যে হেতু বাগোড়া বাজার থেকে অনেকটা ভিতরে, তাই চৌকিদারই রান্নার ব্যবস্থা করে দেয়। তবে কি কি খাবেন, তা আগে থেকে অর্ডার না করলে খাবার পেতে বেশ দেরি হয়। জায়গাটা অসাধারন বললেও কম বলা হয়। খাবার লাঞ্চ বা ডিনার সব মিলিয়ে ১৭৫-২০০ তাকার মতো( মিল পিছু)। ঘরের মধ্যে ফায়ার প্লেসের সামনে বসে থাকতে যে কি ভালো লাগবে!
আমি মে মাসে এখানে যেতে ইচ্ছুক। আমাদের সাথে দুটি ৫ বছরের বাচ্চা থাকবে। তাই কয়েকটা প্রশ্নের উত্তর পেলে ভালো হয়। ১. এখান থেকে মূল শহর কত দূরে? কখনো কোনো দরকারে কতক্ষণে শহরে পৌঁছন যাবে? ২. মোবাইল নেটওয়ার্কের সমস্যা হয় কি? ৩. রাতে বাংলোতে কেয়ারটেকার বা অন্য মানুষ কেউ থাকে তো? দরকারে ডেকে পাওয়া যাবে? এরকম জঙ্গলের ভিতরে অবস্থান হওয়ায় জানতে চাইছি। একটি সুন্দর ভিডিওর জন্য আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ।
বাগোড়া বাজার থেকে মোটামুটি ১ কিলোমিটার। দরকারে আবার বাজার পৌঁছাতে কোনো গাড়ি-ঘোড়া পাবেন না। তবে চৌকিদারের স্কুটার আছে, ও সাহায্য করতে পারে। যেকোনো মোবাইল নেটওয়ার্ক পাবেন। এক্কেবারে নির্জন পরিবেশ...দুটো পরিবার গেলে ভালো হয়। জঙ্গলে ঘেরা এই বাংলোয় একা পরিবার নিয়ে না যাওয়াই ভালো। রাতে চৌকিদার থাকে ও রান্না করে দেয়।তবে এই বাংলোয় বুকিং পাওয়াটা শক্ত। আমার ভিডিওটা ভালো করে দেখুন...সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
Khub Bhalo Laglo. Bisesh kore Boudir Recitation ....
ধন্যবাদ দাদা ❤️
দাদা আপনার ভিডিও খুব ভালো লাগলো , বাগোড়া গিয়েছি কিন্তু থাকার কথা ভাবিনি ।এবার ভাবছি যাবো ,ধন্যবাদ ।
খুবই নির্জন, গেলে দুটো পরিবার যাবেন। তবে এই রেস্ট হাউস বুকিং পাওয়া শক্ত। কালিম্পং ডি এফ ও বুকিং দেন।
Hello sir namaskar ami rajesh chettri miss apni bhalo bowdi chala ma bhalo apnar channel khob valo 🙏🙏🙏🙏
Very good presentation. Dada caretaker er number ta ar forest er mail ID ta jodi share koren.
ভিডিওতে দেখবেন কেয়ারটেকার নিজের ফোন নম্বর বলে দিচ্ছেন।dfokgndowhill@gmail.com
@@cloudhillrain Thank you so much dada 🙏🙏🙏
খাবারের দাম টা কিভাবে নেওয়া হয় , দিন প্রতি মাথা পিছু না কি নিজেদের পছন্দ মত অর্ডার করা যায় একটু জানাবেন।
যে হেতু বাগোড়া বাজার থেকে অনেকটা ভিতরে, তাই চৌকিদারই রান্নার ব্যবস্থা করে দেয়। তবে কি কি খাবেন, তা আগে থেকে অর্ডার না করলে খাবার পেতে বেশ দেরি হয়। জায়গাটা অসাধারন বললেও কম বলা হয়। খাবার লাঞ্চ বা ডিনার সব মিলিয়ে ১৭৫-২০০ তাকার মতো( মিল পিছু)। ঘরের মধ্যে ফায়ার প্লেসের সামনে বসে থাকতে যে কি ভালো লাগবে!
আমি মে মাসে এখানে যেতে ইচ্ছুক। আমাদের সাথে দুটি ৫ বছরের বাচ্চা থাকবে। তাই কয়েকটা প্রশ্নের উত্তর পেলে ভালো হয়।
১. এখান থেকে মূল শহর কত দূরে? কখনো কোনো দরকারে কতক্ষণে শহরে পৌঁছন যাবে?
২. মোবাইল নেটওয়ার্কের সমস্যা হয় কি?
৩. রাতে বাংলোতে কেয়ারটেকার বা অন্য মানুষ কেউ থাকে তো? দরকারে ডেকে পাওয়া যাবে? এরকম জঙ্গলের ভিতরে অবস্থান হওয়ায় জানতে চাইছি।
একটি সুন্দর ভিডিওর জন্য আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ।
বাগোড়া বাজার থেকে মোটামুটি ১ কিলোমিটার। দরকারে আবার বাজার পৌঁছাতে কোনো গাড়ি-ঘোড়া পাবেন না। তবে চৌকিদারের স্কুটার আছে, ও সাহায্য করতে পারে। যেকোনো মোবাইল নেটওয়ার্ক পাবেন। এক্কেবারে নির্জন পরিবেশ...দুটো পরিবার গেলে ভালো হয়। জঙ্গলে ঘেরা এই বাংলোয় একা পরিবার নিয়ে না যাওয়াই ভালো। রাতে চৌকিদার থাকে ও রান্না করে দেয়।তবে এই বাংলোয় বুকিং পাওয়াটা শক্ত। আমার ভিডিওটা ভালো করে দেখুন...সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
DADA, KONO CONT. NO. DANNI.....JETA DORKAR
ভিডিওতে দেখবেন কেয়ারটেকার নিজের ফোন নম্বর বলে দিচ্ছেন।
বুকিং কিভাবে করবো। রুমের ভাড়া কত ?
, আমার আগের ডাউহিলের ওপর ভিডিও টা দেখুন। আর এই পর্বের ভিডিওতে description box টা দেখে নিন। রুম পিছু ১০০০/- আর ভি আই পি দের জন্য ৩০০/-
Darun
কাকু দয়াকরে কেয়ারটেকার যিনি আছেন তার মোবাইল নাম্বার টা দিন 🙏🏼