে সাত বছরের পাওনা বুঝিয়ে দিয়ে চাকুরীতে পুনরায় যোগদান করা হক।

  • @mahbubspr4950
    @mahbubspr4950 2 месяца назад +29

    বিডিআর ভাইদের প্রতি রাষ্ট্র কর্তৃক চরম অন্যায় করা হয়েছে। এদেরকে ক্ষতিপূরণ সহ চাকরি ফিরিয়ে দেওয়া হোক।

  • @Torikulvlogsbd24
    @Torikulvlogsbd24 2 месяца назад +606

    পুরুষ কখনো এভাবে কাঁদে না কতটা আঘাত যন্ত্রণার ভিতরে থাকলে মানুষ কাঁদে একটু চিন্তা করেন 😢😢

    • @arifurrahman7568
      @arifurrahman7568 2 месяца назад +25

      ভাই একজন বিডিআর ভাইয়ের ২ টা সন্তান ছিল ২ সন্তান মারা গেছে ওনি দেখতে পারে নাই এখন ও ওনি জেলে 😢দেখেন কত কষ্ট সয্য করে আছে আর বাকী বিডিআর ভাইদের জীবন গল্প শুনলে আপনি নিজের অজান্তে কান্না করে দিবেন

    • @mustafa24ec
      @mustafa24ec 2 месяца назад +3

      ঠিক😢😢🇧🇩

    • @mustafa24ec
      @mustafa24ec 2 месяца назад

      ​@@arifurrahman7568ঠিক 😢😢🇧🇩

    • @neel9859
      @neel9859 2 месяца назад

      ​@@arifurrahman7568YAA ALLAH!!!!!!

    • @neel9859
      @neel9859 2 месяца назад +1

      Sotty!

  • @hossenbillal9500
    @hossenbillal9500 Месяц назад +3

    আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন আমীন

  • @Zasim-fs7yd
    @Zasim-fs7yd 2 месяца назад +405

    বিডিআর সদস্যরা কিপরিমাণ দেশপ্রেমিক ও পেশাদার ছিলো এই লোকের কথা ও বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে 😢

  • @sunshine-x6p
    @sunshine-x6p 2 месяца назад +18

    আমার বাবা ও জেলে আছে। খালাস প্রাপ্ত হয়ে ও ১৫ বছর ধরে জেল খাটছে।তখন আমি ক্লাস সেভেনে পড়তাম আর আমার ভাই পড়তো ক্লাস ফোরে। আমার মা তো শুধু ইন্টারমিডিয়েট পাস ছিল। কোন চাকরির বয়স তখন ছিল না। গ্রামে ফিরে আসার পর মা সারাদিন ছোট বাচ্চাদের পড়াতো আর রাতে সেলাই করতো।এই করেই আমাদের দুই ভাই বোনকে শিক্ষিত করেছে। আত্মীয়-স্বজন কেউ সাহায্য করেনি। বরং অনেক অসম্মান,বঞ্চনা,লাঞ্ছনা,অপমান করতো এবং এখনো করে। জীবনের সমস্তটা পর্যায় আমাদের জন্য এখনো কাটাময় হয়ে আছে।

    • @mdhabibcsc
      @mdhabibcsc 2 месяца назад +1

      আল্লাহ সঠিক বিচার একদিন করবেই,আর আপনার পরিবারের মঙ্গল কামনা করছি

  • @AdvSaymaAfrojShanta
    @AdvSaymaAfrojShanta 2 месяца назад +392

    এই ঘটনা শত শত পরিবারের।আমার বোন ৭ বছরের ছিল,ভাই ৫ মাসের এবং আমি ১৩ বছরের ।আমার মা তো গ্রাজুয়েট ও ছিলনা।আত্মীয় রা যা সাহায্য করতো তা দিয়েই সংসার চলতো ৭ বছর।আমাদের কোন ঈদ ছিলনা,ছিলনা চিন্তা ছাড়া একটি রাত।আল্লাহ আমার বাবার এবং আমার পরিবারের চোখের পানি কবুল করুন,আমী..ন।

    • @mathultrapromax
      @mathultrapromax 2 месяца назад +4

      আমিন।

    • @jahanarachowdhury2498
      @jahanarachowdhury2498 2 месяца назад +2

      Ameen

    • @mdtazul745
      @mdtazul745 2 месяца назад +18

      এমন ঘটনা আমার সাথেও হয়েছে । আমার আব্বু ছিল রাংগামাটি সেখানে একটা গুলি ও হয় নাই। তারপরও ৭ বছরের জেল দিয়েছে।

    • @khaleduzzaman417
      @khaleduzzaman417 2 месяца назад +1

      Amin

    • @user7646-o5l
      @user7646-o5l 2 месяца назад

      ​@@mdtazul745কি কারণ দেখিয়েছিল

  • @AhsanHabib-di5ue
    @AhsanHabib-di5ue 2 месяца назад +5

    অনেক সুন্দর করে তুলে ধরেছেন। কঠোর থেকে কঠোর বিচার দাবি জানাচ্ছি

  • @MDmamun-kh8hg
    @MDmamun-kh8hg Месяц назад +6

    উনার কথা শুনে চোখের পানি চলে আসছে উনার মত যাদের চাকরি চলে গিয়েছে তাদের সবার চাকরি ফিরিয়ে দেয়া হোক

  • @hasibulalam1996
    @hasibulalam1996 2 месяца назад +276

    বিডিয়ার সদস্যগুলোদের আবার নিয়োগ দেয়া হক।

    • @ShohelRana-cl9rj
      @ShohelRana-cl9rj 2 месяца назад +4

      নিয়োগ কেনো ভাই সরকারের পক্ষ থেকে লাইফ টাইম ক্ষতিপূরন দিতে হবে।

    • @omarkhan3464
      @omarkhan3464 2 месяца назад +1

      Off ja

    • @samueldark9758
      @samueldark9758 2 месяца назад

      ​@@omarkhan3464কেন কারো অন্যায় ইন্ধন দিলে সে যঘন্য কাজ এরা করবে কেন??যে হত্যার অর্ডার দেয় সে যেমন অপরাধী আর যে সেই অর্ডার শুনে সেও সমান অপরাধী।

    • @samueldark9758
      @samueldark9758 2 месяца назад

      ​@@omarkhan3464কেন যে হত্যার অর্ডার দেয় সে যেমন অপরাধী যে তা পালন করে সেও সমান অপরাধী।

    • @MrChairman-hu3zi
      @MrChairman-hu3zi 2 месяца назад

      ​@@samueldark9758 ওরা অপরাধী না। মিথ্যা সাক্ষী দিতে বলা হয়েছিলো, রাজি হয় নাই দেখে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছে।

  • @KamolChy-p2q
    @KamolChy-p2q Месяц назад +2

    স্যার আপনাকে স্যালুট জানাই

  • @SaddamHossain-yy2pl
    @SaddamHossain-yy2pl 2 месяца назад +74

    ভাইটাকে ক্ষতিপূরণ দেয়া হোক

  • @h.mshafiqulalam2595
    @h.mshafiqulalam2595 2 месяца назад +1

    সহমত। সুন্দর উপস্থাপন এবং যুক্তি আছে।

  • @Opu10
    @Opu10 2 месяца назад +143

    এক বাবার কান্না দেখে, আবেগ আপ্লুত হয়ে পড়লাম। আল্লাহ তুমি আমাদেরকে কত বড় জালিমের হাত থেকে রক্ষা করেছে,সেজন্য অসংখ্য শুকরিয়া, রবের প্রতি। 💖

  • @MdAmin-s1t
    @MdAmin-s1t 2 месяца назад +193

    সঠিক বিচার হউক বিডিআর চাকরি ফেরত দেওয়া হউক বিডিআর নাম ফেরত দেওয়া হউক

    • @mrjosimuddin3008
      @mrjosimuddin3008 Месяц назад

      ঠিক

    • @masudmunshi513
      @masudmunshi513 10 дней назад

      আর যাদের কে মেরে ফেললো - তাদের পরিবার লাঞ্ছিত করলো, সেটার কি হবে?

  • @momfashion424
    @momfashion424 2 месяца назад +13

    আমার ভাইয়ের উপর ও অনেক অত্যাচার করছিলো।অথচ সে সেনাবাহিনীর অনেককে সেফ করে অটিতে লুকিয়ে রেখেছিলো।তারপরও যখন আত্মসমর্পণ করেছিলো তখন সে সহ সকল সৈনিককে যে মারধর করেছে, অমানবিক নির্যাতন করছে,তার বিচার আল্লাহ করবেই।😢

  • @syedzavedmdsalehuddin1155
    @syedzavedmdsalehuddin1155 2 месяца назад +177

    উনাদের মতো সৈনিকদের মুক্তি দিয়ে পুনরায় চাকরি ফিরিয়ে দিয়ে সীমান্তে পোস্টিং দেন।উনাদের মতো সৈনিক বারোটা বাজিয়ে দেবে সীমান্তের বৈরিদের।

    • @MdFaruk-j6y6q
      @MdFaruk-j6y6q 2 месяца назад +5

      সহমত

    • @MDAlamin-ic6ni
      @MDAlamin-ic6ni 2 месяца назад +2

      রাইট

    • @mustafa24ec
      @mustafa24ec 2 месяца назад +2

      ঠিক,🇧🇩🇧🇩🇧🇩

    • @shahinorakter1000
      @shahinorakter1000 2 месяца назад +2

      এই ভয়েইত ওনাদের বন্দি করেছে যেন দেশটাকে ভাল করে বেচতে পারে।

    • @mdhabibcsc
      @mdhabibcsc 2 месяца назад

      যে চাকুরীতে ডানে বামে সীমান্তে ঘরে বাইরে সব যায়গায় বিপথ অপেক্ষা করে ভিক্টিমেরা এমনকি যে সকল বিডিআরেরা জানে তারা রিক্সা চালিয়ে খাবে এরপরও নতুন করে এ চাকুরিতে আসবার কথা না

  • @sharifulbari3701
    @sharifulbari3701 4 дня назад +1

    আল্লাহ আপনাদেরকে অবশ্যই ধৈর্যের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।

  • @milommia4541
    @milommia4541 2 месяца назад +91

    দুই দুইটা বাহিনী। আজ শক্তি কমেছে দুর্বল হয়েছে। এমন এক সময় ছিল বাংলাদেশ অস্ত্র ছিল না কিন্তু বুকের সাহস ছিল। আজ সেই সেনা সদস্য গুলো নেই। আমরা সঠিক দুরন্ত চাই বিচার চাই 😭😭

    • @shahinorakter1000
      @shahinorakter1000 2 месяца назад +1

      একদম ঠিক বলেছেন।

    • @KhaledAhmed-h4e
      @KhaledAhmed-h4e Месяц назад

      ঠিক আমাদের দুই টা শক্তিশালি বাহিনী শেষ করে দিয়েছে 😢

  • @kabirkhan.......7121
    @kabirkhan.......7121 Месяц назад +3

    সঠিক বলেছেন। বিদ্রোহ হলে তো বিশেষ কোন গোষ্ঠীর বিরুদ্ধে হবে না। হবে রাষ্ট্রের বিরুদ্ধে। অবশ্যই বিদেশি চক্রান্ত আছে কিনা তদন্ত করতে হবে।

  • @suraiyaislam6901
    @suraiyaislam6901 2 месяца назад +101

    সঠিক তদন্ত করা দরকার।

  • @tobarokullah7251
    @tobarokullah7251 Месяц назад +3

    আল্লাহ, তুমি খুনিদের কঠিন সাজার ব্যাবস্থা রাখিও শেষ বিচারের দিন।

  • @TrueTellerbd24
    @TrueTellerbd24 2 месяца назад +19

    আল্লাহ আপনাকে আরো ধৈর্য দান করুক, আপনি যে বেঁচে আছেন এটাই অনেক শুকরিয়া, আপনি যে আজকে সুস্থভাবে সুন্দর করে কথা বলছেন এটাই শুকরিয়া, অনেকে তো মরেই গেছে টেনশন নিতে না পেরে

  • @LiniyaAkter-zf1eg
    @LiniyaAkter-zf1eg Месяц назад +4

    আপনাকে স্যালুট ভাই ওনাকে দ্রুত ডাক্তারি অনুসরা কিছু একটা করুক ডাক্তার ইউনুস স্যার ছাত্র ভাইরা হেল্প করেন এই ভাইয়া কে হেল্প করেন আল্লাহ আপনাদের হেল্প করবে

  • @raushanminu7595
    @raushanminu7595 2 месяца назад +82

    অবিলম্বে সব বিডিআর দের মুক্তি এবং সঠিক তদন্ত হোক......

  • @TahmidSadi-p7n
    @TahmidSadi-p7n Месяц назад +4

    মনিপুর স্বাধীনতা অর্জন করলে
    সবার আগে স্বীকৃতি দিবে বাংলাদেশ 🌼🥀

  • @nztitbu5826
    @nztitbu5826 Месяц назад +3

    কথাটা হ্রদয় বিদারক।সব নাটের গুরু ঐ মানবতার মা এইত বিচার পেয়েছেন।

  • @mdismail01407
    @mdismail01407 2 месяца назад +181

    আমার ভাইকে জখন জেলে দেখতে গেছিলাম,,তখন ভায়ের সাথে একজন BDR মুরুব্বিকে দেখেছিলাম,খুব কষ্ট লেগেছিলো,,😢
    আমার ভাই BNP র একজন নেতা ছিলো,🎉

    • @maq5485
      @maq5485 2 месяца назад

      বিএনপির সন্ত্রাসী পিন্টু মিছিল করেছিলো বিডিআর জওয়ানদের পক্ষ হয়ে। কাউকে ছাড়া হবেনা। শালার পুত মারা গিয়ে বেঁচে গেসে। কিন্তু তাকে কে মিছিল করতে নির্দেশ দিয়েছিলো, সেটা এখন খতিয়ে দেখা হবে।

    • @mohammedkhan1150
      @mohammedkhan1150 2 месяца назад

      Uni ki netami chere dieche??

    • @Mujahidautotechnology
      @Mujahidautotechnology 2 месяца назад +1

      ওনার কথায় যুক্তি আছে

    • @Mujahidautotechnology
      @Mujahidautotechnology 2 месяца назад +1

      ওনার কথায় যুক্তি আছে

  • @shahidulislamatiq5035
    @shahidulislamatiq5035 Месяц назад +4

    কলিজা ফেটে যাচ্ছে, আল্লাহ্ তুমি সকল শহীদ পরিবারের ধের্য ধারন করার তৈফিক দাও।এদের মতো যারা নিরপরাধ মানুষ আছে তাদের সুদিন ফিরিয়ে দিন।কতোটা অমানুষ হলে মানুষ এমন কাজ করতে পারে,আমিও তাদের মতো একজন নিরপরাধ মানুষ,কিন্তু শাস্তি ভোগ করছি।দুনিয়ার কোন আদালত বিচার করে আমার মনের কষ্ট দূর করতে পারবে না, পরকালের অপেক্ষায় রইলাম।

  • @md.ismailpatwary2183
    @md.ismailpatwary2183 2 месяца назад +35

    কথা গুলো 100% সঠিক

  • @monirahasan9925
    @monirahasan9925 Месяц назад +1

    আহারে ভাই,,, আল্লাহ পাক সব কিছু দেখছেন,,, এর বিচার হবেই। ইনশাআল্লাহ ❤️

  • @MDALAUDDIN-fe4un
    @MDALAUDDIN-fe4un Месяц назад +4

    মজলুম এর দোয়া আল্লাহ কবুল করেন।

  • @tanhajahan6274
    @tanhajahan6274 2 месяца назад +25

    সবার চোখের পানি যেন যারা এই ঘটনার জন্য দায়ী তাদের উপর যেন অভিশাপ হয়ে পড়ে

  • @imoulife-pn2jx
    @imoulife-pn2jx 2 месяца назад +39

    সকল বিডিয়ারের নির্দোষ সদস্যকে চাকুরী দেওয়া উচিৎ

  • @abuhuk8882
    @abuhuk8882 2 месяца назад +67

    BDR নামটা ফেরত চাই❤❤❤❤
    এবং পিলখানা হত্যার সঠিক তদন্ত চাই তো চাই😢😢😢
    ❤❤❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @ronymamartvchannel8063
    @ronymamartvchannel8063 2 месяца назад +137

    অবিলম্বে সকল বিডিআর দের কে মুওিদেন

  • @hasanzafrul6990
    @hasanzafrul6990 2 месяца назад +41

    চাকুরীতে পুনর্বহাল করে ক্ষতিপূরণ দেয়া হোক। 🤬🤬🤬🇧🇩🇧🇩💙

  • @EfikbhjFjjjdjkkfx
    @EfikbhjFjjjdjkkfx 10 дней назад +1

    সততার শ্রোত কোন সময় পিছনে পড়ে না। আল্লাহ সর্বোওোম বিচারক।

  • @rose99.
    @rose99. 2 месяца назад +62

    তার কথা শুনেই বোঝা যাচ্ছে তিনি অনেক কান্না চেপে কথা বলছেন ! খুব খারাপ লাগল

    • @faridhossain360
      @faridhossain360 Месяц назад +1

      ধন্যবাদ।

    • @rose99.
      @rose99. Месяц назад

      এখন কোথায় কেমন আছেন ভাই? যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা ​@@faridhossain360

    • @rose99.
      @rose99. Месяц назад

      ​@@faridhossain360 এখন কোথায় আছেন কেমন আছেন?
      যেখানেই থাকুন ভালো থাকুন, এটাই কামনা 🤲

  • @freelancerfaridbd-82-24
    @freelancerfaridbd-82-24 2 месяца назад +29

    ভাই জুলুম কারিদের বিচার আল্লাহ করেছেন

  • @TrueTellerbd24
    @TrueTellerbd24 2 месяца назад +46

    বাংলাদেশের প্রত্যেক পুরুষ নাগরিকে আর্মি ট্রেনিং বাধ্যতামূলক করা হোক অন্যতায় বাংলাদেশেকে মাথা তুলে দাঁড়াতে দিবে না

    • @yousufabu-wx1jq
      @yousufabu-wx1jq 2 месяца назад

      আওয়ামিলীগ এর জারজ গুলো ছাড়া

  • @Md.RafathAlMamun
    @Md.RafathAlMamun 2 месяца назад +113

    আমার বাবা BDRছিলেন,সেই ২০০৯সালে তিনি পিলখানায় ছিলেন। এখন পর্যন্ত এই ১৫ বছর জেলে আছেন তিনি,তার কোনো খারাপ কাজের ভিডিও ফুটেজ বা প্রমাণ নাই কিন্তু এখন ও তিনি ঢাকা কাশিমপুর জেলে মরার মত বেচে আছেন।আমরাও অনেক কষ্টের মধ্যদিয়ে জীবনের সাথে সংগ্রাম করে ছোটো থেকে বড় হয়ে গেলাম বাবার কোনো আদর ভালোবাসা ছাড়াই।আহহ কি কষ্টের জীবন আমাদের। মা কত কষ্টো করে ৩ ভাই কে বড় করছেন😅😥

    • @Hasina2024-b8s
      @Hasina2024-b8s 2 месяца назад +4

      Apnar Facebook Link den amra campaign korbo

    • @mohammedkhan1150
      @mohammedkhan1150 2 месяца назад

      @@Hasina2024-b8s Kam nai tomar ??

    • @Mehedihasan-jd9fb
      @Mehedihasan-jd9fb 2 месяца назад +1

      ❤​@@Hasina2024-b8s

    • @tifts9719
      @tifts9719 2 месяца назад +1

      আপনার আব্বারে গিয়া জিজ্ঞাস করেন কি হইছিল

    • @mohammedkhan1150
      @mohammedkhan1150 2 месяца назад

      @@tifts9719 He was busy with ur's..... he doesn't know..... can u tell me what was happening??

  • @MohammedBh-qe7fn
    @MohammedBh-qe7fn Месяц назад

    আপনার কথার যুক্তি আছে ১০০%

  • @sumaiyapoultryfarm179
    @sumaiyapoultryfarm179 2 месяца назад +26

    এর বিচার খুব দ্রুত এবং কঠিন থেকে কঠিন ভাবে চাই

  • @Karima-ze9bp
    @Karima-ze9bp 2 месяца назад +20

    আল্লাহ পাকের নিকট হাজার হাজার শুকরিয়া এই মানুষগুলোকে জালেমের হাত থেকে মুক্তি পেয়েছে

  • @NusratJahan-ng5zc
    @NusratJahan-ng5zc 2 месяца назад +1

    আপনি অনেক বেশি ভালো থাকুন। আপনার কথা গুলো শুনে অনেক কষ্ট হচ্ছে 😥 আল্লাহ আপনাকে ভালো রাখুন আমিন ❤️🇧🇩

  • @mdrokonuzzaman6022
    @mdrokonuzzaman6022 2 месяца назад +21

    বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর ৫৭ জন মেধাবী অফিসার এবং তাদের পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

  • @ahmedparbez8677
    @ahmedparbez8677 9 дней назад

    ঠিক আপনি ঠিক বলছেন আপনার কথা যুক্তি আছে

  • @GalibAdib-w6b
    @GalibAdib-w6b Месяц назад +1

    কি মর্মান্তিক প্রতিটি নির্যাতিত মানুষের জীবনী।এর সুষ্ঠু বিচার হওয়া অবশ্যই দরকার।

  • @sk.ruhulamin2957
    @sk.ruhulamin2957 2 месяца назад +8


    May Allah bless you Amin

  • @Students_Movement_2024
    @Students_Movement_2024 Месяц назад

    thank you

  • @lukmanahmed5430
    @lukmanahmed5430 2 месяца назад +13

    সঠিক তদন্ত করে নিরপরাধ BDR দের কে মুক্তি দেওয়া হউক আর দোষীদে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হউক যাতে ভবিষ্যতে আর কোনো বাহিনী কারো কথায় এভাবে হত্যা না করে/ অপরাধে জড়িত না হয়

  • @yeakubali1921
    @yeakubali1921 2 месяца назад

    ধন্যবাদ

  • @একরাশকাশফুল
    @একরাশকাশফুল 2 месяца назад +6

    আপনারাই পাচ্ছেন আসল স্বাধীনতার সাধ ।।। কত কষ্ট করতে হইছে আপনাদের 😢

  • @samerasultana966
    @samerasultana966 Месяц назад +1

    সঠিক বলেছেন

  • @adifas9848
    @adifas9848 2 месяца назад +9

    এমন আত্মত্যাগী ভালোবাসা স্বামী স্ত্রীর কাহিনী কখনো ভাইরাল হয় না।
    শুধু পরকীয়া করা ফালতু স্বামী স্ত্রীর কাহিনী ই ভাইরাল হয়।
    আপনাদের আগামী জীবন সুন্দর হোক দোয়া করি ❤

    • @faridhossain360
      @faridhossain360 Месяц назад +1

      আপনার উপলব্দি আমার পরিবার কে উচচ মাত্রায় নিয়ে যাবে ইনশাআল্লাহ ।ধন‍্যবাদ।

  • @AnisurRahman-yd8iu
    @AnisurRahman-yd8iu 2 месяца назад +22

    এই সমসহ মানুষের চোখের পানি আমার আল্লাহ কবুল করেছেন

  • @md.saidurrahman6655
    @md.saidurrahman6655 2 месяца назад +9

    বাবা ছাড়া যেমন সন্তানের মূল্য নাই,, তেমন বিজিবি দের কমান্ডিং অফিসার সেনাবাহিনী কেনো?
    যদি এমনটা চলতে থাকে এমন ট্রাজেডি আরো দেখতে হবে আমাদের

    • @mdhabibcsc
      @mdhabibcsc 2 месяца назад

      দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু এটাও জেনে রাইখেন বিডিআর বিদ্রোহে অসংখ্য নিরপরাধ বিডিআর যারা সাজা ভোগ করছে তারা এ দুনিয়ায় এখন পর্যন্ত কামলা দেয়া ছাড়া আর কিছুই পায়নি এরা পরাধিনতার শক্ত শিকলে বাধায় আছে

    • @sherloksarker7258
      @sherloksarker7258 Месяц назад

      Sotto Kothata bolar jonno dhonnobad

    • @Mst.suraiyayasmin-l7g
      @Mst.suraiyayasmin-l7g Месяц назад +1

      আপনি বেশি বুঝে ফেলেছেন।কমান্ডে সেনাবাহিনী আছে বলেই বিজিবি শক্তিশালী।ইন্ডিয়া এটাই চায় যাতে তাদের কমান্ডে সেনাবাহিনী না থাকে। আর বিদ্রোহ করে সৈনিকরা কি পেল? তারা কি কম কষ্ট ভোগ করেছে??মাঝখানে থেকে সুবিধা পেল অন্যকেউ

  • @MDEarsad-u1g
    @MDEarsad-u1g 2 месяца назад +5

    যারা নির্ধৌষ তাদের জন্য জনগনের দাবি সঠিক তদন্ত করে সাস্থি দাবি জানাই

  • @shahidaiqbal1666
    @shahidaiqbal1666 2 месяца назад +5

    Shob kichur bichar chai

  • @MdJalal-kz7in
    @MdJalal-kz7in 2 месяца назад +14

    আমার ভাগিনা বিডিআর চাকরি করতো সেই সময় তার 5. জেল হয়। জেল থেকে বের হয়ে দেখে তার বৌ অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। সে মেয়ে পরিবারের সদস্য অন্য জায়গায় বিয়ে দেয়। দুইটি বাচ্চা ছিলো। দুই বছর বেসরকারি চাকরি করে। হঠাৎ রাস্তায় দুর্ঘটনায় নিহত হয়। এই বিডিআর বিদ্রোহের ঘটনায় জন্য অনেক পরিবার হারিয়ে যায়

  • @abdulalim453
    @abdulalim453 Месяц назад

    আপনার কথায় যুক্তি আছে। সঠিক তদন্ত করে বিচার করা হোক।

  • @TulipGal
    @TulipGal 2 месяца назад +4

    Salute to his wife

    • @faridhossain360
      @faridhossain360 Месяц назад +1

      আপনার শ্রদ্ধাবোধ আমার Wife ও একমাত্র কন‍্যা সন্তান কে অনেক অনেক সুখী করবে। ধন‍্যবাদ।

  • @GshsHdhd-ko5jw
    @GshsHdhd-ko5jw Месяц назад +1

    Every word of this brother are right our students foram should take right step

  • @FatehaMohsinfunclub
    @FatehaMohsinfunclub 2 месяца назад +5

    আপনার কথায় ষড়যন্ত্রের সকল দরজায় কড়া নাড়া হইছে। অবশ্যই এগুলো তদন্তের মধ্যে বের হয়ে আসবে যদি সঠিক তদন্ত করা হয়।

  • @mdhabiburrahman1705
    @mdhabiburrahman1705 Месяц назад

    Clear kotha😢❤

  • @ashrafulhoque0023
    @ashrafulhoque0023 2 месяца назад +5

    কি অন্যায় করা হয়েছে এই নিরপরাধ মানুষগুলোর সাথে! ছি:

  • @sumonahammed3304
    @sumonahammed3304 2 месяца назад +4

    বর্তমান বি জি বি এভাবে কথাই বলতে বারবে না

  • @GolzarRahman-ue7fj
    @GolzarRahman-ue7fj 2 месяца назад +1

    সম্পুর্ন সঠিক কথা বলছেন আল্লাহর পাগল আল্লাহ সামলাবে সময় হলে
    আল্লাহ পাক সর্ব উওম বিচারোক❤

  • @mdintazulhaque806
    @mdintazulhaque806 2 месяца назад +1

    সঠিক কথা বলেছেন স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্য কথা তুলে ধরার জন্য সৌদি আরব থেকে 😂😂😂😂😂😂

  • @faridhossain360
    @faridhossain360 Месяц назад +1

    সবাইকে মন্তব্য করার জন‍্য ধন‍্যবাদ। দোয়া করবেন ।

  • @arafatbhuiyan8912
    @arafatbhuiyan8912 Месяц назад

    Absolutely right saying sir 😢😢

  • @mdhabibcsc
    @mdhabibcsc 2 месяца назад

    অসংখ্য ধন্যবাদ এই ধরনের নিউজ প্রচারের জন্য

  • @mdnuruzzaman5478
    @mdnuruzzaman5478 2 месяца назад

    অনেক সুন্দর আলোচনা ধন্যবাদ

  • @khairulbasher1038
    @khairulbasher1038 Месяц назад

    আল্লাহ ভরসা সবারি বিচারের মুখোমুখি হতে হবে

  • @mdzaman8530
    @mdzaman8530 Месяц назад

    সহমত পোষণ করছি 👍

  • @Arifulislam-zq2sv
    @Arifulislam-zq2sv Месяц назад

    প্রতিটা কথার যুক্তিকতা আছে।

  • @mdbadruzzaman1315
    @mdbadruzzaman1315 Месяц назад

    আল্লাহ্ আছে...অবশ্যই আল্লাহ্ বিচার করবে ইন সা আল্লাহ্

  • @mdseydurrahman3477
    @mdseydurrahman3477 9 дней назад

    একদম সত্যি বলেছে

  • @MdMamun-ww1vi
    @MdMamun-ww1vi Месяц назад

    বিচার চাই ফাঁসি চাই

  • @ronabegum9419
    @ronabegum9419 Месяц назад

    সত্যি খুব দুঃখ জনক বেপার 😢😢😢😢😢😢নতুন করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক

  • @sibbir02
    @sibbir02 Месяц назад

    সত্যি আসলে কষ্ট লাগে

  • @MdSabbir-r3o
    @MdSabbir-r3o Месяц назад

    কথা গুলো সত্যিই আবেগ আপ্লুত

  • @AbuHanifa-r5d
    @AbuHanifa-r5d 5 дней назад

    Right Information

  • @Mdshahabuddne
    @Mdshahabuddne 2 месяца назад

    বিচার চাই