Weekend Classic Radio Show | Rajanikanta Special | Tumi Nirmal Karo | Mayer Deoya | Oi Badhir

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 331

  • @swapankuila6693
    @swapankuila6693 Год назад +9

    "আমি সকল কাজের পাই হে সময়" আহা কি অকপট অভিব্যক্তি
    সারেগামা কারভা --এই উদ্যোগের জন্য শ্রদ্ধা জানাই

  • @arabindabhattacharya8428
    @arabindabhattacharya8428 3 года назад +12

    এই গান গুলো অনেক আগে শুনেছি। তবু ও শোনা র পরে যেন মনে হয় অনেক বার শুনতে হবে হৃদয় আলোড়িত করে দেওয়া এই গান গুলো। কবি নজরুল ইসলাম এবং আরো সেই যুগের অনেকের মতো রজনীকান্তর গানে দেশপ্রেম নিজের জায়গা কোরে নিয়েছে অব্যর্থ ভাবে। অপূর্ব ।ধন্য তুমি কবি।

  • @susmitabanerjee7277
    @susmitabanerjee7277 3 года назад +17

    মন টা ভালো হয়ে গেল, এই দুঃসময়েও। এই অসামান্য গান গুলো শুনে। আজকাল গানের কথার মান এত নেমে গেছে, যে এই ধরণের গান গুলো শুনলে মনে হয় আমরা ইতিহাসে ঢুকে গেছি। শুধু কি কথা? সুরও যেমন ভাবে মন - প্রাণ জুড়িয়ে দেয় -- তা এখনকার গান শুনে হয় কই? বরং উল্টোটাই হয়। প্রণাম কান্ত কবি।

    • @durgapurabosar2641
      @durgapurabosar2641 3 года назад +1

      অপরাজেয় রজনীকান্ত । প্রনাম

  • @subhendupan7472
    @subhendupan7472 Год назад +5

    ঈশ্বরে নিবেদিত
    প্রাণ এই স্বল্পায়ু কবির প্রতিটি গান আমাদেরকে শোক দুঃখের ঊর্ধ্বে এক অমৃতলোকে পৌঁছে দেয় ।

  • @sanjib3734
    @sanjib3734 2 года назад +9

    সহজ,সরল ভাষার কবির এই মর্মস্পর্শী গান শোনার সময় অন্য জগতে হারিয়ে যেতে হয়, উপস্থাপনার নিখুত সৌন্দর্যে।👍🏻👍🏻🙏🏼🙏🏼

  • @pravatmazumder7362
    @pravatmazumder7362 2 года назад +6

    হে মহান কবি, বাংলা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আপনার অবদান কোনও দিন ভুলবার নয়। আপনার স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জানাই।। প্রনাম অনেক অনেক।।

    • @niyatibose3168
      @niyatibose3168 2 года назад

      .Pratyekta gaan shune mon bhore galo!! Aantorik Preeti o Shubhechha janai priyo Shilpike!! Aapni aamader Smritir kothai chirosshoroniyo hoye thakben!!

    • @debasishneogi9725
      @debasishneogi9725 2 года назад

      The Great Poem & Singer.

    • @pratikchowdhury224
      @pratikchowdhury224 Год назад

      @@niyatibose3168 11q❤️‍🔥❤️‍🩹🏓🪀🏉

  • @radhagobindasaha6906
    @radhagobindasaha6906 Год назад +1

    Apurba,amamr sashraddha pranam. Monta khushite bhore galo.

  • @ramabijoysarker4310
    @ramabijoysarker4310 3 года назад +9

    আজকের সকালটা সার্থক হলো কান্ত কবির গান শুনে। কবির প্রতি বিনম্র প্রণতি জানাই। ধন্যবাদ Weekend Classics কে।

    • @princenewaz9838
      @princenewaz9838 3 года назад

      অনেক দিন পর রজনীকান্তের গান শুনলাম 🙏 অভিনন্দন চ্যানেলকে 💐

  • @taritdasgupta2707
    @taritdasgupta2707 3 года назад +16

    হে কবি আমার অন্তরের প্রণাম, কবি তোমার সৃষ্টিতে, সুরে ঈশ্বরের সাথে অন্তরের কোথায় কেনো একটা যোগাযোগ হয়ে যায়, একটা অদ্ভুত অনুভূতি র সৃষ্টি হয়। ধন্য আমরা তোমার সৃষ্টিতে,প্রণাম ।

  • @gaanpuratan2983
    @gaanpuratan2983 3 года назад +16

    অনুভূতির সহজ সরল মর্মস্পর্শী প্রকাশ। কান্তকবির ভাষা ও সুর যখনই শুনতে পাই মনে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে । কবির প্রতি কৃতজ্ঞতায় মন আপ্লুত হয়ে যায়

  • @dipakchatterjee4917
    @dipakchatterjee4917 3 года назад +10

    অতিলৌকিক অনুভূতি জাগিয়ে তোলে।নিবেদিত প্রাণ এমন কবিই তো দিশা দিতে চায় অন্য কোন এক জগতের যেখানে শরীর যেতে পারে না,শুধু অনুভবেই তার নাগাল পাই।নিবেদিত প্রাণই সে পথের পাথেয়।

    • @ranjitsinha8560
      @ranjitsinha8560 Год назад

      ধরিত্রী মাতার উর্বর শক্তি কি কমে গেছে?? এখন কেন এমন কবি দেখা যায় না? যদিও এখন কিছু স্বনামধন্য /স্বনামধন্যা কবি কবিতা রচনা করছেন এবং বঙ্গ সাহিত্য সম্মেলনে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করছেন তাঁরা কি সত্যিই এই পুরস্কার অর্জন এর যোগ্য?

  • @rakhidas1926
    @rakhidas1926 3 года назад +6

    খুউব ভালো লাগলো ...গান গুলো সুন্দর পরিবেশনার জন্য ধন্যবাদ ...

  • @dharmabhattacharjee-my9jx
    @dharmabhattacharjee-my9jx 10 месяцев назад

    Good massage. Namaste 🙏

  • @tarunkumarchakraborty5294
    @tarunkumarchakraborty5294 3 года назад +7

    সত্যি ঈশ্বরের কোথায় কোথায় অবস্থান এই গান টি তে বুঝতে পারি। আছ অনল অনিলে চির নভ নিলে। আছ বিটপি লতায় জলদের গায়.......... সত্যই সাধক কবি। শ্রদ্ধা জানাই। 🙏🙏🙏🙏🙏

  • @aghoseindia
    @aghoseindia 3 года назад +4

    আপনাদের এই উদ্যোগকে অভিনন্দন !
    অতীতের বাংলার এই স্বর্ণযুগ সম্বন্ধে আমরা কত কিছু জানতে পারছি !

  • @rumachatterjee3099
    @rumachatterjee3099 4 года назад +2

    Dhonyobad weekend classic show eto apurbo Rajani kanta sen er sab gaaner sankalan er jonyo.ei prathom sunlam sab gaan.jemon katha ,sur r gayanshaili.,sab miliye apurbo

  • @amitabhachatterjee2636
    @amitabhachatterjee2636 Год назад +3

    Simply outstanding। God gifted talent।I convey my deep respect to the feet of that great poet from the core of my heart।🙏🙏🙏🙏🙏

  • @NILIMA-o3d
    @NILIMA-o3d 10 месяцев назад

    রেডিও সো এর উদ্যোক্তাকে অশেষ অশেষ অসংখ্যক ধন্যবাদ

  • @gourabojha8021
    @gourabojha8021 3 года назад +13

    তুমি আপনা হয়তে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। 🙏🏻
    আহা কি সৃষ্টি কান্ত কবির আপনি ভগবান সমান 🙏🏻❤️ আপনার চরণে শতকোটি প্রণাম 🙏🏻🙏🏻

    • @sounakdemovies6985
      @sounakdemovies6985 3 года назад +1

      Kantakabi

    • @tarundas3500
      @tarundas3500 2 года назад +4

      তুমি অনন্ত কাল অমৃতলোকে বিচরন কর৷

    • @tarundas3500
      @tarundas3500 2 года назад +1

      তরুণ কুমার দাস ৷পানিয়া ,মেদিনীপুর৷

  • @Angel-ankalika
    @Angel-ankalika 3 года назад +9

    এই গানের প্রতিটি কথা অমূল্য,গৣহনীয়।ঈশ্বর আমাদের কৃপা করুন যেন কিছুমাত্র গৣহণ করতে পারি। "জয়তু শ্রী রামকৃষ্ণ "।

    • @pialychakraborty6790
      @pialychakraborty6790 3 года назад

      এমন সুন্দর গান কোনদিনও পূরণ হবে না বুকের মধ্যে থেকেই যাবে

    • @leenaghosh5162
      @leenaghosh5162 3 года назад

      আমি গান খুব ভালো বাসি, এই গান বোঝার ক্ষমতা আমার আছে?

  • @alokesen8037
    @alokesen8037 2 года назад +9

    উনাকে শতকোটি প্রনাম উনার লেখা গানগুলো প্রান ছুঁয়ে যায় 🙏

  • @somamukherjee3339
    @somamukherjee3339 3 года назад +7

    ভীষণ প্রিয় কবি।পাঠ্যবইয়ের তাঁর কবিতা আমার সবচেয়ে পছন্দের ছিল। "নদী কভু পান নাহ করে নিজ জল.…." পরোপকার কবিতার এই পঙতি টা আমাকে বড়ো ভাবাতো,অন্যের জন্য বাঁচার মধ্যেই যে জীবনের সার্থকতা,সেটা ওই বয়সেই বুঝে ছিলাম তাঁর কবিতা পড়ে।

    • @rinachandra506
      @rinachandra506 2 года назад

      Babui pakhire daki boliche chorai, Kure ghore theke koro silper borai, Ami thaki mohasukhe ottalika pore, Tumi koto kosto paw rodh bristi jhore. Ami takhan class vl e pori. Now lam 66 years old. Gan sunte sunte otiter kotha mone pore galo.

  • @sandipgh
    @sandipgh 2 года назад +2

    আপনি অনবদ্য 🙏

  • @AshokKumar-fv3hj
    @AshokKumar-fv3hj 2 года назад +9

    এ তো গান নয় যেন স্বর্গ সুধা। পরম প্রেম ময়ের কাছে সম্পূর্ণ আত্মনিবেদন। প্রেমময়ের করুণা ছাড়া এ উপলব্ধি করা সম্ভব নয় ।

    • @jabasarkar372
      @jabasarkar372 2 года назад +1

      Apurbo.....comments o Apurbo..
      🙏🙏

  • @sourendranathmukherjee1352
    @sourendranathmukherjee1352 2 года назад +1

    অপূর্ব অতুলনীয়।

  • @subhasishbandyopadhyay5174
    @subhasishbandyopadhyay5174 3 года назад +27

    প্রণাম তোমাকে কবি। পরমপিতার উদ্দেশ্য নিবেদিত অসাধারণ গান। পরম আনন্দের উপলব্দির গান।🙏

  • @tandramajumdar4143
    @tandramajumdar4143 3 года назад +17

    এই গানগুলো বুকের মধ্যে অন্য এক অনুভব এনে দেয়। 🙏

    • @khadizabegum32
      @khadizabegum32 3 года назад +1

      এই গানগুলো সৃষ্টি কর্ত্তার প্রেমে মনকে অধীর করে তোলে. কি যেমোহাবেশ ঋদয় আছন্ন করে বুঝানো অসম্ভব। শুধুই অনুভব এর বিষয়।

  • @ননীজাগোনেরগানেরভূবন

    নেই আজি তুমি রজনী কান্ত
    তবুও পেলাম তোমায় অবিশ্রান্ত
    নতুন চেতনার অনুরাগে ।
    পদ্ম দীঘির পদ্ম
    রয়েছে সে অনবদ্য
    বীণার দীঘির মাঝে ।
    ধন্যবাদ জনে জনে
    যাঁরা ভরালো সুধা দানে
    নতুন চেতন বোধ জাগে ।
    ক্লান্ত হীন কান্ত কবি
    থাকো তুমি নিরবধি
    ঈশ্বর চেতনা
    দেওয়ার মাঝে। ।

  • @sreeshibsankarchandrashil1212
    @sreeshibsankarchandrashil1212 3 года назад +3

    প্রশান্তি পেলাম❤👌

    • @laxmidutta3404
      @laxmidutta3404 3 года назад +1

      Ato dundor ganer sur amader monka siktako kore amrajano bhagobaner kache poucha jai. Monta pabiitra hoiajai. Amar shati koti pranam ganai.

  • @পূর্ণচন্দ্রদাসেরশাস্ত্রকথা

    সুন্দর একটি পোস্ট করেছেন ধন্যবাদ আপনাকে

  • @bibhasbose9141
    @bibhasbose9141 3 года назад +7

    হে কান্ত কবি কোথায় আছ জানিনা ৷ আমার প্রণাম নিও ৷ তোমার গানের মধ্যে কোথায় ও ঈশ্বরের একটা যোগ আছেই আছে৷

  • @amalchakraborty212
    @amalchakraborty212 3 года назад +8

    স্বর্গীয় সঙ্গীত।সহস্র প্রণাম কবির প্রতি।

  • @momotamukhoty3949
    @momotamukhoty3949 2 года назад +4

    এ সব গানের তুলনা করা যায় না।যত দিন পৃথিবী থাকবে ততদিন এই গান থাকবে।

  • @haradhandhak6145
    @haradhandhak6145 2 года назад +4

    So beautiful songs apurbo gayachen thank you so much 💖 ❤

  • @RabindranathChakraborty-jg8dm
    @RabindranathChakraborty-jg8dm Год назад +10

    এই সব হারানো দিনের গানের তুলনা হয়না , সেই সময়ে স্বাধীনতা সংগ্রামের কবিদের একটা বিরাট ভূমিকা ছিল, রজনী কান্ত সেন তাঁর মধ্যে একজন অনবদ্য ,কবিকে আমি অন্তরে শ্রদ্ধা জানাই।

  • @swapansanyal4951
    @swapansanyal4951 8 месяцев назад

    11:50 These songs have the tremendous power to flush out😊 all impurities of a human life.
    No words are enough to praise Rajanikanto Sen's talent.

  • @BhairabMondal-ev2rz
    @BhairabMondal-ev2rz Год назад +2

    A proverb goes " Old is gold".He is really gold of his motherland.He is not only a great poet but also he is a great patriot.He dedicates his whole life for the sake of his motherland.His philosophical thoughts enrich our cultural heritage.He is the legend of legend s.His short span of life has given much in society.

  • @niyatibose3168
    @niyatibose3168 2 года назад +1

    Pratyekta gaan shune mon bhore galo!! ASHADHARAN PORIBESHAN KORLEN ..

  • @dipalidebi3320
    @dipalidebi3320 3 года назад +8

    মন ভাল করার মত একটা গানের অনুষ্ঠান। কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না।

  • @tanmaykumarmukhopadhyay71
    @tanmaykumarmukhopadhyay71 Год назад +2

    An underrated poet, composer & lyricist who had enriched Bengali songs in his. Own style & melody!

  • @rinadebnath8343
    @rinadebnath8343 3 года назад +19

    কবির প্রতি র ইল সশ্রদ্ধ প্রণাম ।এই গান গূলো শুনলে মনটা পবিত্র হয়ে যায় ।

    • @pronoydas6714
      @pronoydas6714 3 года назад

      Ýp

    • @rajatbhattacharya9890
      @rajatbhattacharya9890 2 года назад

      মানুষ কে মনুষ্যতের দিকে নিয়ে যায় এই গান গুলো।

  • @manabendrapakhira5801
    @manabendrapakhira5801 3 года назад +6

    সশ্রদ্ধ প্রণাম জানাই এই কিংবদন্তি কবি কে।
    ♥️🙏♥️

  • @pranabdutta1708
    @pranabdutta1708 3 года назад +4

    ❤️❤️❤️অনন্য তোমার অনুভূতি ও শব্দচয়ন।❤️❤️❤️

    • @momotamukhoty3949
      @momotamukhoty3949 2 года назад +1

      এ সব গানের তুলনা করা সাহস হয়ে না।এ দের সন্মান আলাদা।

  • @ARUNCHDEV
    @ARUNCHDEV 2 года назад +4

    অনুভব করছি ঈশ্বরের অভূতপূর্ব প্রকাশ।

  • @jyotishranjanmodak4239
    @jyotishranjanmodak4239 2 года назад +4

    কান্ত কবি র রচিত ও সুরোরাপিত এই গানগুলো অন্তর আত্মা এবং পরমেশ্বর র
    মাঝে সেতুবন্ধন তৈরি করে।

  • @narayanchandramondal4953
    @narayanchandramondal4953 2 года назад +13

    I convey my regards to my respected poet Rajani Kant Sen. His songs bring solace in my mind. The poet is always alive in my mind.

  • @পূর্ণচন্দ্রদাসেরশাস্ত্রকথা

    অদ্ভূত সুন্দর এই গানটি

  • @hlbarai4448
    @hlbarai4448 3 года назад +9

    হে প্রেমের কবি, ভাবালোকে উৎভাষিত কান্ত কবিবর তোমার তুলনা -তোমাতেই বর্ত্তমান, তব হ্নদে সৃষ্টি কর্ত্তার উপস্তিতিতে তব গাণে বর্ণে বর্ণে সুধা ঝড়েছে, আণণ্দময়ের পরমাণণ্দ ধাঁরায় আজও বিশ্ব - জগৎ পরমাণণ্দে ভরপুর ।।

  • @somudro1
    @somudro1 4 года назад +17

    এ তো গান নয়। গানের বিপ্লব! বৈপ্লবিক গান। গানের প্লাবন। প্লাবিত হতে হতে, আবারও ধন্যবাদ জানাতে ইচ্ছে করে ভগবানকে - আমাকে এই দেশে, এই বাংলাদেশের এক কোনে স্থান করে দেওয়ার জন্য। এই সব গানে সিক্ত হতে হতে, শুধুই মনে হয়, পূর্বজন্মের কোন পুন্যফলের কারণে, আজ আমার কানে এই সুরমূর্ছনা বারবার সমুদ্রের অনন্ত জলরাশির মতো, ঝাঁপিয়ে পড়ে। অগণিত শিল্পীরা, এই গানের সাধনায় সিদ্ধিলাভ করে, যে সব প্রসাদ আমাদেরকে বিতরণ করছেন, তাতে আমি ধন্য, ধন্য আমার এই মানব জীবন। আমাদের দেশের এত অভাবের মধ্যেও, ফল্গুধারার মতো বয়ে চলা এই সব গান, আমাকে শুধুই স্তব্ধ করে দেয়। আমি মুগ্ধ হই। আবেশিত হই। মথিত হই। আমার সব কাজ পড়ে থাকে। শুধু এই সব গান শেষ হয়ে যাওয়ার পরেও তার অনুরণন শুনতে পাই আমি। অনেকক্ষন। "আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি।"

    • @kalyanikundu7566
      @kalyanikundu7566 3 года назад

      সত্যি ভাই এই সব গান যে আমরা শুনতে পাই সেটাই আমাদের ভাগ্য

    • @dipalidas56
      @dipalidas56 3 года назад

      শ্রী সমুদ্র দত্তগুপ্ত মহাশয় : সাধক গীতিকার তথা সুরকারের গান শোনার জন্য বা তাঁর সম্বন্ধে কিছু বক্তব্য রাখার জন্য তাঁর যথাযোগ্য মর্যাদার সঠিক, সমঝদার শ্রোতা বা বক্তার প্রয়োজন । আপনাকে ধন্যবাদ ।

    • @rekhanandi2429
      @rekhanandi2429 3 года назад

      Akdom tai

    • @diyabhattacharya1623
      @diyabhattacharya1623 2 года назад

      Apurba

  • @tawhidshetu2314
    @tawhidshetu2314 2 года назад +4

    বাংলার পাঁচ কবির একজন।রজনী বাবু।

  • @simabhattacharya2575
    @simabhattacharya2575 3 года назад +12

    অনেকের মতো আমারও এই গানগুলো শুনলে খুব ভালো লাগে।

  • @amitpaul5352
    @amitpaul5352 3 года назад +5

    Golden age creation. Let us embrace these epics to keep our DNA upright.

  • @subirsarangi6000
    @subirsarangi6000 Год назад

    Ki sundor anubhuti hochhe moner moddhe Pronam Kantokobi

  • @alokdhar4280
    @alokdhar4280 3 года назад +8

    Very artistic write-up and Devine spirit of musical exposure, brilliant, JAI SRI RAMAKRISHNA DEBAYA NAMO....

  • @manishasgharoyarannaghar8086
    @manishasgharoyarannaghar8086 3 года назад +3

    Eisab gan ei corona r samaye mone khub jor ane mone santi pai

  • @kanailalmukherjee5604
    @kanailalmukherjee5604 Год назад

    Prem o bhaktir apurba prakash...manuser mone ek sundor bhaber abesh ane...tulona hin.

  • @shyamalikaduttaroy7085
    @shyamalikaduttaroy7085 3 года назад +13

    কবির প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @kakalichakraborty4514
    @kakalichakraborty4514 3 года назад +5

    এরকম গান শুনলে জীবন ধন্য।

  • @somnathbanerjee6770
    @somnathbanerjee6770 3 года назад +27

    হে কবি অন্তরের বিনম্র শ্রদ্ধা অঞ্জলি দিলাম।

  • @anitadatta1303
    @anitadatta1303 5 лет назад +9

    অসাধারণ গায়নশৈলী, অতুলনীয় কথা, অনন্য বাদন মনে জাগিয়ে তোলে পবিত্র জীবন যাপন কামনার অনন্য অনুভূতি।

  • @subrataroy3259
    @subrataroy3259 Год назад +1

    Excellent. ... 🎼🎶🔥❤️🙏🌹😇

  • @sanjitghosh3765
    @sanjitghosh3765 3 года назад +3

    অসাধারণ লাগলো

  • @ishitaroy1889
    @ishitaroy1889 3 года назад +6

    Mind is filled with solemnity and tranquility after listening to these songs.

  • @Nilchacra
    @Nilchacra 3 года назад +2

    খুব ভালো কাজ করেছেন। মাথা নত করলাম।

  • @swapankumardatta5471
    @swapankumardatta5471 3 года назад +5

    কবে তৃষিত এ মরু.......... এই গানটা তাঁর শেষ গান। মৃত্যশয্যায় গলায় ক্যান্সারের যন্ত্রণা নিয়ে গেয়ে ছিলেন গানটি।

  • @tapaskumarmandal7607
    @tapaskumarmandal7607 3 года назад +6

    অপূর্ব প্রতিভাবান মানুষ।

  • @narayanchandraroy1922
    @narayanchandraroy1922 3 года назад +23

    এমন সাধক কবি আর কি হবে পৃথিবীতেই!! না মনে হয় না । এই শোনার যোগ্যতা মানুষ খুব কম পাওয়া যায়

    • @creator6105
      @creator6105 3 года назад

      Kobiika Amar Panama Jamaica.Apurba Gan !

    • @Sajib786446
      @Sajib786446 3 года назад

      @@creator6105 u⁶6⁶⁶⁶

    • @nivadikpati7812
      @nivadikpati7812 3 года назад

      মন ভরে গেল

  • @ajoyadhikary5522
    @ajoyadhikary5522 4 года назад +5

    শতকোটি প্রনাম কবি তোমার চরণে, মন টা ভালো হয়ে গেলো।

  • @haripadachowdhuryteacher9361
    @haripadachowdhuryteacher9361 2 года назад +2

    অসাধারণ গান
    বিনম্র শ্রদ্ধা।

  • @haradhandhak6145
    @haradhandhak6145 2 года назад +1

    Pronam kobi apurbo sadasi songs apurbo thank you so much 💖 ❤ 💗 💕

  • @shyamalghosh4445
    @shyamalghosh4445 Год назад +2

    অসাধারণ গান

  • @hiranmoysarkar5722
    @hiranmoysarkar5722 3 года назад +5

    কান্ত কবির গানে মন শান্ত ও শান্তির আবহে অবগাহন করে। গান গুলি ডাউনলোড করার সুযোগ থাকলে কৃতার্থ হতাম।

  • @ashokechakravorty937
    @ashokechakravorty937 3 года назад +2

    Darun sab gan sunle mon pran bhore jai

  • @arupghosh2959
    @arupghosh2959 3 года назад +2

    Gangulo asadharan. Sunlei monta bhalo hoa jai.
    Arup Ghosh.

  • @GaneshRay-qx7yu
    @GaneshRay-qx7yu 3 года назад +5

    এখন আর এই গানের কথা আর লেখক পাওয়া যাবে কিনা জানা নেই । খুবই গুরুত্বপূর্ণ গান 👍🙏🙏🙏

  • @rajjibseal5438
    @rajjibseal5438 3 года назад +7

    Those, who are the persons, that they dislike these kind of songs.
    Rajanikanta Sen is the proud of bengal

  • @dorinachowdhury1453
    @dorinachowdhury1453 2 года назад +6

    I convey my best regards to my respected poet The poet is always alive in my mind

  • @prodipacharjee8153
    @prodipacharjee8153 2 года назад +2

    হে পরমব্রহ্ম তোমার চরনে কান্ত কবি সহ সে যুগের একঝাঁক কবি আত্মার শান্তি কামনা করছি ।।

  • @krishnadasbhakta3995
    @krishnadasbhakta3995 5 лет назад +8

    অনেক দিনের অপেক্ষা শেষ হলো...

  • @archanasarkar4158
    @archanasarkar4158 4 года назад +18

    এমন ভাষা কথা প্রতিটি অনুভূতি কণা জেগে ওঠে আনন্দ পায় সবাই। প্রিয় গান আমার ভাল লাগা র সুর কথা

    • @bananibasu9919
      @bananibasu9919 3 года назад

      Aisab gan ar sona gayna.banani basu .

  • @angshumanhore9906
    @angshumanhore9906 Год назад +1

    Respected all, I think this the high time to rescue our stolen culture. Thanks
    Bharat mata ki jai🙏

  • @paritoshchakravarty4146
    @paritoshchakravarty4146 3 года назад +4

    চির স্মরণীয় সঙ্গীত ।

  • @madhusudansarkar6438
    @madhusudansarkar6438 2 года назад +2

    প্রনাম তোমায় কবি, নতুন প্রজন্মের ব্যাক্তি গণ তোমায় না চিনলে ও আমার তোমায় ভূলবো না। প্রনাম।

  • @debasishkarmakar5331
    @debasishkarmakar5331 10 месяцев назад

    এই সব গান শুনলে মন ভীষন ভালো লাগে। সুন্দর

  • @chandanchakraborty3327
    @chandanchakraborty3327 3 года назад +3

    এই সাধক কবির গান যতই কানে ভাসে ,
    ততই ভক্তি, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে ।
    ---------------------------------------------------------
    তবে আমাদের দুঃখ, এই রকম অন্যতম একজন শ্রেষ্ঠ কবি বা দেশাত্মবোধক গানের লেখক কে আমরা স্বশরীরে বেশিদিন কাছে পাইনি । তবুও জন্ম জন্মান্তর তিনি আমাদের হৃদয়ে বিরাজমান আছেন ও থাকবেন । রজনীকান্ত সেনের প্রতি সব সময় আছে আমাদের অকুন্ঠ ভক্তি ও শ্রদ্ধা ।

  • @prasenbhowmik5859
    @prasenbhowmik5859 2 года назад +1

    বিনম্র শ্রদ্ধা।

  • @abhijitbanerjee1417
    @abhijitbanerjee1417 3 года назад +3

    অশেষ মুগ্ধতা

  • @gayatrichowdhury595
    @gayatrichowdhury595 5 лет назад +7

    Asadharon khub sundor laglo anek din por sunlam

    • @alokedey8421
      @alokedey8421 4 года назад

      এসব গান চিরকালের। মনকে প্লাবিত করে দেয় । নির্মল করে দেয় হৃদয় ।

    • @abhayapadamukherjee4459
      @abhayapadamukherjee4459 3 года назад

      Kabir kache railo amar sasradha pranam

  • @pranabmondal130
    @pranabmondal130 4 года назад +8

    I become spell-bound when I listen to the best songs of Rajani Kanta Sen.

  • @amarchowdhury2497
    @amarchowdhury2497 3 года назад +7

    Wonderful song 🙏

  • @pinakibhattacharya6031
    @pinakibhattacharya6031 5 лет назад +8

    খুব ভালো লাগলো.....

  • @samimachoudhury2904
    @samimachoudhury2904 3 года назад +3

    wow Nice 😍❤💙💕😍

  • @dollybhaduri2694
    @dollybhaduri2694 Год назад

    এই generations যদি এইসব গান চর্চা করত দুনিয়া বদলে যেত

  • @archanasvideo3168
    @archanasvideo3168 2 года назад +8

    এই সব গান কখনোই পুরোন হবে না। এযে অন্তরের অন্তস্থলের সুর ও কথা।

  • @kalpanasinha7018
    @kalpanasinha7018 7 месяцев назад

    Opoorbo chitto suddho mon shanti te bhore bhore uthlo.sworgiyo kobi ke shoto
    Koti pronam .♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉

  • @umarudra
    @umarudra 2 года назад +3

    🙏🙏রজনীকান্ত সেনা🙏🙏

  • @mkundu2500
    @mkundu2500 2 года назад +5

    Respectful Pronam to Rajanikanta Sen.

  • @yucufduary5349
    @yucufduary5349 4 года назад +3

    Khub sundar

  • @alortori5523
    @alortori5523 3 года назад +5

    সাধক কবির চরণকমলে প্রণাম 🙏🙏🙏🙏

  • @muktimajumder4999
    @muktimajumder4999 Год назад

    Khoob bhalo lagche