প্রশ্ন উত্তর পর্ব ১০ || Question Answer part 10

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 603

  • @bksbiplabsarkarvlog
    @bksbiplabsarkarvlog 3 года назад

    very good video

  • @mondalastik244
    @mondalastik244 2 года назад

    দাদা আপনার কথা বলার টেকনিক খুবই সুন্দর আমি কয়লা খনি অঞ্চল এর মানুষ আপনার ভিডিও দেখে একটা বাগান বাড়ি করে ফেলেছি তাতে আমি খুব খুশি দাদা আপনি আমার গুরু দেব আস্তিক মন্ডল শোনপুর পাণ্ডবেশ্বর

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 года назад

      ধন্যবাদ জানাই,সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
      ভিডিও দেখে চাষ করুন ঠকবেন না।

  • @pritamsaha98
    @pritamsaha98 3 года назад

    আপনার youtube চ্যানেল এর নিয়মিত দর্শক আমি। খুব ভালো লাগে ভিডিও গুলো।অনেক নতুন নতুন জিনিস শিখছি আপনার ভিডিও থেকে।
    আমার একটা প্রশ্ন আছে সেটা হলো--
    আমার বাগানের একটা নারকেল গাছের গোড়ার একটা অংশ দিয়ে রসের মতো তরল পদার্থ বের হচ্ছে। এটা কি নারকেল এর কোনো প্রকার রোগ? যদি রোগ হয় তাহলে কি করে এর থেকে প্রতিকার পাবো? ভালো থাকবেন কাকু। প্রণাম নেবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      এটা একটা নারকেল গাছের রোগ আমি এই নিয়ে অবশ্যই ভিডিও আনছি। এখানে বলতে অনেক সময় লাগবে একটু অপেক্ষা করো ভিডিওতে সব বুঝতে পারবে।

  • @mdalamgir4521
    @mdalamgir4521 3 года назад +1

    আসসালামুয়ালাইকুম আমি আপনার অনেকদিনের সাবস্ক্রাইবার আমি বাংলাদেশ থেকে বলতেছি আমার বেগুন গাছের ফুল ঝরে যাচ্ছে আমি কি করবো একটু বলবেন তাহলে খুব উপকৃত হব আমি আপনার সব ভিডিও দেখি মাঝে মাঝে ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      প্রথমে রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়। তিন দিন পর মিরাকুলান প্রতি লিটার পানিতে দেড় মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় একবার।

    • @mdalamgir4521
      @mdalamgir4521 3 года назад

      আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন

  • @ChandOnline
    @ChandOnline 4 года назад +1

    ভালো লাগলো। খুব স্পষ্ট করে বলেন এবং অনেক অভিজ্ঞতা লব্দ জ্ঞান বিতরণ করেন। তাই অবশ্যই উপকারী। ধন্যবাদ আপনাকে।

  • @foringkishor5895
    @foringkishor5895 4 года назад

    নমস্কার দাদা,
    আপনার চ্যানেল ফলো করে জৈব পদ্ধতিতে চাষবাসে আগ্রহি হয়েছি। বিশেষ করে আপনার স্পেশাল ট্রিক্সগুলো ভাল লাগে। যেমন, লেবু গাছে ভাত ও পাঁক প্রয়োগ! আমি আপনার কাছে আরো কিছু ট্রিক্স শিখতে চাই। দাদা, কাইন্ডলি আপনার সাথে যোগাযোগের একটি ব্যবস্থা করে দিবেন? মোবাইল ফোন বা মেসেঞ্জার হলে ভল হয়! প্লিজ দাদা, খুব খুশি হব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      আসলে ফোন নাম্বার দিলে কি হয় আমি নানান কাজে ব্যস্ত থাকি ফোন বাজবে আমি রিসিভ করতে পারবোনা তখন আমাদের মন খারাপ হয়ে যাবে এই জন্য বলি মন্তব্য করবেন আমি চেষ্টা করব উত্তর দিতে । ধন্যবাদ জানাই ভাল থাকুন।

  • @subhradeepsahoo6488
    @subhradeepsahoo6488 4 года назад +1

    Bepok sir, bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok 👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @souvikbarman136
    @souvikbarman136 4 года назад

    Sir....Lal machir akromon er protikar kibhabe kora jai Jodi bolen khub bhalo hoi......

  • @akbarsardar686
    @akbarsardar686 3 года назад

    Thank-you

  • @sokherbagan3434
    @sokherbagan3434 4 года назад

    দারুন
    #SokherBagan

  • @PrinceKhan-gk2nj
    @PrinceKhan-gk2nj 4 года назад

    Valo akta manush

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।

  • @idpritom8748
    @idpritom8748 Год назад

    স্যার ডাউনি মিলডিউর জন্য এমিস্টার টপ ব্যবহার করলে কেমন হবে? আর এর এক সাথে npk ব্যবহার করতে পারবো?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      হ্যাঁ ভালো কাজ পাবেন।
      অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন।
      প্রশ্ন টা আজকে খুঁজে পেলাম।

  • @pranabdinda7181
    @pranabdinda7181 3 года назад

    Please kathal gacher paricharga balun

  • @apurbapaul9382
    @apurbapaul9382 4 года назад +1

    Sir
    উচ্ছে গাছ বড়ো হয়েছে. দু এক কেজি করে ফল তুলছি. সার দেওয়া প্রয়োজন হলে কি কি সার দেবো? রাসায়নিক ভাবে.আপনার সব ফর্মুলা ব্যাবহার করছি. আমি sectin, netivo, aktara, ulala, agromin gold,allwin gold supar এগুলো সব ব্যাবহার করছি. গাছের এক্সট্রা পাওয়ার এর জন্য কিছু প্রয়োজন থাকলে বলুন. Zink EDTA ব্যাবহার করলে কি উপকার হবে? এর কি প্রয়োজন আছে?

  • @suraiyaakther5519
    @suraiyaakther5519 4 года назад

    1.Borshar somoy khoil kibhabe use korbo?
    2.vijano khoil kotodin porjonto rekhe gache deya jay?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      বর্ষার সময় তো খৈল পচা জল দেয়া যাবেনা গাছের গোড়া শুকনো হলে তবে দেবেন আর খৈল পচা জল চারদিন পঁচাবেন পাঁচ দিনের মাথায় গাছে গোড়ায় দেবেন

  • @arifrahman7710
    @arifrahman7710 4 года назад

    Sir valo asen bangladsh theke ai runnig maser last a 6 biga zomite tomator korbro please sir zomi P rostot er ekta sar er hiseb dile see opukrito hotam.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      আমি বলব চার বিঘা টমাটো করো আর দু বিঘাতে ভালো ঢ্যাঁড়স বীজ বসাও আমাদের এখানে রাধিকা বা নামধারী 862 দারুণ ফল দিচ্ছে এরকম হাইব্রিড ভেন্ডি করবে যেটা তুমি অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের প্রথম সপ্তাহে লাগাবে । পৌষ মাস থেকে বিক্রি করবে আমাদের এখানে পৌষ মাসের দাম একশ টাকার উপর কেজি, প্রচুর লাভ পাবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এ বছর প্রচুর লোক টমাটো করছে বাংলাদেশে লাভ হবে কিন্তু যতটা আশা করছো ততটা হবে না কম হবে কিন্তু ভেন্ডিতে বেশি লাভ হবে করে দেখো ঝামেলা কম ।জৈব সার বিশেষ করে গোবর সার দিয়ে মাটি তৈরী করো।40 থেকে 45 দিনের চারা বসাবে ।বসানোর আগে কুড়ি-কুড়ি সুফলা প্রতি গাছে 25 গ্রাম করে দিয়ে তার তিনদিন পরে বসাবে। আর আমার টমেটো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিওটা দেখে নেবে।

    • @arifrahman7710
      @arifrahman7710 4 года назад

      @@farmingadviseranathhalder7579 sir tik ase apnar opudesh mane cholbo kori kori sufola vozlam na.

  • @anupambiswas215
    @anupambiswas215 4 года назад

    Dada potoler bij kokhon lagano?Ak bochhorer purano begun gachh er poricharja ki korbo?valo thakben.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      বেগুন গাছের ডালপালা ছেঁটে দেন তারপর গাছের গোড়াতে গ্রমোর 1 কেজি এবং 10 26 26 এক কেজি মিশিয়ে একটা গাছের গোড়ায় 200 গ্রাম করে দেন আর সরিষার খোল আড়াইশো গ্রাম করে আর নিম খোল 100 গ্রাম করে দিয়ে গোড়ায় মাটি দেন আবার সুন্দর ফল আসবে।

  • @kmnahid65
    @kmnahid65 3 года назад

    স্যার
    বাংলাদেশ হতে,নাহিদ,সিম গাছের জোর কমছে না নোটিভো দিয়ে হয়রান এমোন একটা কীটনাশক বলেন জেটাদিলে জাগাই ব্রেক হয় ❤️

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      গাছের নিচের পাতা গুলো কেটে দিন আর প্রয়োজন হলে গাছের ডগা দুই ইঞ্চি করে কেটে দিন ।একদম উপরের ডগা কাটবেন আর নিচের বয়স্ক পাতাগুলো কেটে দেন। গাছ কিছুটা কমজোরি হয়ে যাবে।

    • @kmnahid65
      @kmnahid65 3 года назад

      @@farmingadviseranathhalder7579 ❤️❤️❤️❤️❤️❤️

  • @kartickacharya9628
    @kartickacharya9628 2 года назад

    Sir, amr Thai all time mango gacher Amer guti gulo holud hoye ghore jachhe ki upay ache thik korar

  • @amitavachakraborty4271
    @amitavachakraborty4271 3 года назад

    টবে গাছ করলে লাগাতার খোল জল দিলে মাটির অবস্থা খারাপ হবার পর কি করণীয়? জানালে উপকৃত হবো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      টবের মাটি মাঝে মাঝে চেঞ্জ করতে বা বদলাতে হয়। একটা ফসল চলে যাবার পর সেই মাটি টা সরিয়ে দিয়ে বা তাকে যদি আবার মাটি তাকে রিকনস্ট্রাকশন করেন তাহলে আবার খোল পচা গোবর সার একটু হালকা করে চুন এগুলো দিতে হয়।

  • @sahadevdas7236
    @sahadevdas7236 4 года назад

    Dhanyvad sir

  • @jaibharatmata123
    @jaibharatmata123 3 года назад

    নমস্কার স্যার কৃষি বিষয়ক হাজারো সমস্যার মধ্যে আমি একজন অন্যতম ।আমার কাঁঠাল গাছের বয়স পনেরো বছর নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম।প্রতি বছর ফল আসে কিন্তু সব ঝরে পড়ে যায় ।এর সমাধান কী।
    14ই ডিসেম্বর করলা লাগিয়েছিলাম ফল তোলা চলছে কিন্তু গাছের গোড়া পচে কিছু গাছ মরে গেছে। কী করলে এটা দমন করা সম্ভব অবশ্যই জানাবেন ।ধন্যবাদ আপনার সুস্থতা কামনা করি ।

  • @goutamsaha9320
    @goutamsaha9320 2 года назад

    Goutam

  • @plant__kingdom
    @plant__kingdom 3 года назад

    Sir, যে বরবটি গাছ ফল দিয়ে যাচ্ছে প্রায় এক মাস হচ্ছে সেটা কি এখন ছেঁটে দেবো না তুলে আবার ওগুলো তুলে নতুন বীজ বসাবো???

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад +1

      আর 10/12 দিন রাখুন তার পরে তুলে আবার নতুন ভাবে বসাবেন।

    • @plant__kingdom
      @plant__kingdom 3 года назад

      @@farmingadviseranathhalder7579 অনেক প্রণাম আপনাকে।।🙏🙏🙏

  • @sofikahmed8614
    @sofikahmed8614 4 года назад

    Sir I am bangladeshi .sir gandari chara roponer age ki kono kitnashok use korte hoy.

  • @shibsaha745
    @shibsaha745 3 года назад

    Jhinger jali gulo ghore jachhe sir .upai ki ❤❤❤🙏🙏

  • @chittabiswas9920
    @chittabiswas9920 4 года назад +1

    ধন্যবাদ দাদা। হাতে কলমে বুঝিয়ে বলা যেমন চিনি আর গ্লুকোজ , আবহাওয়ার পরিবর্তনে আমাদের শরীরের তারতম্য ঘটে সেইরকম গাছে ও প্রভাব পড়ে । এত সহজ করে উপস্থাপনা সত্যিই খুবই গ্রহণ যোগ্য হয়ে ওঠে। তুলনা নেই ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      আজকের এখনই টিভিতে বলল চিত্ত বাবু যে পূজার পর থেকে নভেম্বর মাসে আকাশছোঁয়া করোণা সংক্রমণ ছড়াবে একজন ডাক্তার বাবু । সেই জন্য পূজাতে সাবধান হয়ে থাকার কথা বলছে আপনি নিশ্চয়ই দেখেছেন পরিবারকে সুস্থ রাখুন সকলে সাবধানে থাকি আসুন ধন্যবাদ জানাই আপনিও ভালো থাকুন কারন আপনি ও খুব ভালো মনের মানুষ।

    • @chittabiswas9920
      @chittabiswas9920 4 года назад

      @@farmingadviseranathhalder7579 না দাদা দেখিনি। পুজোর সময় সংক্রমণ বাড়বে এটা আগে থেকেই বলা হচ্ছিল । আমাদের মত বুড়োদেরই তো শঙ্কা বেশি। সতর্ক করার জন্য ধন্যবাদ ।

  • @arjungain4917
    @arjungain4917 4 года назад

    Thank you so much from Bangladesh.
    Pan baros neye jodi eakti report korten tha hole khusi hotam.
    Paner lata pacha pata pacha.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      বাংলাদেশ বাসীকে আমার নমস্কার জানাই হ্যাঁ করব পানের ভিডিও

  • @monirtanha6744
    @monirtanha6744 3 года назад

    বাংলাদেশ থেকে দাদু তুমাকে নিয়মিত দেখি অনেক কিছু শিখেছি ❤️❤️❤️❤️

  • @mintubag4411
    @mintubag4411 4 года назад

    Sir Amar potal gacher ful hochca na Jodi akti kitnashak ar nam bolen tahole khub valo hoto

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      একটা ভিটামিন স্প্রে করতে হবে যেমন অল উইন গোল্ড সুপার অথবা বায়ো ভিটা এক্স প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে বিকালে স্প্রে করবে এটা জৈব ভিটামিন।

  • @shankarmahata3149
    @shankarmahata3149 4 года назад

    ধন্যবাদ গুরু।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।

  • @kishorighorai6962
    @kishorighorai6962 2 месяца назад

    নারিকেল গাছে অনেক কাঁদি বেরোচ্ছে কিন্তু গুটি অবস্হায় ই থেকে যাচ্ছে। একেবারে বৃদ্ধি হচ্ছে না। কি করনীয়? জানাবেন প্লিজ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 месяца назад

      এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে।
      নারকেল গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও দেখুন। ঐ ভাবে পরিচর্যা করুন।সব ঠিক হয়ে যাবে।

  • @idpritom8748
    @idpritom8748 Год назад

    স্যার, মিষ্টি কুমড়া গাছে ডাউনি মিলডিউ হওয়ার কারনে পাতা হলুদ হয়ে গেছে। এখন যদি গাছে সলিএবল npk স্প্রে করি তাহলে তা গাছ কি গ্রহন করতে পারবে? নাকি গাছের মাদায় ব্যবহার করবো সার?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад +1

      Npk অবশ্যই ব্যবহার করবেন তবে গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করুন।
      কম দামের ওষুধ টাটা মাষ্টার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিন দিন ছাড়া ছাড়া তিন বার এই ওষুধের সঙ্গে NPK
      মিশিয়ে দেবেন।

    • @idpritom8748
      @idpritom8748 Год назад

      @@farmingadviseranathhalder7579 এমিস্টার টপ ব্যবহার করলে কেমন হবে?

  • @somamitra5731
    @somamitra5731 4 года назад +1

    কিছুতেই ধনে বীজ germinate করাতে পারছি না। আপনি এই বিষয়ের উপর একটা video করুন প্লিজ । Because you are a very good teacher.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +2

      হ্যাঁ আমি এ ব্যাপার ভিডিও করব। তবে একটু ঠান্ডা পড়ার দরকার একটু ঠান্ডা পড়লেই বেরিয়ে যাবে তাপমাত্রা হঠাৎ 30 এসেছিল তখন কিছু গাছ বেরিয়ে ছিল আমার ও বেরিয়েছিল আবার এখন চলছে দেখবেন 35 /36 ডিগ্রী আবার তাপমাত্রা বেড়ে গেল এটাই সমস্যা হয়ে যায়।

  • @madhumondal5895
    @madhumondal5895 3 года назад

    Ami murshidabad theme madhu Sudan balchhi sir peyajer chas jaibo sar dite korte pari far ekti vdo karar jonya anurodh korchhi akhon lagano hour he hhe sech deoya hoyechhe bortoman ki korle bhalo fol pabo janale khub upokrito hotam

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      পেঁয়াজে সালফার দেয়া হয়েছে ? সালফা ম্যাক্স বা সিঙ্গেল সুপার ফসফেট দেয়া হয়েছে কি ? আর গাছ' হবার পরে গোড়াতে 10 26 26 সার দিয়ে গাছের গোড়ায় মাটি দিন।

  • @piyalichakraborty7924
    @piyalichakraborty7924 4 года назад

    Sir actara gache Tata master r bodle deya jai ki

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      না দিদিমণি ভুল হয়ে যাচ্ছে। একতারা হলো পোকা তাড়ানোর ওষুধ আর টাটা মাস্টার হলো রোগ তাড়ানোর দুটো আলাদা ধন্যবাদ জানাই ভালো থাকুন।

    • @piyalichakraborty7924
      @piyalichakraborty7924 4 года назад

      @@farmingadviseranathhalder7579 apni khub bhalo n sukhe thakun

    • @piyalichakraborty7924
      @piyalichakraborty7924 4 года назад

      Sir saaf fungiside ta gacher goda te debo ki mati te

  • @timirbhattacharya9666
    @timirbhattacharya9666 3 года назад

    Sir, আমার লাউ গাছ লিকলিক করছে l টবে লাগিয়েছি, জৈব সার ব্যবহার করি l কিভাবে শক্ত পোক্ত করবো যদি বলেন খুব উপকার হয়, l

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      সরিষার খোল পচানো জল পাঁচদিন ছাড়া দিয়ে যাবেন গাছের গোড়ায় আর যেকোন পিজিআর দশ দিন ছাড়া গাছে স্প্রে করুন গাছ অন্যরকম হয়ে যাবে।

    • @timirbhattacharya9666
      @timirbhattacharya9666 3 года назад

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ sir.

  • @DebolinaS_Creation
    @DebolinaS_Creation 4 года назад

    Dada amar sasha gachh more jachhe sekore git git moto hochhe ki korbo?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      আসলে ওটা হয়তো নিমাটোড হতে পারে মানে এক ধরনের কৃমি ওটা হলে গাছপ্রতি আমরা 35 /40 গ্রাম করে দানা বিষ ফিউরান থ্রিজি (কার্বোফুরান 3জি)গাছের গোড়ায় দিয়ে মাটিচাপা দিতে বলি এতে নিমাটোড জব্দ হয়ে যায় ।

    • @DebolinaS_Creation
      @DebolinaS_Creation 4 года назад

      Thank you dada

  • @junayetrashelgaji6905
    @junayetrashelgaji6905 4 года назад

    টমেটোর চারা লাগিয়েছিলাম ২০ দিন আগে। গোবর সার আর মাটি দিয়ে। সারাদিন রোদ পায়, গাছের বৃদ্ধিও হচ্ছে, কিন্তু গাছের ডগাগুলো চিকন হয়ে যাচ্ছে। কী করা যায়?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      নিম তেল বা নিম মাদার হোমিওপ্যাথি ওষুধ বা নিম ঘটিত যে কোন ওষুধ এইগুলো দিয়ে যাবেন প্রতি লিটার জলে 3 মিলি মিশিয়ে প্রথম থেকে রাসায়নিক ওষুধে যাবেন না।

  • @biswajitgoswami9415
    @biswajitgoswami9415 4 года назад

    Namaskar Anathbabu...apnar ei
    Q/A video theke anek kichu jante parchi. Ekta byapar jante chai .. Soil acidic hole kivabe bujhbo? Recently ami 12-14 diner khol pacha jol amar sob gache apply korechi. 150-200 gm khol 1 lit jole pochiye tar sathe 12-14 lit jol add kore apply korechi. Amar gacher soil acidic hote pare ki? Ektu reply deben pl. Bhalo thakben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      কিছুই ক্ষতি হবে না। আপনার টোটাল জল দাঁড়াল এক লিটার + 12 লিটার = 13 লিটার জল মানে কিছুই ক্ষতি হয়নি। আপনার ওখানে যদি 2 কেজি খৈল পচা থাকতো তাহলে একটু সমস্যা হতো 200 গ্রামে কোন ক্ষতি হবে না। আর একটা কথা বলি খৈল পচানো জলে কিন্তু অত কম পরিমাণ খৈল থাকলে ভালো কাজ পাওয়া যাবে না আপনাকে ওই 12 লিটার জলে কম করে এক কেজি খোল রাখা উচিত ছিল তবে আপনি কাজ পাবেন প্রতি200 গ্রাম খৈল বড়জোর তিন লিটার জলে ব্যবহার করতে হবে চারদিন পচানোর পরে তবে আপনি কাজ পাবেন। প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই।

    • @biswajitgoswami9415
      @biswajitgoswami9415 4 года назад

      @@farmingadviseranathhalder7579 Anek dhanyabad Anathbabu apnar mulyaban paramorsher janya. Soil acidic hole paritraner upay apni already bolechen. Acidic hoeche kina bojhar kono upay thakle janaben please.

  • @anupkhamaru5124
    @anupkhamaru5124 3 года назад

    আমি Waste Decomposer কোথাও পাচ্ছি না। আমি থাকি ফলতা ব্লকের মজলিস পুর গ্রামে। কোথা থেকে পাব একটু জানাবেন প্লিজ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      আমি পরের প্রশ্ন উত্তর পর্বে আবার ফোন নাম্বার দিয়ে জানিয়ে দেবো অবশ্যই পেয়ে যাবেন।

  • @tilottamakurisaha6729
    @tilottamakurisaha6729 4 года назад

    আমি অনেক কষ্ট করে পটলের Seeds Australia নিয়ে এসেছি । ৪০/৫০ টার থেকে এখন পর্যন্ত ১টা চারা একটু বের হয়েছে।
    চারা টা কি ভাবে পরিচর্যা করবো?
    জল কি ভাবে দেব?
    রোদে রাখবো ?
    আমাদের এখন গরম পরছে। রাতে ১২•/১৩• থাকে দিনে ২৭•/২৮• হয়। অনেক দিন আগে বীজ গুলো বুনেছি । আরো কি চারা বের হবার আশা আছে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      বীজে জল দিয়ে যান আর একটু হালকা রোদ দূরে রাখুন। মানে ছায়াযুক্ত জায়গায় রাখুন যেন রোদের আলো পায় আর জল দিয়ে যান গিছ বের হবে। আর যদি না হয় আপনার ওখানে বাজার থেকে পাকা পটল কিনবেন ওর মধ্যে থেকে বীজ বের করে সাত-আট দিন রোদে শুকিয়ে সেই বীজ বুনবেন ওখানে থেকে গাছ করতে পারবেন কোন অসুবিধা নেই ।ভাল থাকুন।

    • @tilottamakurisaha6729
      @tilottamakurisaha6729 4 года назад

      Farming adviser Anath Halder কাকু অনেক ধন্যবাদ। আমাদের এখানে পটল পাওয়া যায় না।

  • @prabirpramanik875
    @prabirpramanik875 4 года назад

    Pan baroj a rog poka tarpratekar

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      আসলে আমি চেষ্টা করছি আমাদের দুটো গ্রাম পরে ঝাল পান বা ছাঁচি পান যেটা বলি তার ভিডিও আনার । আসলে আমি সাগরে কাজ করেছি মিষ্টি পানের উপরে ওখানে যেতেই পারা যাচ্ছে না এখন করোনার জন্য তাই আমি এটা দেখাবো ঠিক করেছি। কিছুদিন পরে ভিডিও আমি ছাড়বো দেখতে পাবেন।

  • @anamikaroy9340
    @anamikaroy9340 4 года назад

    Sir khul ta barite ki bhabe banabo bolben plz sir, dukan thake na kine plz

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      1 কেজি চটি সরিষার খৈল যেটা 5 লিটার জলে ভেজাবেন চারদিন ভেজানোর পর পাঁচ দিনের মাথায় ওই জলের সঙ্গে আরও সাত লিটার জল মেশাবেন তারপর ওই জল গাছের গোড়ায় দেবেন।

  • @rajughosh6092
    @rajughosh6092 Год назад

    আমাদের 33 শতকে এক বিঘে এক কাঠা জমিতে কত কেজি সরষের খোল দিলে ভালো হবে। গাঁদা ফুল করবো??????

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Год назад

      ঐ ফুল চাষের জন্য দুই থেকে তিন বার সরিষার খোল ব্যবহার করবেন।
      33শতক জমিতে 30কেজি + 30 কেজি+35 কেজি।

  • @banglarmati7138
    @banglarmati7138 3 года назад

    নমস্কার স্যার আমার প্রণাম নেবেন। আপনার ভিডিও আমি নিয়মিত দর্শক। আমার একটি প্রশ্ন ছিল এই যে সবাই মাল্টা চাষ মাল্টা চাষ মাল্টা চাষ করছে এটা কি সত্যিই কোনো লাভ দায়ক চাষ।নাকি শুধুমাত্র চারা বিক্রি করার জন্য এরকম সাজিয়ে-গুছিয়ে ইউটিউবে ভিডিও প্রকাশ করা হচ্ছে। রানাঘাটের দিব্যেন্দু বাবু বলছেন এক বিঘা জমিত থেকে নাকি 5 লাখ টাকা ইনকাম। বিষয়টা কতখানি সত্যিই এবং কতখানি মিথ্যা বা কতখানি সাজানো এডিটরস আর যদি আপনার একটা ভিডিও বানাম তাহলে অনেক চাষী উপকৃত হবেন। মাল্টা চাষ করে কি সত্যিই কি চাষে লাভবান হচ্ছে বা হবে। নাকি শুধু চারা বিক্রি করায় হচ্ছে আসল উদ্দেশ্য।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      খুব সত্যি কথা বলেছেন এতটা লাভ হবার কথাই নয় ‌।তাছাড়া মালটা গাছ প্রচুর রোগ পোকায় আক্রান্ত হয়। ফলের সাইজ পরে ভালো করতে পারবেন না যতই বলুক। তবে যাদের বা যে সব চাষিরা চাষে বেশি নজরদারি করতে পারবেন না, সময় নেই চাকরি করেন বা ব্যবসা করেন বা অন্য কাজে ব্যস্ত তারা এইসব গাছ লাগাতে পারেন ‌।কলাগাছ , মাল্টা লেবু গাছ চাষ করতে পারেন কেননা জায়গাটা শুধু পড়ে থাকবে এজন্য। ফল বিক্রি হবে তবে এতটা হবে না। বিঘাতে 5 লাখ টাকা লাভ হওয়া মুশকিল আছে।

  • @shyamsundardas5789
    @shyamsundardas5789 4 года назад

    Question answer parba khub kahlo lagchhe sir, thank you.

  • @paritoshmondal669
    @paritoshmondal669 4 года назад +2

    দাদা আপনাকে জানাই আগাম শারদ শুভেচ্ছা ! আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু চাষ শুরু করেছি। আপনি যদি আম গাছ ও আমের মুকূলের পরিচর্যা নিয়ে ভিডিও করেন তাহলে খুবই উপকৃত হব।
    Paritosh Mondal
    Alipur, Surjyapurhat,
    Baruipur.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      হ্যাঁ আমি এই নিয়ে ভিডিও করবো।

    • @a.sdreamgirldancevalobesed4636
      @a.sdreamgirldancevalobesed4636 4 года назад

      দাদা আমি উচ্ছে চাষ করেছি এখন কখন কি বেবহার করবো যদি একটু ভিডিও করে দেখানো হয় খুব ভালো হয়

  • @piyalichakraborty7924
    @piyalichakraborty7924 4 года назад

    Sir amar bhindi gacher bhindi gulo aektu lal hoye jache o ektu kata kata hoyejache o bhindi te ektu sada sada daag hoye jache ki kori

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      ওই তো বললেন টাকা মাস্টার আছে প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে বিকাল বেলায় স্প্রে করবেন আর তিনদিন পর একতারা হাফ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন ঠিক হয়ে যাবে।

    • @piyalichakraborty7924
      @piyalichakraborty7924 4 года назад

      @@farmingadviseranathhalder7579 sir aei matra ta ki ekta gacher jonno amar 8 ta bhindi gach ache

    • @piyalichakraborty7924
      @piyalichakraborty7924 4 года назад

      Sir amr choto bagane apni ghoroa poddhoti te kichu fungiside n insectide bolte parben

  • @NewMindGarden
    @NewMindGarden 4 года назад

    খুব ভালো ভিডিও

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো ।

  • @manubibi1551
    @manubibi1551 4 года назад

    টবের গাছের পাতা কুচকে য়াছে য়া য়া বলছেন সব করছি তাও কুচকে য়াছে। 🙏🙏🙏

  • @joyprakaspal8423
    @joyprakaspal8423 3 года назад

    Sir pronam neben red lady original seed kothai pabo aktu bolben abong ar dam koto porbe

  • @ismailsk8666
    @ismailsk8666 4 года назад

    দাদা আমার বাধা কফি তৈরী হয়ার মুখে উপরেরপাতাগুলোশুকিয়েযায় Ns43 বাধা কফি

  • @himalaymalakar2451
    @himalaymalakar2451 4 года назад

    কাকু আপনি কালো শস্য বলেন।
    কালো শস্যটা কি তিল ?
    একটু জানাবেন। এিপুরা।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      মানে সরিষা দু'রকম একটা সাদা , আর একটা কালো বা ব্রাউন কালার এজন্য বলা হয় । আমাদের এদিকে সকলে দোকানে গিয়ে সাদা সরিষা দাও কালো সরিষা দাও এই ভাবেই বলে । সবসময় যেটা দিয়ে সরিষার তেল আমরা খাই অর্থাৎ বাদামি রঙের সরিষা নেবেন।

    • @himalaymalakar2451
      @himalaymalakar2451 4 года назад

      @@farmingadviseranathhalder7579 অশেষ ধন্যবাদ কাকু।আমি ও একটু
      চেষ্টা করি।

  • @ashimabhattacharjee6378
    @ashimabhattacharjee6378 4 года назад

    Amar natun lonka gachhe onek phool hoyechhilo kintu sob jhore gachhe ki korbo ektu bole din please.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      আপনি যদি জৈব ভাবে ব্যবস্থা নেন তাহলে আপনাকে ট্রাইকোডার্মা ভিরিডি প্রতি লিটার জলে 6গাম মিশিয়ে স্প্রে করতে হবে অথবা থান্ডার্স 2gram প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এগুলো সব জৈব।

  • @sumonpal19
    @sumonpal19 4 года назад

    Uncle, thanks for your continuous support and encouragment to stick to organics. Apnar video theke onek kichu sikhte perecgi and r o onek kichu sikhte parbo. Agriculture topic ta apni vison easy kore tulechen, you are making us believe that we can also do this.
    2to questions ache:
    1. Boivita X liquid and powder/granuels er difference ki? Amader moto roof top gardener ra konta use korbe?
    2. Experimental basis e potato try korchi. Plant 1 feet moto hobar por gora theke poche jacche. I think fungicide er jonno. Trichoderma Viridi every week e dicchi (gora and spray) but bachate parchina. Same type of soil e ginger, turmeric, garlic sustgo ache and TV use korini. Apni ekta video te bolechilen M45 for potato. M45 use korte hobe naki TV te kaj debe. Jodi ektu help koren upokrito hobo.
    নমস্কার নেবেন 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      1. তরল টা তাড়াতাড়ি এবং বেশি কাজ পাওয়া যাবে।
      2. খুব বেড়ে গেছে আপনার রোগটা এটা বাঁচানোর জন্য এক্ষুনি আপনাকে
      কো সাইড পাউডার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এবং গাছের গোড়ায় এটা কিন্তু রাসায়নিক এটা টেকনিক্যাল নাম
      কপার হাইড্রোক্সাইড।
      একবার দিলে যথেষ্ট

    • @sumonpal19
      @sumonpal19 4 года назад

      @@farmingadviseranathhalder7579 Thank you.. 🙏

  • @pradipkumarbanerjee4402
    @pradipkumarbanerjee4402 3 года назад

    শ্রদ্ধেয় অনাথ বাবু, নমস্কার
    এর কিছুক্ষণ আগে আপনাকে একটা massageকরেছিলাম,তাতে typing mistakeহয়েছে মাপ করবেন, আপনার সঙ্গে কথা বলার খুব ইচ্ছে রাখছি যদি একটু সুযোগ দেন, ভালো থাকবেন
    প্রদীপ

  • @rlhealthcare8429
    @rlhealthcare8429 4 года назад

    দাদা নমস্কার নেবেন,
    আজ খুব উপকৃত হলাম ভিডিও টি দেখে। একটা নুতন জিনিস পেলাম। বুস্টার ৪ এর যে কম্পোজিশন দিলেন ওই ভাবে ১,২ এর কম্পোজিশন দিন না। এগুলো পেতে খুব অসুবিধা হচ্ছে এই কভিড পিরিয়ডে। ট্রেন বন্ধ। বয়স বেশি বলে কোথাও যেতে দিচ্ছে না। সিম গাছের ডগা কাটা নিয়ম টা কাজে লাগলো।
    ধন্যবাদান্তে,
    মুজিবর নস্কর।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে পরিবারের সকলকে আল্লাহ ভালো রাখুন এই কামনা করব ।চলুন সকলে এগিয়ে চলি ।আচ্ছা আমি আস্তে আস্তে অন্যান্যগুলোও জানাবো ভালো থেকো।

  • @jobstudy9259
    @jobstudy9259 4 года назад

    Dada amar narkel gache narkel khub choto hoi ki korbo

  • @ASA-vp5wl
    @ASA-vp5wl 2 года назад

    স্যার, জমিতে চুন প্রয়োগ করলে কি কাজ হয়?

  • @agriculture8755
    @agriculture8755 4 года назад +2

    মেহগনি তেল এর উপকারিতা সম্পর্কে বলুন।

    • @vincentgordon7934
      @vincentgordon7934 3 года назад

      you prolly dont care but if you are bored like me during the covid times then you can stream all the latest movies and series on instaflixxer. Have been binge watching with my gf for the last few weeks :)

    • @maximilianorey6918
      @maximilianorey6918 3 года назад

      @Vincent Gordon Yea, been using instaflixxer for since december myself =)

    • @marcjordy2806
      @marcjordy2806 3 года назад

      @Vincent Gordon Definitely, I've been watching on InstaFlixxer for months myself :)

    • @ulisessaint663
      @ulisessaint663 3 года назад

      @Vincent Gordon yup, been using instaflixxer for years myself =)

    • @waylonbradley1345
      @waylonbradley1345 3 года назад

      @Vincent Gordon definitely, have been using InstaFlixxer for since december myself =)

  • @amarkrishigarden3170
    @amarkrishigarden3170 4 года назад

    কাকু পেয়ারা চাষ সম্পর্কে পুরোপুরি ভিডিও বানাবেন। খুবই উপকার হয়। আপনার পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ । নমস্কার।

  • @arghyasingha7865
    @arghyasingha7865 4 года назад +3

    আপনার এই পর্ব গুলি মানে প্রশ্ন এর উত্তর পর্ব খুবই উপকারী। আমার প্রণাম নেবেন।
    আচ্ছা আমার একটি প্রশ্ন ছিল পালং শাক এর বীজ বুনেছিলাম আস্তে আস্তে দেখছি চারা গুলো মাটিতে হেলে পড়ছে কি করা যাই বলুন একটু।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      সেকটিন প্রতি লিটার জলে দেড় গ্রাম করে মিশিয়ে খুব সকালে স্প্রে করে দিন চার দিন ছাড়া দুবার দেখবেন সব ঠিক হয়ে গেছে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন । ভাল থাকুন আপনার নাম কিন্তু সকলেই জানলো আজকে ।

    • @arghyasingha7865
      @arghyasingha7865 4 года назад

      @@farmingadviseranathhalder7579Apni amar name nilen etai amar soubhagya.
      Sectin jinis ta ki ar gache ei obostha tei proyog korbo to

    • @sumitabiswas6434
      @sumitabiswas6434 4 года назад

      Amaro palong shak sab niye porechey. Joibo Kichu Jodi thakey bolben please.

  • @sofikahmed8614
    @sofikahmed8614 4 года назад

    Sir ami apnar shate kichu kotha bolbo

  • @hasanmehedi2995
    @hasanmehedi2995 4 года назад

    কাকু আমি মেহেদী হাসান খুলনা,বাংলাদেশ থেকে আপনার একজন ভক্ত। আমার বাবা একজন পান চাষী,, কিছুদিন আগে বরজ বান্ধার পর বরজের ৪ এর ১ অংশ মারা গেছিলো। এখন সেই রোগটা নেই কিন্তু পান পচে যাচ্ছে খুব। আপনার সুপরামর্শ আশা করছি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      10 লিটার জলে 8(আট) গ্রাম নেটিভ পাউডার সেই সঙ্গে তিন গ্রাম স্ট্রেপটোসাই ক্লিন বা প্লান্টোমাইসিন মিশিয়ে খুব সকালে স্প্রে করতে হবে সপ্তাহে একবার করে মোট দুবার করবে আশা করি উপকার পাবে।

  • @parthasarathibhattacherjee2394
    @parthasarathibhattacherjee2394 4 года назад

    Sir air purifiers tree niye ki6u video korun plz. Poribesh er ja obostha.. Jodi amra amder ghor ke ektu clean..thanda..oxizen poripurno rakhte pari... Pronam Neben....

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      খুব সুন্দর এবং বিচক্ষণ চিন্তাভাবনা আপনার ধন্যবাদ জানাই । এই নিয়ে আমি হয়তো ভিডিও আগামী দিনে করতে পারি। আমি লিখে রাখছি ধন্যবাদ জানাই।

    • @parthasarathibhattacherjee2394
      @parthasarathibhattacherjee2394 4 года назад

      @@farmingadviseranathhalder7579 thank u sir....

  • @somahaldar26
    @somahaldar26 4 года назад

    কাকু নমস্কার আমি আপনার কথা মত কুমড়া গাছ লাগিয়েছি কিন্তু সব পুরুষ ফুল আসছে কি করবো। কাকু অনেকে বলে আমপাতা টক বলে নাকি পচা পাতা সার হিসাবে ব্যবহার করা যায় না । কেন? কাকু আপনার কাছে ২টি অনুরোধ করছি ১. আমি আপনাকে তুমি বলে সম্বোধন করতে পারি ২.আপনি শুধু মাত্র ওষুধের নাম এবং তার কাজ ও ব‍্যবহার নিয়ে একটা ভিডিও করুন যাতে করে আমরা খাতায় লিখে রাখতে পারি। আমার প্রনাম নেবেন আর খুব ভালো থাকবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      প্রথমে পুরুষ ফুল আসে তারপর স্ত্রী ফুল আসবে।
      অপেক্ষা করুন।
      অ্যাসিড বেশি তৈরি হয়। সেই জন্য না করাই ভাল।
      চেষ্টা করবো ভিডিও করার।
      ধন্যবাদ

  • @muktomondal9489
    @muktomondal9489 3 года назад

    Sir, আগাছা দমনের জন্য কি করবো (ভুট্টা )আলুর পর লাগানো.

  • @shankarmahata3149
    @shankarmahata3149 4 года назад

    খুব ভালো হয়েছে।। গুরু ভালো থাকবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      আপনারাও ভালো থাকুন সেই সঙ্গে পরিবারের সকলে সুস্থ থাকুক এই কামনা করব চলুন সকলে এগিয়ে চলি ।ধন্যবাদ।

  • @badalkumarpaik5813
    @badalkumarpaik5813 4 года назад

    Papia jhare parcha kee karba?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      প্রতি লিটার জলে সেকটিন দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন 5 দিন ছাড়া দুবার। আর গাছের গোড়ায় সরিষার খোল পচা জল দিয়ে যান তাহলে ঝরা কমে যাবে।

  • @apastamasengupta1236
    @apastamasengupta1236 4 года назад

    অসংখ্য ধন্যবাদ 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      ভালো থাকবে দিদিমণি আজকে তোমার নাম প্রচার করলাম ভগবান তোমার মঙ্গল করুন ।আর একটা কথা আজকে একটু আগে 10 মিনিট আগে টিভিতে বললো একজন ডাক্তার বাবু যে দূর্গা পূজার পর নভেম্বর মাস করোণা সমস্যা আকাশছোঁয়া জায়গায় পৌঁছাবে তাই বলি কি সাবধানে থেকো পরিবারের সকলকে সাবধানে রেখো ধন্যবাদ জানাই ভালো থেকো।

    • @apastamasengupta1236
      @apastamasengupta1236 4 года назад

      @@farmingadviseranathhalder7579 আপনিও ভালো থাকবেন। আর এইরকম আরও অনেক ভিডিও বানান। আপনার ভিডিও গুলো সত্যিই খুব ইনস্পিরেশনাল আর হেল্পফুল। একজন নতুন বাগানী হয়ে অনেক কিছু শিখতে পারছি। ধন্যবাদের ভাষা নেই।🙏🙏

  • @biswajitray1667
    @biswajitray1667 4 года назад

    Sir,
    Pokraj alu er bech (Hardeep Singh Sangal) kal ante jabo...bolechilen tab e lagia dekhaben..ektu dekhan r ki ki sar debo bigha proti bolben.apekhae thaklam.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      আপনি আগে মাটিতে জৈব সার বিশেষ করে গোবর সার বেশি করে দেন যদি না পান সরিষার খোল দিতে হবে দাম বেশি পড়ে যাবে। আপনি গোবর সার বেশি করে দিয়ে দেন। আলুর টুকরোটা যে কাটবেন অন্তত 15/20 গ্রাম সাইজের হলে ভাল হয়। আর দুটো চোখ থাকলে খুব ভালো হয় না থাকলে অসুবিধা নেই আর চোখটা একটু কাত করে বসাবেন । আমি চেষ্টা করছি দেখি কি করা যায়।

    • @biswajitray1667
      @biswajitray1667 4 года назад

      @@farmingadviseranathhalder7579 dhnyawad Sir...video tar apekhyae roilam...tate ektu bigha proti ki ki kato poriman , kakhon bivinno sar prayog korte habe dekhaben haa Sir. নমস্কার

  • @shubhankarnaskar9355
    @shubhankarnaskar9355 4 года назад +1

    স্যার আপনার ভিডিওগুলি আমাকে খুবই উপকৃত করে চলেছে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমার মাত্র একটি প্রশ্ন আছে ।
    প্রশ্ন: 100 লিটার ড্রামের লেবু গাছের কিনারা বরাবর ভাত এবং পাঁক সরাসরি দিতে পারি কি?
    আপনার পরামর্শ আমার কাছে খুবই মূল্যবান।
    আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      হ্যাঁ দেয়া যেতে পারে কিন্তু দূর দিয়ে দিয়ে মাটি চাপা দেবে ।

    • @shubhankarnaskar9355
      @shubhankarnaskar9355 4 года назад

      @@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ স্যার

  • @junayetrashelgaji6905
    @junayetrashelgaji6905 4 года назад

    স্যার, নিম পাতার জলের যে কীটনাশক, তাতে কী কী রোগের ওপর উপকার পাওয়া যায়? কোন কোন পোকার ওপর কাজ করে? BANGLADESH theke❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      পোকার জন্য কাজ করে ভালো আপনি নিঃসন্দেহে ব্যবহার করবেন। রাসায়নিক ওষুধ দিতে যাবেন না সমস্ত রকম পোকার জন্য কাজ করে ভালো সপ্তাহে দুবার করে দিতে পারলে খুব ভালো হয়।

  • @bhimdhauriya3139
    @bhimdhauriya3139 3 года назад

    উছে পাতা কুচকে যাছে তার পতিকার কীভাবে করবো

  • @sanjibbiswas1926
    @sanjibbiswas1926 4 года назад

    স্যার নমস্কার। আমি সন্জীব বিশ্বাস(শিক্ষক),নদীয়া থেকে বলছি।আমি ছাদে টবে সব্জী এবং ফল চাষ করি।আমার কয়েকটি প্রশ্ন থাকলো।উত্তর দিলে খুবই উপকৃত হই।
    ১) টবের মাটিতে কোকোপিট থাকলে নাকি খোল পঁচার জল দেওয়া যায় না।তাতে ফাঙ্গাসের আক্রমণ বেশি হয়! এটা কি ঠিক?
    ২)মাটিতে নিম খোল দিলে কি ফল বা সব্জি তেঁতো হয়?
    ৩)কালো ফিনাইল(আপনার পরামর্শ অনুযায়ী) টবের চারদিকে দিলে কি উপকারী কিট পতঙ্গ যে গুলো পরাগ সংযোগে সহায়তা করে,তারাও কি আসবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      1. শুধু কি কোকোপিট আপনার ওর সাথে কি ভার্মি কম্পোস্ট মেশানো বা মাটি মেশানো নেই যদি থাকে খোলপঁচা জল ব্যবহার করবেন পাতলা করে।
      2. শসাতে দেয়া যায় না নিম খইল দিলে অনেক রোগ পোকার হাত থেকে রক্ষা পাবেন। বাকি শব্জী তে মোট একবার
      দেবেন।
      3. বিকালে দেবেন সাধারণত অসুবিধা হয় না না হলে তফুল আসার আগে পর্যন্ত ছোট থেকে আপনি গাছকে সুরক্ষা দেন

  • @joykumar8577
    @joykumar8577 3 года назад

    আমার পটল এর ফুল টিকে না কি দিলে ভালো হতো একটু বলেন

  • @koushikchakraborty2341
    @koushikchakraborty2341 4 года назад

    আপনাকে অনেক নমস্কার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      আপনাকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।

  • @suprasanta
    @suprasanta 4 года назад +2

    ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে পরিবারের সকলে ভালো থাকুক এই কামনা করব চলুন সকলে এগিয়ে চলি

  • @gourangajana7866
    @gourangajana7866 4 года назад

    স্যার অসাধারণ সেই মাটিতে চালগুঁড়ো দিয়ে তৈরি আমি নিজে তৈরি করে ছিলাম অসাধারণ অসাধারণ ধন্যবাদ 🙏

  • @CRAZYEXMART
    @CRAZYEXMART 4 года назад

    thanks

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে পরিবারের সকলে ভালো থাকুন এই কামনা করব।

  • @chandansarkar4427
    @chandansarkar4427 4 года назад

    ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, (মুলা, গাজর) চারা রোপণের নিমখোল দিতে হবে ? একটু জানাবেন স‍্য‍্যর।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      নিম খৈল দেওয়ার মানে ওতে কাজে পাবেন জৈব , আবার পোকার হাতে থেকে কিছুটা রেহাই পাওয়া যায় এই জন্য মাটিতে দিতে বলা হয়।

    • @chandansarkar4427
      @chandansarkar4427 4 года назад

      @@farmingadviseranathhalder7579 রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ স‍্যার, ভালো থাকবেন। নমস্কার।

  • @amarnathdutta356
    @amarnathdutta356 4 года назад

    j

  • @subhransubera9474
    @subhransubera9474 4 года назад

    আপনি যে ১০০ গ্রাম বাদাম ও ১০০ গ্রাম কালো সরিষা বেটে ২-৩ লিটার জলে ১০ -১২ দিন ভিজিয়ে রাখার পর গাছে দিতে বলছেন , আমার প্রশ্ন ঐ পরিমাণটা কটা গাছে দিতে পারব। আর একটা প্রশ্ন ২মিলি মিরাকুলান ১ লিটার জলে গুলে কটা গাছে দেওয়া যেতে পারে, এটা একটু পরিষ্কার করে বলে দেবেন, এই উত্তর সঠিক ভাবে কারো কাছে পাইনি। আপনার কাছে অবশ‍্যই পাব এই আশা রাখি। সর্বশেষ আর একটা অনুরোধ অর্কিড ও বিভিন্ন ফুল গাছ নিয়ে ভিডিও করুন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      যদি ছোট গাছ হয় 10 থেকে 12 টা কাছে দেবেন আর বড় গাছ হলে চার থেকে পাঁচটা গাছে দেবেন। এটা সরষে আর বাদাম এর জন্য বললাম
      মিরাকুলান 2 মিলি নয় 1 মিলি এক লিটার জলে এটা আপনি যদি ছোট গাছ হয় 25 থেকে 30 টা গাছ আর বড় গাছ হলে দশটা

  • @sulekhan7115
    @sulekhan7115 4 года назад

    Dada psudomonous ki nematode marar janyo babohar kara jabe, katata pariman? Bhalo thakben. Xz 🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      ওটা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে মারে নিমাটোড কে মারতে পারবে না।

  • @ritapaulyogainstructor8918
    @ritapaulyogainstructor8918 3 года назад

    কি পিজিআর দেবো কিভাবে দেবো তার নাম গুলো বললে ভাল হয় আর পিজিআর মিরাকুলান কিভাবে দেবো যাতে ফল গাছে ফল হয় সবজি গাছে সবজি আর ফুল গাছে ফুল হয়। কত দিন অন্তর অন্তর দেবো।

  • @saikatpramanik173
    @saikatpramanik173 4 года назад

    কাকু আমার লেবু ও আপেল কুল গাছের পাতা পোকায় খেয়ে নিয়েছে এই বিষয়ে কিছু বলুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      যদি জৈব ভাবে পরিচর্যা করতে চান তাহলে প্রহরী প্লাসএই ওষুধটি প্রতি লিটার জলে হাফ মিলি মিশিয়ে বিকাল বেলায় স্প্রে করবেন সাতদিন ছাড়া মোট দুবার খুব ভালো কাজ পাবেন।

    • @saikatpramanik173
      @saikatpramanik173 4 года назад

      Thank you kaku

  • @jhilamroychowdhury9123...
    @jhilamroychowdhury9123... 4 года назад

    Sir আমার ছাদবাগানের সব গাছের পাতায় লেদা পোকা হয়েছে ...সব পাতা খেয়ে নিচ্ছে .. এর থেকে বাঁচার উপায় কী ..

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      রাতে টর্চ মেরে পোকা মারতে পারবেন না সন্ধের সময় অসুবিধা আছে ? তাহলে আপনাকে প্রহরী প্লাস লিবিকস কোম্পানির এই ওষুধটা জৈব প্রতি লিটার জলে হাফ মিলি মিশিয়ে স্প্রে করবেন। যদি ঔ ঔষধ না পান তাহলে ঘাতক প্লাস প্রতি লিটার জলে হাফ মিলি মিশিয়ে স্প্রে করবেন এটা জৈব ওষুধ।

    • @jhilamroychowdhury9123...
      @jhilamroychowdhury9123... 4 года назад

      @@farmingadviseranathhalder7579 অনেক ধন্যবাদ sir..

  • @Mijanur660
    @Mijanur660 4 года назад

    আমার বেগুন গাছেরে তুলসি লাগছে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      খুব তাড়াতাড়ি করুন প্রতি লিটার জলে একতারা হাফ গ্রাম মিশিয়ে তিনি ছাড়া স্প্রে করুন মোট তিনবার কিছু ছাড়তে পারে।

  • @banibratapal1312
    @banibratapal1312 4 года назад

    দাদা, Muriate Of Potash এবং Sulfate Of Potash - এই দুই পটাশের ব্যবহার ও কার্য্যকারিতা (বিশেষ করে ফুলগাছে) নিয়ে একদিন একটু বলবেন?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      MOP তে আছে 60 ভাগ পটাশ আর SOP তে আছে 50 ভাগ পটাশ আপনি ফুল গাছে SOP যদি পান অবশ্যই দেবেন কারণ ওর মধ্যে সালফার আছে ।

    • @banibratapal1312
      @banibratapal1312 4 года назад

      আমার এখানে SOP কেউ রাখেনা। অনলাইনে পাওয়া যায় বটে, তবে অনেক দাম।

  • @rajeshdutta2898
    @rajeshdutta2898 4 года назад

    আমি ছাদ বাগান করি, আপনার কাছে খুবই সাহায্য পাই। একটা সমস্যা হচ্ছে, পুরো ছাদে কেন্নো ভরে গেছে, সারা ঘরে ভরে যাচ্ছে। জৈব কিছু উপায় আছে এগুলো তাড়ানোর।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      মাটিতে ফিনাইল ছড়িয়ে দেন দিলে উপকার পাবেন অথবা যদি মেরে ফেলতে চান তাহলে কেরোসিন তেল স্প্রে করতে হবে সঙ্গে সঙ্গে মারা যাবে।

    • @rampadamandal8993
      @rampadamandal8993 4 года назад

      @@farmingadviseranathhalder7579 kerosene spray korle gach mara jabe na?

    • @rampadamandal8993
      @rampadamandal8993 4 года назад

      @@farmingadviseranathhalder7579 kerosene kothay spray korte hobe gache naki patay

  • @shankardebnathdebnath3835
    @shankardebnathdebnath3835 4 года назад

    দাদা নমস্কার, ছাদে ঝুরিতে লাগানো আমার সিম গাছ ও কুমড়ো গাছের পাতায় খুব ছোট লাল মাকড়সার মত পোকা আক্রমণ করেছে।খালি চোখে দেখতে খুব কষ্ট হয়। আক্রান্ত পাতাগুলো শুকিয়ে ঝরে যাচ্ছে এবং গাছ প্রায় মরে যাচ্ছে। কি করব পরামর্শ দিন প্লিজ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      প্রতি লিটার জলে দেড় মিলি কাকা ওষুধ টি মিশিয়ে বিকেল চারটের দিকে গাছের পাতায় স্প্রে করবেন সপ্তাহে দুবার একবার করলেই বুঝতে পারবেন এটা কিন্তু জৈব ওষুধ।

    • @shankardebnathdebnath3835
      @shankardebnathdebnath3835 4 года назад

      দাদা নমস্কার, পরামর্শের জন্য ধন্যবাদ। কিন্তু কাকা ঔষধ কি বাংলাদেশে আছে ?

  • @mitamandal7757
    @mitamandal7757 3 года назад

    আমার বাগানে মাটি খুব খারাপ অবঙ খুব

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 года назад

      দিদিমণি আপনাকে ওয়েস্ট ডিকম্পোজার এর জল ব্যবহার করতে হবে আমার ভিডিওটা দেখে নেবেন কম টাকায় চাষে বাজিমাত করুন এই ভিডিওটা আর গোবর সার জোগাড় করতে হবে আপনার মাটি সোনা হয়ে যাবে ।

  • @sulatabiswas6131
    @sulatabiswas6131 4 года назад

    দাদা, গাছ পালন সম্বন্ধে প্রায় কিছুই জানিনা .... একবছর ধরে সর্ষের খোল পঁচিয়ে রেখেছি , সব্জি, মাছ-মাংস ধোয়া জল এবং কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম চারটি দশ লিটার বালতিতে ছাদ বাগান করার জন্য ...... এগুলো কি করা যায় একটু পরামর্শ দিন ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад +1

      যদি আপনার সমস্ত জল 40 লিটার হয় তাহলে 50 গ্রাম চুন দিয়ে টক টা নষ্ট করে‌ দিয়ে তারপর সেই জলটা গাছে দিতে হবে।

    • @sulatabiswas6131
      @sulatabiswas6131 4 года назад

      ধন্যবাদ দাদা

  • @bishakhamondal3894
    @bishakhamondal3894 4 года назад

    কোন কিছু গাছ লাগানো অথবা প্রুনিং করা, কখন কোন মাসে খাবার দেওয়া সেটা মাসটা উল্লেখ করলে খুব উপকৃত হই।

  • @popysingha9227
    @popysingha9227 4 года назад

    Kaku tobe Pape gache prachur ful hoeche but sab jhare jache. Ki korbo plz balun ...ektu taratari bolben...

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      টবের গোড়ার মাটি গরম হয়ে যাচ্ছে না তো টবের মাটিতে ঘাস পাতা দিয়ে ঢেকে রাখতে হবে এবং সাতদিন ছাড়াছাড়া একটু করে সরিষার খৈল পচা জল দেবেন । আর কিছু করতে হবে না।

    • @popysingha9227
      @popysingha9227 4 года назад

      @@farmingadviseranathhalder7579
      Thank you Kaku... Kintu amar drum er mati borshar jonno praye bheja thake... Otiriktto bhejar jonno ki knuri jhore jachhe...🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnapadasarkar647
    @krishnapadasarkar647 4 года назад

    Sir kaka o bioclean ai dutir notification kon videote ache janaben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      অনলাইনে পাওয়া যাচ্ছে না আপনি বাজারে খোঁজ করুন

  • @dilipmondal5341
    @dilipmondal5341 4 года назад +1

    স্যার,
    সাদামাছি ফুল,সবজি গাছের খুব ক্ষতি করছে।
    প্রতিকার জানালে খুব উপকৃত হই।
    ভালো থাকবেন,
    ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      প্রতি লিটার জলে হাফ গ্রাম উলালা মিশিয়ে বিকাল বেলায় করবেন 5 দিন ছাড়া মোট দু বার।

  • @MM-qx3yq
    @MM-qx3yq 4 года назад

    Sir, amader akhane NADIA er KRISHNAGARE ,ALL WIN GOLD SUPER. Paoya jachchhe na, tahole uchchhe ,ar. Beguner fol ful ante ki use korbo?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      ওখানে যেসব পি জি আর পাওয়া যাচ্ছে সেইগুলোই ব্যবহার করুন অসুবিধা হবে না।

  • @apalimandal9858
    @apalimandal9858 4 года назад

    স্যার, আমাদের অন লাইন ক্লাশ তো বেশ ভালো ই চলছে😁। কমেন্টস আর উত্তর গুলো খুব কাজে লাগে। সর্ষে, বাদামের সাথে কি সবরকম ডাল অল্প অল্প করে দেওয়া যাবে। দিলে গোটা গোটা ভেজাব নাকি গুড়ো করে।🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 года назад

      কিছুই দিতে হবে না, সর্ষে বাদাম দিলেই যথেষ্ট গাছকে সুন্দর করবে যদি মনে করেন যে আরো ভালো করব তাহলে ওর সঙ্গে 100 গ্রাম ব্যাসন দিয়ে দেবেন ।

    • @apalimandal9858
      @apalimandal9858 4 года назад

      @@farmingadviseranathhalder7579 সময় বার কোরে , সব্বাই কে উত্তর দেন, সঠিক পরামর্শ পাই, সেটাই খুব ভালো লাগে 🙏