আয় ছেলেরা আয় মেয়েরা | Ay Chelera Ay Meyera | Mamar Barir Gaan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024
  • আয় ছেলেরা আয় মেয়েরা (মামার বাড়ি)
    -জসীমউদ্দীন
    আয় ছেলেরা, আয় মেয়েরা,
    ফুল তুলতে যাই,
    ফুলের মালা গলায় দিয়ে
    মামার বাড়ি যাই।
    মামার বাড়ি পুন্যিপুকুর
    গলায় গলায় জল,
    এপার হতে ওপার গিয়ে
    নাচে ঢেউএর দল।
    দিনে সেথা ঘুমিয়ে থাকে
    লাল শালুকের ফুল,
    রাতের বেলা চাঁদের সনে
    হেসে না পায় কূল।
    আম-কাঁঠালের বনের ধারে
    মামা-বাড়ির ঘর,
    আকাশ হতে জোছনা-কুসুম
    ঝরে মাথার পর।
    রাতের বেলা জোনাক জ্বলে
    বাঁশ-বাগানের ছায়,
    শিমূল গাছের শাখায় বসে
    ভোরের পাখি গায়।
    ঝড়ের দিনে মামার দেশে
    আম কুড়োতে সুখ
    পাকা জামের শাখায় উঠি
    রঙিন করি মুখ।
    কাঁদি-ভরা খেজুর গাছে
    পাকা খেজুর দোলে,
    ছেলেমেয়ে, আয় ছুটে যাই
    মামার দেশে চলে।
    বাচ্চাদের মজার মজার জনপ্রিয় কবিতা ও ছড়া পেতে এখনি সাবস্ক্রাইব করুন।

Комментарии •