EP 2 পাহাড়ে বাঙালী মহাভোজের আনন্দ নিতে এই হোমস্টেতে আসুন । Offbeat North Bengal । Kalimpong । Jhandi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 458

  • @dr.sobhanbanerjee3733
    @dr.sobhanbanerjee3733 22 дня назад +2

    আজ সকালে 01/11/2024 এখান থেকে এলাম। খুব খারাপ অভিজ্ঞতা। হোম স্টের মালিক সন্দীপ বাবু ভীষণ চালাক। মুখে মিষ্টি কথা বলে পিছনে ছুরি মারা তথাকথিত ভদ্রলোক। রুম
    অত্যন্ত নোংরা। বালিশ না ইট বোঝা দায়। বাথরুমে গরম জলের ব্যবস্থা তথৈবচ। খাবারে বাঙালিআনা আনার চেষ্টা করে তার পরিমাণ নিতান্তই কম। বারবার চাইতে চাইতে আপনার নিজের লজ্জা লাগবে। একজন বাঙালী হয়ে বাঙালীর সর্বনাশ করছেন। পাহাড়ে এলে পাহাড়িদের কাছে থাকাই ভালো। আমরা পরে খোঁজ নিলাম। অনেক ভালো হোমস্টে আছে। বাঙালি দেখে এখানে না আসাই ভালো। এবার আপনাদের বিবেচনা। এলে ঠকবেন নিশ্চিত। ওনার নিজের গতকাল এটাও স্পষ্টভাবে বললেন যে উনি নানা ইউটিউব চ্যানেলে পয়সা দিয়ে ব্লগ করেছেন। ব্লগারদের আমি অনুরোধ করছি আপনাদেরকে বহু মানুষ ভালোবাসে, বিশ্বাস করে তাদের জন্য একবার হলেও ভাববেন।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  21 день назад

      অন্যেরা কি করেছেন জানিনা তবে, আমি আপনাকে অন্তত এইটুকু বলতে পারি যে আমি ওনার থেকে কোনো টাকাপয়সা নিয়ে ভিডিও করিনি । বিশ্বাস করা বা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার । তবে আপনার এই কমেন্টটি স্ক্রিনশট তুলে আমি ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি । এছাড়া আমার আর কিছু করার নেই ।

    • @sandiproy1419
      @sandiproy1419 21 день назад

      আপনার এমন বক্তব্য আমাদের আশাতীত । আপনার পূর্ণবয়স্ক বাচ্চাকে শিশু হিসেবে গণ্য করিনি এটা আমার অপরাধ ? এই সামান্য কারণে ,আপনি আমার বিরুদ্ধে এত বলছেন ? ফোনে আপনি আমাকে কি বলেছিলেন, এটা যদি অডিও ক্লিপ দেওয়ার সুযোগ থাকতো তাহলে সবার কাছে পরিষ্কার হয়ে যেত আপনার দ্বিচারিতা । নিজের স্বার্থসিদ্ধি না হলে অন্যের দিকে আঙুল তোলার এই ঘৃণ্য মানসিকতা পরিত্যাগ করুন । Google-এ 95 শতাংশ অতিথি আমাদের সম্পর্কে কি মতামত ব্যক্ত করেছে এবং তারা কতটা উচ্ছসিত সেটা দেখার পর আশা করি নিজের মন্তব্য করার জন্য আপনি লজ্জিত হবেন ।
      আর যে ব্লগাররা নিঃস্বার্থভাবে পকেটের পয়সা খরচা করে , পরিশ্রম করে, সবার কাছে অজানাকে তুলে ধরার কাজের নেশায় দৌড়ে বেড়ায় তাদের আর্থিক সম্পর্ক জড়িয়ে দিয়ে অযথা কলঙ্কিত করার চেষ্টা করেন কেন ?

    • @dr.sobhanbanerjee3733
      @dr.sobhanbanerjee3733 20 дней назад

      ​@@AnindyasTravelogueআপনার সম্বন্ধে আমি একশ শতাংশ নিশ্চিত যে আপনার এরকম কোনো ব্যাপার নেই। আমি আপনার ফ্যান। আপনার সম্বন্ধে কেউ এধরনের কথা বললেও বিশ্বাস করবো না। কিন্ত ওনার কথা সর্বৈব মিথ্যা। যাই হোক আমার অভিযোগ সম্পূর্ণ ঝান্ডি হোম স্টের মালিক সন্দীপ রায়ের বিরুদ্ধে। আপনি কিছু মনে করবেন না

    • @pragnabantimusicals21
      @pragnabantimusicals21 20 дней назад

      অনিন্দ্য বাবু আপনার ট্রাভেল ব্লগ এর একনিষ্ঠ ভক্ত আমরা পারিবারিকভাবে সবাই। তাই আপনাকে কখনোই আমরা বলিনি যে টাকা-পয়সা নিয়ে আপনি প্রমোশন বা ব্লক করেছেন। কিন্তু ঝান্ডি হেভেন হোমস্টের ওনার সন্দীপবাবু বলেছেন অনেক ব্লগার নাকি উনার হোমস্টের ব্লক করার জন্য অনেক অনেক টাকা চান। প্রয়োজনে সেই সকল ব্লগার দাদাদের নামও আমি প্রকাশ্যে আনতে পারি। আর এটাও বলেছেন আপনাদের থাকা ও খাওয়ার জন্য কোনো রকম চার্জ আপনাদের পে করতে হয়নি। কিন্তু উনি যেটা বলছেন আমার পূর্ণবয়স্ক বাচ্চা যার নাকি আমরা চার্জ কম নিতে বলেছিলাম সেটা উনি না নিয়ে পুরনো ভাড়া নিয়েছেন। কিন্তু উনি নিজেই বলেছিলেন 10 বছর বয়স পর্যন্ত চার্জটা হাফ। আর আমার বাচ্চার বয়স 10 বছরের নিচে। আমার কাছেও অডিও রেকর্ড থাকলে বিষয়টা আমি ওনাকে শুনিয়ে দিতে পারতাম। উনার হোমস্টে তে আমরা দুদিন ছিলাম আমি একটি দিনও গরম জল পাইনি। উপরন্তু উনি আমাকে বলছেন গ্রীষ্মকাল হলে জল নাকি বন্ধ করে রাখতেন। বাথরুমে ঢুকে জল না থাকা অবস্থায় বারবার বললেও পাম্প চালাতে দেরী করে। এবার খাবারের বিষয়ে আসি, সকালবেলায় আমার বাচ্চারা ঘুম থেকে ওঠেনা তাই দু কাপ চা আমরা নি, যদিও সেটা প্রায় ঠান্ডা। বাকি দুকাপ চা ব্রেকফাস্টে নেবো বললেও কিন্তু দুদিনের কোনদিনই সেটা দেওয়া হয়নি। আমার বাচ্চা যদি পূর্ণবয়স্ক হয় তাহলে তাকে আমাদের থেকে পরিমাণে কম খাবার পরিবেশন করা হলোই বা কেন। এছাড়াও আপনারা যারা এই হোমস্টে থেকেছেন আমার মনে হয় সবাই জানেন রুমগুলো ট্রিপল বেড রুম অথচ আমাদের চারজনের ফুল ভাড়া নেওয়া সত্ত্বেও একটা রুমে আমরা চারজন শেয়ার করেছি with একটা বাথরুম। 31/10/24 ও 01/11/2024 এই দুদিনের জন‍্য 1400×4×2=11200 আমাদের কাছে ভাড়া নেওয়া হয়। তাহলে তো আমাদের দুটো রুম প্রাপ্য ছিল তাই নাকি?
      আর দ্বিচারিতার কথা যদি উনি বলেন তাহলে সম্পূর্ণভাবেই দ্বিচারিতা পূর্ণ লোক উনি কারণ আমার হাজবেন্ডের কমেন্টের বিরোধিতা করে খারাপ কথা লিখছেন আর whatsapp-এ আমাকে মেসেজ করছেন আমরা ঠিকঠাক বাড়ি পৌঁছেছি কিনা, হাস‍্যকর। যাক এভাবে ওনার ব‍্যবসা বেশি দিন চলবেনা।

    • @sandiproy1419
      @sandiproy1419 19 дней назад

      ​​@@pragnabantimusicals21আপনার আর আপনার স্বামীর দুজনের বক্তব্য পাশাপাশি রেখে তুলনা করলেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে , শুধুমাত্র বদনাম করার জনই আপনারা এটা করছেন । দুজনে যদি একটু নিজেদের মধ্যে আলোচনা করে অভিযোগ করতেন তাহলে বক্তব্যটা এক হতো ।
      আপনারা কি ভাবেন , রিভিউ দেওয়ার সুযোগ আছে বলে যে কোনও রকম অসভ্যতা / দুর্ব্যবহার করবেন আর আমাদের মুখ বুঝে সব সহ্য করতে হবে ?
      যায় হোক আমাদের অন্যান্য গেস্টদের আপনাদের কথা বলেছি , তাঁরা তো প্রত্যেকে অবাক , অনুরোধ করেছি তাঁদের অভিজ্ঞতা লিখে আপনাদের জবাব দেবেন । আশাকরি তাঁরা এই অনুরোধ রাখবেন , তাহলেই আপনার স্বামী - স্ত্রী আপনাদের জবাব পেয়ে যাবেন

  • @mousumisanyal5937
    @mousumisanyal5937 6 часов назад

    অসাধারণ আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিনা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন।

  • @DeepAdhikari-g7g
    @DeepAdhikari-g7g 17 дней назад +1

    Anindya babu , apnake asongkhyo dhonybad emon ekta jaygar sandhan deoyar jonyo . 2nd. October amra 12 jon 2night 3days JHANDI HEAVEN-e chhilam . Sotti bolchhi pahare offbit jaygay etto valo khaoya - thaka ashai korte pari na . Etto pahari Homestay- te thekechhi etto valo khaoa kothao paini . Sorbopori ekhankar owner Sandip Roy je vabe nije dariye theke khaoan tate onar antorikotay khabarer swad jeno aro bere jay . Mone hoy amar kono nikotatmiyo jeno nimontron kore khaoachchhen . Etto valo , porishkar porichchhonno ghor - toilet....
    JHANDI HEAVEN smritir monikothay jayga kore nilo tar porisheba shudhu na , owner Sandip Babu ar tar sathi kormocharider antorik bybohare .
    STRONGLY RECOMENDED

  • @tanusreekarmakar2670
    @tanusreekarmakar2670 18 дней назад +1

    Amra may mashe gie6ilam. Eirokom eto valo homestay age kokhono pai ni. Jamon sundar, tamoni onader valo babohar. Khaodaoa to asadharon. Khub valo katie chilam.

  • @ShibnathDey-z1i
    @ShibnathDey-z1i 9 месяцев назад +2

    পাহাড়ে যে একবার গেছে সে পাহাড়কে ছাড়া অন্য কিছু ভালোবাসা সত্যি কঠিন
    যেমন আমি বছরে একবার অন্তত নর্থ বাঙলা যাবার চেষ্টা করি। 🙏🥰

  • @SutapaUkil
    @SutapaUkil 10 месяцев назад +13

    আমিও গিয়েছিলাম গত বছর মার্চ মাসে।ঠিক এই রকম এতো মেনু দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে কোনো হোম স্টে র আতিথেয়তা এরকম হতে পারে।আর হোম স্টে টা র পরিবেশ টাও অভাবনীয়।আমাদের দারুন ভালো লেগেছিলো।এনাদের ১০০/১০০ চোখ বুজে দেওয়া যায়।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  10 месяцев назад +3

      একমত 👍

    • @mousumipaul2239
      @mousumipaul2239 10 месяцев назад +1

      খুউব ভালো লাগলো,ইচ্ছা রইলো যাবার,আপনারা এত সুন্দর করে বলেন

    • @jyotirmoysen6417
      @jyotirmoysen6417 10 месяцев назад

      বেরাতে যাবার লিস্টে নতুন সংযোজন করলাম। আপনারা ভালো থাকবেন।

    • @sonalighosh3132
      @sonalighosh3132 4 месяца назад

      Khub bhalo laglo. Icce ache okhane jaour.

  • @SandipDatta-b5g
    @SandipDatta-b5g 10 месяцев назад +5

    অপরূপ প্রকৃতি, সুন্দর প্রকাশভঙ্গি, পরিচ্ছন্ন বাসগৃহ,তৃপ্ত ভোজন ও পরিষেবার অনবদ্য মিশেল এই মনোরম ঝাণ্ডি। ভালোর চেয়েও বেশী ভাল।

  • @umasankarsarkar9736
    @umasankarsarkar9736 10 месяцев назад +4

    সৌন্দর্য থাকে চেতনায়।আপনাদের চেতনা সুন্দর তাই সবের মধ্যেই চেতনা খুঁজে পান
    ভাল থেকো দাদা দিদি।

  • @sutapadutta489
    @sutapadutta489 3 месяца назад

    শুধু এরকম খাওয়া আর থাকার ব্যবস্থার জন্যই ওখানে যাওয়া যায়। ভালো লাগলো।

  • @benugopalbasu4968
    @benugopalbasu4968 10 месяцев назад +1

    খাদ্য রসিকদের জন্য অনবদ্য দারুন সুন্দর উপস্থাপনা ধন্যবাদ

  • @swarnadipdey4316
    @swarnadipdey4316 10 месяцев назад +1

    JHANDI এখন আগের থেকে অনেকটাই সুন্দর লাগল। তবে আমারা Jhandi Eco Hut homestay তে রাত্রি যাপনকরেছিলাম , ওখানকার Bumboo chicken রেসিপি টা দারুন ছিল

  • @sibanibakshi5614
    @sibanibakshi5614 2 месяца назад

    এই ভ্রমণটি ও অসাধারণ লাগলো
    যাওয়ার ইচ্ছা রইল ধন্যবাদ।

  • @arupkumarbhattacharyya2811
    @arupkumarbhattacharyya2811 9 месяцев назад

    আপনার উত্তর বঙ্গের ভিডিও মানেই আলাদা আকর্ষণ। অসাধারণ লাগলো। যেতে হবেই।

  • @namitadatta2275
    @namitadatta2275 9 месяцев назад

    অনেক ধন্যবাদ । আমরাও গত ১০/০১/২৪ থেকে ১৩/০১/২৪ কালিমপঙ বেড়াতে গিয়ে ছিলাম , প্রত্যেক দিন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে পেলাম।

  • @sumandas3398
    @sumandas3398 10 месяцев назад +1

    অত্যন্ত ভালো...উপস্থাপনা...ব্যাখ্যা...প্রকৃতি...অবশেষে ভুরি-ভুরি ভুড়িভোজ

  • @jayatidas4098
    @jayatidas4098 10 месяцев назад

    একদম ঠিক কথা বলেছেন বুবু ম্যাডাম। প্রকৃতি, আহার, মানুষজন সব নিয়ে উত্তরবঙ্গ সব সময়ই জমজমাট। দারুণ লাগলো আবার ❤

  • @payelhalder3380
    @payelhalder3380 10 месяцев назад +2

    আপনাদের উপস্থাপনা খুব সুন্দর... আমার ভীষণ ভালো লেগেছে....

  • @neeldas4587
    @neeldas4587 9 месяцев назад

    Ki misti laghche - aapnader dujonke .👌 🌸 🙏 - ki misti / dakho misti / ki misti - a sakaal . Sona jhorche / jhore porche - ki misti a sakaal .❤️.

  • @sonalighosh3132
    @sonalighosh3132 4 месяца назад

    Khub bhalo laglo. Okhane jaour icche ache. Dekhei jete icche korche.

  • @debkumarroy8201
    @debkumarroy8201 9 дней назад

    Khub bhalo laaglo. Tobe ekhan theke aar kothay kothay jawa jay sete janle khub subidhe hoto.

  • @journeywithapurba
    @journeywithapurba 9 месяцев назад

    Just osadharon laglo vdota. Beranor sange mohavoj tripke aro makho makho kore diyeche. Waiting for the place to be explored by myself.

  • @niveditaghosh1773
    @niveditaghosh1773 9 месяцев назад

    খুব ভাল লাগল ভিডিওটি। সত্যিই অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। আপনাদের সংগে আমরাও এই সৌন্দর্যের ভাগ নিতে পারলাম। খুব ভাল থাকবেন সবাই। সুস্থ থাকবেন।

  • @amitavadas4807
    @amitavadas4807 9 месяцев назад

    দারুণ উপভোগ করলাম এই পরিবেশনা। সুযোগ হলে যত শীঘ্র হয় এই স্থানে যাওয়ার ইচ্ছা রইল।

  • @RupaMandal-hv4wq
    @RupaMandal-hv4wq 10 месяцев назад

    2018 সালে গেছিলাম ঝান্ডি ইকো হাট এ ছিলাম । খুব ভালো লেগেছিলো।আপনাদের চোখ দিয়ে আবার দেখলাম খুব ভালো লাগলো। আবার যেতে ইচ্ছা করছে 😊।পরের ভিডিওর অপেক্ষাতে রইলাম 🙂

  • @alokebandyopadhyay6048
    @alokebandyopadhyay6048 10 месяцев назад

    অবশেষে আমার এক প্রিয় দাদা বৌদি আমাদের সামনে ঝান্দির ঝান্ডা তুলে ধরলেন। অজস্র ধন্যবাদ।

  • @amitbanerjee1032
    @amitbanerjee1032 10 месяцев назад

    খুব সুন্দর
    খাদ্যরসিক বাঙালীর জন্যে এ এক সুন্দর জায়গা।

  • @animeshnandy9618
    @animeshnandy9618 Месяц назад

    স্যতি মহাভোজ 😋🤤 দারুণ লাগলো ভিডিওটা👌

  • @rajatganguly6301
    @rajatganguly6301 10 месяцев назад

    অপূর্ব লাগলো অনিন্দদা। তোমাকে আর বৌদিকে অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাদের কি সুন্দর ভাবে এতো সুন্দর সব জায়গা গড়ানোর জন্যে। ❤❤

  • @sukantamitra4132
    @sukantamitra4132 10 месяцев назад

    Khub sundor laglo.
    Sudhu kawadawar janyo e jawa jete pare. Jaygata o darun.

  • @samitabasu9629
    @samitabasu9629 10 месяцев назад

    ঝান্ডি নামটার সঙ্গে পরিচয় হয়ে ভালোই লাগলো। যাওয়ার ইচ্ছে বেড়ে গেল। এমন আরও ভালো , সুন্দর জায়গা দেখবো বলে বসে রইলাম।

  • @aparnamondal1342
    @aparnamondal1342 10 месяцев назад

    Khub sundar homestay ta.jaor khub ichhe roilo.

  • @rumadasgupta1194
    @rumadasgupta1194 10 месяцев назад

    Jhandi খুব সুন্দর জায়গা অনেকের কাছে শুনেছি কিন্তু আমার দেখা হয়নি .এবার আপনাদের চোখ দিয়ে দেখবো .

  • @barundas7447
    @barundas7447 9 месяцев назад

    অসাধারণ । ধন্যবাদ এই সুন্দর সুন্দর জায়গার ও ভাল ভাল homestay এর সন্ধান দেওয়ার জন্য । বেড়ানোর ক্ষিদে টা আরো বেশী বাড়িয়ে দেওয়ার জন্য ।

  • @shyamaprosadvarisundrghosh304
    @shyamaprosadvarisundrghosh304 26 дней назад

    আপনারা যে যে জায়গায় যান মনে হয় সব জায়গাতেই যেন যাই। কিন্তু ট্যা্ঁক টৈনে ধরে।তবে ঝান্ডি সত্যিই অসাধারণ।

  • @mayukbasu5877
    @mayukbasu5877 10 месяцев назад

    Ager bochor ami amar family ke niye jhaandi gechilam.. oshadharon jayga.. just wow

  • @sayan2311
    @sayan2311 10 месяцев назад

    Ami obossoi jabo. Jaiga ta dekhe khub bhalo laglo.

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 10 месяцев назад

    খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤

  • @rimjhimbristi7352
    @rimjhimbristi7352 10 месяцев назад +1

    Ei dui couple ke atto bhalo lage na❤... Chok juriya jai❤❤❤

  • @anupriyabasu342
    @anupriyabasu342 5 месяцев назад

    আপনাদের এই ভিডিও দেখেই recently ঘুরে এলাম Jhandi Heaven থেকে। খুব ভাল ব্যবস্থা। অসাধারণ লেগেছে।

  • @niveditaghosh1773
    @niveditaghosh1773 9 месяцев назад

    খুব ভাল লাগল ভিডিওটি। সত্যিই অসাধারণ প্রাকৃতিক পরিবেশ । আপনাদের প্রানবন্ত উপস্থাপনা আমাদের ও এই সৌন্দর্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অনেক ধন্যবাদ। খুব ভাল থাকবেন দুজনেই।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  9 месяцев назад

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 😍

  • @meghnapaul8500
    @meghnapaul8500 10 месяцев назад +2

    খুব ভালো লাগলো দাদা। আপনাদের video presentation খুব সুন্দর।ঝান্ডি definitely যাবো 🙏

  • @souravpaul6213
    @souravpaul6213 10 месяцев назад

    Anindya da asadharon akta jaigar sondhan dile..mone bhore gelo. .opurbo sundor jaigata sathe homestay tao..khub bhalo laglo vlogta

  • @mousumibhattacharjee989
    @mousumibhattacharjee989 10 месяцев назад +1

    যাওয়ার ইচ্ছা বহুগুণ বেড়ে গেল...❤

  • @aninditabhattacharyya6154
    @aninditabhattacharyya6154 10 месяцев назад

    আমিও গিয়েছিলাম তেইশ সালে, ইকোহাট গ্লাস হাউসে ছিলাম, তুলনাহীন, অসাধারণ একটি জায়গা।

  • @sanjuktapalchoudhury7588
    @sanjuktapalchoudhury7588 10 месяцев назад

    সত্যি ভারি সুন্দর একটা জায়গার সন্ধান দিলেন।এই রকম জায়গা থাকা,এরকম এলাহী খাওয়া আবার সাথে উপরি পাওনা কাণ্চনজন্ঘা।

  • @sandiproy1419
    @sandiproy1419 10 месяцев назад +47

    'JHANDI HEAVEN ' HOMESTAY- এর owner হিসাবে অনিন্দ বাবুকে এবং বৌদিকে এ কথা দিতে পারি , যে আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে খাবারের এবং পরিষেবার কোনও পার্থক্য পাবেন না । আমরা আমাদের সম্মানীয় অতিথিদের এমনই খাবার পরিবেশন করে থাকি । আপনারা গুগলে সন্ধান করলে আমাদের এখানে আগত অন্যান্য অতিথিদের রিভিউ দেখলেও এটা বুঝতে পারবেন ।
    অনিন্দ্য বাবু এবং বৌদিকে অসংখ্য ধন্যবাদ বাস্তব উপস্থাপনার জন্য ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  10 месяцев назад +6

      আপনাদের আতিথেয়তায় সত্যিই আমরা মুগ্ধ । অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏

    • @rajibdas4102
      @rajibdas4102 10 месяцев назад +6

      Aapnader kaache aamar ekanto onurodh ei dhara bojay rakhben please....khub taratari aamra jabo aapnar ei homestay te...ei homestay gulo exceptional.... please continue to be so for ever

    • @sandiproy1419
      @sandiproy1419 10 месяцев назад

      @@rajibdas4102 যত দিন যাবে , আমরা আরও ভালো করবো , এটাই আমাদের লক্ষ্য ।

    • @mayadalal6151
      @mayadalal6151 10 месяцев назад +3

      We will go next month and stay at your homestay.
      Will we get this management

    • @sandiproy1419
      @sandiproy1419 10 месяцев назад

      @@mayadalal6151 sure . আমরা এটা করেই থাকি ।

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 10 месяцев назад

    apurbo prakritik poribesh, asadharon kanchanjangar rup

  • @anuradhadatta3244
    @anuradhadatta3244 10 месяцев назад

    Odbhut sundor prokriti, kal jodi pahar dekhte pan, ta hole to sholo kola purno hobe😊😊

  • @sanghamitramajumdar7034
    @sanghamitramajumdar7034 8 месяцев назад

    Ki sundor homestay..amar r meye r favourite fry items.❤

  • @Gopamajumder-w5j
    @Gopamajumder-w5j 18 дней назад +1

    Aj ami ei home stay theke firlam. Apni Dr. Banerjee ekjon Bengali hoye Keno ar ekjon Bengali ke erokom vabe bolchhen thik bujhlam na. Gorom joler kono problem to nei. Pillow niye boler ki achhe . Etodin bristi hotei pare. Mr. Roy ekjon very gentle man. Apnar valo na lagte pare. Room to khub clean. Ar oner okhane khaowar katha ki kore bollen? Eto khaoya onnyo kono homestay te aj obdhi paini. Emon ki barite o bodhoy eto sob samay hoyna. Apni konotai thik lekhen ni. Anindya dar blog dekhe jara amra ghuri sob somoy onader blog r opor varsha kori. Khub valo jayga. Sob kichu khub valo. Keu oner lekha ke biswas korben naa.

    • @pragnabantimusicals21
      @pragnabantimusicals21 17 дней назад

      এই প্রশ্নটা আপনি মিস্টার সন্দীপ রায়কে করুন উত্তর পেয়ে যাবেন। আমাদের সঙ্গে আরো যারা ঐ সময়ে এই হোম স্টেতে ছিলেন তারাও একে একে এই রিভিউ সেকশনে রিভিউ দেবেন তাহলেই বুঝতে পারবেন আমরা সত্যি বলছি নাকি। আমরা আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করেছি মাত্র। পজেটিভ মন্তব্যের সাথে নেগেটিভ জায়গাগুলো তুলে ধরাটাই একজন পর্যটক এর কাজ। উনার খাবার খারাপ এটা কখনোই বলা হয়নি কিন্তু অতিরিক্ত আইটেম বাড়াতে গিয়ে উনি পরিমাণটা হাস্যকর করে ফেলেছিলেন যাক এটা আমাদের অভিজ্ঞতা ভবিষ্যতে ওনার হোমস্টে থাকলে কারো সাথে এই রকম ব‍্যবহার না করলে আমরাও খুশি
      হবো।

  • @amitmajumdar8156
    @amitmajumdar8156 10 месяцев назад

    ওহ্ ফাটাফাটি। যেমন খাওয়া দাওয়ার আয়োজন, তেমনি সেই নিয়ে আপনাদের অনবদ্য সহজ সুন্দর উপস্থাপনা। চালিয়ে যান। ভালো থাকবেন।

  • @aanayhalder.2019
    @aanayhalder.2019 9 месяцев назад +1

    Maa kamakhya mondir nie ki video avche ....thalke link please. R nahole video please banaben.😊

  • @sucharitaroy4823
    @sucharitaroy4823 10 месяцев назад

    দারুণ লাগলো ঝান্ডি যাবার ইচ্ছে জাগলো খুব সুন্দর উপস্থাপনা 👍

  • @DebasmitaBhadra-fy6eg
    @DebasmitaBhadra-fy6eg Месяц назад

    Khub sundor jaiga. Apner video gulo khub valo lage amar dada❤❤

  • @manjuchatterjee3079
    @manjuchatterjee3079 4 месяца назад

    দারুণ,ফাটাফাটি ট্যুর।

  • @chaitalighosh3398
    @chaitalighosh3398 8 месяцев назад

    Both of you are giving a big boost to tourism ,which means creation of jobs in the service sector and giving us options for planning our vacations

  • @nirmalyabanerjee8503
    @nirmalyabanerjee8503 Месяц назад

    অনিন্দ্য বাবু আপনার এই ভিডিও দেখে আগামী জানুয়ারি মাসে দুদিন এখানে থাকবো আশা করি মনের খিদে মেটাতে অসুবিধে হবে না

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Месяц назад +1

      সমস্যা হওয়ার কথা নয় ।

  • @TransportTalker
    @TransportTalker 10 месяцев назад

    সত্যিই রুমে চায়ের জিনিস গুলো খুব কিউট 😍😍
    আর সার্ভিস ও খুব ভাল লাগলো ❤❤

  • @somachatterjee8418
    @somachatterjee8418 6 месяцев назад

    আপনাদের এত আন্তরিক পরিবেশনা তাতেই মন ভরে যায়। তার উপর Himalaya তো আছেই । খুব আনন্দে ভালো থাকুন

  • @swapanmojumdar5878
    @swapanmojumdar5878 5 дней назад

    Jhandi ট্যুরের বর্ণনা খুবই সুন্দর, আপনার সব ট্যুরের বর্ণনাই খুব সুন্দর ও প্রাঞ্জল। একটা অনুরোধ, অফবিট ট্যুরের প্রধান প্রধান কোনগুলো জানালে বাধিত হব। ভালো থাকুন।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  5 дней назад

      অনেক ধন্যবাদ 🙏 আমার কাছে একেক দিক থেকে এক একটা ভালো । কোনটা আপনার কাছে ভালো লাগবে তাই আপনি যাবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে ।

  • @niveditabanerjee8918
    @niveditabanerjee8918 10 месяцев назад

    Valo manush valo jaega valo drisyo valo khabar..besh laglo...oi beguni papod r luchi sada alur tarkari r omlette e khub lov dilam.

  • @dutta5969
    @dutta5969 10 месяцев назад +1

    দুর্দান্ত। খুব ভালো লাগলো...

  • @rumadasgupta1194
    @rumadasgupta1194 10 месяцев назад

    অসাধারণ লাগলো আপনাদের Jhandi ভ্রমণের vdo আর তার সঙ্গে এতো সুন্দর উপস্থাপনা মুগ্ধ হয়ে উপভোগ করি .Home Stay টাও অপূর্ব সুন্দর .দেখা যাক আপনাদের এই vdo দেখে inspired হয়ে Jhandi ভ্রমণ করা যায় কিনা .আসলে বয়স বেড়েছে বলে আগের মতো ঝটপট বেরিয়ে যেতে পারি না .আপনাদের দেখে দারুণ ভালো লাগে .

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  10 месяцев назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 10 месяцев назад

    Khub bhalo laglo.Jhandi r moto ato sundor akta destination apnar uposthapona r jonno asadharon hoye uthlo.Sotti prokriti North Bengal ke jano nije hat a kore sajiye diyeche.

  • @exploreramitava6119
    @exploreramitava6119 10 месяцев назад +1

    Osadharon laglo jemon sobkota bhalo lage....

  • @bnbanerjee5104
    @bnbanerjee5104 10 месяцев назад

    যথারীতি অপূর্ব সুন্দর ভাবে উপস্থাপনা ।কাঞ্চনজঙ্ঘা দেখে একরাশ মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে আছি ।।সব দিক দিয়েই খুব ভালো এই হোম স্টে ।।ইচ্ছে রইল আগামীতে যাবার ।।অনিন্দ্য কিন্তু এখানে রসগোল্লা ও পেয়েছো ।।😃খুব ভাল থাকো অনেক ভালবাসা ও শুভ কামনা রইল ।।

  • @rajarshi_rc
    @rajarshi_rc 10 месяцев назад

    আমার ও আমার পরিবারের তরফ থেকে আপনাদের একটা অভিনন্দন প্রাপ্য। আপনাদের উত্তরবঙ্গের vlog দেখে আমি রামকৃষ্ণর সাথে যোগাযোগ করি। এমন দ্বায়িত্বপূর্ণ ও সৎ মানুষ যে বলার নয়। আমরা December এর উনতিরিশ তারিখ দার্জিলিং ও Rangaroon বেড়াতে যাই। রামকৃষ্ণর আমাদের NJP থেকে যাওয়া ও আসার গাড়ির ব্যবস্থা করে দেন এবং সেটা বেশ অল্প দিনের notice এ। সবচাইতে বড়ো ব্যাপার, সেই সময় গাড়ির ভাড়া আকাশ ছোঁয়া, কিন্ত উনি আমাদের কাছ থেকে এক পয়সায় বাড়তি নেননি। উনি নিজে না যেতে পারলেও যথা সময় স্টেশনে আমাদের জন্য গাড়ি অপেক্ষ্যা করছিলো এবং ফেরার দিন Rangaroon এ যথা সময় গাড়ি পৌঁছে গেছিলো।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  10 месяцев назад +1

      খুব ভালো লাগলো শুনে। রামকৃষ্ণ সত্যিই খুব ভালো ছেলে।

    • @namitadatta2275
      @namitadatta2275 9 месяцев назад

      রামকৃষ্ণ বাবুর ফোন নম্বরটি যদি আবার জানিয়ে দেন ভাল হয়।

  • @amitghosh5948
    @amitghosh5948 Месяц назад

    সত্যিই ভালো তবে খারাপ লাগছে এই ভেবে যে কদিন আগেই গতমাসের ১৮ তারিখ থেকে কোলাখাম, রিশপ,লাভা গেলাম কিন্তু সময়ের জন্য ঝাণ্ডি যাওয়া হলনা।পরের বারে চেষ্টা করছি।ভালো থাকবেন।

  • @85426411
    @85426411 3 месяца назад

    খুব সুন্দর লাগল।

  • @debasismukherjee1735
    @debasismukherjee1735 4 месяца назад

    আমরা গিয়েছিলাম, বিকাশ ও কমলের ব্যবহার, সঙ্গেই বিশাল মেনু র পরিবেশন এবং প্রাকৃতিক পরিবেশ,আমাদের মুগ্ধ করেছিল। হোমস্টের মালিকে আমার প্রনাম।নিচের গ্রামের মানুষের জীবন যাপন খুব মন ভাল করেছিল ¡

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  4 месяца назад

      Thanks for your update.

    • @sandiproy1419
      @sandiproy1419 3 месяца назад

      আপনাদের আতিথেয়তা গ্রহণ আমাদের অত্যন্ত আনন্দ দিয়েছে । আমরা চেষ্টা করি সাধ্যমত আমাদের সর্বোচ্চ পরিষেবা দিতে । আপনারা আনন্দ পেলে বা আপনাদের ভালো লাগলে আমাদেরও খুব ভালো লাগে ।

  • @madhuchhandabhattacharya8373
    @madhuchhandabhattacharya8373 8 месяцев назад

    Darun uposthapona fantastic Aninda ar Bubuke. 👌👌

  • @jayantichakraborty5105
    @jayantichakraborty5105 10 месяцев назад

    Really Homestay ta sob dik diyei bhalo laglo
    Jaoar iccha roilo🎉🎉

  • @rajibdas4102
    @rajibdas4102 10 месяцев назад

    Sotti boudir homestay selection durdanto...mitma homestay to one of the best...ei vabei aamader samriddho korte thakun...sustho thakun...valo thakun

  • @ansumanroy5589
    @ansumanroy5589 10 месяцев назад

    Apurbo....😊❤
    ami april er shurutei lungchu ar ramdhura jacchi shange darjeeling.jani na kato ta clear dekhte pabo

  • @sougatabose7481
    @sougatabose7481 10 месяцев назад

    Darun vlog, for your kind information,eta tea garden er maintenance time eisomoy tea tree guloke pruning Kora hoy next year er production er jonno ei somoy tea factory te production bonddo thake March mas theke abar plucking suru hoy.

  • @user-ts155
    @user-ts155 10 месяцев назад

    Ek kothai darun laglo, khub enjoy korlam blog ta.

  • @shibprasaddutta2658
    @shibprasaddutta2658 9 месяцев назад

    খুব সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে ❤❤❤❤❤

  • @KRISHNAMITRA-bv5ui
    @KRISHNAMITRA-bv5ui 9 месяцев назад

    অপূর্ব সুন্দর লাগল

  • @shibanibiswas217
    @shibanibiswas217 7 месяцев назад

    আমরা ঝান্ডি গিয়েছিলাম ২১ এর নভেম্বরে… সত্যি বলছি দাদাভাই আর বৌদি যেভাবে ঝান্ডিকে তুলে ধরেছেন এমনকি অন্যান্য ভ্রমণের ভিডিওতে সে জায়গা এমনভাবে উপস্থাপন করেন আমার কাছে ভ্রমণের সংজ্ঞা বদলে যাচ্ছে.. অভিভূত আমি❤
    দু’ধারে ঘন চা বাগান , দূরে নীলরঙা ধূপছায়া পাহাড়, মাঝখান দিয়ে কালো ফিতের মতো মসৃণ রাস্তার পাকদন্ডী পেরিয়ে গরুবাথান হয়ে উচ্ছ্বল চেল নদীকে পাশে রেখে মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে পৌঁছে গেলাম দাদাভাইদের সঙ্গে ঝান্ডি হেভেন হোম স্টে তে… খাবার দেখে তো আমার আবার যেতে ইচ্ছে করছে❤বিশেষ করে ঘুমভাঙা ভোরে মেঘের চাদর সরিয়ে কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করে উঠেছে আকাশে… উফ্! বৌদির মতোই আমিও পাহাড় পাগল… কাঞ্চনজঙ্ঘা… মনে হয় সারাদিন তাকিয়ে বসে থাকি ..
    দারুণ সুন্দর ভিডিও পেলাম দাদাভাই ও বৌদির কাছ থেকে… গত ভিডিওতে জেনেছি আপনারা ইছাপুরে থাকেন আর আমরা পলতায় থাকি❤
    অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের জন্য ❤

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  7 месяцев назад +1

      আপনার লেখাটা খুব ভালো লাগলো । প্রকৃত ভ্রমন পিপাসু যারা তাদের মনের ভাব এই ভাবেই ফুটে ওঠে । ভালো থাকবেন 🌹

    • @shibanibiswas217
      @shibanibiswas217 7 месяцев назад

      @@AnindyasTravelogue দাদাভাই ভালো থাকবেন আপনারা… আর এমনই সব ভ্রমণ ব্লগ উপহার দেবেন আর আমরাও চক্ষু কর্ণ সার্থক করি❤️

  • @BarnaliMukherjee-ii9in
    @BarnaliMukherjee-ii9in 10 месяцев назад

    দারুণ লাগলো....পরের tar অপেক্ষায় রয়েছি

  • @ajaydas2880
    @ajaydas2880 10 месяцев назад +1

    Opurbo laglo. Osadharon.

  • @ambarghosh1915
    @ambarghosh1915 10 месяцев назад

    খুব ভাল লাগল ।
    আপনাদের ধন্যবাদ ।

  • @traveleye2201
    @traveleye2201 10 месяцев назад

    Khub sundor akta video dekhlam ❤

  • @rinamaiti6480
    @rinamaiti6480 9 месяцев назад

    দারুন লাগলো। ভালো থাকবেন।

  • @pallabmondal9454
    @pallabmondal9454 9 месяцев назад

    খুবই সুন্দর লাগলো

  • @sushantakumarganguly6058
    @sushantakumarganguly6058 10 месяцев назад

    Khub Sundor laglo

  • @rumachakraborty5311
    @rumachakraborty5311 9 месяцев назад

    Darun presentation

  • @avirajdey4308
    @avirajdey4308 10 месяцев назад +1

    মনটা ভরে গেলো ❤

  • @debasispaul09
    @debasispaul09 10 месяцев назад

    Khub sundor hoyeche. Darun video

  • @joydipghosh928
    @joydipghosh928 10 месяцев назад

    Osadharon laglo. Valo thakben.

  • @biswajitdebnath218
    @biswajitdebnath218 9 месяцев назад

    Kub sundhor dada ....onek valo laglo❤❤❤

  • @exploremanoj
    @exploremanoj 6 месяцев назад

    বেশ ভাল লাগল আপনাদের এই সাবলীল ভিডিও।

  • @ashokdutta8321
    @ashokdutta8321 9 месяцев назад

    Video ta khub enjoy korlam 😊

  • @biswajitbanerjee2075
    @biswajitbanerjee2075 3 месяца назад +2

    এটা ট্রাভেল ব্লগ না ফুড ব্লগ সেটাই তো ঠিকঠাক বোঝা গেলো না - খাওয়া দাওয়া তো যা দেখলাম এক কথায় অনবদ্য , কিন্তু এখানে দু রাত থাকলে এখান থেকে কি কি দেখবার আছে , তার দূরত্ব এবং গাড়ি ভাড়া কি রকম পড়তে পারে সেই বিষয়ে কিছু ধারণা দিলে আমার মনে হয় ভিডিও টা আরও গ্রহণযোগ্য হতো - ধন্যবাদ ।

    • @pragnabantimusicals21
      @pragnabantimusicals21 13 дней назад

      এখানে আশেপাশে কিছুই সেরকম দেখার মতন নেই একদম নিস্তব্ধ গ্রাম রাস্তা খুব খারাপ খাবারের মান তেমন কিছু নয় পরিমাণ হাস্যকর এক চামচ করে ব্লগারদের জন্য যেটা করা হয় অডিনারি গেস্টদের সঙ্গে সেই ব্যবহার করা হয় না হোমস্টের মালিক সন্দীপবাবু অত্যন্ত ধূর্ত একটি ব্যক্তি। গেলে ঠকবেন

  • @anuproy8093
    @anuproy8093 9 месяцев назад

    Asadharan. Very good presentation. Thanks❤❤

  • @KrishnaDas-tr1vk
    @KrishnaDas-tr1vk 10 месяцев назад

    Khub valo laglo , এবারই যাবো May মাসে

  • @nemaiparui7469
    @nemaiparui7469 10 месяцев назад

    খুব সুন্দর লাগলো ভিডিওটি এবং আপনাদের কথা গুলো শুনতে ভালো লাগে। ধন্যবাদ।

  • @sdkolkata
    @sdkolkata 10 месяцев назад

    Darun Video.... Valo r sustho thakben...

  • @Dr.DebaniMullick
    @Dr.DebaniMullick 10 месяцев назад

    খুব ভালো লাগল।

  • @sudipbiswas5043
    @sudipbiswas5043 18 дней назад +1

    ঝান্ডি যে এতো ভালো জায়গা সেটা সন্দীপ বাবুর হোমষ্টে তে না থাকলে বুঝতেই পারা যায় না। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম শোভা উপভোগ যদি করতে চান তাহলে ছুটে চলে আসুন সন্দীপ বাবুর হোমস্টে Jhabdi Heaven এ। অপূর্ব! মুগ্ধ হয়ে যাবেন। আর সাথে আছে সন্দীপ বাবুর আতিথেয়তা। পাহাড়ে বসে বাঙালি ঘরোয়া খাবার just ভাবা যায় না! আমি তো আবার আসবো। আপনারা কি এখনও ভাবছেন, আসবেন কি না? ভাবনা ছেড়ে তাড়াতাড়ি চলে আসুন আর নিয়ে যান এক ঝুড়ি ভাললাগা।