ALL THE LYRICS FOR BHUL RONGER PHUL ARE HERE! --------------------------------------------------------------------------------------- 00:00 প্রিয়তমা চলো না হারাই জাদুর শহরে যেখানে প্রতিক্ষণ অবিরাম সুখ নীরবে হেঁটে যাও আলোর মিছিলে দু'মুঠো ভালবাসা নিয়ে যাও মেঘের আড়ালে লুকিয়ে চাঁদ অথবা দুপুরে সূর্যের আলোরণ তীব্র কুয়াশা রাতে জোনাকি পোকার গান অজানা সিমান্ত সব অজানাই থাক তবু কেন এতো দূরে কাছে কেনো আসো না কিছু ভুল রঙের ফুল নিয়ে বেঁচে থাকা বৃথা জানি না তুমি কি জানি না আমি কি জানে কে জানে কে জানে কে বলো না বোলো না জানি না বোলো না সবই মিছে সবি বৃথা বলো না বলো না প্রিয়তমা।। ... 02:55 অভিমান পাখিদের কোলাহলে হারাব দিন শেষে রাত্রির সুবাসে মগ্ন, নির্বাক হয়ে যাই তোমার রূপের কাছে আরো কাছে পেতে চাই... তোমাকে আর নেই ভালবাসা, তোমায় ঘিরে আর নেই তোমায় পাওয়া, রাতের কাছে আকাশে, বাতাসে; খুঁজে যাই তোমায় জানি না, যাবে কি বহু দূর মোর সাথে হারালে কথায় তুমি কোথায়, কোন হৃদয়ে? চলো না ভুলে যাই সব অভিমান.... হারাই দু'জনাতে। আকাশে, বাতাসে; খুঁজে যাই তোমায় জানি না, যাবে কি বহু দূর মোর সাথে হারালে কথায় তুমি, বল না? কোথায়, কোন হৃদয়ে? চলো না ভুলে যাই সব অভিমান.... হারাই দু'জনাতে। ... 07:34 অনন্ত হৃদয়ের আঙ্গিনায় রোদের মেলায় মেঘের চাদরে মন পরে রয় যন্ত্রের তারে বাঁধে না তো সুর বাতাসে উড়ে উড়ে যাব বহুদূর অনন্ত বয়ে যায় কুসুম আকাশে মেঘের কিনারায় অনন্ত বয়ে যায় ঢেউহীন শহরের বুকে হারায় সময় থমকে রয় পৃথিবী ঘুরে যায় রাত্রির স্পর্শে মুগ্ধ আমি অনুরাগী এ মন পাখি কেন গায় পাহাড়ের চূড়ায় মন কেন ভেঙ্গে যায় তোমায় না পাওয়ায় অনন্ত বয়ে যায় কুসুম আকাশে মেঘের কিনারায় অনন্ত বয়ে যায় ঢেউহীন শহরের বুকে অভিমান ... 10:38 আঁধার তুলোর বালিশ, ইটের পাহাড় মশারী জ্বলছে অনল, অনিবার যে রঙে পৃথিবী রঙ্গিন রাঙ্গিয়ে দাও আমায় সে রঙে মুছে দাও আকাশের নীল নদীর ঢেউ থেমে যাও বাতাসে বাঁশি সুর হারালেও প্রসারিত ভালবাসা যা দেখি প্রাণ জুরে দুঃখ সয়ে তোমায় ছুঁয়ে যা দেখি চোখ ভোরে হারায় বারেবারে আঁধারে পর্দার আড়ালে দাঁড়িয়ে সবই আঁধার সবই কালো নিভে যাও রাত্রির চাঁদ সকল তারা ঝরে যাও সূর্যের আলো নিভে গেলেও প্রসারিত ভালবাসা ... #mumsthesound
We would also like to credit Sinjan Saadat, the producer, for the flow and overall production quality of the EP. Thank you for listening and appreciating Azwaad's music! #mumsthesound
it felt like shelter after a long long time. the sweet smell of mango flowers, the smooth spring breeze, the warmth of the afternoon, the friends i lost AND THIS AMAZING EP; everything feels so nostalgic. feels like i have found everything i had lost before the winter.
Thank you for your encouragement! We're hoping to hear new Azwaad material soon! Till then, you can always check out our catalogue for some great hidden gems! #mumsthesound
ALL THE LYRICS FOR BHUL RONGER PHUL ARE HERE!
---------------------------------------------------------------------------------------
00:00 প্রিয়তমা
চলো না হারাই জাদুর শহরে
যেখানে প্রতিক্ষণ অবিরাম সুখ
নীরবে হেঁটে যাও আলোর মিছিলে
দু'মুঠো ভালবাসা নিয়ে যাও
মেঘের আড়ালে লুকিয়ে চাঁদ
অথবা দুপুরে সূর্যের আলোরণ
তীব্র কুয়াশা রাতে
জোনাকি পোকার গান
অজানা সিমান্ত সব
অজানাই থাক
তবু কেন এতো দূরে
কাছে কেনো আসো না
কিছু ভুল রঙের ফুল নিয়ে
বেঁচে থাকা বৃথা
জানি না তুমি কি
জানি না আমি কি
জানে কে জানে কে
জানে কে বলো না
বোলো না জানি না
বোলো না
সবই মিছে
সবি বৃথা
বলো না
বলো না
প্রিয়তমা।।
...
02:55 অভিমান
পাখিদের কোলাহলে হারাব
দিন শেষে রাত্রির সুবাসে
মগ্ন, নির্বাক হয়ে যাই
তোমার রূপের কাছে
আরো কাছে পেতে চাই... তোমাকে
আর নেই ভালবাসা, তোমায় ঘিরে
আর নেই তোমায় পাওয়া, রাতের কাছে
আকাশে, বাতাসে; খুঁজে যাই তোমায়
জানি না, যাবে কি বহু দূর মোর সাথে
হারালে কথায় তুমি
কোথায়, কোন হৃদয়ে?
চলো না ভুলে যাই সব অভিমান....
হারাই দু'জনাতে।
আকাশে, বাতাসে; খুঁজে যাই তোমায়
জানি না, যাবে কি বহু দূর মোর সাথে
হারালে কথায় তুমি, বল না?
কোথায়, কোন হৃদয়ে?
চলো না ভুলে যাই সব অভিমান....
হারাই দু'জনাতে।
...
07:34 অনন্ত
হৃদয়ের আঙ্গিনায় রোদের মেলায়
মেঘের চাদরে মন পরে রয়
যন্ত্রের তারে বাঁধে না তো সুর
বাতাসে উড়ে উড়ে যাব বহুদূর
অনন্ত বয়ে যায়
কুসুম আকাশে মেঘের কিনারায়
অনন্ত বয়ে যায়
ঢেউহীন শহরের বুকে হারায়
সময় থমকে রয়
পৃথিবী ঘুরে যায়
রাত্রির স্পর্শে মুগ্ধ আমি
অনুরাগী এ মন
পাখি কেন গায়
পাহাড়ের চূড়ায়
মন কেন ভেঙ্গে যায়
তোমায় না পাওয়ায়
অনন্ত বয়ে যায়
কুসুম আকাশে মেঘের কিনারায়
অনন্ত বয়ে যায়
ঢেউহীন শহরের বুকে অভিমান
...
10:38 আঁধার
তুলোর বালিশ, ইটের পাহাড়
মশারী জ্বলছে অনল, অনিবার
যে রঙে পৃথিবী রঙ্গিন
রাঙ্গিয়ে দাও আমায় সে রঙে
মুছে দাও আকাশের নীল
নদীর ঢেউ থেমে যাও
বাতাসে বাঁশি সুর হারালেও
প্রসারিত ভালবাসা
যা দেখি প্রাণ জুরে
দুঃখ সয়ে তোমায় ছুঁয়ে
যা দেখি চোখ ভোরে
হারায় বারেবারে আঁধারে
পর্দার আড়ালে দাঁড়িয়ে
সবই আঁধার সবই কালো
নিভে যাও রাত্রির চাঁদ
সকল তারা ঝরে যাও
সূর্যের আলো নিভে গেলেও
প্রসারিত ভালবাসা
...
#mumsthesound
I remember hearing the compositions at the Mothership HQ. Farooque Bhai approves!
"Ami toh bhabsi cover!" Hahaha. Thanks for listening and supporting Azwaad, FBP! Love. #mumsthesound
@@TheMothershipRecords please get this to spotify!
At your command, behest and patience, sire.
এতো সুন্দর কেন গান গুলো? সারাদিন ধরে শুনি, কই খারাপ তো লাগেনা.... গানওয়ালা কে ধন্যবাদ! আরোও সুন্দর সুন্দর গানের অপেক্ষায় থাকবো 😊
bhai seriously? why this is so underrated? mane whyy ?? etoo din por shunlam ei masterpiece. literally repeatedly shuntesi
ভুল রঙের ফুলের সুবাসে মেতে আছি 🌸
Hidden gem, that I can't help but admire. TOO GOOD.
This should've been a phool-length album!
good one
in last 3 day I'm constantly listening to these songs..
৩ শব্দের নামের বর্ধিত খেলার, ৪ টি গান,
৭ টি ফুল একটি কালো! ওহ, কিছু কি বলছে? কিন্তু কাকে?
-
হয়তো ফ্রেম পিছনে ৩ কালো গোলাপ !
একটা ফড়িং আছে🥱😆
Anyone else listening this for the 500th time in this quarantine?
কানের শান্তি, মনের শান্তি। 🌺🍂🍀
Tomorrow's MIST admission test and I'm listening this on loop to lessen the pounding inside me ;-; This is medicine to cure nervousness ;-;
কোথায় অ্যাডমিট হলেন ভাইয়া?
Pure genius. The control over voice. The seamlessness. Absolutely visionary
We would also like to credit Sinjan Saadat, the producer, for the flow and overall production quality of the EP. Thank you for listening and appreciating Azwaad's music! #mumsthesound
Priotoma❤️
Just Awesome bhai,প্রিয় তমা ,অনন্ত,আধার🖤🖤love it
এত সুন্দর গানের composition
literally continiously listening
this is songs are what is me stamina to give o levels right now!
this songs will play a huge part in my life in the future!
Listening this for the 700th hundred times now and I ain't never getting bored .
Literally on loop, huh? Hahaha. Awesome. Thank you so much for coming back again and again. #mumsthesound
Azwaad er gan e bachte shikshi notun koira nijere shanti dite parsi
azwaad bhaiya is the real god.
We think even the gods think so. Thank you for your love and appreciation. #mumsthesound
I am so glad that i was suggested these beautiful creations! 🖤🖤
Proud of our boy making his own way.
Pride and joy. Thank you for listening and for supporting Azwaad. #mumsthesound
That’s it you’re mine ❤️
Sharing is caring Nosib. Huhuhuhu.
Im glad that i found this ... Loved every seconds of each songs ...
Azwaad, u just make me love someone again
Bless you, man. I hope you find happiness in this
Mon chuye gelo💔🙂
Such indie songs demands a journey of sadness and a hit by bong stuffs ❤️
these are on my spotify on repeat list the songs are just so beautiful
Onek shundor
beautiful things on my youtube feed
it felt like shelter after a long long time. the sweet smell of mango flowers, the smooth spring breeze, the warmth of the afternoon, the friends i lost AND THIS AMAZING EP; everything feels so nostalgic. feels like i have found everything i had lost before the winter.
Beautifully put on!
Need more masterpiece like this um sayin' man! So goooood!
i beg for the "প্রিয়তমা" chords
Bhai chords paisen nki?
C, G, Dm, Em, F.
loved every second of this beautiful ep ❤️
Sigh. Upload er por abar shuntesi. I’m struck by how genuine our boy’s voice sounds.
ily
Love back. I'm extremely proud of this EP. I fell asleep to it last night.
I was waiting for listening to this album for a long time. Azwaad bhaiya the GOD
So many divine comments. We're bowled over! Thank you for this unexpected reception of Azwaad's material. Take love. #mumsthesound
Azwaad damnn good as a vocal!
Lyrics, Melody 😍😍😍.love every songs of this album.
This is a true GEM!
Wonderful songs. loved all of 'em. ❤ Listening in a loop for the last few days.
This is just brilliant👏 keep doing what you love bro.
Thank you for your encouragement! We're hoping to hear new Azwaad material soon! Till then, you can always check out our catalogue for some great hidden gems! #mumsthesound
Priotomaaaaaaaaaaa...........
New but excellent voice. All the best wishes for you azwaad rajarshi .
Rajarshi Muni says "Tathastu!" Thank you for your appreciation of our youngest new artist. #mumsthesound
this is a good song! hope people find it!
Your comment definitely helps the algorithm! #mumsthesound
অসাধারণ 💙
তোমার গান দু - বাংলায় প্রমোট করে দিলাম, ধন্যবাদ এর বদলে না হয় এমন কাজ যেনো আরো পাই 💙 #শুভকামনা
Perfection
Wow! Nice Song!
হেডফোন দিয়ে শুনলে ফিলটাই অন্যরকম Azwad
Which song did you like the best? Let us know! Thank you for listening and supporting Azwaad! #mumsthesound
When azwaad bhai started saying "প্রিয়তমা" i drowned into flashbacks.
lover every song of the album
SO MANY LOVERS SO LITTLE AZWAAD! :(((( #mumsthesound
It’s a masterpiece 🖤
Treasure 💎
This is beautiful ❤️
Brilliant work man!
So good!
Godtier. Needs more exposure.
Navid Nowroz Kneal giving the devil his due. Thanks for listening and supporting Azwaad! #mumsthesound
Godspeed Azwaad !
Loving every bit of it! Can anyone suggest me more songs/artists like this?
pleasure of ear.
As it is of heart. Thank you for your patronage. #mumsthesound
সেরা
বেশি জোস
great ep
Great work!! ❤❤
Thank you for your appreciation! Take love back! #mumsthesound
🙏
Minhaz Muhammad ekta bookstore session scene er.. chorcha korbo naki eke diye? Hahaha. Thanks for listening and supporting Azwaad. #mumsthesound
Cha khawaba?
Godddddd... These r so fukin mind-blowing
❤️❤️
🌼🌼🌼🌼
hooked
Thank you for listening and supporting Azwaad. #mumsthesound
Love from Assam... Chords gulo properly dile bhalo hoi
🖤🖤🖤
Bhaiya guiter chords share kora jabe ?
Ononto is great🤍
♥ ♥ ♥ 😭😭🤯🤯
Ikr
6: 16 am
Shundor
♥️
Thank you for listening and leaving a comment. #mumsthesound
Priotoma song chords plz??🤍🖤
hello can i have the chords of this song pls
:)
Can I get the lyrics?
Working on it. Thank you for the feedback, and for listening and appreciating Azwaad! #mumsthesound
থামতে পারছি না
❤