Question and answer on fish culture। Part- 2 । মাছ চাষের প্রশ্নোত্তর। পর্ব-২। Abeed Lateef

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024

Комментарии • 97

  • @jolkona6852
    @jolkona6852 5 лет назад +2

    আপনার লেকচার সবগুলোই ভালো লাগে। প্রশ্ন-উত্তর পর্বও প্রসংসনীয়।
    তবে আপনার সব লেখচারেই পুকুরের পাশা-পাশি ট্যাংকে (RAS বা Biofloc বা alas পদ্ধতিতে মাছ চাষ এখন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। তাই) এই চাষ নিয়েও ২/১মিনিট বললে আরো বৃহৎ জনগোষ্ঠী উপকৃত হতাম। ধন্যবাদ শ্রদ্ধেয়।
    রাজু ইসলাম, দোহার, ঢাকা।

  • @mohammedjohirolislamjohir6578
    @mohammedjohirolislamjohir6578 5 лет назад +3

    অনেক ভাল লাগলো

  • @mahbubhusainjalalabadi8172
    @mahbubhusainjalalabadi8172 Год назад

    মা-শা-আল্লাহ্,অনেক কিছু জানলাম।

  • @samitbarua6944
    @samitbarua6944 5 лет назад

    আবেদ ভাই বহু বছর পর এরকম Dedicated পোষ্ট গুলি দেখে ভাল লাগল; প্লিজ এই কাজ চালিয়ে যাবেন যতদিন সম্ভব। আমি সমিত বডুয়া চাটগা থেকে; বায়োফল্ক ও Traditional মাছ চাষ করার চেষ্টা করতেছি; দোয়া করবেন। আপনার বেশ কিছু Suggestion niye কাজ শুরু করছি ; প্রতিদিন নোট নিচ্ছি। God Bless You.

  • @widyawulandari6600
    @widyawulandari6600 4 года назад +1

    Great information about fish
    Thank you

  • @kumarjitsaha6572
    @kumarjitsaha6572 4 года назад

    Great sir, Ami kono Mach chasi noi apatoto, kintu future e ami eta Korte chai. Tai first theke apnar sob video gulo Dekha suru korechi as a student. Vision informative. Love from India ❤️ Valo thakben.

  • @user-og3lf7xh2z
    @user-og3lf7xh2z 5 лет назад +2

    দারুন লাগে আপনার পোস্ট গুলি...
    ব্রিডিং নিয়ে একটি ভিডিও আলোচনা করুন

  • @ibrahimtlukdar2524
    @ibrahimtlukdar2524 4 года назад +1

    স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @souvikghoshal9000
    @souvikghoshal9000 5 лет назад +1

    Sir...aapni oshadaron. ..
    Hats off sir....
    God bless you...

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 лет назад

      আল্লাহ্‌ আপনারও মঙ্গল করুন!

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 5 лет назад +1

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য

  • @liezellove3986
    @liezellove3986 2 года назад

    আপনাকে আনেক ধনবাদ

    • @liezellove3986
      @liezellove3986 2 года назад

      Thankyou so much love you always take care god bless you and your family I’m from Dubai soon I come back Bangladesh I need your help about fish

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      💖💖💖

  • @pinku0000001
    @pinku0000001 5 лет назад +2

    নমষ্কার জানবেন, আমি ভারত থেকে লিখছি। মাছ চাষ সম্পর্কিত তথ‍্য খোজতে গিয়ে আপনার videoগুলো দেখি। সবগুলোই দারুণ তথ্যপূর্ণ ও উৎসাহ দায়ক আমি এবছর একটি পুকুর দিয়েছি (৩ বিঘা মত) যার মধ্য দিয়ে একটি পাহাড়ি ঝর্নার নালা গিয়েছে। এই অবস্থায় আমি কি ধরনের মাছ চাষ করতে পারি জানালে কৃতজ্ঞ থাকব। (কিধরণের চারা মাছ, পরিমাণ, চারার ওজন, খাদ‍্য ইত‍্যাদি)

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 лет назад +1

      আপনার একক চাষ যেমন তেলাপিয়া কিংবা পাঙ্গাস অথবা মাগুর ভাল হবে।
      অবশ্য চাষটা খাদ্য নির্ভর হবে।
      যেটাই দেন- শতকে ২৫০-৩০০ এর মধ্যে রাখেন।
      বডি ওয়েটের ৩-৩'৫% খাবার এবং
      ২৮% আমিষ সম্বলিত খাবার দেবেন।

  • @r.kde.7301
    @r.kde.7301 5 лет назад

    Apni advice goli huge practical basis

  • @RobiulIslam-nk5jc
    @RobiulIslam-nk5jc 5 лет назад

    ভাই আপনার ভিডিও গুলো আমি একে একে সব গুলো ভিডিও দেখতেছি,আমার এত ভাল লাগছে যে মনে হয় সারাক্ষণ দেখি।রবিউল রাজগন্জ মনিরামপুর যশোর,সৌদী প্রবাসি

  • @mdjasim616
    @mdjasim616 5 лет назад +1

    ধন্যবাদ স্যার,

  • @shahabuburrahman7067
    @shahabuburrahman7067 4 года назад

    Thank ypu very much.Go ahead firmly.

  • @bashar123bd
    @bashar123bd 5 лет назад +1

    sir প্রতিবছর রেনু পোনা পুকুরে দেওয়ার আগে আন্তত একবার পুকুর প্রস্তুতির ব্যাপার থাকে, এতে আনেক বেশি খরচ হয় । যেমন ( আমি পুকুরে গ্রাসট্যাবলেট ও একই সাথে রিফকর্ড মেরে পুকুর পরিস্কার করি) চ্যাং, শোয়াল, কুচি ও অন্যান্যা মাছ মারি। অল্প খরচে পুকুর পরিস্কার/প্রস্তুত করা কি সম্ভব। আর বার বার অথবা প্রতি বার মাছের রেনু পোনা দেওয়ার আগে সিমিত আকারে পুকুরে গ্রাসট্যাবলেট দিলে কোন ক্ষতি হয় কি?

  • @NurAlam-fv6hg
    @NurAlam-fv6hg 3 года назад

    বায়োফ্লগ নিয়ে একটা পোস্ট দিলে উপকৃত হতাম ,, এবং সিরিজ আলোচনা করলে অনেক ভালো হতো । স্যারকে অনেক ধন্যবাদ

  • @asifikbal2087
    @asifikbal2087 3 года назад

    Thanks u

  • @mdkhalek2960
    @mdkhalek2960 5 лет назад

    Thank you sir really great information

  • @wisewanderer8837
    @wisewanderer8837 5 лет назад +1

    Tnx fr ur valuable informatio.i hope in next episode u will say something about chital

  • @mamunmamun8260
    @mamunmamun8260 4 года назад +1

    অশ্যখ্য ভালোবাসা

  • @advmgakterzakir6792
    @advmgakterzakir6792 4 года назад

    চমৎকার

  • @babusarkar428
    @babusarkar428 Год назад

    পুকুরে ১৮/২০ দিন পর পর শতকে ১কেজি খড় দিলে ফাইটোপ্লংকটন ও জুপ্লাংকটন তৈরির জন্য আলাদা কিছু দেওয়া লাগবে কি?

  • @mamunsk6834
    @mamunsk6834 5 лет назад

    ভাই খুব ভাল লাগছে।

  • @sumonkhandker7989
    @sumonkhandker7989 5 лет назад

    স্যার আমার পুকুরের পানি 2.5-3 ফুট এখানে কি বাংলা মাছ চাষ করতে পারবো? অথবা এত কম পানিতে কি কি মাছ চাষ করা সম্ভব??

  • @atindey5244
    @atindey5244 4 года назад

    Sir dap & uriya 50 gram kre khn dite hbe jol pukure vore na jol vorar age

  • @sabujbala3885
    @sabujbala3885 3 года назад

    মিশ্র চাষের ঘেরের জন্য প্লানটন বানানোর উপায়

  • @alaluddin1521
    @alaluddin1521 4 года назад

    sir amr pukure otirikto sewla hy.. and.. নিচ থেকে বুদ বুদ উঠে সমস্ত পুকুর ডেকে যায় এ জন্য আমি কি করতে পারি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      পুকুরে লোক নামিয়ে খোঁচা দিয়ে গ্যাস বের করে দিন।

  • @surajitmondal95
    @surajitmondal95 5 лет назад

    Sir ami India theke bol6i amader 1satak = 435.6sf ami 1satake kato carp debo 100g sizer?

  • @user-lq3dq1gl4z
    @user-lq3dq1gl4z 3 года назад

    আমি ভারত থেকে বলছি।আমি আপনার অনেক ভিডিও দেখেছি খুব কার্যকরী পরামর্শ দেন।আমার জানার বিষয় হলো ,আমি ঘাট পুকুরে মাছ চাষ করেছি।কোনো অসুবিধা হবে কি?পুকুরের গভীরতা প্রায় 15 ফুট গড়ে।অনেক মাছ বেশ বড় হয়েছে আবার অনেক মাছ খুব ছোট।কি উপায়ে তাদের কে বড় করা যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      প্রয়োজনীয় পরিমাণ খাবার দিন।

  • @alammizan2464
    @alammizan2464 5 лет назад

    Very nice , sir

  • @asokmaji3295
    @asokmaji3295 3 года назад

    আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমি অশোক কুমার মাঝি হলদীয়া থেকে কয়েকটি প্রশ্ন করছি,পূকুরের পরিমান প্রায় ২২ শতক পাড়ের চারিদিকে গাছপালা এক পাড়ে বাস বাগাণ, বর্ষা কালে ১০ফুট কিন্তু গ্ৰিষ্ণ কালে ৪ ফুট, এব্ঙ পরিমান প্রায়১৬্শতক হয়ে যায় ,এই রকম পুকুরে সংসার চালানোর মত কিভাবে মাছ চাষ করা যায় তা্র কিছু পরামর্শ চাই------

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      তেলাপিয়া চাষ করতে পারেন।

  • @arindammondal342
    @arindammondal342 Год назад

    আমাকে একটু বলবেন ....একটা ৪ বিঘে পুকুর কত দাম হতে পারে

  • @AbdulAlim-hz3tp
    @AbdulAlim-hz3tp 5 лет назад

    আসসাামুয়ালাইকুম স্যার,
    টেনক এ মাগুর মাছ চাষের উপযোগীতা ও মাছের রোগ ও তার প্রতিকার সম্বন্ধে বললে উপকৃত হব।
    আব্দুল আলিম। ওয়েস্ট বেঙ্গল।ইন্ডিয়া

  • @azizdurjoy
    @azizdurjoy 4 года назад

    Thanks sir

  • @AbuHanif-cp9rs
    @AbuHanif-cp9rs 5 лет назад +1

    স্যার ভুলে গিয়েছিলাম একটি কথা 100 কেজি খাদ্য বানাতে কি কি উপাদান লাগবে একটু বলে দিয়েন প্লিজ স্যার কত কোনটা কত কেজি লাগবে সেটা বলে দিন স্যার আর আপনাকে অনেক ধন্যবাদ

    • @banglamedia6485
      @banglamedia6485 5 лет назад

      ফেইসবুকে স্যারের পোস্টে পাবেন।
      facebook.com/groups/763577517163451/permalink/909735392547662/?app=fbl
      যে লিংকটা দিলাম এটা এ বিষয়ে না তবে এই গ্রুপে পাবেন।

  • @rashedraiyan6035
    @rashedraiyan6035 5 лет назад

    স্যার আমার পুকুরে পাবদা ডিম ছারি কিন্দু মাছ অনেক দেখা যাই কিন্ত ব্রিকি সময় মাছ কম হয় স্যমসা টা কি???

  • @bestvideo5179
    @bestvideo5179 5 лет назад

    Sar kon mach chas korle besi lab r kom rich polben aktu please...

  • @faruqahamed3512
    @faruqahamed3512 Год назад

    স্যার আমার পাঙ্গাস মাছের চোখ ফুলা নাভিতে লাল দাগ আর ফোড়ার মত হয়ে মাছ মারা যায়। এর প্রতিকার কি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      এন্টিবায়টিক কোর্স করেন।

  • @jotishchandradas892
    @jotishchandradas892 4 года назад

    Jotish Ch Das, silchar, dist: Cachar, Assam, India, Nomoskar sir! Amarillo question holo , Napier er shokto dal ki grasscarp khete pare?

  • @malayKB
    @malayKB 5 лет назад

    গোবর মাছ চাষে কিভাবে ব্যবহার করবো?
    সেক্ষেত্রে পুকুরে খড় ব্যবহার করা যাবে? উত্তর দেবেন। ধন্যবাদ!!

  • @shoidhasan5721
    @shoidhasan5721 2 года назад

    স্যার,পুকুরে গ্যাস কোন কারণে হয়?গ্যাস হয়ে পানি গন্ধ হয়ে মাছ মারা গেলে,তাৎক্ষণিক কি করবো?পিলিজ বলবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      মাছের মল সহ অন্যান্য জৈব পদার্থ পচে গিয়ে গ্যাস হয়।
      লোক নামিয়ে গ্যাস বের করে দেন।

  • @skchottu4729
    @skchottu4729 4 года назад

    Sir ami India theke bolchi 25 শতকে বেশি বেশি কত মাছ ফলাতে পারব একটু জানাবেন

  • @SaidulIslam-di3nq
    @SaidulIslam-di3nq 5 лет назад

    স্যার দয়া করে একটু বলবেন কি? কিভাবে পুকুরে শামুক তৈরি করা যায়।

  • @jamaluddin9384
    @jamaluddin9384 4 года назад

    এক বিগা জমিতে কত সতক হয় হিষাব ঠা দেবেন

  • @nizamuddin-np5vv
    @nizamuddin-np5vv 3 года назад +1

    আপনার কোনো বই আছে কি?

  • @parthamajumder3844
    @parthamajumder3844 5 лет назад +1

    Apnar contact number ta Jodi pawa jeto upokrito hotam...
    Onk dhonnobad apnak .

  • @lifesuccess7301
    @lifesuccess7301 2 года назад

    স্যার চিংড়ির।

  • @tigermd7727
    @tigermd7727 5 лет назад +1

    I want to meet with you . Is this possible ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 лет назад +1

      সম্ভব নয় কেন? খুবই সম্ভব।

  • @swapanmandal9800
    @swapanmandal9800 5 лет назад

    ভারত থেকে জানতে চাইছি খড়ের উপকারীতা সম্পর্কে যদি দয়া করে জানান।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 лет назад

      ruclips.net/video/NgtOrHzEv_4/видео.html
      এইটা দেখুন, প্লিজ!

  • @mdjakir9889
    @mdjakir9889 4 года назад

    Sotok kivabe gonona korbo ektu sikhan ((rishad shikder))

  • @juelhussain6593
    @juelhussain6593 5 лет назад

    Ami shatak kotha ta bujhte pari nai
    Shatak kotha ta valo koira bujhyaya dile valo lagbe

  • @hmmahbub1519
    @hmmahbub1519 Год назад

    স্যার কাতল মাছকে দেখলাম এক জায়গায় অনেক গুরপাক খাচ্ছে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад

      দল বেঁধে মহানন্দে খাবার খাচ্ছিল।

  • @mylook4488
    @mylook4488 5 лет назад

    Sir pangasius renu culture class den

  • @mohammedrakhijul5356
    @mohammedrakhijul5356 5 лет назад

    assalamu'alikum sir kemon achhen?

  • @MdShakil-rl2dh
    @MdShakil-rl2dh 5 лет назад

    Amar pane gola akon ki krta pre

  • @mdhumayunkabir1982
    @mdhumayunkabir1982 3 года назад

    আসসালামু আলাইকুম স্যার।আমি আপনার একজন নিয়মিত শ্রোতা এবং একজন নতুন উদ্যোক্তা। আপনার মোবাইল নাম্বারটা দিলে উপকৃত হতাম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      এইখানে মোবাইল নাম্বার দেয়া ঠিক হবে কিনা!

  • @AbuHanif-cp9rs
    @AbuHanif-cp9rs 5 лет назад

    স্যার আমি তো নতুন কোন কোন খাদ্যে পরিমাণে আমিষ আছে এটুকু বলে দিয়েন স্যার আমি সৌদি আরবে থাকি কিছুদিন পরই বাড়িতে আসে মাছের চাষের জন্য খুব ইচ্ছুক স্যার আমাকে একটু পরামর্শ দিন আমি নতুন সম্পন্ন একজন মানুষ আপনি আমাকে একটু পরামর্শ দিবেন স্যার আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক এই দোয়া করি ভালো থেকেন স্যার

    • @abdulalimiah109
      @abdulalimiah109 5 лет назад

      o

    • @banglamedia6485
      @banglamedia6485 5 лет назад

      facebook.com/groups/763577517163451/permalink/909735392547662/?app=fbl
      এই গ্রুপে পাবেন
      "প্রকৃতি নির্ভর মাছ চাষ"

  • @nurulaminmasum69
    @nurulaminmasum69 5 лет назад

    রেনুর পরি ছচ্ছা কি বাবে কোরবো?

  • @mdmamu2562
    @mdmamu2562 5 лет назад

    ধন্যবাদ স্যার শতকে কত হাজার শিং মাছ দেয়া যায় যদি একুট বলতেন মামুন পবাসি

    • @banglamedia6485
      @banglamedia6485 5 лет назад

      ৫০০-৬০০
      তবে পানি পরিবর্তনের ব্যবস্থা থাকলে ১০০০ পর্যন্ত দিতে পারেন

  • @bijoydas-jw6lk
    @bijoydas-jw6lk 5 лет назад

    স্যার ১০০শতকপুকুরে পানি ঘোলা থাকে এখন কি করব

  • @SaidulIslam-di3nq
    @SaidulIslam-di3nq 5 лет назад

    স্যার পুকুরে শামুক কিভাবে তৈরি করা যায়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 лет назад

      পুকুরে জৈব পদার্থ দিয়ে শামুক এনে ছেড়ে দেন।

  • @bestvideo5179
    @bestvideo5179 5 лет назад

    Amar bari medini pur name rajkumar manna

  • @fisherman819
    @fisherman819 4 года назад

    Sir আমি Assam থেকে এক একক হিচাপ বুজতে পাৰছিনা একটু বললে ভাল হত ।

  • @pubg1459
    @pubg1459 3 года назад

    Buh

  • @abdurraz7636
    @abdurraz7636 4 года назад

    sir apnar no ta akto deben

  • @আবুমুনসেফ
    @আবুমুনসেফ 5 лет назад

    আমার প্রশ্নের উত্তর না পাওয়ায় হতাশ হয়েছি....

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 лет назад

      স্যরি, আবার প্রশ্ন করুন!

  • @ismatruchy4882
    @ismatruchy4882 3 года назад

    ধন্যবাদ স্যার

  • @mdnazrul3747
    @mdnazrul3747 5 лет назад

    thanks sir

  • @mdjakir9889
    @mdjakir9889 4 года назад

    Sotok kivabe gonona korbo ektu sikhan ((rishad shikder))