মেয়েরা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে কি? Bangla Islamic Question | Professor Mokhter Ahmad

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 419

  • @md.rafiqulislam5381
    @md.rafiqulislam5381 Год назад +18

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে গুছিয়ে বুজিয়ে বলছেন ❤️❤️আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক🙂🙂

  • @esrat4980
    @esrat4980 3 года назад +14

    Alhamdulillah আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিও টা দেওয়ার জন্য
    আমি অনেকের কাছে জিজ্ঞেস করে হতাশ হয়েছিলাম কিন্তু এখন আমি নিজের সিদ্ধান্ত টা নিতে পারবো In Sha Allah 🥰

  • @ShaikhRohan24D
    @ShaikhRohan24D 3 года назад +24

    আলহামদুলিল্লাহ খুব ভালো কথা এরকম কথা কোন আলেমের কাছে আজ পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক।

  • @סמואלבןיצחק
    @סמואלבןיצחק 4 года назад +42

    হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন,
    عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهَا، فَنِكَاحُهَا بَاطِلٌ»، ثَلَاثَ مَرَّاتٍ «فَإِنْ دَخَلَ بِهَا فَالْمَهْرُ لَهَا بِمَاأَصَابَ مِنْهَا، فَإِنْ تَشَاجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ»
    “যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে, তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল। এরপর স্বামী যদি তার তার সাথে মিলামিশা করে তবে সে মহরের অধিকারী হবে স্বামী তার সাথে মেলামেশা করার কারণে। আর যদি তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তবে যার অভিভাবক নেই, বাদশাই তার অভিভাবক বলে বিবেচিত হবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-১৮৭৯, সুনানে তিরামিজী, হাদীস নং-১১০২, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৮৭৯}
    এ হাদীস দ্বারাই বুঝা যাচ্ছে যে, এখানে বিবাহ অবৈধ হয়ে যাওয়া উদ্দেশ্য নয়। কারণ হাদীসের পরের অংশে বলা হচ্ছে, স্ত্রী মোহরের অধিকারী হবে। যদি বিবাহ বৈধই না হতো, তাহলে মোহর আবশ্যক হওয়ার কথা আসছে কেন? মোহরতো বিবাহের মাধ্যমে আবশ্যক হয়। বিবাহ ছাড়া আর্থিক জরিমানার জন্য ব্যবহৃত হয় আরবী عقرا শব্দ ব্যবহৃত হয়। অথচ এখানে ব্যবহৃত করা হয়েছে মোহর (مَهْرُ) শব্দ । যা বিবাহের সাথে খাস। সুতরাং বুঝা যাচ্ছে এখানে আসলেই বিবাহ অবৈধ হয়ে যায়, এটি উদ্দেশ্য নয়। বরং ধমকী দেয়া উদ্দেশ্য। যেন অভিভাবকদের না জানিয়ে মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়।
    আরেকটি বিষয় হলো উক্ত হাদীস দ্বারা উদ্দেশ্য হলো, অভিভাবক ছাড়া বিয়ে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হয়, সম্পূর্ণ অবৈধ নয় ৷ কারণ, যে অভিভাবক মেয়েকে লালন পালন করল, তাকে না জানিয়ে বিয়ে করাটাতো ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণই । তাই বলা হয়েছে তা বাতিল। বাতিল মানে ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। বিয়ে সহীহ ও বৈধ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই

    • @yasminakter6455
      @yasminakter6455 3 года назад

      Rigjt

    • @HasiburRahman-ug3mp
      @HasiburRahman-ug3mp 3 года назад +1

      ভাই এতো কিছু বলতে হচ্ছে হযরত আয়েশা (রাঃ) যে হাদিসটি বর্ণনা করেছেন তা منسوخ বা রহিত হয়ে গিয়েছে। উসূলে হাদিসের নিয়ম অনুযায়ী যে হাদিসটি বর্ণনার কারীর বিপক্ষে যায় সেই হাদিস টি রহিত হয়ে যায়। কারণ অন্য একটি হাদিসে আছে হযরত আয়েশা রাঃ নিজের ভাতিজা হযরত হাফসা রাঃ এর বিয়ে অভিভাবকের অনুমতি ছাড়া করিয়েছেন। এমন আরো অনেক মেয়ে ছিল যাদের বিয়ে হযরত আয়েশা রাঃ নিজেই অভিভাবকদের অনুমতি ছাড়া করাতেন। এই হাদিসটির সমাধান উসূলুশ শাশী তে خاص এর অধ্যায়ে বিস্তারিত আছে

    • @pirategamer1042
      @pirategamer1042 3 года назад

      @@HasiburRahman-ug3mp নফসের অনুসরণ

    • @pirategamer1042
      @pirategamer1042 3 года назад +1

      @@HasiburRahman-ug3mp হাদিসের অপব্যাখ্যা

    • @truefaith1718
      @truefaith1718 2 года назад

      @@HasiburRahman-ug3mp কোরআনের আয়াত তো রহিত হয় নাই।
      কোরআনে নারীদের বিয়ে দিতে বলা হয়েছে,,পুরুষের মতো বিয়ে করতে বলা হয় নাই।
      শুধুমাত্র তালাকপ্রাপ্তা নারীকে তার পূর্বস্বামীকে বিয়ে করার অধিকার দেওয়া হয়েছে অভিভাবকের অনুমতি ছাড়া,,
      কারণ ইসলামে পুরুষের মৌখিক তালাক বৈধ,
      সুতরাং, ইদ্দত শেষ হয়ে গেলে ফিরে যাওয়ার জন্য বিয়ের প্রয়োজন হয়।
      যার সাথে স্বাভাবিক মেয়েকে বিয়ে দেওয়ার কোনো ঘটনা নেই।

  • @ferdoushibintayrahman6443
    @ferdoushibintayrahman6443 4 года назад +61

    আলহামদুলিল্লাহ! ভালো লাগলো এই আলোচনা।দীর্ঘ দিনের প্রশ্নের উত্তর খুঁজে পেলাম।🌺

    • @sathihasan8494
      @sathihasan8494 2 года назад

      Ami buji ni aktu bolban

    • @sofikbabu357
      @sofikbabu357 2 года назад

      ভাই একজনের কথায় উত্তর খুঁজে পেলেন, আরো আলোচনা শুনেন,। যেমন আব্দুল্ল জাহাঙ্গীর। কারী ইব্রাহিম এদের ওয়াজ শুনেন

    • @RQueen-xs7db
      @RQueen-xs7db 3 месяца назад

      R cheler ma jodi kosom dei .vular jonno Tahole ki chele parbe paliye biye korte .kintu pore mene jabe jodi paliye biye korle ak poribar raji onno poribar raji na .cheler ma raji na.

  • @honeyparo4609
    @honeyparo4609 4 года назад +26

    একটা ছেলে দ্বীনদার না কিন্তু সে একটি মেয়েকে পছন্দ করে। মেয়েটি তাকে বলে যদি ছেলেটি দ্বীনের পথে ফিরে আসে তাহলে সে তাকে বিয়ে করবে। এখানে একটি বিষয় আছে যে ছেলেটি বেকার কিন্তু মেয়ের বাবা মেয়েটিকে সরকারি চাকরি করে এমন ছেলে ছাড়া বিয়ে দিবে না। এর ফলে মেয়েটির বয়স অনেক হয়ে গিয়েছে এবং সে বিভিন্ন ধরনের জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে যেমন হাত, চোখ, মন কিন্তু মেয়েটি নামাজ রোজা করে। সে তার মায়ের কাছেও বলেছিলো তার বিয়ের কথা কিন্তু তারা বেশি গুরুত্ব দেয় নি। তাই সে এইসব থেকে ফিরে আসার জন্য ছেলেটির প্রস্তাবে রাজি হয়েছে। তারা নিজেরাই বিয়ে করতে চাইছে তাদের বাবা মা কে না জানিয়ে কারণ তারা হারাম রিলেশনে থাকতে চায় না। তবে পরে যখন ছেলেটি মেয়েটির দায়িত্ব নেওয়ার মত সাবলম্বী হবে মানে একটা চাকরি পাবে তখন তারা পরিবারের সবাইকে জানাবে। তো এমন অবস্থা মেয়েটি যদি বাবা মা কে না জানিয়ে একাই বিয়ে করে তাহলে তার বিয়ে করাটা কি হালাল হবে বা কবুল হবে?? উত্তরটা খুবই প্রয়োজন। দয়া করে উত্তরটা দিবেন।

    • @edsabbirhossain4720
      @edsabbirhossain4720 2 года назад +1

      Same situation a

    • @israfilsorkar6572
      @israfilsorkar6572 Год назад

      অবশ্যই হালাল হবে

    • @rafiuzzamanrabbi3496
      @rafiuzzamanrabbi3496 Год назад

      অবশ্যই হালাল হবে

    • @rafiuzzamanrabbi3496
      @rafiuzzamanrabbi3496 Год назад +4

      আজকাল এরকম বাবা মা অনেক আছে যারা তাদের সন্তানদের প্রতি খুবই জুলুম নির্যাতন করে সন্তানদের মতামত কে প্রাধান্য দেয়না.... আল্লাহ তাআলা এইসব বাবা মাকে হেদায়েত দান করুন আমীন

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      @@rafiuzzamanrabbi3496
      অভিভাবকের অনুমতি ছাড়া মুসলিম বিয়ে হবে না,
      সেটা পাত্রীর বয়স ৬ হোক আর ২৬
      যারা অবৈধ প্রেম করে,
      তারাই আসলে এ ধরণের প্রশ্ন করে।
      তাছাড়া, নারী পাচারকারীরা তো সক্রিয়।
      কোনোমতে একটা মেয়েকে পটিয়ে কৌর্ট ম্যারেজ করে এরপর বিদেশে নিয়ে ৩ তালাক দিয়ে কারোও কাছে দাসী হিসেবে/ পতিতালয়ে বিক্রি করে দিলে তো হাতে অনেক টাকা আসবে।
      নারী বয়স ৭/২৭ হোক না কেনো,
      তার অভিভাবকবিহীন বিয়েকে রাসূল ( সাঃ) বাতিল ঘোষণা করেছেন,
      ঠিক যেমন ইসলাম ছাড়া কেউ অন্য দ্বীন গ্রহণ করলে অাল্লাহ্ র কাছে সেটা বাতিল।
      কোরআনে আল্লাহ্ সালাত কায়েম করতে বলেছেন,
      কিন্তু কী কারণে সালাত বাতিল,
      সেটা নবীজি জানিয়ে গেছেন।
      এমনকি কোরআনে কোথাও নারীদের বিয়ে করতে বলা হয় নাই, বরং তাদের বিয়ে বলা হয়েছে,
      তার মানে অবশ্যই অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক।
      এমনকি যে নারীর অভিভাবক নেই, তার ক্ষেত্রে রাষ্ট্রের শাসককে অভিভাবকত্ব দেওয়া হয়েছে।
      পশ্চিমী নারী- পুরুষের সমান দিয়ে যা হইছে, তা হচ্ছে সমাজে লিভ টুগেদার ছড়ায় পড়ছে, বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্কের কারণে কত লোক ধর্ষণের মামলা খাটছে।
      অথচ নারীদের জন্য পর্দার ফরজ বিধান দেওয়া হয়েছে।
      সেখানেও আলেম রুপী জালেমরা মুখ খোলা নিয়ে মতভেদ করছে।
      যাই হোক,
      আপনার ৭ বছরের মেয়েকে কেউ আপনাকে না জানিয়ে বিয়ে করলে তখন বুঝবেন।

  • @sathisathi7265
    @sathisathi7265 3 года назад +7

    অনেক সুন্দর করে বুঝিয়েছেন,,, ভালো লেগেছে ধন্যবাদ

  • @MdJahangir-dk6yt
    @MdJahangir-dk6yt 5 лет назад +8

    অনেক ভালো লাগলো জাযাকাল্লাহ

  • @AbdurRahman-ze2xs
    @AbdurRahman-ze2xs 9 месяцев назад +1

    Jajakallahu shukran Ahsanul jaja

  • @sabbirhassan7530
    @sabbirhassan7530 3 года назад +5

    আলহামদুলিল্লাহ
    মনের মতো উত্তর খুজে পেলাম

  • @alamin_oficial
    @alamin_oficial 4 года назад +59

    তোমরা অনুসরণ কর, যা তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। [ সুরা আরাফ ৭:৩ ]

  • @PirojpurIslamicMedia
    @PirojpurIslamicMedia 5 лет назад +10

    আল্লাহু আকবার

  • @mohammadalamgir9219
    @mohammadalamgir9219 4 года назад +8

    সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য যিনি সৃষ্টি কুলের রব

    • @samsulbd7603
      @samsulbd7603 3 года назад

      ভাই আপনি মহান আল্লাহর নামটা সুন্দর করে লিখুন

  • @Md.MonirulIslam-jr6hx
    @Md.MonirulIslam-jr6hx 2 месяца назад

    Masha Allah Osharon

  • @mahmudulhasan488
    @mahmudulhasan488 5 лет назад +3

    Onek.Valo.Laglo..jajakallah. Khayer.

  • @shamimislamicsong8358
    @shamimislamicsong8358 4 года назад +3

    oshomvob sundor lagce

  • @rahatsarkar990
    @rahatsarkar990 5 лет назад +5

    ধন্যবাদ হুজুর

  • @tamannaparvin3246
    @tamannaparvin3246 5 лет назад +3

    Alhamdulillah khub sundor vabe bujhailen hurur

    • @panvisiontv
      @panvisiontv  5 лет назад

      অনেক ধন্যবাদ Panvision TV'র সাথে থাকার জন্য ।

  • @Yghbnjjhhnjj
    @Yghbnjjhhnjj Год назад

    Khub khub valo bolechen, onk kicoi sika r jana giyeche.

  • @sinthiyamoni9232
    @sinthiyamoni9232 2 года назад +1

    Alhumdulillah

  • @md.robiulaowal191bd9
    @md.robiulaowal191bd9 2 года назад +2

    আমিন

  • @asrafulhalder8949
    @asrafulhalder8949 4 года назад +2

    Khub sundor

  • @mohammadsumon7875
    @mohammadsumon7875 5 лет назад +5

    অসাধারন অালোচনা

  • @mdshahalam6212
    @mdshahalam6212 2 года назад

    আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচনা

  • @mdzakaria1915
    @mdzakaria1915 4 месяца назад

    আলহামদুলিল্লাহ ❤❤❤

  • @jannataraislam3231
    @jannataraislam3231 2 года назад +1

    আলহামদুলিল্লাহ!

  • @fatematasnim8804
    @fatematasnim8804 5 лет назад +2

    আলহামদুলিল্লাহ

  • @sepalamin196
    @sepalamin196 2 года назад +1

    মাআসাল্লা সুন্দর আলোচনা

  • @AbdurRahman-ze2xs
    @AbdurRahman-ze2xs 9 месяцев назад

    Alhamdulillah sheikh

  • @Aaa-yl2tq
    @Aaa-yl2tq 3 года назад +2

    আলহামদুলিল্লাহ শান্তি লাগলো আপনার আলো চলা শুনে সার

  • @MuskanKhan-ic1qg
    @MuskanKhan-ic1qg 2 года назад +1

    Alhamdullah ami ay prosne cintai chilam uttor pelam

  • @muhammadmehedihasan8403
    @muhammadmehedihasan8403 2 года назад

    মাশাআল্লাহ অনেক সুন্দর করে বুঝিয়ে দিলেন হুজুর

  • @hasanrazing6910
    @hasanrazing6910 10 месяцев назад

    উনার কথাগুলো যুক্তিক,কথা গুলো ভালোলেগেছে।

  • @রুমিআক্তার-ড৪ঝ

    খুব সুন্দর আলোচনা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন

    • @PirojpurIslamicMedia
      @PirojpurIslamicMedia 5 лет назад +1

      হ্যা।

    • @panvisiontv
      @panvisiontv  5 лет назад +1

      অনেক ধন্যবাদ Panvision TV'র সাথে থাকার জন্য । ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।

    • @atiqurrahman6186
      @atiqurrahman6186 Год назад +1

      সুন্দর

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      @@panvisiontv
      অভিভাবকের অনুমতি ছাড়া মুসলিম বিয়ে হবে না,
      সেটা পাত্রীর বয়স ৬ হোক আর ২৬
      যারা অবৈধ প্রেম করে,
      তারাই আসলে এ ধরণের প্রশ্ন করে।
      তাছাড়া, নারী পাচারকারীরা তো সক্রিয়।
      কোনোমতে একটা মেয়েকে পটিয়ে কৌর্ট ম্যারেজ করে এরপর বিদেশে নিয়ে ৩ তালাক দিয়ে কারোও কাছে দাসী হিসেবে/ পতিতালয়ে বিক্রি করে দিলে তো হাতে অনেক টাকা আসবে।
      নারী বয়স ৭/২৭ হোক না কেনো,
      তার অভিভাবকবিহীন বিয়েকে রাসূল ( সাঃ) বাতিল ঘোষণা করেছেন,
      ঠিক যেমন ইসলাম ছাড়া কেউ অন্য দ্বীন গ্রহণ করলে অাল্লাহ্ র কাছে সেটা বাতিল।
      কোরআনে আল্লাহ্ সালাত কায়েম করতে বলেছেন,
      কিন্তু কী কারণে সালাত বাতিল,
      সেটা নবীজি জানিয়ে গেছেন।
      এমনকি কোরআনে কোথাও নারীদের বিয়ে করতে বলা হয় নাই, বরং তাদের বিয়ে বলা হয়েছে,
      তার মানে অবশ্যই অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক।
      এমনকি যে নারীর অভিভাবক নেই, তার ক্ষেত্রে রাষ্ট্রের শাসককে অভিভাবকত্ব দেওয়া হয়েছে।
      পশ্চিমী নারী- পুরুষের সমান দিয়ে যা হইছে, তা হচ্ছে সমাজে লিভ টুগেদার ছড়ায় পড়ছে, বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্কের কারণে কত লোক ধর্ষণের মামলা খাটছে।
      অথচ নারীদের জন্য পর্দার ফরজ বিধান দেওয়া হয়েছে।
      সেখানেও আলেম রুপী জালেমরা মুখ খোলা নিয়ে মতভেদ করছে।
      যাই হোক,
      আপনার ৭ বছরের মেয়েকে কেউ আপনাকে না জানিয়ে বিয়ে করলে তখন বুঝবেন।

  • @mdrofiqul2126
    @mdrofiqul2126 3 года назад

    আমীন

  • @Faria0606
    @Faria0606 5 лет назад +3

    Ma sha Allah... Khub shundor boktobbo chilo..........

  • @MBMMubashwira
    @MBMMubashwira Год назад

    অসাধারণ অসম্ভব ভালো লাগলো হুজুর এর কথা গুলি❤️

  • @asmaakter8213
    @asmaakter8213 3 года назад +1

    মাশআল্লাহ।

  • @Mehedihasan-ht7rf
    @Mehedihasan-ht7rf 3 года назад +19

    জি হুজুর আপনার কথা শুনে। অনেক ভরসা করলাম । আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবো সামনের দিকে ইনশাআল্লাহ ।

  • @mahbubaakhter1300
    @mahbubaakhter1300 2 года назад

    Alhamdulillah.

  • @suggestforyou6250
    @suggestforyou6250 3 года назад +1

    সুন্দর আলোচনা

  • @fariyaislametu7891
    @fariyaislametu7891 3 года назад +2

    খুব সুন্দর আলোচনা মাশাল্লাহ

  • @AbdurRahman-ze2xs
    @AbdurRahman-ze2xs 9 месяцев назад

    Mashaallah

  • @rahimaakthertonni8133
    @rahimaakthertonni8133 5 лет назад +4

    alhamdulillah

  • @skzisun0007
    @skzisun0007 5 лет назад +5

    ভাল একটা মত পাইলাম

  • @harunrashid8623
    @harunrashid8623 2 года назад +9

    হযরত কতটা সহজ ভাবে বললেই হল যে বিয়েতে বাবা রাজি নেই সে বিয়ে বাতিল বাতিল বাতিল রাসুল সাল্লালাহ সালাম বলেছেন.......!!!

    • @nurulamintonmoy1273
      @nurulamintonmoy1273 Год назад

      ❤❤ সেটাই প্রিয় ভাই

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      অভিভাবকের অনুমতি ছাড়া মুসলিম বিয়ে হবে না,
      সেটা পাত্রীর বয়স ৬ হোক আর ২৬
      যারা অবৈধ প্রেম করে,
      তারাই আসলে এ ধরণের প্রশ্ন করে।
      তাছাড়া, নারী পাচারকারীরা তো সক্রিয়।
      কোনোমতে একটা মেয়েকে পটিয়ে কৌর্ট ম্যারেজ করে এরপর বিদেশে নিয়ে ৩ তালাক দিয়ে কারোও কাছে দাসী হিসেবে/ পতিতালয়ে বিক্রি করে দিলে তো হাতে অনেক টাকা আসবে।
      নারী বয়স ৭/২৭ হোক না কেনো,
      তার অভিভাবকবিহীন বিয়েকে রাসূল ( সাঃ) বাতিল ঘোষণা করেছেন,
      ঠিক যেমন ইসলাম ছাড়া কেউ অন্য দ্বীন গ্রহণ করলে অাল্লাহ্ র কাছে সেটা বাতিল।
      কোরআনে আল্লাহ্ সালাত কায়েম করতে বলেছেন,
      কিন্তু কী কারণে সালাত বাতিল,
      সেটা নবীজি জানিয়ে গেছেন।
      এমনকি কোরআনে কোথাও নারীদের বিয়ে করতে বলা হয় নাই, বরং তাদের বিয়ে বলা হয়েছে,
      তার মানে অবশ্যই অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক।
      এমনকি যে নারীর অভিভাবক নেই, তার ক্ষেত্রে রাষ্ট্রের শাসককে অভিভাবকত্ব দেওয়া হয়েছে।
      পশ্চিমী নারী- পুরুষের সমান দিয়ে যা হইছে, তা হচ্ছে সমাজে লিভ টুগেদার ছড়ায় পড়ছে, বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্কের কারণে কত লোক ধর্ষণের মামলা খাটছে।
      অথচ নারীদের জন্য পর্দার ফরজ বিধান দেওয়া হয়েছে।
      সেখানেও আলেম রুপী জালেমরা মুখ খোলা নিয়ে মতভেদ করছে।
      যাই হোক,
      আপনার ৭ বছরের মেয়েকে কেউ আপনাকে না জানিয়ে বিয়ে করলে তখন বুঝবেন।

  • @babyboywahlid5479
    @babyboywahlid5479 3 года назад +1

    আলহামদুলিল্লাহ শুনে খুব ভালে লাগলো

  • @ishratjahan1494
    @ishratjahan1494 Год назад +9

    বিবাহে অভিভাবকদের দোয়া নেয়া জরুরি। আলহামদুলিল্লাহ।

  • @mohammadalamgir9219
    @mohammadalamgir9219 4 года назад +12

    আল্লাহ আপনাকে উত্তম বিনিময় প্রদান করুক আমিন

  • @zarinrafa6673
    @zarinrafa6673 4 года назад +3

    অনেক ধন্যবাদ।অনেক ভালো সমাধান পেলাম।💜

  • @tanjilanasirnawrin221
    @tanjilanasirnawrin221 5 лет назад +6

    Masallah

  • @SamiaNurRoja
    @SamiaNurRoja 7 месяцев назад

    এই বিষয়ে ধাপে ধাপে বিস্তারিত বুঝিয়ে বলা হয়েছে এই ভিডিও তে❤

  • @sheikhburhanuddin8999
    @sheikhburhanuddin8999 4 года назад +1

    Thanks

  • @salimreza6164
    @salimreza6164 Год назад

    Thik

  • @thestraightpath5627
    @thestraightpath5627 3 года назад

    masallah khub vlo laglo...onk kisu jana holo

  • @rahamatalimondal4796
    @rahamatalimondal4796 Год назад +2

    অভিভাবক এর অনুমতি ব্যতীত বিয়ে বৈধ হলে সমাজের জন্য ক্ষতিকর।

  • @rajurajbd9044
    @rajurajbd9044 3 года назад

    Very nice Toking

  • @suriayaakttaer8406
    @suriayaakttaer8406 3 года назад +1

    অনেক ভালো লেগেছে কথা গুলো শুনে

  • @islameraloglpmedia483
    @islameraloglpmedia483 5 лет назад +5

    অনেক ধন্যবাদ

  • @Tarunnotv
    @Tarunnotv 4 года назад +1

    অনেক সুন্দর আলোচনা

  • @Assamese109
    @Assamese109 5 лет назад +1

    আতি সুন্দৰ

  • @rakib2077
    @rakib2077 3 года назад +6

    অভিভাবক ছাড়া পালিয়ে বিবাহ মানেই বিবাহের আগে অবৈধ সম্পর্ক যেটা হারাম ।

    • @truefaith1718
      @truefaith1718 Год назад

      অভিভাবকের অনুমতি ছাড়া মুসলিম বিয়ে হবে না,
      সেটা পাত্রীর বয়স ৬ হোক আর ২৬
      যারা অবৈধ প্রেম করে,
      তারাই আসলে এ ধরণের প্রশ্ন করে।
      তাছাড়া, নারী পাচারকারীরা তো সক্রিয়।
      কোনোমতে একটা মেয়েকে পটিয়ে কৌর্ট ম্যারেজ করে এরপর বিদেশে নিয়ে ৩ তালাক দিয়ে কারোও কাছে দাসী হিসেবে/ পতিতালয়ে বিক্রি করে দিলে তো হাতে অনেক টাকা আসবে।
      নারী বয়স ৭/২৭ হোক না কেনো,
      তার অভিভাবকবিহীন বিয়েকে রাসূল ( সাঃ) বাতিল ঘোষণা করেছেন,
      ঠিক যেমন ইসলাম ছাড়া কেউ অন্য দ্বীন গ্রহণ করলে অাল্লাহ্ র কাছে সেটা বাতিল।
      কোরআনে আল্লাহ্ সালাত কায়েম করতে বলেছেন,
      কিন্তু কী কারণে সালাত বাতিল,
      সেটা নবীজি জানিয়ে গেছেন।
      এমনকি কোরআনে কোথাও নারীদের বিয়ে করতে বলা হয় নাই, বরং তাদের বিয়ে বলা হয়েছে,
      তার মানে অবশ্যই অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক।
      এমনকি যে নারীর অভিভাবক নেই, তার ক্ষেত্রে রাষ্ট্রের শাসককে অভিভাবকত্ব দেওয়া হয়েছে।
      পশ্চিমী নারী- পুরুষের সমান দিয়ে যা হইছে, তা হচ্ছে সমাজে লিভ টুগেদার ছড়ায় পড়ছে, বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্কের কারণে কত লোক ধর্ষণের মামলা খাটছে।
      অথচ নারীদের জন্য পর্দার ফরজ বিধান দেওয়া হয়েছে।
      সেখানেও আলেম রুপী জালেমরা মুখ খোলা নিয়ে মতভেদ করছে।
      যাই হোক,
      আপনার ৭ বছরের মেয়েকে কেউ আপনাকে না জানিয়ে বিয়ে করলে তখন বুঝবেন।

    • @Ashiya-nk9yp
      @Ashiya-nk9yp 6 месяцев назад +1

      Gopone jina korar teke gopone bibaho kora valo

  • @tamannayesmin410
    @tamannayesmin410 3 года назад +3

    আমি যাকে পছন্দ করি সে দ্বীনদার,চরিত্র ভাল।কিন্তু তার অর্থ সম্পদ বেশি নাই।বেসরকারি চাকরি করে।সব মিলে বাবা-মা রাজি নই।সাময়িক পাপে লিপ্ত না হতে তাকে বিয়ে করতে চাই। এক্ষেত্রে কি করতে পারি?কেউ উত্তর দিলে অনেক উপকৃত হতাম।

  • @Sanatechworld
    @Sanatechworld 5 лет назад +6

    আলহামদুলিল্লাহ ভালো লাগলো,,,

  • @shamimanasrin5941
    @shamimanasrin5941 4 года назад

    ধন্যবাদ ।

  • @ibnumuhammadishaque
    @ibnumuhammadishaque 4 года назад +3

    جزاكم الله خير الجزاء

  • @סמואלבןיצחק
    @סמואלבןיצחק 4 года назад +1

    সালামা বিনতে আব্দুর রহমান রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক মেয়ে রাসূল ﷺ এর কাছে এল। এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার পিতা! কতইনা উত্তম পিতা! আমার চাচাত ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিল আর তিনি তাকে ফিরিয়ে দিলেন। আর এমন এক ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন যাকে আমি অপছন্দ করি। এ ব্যাপারে রাসূল ﷺ তার পিতাকে জিজ্ঞাসা করলে পিতা বলে, মেয়েটি সত্যই বলেছে। আমি তাকে এমন পাত্রের সাথে বিয়ে দিচ্ছি যার পরিবার ভাল নয়। তখন রাসূল ﷺ মেয়েটিকে বললেন---
    "এ বিয়ে হবে না, তুমি যাও, যাকে ইচ্ছে বিয়ে করে নাও"
    (সুনানে সাঈদ বিন মানসূর ৫৬৮, মুসন্নাফে আব্দুর রাজ্জাক ১০৩০৪, মুসান্নাফে ইবনে আবী শাইবা ১৫৯৫৩, দিরায়া ফী তাখরীজি আহাদিসীল হিদায়া ৫৪১)

    • @truefaith1718
      @truefaith1718 2 года назад

      মেয়েটি জোরপূর্বক বিয়ের শিকার হয়েছিলো,
      যে কারণে রাসূল ( সঃ) রাষ্ট্রপ্রধান হিসেবে ঐ মেয়েটির অভিভাবকত্ব নিয়েছেন এবং অনুমতি দিয়েছেন যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে শুধুমাত্র নির্দিষ্ট করে ঐ মেয়েটিকেই।
      উম্মতের সকল নারীকে বিয়ে দিতে বলা হয়েছে, করতে নয়।

    • @Tamannasiddiqa-h7g
      @Tamannasiddiqa-h7g 14 дней назад

      Acca ami onek koste aci baba nai 😢 kew biye dite cai na sobay gafel hoye gece.. amake ekjon imam masna biyer postab dice kintu ami premilite bolci kew raji naah akon ami jodi unake eka biye kri amar ki gunah hobe..tar teke valo kuno patto asew naah 😢

  • @robinsordar8957
    @robinsordar8957 5 лет назад +12

    আলহামদুলিল্লাহ তাহলে নিজেরা বিয়ে করে পাপ করেনি.........

    • @fathmajahan6166
      @fathmajahan6166 4 года назад +1

      taii

    • @faheemahmed5786
      @faheemahmed5786 4 года назад

      আসসালামু আ'লাইকুম
      মেয়ের বাবা কি রাজি ছিলেন?

    • @tazrianzaman1518
      @tazrianzaman1518 4 года назад

      @@faheemahmed5786 duniate sob baba ma ra j dindar sele chine biye dite parbe setar Kno thik ase? obosshoi mey er khetre babar dorker ase Tobe sele allahwala hole nijera o biye korte parbe cz mey er Babar mot er cheye mey er mot beshi important

    • @faheemahmed5786
      @faheemahmed5786 4 года назад +1

      @@tazrianzaman1518 আসসালা-মু আ'লাইকুম
      মেয়ের মতের গুরুত্ব থাকলেও বাবা বেচে থাকলে তার অনুমতি ছাড়া বিয়ে বাতিল। ইসলাম আবেগ অনুযায়ী পালন করা যাবে না, কোরান ও সহীহ হা'দীস অনুযায়ী পালন করতে হবে। তা না করলে আখিরাতে ভীষণ সাজা পেতে হবে।

    • @tazrianzaman1518
      @tazrianzaman1518 4 года назад

      @@faheemahmed5786 oalaikumas salam Bhai apni janen hoyto onk baba e mey er isshar baire biye diye nijder khoti nijerai dakse . Obboshoi biye abeg er boysh a houa uchit na r Babar mot er cheye Meyer mot beshi dorkar cz biye Babar na ,ata hoy to apni janen onk baba ra e mey k jena korte sere dey Kno khobor rakhe na aedik a mey Haram kaj suru kore seta to Allah Sara Keo dekhe na tai na? To apni ki mone koren na ..aekhan a abu hanifa (R) er niyom ta upojogi! Cz aekhan a bola hoise sele allahwala hote hbe din er upor otol thaka seler kotha bola hoise ,Amra sesh jomanay aci jenar theke ki ae biye uttom na! (Allahu alom)

  • @স্বপ্নীলআরশ

    আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি।বিয়ে করতে চাই,যদিও এখন যোগাযোগ নাই।কিন্তু আমাদের দু পরিবারই আমাদের পছন্দের কথা জানে।ছেলের পরিবার রাজী,কিন্তু ছেলের পরিবার টাকা পয়সা না থাকায় আমার আব্বু রাজী না।কিন্তু আমি ওরকাছে ওয়াদবদ্ধ যে অন্য কাউকে বিয়ে করবোনা।এমন কি আমি তাহাজ্জুদও পড়ি,দুজনেই নামাজ পড়ি। যাতে আব্বু সব মেনে নেয়।এমন অবস্থায় আমাদের কি করা উচিত? আমরা খুব করে চাই😭

  • @abirkhan7778
    @abirkhan7778 4 года назад

    Masha Allah....
    Vai.apnr kotha gulo amar khubi valo lagse

  • @lmanontobd4595
    @lmanontobd4595 4 года назад

    kub sundor

  • @rajurajbd9044
    @rajurajbd9044 3 года назад

    Right

  • @sisirsisir4726
    @sisirsisir4726 5 лет назад +3

    বাহহ কথা গুলো খুব ভালো লাগলো

  • @lifefastdielasthardworkdoo6513
    @lifefastdielasthardworkdoo6513 Год назад +1

    ❤️🌼

  • @lmanontobd4595
    @lmanontobd4595 4 года назад

    Mash allha kub sundor

  • @hawamoni2655
    @hawamoni2655 4 года назад +4

    হুজুর আমার এক শুভাকাঙ্ক্ষী একটা ছেলেকে পছন্দ করে সে পাঁচ ওয়াক্ত রোজা, নামাজ আদায় করে কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা কম এবং পাঁচ তালা বাড়ি বা তেমন সম্মতি নাই যার কারনে আমার সেই শুভাকাঙ্ক্ষীর পরিবার সেই ছেলের সাথে তার বিয়ে দিতে চাচ্ছে না। এখন সে মেয়েটির কি করনিও। সে কি নিজে নিজে বিয়ে করতে পারবে। ইসলামিক শরীয়তে কি জায়েজ হবে কিনা দয়া করে যদি জানাতেন তাহলে খুব উপকার হতো।

    • @mdsakibhasan7291
      @mdsakibhasan7291 3 года назад

      জানালে আমাকেও পাঠিয়েন

  • @boncell3817
    @boncell3817 5 лет назад

    Sukran sak

  • @nayamulbashar925
    @nayamulbashar925 4 года назад

    Alhamdulillah

  • @mdfaysalhossain6304
    @mdfaysalhossain6304 9 месяцев назад

    হুজুর আমার একটা কথা জানার ছিলো। আমি দেশে থাকা কালে চিন্তা করতাম কবে বিয়ে করবো কবে বিয়ে করবো। কিন্তু আমি বিদেশে আসার পর একের পর এক সমস্যা এবং বিপদে পড়তেছি যায়গা যায়গা আমি লাখ লাখ টাকা প্রতি মাসে দরা খাইতেছি। এই সব বিপদ দেখে আমি মনে মনে চিন্তা করছি এবং নিয়ত করছি আমি জিবনেও বিয়ে করবো না কারণ আমার চিন্তা হলো বিয়ে আগেই আমার একের পর এক বিপদ বিয়ে করে আবার কোন বিপদে পড়ি কিনা কারণ আমার এখন ১ পেট আমার বিপদের শেষ নাই বিয়ে পর তো আমার 2 পেট হবে তখন জদি আমার এর রকম অবস্থা ওই থাকে তাহলে আমি কি করবো। আর আমার মনে হচ্ছে আমি জদি বিয়ে করি তাহলে আমার বউ কে আমি ঠিক মত ভরণপোষণ দিতে পারবোনা কারণ বিপদ আর লোকসান আমার পিছু ওই চাড়ছে না। এখন ওই একটা দিন টেনশন ছাড়া থাকতে পারতেছি না বিয়ে করলে জদি আরো বিপদে পড়ি। এখন আমি মাজে মাজে স্বপ্ন দেখি আমার বিয়ে তবে আমি বিয়ে করবো না বলে এই দিন শেই দিক দৌড়াদৌড়ি করি বিয়ে করবো না বলে বাড়ি থেকে পালাতে চাইতেছি কিন্তু পরিবার বন্ধু বান্ধব আমাকে পালাতে দিচ্ছে না আমাকে জোর করে বিয়ে করাতে চাচ্ছে। আমি বার বার বলতেছি আমি বিয়ে করবো না এর পর ও সবাই আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। এই স্বপ্নের মানে কি খারাপ কিছু নাকি। জানাবেন।

  • @shemsbond2800
    @shemsbond2800 5 лет назад +3

    It's true

  • @md.salimuddinmahmud725
    @md.salimuddinmahmud725 5 лет назад +6

    ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর, মুফতি ইব্রাহিম, জনাব সাইফুল্লাহ, প্রফেসর মঞ্জুর এলাহী থেকে শুরু করে আরো অনেক স্পস্ট বলেছেন অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বাতিল।
    #তাইলে সাধারণ মানুষ কোনটা মানবে?
    নিশ্চয় জবাব দিবেন......

    • @hamoza7471
      @hamoza7471 5 лет назад

      আরও ভালো ভাবে বুঝার চেষ্টা করুন। বুঝতে পারবেন।
      আর ইসলামের কোনো একটা বিষয় ভালো ভাবে বুঝতে হলে সামগ্রিক বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হয়।

    • @sultanahammed3620
      @sultanahammed3620 5 лет назад

      inioto sei kotha bollen vai,,aro valo kore sonen,,

  • @jhjamshed2087
    @jhjamshed2087 2 года назад +3

    আসসালামু আলাইকুম
    কোন ছেলে মেয়ে যদি কোর্ট ম্যারিজ করে ফেলেন এতে যদি ছেলের পক্ষ জানেন কিন্তু মেয়ে পক্ষ কে না জানিয়ে তারা কোর্ট ম্যারিজ করে ফেলেন এবং ভবিষ্যৎ এ মেয়ে পক্ষকে জানানো হয়,এটা ইসলামে কি বৈধ হবে.?

  • @SADia_SHEtu
    @SADia_SHEtu 3 года назад +1

    দু'আ করি যেন দ্রুতই ১ মিলিয়ন হয়ে যায়।

  • @afsanamoon1562
    @afsanamoon1562 3 года назад +7

    আচ্ছা মেয়েদের কে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে সেই বিয়ে কবুল হয়না। কিন্তু কোনো ছেলেকে ও যদি তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করানো হয় তাহলে সে ক্ষেত্রে কি দলিল হবে।প্লিজ কেও বলেন

    • @alphare5569
      @alphare5569 2 года назад

      ছেলেদের বিয়ের ক্ষেত্রে ওলি/অভিভাবক এর প্রয়োজন হয় না৷ ছেলেদের জোর করে বিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। সে সোজা সেখান থেকে হেটে বেরিয়ে যাবে।

  • @6to12allsciencelearnbangla4
    @6to12allsciencelearnbangla4 3 года назад +12

    আসসালামু আলাইকুম! হুজুরের কাছে একটা পরামর্শ চাই। আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটাও আমাকে পছন্দ করে। আমি মেয়ের বাবা মা এর সাথে কথা বলেছি। তারা বলেছে টাকা ওয়ালা ছেলে ছাড়া তাদের মেয়েকে বিয়ে দিবে না। আমি মেনে নিয়েছি যে, তার মেয়েকে বিয়া করব না কিন্তু দেখি যে, মেয়ে পর্দা করতে চায় ইসলাম মত চলতে চায়। কিন্তু মেয়ের মা মেয়েকে পর্দা করতে দে না এমনকি মেয়ের বোরকা নিয়ে লুকাইয়া রাখে, এবং কোথাও গেলে বোরকা এবং হিজাব পড়তেদে না। এমত অবস্থায় আমি মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি যে, মেয়ের বাবা মা ছাড়া তাকে বিয়ে করব এবং তাকে ইসলামি পথে চলতে সাহায্য করব। এটা ঠিক হবে কি না বা এমত অবস্থায় আমার করনীয় কি না??? আপনার কাছে পরামর্শ আশ করছি।

    • @yasinhussan6860
      @yasinhussan6860 Год назад +2

      ২ বছর পর কমেন্ট দেখলাম আপনার আপনি কি বিয়ে করে নিয়েছেন

    • @MstFirojaAkther
      @MstFirojaAkther Год назад

      ​@@yasinhussan6860akta prisno ase amar apner kase

    • @MdRaihanUddin-w4z
      @MdRaihanUddin-w4z Месяц назад

      ভাই মেয়েটা কে কী বিয়ে করেছেন?

  • @farukfarukfaruk2024
    @farukfarukfaruk2024 9 месяцев назад

    ❤❤ALLAHU Akbar ❤❤ Allah maf korun sokol gunah hote ... ❤❤❤pita matake diner buj dan korun 😢AMIN... ALLAHU AkBAR❤❤

  • @abdurrouf9041
    @abdurrouf9041 4 года назад

    Good

  • @naseebah2304
    @naseebah2304 4 года назад +2

    আয়াতের রেফারেন্সটা দয়া করে বলে দিলে খুব উপকৃত হতাম

    • @mariakabir1889
      @mariakabir1889 4 года назад +1

      aita kno ayat na! Sob kisu Hadiser alok r alochona kora hoyeche

  • @mhtv9865
    @mhtv9865 5 лет назад +2

    Zazak Allah khairan

  • @anasrahiq
    @anasrahiq 4 года назад

    সঠিক উত্তর দেখে নিন
    m.facebook.com/story.php?story_fbid=257733722320838&id=108067680620777

  • @faridahmed5297
    @faridahmed5297 5 лет назад +7

    আপনাদের নিকট আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুইজন ছেলেমেয়ে একে অপরকে বিয়ে করতে চায় কিন্তু ছেলের পক্ষ বিষয়টি জানেনা অপরদিকে মেয়ের পক্ষ বিষয়টি অবগত এবং বিয়েতে সম্মত। আমার প্রশ্ন হলো, যেহেতু মেয়ের পক্ষ রাজি তাহলে কি ছেলেটি মেয়েটিকে বিয়ে করলে বিয়ে বৈধ হবে?
    আশাকরি উত্তর প্রদান করবেন।

    • @AbdulHamid-cr9ww
      @AbdulHamid-cr9ww 5 лет назад +1

      Hea Hobe

    • @AbdulHamid-cr9ww
      @AbdulHamid-cr9ww 5 лет назад

      Tobe Baba sontushto thakte hobe

    • @eipachowdhury7655
      @eipachowdhury7655 4 года назад +2

      Amr biye o evabe hoyece...but aj amr kopal kharap...se amy tar family te niye jayni...se abr r ekta biye kore nice...ekhon ami ki korbo

    • @nishinishi1058
      @nishinishi1058 2 года назад

      @@eipachowdhury7655 , আমার মতো

    • @shahriarhasan9933
      @shahriarhasan9933 2 года назад

      @@eipachowdhury7655 আপনার কোন সন্তান হয়ছে নি

  • @ummehoney5095
    @ummehoney5095 4 года назад +6

    মেয়ে যদি গরিব ও দিনদ্বার ছেলেকে পছন্দ করে কিন্তু মেয়ের বাবা মা সামাজিক স্টেটাস এর জন্য বিয়ে দিতে রাজি না হয় তাহলে মেয়ে কি করবে??
    এক্ষেত্রে বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কি?

    • @panvisiontv
      @panvisiontv  4 года назад +1

      অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য

    • @rahatkhan2041
      @rahatkhan2041 4 года назад +4

      আপনি 5:55 এই জায়গা থেকে আলোচনা টা আরেকবার শুনুন আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন..

    • @mdsakibhasan7291
      @mdsakibhasan7291 3 года назад +2

      আমার উত্তর পেলাম

  • @tjtania2840
    @tjtania2840 4 года назад +4

    Olpo boyosh e jdi kew prem kore & pore islamic mind toyri hoi...tokhon jdi pap korar voi e nijera biya kore..fmly k kono vabei jananor upai na thakle koiakjn k shakkhi rekhe biya korle sha biya ki jaiaj hobe?? R jdi fmly k konodin o ai kotha na janano hoi...& stublish houar por jdi fmly mene nei..tahole ki hobe na??

    • @bdpowerrangers4938
      @bdpowerrangers4938 4 года назад

      আমিও এই বিষয়টা জানতে চাচ্ছি।

  • @arfamallik4069
    @arfamallik4069 2 года назад

    আসসালামু আলাইকুম
    Amar akta Qsn chilo
    আমি যে ছেলের সাথে রিলেশন করতাম ওকে আমি কালেমা পরে কুরআন সাক্ষী রেখে বিয়ে করেছি! তবে বাসায় জানাই নি ☺️
    তার সাথে আমার স্বামী স্ত্রীর মিলন ও হয়েছে ☺️তাহলে আমাদের বিয়ে কি আল্লাহর কাছে কবুল হয় নি?আমাদের মিলন টা কি জিন্নাহ হিসাবে ধরা হবে? কেও একটু সঠিক ধারনাটা দিতে পারবেন!☺️

  • @selfteaching4007
    @selfteaching4007 5 лет назад +3

    অপবিত্র কাপড় কীভাবে
    ধৌত করলে পরিষ্কার হবে?

    • @panvisiontv
      @panvisiontv  5 лет назад +1

      বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে আমাদের চ্যানেল , ইউটিউব ও ফেসবুকে লাইভ জ্ঞানজিজ্ঞাসা অনুষ্ঠান হয় । আপনি ওখানে
      প্রশ্নগুলো করুন। আশা করি উত্তর পাবেন। কল করতে
      - +8819617000333

    • @hamoza7471
      @hamoza7471 5 лет назад

      নদীতে ঝাপ দিয়ে ডুব দিয়ে থাকলে হয়তো হতে পারে!!

    • @shakiJRS
      @shakiJRS 5 лет назад

      😂

  • @sksaddamkhansaddam4016
    @sksaddamkhansaddam4016 4 года назад

    আসসালামুয়ালাইকুম
    কেমন আছেন

  • @brotherhood8861
    @brotherhood8861 4 года назад +5

    ami amr obibabok chara biye korci ata ki biye hobe

  • @ismatarasapna1086
    @ismatarasapna1086 Год назад

    পিতা ছাড়া আর কে কে হতে পারে অভিবক ?.

  • @tanjilahossaindeepty3346
    @tanjilahossaindeepty3346 3 года назад +1

    আমার পরিবার রাজি, ছেলের পরিবারও রাজি। আমরা ২ জনই বিয়ের জন্য প্রাপ্ত বয়স্ক। তবে আমার বড় বোনের এখনো বিয়ে হয়নাই, সে বিয়ে এখন করতে চায় না। এখন আমার ফ্যামিলি ততক্ষণ আমাদের বিয়ে দিবে না যতক্ষণ আমার বোনের না বিয়ে হয়। তবে আমি যাকে বিয়ে করতে চাই সে ও আমি যেনা করতে চাই না। হালাল সম্পর্ক চাই। এখন আমাদের করনীয় কি? আমরা কি চুরি করে বিয়ে করতে পারব? আমাদের পক্ষে ২ বছর ওয়েট করা সম্ভব না।

  • @SumiayaIslam-xx1vs
    @SumiayaIslam-xx1vs 4 месяца назад

    যেই বাবা তার মেয়ের কোন খোঁজ খবর রাখে ,কোন দায়িত্ব পালন করে না কিন্তু সৎ বাবা কিংবা অন্যান্য মাহরাম যেমন ভাই,মামা,নানা তাদের দায়িত্ব পালন করে তার বিয়েতে কি নিজের জন্মদাতা পিতার অনুমতি প্রয়োজন?
    এক্ষেত্রে তোহ মেয়ের বিয়ে ভেঙে দিতে পারে সেই বাবা,পারিবারিক কোলহের কারনে! তখন সেই মেয়ের করনীয় কি?