পুরো ভিডিওর মধ্যে আমার কাছে একটি জিনিস ভালো লেগেছে যেটা হচ্ছে আল্লার প্রশংসায় মেতে থাকা আলহামদুলিল্লাহ শব্দটুকু যেন আমার কলিজার টান করে ছুঁয়ে যাচ্ছে আবারও বলি আলহামদুলিল্লাহ
আসসালামু আলাইকুম ভাই। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপনার ভিডিও গুলা থেকে ভাই প্রায় সময় অনেক ইনস্পিরেশন পাই। বিশেষ করে মালদ্বীপের ভিডিওগুলো আমার কাছে অসাধারণ লাগছে। আপনার সাথে সামনাসামনি দেখা করার খুব ইচ্ছা ভাই। ইনশাল্লাহ দেখা হবে।। ভালো থাকবেন।। আসসালামু আলাইকুম।
@@dr.salmanmahiruhulkowser9812 ওয়ালাইকুম আসসালাম বড় ভাই। দেখা হবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আপনাকে যোগাযোগ করবো শীঘ্রই। আর এভাবেই চালিয়ে যান ভাই। সাজেকের পর্বটা আমার অনেক ভালো লেগেছে। দোয়া করি এবং দোয়া রাখবেন। ♥️
আমি ২০১৯ সালে গিয়েছিলাম ডিসেম্বর এ আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর। আমরা সেন মার্টিন হুনডায় গিয়েছিলাম এটার সার্ভিস অনেক ভালো ছিলো।আমরা ইট এন্ড ট্রিট এ ডিনার কোরেছিলাম খুবই ভালো ছিলো খাবার।আর পেঁপে তো অসম্ভব মিষ্টি ছিলো এবং কলা,ডাব,মিষ্টি লেবু,পাহাড়ি মরিচ😋😋 সব মিলে বেষ্ট টুর ছিলো।আলহামদুলিল্লাহ
কি বলবো ভাষা খুঁজে পাই নাই, এক ভিডিও তে সকল কিছু খাওয়া থাকা ঘুরাঘুরি ঘুমানো, সাথে গানটাও বেস্ট ছিলো লাস্ট চমক ছিলো, এক কথায় চমৎকার লাগছে🇶🇦🇧🇩কাতার থেকে দেখছি দোয়া রইলো
তোমার কণ্ঠটা পুরাই Sunday suspens এর মীরদার মতো হয়েছে,সাথে ফেলুদার theme music টাও দিয়েছ!তোমাকে আসলেই কুর্ণিশ জানতে হয়, যখন Sunday suspens এর ফেলুদার বই গুলো শুনতাম খালি মনেহতো এভাবে কেও ট্রাভেল ব্লগ গুলোয় অডিও অ্যাড করলে শুনতে বেশ লাগতো.. তুমি রীতিমত আমার সেই সাধ পূরণ করেদিলে।❤️
আসসালামু আলাইকুম ভাই। অনেক অনেক ভালো লাগল আপনার কমেন্ট পেয়ে,,,, আসলে এই ভিডিওটা আমি আমার নিজের মনের শান্তির জন্য বানিয়েছি,,, ,বিয়ের পর একাধিক বার ঘুরতে বের হয়েছিলাম,,,, কিন্তু বারবার কোন না কোন ঝামেলায় পড়েছিলাম,,🤣🤣 তাই সত্যিকার অর্থে নিজের জন্য কোন ট্রাভেল স্টোরি ছিল না,, তাই চিন্তা করলাম এবার একটা নিজের মতো করে ট্রাভেল স্টোরি বানাই,,,, যেটা বুড়া হইলে বসে দেখতে পারবো,,,,,, ভিউ হলে আলহামদুলিল্লাহ না হলেও প্রবলেম নাই,,,, কারণ প্রায় এক বছর পর আমি আবার দীর্ঘ গ্যাপ দিয়ে প্রপার ট্রাভেল ভিডিও নিয়ে ফেরত আসলাম,,, তাই লেন্থ নিয়ে চিন্তা করিনি,, যদিও মাঝখানে বাণিজ্য মেলা নিয়ে বা বাংলাদেশের সবচেয়ে বড় হাঁড়ি নিয়ে ভিডিও বানিয়েছিলাম,, কিন্তু সেগুলো আসলে প্রপার ট্রাভেল ভিডিও না,, মিক্স ক্যাটাগরি। এটা চিরন্তন সত্য বাংলাদেশের মানুষ বড় লম্বা ভিডিও কম দেখে,, তারপরও এটা এক পদের এক্সপেরিমেন্ট বলতে পারেন। দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কেমন আসে।। ভালো থাকবেন ভাই। ভাবিকে আমার সালাম জানাবেন। আসসালামু আলাইকুম।
@@dr.salmanmahiruhulkowser9812 এখানে একটু রাগ হচ্ছে... কারন এক্সপেরিমেন্ট করার জন্য উপযুক্ত উস্তাদ লাগে যেমন কলেজে প্রাকটিক্যাল টিচার থাকে! ... নো, নো।। ভিডিও লেন্থ ২৫ মিনিটের নিচে থাকতে হবে।
একটা প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত এতোটা সুন্দর হতে পারে, খুব সুন্দর শুরু এবং খুব সুন্দর শেষ, ভিডিও কোয়ালিটি, উপস্থাপনা বুঝিয়ে বলা সব কিছুতেই ১০ এ ১০, আশা করি পরের ভিডিও গুলো এই ভিডিওটার মতই সুন্দর হবে এবং ভিডিও লেন্থ যাতে একটু বড় হয়
@kazi shohag ভাই এর ইউটিউব চ্যানেল সবাই ঘুরে দেখতে পারেন। বাংলাদেশের সবচে পুরাতন ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাঝে উনার চ্যানেল একটি। তাই আমরা অনেকেই উনাকে ওস্তাদ মানি।
ভাইয়া একটা প্রশ্ন ছিলো সিএনজি ভাড়া কি দিন হিসেবে ভাড়া করা হয় মানে ২ দিনের জন্য ভাড়া করলে ওই ২ দিন সিএনজি কি আমাদের ইচ্ছামতো জায়গায় নিয়ে যায়।। প্লিজ জানাবেন।।।
সালমান ভাই, সাজেক ভ্যালি নিয়ে যতগুলো ভিডিও দেখেছি তারমধ্যে আপনারটাই সেরা। সাজেক কে ভালো ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। ধন্যবাদ। সময় বাঁচাতে সব হোটেলেই হাফ ডান চিকেন কারী বা বিরিয়ানি বাঁশের মধ্যে ভরে রান্না করে। তবে আসল রেসিপি হচ্ছে সম্পূর্ণ রান্না বাঁশের মধ্যে করা। আমরা এটা পেয়েছিলাম হেলি প্যাডের কাছে আর্মি রেস্তোরাঁয়।
অনেক ধন্যবাদ ভাই। আমি ক্ষুদ্র মানুষ।অনেক পাপী মানুষ। চেষ্টা করি নিজের ক্ষুদ্র জীবনে কিছু ভালো প্র্যাকটিস করার, যেন মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে ক্ষমা করে দেন।
মাশা আল্লাহ। ৪৮ মিনিটের ভিডিওতে আপনার উপস্থাপনা ,বাচনভঙ্গি এবং ভিডিও ধারণের কোয়ালিটি একটা বারের জন্য বিরক্তির কারণ হয় নি। সত্যিই অসাধারণ। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। 💚
ইশ্! কি৷ সুন্দর জায়গা টা!! মনে হল আপনার সাথে ঘুরে আসলাম। আপনার ভিডিও কোয়ালিটি সব মিলিয়ে বেশ ভালো। আমার তো অবাক লাগছে, আমি এত ট্রাভেল ভ্লগ দেখি, আপনার টা কিভাবে আগে দেখা হয় নি!! এর পর আর হয়ত মিস করবো না 🙂
আপনার উপস্থাপন অনেক চমৎকার। ইসপষ্ট এবং গুচিয়ে কথা বলেন। কথার মাঝে মাঝে শুকরিয়া আদায় করাটাও ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পরিবেশের মধ্যে ভিডিও ধারণ করে আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য💖💖💖
৪৮ মিনিট নয় সেকেন্ড কখন শেষ হয়ে গেল বুঝতেই পারি নাই বরাবরই আপনার ভিডিও তথ্যবহুল থাকে তবে এটা ছিল আমার কাছে এক অসাধারণ অনুভূতি মনে হচ্ছে আমি নিজেই আছি সাজেকে🤪 আরো ভালো লেগেছে প্রতিনিয়ত রবের শুকরিয়া আদায় করা দেখে আলহামদুলিল্লাহ।
আমি সৌদি প্রবাসী অনেকদিন ধরে ভাবতেছিলাম ছুটিতে গেলে সাজেক যাব তারপরে আপনার ভিডিওটা আসে আমার সামনে 48 মিনিটে ভিডিও প্রথমে ভাবছিলাম 2 , 4 মিনিট দেখে পুরা ভিডিওর মজা নিব 😆 কিন্তু কখন যে পুরা 48 মিনিট পুরো শেষ হয়ে গেল 😍 অসাধারণ ছিল ভাই
আলহামদুলিল্লাহ্ । আমি বিশ্বাস করতে পারছি না যে কী করে তোমার ভিতরে এত এত কোয়ালিটি বাসা বাধলো?? সাবাস প্রিয়, সাবাস। ভ্রমণ করতে গিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা হয়, সে গুলো অকপটে স্বীকার করতে হবে।
@@dr.salmanmahiruhulkowser9812 একটা দৃষ্টি আকর্ষণ! আলীকদম এর ঐ দিকে একটা পাহাড় আছে যার চূড়ায় মেঘের ভেলা ভেসে যায়, ওটা নিয়ে একটা ভিডিও করতে হবে। (পাহাড়ের নাম টা মনে পড়ছে না) আর ভিডিওর গ্রাফিক্স 4K মানের করতে হবে। এজন্য Sony আলফা সিরিজ কেমেরার বিকল্প নাই!.... দাড়িয়ে চা পান করা টা মোটেও পছন্দ হয় নাই!
1st time ei channel er vedio dekhlam, R dekei fan Hoye gelam. Oshadharon, just owesome presentation, super idea, informative, and also poetic. 1 minuter Jonno birokto hoini. Oh! Dhhamn good. Thank you very much. Good job
অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আপনাদের মত কিছু মানুষের জন্যই আমরা ভিডিও বানিয়ে শান্তি পাই বা দিনশেষে ভিডিও বানাই। অনেস্টভাবে একটা ভিডিও বানাতে গেলে কত যে কষ্ট সেটা যারা বানায়, তারাই শুধু জানে।। কত ঘন্টা পরিশ্রম, কত প্ল্যান,, সবকিছু মিলিয়ে যেন ভিডিওটা প্রাণবন্ত হয় তা সর্বোচ্চ চেষ্টাটাই আমরা করেছি। মানুষ যেন সর্বোপরি উপকৃত হয় সেই চেষ্টাটাই ছিল মুখ্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল
আসসালামু আলাইকুম ভাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। দিনাজপুর খুব মিস করি ভাই। আমার জন্ম বেড়ে ওঠা সবকিছু ঢাকায় হলেও, আমি সব সময় বলি দিনাজপুর আমার সেকেন্ড হোম। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ কোনদিন দেখা হবে। আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ, মমন্ত্রমুগ্ধের মত আপনার ভিডিও দেখলাম। আল্লাহর অপরুপ সৃষ্টি আর মনমুগ্ধকর ও উপস্থাপনা, আমি বিমোহিত। আপনার সুবাদে সুন্দর জিনিস দেখতে পেলাম। অশেষ ধন্যবাদ আপনাকে।
this video is too much informative in description box..... এইভাবে ভিডিও মেকিংও যুক্তিখণ্ডন করে ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন দিতে থাকলে আপনি বাংলাদেশের এক নম্বর ইউটিউবার হতে সময় বেশি দিন লাগবে না 💝💖💖💖💖💖💖💝
Assalamualaikum, amer to video ta onek valo laglo, misti lebu tir caite o apner hashi ti beshi misti cilo, maje r kontho sor ti valo laglo sunte, ami to video dekte dekte hariye gecilam,ato sundor explain, MashaAllah, jajakallah,
আল্লাহ রব্বুল আলামীনের কাছে লাখ কোটি শুকরিয়া এই কথাটা বলার জন্য আপনাকে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার এই কথাটা💝💖💖💖💖💖💖 এভাবে সব সময় প্রত্যেকটি মুসলমানের উচিত আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা❤️
খুবই দারুণ হয়েছে ভাইয়া। এমন আরও ভিডিও দিয়ে আমাদের ভ্রমণকে আরো উপভোগ্য করতে সহযোগিতা করবেন। আপনার মত করে খুটিনাটি বিষয়গুলো আগে কেউ উপস্থাপন করেছে কি-না আমি দেখিনি। ধন্যবাদ। 🌹
আসসালামু ওয়ালাইকুম ভাইয়া, আজ থেকে আমি আপনার একজন সাবস্ক্রাইবার।আলহামদুলিল্লাহ এমুন সুন্দর উপস্থাপনা আমি দেখিনি।মনের অন্তরস্থল থেকে আপনার সাফল্য কামনা করছি।খুব ☺ খুশি হয়েছি আপনার বলা আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ ব্যবহার,অসংখ্য দোয়া রইল আপনার জন্য সাথে আন্টির জন্যও যে কিনা উত্তম আচরন শিক্ষা দিয়ে সন্তান বড় করারজন্য।উনার মধ্যেও আমি সরলতার আবাস পেয়েছি বারবিকিউর ব্লগ ভিডিও তে।আল্লাহ আপনাদের নেক হায়াত দিন আমিন।
Darun hoyeche vaia..apni one of the best in this field...apnar video sob somoy e khub valo lage totthoboho bole..dhonnobad apnake apnar guruttopurno somoy theke kichu somoy amader sathe vag korar jonne
আমি গত ০৫-১০-২০২২থেকে ০৯-১০-২০২২ তাং ৫ দিন সাগরকন্যা,কুয়াকাটা ভ্রমন করে এসেছি। আজকে ১০-১০-২০২২ আপনার ভিডিওটা দেখলাম আর সাথে সাথে পন করলাম আগামী ট্যুরটা সাজেকেই দিব ইনশাআল্লাহ। সত্যি মনোমুগ্ধকর আপনার বাচনভঙ্গি।আর ভিডিও উফ্ মাইন্ড ব্লোয়িং।মন থেকে আপনার জন্য দোয়া রইল।
thank you bhaiya! apnar sylhet er video dekhe ami sylhet a geiyechilam onnk bhalo lagechilo! thanks again! keep making videos like this it really helps! hope someday we will travel together..
this video is too much informative in description box..... এইভাবে ভিডিও মেকিংও যুক্তিখণ্ডন করে ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন দিতে থাকলে আপনি বাংলাদেশের এক নম্বর ইউটিউবার হতে সময় বেশি দিন লাগবে না 💝💖💖💖💖
স্হানীয় পর্যটক কেন যাবে,বাংলাদেশের কোন দর্শনীয় স্থানে স্হানীয় পর্যটকদের জন্য তৃপ্তি দায়ক খাবারের ব্যবস্থা নেই।যে খাবার হোটেলে বা খেতে যান ১০০টাকার জিনিস ৫০০নিবে কিন্তু এতো গুলো টাকার বিনিময়ে খাবার গুলো এসওয়ার উপযোগী নয়। সীতাকুণ্ড,পতেঙ্গা সী বলে চ,কক্সবাজার,সাজেক,সিলেট, কুয়াকাটা সব জায়গাই একই অবস্থা? আপনি আমি গুরতে গেল হয়ে উপোস থাকবোনা।কোন স্থানে একবার গেলে প্রতারণা এই ভোগান্তি ও খাবারের কষ্টে দ্বিতীয় বার যাবো বা কেউ যাচ্ছে মনে হলে গান ছম করে উঠে।।।
আপনাকে অনেক ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে এক্সপ্লেইন করে ভিডিও বানানোর জন্য। আমার অনেক দিনের স্বপ্ন সাজেক ভ্রমণ কিন্তু সময় ও বাস্তবতার কারণে সম্ভবপর হয়ে উঠছে নাহ, যাই নাই কোনদিন জানি নাহ যাবো কি কখনো তবে আপনার সুন্দর উপস্থাপন ও ভিডিও সুট ও আপনার বাচন এর মিষ্টি ধারাবাহিকতায় প্রাণবন্ত একটি ভিডিও ঘুম ঘুম চোখে দেখলাম। ভালো লাগছে ও এবার সত্যিই সাজেক ভ্রমণ এ আগ্রহী হলাম। ভালোবাসা রইলো। ❤️❤️
বাংলাদেশের পতাকার টি শার্ট ৩৩ ভাগ ছাড় ও সাথে আরো ৪০ টাকা ডিসকাউন্টে কিনতে আমার কুপন Salman10 ব্যবহার করতে পারেন। লিংক নিচে দেওয়া হল: in2travels.com/shop/bangladesh-originals/
@@dr.salmanmahiruhulkowser9812 ভাইয়া নাম্বারগুলো দিলে অনেক উপকার হতো যাতায়াতের, খাবারের ক্ষেত্রে আর পানি কি বোতল কিনে খেতে হবে নাকি রিসোর্টে থাকবে??? জানাবেন প্লিজ
@@dr.salmanmahiruhulkowser9812 ১। লুসাই কটেজে ওয়াশরুম কেমন ভাইয়া?? ২. আর সে কটেজে বিদ্যুৎ বা জেনারেটর কি সার্বক্ষনিক থাকে? ওয়াইফাই থাকে? দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য আসলে লাইফে প্রথম আমি আর আমার ওয়াইফ যাবো সেখানে দুজনই। তাই নিরাপত্তা আর এসব তথ্য জানাটা প্রয়োজন। অগ্রিম ধন্যবাদ
লুসাই কটেজ নিয়ে জানা নেই। সাজেক একটা বন। এখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া টাফ। সেখানে ওয়াই ফাই অনেক দূরের বিষয়। আমি যেখানে ছিলাম,সেখানে এটাচ টাইলস ওয়াশ্রুম ছিল
ভাইয়া আপনার উপস্থাপনা সত্যি অসাধারণ,
(আল্লাহর প্রশংসা করা )
শুধু ভিডিও দেখি যাওয়ার জন্য কপাল নেই।❤❤❤
ধন্যবাদ,, ইনশা আল্লাহ,, আল্লাহ কপালে রাখলে ঘুরে আসতে পারবেন
পুরো ভিডিওর মধ্যে আমার কাছে একটি জিনিস ভালো লেগেছে যেটা হচ্ছে আল্লার প্রশংসায় মেতে থাকা আলহামদুলিল্লাহ শব্দটুকু যেন আমার কলিজার টান করে ছুঁয়ে যাচ্ছে আবারও বলি আলহামদুলিল্লাহ
❤
কথায় কথায় আলহামদুলিল্লাহ বলা খুব ভাল লেগেছে সেই সাথে ভিডিওটাও
আলহামদুলিল্লাহ ❤
Amar birokto legese.. Dhormo k nijer modde rakhai valo.. Extremism is a cancer
❤🎉
খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাই। সাজেকের এই দৃশ্য দেখে ভালো লাগলো
আপনিও অসাধারণ এবং দুর্দান্ত উপস্থাপনা করেন❤️❤️❤️
আসসালামু আলাইকুম ভাই।
অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপনার ভিডিও গুলা থেকে ভাই প্রায় সময় অনেক ইনস্পিরেশন পাই।
বিশেষ করে মালদ্বীপের ভিডিওগুলো আমার কাছে অসাধারণ লাগছে। আপনার সাথে সামনাসামনি দেখা করার খুব ইচ্ছা ভাই।
ইনশাল্লাহ দেখা হবে।। ভালো থাকবেন।।
আসসালামু আলাইকুম।
@@dr.salmanmahiruhulkowser9812 ওয়ালাইকুম আসসালাম বড় ভাই। দেখা হবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আপনাকে যোগাযোগ করবো শীঘ্রই। আর এভাবেই চালিয়ে যান ভাই। সাজেকের পর্বটা আমার অনেক ভালো লেগেছে। দোয়া করি এবং দোয়া রাখবেন। ♥️
সবকিছু মিলে অসাধারণ ছিল।
Assalamu oalaikum bro
আমি ২০১৯ সালে গিয়েছিলাম ডিসেম্বর এ আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর। আমরা সেন মার্টিন হুনডায় গিয়েছিলাম এটার সার্ভিস অনেক ভালো ছিলো।আমরা ইট এন্ড ট্রিট এ ডিনার কোরেছিলাম খুবই ভালো ছিলো খাবার।আর পেঁপে তো অসম্ভব মিষ্টি ছিলো এবং কলা,ডাব,মিষ্টি লেবু,পাহাড়ি মরিচ😋😋 সব মিলে বেষ্ট টুর ছিলো।আলহামদুলিল্লাহ
অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো
আপনারা কতজন গিয়েছিলেন আপনাদের খরচ কত পড়ছে প্লিজ জানাবেন😊
@MsFarhana-z3h বিস্তারিত সব কিছু ভিডিওতে আছে।
না টেনে দেখতে থাকুন,প্রতিটা হিসাবে পেয়ে যাবেন, এ ছাড়াও ভিডিও ডেস্ক্রিপশন এ দেওয়া রয়েছে।
আপনি ঘুরা ঘুরি পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন।, জাজাকাল্লাহ খাইরান
ধন্যবাদ
বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি স্থান সাজেক এবং আপনার উপস্থাপনা ও সাজেকের সৌন্দর্য নিয়ে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।
Thanks
ভ্রমণের ক্ষেত্রে আপনার ভিডিও গুলো যথেষ্ট সাহায্যকারী, সবচেয়ে ভাল লেগেছে, আল্লাহর প্রতি আপনার শুকরিয়া জ্ঞাপন, তাই আমি বলি আলহামদুলিল্লাহ!!
অনেক অনেক ধন্যবাদ ভাই
Can I get your mail. I want to tell you something.
samarukasalman10@gmail.com
Nijam Sakhi can give me your email address
Nijam Sakhi can give me your email address
কি বলবো ভাষা খুঁজে পাই নাই, এক ভিডিও তে সকল কিছু খাওয়া থাকা ঘুরাঘুরি ঘুমানো, সাথে গানটাও বেস্ট ছিলো লাস্ট চমক ছিলো, এক কথায় চমৎকার লাগছে🇶🇦🇧🇩কাতার থেকে দেখছি দোয়া রইলো
অনেক অনেক ধন্যবাদ
এই ভিডিওতে আপনার উপস্থাপনায় বার বার আলহামদুলিল্লাহ বলাটা বেশ ভালো লেগেছে। সকল ক্ষেত্রেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিৎ
আলহামদুলিল্লাহ
তোমার কণ্ঠটা পুরাই Sunday suspens এর মীরদার মতো হয়েছে,সাথে ফেলুদার theme music টাও দিয়েছ!তোমাকে আসলেই কুর্ণিশ জানতে হয়, যখন Sunday suspens এর ফেলুদার বই গুলো শুনতাম খালি মনেহতো এভাবে কেও ট্রাভেল ব্লগ গুলোয় অডিও অ্যাড করলে শুনতে বেশ লাগতো.. তুমি রীতিমত আমার সেই সাধ পূরণ করেদিলে।❤️
অনেক ধন্যবাদ
পুরো ভিডিও টা দেখলাম ভাইয়া। মনে হচ্ছে সাজেকেই ছিলাম। ধন্যবাদ অনেক তথ্যবহুল ভিডিও ছিলো সব সময়ের মতই
অনেক অনেক ধন্যবাদ
ঠিকই বলেছেন ভাই। সত্যি অসাধারণ ছিলো।
থামনেইল দেখেই মন ভরে যায় সালমান ভাই। এতো বড় ভিডিও, তবু ভিউ কিন্তু কম না - এতেই বোঝা যায় আপনি কতোটা পপুলার, আলহামদুলিল্লাহ
আসসালামু আলাইকুম ভাই।
অনেক অনেক ভালো লাগল আপনার কমেন্ট পেয়ে,,,,
আসলে এই ভিডিওটা আমি আমার নিজের মনের শান্তির জন্য বানিয়েছি,,,
,বিয়ের পর একাধিক বার ঘুরতে বের হয়েছিলাম,,,,
কিন্তু বারবার কোন না কোন ঝামেলায় পড়েছিলাম,,🤣🤣
তাই সত্যিকার অর্থে নিজের জন্য কোন ট্রাভেল স্টোরি ছিল না,, তাই চিন্তা করলাম এবার একটা নিজের মতো করে ট্রাভেল স্টোরি বানাই,,,,
যেটা বুড়া হইলে বসে দেখতে পারবো,,,,,,
ভিউ হলে আলহামদুলিল্লাহ না হলেও প্রবলেম নাই,,,,
কারণ প্রায় এক বছর পর আমি আবার দীর্ঘ গ্যাপ দিয়ে প্রপার ট্রাভেল ভিডিও নিয়ে ফেরত আসলাম,,,
তাই লেন্থ নিয়ে চিন্তা করিনি,,
যদিও মাঝখানে বাণিজ্য মেলা নিয়ে বা বাংলাদেশের সবচেয়ে বড় হাঁড়ি নিয়ে ভিডিও বানিয়েছিলাম,, কিন্তু সেগুলো আসলে প্রপার ট্রাভেল ভিডিও না,, মিক্স ক্যাটাগরি।
এটা চিরন্তন সত্য বাংলাদেশের মানুষ বড় লম্বা ভিডিও কম দেখে,, তারপরও এটা এক পদের এক্সপেরিমেন্ট বলতে পারেন।
দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কেমন আসে।।
ভালো থাকবেন ভাই।
ভাবিকে আমার সালাম জানাবেন।
আসসালামু আলাইকুম।
@@dr.salmanmahiruhulkowser9812 kkk
@@dr.salmanmahiruhulkowser9812 hj
@@dr.salmanmahiruhulkowser9812 এখানে একটু রাগ হচ্ছে... কারন এক্সপেরিমেন্ট করার জন্য উপযুক্ত উস্তাদ লাগে যেমন কলেজে প্রাকটিক্যাল টিচার থাকে!
... নো, নো।। ভিডিও লেন্থ ২৫ মিনিটের নিচে থাকতে হবে।
Sayem vai je...😉
একটা প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত এতোটা সুন্দর হতে পারে, খুব সুন্দর শুরু এবং খুব সুন্দর শেষ, ভিডিও কোয়ালিটি, উপস্থাপনা বুঝিয়ে বলা সব কিছুতেই ১০ এ ১০, আশা করি পরের ভিডিও গুলো এই ভিডিওটার মতই সুন্দর হবে এবং ভিডিও লেন্থ যাতে একটু বড় হয়
অনেক অনেক ধন্যবাদ
খুব ভালো লেগেছে আমি ইন্ডিয়া থেকে বলছি সত্যিই আপনার ভিডিও অসাধারণ একটা ডিটেইলস আপনি খুবই ভালো করে বলছেন
অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার কমেন্ট পেয়ে অনেক ভাল লাগলো।
আপনার জন্য অনেক শুভ কামনা।
আলহামদুলিল্লাহ -ইনশাআল্লাহ -
আহ!
স্রষ্টার কতই না শুকরিয়া ❤️
আপনার কথা বলার বাচন ভঙ্গি অসাধারণ!
দোয়া রইলো ভাইয়া, এগিয়ে যান ❤️❤️
অনেক ধন্যবাদ
ekta manus eto sundor kore kivabe video banate pare...??? kono boringness nai.. MasahAllah...
আসসালামু আলাইকুম ওস্তাদজী।
কেমন আছেন?
খুব ভাল লাগলো আপনার কমেন্ট পেয়ে।
আপনার ভারত ভ্রমনের ভিডিও রিলিজের মত চিন্তা করে একটানা লম্বা ভিডিও বানায় ফেললাম।
আমি জানি, এইটায় রিস্ক থাকে,লম্বা ভিডিও মানুষ ইঞ্জয় কম করে,,বাট তারপরো নিজের স্যাটিসফেকশন এর জন্য বানান,,,বুড়া বয়সে আল্লাহ বাচায় রাখলে একটানা ইন্টারেপশন ছাড়া দেখব। ভাল থাকবেন ওস্তাদজী।
আসসালামু আলাইকুম।
@kazi shohag ভাই এর ইউটিউব চ্যানেল সবাই ঘুরে দেখতে পারেন। বাংলাদেশের সবচে পুরাতন ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাঝে উনার চ্যানেল একটি।
তাই আমরা অনেকেই উনাকে ওস্তাদ মানি।
এই পর্যন্ত আমার দেখা সাজেকের বেস্ট ভিডিও ছিলো এটি।। সৌন্দর্য +খরচ সব মিলিয়ে একদম পারফেক্ট।।৷ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।।।।
অনেক অনেক ধন্যবাদ
ভাইয়া একটা প্রশ্ন ছিলো সিএনজি ভাড়া কি দিন হিসেবে ভাড়া করা হয় মানে ২ দিনের জন্য ভাড়া করলে ওই ২ দিন সিএনজি কি আমাদের ইচ্ছামতো জায়গায় নিয়ে যায়।। প্লিজ জানাবেন।।।
অনেক গল্পতে পরছি সাজেকের মনোরম সুন্দয্য।আজ ভিডিতে দেখলাম।অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।
আমাদের ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ
সালমান ভাই, সাজেক ভ্যালি নিয়ে যতগুলো ভিডিও দেখেছি তারমধ্যে আপনারটাই সেরা। সাজেক কে ভালো ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। ধন্যবাদ। সময় বাঁচাতে সব হোটেলেই হাফ ডান চিকেন কারী বা বিরিয়ানি বাঁশের মধ্যে ভরে রান্না করে। তবে আসল রেসিপি হচ্ছে সম্পূর্ণ রান্না বাঁশের মধ্যে করা। আমরা এটা পেয়েছিলাম হেলি প্যাডের কাছে আর্মি রেস্তোরাঁয়।
অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত এর জন্য। শুভকামনা
অসাধারণ, একটা পরিপূর্ণ তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভ্রমণ গাইড ভিডিও দেখলাম। সাজেক ভ্রমণে প্রস্তুতি হিসাবে যথেষ্ট উপকার হলো। ধন্যবাদ আপনাকে ♥
ধন্যবাদ
বারবার আলহামদুলিল্লাহ বলাটা খুব ভালো লেগেছে ভাই।। আপনাকে আল্লাহ পাক সম্মানিত করবেন। কারন বেশিরভাগ ব্লগার রা কখনোই আল্লাহর নাম বলে না💝
অনেক ধন্যবাদ ভাই।
আমি ক্ষুদ্র মানুষ।অনেক পাপী মানুষ। চেষ্টা করি নিজের ক্ষুদ্র জীবনে কিছু ভালো প্র্যাকটিস করার, যেন মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে ক্ষমা করে দেন।
ভাইজান, কৃতজ্ঞতা এবং ভালোবাসা নিবেন, এতো সুন্দর উপস্থাপন এবং প্রকৃতি প্রদর্শন সত্যিই প্রশংসনীয়, মা শা আল্লাহ,
জাযাকাল্লাহ ভাইজান,
বারাকাল্লাহ...
আলহামদুলিল্লাহ।
আপনাকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য
jibone 1st eto boro review nh tene dekhlam sotti osadharon laglo...........take love bro
অনেক ধন্যবাদ ভাই
মাশা আল্লাহ। ৪৮ মিনিটের ভিডিওতে আপনার উপস্থাপনা ,বাচনভঙ্গি এবং ভিডিও ধারণের কোয়ালিটি একটা বারের জন্য বিরক্তির কারণ হয় নি। সত্যিই অসাধারণ। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। 💚
মনোমুগ্ধকর একটি ভিডিও। অনেক সুন্দর একটি জায়গা
অনেক ধন্যবাদ
এক কথায় অসাধারণ ভিডিও
খুব ইচ্ছে করছেরে আমার ভবিষ্যৎ বউ কে খুঁজে বের করে তাকে নিয়ে একটা ট্যাুর দিতে 🥰🥰
আপনার মাধ্যমে বিনাপয়সায় সাজেক ঘুরে এলাম আলহামদুলিল্লাহ
ভিডিও দেখার জন্য ধন্যবাদ
Ki vabe
ইশ্! কি৷ সুন্দর জায়গা টা!! মনে হল আপনার সাথে ঘুরে আসলাম। আপনার ভিডিও কোয়ালিটি সব মিলিয়ে বেশ ভালো। আমার তো অবাক লাগছে, আমি এত ট্রাভেল ভ্লগ দেখি, আপনার টা কিভাবে আগে দেখা হয় নি!! এর পর আর হয়ত মিস করবো না 🙂
মাশা আল্লাহ! আমার দেখা সাজেক ভ্রমণের সবচেয়ে সুন্দর ভিডিও এটি। আপনার উপস্থাপনা, দৃশ্যধারণ সবকিছুই ছিল মনোমুগ্ধকর। সাজেক না গিয়েও সাজেক ভ্রমণের স্বাদ পেয়েছি।
জাযাকাল্লাহু খাইরান।
অনেক অনেক ধন্যবাদ
আপনার উপস্থাপন অনেক চমৎকার। ইসপষ্ট এবং গুচিয়ে কথা বলেন। কথার মাঝে মাঝে শুকরিয়া আদায় করাটাও ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পরিবেশের মধ্যে ভিডিও ধারণ করে আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য💖💖💖
ধন্যবাদ
৪৮ মিনিট নয় সেকেন্ড কখন শেষ হয়ে গেল বুঝতেই পারি নাই
বরাবরই আপনার ভিডিও তথ্যবহুল থাকে
তবে এটা ছিল আমার কাছে এক অসাধারণ অনুভূতি
মনে হচ্ছে আমি নিজেই আছি সাজেকে🤪
আরো ভালো লেগেছে প্রতিনিয়ত রবের শুকরিয়া আদায় করা দেখে
আলহামদুলিল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ
ভাই উপস্থাপনা দূর দান্ত।
কেনও জানি আমি রেডিওমির্চি কোলকাতার অগ্নি সৌমকদের সাথে আপনাকে গুলিয়ে ফেলেছি।
অসাধারণ ভাই।ভালোবাসা নিবেন।
শুভকামনা নিরন্তর ❤️❤️❤️
অনেক অনেক ধন্যবাদ দাদা।
আমি নিজেও রেডিও মিরচি, ফেলুদা,সানডে সাস্পেন্স এর ভক্ত।
আপনার জন্য অনেক শুভকামনা
বিশেষ বিশেষ কথায় আলহামদুলিল্লাহ বলাটা খুবই ভালো লাগছে বড় ভাই। সবকিছুই অসাধারণ ছিল। ধন্যবাদ,,,,, আলহামদুলিল্লাহ..... 💗💗💗
আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ
সত্যি বলতে আলহামদুলিল্লাহ বলার কারনে আপনার ভিডিও অনেক ভালো লাগলো।
একদম হাতে ধরে সবকিছু শিখিয়ে দেন আপনি এই কারণে আপনার ভিডিওগুলো এত ভালো লাগে ধন্যবাদ এত সুন্দর করে বুঝানোর জন্য।
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ভাই
আপনার ভাষা জাস্ট মুগ্ধ করল, মাশা আল্লাহ ভাই আমার..
আপনার জন্য শুভকামনা রইল
অনেক অনেক ধন্যবাদ
আপনার চ্যানেলে দেখা সেরা ভিডিও এটি। কিপ ইট আপ ভাই 💝
আমি সৌদি প্রবাসী অনেকদিন ধরে ভাবতেছিলাম ছুটিতে গেলে সাজেক যাব তারপরে আপনার ভিডিওটা আসে আমার সামনে 48 মিনিটে ভিডিও প্রথমে ভাবছিলাম 2 , 4 মিনিট দেখে পুরা ভিডিওর মজা নিব 😆 কিন্তু কখন যে পুরা 48 মিনিট পুরো শেষ হয়ে গেল 😍 অসাধারণ ছিল ভাই
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণার কারণেই দিনশেষে আমার ভিডিও বানানো হয়
সত্যিই ভাইয়া অসাধারণ আপনার ব্লগ ভিডিও গুলো অনেক অনেক শুভ কামনা রইল🥰🌺💓💓💓
আলহামদুলিল্লাহ কথাটা বারবার বলছেন, খুবই ভালো লাগলো। মাশা-আল্লাহ ভাই। নিশ্চয়ই আপনি একজন ভালো মনের মানুষ।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
দোয়া চাই সব সময়।
অসাধারণ!!!!
আল্লাহ যদি জীবনে কোনো দিন সুযোগ দেন তাহলে অবশ্যই ফ্যামিলি নিয়ে যাবো
ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ্ । আমি বিশ্বাস করতে পারছি না যে কী করে তোমার ভিতরে এত এত কোয়ালিটি বাসা বাধলো?? সাবাস প্রিয়, সাবাস।
ভ্রমণ করতে গিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা হয়, সে গুলো অকপটে স্বীকার করতে হবে।
আলহামদুলিল্লাহ।
আমি ভাল মন্দ সব ই বলেছিম
@@dr.salmanmahiruhulkowser9812 একটা দৃষ্টি আকর্ষণ! আলীকদম এর ঐ দিকে একটা পাহাড় আছে যার চূড়ায় মেঘের ভেলা ভেসে যায়, ওটা নিয়ে একটা ভিডিও করতে হবে। (পাহাড়ের নাম টা মনে পড়ছে না) আর ভিডিওর গ্রাফিক্স 4K মানের করতে হবে। এজন্য Sony আলফা সিরিজ কেমেরার বিকল্প নাই!.... দাড়িয়ে চা পান করা টা মোটেও পছন্দ হয় নাই!
দাদা, আপনার মুখের ব্যবহার টা খুবই ভালো।
অনেক সুন্দর একটা প্লেস। আমিও ট্যুর খুব পছন্দ করি। মন চায় পৃথিবীকে ঘুরে জয় করে ফেলি।
শুনে খুব ভাল লাগলো।
শুভ কামনা
মাশাআল্লাহ
পুরো ভিডিও টা দেখে মনটা ভরে গেলো।
এত সুন্দর করে উপস্থাপন করেছেন যা বলার মত না। এত সুন্দর করে ভয়েস দিয়েছেন মাশাআল্লাহ।
উপভোগ করলাম।
অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা
Storytelling style is just mind-blowing .
অনেক ধন্যবাদ
1st time ei channel er vedio dekhlam, R dekei fan Hoye gelam. Oshadharon, just owesome presentation, super idea, informative, and also poetic. 1 minuter Jonno birokto hoini. Oh! Dhhamn good. Thank you very much. Good job
অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।
আপনাদের মত কিছু মানুষের জন্যই আমরা ভিডিও বানিয়ে শান্তি পাই বা দিনশেষে ভিডিও বানাই।
অনেস্টভাবে একটা ভিডিও বানাতে গেলে কত যে কষ্ট সেটা যারা বানায়, তারাই শুধু জানে।।
কত ঘন্টা পরিশ্রম, কত প্ল্যান,, সবকিছু মিলিয়ে যেন ভিডিওটা প্রাণবন্ত হয় তা সর্বোচ্চ চেষ্টাটাই আমরা করেছি।
মানুষ যেন সর্বোপরি উপকৃত হয় সেই চেষ্টাটাই ছিল মুখ্য।
আপনার জন্য অনেক শুভকামনা রইল
আল্লাহর কাছে শুক্রিয়া টা অনেক অনেক ভালো লাগছে ভাইয়া। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
সেরা একটা ভিডিও হয়েছে অলওভার...
আমি আপনার এই ভিডিও দেখে অনেক খুশি এই জন্য ই যে আমাদের দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক জন ডাঃএই ভিডওতে আছে। অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই।
অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।
দিনাজপুর খুব মিস করি ভাই।
আমার জন্ম বেড়ে ওঠা সবকিছু ঢাকায় হলেও, আমি সব সময় বলি দিনাজপুর আমার সেকেন্ড হোম।
আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ইনশাআল্লাহ কোনদিন দেখা হবে।
আসসালামু আলাইকুম
আমাদের Dr.Siam sir...😊
ভালো লাগললো ভিডিওটা
অনেক অনেক ধন্যবাদ স্যার
মাশাআল্লাহ,
সাজেকের এমন ভিউ আগে কখনো কারো ভিডিওতে দেখিনি ধন্যবাদ ভাইয়া আপনাকে ♥
আপ্নাকেও অনেক ধন্যবাদ
Hats off to you 🙇🏾♀️ আজ থেকে তুমি fav। অনেক ধন্যবাদ তোমাকে!!💗
অনেক অনেক অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ,
মমন্ত্রমুগ্ধের মত আপনার ভিডিও দেখলাম।
আল্লাহর অপরুপ সৃষ্টি আর মনমুগ্ধকর ও উপস্থাপনা, আমি বিমোহিত।
আপনার সুবাদে সুন্দর জিনিস দেখতে পেলাম। অশেষ ধন্যবাদ আপনাকে।
Thanks a lot
this video is too much informative in description box.....
এইভাবে ভিডিও মেকিংও যুক্তিখণ্ডন করে ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন দিতে থাকলে আপনি বাংলাদেশের এক নম্বর ইউটিউবার হতে সময় বেশি দিন লাগবে না 💝💖💖💖💖💖💖💝
অনেক ধন্যবাদ
অসাধারণ একটা ভিডিও 🥰 সাজেকের এই দৃশ্য দেখে ভালো লাগলো
Thanks a lot
Assalamualaikum, amer to video ta onek valo laglo, misti lebu tir caite o apner hashi ti beshi misti cilo, maje r kontho sor ti valo laglo sunte, ami to video dekte dekte hariye gecilam,ato sundor explain, MashaAllah, jajakallah,
ওয়া আলাইকুম আসসালাম।অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং আপনার দেওয়া বিশেষণ এর জন্য।
আপনার জন্য অনেক শুভকামনা।
আসসালামু আলাইকুম
আপনার মতো এইভাবে বিস্তারিত ইনফরমেশন আর কেউ দেয়নি কোনো ভিডিওতে।
Thanks a lot Bhai
আল্লাহ রব্বুল আলামীনের কাছে লাখ কোটি শুকরিয়া এই কথাটা বলার জন্য আপনাকে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
খুব ভালো লাগলো আপনার এই কথাটা💝💖💖💖💖💖💖
এভাবে সব সময় প্রত্যেকটি মুসলমানের উচিত আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা❤️
খুবই দারুণ হয়েছে ভাইয়া। এমন আরও ভিডিও দিয়ে আমাদের ভ্রমণকে আরো উপভোগ্য করতে সহযোগিতা করবেন। আপনার মত করে খুটিনাটি বিষয়গুলো আগে কেউ উপস্থাপন করেছে কি-না আমি দেখিনি। ধন্যবাদ। 🌹
ধন্যবাদ
সব চেয়ে ভালো লাগে কি জানেন ভাই,
আপনার প্রতি কথায় আল্লাহ কথা , অনেক অনেক সুন্দর হয়েছে বড় ভাই,
ধন্যবাদ
অত্যন্ত চমৎকার উপস্থাপনা এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ❤❤
ধন্যবাদ
Speechless and mind blowing presentation.. Mone hocchilo ami sajek thekei video ta dekhchi
durdanto upostapona ....bhishon bhalo legeychey ... plz upload more videos ..
অনেক ধন্যবাদ
দারুন লাগলো। উপস্থাপনা ও ক্যামেরার কাজ অসাধারণ। 👍
ধন্যবাদ
এত্তো ভালো এবং ইনফর্মেটিভ ভিডিও আর নাই।ধন্যবাদ ভাই
অনেক অনেক ধন্যবাদ
৪৮ মিনিটের পূর্ণদৈর্ঘ্য ট্রাভেল ভ্লগ🧡
ধন্যবাদ। এইটা ট্রাভেল ডডকুমেন্টারি বলতে পারেন
আসসালামু ওয়ালাইকুম ভাইয়া, আজ থেকে আমি আপনার একজন সাবস্ক্রাইবার।আলহামদুলিল্লাহ এমুন সুন্দর উপস্থাপনা আমি দেখিনি।মনের অন্তরস্থল থেকে আপনার সাফল্য কামনা করছি।খুব ☺ খুশি হয়েছি আপনার বলা আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ ব্যবহার,অসংখ্য দোয়া রইল আপনার জন্য সাথে আন্টির জন্যও যে কিনা উত্তম আচরন শিক্ষা দিয়ে সন্তান বড় করারজন্য।উনার মধ্যেও আমি সরলতার আবাস পেয়েছি বারবিকিউর ব্লগ ভিডিও তে।আল্লাহ আপনাদের নেক হায়াত দিন আমিন।
ধন্যবাদ
ফেলুদা’র থিমটা শুনলেই আলাদা একটা ফিলিং চলে আসে। ❣️
সত্যিই ভাই আপনার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আ্ল্লাহর সৃষ্টির অপরূপ সুন্দর্য আরো বেরে গেল, আলহামদুলিল্লাহ
অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য
Darun hoyeche vaia..apni one of the best in this field...apnar video sob somoy e khub valo lage totthoboho bole..dhonnobad apnake apnar guruttopurno somoy theke kichu somoy amader sathe vag korar jonne
অনেক অনেক ধন্যবাদ
ভাইয়া আপনার কথা বলা শব্দ উচ্চারণ আমাকে মুগ্ধ করেছে। আপনার প্রকৃত একটা শুভাকাঙ্ক্ষী হয়ে গেলাম। অনেক ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ ভাই
Khub shundor presentation.. It is very helpful and informative
Video & Voice Over Quality 🔥🥂
Best Wishes bro ❤️
ধন্যবাদ
বাই আপনার ভিডিও ভীষণ ভালো লাগছে মনে হলো কিছু সময় সাজেকে সিলাম
আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ
Very informative & explained also helpful blog...... Masha-Allah vaijan
ধন্যবাদ
Apnar video dekhe ami onek upokrito hoyechi ❤️
অনেক অনেক ধন্যবাদ
আমি গত ০৫-১০-২০২২থেকে ০৯-১০-২০২২ তাং ৫ দিন সাগরকন্যা,কুয়াকাটা ভ্রমন করে এসেছি। আজকে ১০-১০-২০২২ আপনার ভিডিওটা দেখলাম আর সাথে সাথে পন করলাম আগামী ট্যুরটা সাজেকেই দিব ইনশাআল্লাহ। সত্যি মনোমুগ্ধকর আপনার বাচনভঙ্গি।আর ভিডিও উফ্ মাইন্ড ব্লোয়িং।মন থেকে আপনার জন্য দোয়া রইল।
অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ দৃশ্য প্রায় সপ্নের মতো অবাক করা দৃশ্য যেন মন প্রান ভরে দিয়ে যায়
thank you bhaiya! apnar sylhet er video dekhe ami sylhet a geiyechilam onnk bhalo lagechilo! thanks again! keep making videos like this it really helps! hope someday we will travel together..
অনেক অনেক ধন্যবাদ ভাই,,আমাদের মনে করার জন্য।
আপনার জন্য অনেক শুভকামনা
খুব সুন্দর উপস্থাপনা করলেন ভাই।
অনেক ধন্যবাদ
অনেক সুন্দর একটা টুর ❤🌸
অনেক ধন্যবাদ
মাশা আল্লাহ খুব সুন্দর উপস্থাপনা এবং বার বার আল্লাহর প্রতি শুকরিয়া আদায় আরো ভালো লেগেছে।
ধন্যবাদ
Thank you very much for this unique content.May Allah bless you and your family.
Most Welcome.
And thanks a lot for watching our video.
ভাইয়ের একটা জিনিস আমার অনেক ভালো লাগছে সেটা হোলো আল্লাহর নাম আর প্রসংশা করা, কথার আগে,ধন্যবাদ ❤️👍
ধন্যবাদ
Thanks vhiya..such a nice video. Video ta dekha sahos ta bere gelo onk 1st time jawa
ধন্যবাদ
Sajek ghure aslam.. Video dekhe kolponar maddhome😇😇🫣
ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ
48 miniter vedio ato sumdor travel vloge ☺️☺️ 🥰 InShaAllah One day amio jbo
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ! অনেক সুন্দর, সুন্দর আপনার উপস্থাপনা
আলহামদুলিল্লাহ
চলে আসলাম ভাই 🥰
আপনার সব ভিডিও ভালো লাগে ❤️
আপনার ভয়েস মাশাআল্লাহ ❤️
অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই
@@dr.salmanmahiruhulkowser9812 ভাই 🥰
সাজেক আমার পছন্দের একটি এলাকার ভালো লাগলো আপনার ব্লগটা দেখে
Thanks
আলহামদুলিল্লাহ কি সুন্দর...মাশ আল্লাহ খুবই ইনফরমেটিভ ভিডিও...আপনাদের এইরকম ইনফরমেটিভ ভিডিও কি সেইন্টমার্টিনের জন্য আছে?
ধন্যবাদ আপু।
জি আছে৷, তবে তিন বছর আগের।
আপনি চ্যানেল ঘুরলে পেয়ে যাবেন
আসসালামু আলাইকুম।।
অসম্ভব সুন্দর একটি ভিডিও!
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ
this video is too much informative in description box.....
এইভাবে ভিডিও মেকিংও যুক্তিখণ্ডন করে ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন দিতে থাকলে আপনি বাংলাদেশের এক নম্বর ইউটিউবার হতে সময় বেশি দিন লাগবে না 💝💖💖💖💖
অনেক ধন্যবাদ
কিছুক্ষণ এর জন্য মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি 🥰🥰
কারন আমি সৌদি প্রবাসি মাশা আল্লাহ অনেক সুন্দর উপস্থাপন 💝
অনেক অনেক ধন্যবাদ ভাই ভিডিওটা দেখার জন্য
Most wellcome 💝
স্হানীয় পর্যটক কেন যাবে,বাংলাদেশের কোন দর্শনীয় স্থানে স্হানীয় পর্যটকদের জন্য তৃপ্তি দায়ক খাবারের ব্যবস্থা নেই।যে খাবার হোটেলে বা খেতে যান ১০০টাকার জিনিস ৫০০নিবে কিন্তু এতো গুলো টাকার বিনিময়ে খাবার গুলো এসওয়ার উপযোগী নয়।
সীতাকুণ্ড,পতেঙ্গা সী বলে চ,কক্সবাজার,সাজেক,সিলেট, কুয়াকাটা সব জায়গাই একই অবস্থা? আপনি আমি গুরতে গেল হয়ে উপোস থাকবোনা।কোন স্থানে একবার গেলে প্রতারণা এই ভোগান্তি ও খাবারের কষ্টে দ্বিতীয় বার যাবো বা কেউ যাচ্ছে মনে হলে গান ছম করে উঠে।।।
রিয়াদে আছেন নাকি?
আলহামদুলিল্লাহ পুরো ভিডিওটা দেখলাম, সাজেক সম্পর্কে অনেক অজানা তথ্য জানলাম। আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে গাইড করার জন্য
আপনাকেও অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে এক্সপ্লেইন করে ভিডিও বানানোর জন্য। আমার অনেক দিনের স্বপ্ন সাজেক ভ্রমণ কিন্তু সময় ও বাস্তবতার কারণে সম্ভবপর হয়ে উঠছে নাহ, যাই নাই কোনদিন জানি নাহ যাবো কি কখনো তবে আপনার সুন্দর উপস্থাপন ও ভিডিও সুট ও আপনার বাচন এর মিষ্টি ধারাবাহিকতায় প্রাণবন্ত একটি ভিডিও ঘুম ঘুম চোখে দেখলাম। ভালো লাগছে ও এবার সত্যিই সাজেক ভ্রমণ এ আগ্রহী হলাম।
ভালোবাসা রইলো। ❤️❤️
ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া আমাদের সাজেক কে এমন সুন্দর করে দেখানোর জন্য🥰🥰
অনেক অনেক ধন্যবাদ ভাই ভিডিওটি দেখার জন্য।
বাংলাদেশের পতাকার টি শার্ট ৩৩ ভাগ ছাড় ও সাথে আরো ৪০ টাকা ডিসকাউন্টে কিনতে আমার কুপন Salman10 ব্যবহার করতে পারেন।
লিংক নিচে দেওয়া হল:
in2travels.com/shop/bangladesh-originals/
Vai er information khul khub i vlo laglo
অনেক অনেক ধন্যবাদ
আপনার রিভিউগুলো বেস্ট!!! ❤️🤍❤️🤍❤️🤍❤️🤍❤️
অনেক অনেক ধন্যবাদ
@@dr.salmanmahiruhulkowser9812 ভাইয়া নাম্বারগুলো দিলে অনেক উপকার হতো
যাতায়াতের, খাবারের ক্ষেত্রে
আর পানি কি বোতল কিনে খেতে হবে নাকি রিসোর্টে থাকবে???
জানাবেন প্লিজ
আমি যেখানে ছিলাম,সেখান থেকে ডেইলি ২ লিটার দেয়।
এর বেশি প্রয়জন হলে কিনে খেতে হবে।
ধন্যবাদ
@@dr.salmanmahiruhulkowser9812
১। লুসাই কটেজে ওয়াশরুম কেমন ভাইয়া??
২. আর সে কটেজে বিদ্যুৎ বা জেনারেটর কি সার্বক্ষনিক থাকে? ওয়াইফাই থাকে?
দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য
আসলে লাইফে প্রথম আমি আর আমার ওয়াইফ যাবো সেখানে দুজনই। তাই নিরাপত্তা আর এসব তথ্য জানাটা প্রয়োজন।
অগ্রিম ধন্যবাদ
লুসাই কটেজ নিয়ে জানা নেই।
সাজেক একটা বন।
এখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া টাফ।
সেখানে ওয়াই ফাই অনেক দূরের বিষয়।
আমি যেখানে ছিলাম,সেখানে এটাচ টাইলস ওয়াশ্রুম ছিল