প্রিয় মানুষের লেখা গুলো হয়তো এভাবেই কদর দিয়ে বলা যায় অথবা গাওয়া যায় চোঁখের পানি ফেলতে ফেলতে,,,,,গানটা আমার প্রতিদিন রুটিন শুনতেই হবে,,,,এই শুনতে শুনতে কয় প্যাকেট সিগারেট যে শেষ করেছি আকাশের দিকে তাকিয়ে হিসেব রাখা অসম্ভব,,,চরম ভাবে গেছে গেছে গানটা মনের মধ্যে।
বহু গুণে গুণান্বিত শাওন, কিন্তু সবাই তাকে কেন অপছন্দ করে জানিনা হুমায়ুন স্যার মনেহয় মুগ্ধ হয়েই শাওনের প্রেমে পড়েছিলেন গান গাওয়ার সময় শাওনের চোখে পানি চলে আসা থেকেও ধারণা করা যায় এখনো উনি হুমায়ুন স্যার কে কতটা ভালোবাসেন 💜💜💜
কথা, সুর ও গায়কি; একটার চেয়ে একটা কম না। তবে কথাগুলো অন্যরকম, শুনলেই মন উতালা হয়ে যায়, ভেতরে কেমন জানি করে, একটা হাহাকার সৃষ্টি করে হৃদয়ের গহীনে। কতকিছু মনে পড়ে যায়!
হৃদয় স্পর্শ করতে যা যা প্রয়োজন এর সবটুকুই এ গানে শাওন আপু আর হুমায়ূন স্যার ঢেলে দিয়েছেন। মনের মাধুর্য মিশিয়ে মানুষের অন্তরে এভাবেই দুজন জায়গা করে নিয়েছেন ♥।
যে চলে যাই সে কি আর ফিরে আসে, তারপরও আমরা অপেক্ষা করি বছরের পর বছর যুগের পরে যুগ সেই মানুষ টার আশা নিয়ে 😥 জীবনে যদি শূন্যতা বলতে কিছু থাকে সেটা হলো প্রিয় মানুষের রেখে যাওয়া শূন্যতা যা পৃথিবীর অন্য কিছু দিয়ে পূরণ করা যাই না।
যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়… এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে যদি কোমলও শ্যামলও ছায়। চলে এসো, তুমি চলে এসো এক বরষায় যদি মন কাদে, তুমি চলে এসো, এক বরষায়… যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি… উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো তুমি চলে এসো এক বরষায় যদি মন কাদে তুমি চলে এসো এক বরষায়… নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে কদমও গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে.. চলে এসো, চলে এসো এক বরষায় যদি মন কাদে, তুমি চলে এসো, চলে এসো এক বরষায়…
আজ ৯ মাস মাকে হারালাম।কিন্তু প্রতি দিন হাজার বার মনে পরে।ইচ্ছা হয় যদি কাছে পাইতাম মাকে বুকে জড়িয়ে বলতাম মা তুমাকে খুব ভালবাসি।তুমাকে ছাড়া খুব কষ্ট হয়।আল্লাহ তুমি আমার মা কে ভাল রেখ।
তুমি এসো.... তবে কেবল বর্ষায় না, প্রতিটা ঋতুতে আমি তোমায় চায়। গ্রীষ্মের খরতাপে জ্বালিয়ে তুমি বৃষ্টি হয়ে এসো শান্ত শীতল করে শরতের শিউলি হয়ে ঝরো আমার জীবনে, হেমন্তের কাচা মিঠে রোদ্দুরে চঞ্চল করে তোলো আমায় হৃদয়, কঠিন শীতের জড়তা কাটিয়ে বসন্তের সব রঙ নিয়ে ভরিয়ে তোলো তুমি আমার জীবন। থেকো যাও সারাটা জীবন।।
হুমায়ুন আহমেদ আছে আমাদের মাঝে,শাওন সর্ব গুণে গুণান্বিত। এজন্যই তার প্রেমে পড়েছিলেন হুমায়ুন আহমেদ। ভালোবাসা অমলিন। ২০২৪ এর এপ্রিল মাসের ২ তারিখ রাতে গানটা শুনে গেলাম।❤😢
যে হুমায়ুন স্যারকে আমরা হারিয়েছি সে হুমায়ুন স্যারের শূন্যস্থান আর কেউ পূরণ করতে পারবেনা, তবুও শাওন ম্যামের প্রতি অনুরোধ উনি যাতে যৎসামান্য হলেও স্যারের কৃতিত্ব ধরে রাখে আর আশা করি উনি অবশ্যই এটা পারবেন।স্যারের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। খালেদা..
হৃদয় নিঙড়ানো ভালোবাসা রেখে গেলাম কমেন্ট বক্সে,,দুনিয়া আধুনিক হয়েছে পোস্ট অফিসের গুরুত্ব কমেছে কিন্তু এখানে এসে দেখালাম হাজার হাজার মানুষের আবেগ জড়ানো কথা জমা পড়ে আছে??ইট পাথরের এই শহরে মারা গেলে মানুষ কত দিন আর মনে রাখবে?? কিন্তু বছরের পর বছর আমাদের সৃতি গুলো এখানে জমা পড়ে রইবে,,🥀🥀🥀🥀❤️❤️
হুমায়ন আহমেদ স্যার শাওন এর কথা ভেবেই কতটা আবেগ দিয়ে এই গান লিখেছেন সত্যি ভাবা যায়না। তবে শাওন ছাড়া এই গান আর কারো কন্ঠে এতটা পূর্নতা পেতনা। এটা একদম ধ্রুবতারার মতো সত্য। যেখানেই থাকুন ভালো থাকুন স্যার। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আপনি থাকবেন বাঙালির ঘরে ঘরে।
গানটি যতবার শুনি,,ততবারই তার কথা ও স্মৃতিগুলো মনে পরে।অমনিই মনটা খুব খারাপ হয়ে যায়।জানিনা তাকে কবে ভুলে যেতে পারবো।হে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দিও। দোয়া পৃথিবীর সকল ভালোবাসা ভালো থাকুক।
প্রথম যেদিন শুনেছি গানটা বিস্মিত হয়েছি।আজও শুনি,যতদিন বেঁচে আছি শুনে যাবো অপার বিস্ময় নিয়ে...কি যেন কি একটা আছে এই গানের মধ্যে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
সত্যিই গানটা অনেক সুন্দর। বাহিরে জুম জুম বৃষ্টি পড়ছে। পরিবেশটাই অসাধারণ, কিন্তু একজনকে খুব মিস করছি সে আমার প্রিয়তমা স্ত্রী। আমরা দুজনে একসাথে এধরনের গানগুলো প্রায়ই শুনি। আল্লাহর কাছে শুকরিয়া আমরা দাম্পত্য জীবনে অনেক সুখী। ৩০/৫/২০২২
শাওন বিতর্কিত হলেও শধু এই গানটির জন্য হুমায়ুন স্যারের সাথে তাকেও সবাই স্মরন করবে অনন্ত কাল। কি মায়াময় দরদ গানটিতে মিশে আছে। সাথে সাথে সুরকার এস আই টুটুলকেও মানুষ মনে রাখবে দীর্ঘকাল।
হুমায়ূন আহমেদ একটি আবেগঘন নাম একটা ভালবাসার নাম একটা মায়া জড়ানো স্মৃতিবিজড়িত নাম। লেখার ভাবনাচিন্তা কত কিছু খুঁজে পাই এই গানের মধ্যে সত্যিই লেখার জাদু সুরের জাদুকর যাদু সংমিশ্রিত তারমধ্যে। ভালোবাসা অবিরাম। যেখানেই থাকবেন ভাল থাকবেন লিজেন্ড।
আগেও শুনেছি এখন আরও বেশী বেশী করে শুনবো আপন জন হারানো কি ব্যাথা যদি ও হুমায়ূন আহমেদ এই গানের সৃষ্টি করছেন ভিন্ন অবস্থানে তবু মন কাঁদে আপন জনের জন্য মিলে যায় প্রিয় জন হারানো কষ্টের সাথে, দেখতে মন চায় আপনজন কে।
গান কিভাবে মানুষের মান-অভিমান,ভালো লাগা,ভালোবাসা,ভালোবাসার প্রিয় মানুষকে ছেড়ে চলে যাওয়া আবার তাকে কাছে ফিরে পাওয়ার আকুতি-মিনতি সবকিছুই এ গানটিতে খুজে পাওয়া যায়,এক কথায় অসাধারণ একটি গান
গায়কী অতুলনীয়। অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও শুভকামনা রইল। শাওন আফরোজ এ-র জন্য, ভালো থাকবেন। গান টা গাইতে চেষ্টা করেছিলাম পারিনি, এটা যেন শুধু ও গাইলেই (শাওন) মানায়। এত দরদ দিয়ে সম্ভব না। সময় পেলেই গানটা শুনি।মনটা কোথায় যেন ভেসে যায়। অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ।
মেহের আফরোজ শাওন আপুর গান টা কাল প্রথম শুনতে পেয়ে ১০০ বারের ও বেশি শুনেছি আজ এ পজন্ত- এই গান টা আপনি এতো সুন্দর নিখুত ভাবে করেছেন অন্য কোন গায়ক হলে এভাবে গাইতে পারতো না মনে হয়- 😍🤩 ২০৩০ সালের জন্য কমেন্ট টা রেখে গেলাম -
মন মানেনা কোনে আইন মনের উপর চলেনা কোনো যুক্তি হুমায়ুন sir এর বই পড়ে নাটক দেখে আমি মুগ্ধ আর শাওন তার নাটকের অভিনেত্রী sir যেসব চিঠি শাওন কে দিছে যেভাবে proposal দিছে এতে মন গলারি কথা
অসম্ভব ভালো লাগার একটি গান। এই গানটা আমি Headphone লাগিয়ে full sound দিয়ে শুনি। যতবার শুনি ততবারই মনটা শান্ত হয়ে যায়।2014 সাল থেকে এটি আমার পছন্দের গানের তালিকার প্রথম স্থানে আছে।
আহা কি গান কি সুর আবেগকে ধরে রাখতে পারি না মনের অজান্তে চোখের জল চলে আসে। কি হারিয়েছি কাকে হারিয়েছি এখন মর্মে মর্মে উপলব্ধি করছি কি অসাধারণ সুর কথা আর শাওন আপুর গাওকি বছর চলে যাচ্ছে ঈদ চলে যাচ্ছে কিন্তু হুমায়ুন স্যারের নাটক আর আমরা পাচ্ছি না আর কখনো পাবো না। স্যার আপনাকে অনেক মিস করি অনেক মিস করি।
এই সোতে আমি আমার হাসবেন্ড অ উপ্সথিত ছিলাম।শাওনের এই গানে পরিবেশ থমথমে অবস্থা হয়ে গেছিল।কারো চোখে পানিও ছিলো। এই গান বলার আগে শাওন এটা বলে ছিল অ জেন এখানে বসে আছে দরশক সারিতে। গান সেসে চলে আসবে।
তুমি যদি বেইমানি না করতে আমার সাথে। তাহলে মনে হয় এত সুন্দর একটা গান কখনো শোনা হতো না।কি সুখ পেলে আমাকে জীবিত লাশ বানিয়ে।স্মৃতি করে গেলাম এই কমেন্টটা পড়ে যে লাইক দিবে। আর সেই নোটিফিকেশন যখন আমার কাছে আসবে আবার আসবো গানটা শুনতে।🥲❤️🥲 সমাপ্ত
এখন স্যারকে, স্যারের ভাষা বোঝার বয়স হয়েছে, এখন স্যারকে খুব মিস করি। শাওন আপু অসাধারণ উপস্থাপন। আপু,আপনার জন্য খুব কষ্ট হয়, আপনি যে,কিভাবেই এতোটা শক্ত হয়ে থাকতে পারছেন!
২০২১ এ শেষ বারের মত এক জনকে নিয়ে শুনেছিলাম। আজকে আবার এক বছরের ও বেশি সময় পর শুনতে আসলাম। মনে হলো যেন ঠিক সেই মুহূর্তে আছি। গান, কথা, সূর সবটাই যেন মুহূর্ত ধারণ করে রাখে। কানে বাজলেই সেই মুহূর্তে চলে যাই।💖
আমি শাওনকে দেখিনা, দেখি হুমায়ুন আহমেদ এর প্রেমকে! সত্যি হুমায়ুন আহমেদ যেখানে থেমে গেছে সেখানে সারা পৃথিবীর হুমায়ুন প্রেমীরা থেমে যাবে। প্রতিটা পুরুষের জীবনে এমন একজন শাওন আসুক, থাকুক!💞
আহা জীবনের প্রথম প্রেম যখন এসেছিলো...!!! কত যে ভালো লাগতো সেই বাটন ফোন সাল ২০১২ ফোনের রিংটোন ছিলো অনেক বেশী পছন্দের এই গানটা প্রিয় আজ তুমি অন্য কারো হয়েগেছো আজও মনে পড়ে কিছু স্মৃতি আসলে কখনো ভোলার নয় অনেক গানের মধ্যে তোমার স্মৃতি জড়িয়ে আছে on of them this song ❤❤❤... আজও গানটা শুনলে সত্যি শুধু তোমাকে মনে পড়ে 😢
শাওন ম্যাম এর কণ্ঠ And Humayun Ahmed Sir এর লেখা... অপেক্ষার দেয়াল পেরিয়ে ময়ূরাক্ষীর পাড়ে হিমু হিসাবে আমাদের দাড় করিয়ে দেয়..যেখানে আমরা নিরবতায় হেটে আমাদের রূপার জন্য অপেক্ষামান থাকি....
গানটা যতবার শুনি ততবার শুধু কান্না করি, খুব কষ্টের গানটা, আর পৃথিবীতে যত মানুষ তার ভালোবাসাকে হারিছে তাদের জীবনের কষ্টের প্রতিচ্ছবি এই গানটা 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
পৃথিবীর সবকিছু নাকি ভালোবাসার কাছে মূল্যহীন। ধন, দৌলত, রূপ, যশ খ্যাতি সবই। তেমনি শাওনকে লোকে যতোই খারাপ বলুক, বাজে কথা বলুক সেসবকিছু হুমায়ুনের প্রতি শাওনের ভালোবাসার কাছে জাস্ট কিচ্ছু না❤️❤️
ভালোবাসি তোমায় শাওন, আমাদের হুমায়ুনকে ভালোবাসার জন্য❤️❤️
মেহের আফরোজ শাওন!জানি না আপনার কন্ঠে কি জাদু আছে!
কমেন্ট না করে পারলাম না!আমার ধারণা হয়তবা ২০৫০ সালে ভবিষ্যৎ প্রজন্মকে এই গানটি শুনতে আসবে!
এটা সঠিক কথা
🤫
😢😢😢
Vai ajj AR Akbar sune jan
শাওন বহুগুণে গুণান্বিত একজন শিল্পী ❤❤❤
প্রিয় মানুষের লেখা গুলো হয়তো এভাবেই কদর দিয়ে বলা যায় অথবা গাওয়া যায় চোঁখের পানি ফেলতে ফেলতে,,,,,গানটা আমার প্রতিদিন রুটিন শুনতেই হবে,,,,এই শুনতে শুনতে কয় প্যাকেট সিগারেট যে শেষ করেছি আকাশের দিকে তাকিয়ে হিসেব রাখা অসম্ভব,,,চরম ভাবে গেছে গেছে গানটা মনের মধ্যে।
২০২৩ সালের ১৯শে জুলাই,স্যারের ১১ তম মৃত্যুবার্ষিকীতে খুব মনে পড়ছে স্যারের কথা গুলো।আপনি আজীবন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। ❤❤❤
Ato bososr hoye gece ? kon dik diye jay shomoy ?
বহু গুণে গুণান্বিত শাওন, কিন্তু সবাই তাকে কেন অপছন্দ করে জানিনা
হুমায়ুন স্যার মনেহয় মুগ্ধ হয়েই শাওনের প্রেমে পড়েছিলেন
গান গাওয়ার সময় শাওনের চোখে পানি চলে আসা থেকেও ধারণা করা যায় এখনো উনি হুমায়ুন স্যার কে কতটা ভালোবাসেন 💜💜💜
নিসন্দেহে শাওন একজন ভালো অভিনেতা ও গায়িকা কিন্তু ওনার উচিত হয় নি হুমায়ুন আহমেদ কে বিয়ে করা
@@bacetofuture4103 একদম ঠিক কথা বলেছেন বলে আমি মনে করি
@@bacetofuture4103 কারো ব্যাক্তিগত জীবন নিয়ে কথা বলাটা কতটা যৌক্তিক?
@@bacetofuture4103 বিয়ে করে কি এমন ভূল করেছে আপনি বলেন তো?
কে কখন কাকে কেন ভালোবাসে শুধু সেই যানে সারা দুনিয়া শুধু দুশ খোঁজে যায়। কার প্রেমে কে কেন পরে শুধু দু জন ভালোবাসর মানুষই সেটা বুঝতে পারে 🥹🥹🥹🥹🥹
কথা, সুর ও গায়কি; একটার চেয়ে একটা কম না।
তবে কথাগুলো অন্যরকম, শুনলেই মন উতালা হয়ে যায়, ভেতরে কেমন জানি করে, একটা হাহাকার সৃষ্টি করে হৃদয়ের গহীনে। কতকিছু মনে পড়ে যায়!
হুম হৃদয় সর্প্শ গান
আসলেই গানটা শুনলে মনটা কিভাবে জানি উদাস হয়ে যায়। কৃতিত্ব কি শাওনের গায়কীতে নাকি হুমায়ূন আহমেদের লেখার কারণ আমি ঠিকভাবে বুঝতে পারি না।
@@abdulmazed9163
আমার মনে হয় দু'টোর ই অবদান আছে। তবে কথার অবদান বেশি বলে মনে হয়।
হুম ঠিক বলেছেন।
দারুণ বলেছেন।
হৃদয় স্পর্শ করতে যা যা প্রয়োজন এর সবটুকুই এ গানে শাওন আপু আর হুমায়ূন স্যার ঢেলে দিয়েছেন। মনের মাধুর্য মিশিয়ে মানুষের অন্তরে এভাবেই দুজন জায়গা করে নিয়েছেন ♥।
Right
Ami sudhu
একজন কথার জাদুঘর আরেকজন কন্ঠের।
This is duo 🖤
যে চলে যাই সে কি আর ফিরে আসে,
তারপরও আমরা অপেক্ষা করি বছরের পর বছর যুগের পরে যুগ সেই মানুষ টার আশা নিয়ে 😥
জীবনে যদি শূন্যতা বলতে কিছু থাকে সেটা হলো প্রিয় মানুষের রেখে যাওয়া শূন্যতা যা পৃথিবীর অন্য কিছু দিয়ে পূরণ করা যাই না।
Ay sunnota puron hobar noi
"তুমি চলে এসো"............
আহা! বলার ভাষা নেই। চোখে পানি চলে এসেছেন।
হুমায়ুন স্যারের এই গানটা শাওন আপু ছাড়া এত ভালোবেসে সত্যি আর কেউ গাইতে পারতো না।ভালোবাসি খুব আপনাদের।
যদি মন কাঁদে,
তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়…
এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে
যদি কোমলও শ্যামলও ছায়।
চলে এসো, তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো, এক বরষায়…
যদিও তখন আকাশ থাকবে বৈরী,
কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি…
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো
তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে তুমি চলে এসো এক বরষায়…
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে
কদমও গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে
জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে..
চলে এসো, চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো, চলে এসো এক বরষায়…
অসাধারণ 🤗
অওওপপ
Miss u lovely
আজ ৯ মাস মাকে হারালাম।কিন্তু প্রতি দিন হাজার বার মনে পরে।ইচ্ছা হয় যদি কাছে পাইতাম মাকে বুকে জড়িয়ে বলতাম মা তুমাকে খুব ভালবাসি।তুমাকে ছাড়া খুব কষ্ট হয়।আল্লাহ তুমি আমার মা কে ভাল রেখ।
Sobor koren atim der kichu khabar dabar khawan samortho thakle ekta nolkup bedhe den manush pani khabe apnar mayer jonno dowa korbe. Amio same vai😢
😢😢
২০২৪ সালে কে কে শুনছেন???
২০১১ এই গান আমার সঙ্গী ছিল আজও আছে ২০২৪ ❤❤❤ প্রথম প্রেম কি আর ভুলা যায় ❤❤❤
শাওন যত গান গেয়েছে তার মধ্যে মাস্টারপিস এটা।
শব্দগুলো উচ্চারণের মধ্যে কেমন একটা মাদকতা আছে।ভালো থাকবেন হুমায়ূন আহমেদ ❤️
প্রিয়জন হারানোর বেদনা সেই জানে, হারিয়েছে যে...কথা আর সুর দুয়ের মাঝেই এক অপূর্ব ভাললাগার শূণ্যতা মনকে ছুয়ে যায়,,,
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ হযরত মুহাম্মদ (সাঃ) ] 🌹🌹🌹
amra jake hariyechi tar shunyosthan puron keu korte parbe na
are you mad, mohammad (sm) the father and this was a song to Dear Darling(husband)!,, kamruzzaman (so borders crossed bad for human beings)!
Jebon kano amon hoy! 😢😢😢
মদ খা মানুষ হ
Se beiman dokabaj jeneo to boka mon takeii chay.
তুমি এসো.... তবে কেবল বর্ষায় না, প্রতিটা ঋতুতে আমি তোমায় চায়।
গ্রীষ্মের খরতাপে জ্বালিয়ে তুমি বৃষ্টি হয়ে এসো শান্ত শীতল করে শরতের শিউলি হয়ে ঝরো আমার জীবনে, হেমন্তের কাচা মিঠে রোদ্দুরে চঞ্চল করে তোলো আমায় হৃদয়, কঠিন শীতের জড়তা কাটিয়ে বসন্তের সব রঙ নিয়ে ভরিয়ে তোলো তুমি আমার জীবন।
থেকো যাও সারাটা জীবন।।
Excellent ❤️❤️
একি অনুভূতি প্রকাশ করছি
আমি কি আসবো
Beautiful sentence.
বাহ, দারুণ তো। আপনার ইচ্ছে পুরন হোক
হুমায়ুন আহমেদ আছে আমাদের মাঝে,শাওন সর্ব গুণে গুণান্বিত। এজন্যই তার প্রেমে পড়েছিলেন হুমায়ুন আহমেদ। ভালোবাসা অমলিন।
২০২৪ এর এপ্রিল মাসের ২ তারিখ রাতে গানটা শুনে গেলাম।❤😢
গান টা শুনলেই কেন জানি কান্না পায়😭
এতটা হৃদয় স্পর্শ করে বলে বোঝানো সম্ভব না, ভালবাসি হুমায়ুন আহমেদ & মেহের আফরোজ শাওন, ভালবাসা অমর হোক
সুন্দর কথা...❤️❤️❤️
হিয়া মণি...
Ghorar annda...😬😬😬
যে হুমায়ুন স্যারকে আমরা হারিয়েছি সে হুমায়ুন স্যারের শূন্যস্থান আর কেউ পূরণ করতে পারবেনা, তবুও শাওন ম্যামের প্রতি অনুরোধ উনি যাতে যৎসামান্য হলেও স্যারের কৃতিত্ব ধরে রাখে আর আশা করি উনি অবশ্যই এটা পারবেন।স্যারের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। খালেদা..
2021 সালে কমেন্ট করে গেলাম...নিশ্চয়ই 2050 সালে এসেও নতুন প্রজন্ম জানতে পারবে এমন অসাধারণ গানও ছিলো আমাদের বাংলায়
হুমায়ূন আহমেদ স্যার বেচে থাকবেন তার অসাধারণ সৃষ্টির মাধ্যমে। ধন্যবাদ শাওন আপু, আপনার অসাধারণ পরিবেশনা।
আমার মনে হয় শাওন মেম ছাড়া এই গান কারো কণ্ঠে এত ভালো লাগতো না।
জাস্ট হার্ট টাচিং সং। এত আবেগ দিয়ে গাইলো মেম ❣️
কিছুই বলার নেই,,গান টা যত বার ই শুনেছি অতীত কে ভুলে গেছি চোখের কোনে ছলছল করছে ।
Same to u
হৃদয় নিঙড়ানো ভালোবাসা রেখে গেলাম কমেন্ট বক্সে,,দুনিয়া আধুনিক হয়েছে পোস্ট অফিসের গুরুত্ব কমেছে কিন্তু এখানে এসে দেখালাম হাজার হাজার মানুষের আবেগ জড়ানো কথা জমা পড়ে আছে??ইট পাথরের এই শহরে মারা গেলে মানুষ কত দিন আর মনে রাখবে?? কিন্তু বছরের পর বছর আমাদের সৃতি গুলো এখানে জমা পড়ে রইবে,,🥀🥀🥀🥀❤️❤️
😭😭😭😭❤️❤️❤️
ঠিক।
আপনি এত সুন্দর করে গুছিয়ে লেখেন কিভাবে. আমি তো কমেন্ট করতে গেলে কি লিখবো বুঝতে পারেনা মনের ভিতরে অনেক কথা আসে কিন্তু লিখতে পারিনা
হুমায়ন আহমেদ স্যার শাওন এর কথা ভেবেই কতটা আবেগ দিয়ে এই গান লিখেছেন সত্যি ভাবা যায়না। তবে শাওন ছাড়া এই গান আর কারো কন্ঠে এতটা পূর্নতা পেতনা। এটা একদম ধ্রুবতারার মতো সত্য।
যেখানেই থাকুন ভালো থাকুন স্যার। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আপনি থাকবেন বাঙালির ঘরে ঘরে।
গানটি যতবার শুনি,,ততবারই তার কথা ও স্মৃতিগুলো মনে পরে।অমনিই মনটা খুব খারাপ হয়ে যায়।জানিনা তাকে কবে ভুলে যেতে পারবো।হে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দিও।
দোয়া পৃথিবীর সকল ভালোবাসা ভালো থাকুক।
যে গান কখনো পুরাতন হবে না আমার কাছে,,,,,,,,,,,গানটা শুনলে মনটা শান্ত হয়ে যায়।ধন্যবাদ শাওন ম্যাম❤️
শাওন আপু তোমার গানটা শুনে কখন যে চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল বুঝতেই পারিনি।
এই গানটি আমাদের মাঝে সারাজীবন কালজয়ী গান হিসেবে চিহ্নিত থাকবে। সাওন ম্যাম,,, এতো সুন্দর ভাবে গাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🖤
প্রথম যেদিন শুনেছি গানটা বিস্মিত হয়েছি।আজও শুনি,যতদিন বেঁচে আছি শুনে যাবো অপার বিস্ময় নিয়ে...কি যেন কি একটা আছে এই গানের মধ্যে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
গানটি কখনই শেষ পর্যন্ত শোনা হয়নি।
শেষ হবার আগেই অতীতের কথা ভেবে, নিজের মাঝেই হারিয়ে গেছি বহুবার।
সত্যিই গানটা অনেক সুন্দর। বাহিরে জুম জুম বৃষ্টি পড়ছে। পরিবেশটাই অসাধারণ, কিন্তু একজনকে খুব মিস করছি সে আমার প্রিয়তমা স্ত্রী। আমরা দুজনে একসাথে এধরনের গানগুলো প্রায়ই শুনি। আল্লাহর কাছে শুকরিয়া আমরা দাম্পত্য জীবনে অনেক সুখী। ৩০/৫/২০২২
২০২২ সালে এসেও এই গানের কথাগুলো চোখে জল এনে দেয় 😍 হুমায়ুন আহমেদ আমার খুব খুব খুব প্রিয় ঔপন্যাসিক
same
মন যেমন পছন্দ ও তার তেমন
🌸
@@famousanimaltales4958 ❤❤❤❤❤❤❤❤❤q
❤❤
শাওন বিতর্কিত হলেও শধু এই গানটির জন্য হুমায়ুন স্যারের সাথে তাকেও সবাই স্মরন করবে অনন্ত কাল। কি মায়াময় দরদ গানটিতে মিশে আছে। সাথে সাথে সুরকার এস আই টুটুলকেও মানুষ মনে রাখবে দীর্ঘকাল।
কেমন এক দেশ যেখানে গেলে আর ফিরে আসতে পারাযায়না আর গানটা যত বার শুনেছি শরীরটা কেমন যাইনি শিয়রে উঠে
শাওন উনি নিজের হৃদয় দিয়ে নিজের মনের থেকে গানটি গেয়েছেন বলেই এত গভীরের গভীরতা!❤❤❤❤❤হৃদয়কে এমন ভাবে স্পর্শ করেছে যাহা ভাষা নেই কিছু বলার!!!!!
Jodi Mon Kade Tumi Chole Esho Ek Boroshay...Heart touching song...unbelievable singing song...
হুমায়ূন আহমেদ
একটি আবেগঘন নাম একটা ভালবাসার নাম
একটা মায়া জড়ানো স্মৃতিবিজড়িত নাম। লেখার ভাবনাচিন্তা
কত কিছু খুঁজে পাই এই গানের মধ্যে
সত্যিই লেখার জাদু সুরের জাদুকর যাদু সংমিশ্রিত তারমধ্যে। ভালোবাসা অবিরাম। যেখানেই থাকবেন ভাল থাকবেন লিজেন্ড।
🥰 হুমায়ুন ভক্ত দের দেখতে চাই 🥰
❤❤❤❤❤❤❤❤❤🌹❤❤❤❤🌹❤️🌹❤❤❤❤🌹❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤🌧️❤❤❤❤🌧️🪷🌧️❤❤❤❤🌧️❤❤❤❤❤❤❤❤
অসাধারণ গায়কী , সত্যিই ভালোবাসার শক্তি অসীম , ভালোবেসেই অজোস্র প্রতিকূলতার মাঝেই তাকে নিয়ে ছিল ,এখনও আছে এবং থাকবে "ভালোবাসার জয় এখানেই"
আগেও শুনেছি এখন আরও বেশী বেশী করে শুনবো আপন জন হারানো কি ব্যাথা যদি ও হুমায়ূন আহমেদ এই গানের সৃষ্টি করছেন ভিন্ন অবস্থানে তবু মন কাঁদে আপন জনের জন্য মিলে যায় প্রিয় জন হারানো কষ্টের সাথে, দেখতে মন চায় আপনজন কে।
গান কিভাবে মানুষের মান-অভিমান,ভালো লাগা,ভালোবাসা,ভালোবাসার প্রিয় মানুষকে ছেড়ে চলে যাওয়া আবার তাকে কাছে ফিরে পাওয়ার আকুতি-মিনতি সবকিছুই এ গানটিতে খুজে পাওয়া যায়,এক কথায় অসাধারণ একটি গান
কত যে কষ্ট গানটায়।অতীত কে ভুলে থাকার চেষ্টা করি কিন্তু পারি না। বারবার মনে করিয়ে দেয় সেই হারিয়ে যাওয়া পুরনো বেদনাকে😭😭
গানটা খুব ভালো লাগে ❤️❤️❤️ গান টা হৃদয় ছুঁয়ে যায়।
হুমায়ূন আহমেদ স্যার কে খুব বেশি মিস করি😥😥😥
গান টা হৃদয় ছুঁয়ে যায়।
Jokhon tini mara jay amr age cilo only 5 years ami tokhon kisu bujiei nai but akhon onek miss kori takay ami akjon tar oneeeeeek boro fan🙂🙂🙂🙂🙂🙂🙂
Tahole Gultekiner ki dosh silo shawn keno or ghor vanglo?
গানটির কথা ও সুর অনবদ্য ,আর শাওন অসাধারণ আপনার গায়কী, মন ছুঁয়ে যায় যতবার শুনি,চোখের জল বাঁধ মানে না, পশ্চিমবঙ্গ, হাওড়া থেকে।
গায়কী অতুলনীয়। অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও শুভকামনা রইল। শাওন আফরোজ এ-র জন্য, ভালো থাকবেন। গান টা গাইতে চেষ্টা করেছিলাম পারিনি, এটা যেন শুধু ও গাইলেই (শাওন) মানায়। এত দরদ দিয়ে সম্ভব না। সময় পেলেই গানটা শুনি।মনটা কোথায় যেন ভেসে যায়। অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ।
মেহের আফরোজ শাওন আপুর গান টা কাল প্রথম শুনতে পেয়ে ১০০ বারের ও বেশি শুনেছি আজ এ পজন্ত- এই গান টা আপনি এতো সুন্দর নিখুত ভাবে করেছেন অন্য কোন গায়ক হলে এভাবে গাইতে পারতো না মনে হয়- 😍🤩 ২০৩০ সালের জন্য কমেন্ট টা রেখে গেলাম -
অসংখ্যবার গানটি শুনেছি।
সত্যিই হুমায়ূন আহমেদ স্যার কিংবদন্তি। সাথে শাওনের কণ্ঠ, সুর এবং এক্সপ্রেশন অসাধারণ। স্যারের প্রতি ভালোবাসার এক অনবদ্য এই গান।
শাওন আপুর এই গানটা আমার খুবই ভালো লেগেছে । সাথে সাথে ডাউনলোড করে নিলাম । হৃদয়স্পর্শী গান অসাধারন গাইছেন ।
প্রিয়জনকে ফিরে পাওয়ার এমন আকুলতা! একেবারে অন্তরে নাড়া দিয়ে যায়❤️❣️❣️❣️❣️❤️
মন মানেনা কোনে আইন মনের উপর চলেনা কোনো যুক্তি হুমায়ুন sir এর বই পড়ে নাটক দেখে আমি মুগ্ধ আর শাওন তার নাটকের অভিনেত্রী sir যেসব চিঠি শাওন কে দিছে যেভাবে proposal দিছে এতে মন গলারি কথা
কি লিখবো কন্ঠ জাদুকর শাওন আপুর জন্য ভাষা খুজে পাইনা,শুধু বলবো অসাধারণ মেধাবী এক নারী
মেহের আফরোজ শাওন সত্যি সত্যিই অসাধারণ।
যদি সত্যি সে আবার চলে আসতো।তাকে কখন আলাদা হতে দিতাম না।ভুলে যাওয়া অনেক স্মৃতি এই গান টা মনে করিয়ে দিল আবার তার জন্য বুকের ভিতরটা হাহা কারে ভরিয়ে উঠলো
শাওন তুমি আমার অনেক প্রিয়ো একজন শিল্পী,,, অনেক ভালো লাগে তোমার ভয়েজ,,love u so much 😍😍😘😘
শাওন এর মেয়ের নামের সাথে তোমার নামের অনেক মিল আছে। তাই তুমি এই মহিলাকে পছন্দ কর না?
হুমায়ুন আহমেদ স্যার জীবন্ত। তার সাহিত্য তার সৃষ্টি দেখলে মনে হয় তার মাঝে তিনি মিশে আছেন।❤️🌼
অসম্ভব ভালো লাগার একটি গান। এই গানটা আমি Headphone লাগিয়ে full sound দিয়ে শুনি। যতবার শুনি ততবারই মনটা শান্ত হয়ে যায়।2014 সাল থেকে এটি আমার পছন্দের গানের তালিকার প্রথম স্থানে আছে।
কান্না চলে আসলো গানটা শুনে।
আমাদের একজন কিংবদন্তী হুমায়ূন আহমেদ ছিলেন!
মেহের আফরোজ শাওনের ভয়েজ🖤
হুমায়ুন সার আপনাকে খুব মিস করি। সৃষ্টিশীলতার জায়গা থেকে আপনার উপর কেউ নেই। ওপারে ভালো থাকবেন সার❤️
যে পথে উনি চলে গেছে আর ফেরার পথ নাই।তোমাকেও ওই পথে যেতে হবে।তাই এখনো সময় আছে আল্লাহ্র পথে আসো।
Abr RUclips o deksen abr gen o
Apni e ba kno ganta dekcen?
এসব চরিত্রহীনদের সমাজ থেকে বের করে দেওয়া উচিত
এইটা গান দেখতে আইসা তোর মনে পড়ছে হ্লার পুত😡
আবাল মার্কা কমেন্ট
শাওন ম্যামের গলায় গানটা শুনে মন ভরে যায়। অদ্ভূত গায়কী ,এক কথায় অসাধারণ।
সে যে গায়িকা, তার কণ্ঠ যে এতো সুন্দর জানতামি না।
আবার এই গান অসংখ্য বার শুনেছি। কিন্তু তার কণ্ঠে গাওয়া এই গলা,আমি জানতামি না
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।
RIGHT
No doubt.
I believe in heart and soul.
Seta vi sobai jane
Tai like pawar jonno asob korar kono jukti nai
এখানে কি করছিস?
পর্নহাবের নিচেও মনেহয় তোর কমেন্ট দেখলাম 😁
এ যেন এক মেঘ কালো আবেগ,, একবার ভয়ে বিজলীর মতো বুক কেপে উঠে,, আরেকবার দুঃখে চোখে বৃষ্টি নেমে পড়ে।
💘💘💘
অসাধারণ,, মন ছুয়ে যায়। শাওনের গাওয়া বেস্ট গান।
Yes
আহা কি গান কি সুর আবেগকে ধরে রাখতে পারি না মনের অজান্তে চোখের জল চলে আসে। কি হারিয়েছি কাকে হারিয়েছি এখন মর্মে মর্মে উপলব্ধি করছি কি অসাধারণ সুর কথা আর শাওন আপুর গাওকি বছর চলে যাচ্ছে ঈদ চলে যাচ্ছে কিন্তু হুমায়ুন স্যারের নাটক আর আমরা পাচ্ছি না আর কখনো পাবো না। স্যার আপনাকে অনেক মিস করি অনেক মিস করি।
হুমায়ুন আহমেদ বাংলার বুকে যে উজ্জ্বল দৃষ্টান্ত মূলক অবদান রেখে গেছেন।তা কখনো ভুলবার মতো না।
অনেক ভালোবাসি শ্রদ্ধেয় হুমায়ুন স্যার আর শাওন ম্যামকে❤❤❤❤❤❤❤
যতবার ''চলে এসো'' কলি টা বলছিল আর শাওন আপুর এক্সপ্রেশন সত্যিই বেদনাদায়ক।
@@Pretty_girl1224 nnnnn. nnb. nnn yyyyyyyyyy6hyhhhjhyyy
@@Pretty_girl1224 8888iiiiiiII33333oii3oo39ooOi883i3o3oo3i88
ন
স
..
চির সবুজ,চির অমলিন, চির অমর এক গান... হাজার বছর পরেও এ গান আজকের মতোই কাদাবে, আবেগে, অনুভবে ভাসাবে...! 3021 সালেও এ গান হবেনা পুরোনো...!
এই আবেগটা শাওন কি ভাবে ধরে রেখেছে আমি আজ ও বুঝতে পারি না। বড্ড কঠিন কাজ এটা।
আমি বিগত ১০ বছর যাবৎ এই গানটি মাঝেমাঝে শুনি গানটি এমন ভাবে সুর,গানের কথা,গান গাওয়া সবই ছিলো অসাধারণ, মাঝেমাঝে চোখে জল চলে আসতো
এই সোতে আমি আমার হাসবেন্ড অ উপ্সথিত ছিলাম।শাওনের এই গানে পরিবেশ থমথমে অবস্থা হয়ে গেছিল।কারো চোখে পানিও ছিলো। এই গান বলার আগে শাওন এটা বলে ছিল অ জেন এখানে বসে আছে দরশক সারিতে। গান সেসে চলে আসবে।
১০ মাস পেটে
-৩ বছর বুকে আর------!
সারাজীবন দোয়ায় করে
সে হচ্ছে আমাদের প্রিয় একটি নাম
❤❤❤"মা"❤❤❤
সত্যি অতুলনীয় গান শুনতে মন চায় বার বার। ধন্যবাদ শাওন আপুকে।
তুমি যদি বেইমানি না করতে আমার সাথে। তাহলে মনে হয় এত সুন্দর একটা গান কখনো শোনা হতো না।কি সুখ পেলে আমাকে জীবিত লাশ বানিয়ে।স্মৃতি করে গেলাম এই কমেন্টটা পড়ে যে লাইক দিবে। আর সেই নোটিফিকেশন যখন আমার কাছে আসবে আবার আসবো গানটা শুনতে।🥲❤️🥲 সমাপ্ত
প্রিয়জনকে ফিরে পাওয়ার সে কী আকুল আবেদন!! 💜💜
জিবনে কোন কিছুর প্রেমে পড়লে সেটা হল হুমায়ুন আহমেদ স্যারের লেখার প্রেমে
আমার কিছু বলার নেই,
তবে অনেক খারাপ লাগতেছে,
এইটা ভাবলে যার লেখা গান।
আর যে গাইতেছে,
দুইজনি এক সময় কত আপন ছিলো।
একজন মাটির ঘরে,
আরেক জন ভব মাঝারে।।
R8
Amro onk kharap lage Humayun sir shawon apar kotha vable
Nice song
@@mithilaafrinhiya2933 ham
Valo manush gulo besi din thake na .
এখন স্যারকে, স্যারের ভাষা বোঝার বয়স হয়েছে, এখন স্যারকে খুব মিস করি। শাওন আপু অসাধারণ উপস্থাপন।
আপু,আপনার জন্য খুব কষ্ট হয়, আপনি যে,কিভাবেই এতোটা শক্ত হয়ে থাকতে পারছেন!
কে কে ২০২৪ সালে গানটি শুনছেন ❤
আমি,, আমার খুব প্রিয় এই গানটি ❤❤
Ami sunchi tobe cokhe pani dhore rakhte parini😢😢
আমি শুনি তো
আমি
তোমাদের সাথে আছি
২০২১ এ শেষ বারের মত এক জনকে নিয়ে শুনেছিলাম। আজকে আবার এক বছরের ও বেশি সময় পর শুনতে আসলাম। মনে হলো যেন ঠিক সেই মুহূর্তে আছি। গান, কথা, সূর সবটাই যেন মুহূর্ত ধারণ করে রাখে। কানে বাজলেই সেই মুহূর্তে চলে যাই।💖
হুমায়ূন আহমেদ sir
আমাদের মাঝে ছিলো আছে এবং সারাজীবন বেঁচে থাকবে।
এক কথায় অসাধারণ
মনে অনেক কষ্ট লাগে
এমন গান শুনলে
কোথায় যেনো হারিয়ে যায়
I love you mem
গান টা হৃদয় ছুঁয়ে য়ায। হুমায়ূন আহমেদ স্যার কে খুব বেশি মিস করি😥😥
The way she sang, I got mesmerised by her melodious voice, her passionate presentation and so on. Superb performance.
সে আর আসবে না... তার নাকি আমার প্রতি অনুভূতিই নেই অথচ কতো স্মৃতি ছিলো দুজনার
😭
হৃদয় ছুঁয়ে দিয়ে গেলো কমেন্ট টা।
কে কে ২০২১ এ গানটা শুনছেন?!🤗
Hala spammer
Yahh... Mind blowing 🥰🥰🥰
দাদাভাই আমিও অহন শুনতে আইছি
Ami✋
Ami😃😀
ভালোবাসা অবিরাম হুমায়ুন আহমেদে স্যার এবং শাওন ম্যাম ❤️❤️❤️
আমি শাওনকে দেখিনা, দেখি হুমায়ুন আহমেদ এর প্রেমকে! সত্যি হুমায়ুন আহমেদ যেখানে থেমে গেছে সেখানে সারা পৃথিবীর হুমায়ুন প্রেমীরা থেমে যাবে। প্রতিটা পুরুষের জীবনে এমন একজন শাওন আসুক, থাকুক!💞
২০২3 সালে এসেও এই গানের কথাগুলো চোখে জল এনে দেয় 😍 হুমায়ুন আহমেদ আমার খুব খুব খুব প্রিয় ঔপন্যাসিক
Right
সত্যি বলতে অসাধারণ একটা গান, অনেক ভালো লাগে গানটা 👌👌👌👌
কাউকে ডাকার এত আকুলতা তবুও কেউ ফিরে আসে না
গান ও সুরের যাদু যেনো কোথায় নিয়ে যায়, যায় কোন অলোকদূরে যেথায় জুমবৃষ্টি আছে, কদম আছে, আছে জলভড়া মাঠ! ♥♥♥
আহা জীবনের প্রথম প্রেম যখন এসেছিলো...!!! কত যে ভালো লাগতো সেই বাটন ফোন সাল ২০১২ ফোনের রিংটোন ছিলো অনেক বেশী পছন্দের এই গানটা প্রিয় আজ তুমি অন্য কারো হয়েগেছো আজও মনে পড়ে কিছু স্মৃতি আসলে কখনো ভোলার নয় অনেক গানের মধ্যে তোমার স্মৃতি জড়িয়ে আছে on of them this song ❤❤❤... আজও গানটা শুনলে সত্যি শুধু তোমাকে মনে পড়ে 😢
শাওন ম্যাম এর কণ্ঠ
And Humayun Ahmed Sir এর লেখা...
অপেক্ষার দেয়াল পেরিয়ে ময়ূরাক্ষীর পাড়ে হিমু হিসাবে আমাদের দাড় করিয়ে দেয়..যেখানে আমরা নিরবতায় হেটে আমাদের রূপার জন্য অপেক্ষামান থাকি....
গানটা যতবার শুনি ততবার শুধু কান্না করি, খুব কষ্টের গানটা, আর পৃথিবীতে যত মানুষ তার ভালোবাসাকে হারিছে তাদের জীবনের কষ্টের প্রতিচ্ছবি এই গানটা 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
সবচেয়ে প্রিয় গানটি 🎶🎶🎶
একজন প্রিয় মানুষের কাছ থেকে উপহার পেয়েছি 🥰🥰🥰
অদ্ভুদ একটা গান যতই শুনি ততই ভালো লাগে