বরাবরের মতো চমৎকার উপস্থাপনা, ইতিহাস বিভাগের (ঢাবি) ছাত্র হিসেবে বলছি, ইতিহাস জানতে এবং বুঝতে অনেক সহায়ক এই 'আদ্যোপান্ত'। অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। আশা করি ২য় বিশ্বযুদ্ধের পরবর্তীতে যুদ্ধপরাধীদের বিচার নিয়ে একটি অমূল্য তথ্য উপস্থাপনা দেখতে পাবো । ধন্যবাদ।
আমি ময়মনসিংহ থেকে জিয়ন জামান। আদ্যোপান্ত চ্যানেলটি অনেক তথ্যবহুল এবং সার্বজনীন গুরুত্ববহন করে প্রত্যেক ব্যাক্তি বিশেষের জন্য।আমি আদ্যোপান্তর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক শ্রম এবং সময় দিয়ে এতো সব তথ্য বহুল অজানা তথ্য গুলো সর্বসাধারণের মাঝে তুলে ধরার জন্য আবারো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
প্রথম বিশ্বযুদ্ধের ভিডিও'র পর পুনরায় আবার এই অসাধারণ চেষ্টার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️ রিকুয়েষ্ট থাকবে ইংরেজিতে সাবটেল এড করে দেয়ার জন্য। যেহেতু আপনার এই চ্যানেলের ভিডিওগুলি অনেক মানসন্মত মানের।
সব যুদ্ধ সংঘটিত হয গুটিকয়েক লোকের ইগোর কারণে, যা কোটি কোটি নির্দোষ লোকের জীবনকে শেষ করে দেয়। মানুষে মানুষে যোাগাযোগ যত বাড়বে বিশ্ব থেকে যুদ্ধের আশংকা ততটাই কমে আসবে।
খুব সুন্দর এবং ভালো লাগলো। আমার বাবা এই ইতিহাস গুলো আমাকে বলতো। তখন ইন্টারনেট ছিলনা আমাদের এখানে। আমার বাবা ও দাদা অনেক বই পরতো।যদিও আমি আমার দাদাকে দেখিনাই,আমার বাবার থেকে শুনেছি।
১ম বিশ্বযুদ্ধের খুব সুন্দর ডকুমেন্টারি ফিল্ম এর পর এবার ২য় বিশ্বযুদ্ধের ভিডিও চলে এলো। সত্যিই এই ২ টি ভিডিও ছাত্র ছাত্রী দের জন্যে অনেক কাজে দেবে। ❤️❤️❤️
Bangladesh er swadhinoda judhher pechone india er birat vumika royeche jodi indira Gandhi moto mohila na thakto tahole ekhono Pakistan raj korto bangladesh e.
ইসরাইলি ইহুদিরা কিভাবে কোথা থেকে ইসরাইলে আসে,এবং ফিলিস্তিনি মুসলমানদের সাথে কেন কবে থেকে কিভাবে সংঘাতে লিপ্ত হয়?এসের ডকুমেন্টারী ভিডিও প্রকাশ করার জন্য সবিনয় আবেদন জানাচ্ছি।।
"দি পিয়ানিস্ট" সিনেমা সত্যিই হৃদয় বিদারক | যা দেখলে কঠিন হৃদয়ের মানুষেরও কান্নায় চোখ আর্দ্র হয়ে উঠবে ! তবে আমার মনে হয় এখনো পর্যন্ত এই বিষয়ের উপর ভিত্তি করে যে মুভি গুলি তৈরী হয়েছে তার মধ্যে অস্কার জয়ী "লাইফ ইজ বিউটিফুল"(১৯৯৬) সবচাইতে ভালো লেগেছে | যদিও মুভি টি ইতালীয় ভাষায় তৈরী তবে ইংলিশ সাবটাইটেল আছে | এছাড়াও আছে "ব্রুনো".... এই সিনেমাগুলি অন্য মাত্রার এবং মানবিকতার ছবি |
পোল্যান্ডের আশউইতজ, ছাড়াও আরও কিছু বিখ্যাত কন্সেন্ট্রেশন ক্যাম্প সে সময় পুরো ইউরোপ জুড়ে গড়ে উঠেছিলো। বেলজেক, মাজদানেক, চেল্মন ইত্যাদি। ৪৪ হাজারের বেশি কন্সেন্ট্রেশন ক্যাম্প, পুরো ইউরোপে জুড়ে জার্মানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গড়ে তুলে ছিল, হলকাস্ট বাস্তবায়নের জন্য।
Dhannobad dada apnar ai vdo gulo amader onek kichu notun ba Prothom bar jante sahajo Kore .....onek kichu Shekhar ba Janar ache ja hoyto Amra Keo Keo akhono Jani na ....ja Amra akhon apnar vdor madhome jante pari🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Saffron Gangariddai সবকিছুর বিশদভাবে বর্ণনা দেওয়া থাকবে নাকি? চাঁদ, সূর্য যেহেতু ঘুরে তারমানে পৃথিবীসহ সব গ্রহ-নক্ষত্রই ঘূর্ণায়মান। আল্লাহ যা ভালো মনে করেছেন সেইটার উল্লেখ করেছেন। এত বেশি বুঝার দরকার কি?
@Saffron Gangariddai তা তো থাকবেই। কারণ আল্লাহ সবকিছু জানেন তাই মানুষ গবেষণা করে বের করার পূর্বেই আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আর এটাই প্রমাণ করে যে কোরআন একটি ঐশী গ্রন্থ। এইরকম অনেক কিছুই কোরআনে আছে। সাত আসমান, সাত জমিন, ব্ল্যাক হোল, ওয়ার্মহোল, লোহা, বাচ্চা পেটের মধ্যে কয়টি স্তরের ভিতর থাকে, পিঁপড়া উন্নত মানের ফাইবার বা কাঁচ দিয়ে তৈরি, মৌমাছি জীবনচক্র ইত্যাদি....। তাফসিরসহ ভালো করে পড়েন তাহলে আপনিও বুঝতে পারবেন। কোরআনে মৌলিক বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে আর বিস্তারিত ব্যাখ্যা হাদীসে উল্লেখ আছে।
@Saffron Gangariddai apni Ki Kuran porechen ?to mitthachar Koren keno?obosshoy Kuran E ase je prithibi ghure. Sristy jogoter sobkisui ghure .Chad,surjo,Tara, sob.
সকল প্রশংসা এক সৃষ্টিকর্তার "THE MANKIND IS A FAMILY" মহান সৃষ্টিকর্তার নিকট সকল হৃদয়ের প্রার্থনা হোক একটাই সৃষ্টি পরিবারের প্রতিটি প্রাণের জন্য সত্য,সুন্দর ও ন্যায়ের পৃথিবী চাই; সর্বান্তকরণে সবার সার্বক্ষণিক প্রচেষ্টাও হোক তাই.....
ভাইয়া প্রতি দিন আপনার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করি এমন কি নতুন ভিডিও না আসলে আবার নতুনন করে পুরাতন ভিডিও দেখতে থাকি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
খুব ভালো একটি ভিডিও কিন্তু ভিডিওটি যদি আরো একটু বড় পরিসরে বর্ননা করা হতো তবে বোঝতে আরো সুবিধা হতো কারণ হিসাবে বলবো এখানে অনেকগুলো দেশ এবং বহু চরিত্রনিয়ে বলতে গেলে সমগ্র পৃথিবীর একটি গুরুপ্তপূর্ণ ইতিহাসনিয়ে পর্যালোচনা। ধন্যবাদ।
অসংখ্য ত্রুটিপূর্ণ তথ্য। এসব বিষয়ে পড়াশোনা করে এগুতে হবে। নচেৎ ভ্রান্ত তথ্য নতুন প্রজন্মের ইতিহাস সম্বন্ধীয় জ্ঞানকে পরিহাসের বস্তুতে পরিণত করবে। তাদের হাসির পাত্রে পরিনত করা অবশ্যই অপরাধের সামিল।
I salute the History 🫡 But please remember that meme: CAMERAMAN NEVER DIES😂 Edit: সত্যিই অসংখ্য ধন্যবাদ অদ্যপান্ত কে এই অসাধারণ ভিডিও তৈরি করার জন, খুব ভালো লাগলো।❤
ভিডিও দেখে যা বুঝলাম যুদ্ধের দিক পালটে দিছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যদি add না হতো তাহলে জার্মানিকে হারানো কষ্ট হতো আর জার্মানির সবচেয়ে ভুল হইছে রাশিয়ার সাথে যুদ্ধে যাবা
প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অব্দি নারী সমাজের অবস্হা ও অবস্থান কি,কেমন ছিলো,এগুলো তুলে ধরা উচিৎ বলে আমি মনে করি।অহেতুক হবেনা অবশ্যই, আমার বিশ্বাস। ধন্যবাদ আদ্যপান্তকে।
বরাবরের মতো চমৎকার উপস্থাপনা, ইতিহাস বিভাগের (ঢাবি) ছাত্র হিসেবে বলছি, ইতিহাস জানতে এবং বুঝতে অনেক সহায়ক এই 'আদ্যোপান্ত'।
অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা।
আশা করি ২য় বিশ্বযুদ্ধের পরবর্তীতে যুদ্ধপরাধীদের বিচার নিয়ে একটি অমূল্য তথ্য উপস্থাপনা দেখতে পাবো ।
ধন্যবাদ।
কোন হল,, মু্হসিন হল?
আমি ময়মনসিংহ থেকে জিয়ন জামান।
আদ্যোপান্ত চ্যানেলটি অনেক তথ্যবহুল এবং সার্বজনীন গুরুত্ববহন করে প্রত্যেক ব্যাক্তি বিশেষের জন্য।আমি আদ্যোপান্তর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক শ্রম এবং সময় দিয়ে এতো সব তথ্য বহুল অজানা তথ্য গুলো সর্বসাধারণের মাঝে তুলে ধরার জন্য আবারো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সহমত কলিজা 🥰🥀👈
শ্যামগন্জ থেকে
@@WasimAkram-cf9ykllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
😊😊বঊ😊@@WasimAkram-cf9yk
Valo akta channel❤
প্রথম বিশ্বযুদ্ধের ভিডিও'র পর পুনরায় আবার এই অসাধারণ চেষ্টার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️
রিকুয়েষ্ট থাকবে ইংরেজিতে সাবটেল এড করে দেয়ার জন্য। যেহেতু আপনার এই চ্যানেলের ভিডিওগুলি অনেক মানসন্মত মানের।
আপনাকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবটাইটেল দেয়ার অবশ্যই চেষ্টা করবো। সাথেই থাকুন।
সব যুদ্ধ সংঘটিত হয গুটিকয়েক লোকের ইগোর কারণে, যা কোটি কোটি নির্দোষ লোকের জীবনকে শেষ করে দেয়। মানুষে মানুষে যোাগাযোগ যত বাড়বে বিশ্ব থেকে যুদ্ধের আশংকা ততটাই কমে আসবে।
P
@@rommstation5525 nm
@@ADYOPANTOভাই প্যান জার্মানিজম মতবাদ সম্পর্কে আলাদা একটি ভিডিও চাই??
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ইতিহাস নিখুঁত ভাবে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এই ভিডিওটা দেখে আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে অনেক ধারণা ক্লিয়ার হয়ে গেল। ধন্যবাদ আপনাকে 🙂
😍
🎉
❤❤❤
Tui Bangladeshi?
@@Yyaghs kon ho thum asii bath kartii ho mare taraf see
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এতো সুন্দর ক্রনোলজিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস তুলে ধরবার জন্যে❤️
যুদ্ধের ইতিহাস নিখুঁত ভাবে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটা ভিডিও বানাবেন আপনাকে রিকুয়েষ্ট করছি বাংলার মানুষের পক্ষ থেকে 🙏💓
😗😗😙😚😚🙂😚
Cx,,😉😉😋😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚🙂🙂🙂🙂🙂🙂😎😎😎😎😎😎😎😎😎😎😎😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚
👍
১৯৭১ এ ভারতে না থাকলে বাংলাদেশ কখনো স্বাধিন হতো না।।
@@najrulmondal5079 ভুল কথা
আদ্যপন্ত কে ধন্যবাদ আমাদের কাছে এমন অজানা তথ্য নিখুঁত ভাবে তুলে ধরার জন্য
মহাবুব ভাইজানকে অনেক ধন্যবাদ,অনেক মানসম্মত কন্টেন্ট আমাদের মাঝে দেওয়ার জন্য🎉❤
গুরুত্বপূর্ণ ঘটনা বা তারিখ গুলো সাবটাইটেল আকারে দিলে আমরা আরো বেশি উপকৃত হবো!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম অসাধারণ ভিডিও এর জন্য ❤️
চেষ্টা করছি....তবে এত বড় একটা ভিডিওর তৈরি করা বেশ শ্রমসাধ্য এবং সময়সাপেক্ষ। তারপরও আশা করছি দেয়ার। ধন্যবাদ
@@ADYOPANTO.
ল
@@ADYOPANTO❤❤❤
Iwtyuvc🎉😮😂❤@@ADYOPANTO
খুব সুন্দর এবং ভালো লাগলো। আমার বাবা এই ইতিহাস গুলো আমাকে বলতো। তখন ইন্টারনেট ছিলনা আমাদের এখানে। আমার বাবা ও দাদা অনেক বই পরতো।যদিও আমি আমার দাদাকে দেখিনাই,আমার বাবার থেকে শুনেছি।
Q
❤️
M2ndwar
Keno tumi tumar dadake dekhoni?
Q
আমরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই জানি ইসলামের কিছু যুদ্ধ নিয়ে পরবর্তী ভিডিও করলে ভালো হয় 💚
জঙ্গি।
@@earnbdonline1 তুই
@@Thelight-r1 তোর বাপ
@@earnbdonline1 হিটলার কি ছিল তাইলে?
এগুলো কী পাগল ছাগল নাকি। কীসব বলতাছে ( তুই, তোর বাপ)সব ফালতু
আমি অনেক দিন থেকেই বিভিন্ন ভিডিও দেখি কিন্তু আদ্যোপান্ত আমার দেখা সেরা ভিডিও চেনেল
১ম বিশ্বযুদ্ধের খুব সুন্দর ডকুমেন্টারি ফিল্ম এর পর এবার ২য় বিশ্বযুদ্ধের ভিডিও চলে এলো। সত্যিই এই ২ টি ভিডিও ছাত্র ছাত্রী দের জন্যে অনেক কাজে দেবে। ❤️❤️❤️
আপনাকে অনেক অনেক ধন্যবাদ....
এত সহজ ভাবে পুরো বিশ্ব যুদ্ধের ঘটনা গুলি বোঝানোর জন্য 💐💐💐
আপনাকে আমার ভালো লাগচে
@@MituDas-qe1ig আমাকে ভালো লাগছে। 🌷🌹🌹🌹
সত্যি ইতিহাস খুবই মর্মান্তিক ছিল।
অসাধারণ ভালো লেগেছে, চালিয়ে যান। বাংলাদেশের একাত্তরের যুদ্ধ যুক্ত করলে আরো সুন্দর হতো।
অসাধারণ ....... সম্পূর্ণ ইতিহাস এতো ভালো করে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
Ami mone kori ai RUclips channel ta onek underrated....... You deserve more subscribers bro....❤️❤️❤️
ধন্যবাদ আপনাকে মূল্যবান তথ্য উপস্থাপন করার জন্যে.....
পশ্চিমা দেশগুলো এত হিংস্র ছিলো,
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি ভিডিও চাই
আশা করি শিঘ্রি পেয়ে যাবেন। সাথেই থাকুন
Yes we want video about this topic🇧🇩
Bangladesh er swadhinoda judhher pechone india er birat vumika royeche jodi indira Gandhi moto mohila na thakto tahole ekhono Pakistan raj korto bangladesh e.
.m
Mom by
@@chandansymon bokachoda India sahajjo korche but
Main bumika rakche Bongobondu
এই গ্রহের মানুষ যুদ্ধ ছাড়া থাকতে পারবে না, রক্ত আমাদের অনেক প্রিয়।
অনেক ভালো লাগলো ২য় বিশ্ব যুদ্ধ এর ব্যাপারে জানতে পেরে
আশা এই রকম আরো video আদ্যোপান্ত আমাদের কে উপহার দেবেন।
💙💙♥️♥️
অবশ্যই চেষ্টা করবো। সাথেই থাকুন 😊
@@ADYOPANTO Thank you ..😊😊
ইসরাইলি ইহুদিরা কিভাবে কোথা থেকে ইসরাইলে আসে,এবং ফিলিস্তিনি মুসলমানদের সাথে কেন কবে থেকে কিভাবে সংঘাতে লিপ্ত হয়?এসের ডকুমেন্টারী ভিডিও প্রকাশ করার জন্য সবিনয় আবেদন জানাচ্ছি।।
wow....
আমি আগে এতো কিছু জানতাম অই নাহ,,,,।
আমি আজ থেকে আপনার একজন সাবস্ক্রাইবার,,,,।
আপনাকে,,, অনেক ধন্যবাদ,,,,,, 🌹🌹🌹🌹🌹🌹
অসাধারন। ভালো লেগেছে অনেক। WW1 ও WW2 আরও ভালো করে জানতে পারলাম।অনেক গুলো দেখেছি ,কিন্তু এই ভিডিও টা আরো ভালো লেগেছে❤️।কাজ চালিয়ে যান।
রিয়েল হিরো ছিলেন হিটলার✌️✌️✌️✌️
No 🤬
😂😂😂😂@@IDFbg7wi
কেন? ইহুদিদের মারছিলো তাই?
lol hero 😂😂😂 Germany te sobar kace villain, tar nazi Germany er logo porjonto nisidho Germany tei...
😂😂
ইচ্ছে আছে পোল্যান্ড গ্যাস চেম্বার দেখতে আগামী বছর।এত ছিনেমা আর ডকুমেন্টারি দেখছি যে অনেক সময় কান্না আসছে।স্পেশালী দি পিয়ানিস্ট মুভি দেখার পর 🗼🇫🇷
"দি পিয়ানিস্ট" সিনেমা সত্যিই হৃদয় বিদারক | যা দেখলে কঠিন হৃদয়ের মানুষেরও কান্নায় চোখ আর্দ্র হয়ে উঠবে ! তবে আমার মনে হয় এখনো পর্যন্ত এই বিষয়ের উপর ভিত্তি করে যে মুভি গুলি তৈরী হয়েছে তার মধ্যে অস্কার জয়ী "লাইফ ইজ বিউটিফুল"(১৯৯৬) সবচাইতে ভালো লেগেছে | যদিও মুভি টি ইতালীয় ভাষায় তৈরী তবে ইংলিশ সাবটাইটেল আছে | এছাড়াও আছে "ব্রুনো".... এই সিনেমাগুলি অন্য মাত্রার এবং মানবিকতার ছবি |
পোল্যান্ডের আশউইতজ, ছাড়াও আরও কিছু বিখ্যাত কন্সেন্ট্রেশন ক্যাম্প সে সময় পুরো ইউরোপ জুড়ে গড়ে উঠেছিলো। বেলজেক, মাজদানেক, চেল্মন ইত্যাদি। ৪৪ হাজারের বেশি কন্সেন্ট্রেশন ক্যাম্প, পুরো ইউরোপে জুড়ে জার্মানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গড়ে তুলে ছিল, হলকাস্ট বাস্তবায়নের জন্য।
@@sukantakarmakar9872 dada apni Schindler List movie ta dekhte paren.
"Escape to sobibar" dakhen . Hitler nazi force kirokom kharup chilo. Sisu mohilar der ulongo Kore gas chembar a puria mara . Aita akta British movie
অনেক সুন্দর ভিডিও,,!! এতো সুন্দর করে ভিডিও বানানোর জন্য আপ্নেক অনেক ধন্যবাদ,!!! আপ্নের ভয়েচ অসাধারণ সুন্দর
অনেক ধন্যবাদ ভাই আপনাকে ,,এইরকম ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার জন্য
আপনার পরিশ্রম, মেধা, সময় নিয়ে তৈরী করা ভিডিওটা ভালো লেগেছে। 🌹🌹🌹এরকম আরো ভিডিও চাই
কি সুন্দর ভিডিও! এই চ্যানেলের প্রথম ভিডিও এটাই দেখলাম এবং সাবস্ক্রাইব করলাম...
Thanks
খুবই সুন্দর ভিডিও এটি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আরও বিস্তৃত। আমার মনে হয় এই নিয়ে পুরো একটি সিরিজ প্রচার হওয়া উচিত।
আমার প্রিয় ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর আপনাকে যেন আল্লাহপাক জ্ঞান বৃদ্ধি করে আমীন
2n comment🥰
ভাইয়ের ভিডিও দেখার আগেই লাইক করেন কারা
আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
@@ADYOPANTO আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভাই💞
দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভিডিও করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
খুব সুন্দর. তথ্যসমৃদ্ধির অজানা ইতিহাস 👍🏿
কে কে ইরান ইসরায়েলে হামলা চালানোর পর দেখতে এসেছেন?✋
ami
𝑨𝒎𝒊
Ami
Israel jindabad🎉🎉🎉
Ami
বইতে ও পড়ছি আবার ও জেনে ভালো লাগছে।ধন্যবাদ
এক দিন বিশ্বের বুকে সব জায়গায় ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ...... আমিন সুমমা আমিন
পুটকির তল দিয়া আসমান দেখো।
Right
তোরা ধর্ম ধর্ম করে মর
@@hhtt7137 🤣🤣🤣😂😂😂😆😆😆
বাল হবে 😄😄😄😄😄
Dhannobad dada apnar ai vdo gulo amader onek kichu notun ba Prothom bar jante sahajo Kore .....onek kichu Shekhar ba Janar ache ja hoyto Amra Keo Keo akhono Jani na ....ja Amra akhon apnar vdor madhome jante pari🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত।
(সূরা আনকাবুত, আয়াত - ৬৪)
@Saffron Gangariddai আমার দেখার দরকার নাই। আমি না দেখেই কোরআন বিশ্বাস করি।
@Saffron Gangariddai সবকিছুর বিশদভাবে বর্ণনা দেওয়া থাকবে নাকি? চাঁদ, সূর্য যেহেতু ঘুরে তারমানে পৃথিবীসহ সব গ্রহ-নক্ষত্রই ঘূর্ণায়মান। আল্লাহ যা ভালো মনে করেছেন সেইটার উল্লেখ করেছেন। এত বেশি বুঝার দরকার কি?
@Saffron Gangariddai ভাববেই তো কারন তখন বিজ্ঞান, প্রযুক্তি ছিলোনা।
@Saffron Gangariddai তা তো থাকবেই। কারণ আল্লাহ সবকিছু জানেন তাই মানুষ গবেষণা করে বের করার পূর্বেই আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আর এটাই প্রমাণ করে যে কোরআন একটি ঐশী গ্রন্থ। এইরকম অনেক কিছুই কোরআনে আছে। সাত আসমান, সাত জমিন, ব্ল্যাক হোল, ওয়ার্মহোল, লোহা, বাচ্চা পেটের মধ্যে কয়টি স্তরের ভিতর থাকে, পিঁপড়া উন্নত মানের ফাইবার বা কাঁচ দিয়ে তৈরি, মৌমাছি জীবনচক্র ইত্যাদি....। তাফসিরসহ ভালো করে পড়েন তাহলে আপনিও বুঝতে পারবেন। কোরআনে মৌলিক বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে আর বিস্তারিত ব্যাখ্যা হাদীসে উল্লেখ আছে।
@Saffron Gangariddai apni Ki Kuran porechen ?to mitthachar Koren keno?obosshoy Kuran E ase je prithibi ghure. Sristy jogoter sobkisui ghure .Chad,surjo,Tara, sob.
আলহামদুলিল্লাহ, ঘরে বসে থেকেই আজ অনেক কিছু জানতে পাচ্ছি।
২য় বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিলেন আমার ঠাকুরদাদা।
@@InternationalNewsNetwork24 আমিই হলাম তোমার সেই দাদা
Tahole apnake akta medel deya hbe
তাইলে তো তোমারে কোটা আছে🙄🙄🙄
আমি তো হিটলারের বুব্দিজিবি ছিলাম
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্ত তথ্য নিখুঁত ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏🙏🙏
নেপোলিয়ন বোনাপার্ট এর একটি ডকুমেন্টারি প্রত্যাশা করছি ❤️🇧🇩😍
তথ্যনিষ্ঠ এবং চমৎকার উপস্থাপনা। ভালো প্রয়াস।
Dada vdo ta khub informative chilo.Khub vlo laglo.
সকল প্রশংসা এক সৃষ্টিকর্তার
"THE MANKIND IS A FAMILY"
মহান সৃষ্টিকর্তার নিকট
সকল হৃদয়ের প্রার্থনা হোক একটাই
সৃষ্টি পরিবারের প্রতিটি প্রাণের জন্য
সত্য,সুন্দর ও ন্যায়ের পৃথিবী চাই;
সর্বান্তকরণে সবার সার্বক্ষণিক প্রচেষ্টাও হোক তাই.....
খুব সুন্দর নিখুঁত তথ্য ধন্যবাদ
অনেক সুন্দর গোছানো একটা আর্টিকেল। অনেক অনেক ধন্যবাদ
পারমাণবিক বোমা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানতে চাই 😍💝💝
০
obosheshe 2nd world war er documentary chole aslo . thank to
ADYOPANTO tam
ভিডিও টা থেকে অনেক কিছু জানতে পারলাম🙏
ধন্যবাদ দাদা 👍👍
Apnakey Onek Dhonnobad ato sundor kore 2snd War Documentary Tule dhorar jonno
ভাইয়া প্রতি দিন আপনার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করি এমন কি নতুন ভিডিও না আসলে আবার নতুনন করে পুরাতন ভিডিও দেখতে থাকি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
অনেক জরুরী তথ্য অনুপস্থিত,,,, তাই চেনা ইতিহাস টাও বেরঙ লাগলো।
This video is so much informative! Thanks a lot for these types of videos. keep it provide to us many more videos..
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন।
Hhehgghrgh
Ai dadar joto video ase.ami mone hoy akta voice o miss kori nay.valobasa dada amar❣️❣️💔
আমি গর্বিত কারণ আমি মুসলিম হযরত মোহাম্মদ স, এর উম্মত,,,,,,,,৷
Ameen.
♥️Alhamdhulilla ♥️
ভাইয়া আপনার প্রতিটি কন্টেন্ট আমার অত্যন্ত ভালো লাগে।আপনার প্রতিটি ভিডিওতে আমার অজস্র ভালোবাসা থাকবে।♥♥♥
~হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত হিসাবে একবার শুকরিয়া আদায় করি..!
আলহামদুলিল্লাহ 🥀❤️
🤣🤣
Osadharon Itihaas forte sunte Khoob Bhalo Lage video Dekhe Aro onek Kichu Jante parlam
খুব ভালো একটি ভিডিও কিন্তু ভিডিওটি যদি আরো একটু বড় পরিসরে বর্ননা করা হতো তবে বোঝতে আরো সুবিধা হতো কারণ হিসাবে বলবো এখানে অনেকগুলো দেশ এবং বহু চরিত্রনিয়ে বলতে গেলে সমগ্র পৃথিবীর একটি গুরুপ্তপূর্ণ ইতিহাসনিয়ে পর্যালোচনা। ধন্যবাদ।
History subject a porleo,video tite bisoy gulo jevabe uposthapona kora hoice dekhe valo laglo.poroborty akti video ar jonno wait korci.
অসংখ্য ত্রুটিপূর্ণ তথ্য। এসব বিষয়ে পড়াশোনা করে এগুতে হবে। নচেৎ ভ্রান্ত তথ্য নতুন প্রজন্মের ইতিহাস সম্বন্ধীয় জ্ঞানকে পরিহাসের বস্তুতে পরিণত করবে। তাদের হাসির পাত্রে পরিনত করা অবশ্যই অপরাধের সামিল।
I salute the History 🫡
But please remember that meme:
CAMERAMAN NEVER DIES😂
Edit: সত্যিই অসংখ্য ধন্যবাদ অদ্যপান্ত কে এই অসাধারণ ভিডিও তৈরি করার জন, খুব ভালো লাগলো।❤
হিরোশিমা নাগাসাকি নিয়ে একটি ভিডিও চাই,
Give me
সার্চ দেন, অনেক আছে।
Ok
@@Rkvlogs1231 ঝ
Pta NZ kha aap@@Rkvlogs1231
Alhamdulillah valo laaglo video ta onek sundor😊😊
খুবই সুন্দর উপস্থাপনা। 👍
Excellent video, very helpful ❤
Again an informative video over second world War. Use of map in the video makes it so understandable.
Independence of Bangladesh 🇧🇩 and about role of India. Please make video.
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন।
Act⁸ 5:13 no😅@@camaralantana869
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভিডিও বানানোর জন্য 🙂🙂
আপনার জন্য ২০২৩ সালে এসে ২য় বিশ্ব যুদ্ধের কাহিনী জানতে পারলাম ধন্যবাদ। ❤
বেশ ভালো হয়েছে ভাই। ধন্যবাদ এরকম কিছু দেয়ার জন্য
ভিডিও দেখে যা বুঝলাম যুদ্ধের দিক পালটে দিছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র যদি add না হতো তাহলে জার্মানিকে হারানো কষ্ট হতো আর জার্মানির সবচেয়ে ভুল হইছে রাশিয়ার সাথে যুদ্ধে যাবা
ঠিক বলেছেন।
Excellent video which I was in search of view.....THANKS !
ভাই এমন একটা অসাধারণ ভিডিও উপহারের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ইতিহাস উপস্থাপন করার জন্য
ভাই আমার একটা অনুরোধ 2013 শাপলা চত্বরের সমাবেশের বিডীও বানান
এক কথায় সেরা ডকুমেন্টরি✌️
অনেক ধন্যবাদ আপনাকে।
New Subscriber Ami....
Nice video...
Nice Editing..
আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে পুতিন… এই যুদ্ধে কতো লাখ মানুষের প্রাণ নিবে আল্লাহ যানেন-- আল্লাহ সবাই কে হেদায়েত করেন😢😢😢
ধন্যবাদ আপনাকে অত্যন্ত নিখুঁত ভাবে তুলে আনার জন্য।
আমি যে কোন জাতি র হানাহানী র নিন্দা জানাই এবং জগতের শান্তি কামনা করি !
প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অব্দি নারী সমাজের অবস্হা ও অবস্থান কি,কেমন ছিলো,এগুলো তুলে ধরা উচিৎ বলে আমি মনে করি।অহেতুক হবেনা অবশ্যই, আমার বিশ্বাস। ধন্যবাদ আদ্যপান্তকে।
🤣🤣
ধন্যবাদ জার্মানীকে ফ্রান্সকে উচিত শিক্ষা দেওয়ার জন্য
অসাধারণ।পুরোটাই শিক্ষনীয় ।
আমেরিকা শুরু থেকে যুদ্ধে না থেকেও আজকে পরাশক্তি।
ওরা ক্রিমিনাল
America is bloody criminal
আগে পিছে বর্ণনা না করে প্রথম বিশ্বযুদ্ধের প্রথম তারপর দ্বিতীয়বিশ্বযুদ্ধের বর্ণনা হলে ভালো হবে।💖💖💖💖💖
বাংলাদেশের ইতিহাস নিয়ে এমন একটা ভিডিও চাই ্য
Bangladesh ha ha ha . its nothing but a joke
Kno
Bangladesh ar ke kono history nai ??.
আপনাদের ভিডিওগুলো দারুণ! ধন্যবাদ আপনাদের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুবই ভয়ংকর ছিল। শুনে খুবই দুঃখ পেয়েছি যে তখন ১০ কোটিরও বেশি মানুষ মারা গিয়েছে।
আপনাকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
তৃতীয় বিশ্ব যুদ্ধ হলে 770 কোটি মানুষ মারা যাবে।
বেঁচে থাকবে মাত্র 30 কোটি মানুষ
@@MdBoss-qr2ds LOL
খুব সুন্দর ভিডিও আপনার।
যুদ্ধ নয়
শান্তি চাই ❤🥰❤
0000
For Fatherland 🇩🇪🇩🇪!!!!!!!!!
এমন গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য ধন্যবাদ
স্যালুট হিটলার 💝
অসাধারণ উপস্থাপন করেন আপনি ☺️😍
এমন যুদ্ধ যেন আর না হয়।বিশ্ব হয়ে উঠুক শান্তিময়।
তৃতীয় বিশ্ব যুদ্ধ চাই
@@প্রিন্সসালমান-জ১বহুম
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি অনলাইনে পাওয়া যাবে? অসাধারণ
কী অসাধারণ উপস্থাপন
Very imformative video....... thank you so much