কার্নিশে ভুল, অবেলা বকুল থাকো ছুঁয়ে একুল ওকুল থাকো ছুঁয়ে, শহুরে বাতাস ছুঁয়ে থাকো নিয়ন আকাশ আবছায়া চলে যায় হিজলের দিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন।। আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন। আহা পারতাম, যদি পারতাম আঙুলগুলো ছুঁয়ে থাকতাম বিষাদেরই জাল টালমাটাল এ কোন দেয়াল, এ কোন আড়াল ছাই হয় গোধূলি কারে যে বলি এ কোন শ্রাবণ আজ বয়ে চলি। আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন। আহা সংশয়, যা হবার হয় বোঝেনা হৃদয় কত অপচয় কংক্রিট মন, মিছে আলাপন বিসর্জনে ক্লান্ত ভীষণ মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ। আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন..
@@kallyan4601 এখানে কোন ভাষাকে ছোট করছি না। নিজের ভাষা নিজের সংস্কৃতি নিয়ে গর্ব করছি কেবল। আপনারও নিজের ভাষা নিজের সংস্কৃতি কে নিয়ে গর্ব করা উচিত। আমি জানি সেই দিক দিয়ে আপনারা উপজাতিরা যথেষ্ট এগিয়ে।❤️ এভাবেই নিজেদের সংস্কৃতি কে আগলে রাখুন। ভালো থাকবেন 💜 হরে কৃষ্ণ ❤️🥰
আমি কমেন্ট করে যাচ্ছি! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই!❤️❤️🇧🇩🇧🇩❤️❤️
This is one of the best songs in bengali language.Lyrics and tune and composition is unparalleled. Watched the old movie Doob recently in Netflix during this years lockdown days.The movie has been beyond any words bound to explain.Salute to Mr.Farooqui. From an elderly person from Kolkata.
এটা শুধু একটা গান না,এটা মনের আবেগ.. গান টা রোজ না শুনলে ঘুম হয়না..😭 বাস্তবতার সাথে পুরো মিল রয়েছে গানটাতে... অভিমান জমে জমে আমি ব্যথাহীন,,এই লাইনটা মনের ভিতরের কথাটা
অনেক বছর পরে এসেও এই গান টা ওই একই রকম অনুভুতি হচ্ছে,কমেন্ট করে গেলাম তোমরা কেউ লাইক দিলে আমার কাছে notification আসবে আবার শুনতে পাবো এই অপূর্ব গানটা 🇮🇳
উনি একজন অলরাউন্ডার অভিনেতা। বাংলাদেশের বাংলা ছবি, হিন্দি ইংলিশ সব রকমের ছবিতে সাবলীল অভিনয় করতেন! একজন জাত অভিনেতা ❤ আমাদের কলেজে ডুব ছবির শুটিং হয়েছিলো।ঢাকার গুলশানে ওনাকে সামনে থেকে দেখেছিলাম 🌸 বাংলাদেশ আপনাকে মিস করবে। 🇧🇩❤
পরপারে ভালো থাকবেন ইরফান। আপনি নেই এখনো ভাবতে পারছি না। খবরটা শুনে থেকে "আহারে জীবন" গান টা মনে পড়ছে, আর চোখে জল এসে যাচ্ছে। এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। আত্মীয়বিয়োগ যেন। 😔
জীবনের সাথে পুরো মিল এই গাণের সিনেমার সাথে এমন জীবন যে ছেলে বা মেয়ে পার করে তারাই জানে বিরহ বেদনা কতটা পীড়া দেয়🙂 মায়ের সাথে কথা বলি কিন্তু বাবার সাথে শত ইচ্ছা থাকা স্বত্তেও কোনো কথা হয়না,মনের ভেতর কথা বলার অদ্ভুত এক হাহাকার🙂
আহা সংশয়, যা হবার হয় বোঝে না হৃদয় কত অপচয়, কংকৃট মন,মিছে আলাপন বিসর্জনে ক্লান্ত ভিষণ, মেঘে মেঘে জমে আজ বেদনার বার ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিলাশ। আহারে জীবন,আহা জীবন,জলে ভাসা পদ্ম যেমন আহারে জীবন,আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন
আহারে জীবন,আহা জীবন 🖤 এই লাইনটা তাদের ছুয়ে যায়,যারা বেচে না থাকার ইচ্ছা নিয়ে বেচে আছে,এই লাইনের গভিরতা সবাই উপলব্ধি করতে পারবে না। এক বুক ব্যথা, যন্ত্রনা না বলতে পারার একটি মাত্র বহিঃপ্রকাশ "আহারে জীবন".....এক আকাশ পরিমান যন্ত্রনা নিয়ে আকাশের দিকে চুপ হয়ে তাকিয়ে থাকা আর মৃত্যু যন্ত্রনা নিয়ে বেচে থাকার দীর্ঘশ্বাস যেন এই গানটি।।।।
oh my god..what a fantastic song!!!!!!!tune, voice, lyrics,screen play every thing is so real that one can connect with it easily..lots of love from India to chirkutt,farooki,..and Bangladesh
২০২২ সালের সমাপ্তি ঘটলো এই গানটির মাধ্যমে।জাদুকরী লিরিক্স,তুলনাহীন শব্দ চয়ন।মন খারাপ থাকলেই গানটা শুনি,অদ্ভুতভাবে মন খারাপ টা চলে যায়।জানি না কেন এই গানের সাথে নিজের জীবনের মিল খুজে পাই। কলেজ ভর্তির রেজাল্টে আজ নিজের পছন্দের কলেজ পাই নি,অনেক কান্নার পর মনকে সান্তনা দিতে এই গানটা শুনলাম। সত্যিই মনটা ভাল হয়ে গেল☺️
মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবী টাকে ছুট করে ফেলি। মাঝে মাঝে ইচ্ছে করে তুমার বাডি টা তুলে আনি আমার বাডির পাশে....!!!!!😍😍😍 আরে চাইলে তুমাকে দেখতে পারব না এ কেমন কথা ভালোবাসা কি দূরত্ব মানে...????❤️❤️❤️❤️
Crack in cornice-untimely ‘Bokul’; Hang in blossom, touching both edges Hang in blossom, blowing in city winds Hang in blossom, touching the neon sky The blossoms of ‘Hijol’ lost in vagueness Layers of pains made me painless Oh my life , Oh life Like the lotus floating in water Oh my life , Oh life - Life of a floating lotus! Oh I could , if I could- I could hang, touching your fingers The web of tears , shaking it wild Why this wall , why this partisan, whom to complain for the ashy evening ‘What a rain I am carrying ! Oh my life , Oh life Like the lotus floating in water Oh my life , Oh life - Life of a floating lotus! Oh the doubts , let there be - Tons of misuses , the heart denies - concrete mind-useless talks - Tired of sacrifices- heavily failed , Patches of clouds building my pains , Waves of water clash in intervals Oh my life , Oh life Like the lotus floating in water Oh my life , Oh life - Life of a floating lotus!
না পাওয়া হুমায়ুন আহমেদ ফুটে উঠেছিলো ডুব এর ইরফান খান এর মধ্যে । আহা দু জনের ই ক্যনসারে শেষ পরিণতি। ভালো থাকবেন ওপারে আপনারা।প্রতি রাতে এই গান টা না শুনলে মনে শান্তি পাই না 🥰🥰
For a sudden dilemma we make a mistake “ which seems happiness to us for certain time” left our loved one with broken heart. When we realise sometimes it’s too late. Humayum Ahmed is my favourite writer...... but I love and respect Gultekin and his kids more.
এই গানটা তার খুব প্রিয় একটা গান ছিলো, তার পর থেকেই সব সময় গানটা শুনা হয় এবং এই গানটা মুখস্থ করে নিজের মত করে গাওয়া হয়েছে অনেক বার, শুধু তাকে একটু হাসি আর খুশি করার জন্য, অনেক ভালো লাগে গানটা শুনতে,অনেক স্মৃতি মনে হয়ে যায়, তাই এখনো জেগে থাকি তার কথা ভেবে, কত স্বপ্ন ছিলো তাকে ঘিরে,এখনো তার জন্য অপেক্ষা করি সে ফিরে আসবে ভেবে।❤️ প্রচন্ড ভালোবাসি তাকে,❤️ সে যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, সব সময় তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ এবং ভালো রাখে সারাজীবন।❤️ জানিনা এই না পাওয়া ভালোবাসা কতদিন এইভাবে অপূর্ণ থাকবে, কত নির্ঘুম রাত তাকে ভেবে কাটাতে হবে। নাকি সারাজীবন এই অপূর্ণতা নিয়েই থাকতে হবে একমাত্র আল্লাহই ভালো জানেন।
I am captivated to listen the lyrics of the songs of sume apa, vocalist of chirkut band. The expression of sume apa always flourishes the mind and make me emotional and the sweetness of his vocal seems to me as like as honey.
যতবারই শুনি না কেন বারবার যেন শুনতেই মন চায় । তাইতো ছুটে আসি শোনার জন্য এই প্রিয় গানটি। আমার মত কে কে ২০২১ সালের শেষের দিকে এসেও এই গানটি শুনছেন তারা সারা দিন !
Ahare Jibon You were commendable sir. We lost you. You will always be remembered. Your hard work will always be an inspiration for us. I felt really good after watching your movie. Not even for a single time i realise you are suffering from such disease. You are truely a legend sir. Rip sir💔 We all love you. You will always be a legend❤
উফসসস গানটা অসাধারণ। যেমন গানের কথাগুলো তেমনি গানের মিউজিক☺️আমাদের সবার জিবনেই কিছু না কিছু অপু্র্নতা রয়ে যায়, জিবনের গল্প ছুয়ে যাওয়া গান😊🙂আমি আজকে প্রথম শুনেই গানটার প্রেমে পড়ে গেছি ☺️🥰
বুঝার পর থেকেই অর্থের যে একটা অভাব এটা অনুভব করতে পেরেছি,কিন্তু এটা কখনো কষ্ট দিতো না। স্কুল জীবন হেসে খেলে শেষ করলাম, জীবন কত সুন্দর। আমার একটা বিষয় মনে আছে যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম কলেজ জীবন অনেক আনন্দের হয়তো😅। যাইহোক স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পা রাখলাম,ভর্তি হলাম পলিটেকনিক ইনস্টিটিউটে। শুরুতে খুব ভালো চলছিলো, মেসে উঠলাম নতুন নতুন বন্ধু, নতুন জায়গা, নতুন সব কিছু একটু ভালোই কাটছিলো। হটাৎ জীবনে দ্বিতীয় বার এর মতো প্রেম আসলো জীবনে ( এই ব্যাপার টা নিয়ে কিছু না বলি) জীবন যাচ্ছিলো কোন রকম। কিভাবে জানি আস্তে আস্তে বুঝতে শিখলাম বাবা মা খুব কষ্ট করে টাকা দিয়ে পড়াচ্ছে। অল্প অল্প করে নিজের চাহিদা গুলো কমানোর চেষ্টা করে যাচ্ছিলাম। বর্তমানে এমন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি ৭/৮ দিন সাবান ছাড়াই গোসল করে চালিয়ে দেই, মাসে এক বার ও শ্যাম্পু করি না চুলে। আমার মনে আছে মেসে যখন প্রথম উঠি তখন প্রতিদিন একটা করে শ্যাম্পু দিতাম চুলে😅। পরিক্ষা এসে পড়েছে কিছু দিন বাকি এখনো আমি বই কিনতে পারি নাই, গত কাল মেসের টাকা দিতে পারি নাই বলে খাবার এর মিল অফ করে দিছে🙂। এমন না যে বাসা থেকে টাকা দিয়েছে আমি খরচ করে ফেলেছি, সত্যি বলতে পরিবারের যে অবস্থা আমি যে টাকা চাইবো এই সাহস হচ্ছে না। গত দুদিন আমি ২ বেলা ভাত খেয়েছি 🙂। তাও কাউকে বুঝতে দেয়নি এই অবস্থার কথা জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে, আহারে জীবন, আাহা জীবন 💔🥀
Apnar lekha ta pore monta khub kharap hoye gelo....khub kharap lagche apnar Jibon er kotha golo pore.... Cinta korben bhaiya...somoy sob somoy ek thake na....Allah borosha..apnar jonno nishoi Allah valo kichu vebbe rekhchen...vegge porben na...koster por ei toh shukh tai na? Allah borosha 😊❤️
'Margin of errors & untimely bokul stay in touch on either sides stay in touch with urban breeze stay in touch to be a neon sky. Days of Hizol are passing through just like a resemblance of shadow Now I am being painless accumulating into sulks. What a life! is that life! as like lotus on the water What a life! is that life! life is similar to lotus on the water. Aha! If I could do, if I could I used to be there by touching your fingers, everything looks volatile and distressed, what is that wall? why there is a hide and seek? Whom to say to be a dusk what kind of rainy season I have to continue to bear. What a life! is that life! as like lotus on the water What a life! is that life! life is similar to lotus on the water. Aha hesitation! it might be what is an inevitable this heart does not understand how much loss is there concrete mind & faked conversation so very tired of renunciation. Today there are so many pangs on the clouds I took the water from the running waves. What a life! is that life! as like lotus on the water What a life! is that life! life's similar to lotus on the water...
এত বছর পর গানটা শুনতে এসে ইরফান খানকে খুব করে মনে পরে গেল! একন লিজেন্ড চলে গেল আমাদের মাঝ থেকে অনেক বছর হয়ো গেল🥹 অসাধারণ গান🥰🥰 দরদ মাখা, যার আবেদন হারাবেনা যুগ যুগ পরেও। কমেন্ট রেখে গেলাম। আবারও কখনও ফিরে এলে দেখব❤
Her Voice, I loved her voice since I heard her 'Morey Jabo' and now comes this one. And there's Tisha, I watch her dramas only to listen her talk. Both if them goes deep into the darkness of the heart.
কখনো কখনো গভীর রাতে গানটা শুনি। সবার জীবনে পূর্ণতা জিনিসটা আসে না। একটা মুচকি হাসির পেছনে লুকিয়ে থাকে শত পাওয়া না পাওয়ার গল্প। তবুও দিন শেষে, না চাইতেও সেই মুচকি হাসি আমাদের ধরে রাখতে হয়। কোনো একদিন নিজের এই কমেন্ট টা চোখে পড়বে, ছবির মতো চোখের সামনে ভেসে উঠবে সমস্ত কিছু। ততদিনে হয়তো সবকিছু মানিয়ে নিতে শিখে যাবো।
অতীতের সাক্ষী হিসেবে স্মৃতি টুকু রেখে দিলাম কমেন্ট বক্সে,,হয়তো একদিন আমি থাকবো না কিন্তু আমার স্মৃতি গুলো যুগ যুগ ধরে পড়ে রবে,, আমার পরবর্তী জেনারেশন হয়ত কমেন্ট গুলো পরবে আর ভাববে আমরাও একদিন এই গান গুলো শুনে চোখের কোণে বৃষ্টি নামাতাম😥😥
কার্নিশে ভুল, অবেলা বকুল
থাকো ছুঁয়ে একুল ওকুল
থাকো ছুঁয়ে, শহুরে বাতাস
ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
আবছায়া চলে যায় হিজলের দিন
অভিমান জমে জমে আমি ব্যথাহীন।।
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন।
আহা পারতাম, যদি পারতাম
আঙুলগুলো ছুঁয়ে থাকতাম
বিষাদেরই জাল টালমাটাল
এ কোন দেয়াল, এ কোন আড়াল
ছাই হয় গোধূলি কারে যে বলি
এ কোন শ্রাবণ আজ বয়ে চলি।
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন।
আহা সংশয়, যা হবার হয়
বোঝেনা হৃদয় কত অপচয়
কংক্রিট মন, মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ
মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ।
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন..
Asadharan
অসাধারণ ভাই
😭😭😭😭😭😭
Bangali Vaxa Holo Prithvi r sab chaite Mistti Vaxa❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
♥♥
কেউ ২০২৪ সালে গানটা শুনে থাকলে একটি লাইক দিয়েন।
Man you beauty ❤❤❤❤
'আহারে জিবন' এর মাঝে কি যে এক বিষন্নতা,কি যে এক আক্ষেপ,কি যে এক করুণ সুর,কি যে এক অবশাদ🙂
😢😢
Akdom 😢
আমরা বাঙালিরাই পৃথিবীর সব থেকে ধণী। কারণ আমাদের ভাষায় এতো সুন্দর সুন্দর গান আছে।
RIP Irfan
সব ভাষা সুন্দর। কারো ভাষাকে ছোট করে ছোট মনের পরিচয় দিওনা
@@kallyan4601 এখানে কোন ভাষাকে ছোট করছি না। নিজের ভাষা নিজের সংস্কৃতি নিয়ে গর্ব করছি কেবল।
আপনারও নিজের ভাষা নিজের সংস্কৃতি কে নিয়ে গর্ব করা উচিত। আমি জানি সেই দিক দিয়ে আপনারা উপজাতিরা যথেষ্ট এগিয়ে।❤️
এভাবেই নিজেদের সংস্কৃতি কে আগলে রাখুন।
ভালো থাকবেন 💜
হরে কৃষ্ণ ❤️🥰
@@kallyan4601 আরবী খুব মজা?
@@RAJ-gi2pk মজা হবে কেন? ভাষা কি খাবার জিনিস?
@@kallyan4601 Ki bujhailo r apni ki bujhlen. Ajib public
আমি কমেন্ট করে যাচ্ছি! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই!❤️❤️🇧🇩🇧🇩❤️❤️
Sotti oshadharon
গানটা প্রায়ই শুনি😴
🎸🎹🎻🪕🥁♥️♥️♥️
Okay 👌 bro
@@mdkanrimon3260 ❤️❤️❤️
এই গানটা কেন হৃদয় ছুঁয়ে যায়! জীবনটা শুধুই কি কষ্ট, তিক্ততা আর হারাবার। ধূসর মেঘের আবছা আলোয় জীবন কি শুধুই ভেসে বেড়ায় পদ্মের মতো!
আহা গান! এত দরদ দিয়ে কেউ গায়? ধন্যবাদ সুমী আপু।
ভীষণ ছুঁয়ে গেল গানটা...শুনেই চলেছি...কলকাতা থেকে মুগ্ধতা জানালাম।
Ankana Barua ধন্যবাদ, হলে গিয়ে দেখবেন!
Mah T অবশ্যই।
Ankana Barua অহহ
ফিল্মটা দেখার আমন্ত্রন রইলো ডিয়ার
Ankana Barua, love for you
হয়তো অনেক বছর পর যখন গানটি শুনবো তখন অতীতের কথা মনে পড়ে যাবে কি ছিল অতীত।😊
হুম
😅
This is one of the best songs in bengali language.Lyrics and tune and composition is unparalleled.
Watched the old movie Doob recently in Netflix during this years lockdown days.The movie has been beyond any words bound to explain.Salute to Mr.Farooqui.
From an elderly person from Kolkata.
জীবনে আর কোনো অভিনেতার মৃত্যু কাঁদায়নি ইরফান। ভাল থাকবেন। আপনি, আমাদের মনে থাকবেন।
একদম ঠিক বলেছেন
Eta ekdom thik Kotha. Irrfan Khan r mrittu jnina kno khub personal loss mone hoechilo
ruclips.net/video/apYdwVirMik/видео.html
Ryt
Debarati Chakraborty Sotti bolechen
এটা শুধু একটা গান না,এটা মনের আবেগ..
গান টা রোজ না শুনলে ঘুম হয়না..😭
বাস্তবতার সাথে পুরো মিল রয়েছে গানটাতে...
অভিমান জমে জমে আমি ব্যথাহীন,,এই লাইনটা মনের ভিতরের কথাটা
মুগ্ধতা একরাশ, কথাগুলো,সুরের আবেদন অপূর্ব।কোলকাতা থেকে-অনেক ভালোবাসা
গুলতেকিনের জন্যই একবুক কষ্ট ।
মনে হচ্ছে গানটা বুকের পাঁজর ছেদ করে দিয়ে গেলো 😢😢
Hoito noi
But gultekin er jonno kostw hoi.
Choker samne sajano songsar vengge jaoya. Jar vange sei buje
KILLER KANE ঠিক বলছেন... গানটা তে গুলতেকিন & শীলার জীবনই বুঝানো হইছে...
KILLER KANE ...ha,amr o onek kosto lage gultekiner jonno....jak,uni valo thakun shontander nie,ei doa kori...
আহ্ কিযে ভাল লাগল। অসাধারণ।
Gultekin ke hoyto onekei chine na, but jara chine tader jonno valobasha roilo.
অনেক বছর পরে এসেও এই গান টা ওই একই রকম অনুভুতি হচ্ছে,কমেন্ট করে গেলাম তোমরা কেউ লাইক দিলে আমার কাছে notification আসবে আবার শুনতে পাবো এই অপূর্ব গানটা 🇮🇳
ভারত আর বাংলাদেশের মেলবন্ধন ... আহা বেঁচে থাকুক ভালোবাসা ❤ ... পশ্চিমবঙ্গ (ভারত) রইলো অনেক ভালোবাসা ...
Valobasar thelay bad khuli dilen
@@KAMRUZZAHANARA temon kichuna oti valobashar bohiprokash
আহারে জীবন 😪...গানটার মধ্যে লুকিয়ে আছে অপ্রিয় কিছু সত্য কথা যা ধাপেধাপে কুড়িয়ে খাচ্ছে নিজেকে😪😪
Thik
ঘুমন্ত অনুভূতি গুলো জাগিয়ে তুলতে এমন একটি মাস্টারপিস গানই যথেষ্ট। অনেক বছর পর হয়তো আবারও ফিরে আসবো এই সুপ্ত অনুভূতির কাছে।
এইমাত্র খবর পেলাম, ইরফান খান আর নেই।
Restinpeace sir 😥
😪😪😪
অনবদ্য শব্দ চয়ন 💖💖। "নিয়ন আকাশ ", "জলের নিনাদ" । কোনো ভাষা পাচ্ছি না গানটা শুনে যে অনুভূতি সৃষ্টি হল।
এতো বছর পেরিয়েও এ গানটা এখনো সমস্ত অনুভূতি জুড়ে নিত্য বসত করে...আহারে জীবন ❤
অপরাধী গান কোটি কোটি ভিউ হয়, কিন্তু এতো সুন্দর গান হয় না। আমরা আসলে ভালো টা এখনও বুঝতে শিখিনি
এই সমস্যা সব জায়গায়ই আছে।ভারতে বাদশার গানের ভিউ দেখেন
কারন বাঙালি কখোনই ভাল কিছুর মুল্য দিতে শেখেনি
সবায় তো আর গানের অর্থ বুঝবে না ভাই!
Right bro 😍😍
Rip
উনি একজন অলরাউন্ডার অভিনেতা। বাংলাদেশের বাংলা ছবি, হিন্দি ইংলিশ সব রকমের ছবিতে সাবলীল অভিনয় করতেন! একজন জাত অভিনেতা ❤
আমাদের কলেজে ডুব ছবির শুটিং হয়েছিলো।ঢাকার গুলশানে ওনাকে সামনে থেকে দেখেছিলাম 🌸 বাংলাদেশ আপনাকে মিস করবে। 🇧🇩❤
কেউ কি ২০২৩ এ এসে গানটি আবারো শুনছো এক বিষাদপূর্ণ জীবন নিয়ে 😊??
আমি😔
হু আমি শুনছি জতোবার শুনি ততো বার নতুন মনেহয়।❤❤❤
হ্যা😅😊 0:53
Proti din suni...
২০২৪ সালে দেখতেছি
গানটা আগেই খুব ভালো লাগতো। কিন্তু আজ অর্থ টা পুরোপুরি বুঝলাম আর কেঁদেই ফেললাম।
ওপারে ভালো থাকুক স্যার। 💔
স্যার ওপারে নেই। আছে আমাদের সবার হৃদয়ে। থাকবে চিরকাল।😞
😭😭😭😭😭
meaning ta ki?
kon sir?
accha, ei gaab er vabartho ta ki?? ami bujhi ni ashole
পরপারে ভালো থাকবেন ইরফান।
আপনি নেই এখনো ভাবতে পারছি না। খবরটা শুনে থেকে "আহারে জীবন" গান টা মনে পড়ছে, আর চোখে জল এসে যাচ্ছে।
এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। আত্মীয়বিয়োগ যেন। 😔
Hmm😥😥
Amaro vai
জীবনের সাথে পুরো মিল এই গাণের সিনেমার সাথে
এমন জীবন যে ছেলে বা মেয়ে পার করে তারাই জানে বিরহ বেদনা কতটা পীড়া দেয়🙂 মায়ের সাথে কথা বলি কিন্তু বাবার সাথে শত ইচ্ছা থাকা স্বত্তেও কোনো কথা হয়না,মনের ভেতর কথা বলার অদ্ভুত এক হাহাকার🙂
প্রতিদিন গানটি যেহেতু শুনি, কমেন্টটি রেখে গেলাম। এরপর লাইক দেখে বুঝে নিব কতো জন গানটি শুনতে এসে কমেন্টটি পড়ে গেলো❤️
ami daklam
"অভিমান জমে জমে অামি ব্যথাহীন"
"বিসর্জনে ক্লান্ত ভীষণ "
"তবু ও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে "
প্রতিটি গানই এক একটি জীবনের অংশ, এক একটি জীবন।
Kokhono vabini ei line gulo amr jibone evabe shotto hoye jabe
গর্বিত বাঙ্গালী! এমন প্রাণের ভাষা রক্ষার দায় যারা প্রাণ দিয়েছে তাদের সরণ হয় যত বার বাংলা গানে ফিরে আসি!
অসাধারণ!!এরকম কিছু গানের জন্যই বেঁচে থাকি হয়ত আমরা আরও কিছুদিন! LOve from Kolkata!!💜
Jodi prithibi te gaan na thakto... Tahole becha thaka ta kostokor hoto
Salma Ali ppp
Eto kosto
মন ছুয়ে গেল.....
আহা সংশয়, যা হবার হয়
বোঝে না হৃদয় কত অপচয়,
কংকৃট মন,মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভিষণ,
মেঘে মেঘে জমে আজ বেদনার বার
ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিলাশ।
আহারে জীবন,আহা জীবন,জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন,আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন
আহারে জীবন,আহা জীবন 🖤
এই লাইনটা তাদের ছুয়ে যায়,যারা বেচে না থাকার ইচ্ছা নিয়ে বেচে আছে,এই লাইনের গভিরতা সবাই উপলব্ধি করতে পারবে না।
এক বুক ব্যথা, যন্ত্রনা না বলতে পারার একটি মাত্র বহিঃপ্রকাশ "আহারে জীবন".....এক আকাশ পরিমান যন্ত্রনা নিয়ে আকাশের দিকে চুপ হয়ে তাকিয়ে থাকা আর মৃত্যু যন্ত্রনা নিয়ে বেচে থাকার দীর্ঘশ্বাস যেন এই গানটি।।।।
ভারতের বাইরে ইরফান খান কে নিয়ে এতো আবেগ! কল্পনাও করিনি।
কারন ইরফান খান সুধু নায়কই ছিলেন না আলাদা এক ধরনের আর্টিস্ট ছিলেন।
এইটা বাংলাদেশের ডুব মুভির গান, যেটায় ইরফান খান অভিনয় করেছেন।
😇😇😇😇art such have no boundaries.....
@@md.taifulamin5835 The movie set up with Co-oparetion of Jazz production and Eskay movies.......
oh my god..what a fantastic song!!!!!!!tune, voice, lyrics,screen play every thing is so real that one can connect with it easily..lots of love from India to chirkutt,farooki,..and Bangladesh
asole chokher pani dhore rakhte pari na.
কী এক বিষণ্ণতা ছুঁয়ে থাকে এই গানটিতে! শুনছি আর জল গড়িয়ে পড়ছে চোখ থেকে! জীবন এতো অদ্ভূত কেনো?
গানটা শুনে শরিলের প্রথ্যকটা পশম দারিয়ে গেলো,,,তার সাথে সাথে কখন যে চোখের দু কুনে পানি চলে এসেছে বুঝতে পারিনি...ভালো থাকবেন (ইরফান খান)পরপরে😥
হায়রে, আল্লাহ এই রকম জীবন আর কাউকে দিওনা,,,,এটা কোন ছবি নয়, হাজারো পরিবারের বাস্তবতা। not only Humayan Ahmad....
kothoi pabo full movie
@@md.rakibulhaque3629 netflix
হুমায়ূন আহমেদ না কোনমতেই 🥴
Vai chobir link ta ache?
এই ছবির নাম কি
একটা গান এত্ত সুন্দর কিভাবে হতে পারে!! নোটিফিকেশনে হলেও বার বার মনে করে শুনতে চাই এমন লিজেন্ডারি গান❤❤
RIP Irrfan Khan- one the the finest actors of India.
তিনি শুধু ভারতের একজন সেরা অভিনেতা ছিলেন না, সারা বিশ্বের একজন সেরা অভিনেতা ছিলেন। তার এই অকাল মৃত্যু বিশ্ব সিনেমার অপূরণীয় ক্ষতি।
Yupp really..... 😭😭😭
কত দিন পরে যে এমন একটা বাংলা গান শুনলাম যে বুকের মধ্যে কেমন করে উঠল, ভাষা নাই কিছু বলার, ধন্যবাদ এমন হৃদয় কাপানো গানের জন্য...আর কিছু বলার নাই
Khub e sundhar
গানের প্রতিটা শব্দ যেন অতল থেকে উঠে এসে ছুঁয়ে দেখার আগেই হারিয়ে যায়। মনের খুব কাছের একটি গান 💫❤️
হৃদয় ছুঁয়ে যাওয়ার সব শব্দই যেন ব্যবহার হয়েছে গানটায়। নির্বাক চুপচাপ শুধু অনুভবের।
বাকরুদ্ধ আমি ... এত অসাধারণ গান ... এতদিন শুনলাম না!!! নিজেকেই হতভাগ্য মনে হচ্ছে। চিরকুটকে অনেক অনেক ধন্যবাদ ...
আহ জীবন !
আহারে জীবন আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন।
কঠিন একটা অনুভূতি 🌼🌼
সুমি কে ধন্যবাদ। আবেগের সবটুকু পেলাম গানে,।অসাধারণ। আমরা মুর্খ,অসভ্য জাতি।হয়তো এই গান বেশি ভিউ পাবে না।
অসভ্য জাতি 🤨🤨🤨!!!
গানটির দুর্ভাগ্য সে বাংলাদেশে জন্মেছে!আর ফারুকীর দুর্ভাগ্য তিনি মুভিটি বাংলাদেশের জন্য তৈরি করছেন!
sala pagol tore paile
Bolod gula emn e hoy
আপনার সাথে সহমত! ঠিক যে বলেছেন তার প্রমাণ আপনার যোগাড় করতে হবে না। আপনার পোস্ট কমেন্টের রিপ্লাই সেকশনেই দুজন এসে লেটিয়ে পড়েছেন।
ভুল বলেন কারণ যদি বাংলাদেশে না হতো
তাহলে আমরা এতো ভালো কিছু দেখতে পারতাম না
মুভিটার থেকে এক্সপেকটেশন আরো বেশি ছিল কিন্তু মানুষ যেভাবে মুভিটাকে গালি দেয় এটা একেবারেই বাড়াবাড়ি। নির্মোহদৃষ্টিতে দেখলে ছবিটা অবশ্যই সুন্দর।
২০২২ সালের সমাপ্তি ঘটলো এই গানটির মাধ্যমে।জাদুকরী লিরিক্স,তুলনাহীন শব্দ চয়ন।মন খারাপ থাকলেই গানটা শুনি,অদ্ভুতভাবে মন খারাপ টা চলে যায়।জানি না কেন এই গানের সাথে নিজের জীবনের মিল খুজে পাই।
কলেজ ভর্তির রেজাল্টে আজ নিজের পছন্দের কলেজ পাই নি,অনেক কান্নার পর মনকে সান্তনা দিতে এই গানটা শুনলাম।
সত্যিই মনটা ভাল হয়ে গেল☺️
মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবী টাকে ছুট করে ফেলি।
মাঝে মাঝে ইচ্ছে করে তুমার বাডি টা তুলে আনি আমার বাডির পাশে....!!!!!😍😍😍
আরে চাইলে তুমাকে দেখতে পারব না এ কেমন কথা ভালোবাসা কি দূরত্ব মানে...????❤️❤️❤️❤️
Arif Khan 🤬🤫
😰😰😰😰😰
Crack in cornice-untimely ‘Bokul’;
Hang in blossom, touching both edges
Hang in blossom, blowing in
city winds
Hang in blossom, touching
the neon sky
The blossoms of ‘Hijol’ lost in vagueness
Layers of pains made me painless
Oh my life , Oh life
Like the lotus floating in water
Oh my life , Oh life -
Life of a floating lotus!
Oh I could , if I could-
I could hang, touching your fingers
The web of tears , shaking
it wild
Why this wall , why this partisan,
whom to complain for the ashy evening
‘What a rain I am carrying !
Oh my life , Oh life
Like the lotus floating in water
Oh my life , Oh life -
Life of a floating lotus!
Oh the doubts , let there be -
Tons of misuses , the heart denies -
concrete mind-useless talks -
Tired of sacrifices- heavily failed ,
Patches of clouds building my pains ,
Waves of water clash in intervals
Oh my life , Oh life
Like the lotus floating in water
Oh my life , Oh life -
Life of a floating lotus!
wonderful!
Extraordinary. Superb!!
মন খারাপ হলেই গানটার কথা মনে পরে। সাথে সাথে ইউটিউবে চলে আসি গানটা শুনতে।আর গানটা শুনতে শুনতে কমেন্ট গুলো পড়ি।শান্তি লাগে।🌸
same
না পাওয়া হুমায়ুন আহমেদ ফুটে উঠেছিলো ডুব এর ইরফান খান এর মধ্যে । আহা দু জনের ই ক্যনসারে শেষ পরিণতি। ভালো থাকবেন ওপারে আপনারা।প্রতি রাতে এই গান টা না শুনলে মনে শান্তি পাই না 🥰🥰
R.I.P sir❤
আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক।🥺
crazy people
আমার এবং পৃথিবীর চরম দুঃসময়ে গানটি প্রথম শুনেছিলাম। সেদিন পৃথিবীটাকে এতো অসহায় মনে হয়েছিলো!! আজ আবার কয়েকবার শুনলাম। আহারে জীবন!!!!!!!!!
ইরফান খানের মৃতু্র পর কে কে এসেছে 😫😫😫😫😫😫R.I.P legend
আমি আসছি
@@TamannaAkter-md7df 😭😭😭😭
@@kazirakib5496 same to you 😢😢😢😢😢😢😢
@@TamannaAkter-md7df yep....
আমি
"অভিমান জমে জমে আমি ব্যথাহীন।"
কি দারুন লাইন!
পৃথিবীর সব মানুষ যদি বাংলা ভাষা বুঝতো
তাহলে এই গান টা ১ বিলিয়নের বেশি ভিউ পেতো❤️
🥰😥😥😥
ওপারে ভালো থাকবেন স্যার🥺
ইরফান খান!✨
For a sudden dilemma we make a mistake “ which seems happiness to us for certain time” left our loved one with broken heart. When we realise sometimes it’s too late. Humayum Ahmed is my favourite writer...... but I love and respect Gultekin and his kids more.
কেউ কি 2024 এ এসে গানটি আবারো শুনছো এক বিষাদপূর্ণ জীবন নিয়ে 😊??
I always feel this song deep inside my heart,, but today, it’s getting more deeper..!!!
Rest in peace Sir..!!!
এটা এমন একটা গান! রাত ৩টা ৫৯বাজে হাতে সিগারেট, বাইরে হিম শীতল বাতাস! কি এক অদ্ভুত অনুভূতির খেলা চলছে ভেতরে আহারে জীবন!
কিছু কিছু গান কখনোই পুরনো হয় না তার মধ্যে এই একটা গান লিরিক্স গুলো 💫 গানটার মধ্যে যেনো এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে 😌🖤
This is most soulful and peaceful song ever. This connects to my heart in all extent. LOVE from UK
এই গানটা তার খুব প্রিয় একটা গান ছিলো, তার পর থেকেই সব সময় গানটা শুনা হয় এবং এই গানটা মুখস্থ করে নিজের মত করে গাওয়া হয়েছে অনেক বার, শুধু তাকে একটু হাসি আর খুশি করার জন্য, অনেক ভালো লাগে গানটা শুনতে,অনেক স্মৃতি মনে হয়ে যায়, তাই এখনো জেগে থাকি তার কথা ভেবে, কত স্বপ্ন ছিলো তাকে ঘিরে,এখনো তার জন্য অপেক্ষা করি সে ফিরে আসবে ভেবে।❤️ প্রচন্ড ভালোবাসি তাকে,❤️ সে যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, সব সময় তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ এবং ভালো রাখে সারাজীবন।❤️
জানিনা এই না পাওয়া ভালোবাসা কতদিন এইভাবে অপূর্ণ থাকবে, কত নির্ঘুম রাত তাকে ভেবে কাটাতে হবে। নাকি সারাজীবন এই অপূর্ণতা নিয়েই থাকতে হবে একমাত্র আল্লাহই ভালো জানেন।
harate dilan kano
@@tanisatanisa209 হারাতে কেইবা দেয় প্রিয় মানুষকে।
হারিয়ে যায়
হারানো কেন টা হয়ত পৃথিবীর মানুষ কখবোই খুজে পাবেনা
হয়ত পাবে কে জানে
khub kacher manus jokhon erokom ekta song sunar jonno bole 😍😍... er theke sukher ki hote pare...... valobhasi apnak khuv 09/12/2021
অাহারে জীবন এই জীবন সবাইকে ছাড়তে হবে।
ভাল থাকবেন ওপারে প্রিয় অভিনেতা ইরফান খান।
I am captivated to listen the lyrics of the songs of sume apa, vocalist of chirkut band. The expression of sume apa always flourishes the mind and make me emotional and the sweetness of his vocal seems to me as like as honey.
যতবারই শুনি না কেন বারবার যেন শুনতেই মন চায় ।
তাইতো ছুটে আসি শোনার জন্য এই প্রিয় গানটি।
আমার মত কে কে ২০২১ সালের শেষের দিকে এসেও এই গানটি শুনছেন তারা সারা দিন !
মানুষ গুলো হয়তো ছেড়ে যায়, কিন্তু স্মৃতিতে মাখানো গান গুলো থেকে যায়, শুনতেই চোখে ভেসে ওঠে হারিয়ে যাওয়া মানুষ গুলো
Ahare Jibon
You were commendable sir.
We lost you.
You will always be remembered.
Your hard work will always be an inspiration for us.
I felt really good after watching your movie. Not even for a single time i realise you are suffering from such disease.
You are truely a legend sir.
Rip sir💔
We all love you.
You will always be a legend❤
গানটির একটি অনন্য অনুভূতি সৃষ্টির ক্ষমতা রয়েছে।তাই যতবারই শুনি ততবারই অনুভূতির ডানায় ভর করে ভেসে যায়।❤❤❤
আহা পারতাম যদি পারতাম
আংগুল গুলো ছুয়ে থাকতাম.....
আহা....অসাধারণ.......মুগ্ধতা
rahman ruman x
Thank you so much chirkut band ke ayto shundor dayar jonne moner vitor ey jeye kichuta shanti day
ভালো লাগতেই হবে গান টা, আফটার অল বাংলাদেশী ব্যান্ড চিরকুটের গান টা 😍💜
So true
উফসসস গানটা অসাধারণ। যেমন গানের কথাগুলো তেমনি গানের মিউজিক☺️আমাদের সবার জিবনেই কিছু না কিছু অপু্র্নতা রয়ে যায়, জিবনের গল্প ছুয়ে যাওয়া গান😊🙂আমি আজকে প্রথম শুনেই গানটার প্রেমে পড়ে গেছি ☺️🥰
Aha ❣️
Who came here after Irfan Khan died.
😔😔😔
Me
Me
She sings the song even better in live concerts. You can feel the pain. It feels like you are breaking into tears from inside of yourself.
বুঝার পর থেকেই অর্থের যে একটা অভাব এটা অনুভব করতে পেরেছি,কিন্তু এটা কখনো কষ্ট দিতো না। স্কুল জীবন হেসে খেলে শেষ করলাম, জীবন কত সুন্দর। আমার একটা বিষয় মনে আছে যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম কলেজ জীবন অনেক আনন্দের হয়তো😅। যাইহোক স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পা রাখলাম,ভর্তি হলাম পলিটেকনিক ইনস্টিটিউটে। শুরুতে খুব ভালো চলছিলো, মেসে উঠলাম নতুন নতুন বন্ধু, নতুন জায়গা, নতুন সব কিছু একটু ভালোই কাটছিলো। হটাৎ জীবনে দ্বিতীয় বার এর মতো প্রেম আসলো জীবনে ( এই ব্যাপার টা নিয়ে কিছু না বলি)
জীবন যাচ্ছিলো কোন রকম। কিভাবে জানি আস্তে আস্তে বুঝতে শিখলাম বাবা মা খুব কষ্ট করে টাকা দিয়ে পড়াচ্ছে। অল্প অল্প করে নিজের চাহিদা গুলো কমানোর চেষ্টা করে যাচ্ছিলাম। বর্তমানে এমন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি ৭/৮ দিন সাবান ছাড়াই গোসল করে চালিয়ে দেই, মাসে এক বার ও শ্যাম্পু করি না চুলে। আমার মনে আছে মেসে যখন প্রথম উঠি তখন প্রতিদিন একটা করে শ্যাম্পু দিতাম চুলে😅। পরিক্ষা এসে পড়েছে কিছু দিন বাকি এখনো আমি বই কিনতে পারি নাই, গত কাল মেসের টাকা দিতে পারি নাই বলে খাবার এর মিল অফ করে দিছে🙂। এমন না যে বাসা থেকে টাকা দিয়েছে আমি খরচ করে ফেলেছি, সত্যি বলতে পরিবারের যে অবস্থা আমি যে টাকা চাইবো এই সাহস হচ্ছে না। গত দুদিন আমি ২ বেলা ভাত খেয়েছি 🙂।
তাও কাউকে বুঝতে দেয়নি এই অবস্থার কথা
জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে, আহারে জীবন, আাহা জীবন 💔🥀
Apnar lekha ta pore monta khub kharap hoye gelo....khub kharap lagche apnar Jibon er kotha golo pore.... Cinta korben bhaiya...somoy sob somoy ek thake na....Allah borosha..apnar jonno nishoi Allah valo kichu vebbe rekhchen...vegge porben na...koster por ei toh shukh tai na? Allah borosha 😊❤️
শুধু আপনি না এরকম হাজার মানুষ আছে ভাই😢😢
watched the movie yesterday , Good movie , recommended for all married people to understand relationships.
'Margin of errors & untimely bokul
stay in touch on either sides
stay in touch with urban breeze
stay in touch to be a neon sky.
Days of Hizol are passing through
just like a resemblance of shadow
Now I am being painless
accumulating into sulks.
What a life! is that life!
as like lotus on the water
What a life! is that life!
life is similar to lotus on the water.
Aha! If I could do, if I could
I used to be there by touching your fingers, everything looks volatile and distressed, what is that wall?
why there is a hide and seek?
Whom to say to be a dusk
what kind of rainy season
I have to continue to bear.
What a life! is that life!
as like lotus on the water
What a life! is that life!
life is similar to lotus on the water.
Aha hesitation! it might be
what is an inevitable
this heart does not understand
how much loss is there
concrete mind & faked conversation
so very tired of renunciation.
Today there are so many
pangs on the clouds
I took the water from
the running waves.
What a life! is that life!
as like lotus on the water
What a life! is that life!
life's similar to lotus on the water...
Darun translation
@@juinsaha2054 🙏
Thanks
@@stargazing2207 🙏
Nice translate
অসাধারণ একটি composition,
একটা দুর্দান্ত মাস্টারপিস হবে,নজির কাটবে এই গানটি ❤️
Legends never die✌✌
শ্রদ্ধা তো মনের গভীর থেকেই রবে।❤❤
আহা পারতাম, যদি পারতাম
আঙ্গুল গুলি ছুঁয়ে থাকতাম !
ডিপ্রেশনের ওষুধ 😍😍😍
Much love 😍😍 Chirkut 😍
এত বছর পর গানটা শুনতে এসে ইরফান খানকে খুব করে মনে পরে গেল! একন লিজেন্ড চলে গেল আমাদের মাঝ থেকে অনেক বছর হয়ো গেল🥹
অসাধারণ গান🥰🥰
দরদ মাখা, যার আবেদন হারাবেনা যুগ যুগ পরেও।
কমেন্ট রেখে গেলাম। আবারও কখনও ফিরে এলে দেখব❤
ডুব সিনেমার মাধ্যমেই ইরফান খান কে চেনা। এই সিনেমায় আপনার ক্যারেক্টর কিংবা অভিনয় কোনটার জন্য আপনি দাগ কেটেছেন মনে জানি না। ভাল থাকবেন ইরফান খান।❤
ইরফান খানের মৃত্যুর খবর শোনার পর আবারও গানটা শোনতে এলাম!
জলে ভাসা পদ্ম জীবন...♥♪
ganta darun.love from kolkata
Subho Bairagi vai etato kolkatari channel
gan ta Bangladesher
Colors Media gaan ta Bangladeshi band Chirkut er !😊
hummm
Thanks,,,,Subho Bairagi
মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
ঢেউ ঢেউ থেকে থেকে জলে নিলাম
.
.
চলে গেলেন?! এত তাড়া কিসের ছিলো??
Life is beautiful...... 😍😍😍😍
আহারে জীবন, কঠিন একটা অনুভূতি...!!!
কথাগুলো এতো মিলে যায়,সুরগুলো এতো ছুঁয়ে যায়...আহারে জীবন!
ব্যাপক!সিনেমাটা দেখতে ভীষণ ইচ্ছা করছে☺,খুব ভালো কাজ👍
Apni Iflix e dekhte paren
আমার প্রিয় জনের খুব প্রিয় গান ছিলো এটা,আমি তোমাকে খুব মিস করি রিতু(০৫/১১/২৩)
Her Voice, I loved her voice since I heard her 'Morey Jabo' and now comes this one. And there's Tisha, I watch her dramas only to listen her talk. Both if them goes deep into the darkness of the heart.
আহারে জীবন আহা জীবন!
জলে ভাসা পদ্ম যেমন!
ইরফান! ঃ(
কখনো কখনো গভীর রাতে গানটা শুনি। সবার জীবনে পূর্ণতা জিনিসটা আসে না। একটা মুচকি হাসির পেছনে লুকিয়ে থাকে শত পাওয়া না পাওয়ার গল্প। তবুও দিন শেষে, না চাইতেও সেই মুচকি হাসি আমাদের ধরে রাখতে হয়। কোনো একদিন নিজের এই কমেন্ট টা চোখে পড়বে, ছবির মতো চোখের সামনে ভেসে উঠবে সমস্ত কিছু। ততদিনে হয়তো সবকিছু মানিয়ে নিতে শিখে যাবো।
অতীতের সাক্ষী হিসেবে স্মৃতি টুকু রেখে দিলাম কমেন্ট বক্সে,,হয়তো একদিন আমি থাকবো না কিন্তু আমার স্মৃতি গুলো যুগ যুগ ধরে পড়ে রবে,, আমার পরবর্তী জেনারেশন হয়ত কমেন্ট গুলো পরবে আর ভাববে আমরাও একদিন এই গান গুলো শুনে চোখের কোণে বৃষ্টি নামাতাম😥😥
2019 ssc exam এর আগে থেকে শুনছি আর এখন 2022 আজও শুনি এই প্রিয় গানটা ।
কন্ঠটা অসাধারণ 😍❣️
ওহে জীবন তুমার কাছে প্রচুর অভিযোগ।
first time Bangladeshi movie
on Irfan khan
Thank u & love u all teem