কাজলা দিদি যে কবিতা পড়ে স্কুল জীবনে চোখ ভরে যেতো জলে - এখনো চোখ ভিজে উঠে সেই কবি কে জানতে পেরে খুব ভালো লাগলো। আবারও নদীয়ায় মন ছুটে গেলো। আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
কবির কবিতা যেমন চোখে জল আনে। কবির বাড়ি দেখে তেমনি কান্না পাচ্ছে কেনো জানিনা। খুব কস্ট হচ্ছে। মানস বাবু আপনার জন্য কবির বাড়ি দেখতে পেলাম। ইতিহাস মানস বাবুকে খোজে। সবাইকে ধন্যবাদ ও নমস্কার ভালো থাকবেন।
ছোট্টবেলায় এই কবিতাটি পড়ে কত যে কেঁদেছি! এখনো কবিতাটি কাঁদায়, অনেকের জীবনের সঙ্গে মিলে যায়! আপনার মাধ্যমে ব অনেক কিছু জানতে পারলাম ! আপনাকে অসংখ্য ধন্যবাদ ( বাংলাদেশ)
প্রথমে অপূর্ব ড্রোন শর্ট ! তারপর সেই বাইকের ছন্দে যেন ঘোড়ার নাচের তালে তালে, একটা অজানা ইতিহাসের পথে পাড়ি দেওয়া ! পিছনে আবেগী মিষ্টি সুর...! সত্যি দেখতে দেখতে বুঁদ হয়ে গেলাম ! খুব ভালো লাগলো প্রিয় কবির বাড়িটা দেখতে পেয়ে ! অসংখ্য ধন্যবাদ ! ভালো থাকবেন !
দাদা, এপার বাংলাতেও সমান জনপ্রিয় "কাজলা দিদি " কবিতা ও গান। আমি নিজেও প্রাইমারি লেভেলে পড়েছি এই কবিতা টা। মনকে নাড়া দিয়ে যায় "কবিতা গানের কথাগুলো।
অল্প বয়স থেকেই গান শোনা আমার একটি বড় নেশা।এখন ও শুনি। আমার খুবই প্রিয় স্কুল জীবনের এই কবিতাটি ও বড় হয়ে শুনলাম আকর্ষনীয় সুরে প্রতিমা দিদির কন্ঠে এই অসাধারন গানটি।গান বা কবিতাটির লেখক যতিন্দ্র মোহন বাগচি সম্বন্ধে এত কিছু জানতে পেরে আসলেই খুব ভাল লাগলো দাদা।আপনাদের সকলকেই ধন্যবাদ।
আমাদের গ্রামের ভিডিও এত সুন্দর ভাবে আপনার চ্যানেলে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ,,, এত সুন্দর ভাবে ভিডিওটা তৈরি করেছেন দেখে সত্যিই খুব ভালো outstanding 💯💯👍👍
শুভানুধ্যায়ীর মতো জ্ঞাতার্থে জানালেন নদীয়ার প্রান্তে জামসেরপুরের জমিদার বাড়ি এবং সম্পাদক কবি যতীন্দ্রমোহন বাগচী র স্মৃতি বিজড়িত স্থান ও ভগ্নপ্রায় ঐতিহাসিক বাড়ি। ধন্যবাদ, নমস্কার।🙏
খুব ভাল লাগল । আমি ঐ অঞ্চেলেরই বাসিন্দা । প্রতি বছর ২৭শে নভেম্বর "শীতলপাটি" শিল্প ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবির জন্মদিন পালন করে থাকি । ঐ দিন অবশ্যই আসবেন । আমন্ত্রণ রইল । ধন্যবাদ ।
পুরনো দিনের জমিদার বাড়ি দেখতে আমার অনেক ভাল লাগে। আপনার ভিডিও গুলো দেখে প্রাচীন বাংলার অনুভুতি গুলো অনুভব করি। ভালবাসা নেবেন বাংলাদেশ থেকে। আমন্ত্রন রইলো।
দাদা আমি দাদুর মুখে শুনেছি উনি আমাদের জ্ঞ্যাতি পূর্ব পুরুষ। আমার দাদুmর বাবার বাড়ী শিকারপুর। তার নাম ছিল ডাঃ শুসিত মোহন বাগচী। তার বাবার নাম কেদার নাথ বাগচী। আমার ঠাকুর দাদা অনেক আগেই বাংলাদেশে চলে আসেন। আমি গর্বিত ওই পরিবারের সদস্য হিসাবে।
অসাধারণ গল্প, অসাধারণ ইতিহাস, অসাধারণ জমিদার বাড়ি, অসাধারণ আপনার উপস্থাপনা। বাংলার এপার হতে ওপারে হয়তো যাওয়া হবে না কখনো।। তারপর ও ভাবি বাংলা তো একই। সীমানা দিয়ে তো মনকে আটকে রাখা যায় না। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর তার সাথে ২ টি অনুরোধ: ১) প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে ভিডিও(আর্য থেকে ইংরেজ পর্যন্ত) ২) আপনার ভিডিও এর সুর/সংগীত এর কৃতিত্ব/পরিচালনা/মূল সংগীত এর উৎস।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মানস বাবু ,এত সুন্দভাবে অজানা কে জানানোর জন্য , ধন্যবাদ দেবার ভাষা যথেষ্ট নয়,অনেক অনেক শুভেচ্ছা রইল। এইভাবেই আমাদের সমৃদ্ধ করবেন।🙏
❣️💞🥀 আমিও নদীয়া জেলার বাসিন্দা তবে কবিতার সেই কাজলা দিদির বাড়ি যে নদিয়াতে টা আমার জানা ছিল না আমি কৃষ্নগর থাকি কোনো দিন যদি করিমপুর যায় তবে অবশ্যই যাবো🥀💞❣️
দাদা সত্যি কথা যে কাজলা দিদি কবিতার কথা মনে পড়ে অনেক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হল,, ছোটবেলায় এই কবিতাটি পড়তে গিয়ে অনেকবার কেঁদে ফেলেছি,,আজও তেমন অনুভূতি সৃষ্টি হল,, ভালোবাসা নেবেন দাদা আমি বাংলাদেশ থেকে বলছি 🙏🙏🙏
এখন ভোর 4 টে বাজে. কয়েকদিন আগেও আপনি ভোর 4 টেই আমার একটা কমেন্ট এ রিপ্লায় করেছিলেন. রোজ ভোর 4 টেই উঠে আমাদের জন্য আপনার এত পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে পড়ছি. নিজের শরীরের যত্ন নিবেন.
বাগচী বাড়ির বর্তমান প্রজন্মের মধ্যে ছিলেন ভারতীয় ছবির বিশিষ্ট চিত্রগ্রাহক তপন বাগচী । তাঁর দুই পুত্র দীপঙ্কর ও শুভঙ্কর। অধ্যাপক ও কবি দীপঙ্কর বাগচী প্রবন্ধ রচনাতেও সিদ্ধহস্ত। শুভঙ্কর বাগচী প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত এবং নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাজলা নামে একটি নদীও আছে যেটা করিমপুর হয়ে বাংলাদেশের মেহেরপুর জেলার মধ্যে প্রবেশ করেছে। পূর্বে করিমপুর মেহেরপুর পুরোসভার অন্তর্ভুক্ত ছিল। আমরা পাঠ্য হিসাবে এই কবিতাটা পড়তাম। আর এই কাজলার তীরেই আমাদের বাড়ি। আমার দাদার বাড়ি তেহট্ট। অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো ভিডিও টা দেখে আমি করিমপুর থেকে আমাদের এই অঞ্চলের একটি ঐতিহ্যমান জিনিস আপনি সবার সামনে তুলে ধরেছেন। প্রতি বছর দূর্গ পূজোর সময় বাগচী বাড়ি খোলা হয় সেই একটা সময় আমরা করিমপুর ও তার আশেপাশের বাসিন্দারা এক সঙ্গে জড়ো হয়।
My mother late Ruby Sanyal belonged to this family and she was the third daughter of my maternal grandfather late Noni Gopal Bagchi, who was the elder son of late Rakhal Prasad Bagchi, the last Zamindaar of Bagchi Jomserpur! Thank you
আপনার সাথে সাথে আমিও এই জমিদার বাড়ি র আনাচে কানাচে ঘুরে নিলাম, বহু পরিশ্রমের মাধ্যমে আপনি আমাদের এই ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত অঞ্চল টি দেখতে সাহায্য করলেন, '"কাজলা দিদি "র স্রষ্টা র ব্যবহার করা ঘর তথাকথিত বিশাল প্রাসাদোপম রাজবাড়ী সবটুকু দেখলাম, ভিতরে একটু কষ্ট ও অনুভব করছিলাম জনমানবহীন এই বাড়িটি কে দেখে 🌾🌾🌾
অসাধারন ভাই আপনার ভিডিওগুলি দেখে আমার মনকে আকৃষ্ট করে তোলে আমার ও ইচ্ছে হয় আপনার মতো আদি যুগের রাজা বাদশাদের ইতিহাস জানা আর রাজা বাদশাদের নিজের তৈরি বিভিন্ন ধরনের সৃতি তাদের বসত বাড়ি পুরোনো নিদর্শন ঘুরে ঘুরে দেখা৷
Ek kothai osadharon video ar Drone shot. Bhabtei obak lagche erokom ekta itihaas somoyer sathe sathe aste aste hariye jacche. Bhison bhalo legeche and erokom video banaber jonno asonkho dhonnobad apnake.
কাজলা দিদি যে কবিতা পড়ে স্কুল জীবনে চোখ ভরে যেতো জলে - এখনো চোখ ভিজে উঠে সেই কবি কে জানতে পেরে খুব ভালো লাগলো। আবারও নদীয়ায় মন ছুটে গেলো। আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
১৯৭০/৮০র দশকে আমাদের বাংলাদেশের স্কুলের সিলেবাসেও কাজলা দিদি কবিতা ছিলো...
আমার ঠিকানা
Really heart touching vlog..
কবির কবিতা যেমন চোখে জল আনে। কবির বাড়ি দেখে তেমনি কান্না পাচ্ছে কেনো জানিনা। খুব কস্ট হচ্ছে। মানস বাবু আপনার জন্য কবির বাড়ি দেখতে পেলাম। ইতিহাস মানস বাবুকে খোজে। সবাইকে ধন্যবাদ ও নমস্কার ভালো থাকবেন।
পুরনো সৃতি গুলো অনেক মানুষকে কাঁদায়,, অনেক অনেক ধন্যবাদ রইলো প্রিয় দাদা
সৌদি আরব থেকে দেখছি, অসম্ভব ভালো লাগলো কাজলা দিদির স্রষ্টার বাড়ি দেখে।🇧🇩🇧🇩🇧🇩
ছেলে বেলা পার করেছি এই কবিতা পরে।
আমার মায়ের কথা মনে পড়লো। মায়ের মুখে এ কবিতা বার বার শুনেছি।
আপনাকে ধন্যবাদ।চমৎকার উপস্থাপনা।দীর্ঘ জীবি হোন।
ছোট্টবেলায় এই কবিতাটি পড়ে কত যে কেঁদেছি! এখনো কবিতাটি কাঁদায়, অনেকের জীবনের সঙ্গে মিলে যায়! আপনার মাধ্যমে ব অনেক কিছু জানতে পারলাম ! আপনাকে অসংখ্য ধন্যবাদ ( বাংলাদেশ)
প্রথমে অপূর্ব ড্রোন শর্ট ! তারপর সেই বাইকের ছন্দে যেন ঘোড়ার নাচের তালে তালে, একটা অজানা ইতিহাসের পথে পাড়ি দেওয়া ! পিছনে আবেগী মিষ্টি সুর...! সত্যি দেখতে দেখতে বুঁদ হয়ে গেলাম ! খুব ভালো লাগলো প্রিয় কবির বাড়িটা দেখতে পেয়ে ! অসংখ্য ধন্যবাদ ! ভালো থাকবেন !
ড্রোন শর্ট গুলা ভাল লেগেছে।
দাদা, এপার বাংলাতেও সমান জনপ্রিয় "কাজলা দিদি " কবিতা ও গান। আমি নিজেও প্রাইমারি লেভেলে পড়েছি এই কবিতা টা। মনকে নাড়া দিয়ে যায় "কবিতা গানের কথাগুলো।
কবি যতীন্দ্র মোহন বাগচী আমাদের প্রিয় কবিদের এক জন, কবির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, সত্যি খুব কষ্ট লাগল কবিভবনের
এই মনুষ্য বর্জিত রূপ দেখে।
খুব সুন্দর লিখেছো।
Dekhe khub valo Laglo amar Boro mami Ei barir meye onr kaka uni
অল্প বয়স থেকেই গান শোনা আমার একটি বড় নেশা।এখন ও শুনি। আমার খুবই প্রিয় স্কুল জীবনের এই কবিতাটি ও বড় হয়ে শুনলাম আকর্ষনীয় সুরে প্রতিমা দিদির কন্ঠে এই অসাধারন গানটি।গান বা কবিতাটির লেখক যতিন্দ্র মোহন বাগচি সম্বন্ধে এত কিছু জানতে পেরে আসলেই খুব ভাল লাগলো দাদা।আপনাদের সকলকেই ধন্যবাদ।
আমার গ্রাম। আমি গর্বিত এই গ্রামে জন্ম নিয়ে।
আমাদের গ্রামের ভিডিও এত সুন্দর ভাবে আপনার চ্যানেলে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ,,, এত সুন্দর ভাবে ভিডিওটা তৈরি করেছেন দেখে সত্যিই খুব ভালো outstanding 💯💯👍👍
যার কবিতা আমার বইতে পড়েছি তার বাড়ি ,বাসভবন দেখে অভিভূত হলাম, সেই সঙ্গে আপনাদের এই কর্মপ্রায়াসকে ধন্যবাদ জানাই ,ভালো থাকুন আর এই ভাবে এগিয়ে যান।
Valo khub valo historical place
শুভানুধ্যায়ীর মতো জ্ঞাতার্থে জানালেন নদীয়ার প্রান্তে জামসেরপুরের জমিদার বাড়ি এবং সম্পাদক কবি যতীন্দ্রমোহন বাগচী র স্মৃতি বিজড়িত স্থান ও ভগ্নপ্রায় ঐতিহাসিক বাড়ি। ধন্যবাদ, নমস্কার।🙏
আমি ছরোয়ার। বাংলাদেশি্ কুয়েত বসে মানসদার ভিডিও দেখিে হারিয়ে যায় বাংলার ঐতিহ্যের মাঝে।
আমি নদিয়ার করিমপুরের ছেলে, বাগচী বাড়ি গেছি, খুবই সুন্দর তবে প্রথম প্রথম ভয় পেতাম এতো বড়ো পুরোনো বাড়ি দেখে ❤
ছোটবেলার জতিন্দ্র মোহোন বাগচীর সেই কাজলা দিদির কথা মনে পোরে গেলো। ধন্যবাদ মানষদা।বাংলাদেশের তথা বিক্রমপুর এ আসার আমন্ত্রণ রইল।
সত্যি আমরা খুব গর্বিত। খুব ছোট বেলা থেকেই এই বাড়ি k কেন্দ্র করেই, আমাদের বেড়ে ওঠা। এই বাড়ী তে আমাদের অনেক পুরনো দিনের স্মৃতি জড়িয়ে আছে ,❤️❤️❤️
Bariti kothy
বাড়ি টি নদীয়া জেলার করিমপুর এর পার্শববর্তী গ্রাম jamsherpur
খুব ভাল লাগল । আমি ঐ অঞ্চেলেরই বাসিন্দা । প্রতি বছর ২৭শে নভেম্বর "শীতলপাটি" শিল্প ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবির জন্মদিন পালন করে থাকি । ঐ দিন অবশ্যই আসবেন । আমন্ত্রণ রইল । ধন্যবাদ ।
দাদা সালাম ধন্যবাদ
খুব খুব খুব সুন্দর হয়েছে শুরু টা ।
দারুন
🇧🇩💚❤️🇧🇩💚❤️🇧🇩💚❤️🇧🇩💚❤️🇧🇩💚❤️🇧🇩💚❤️🇧🇩💚❤️🇧🇩💚❤️🇧🇩💚❤️❤️
দারুন।
পুরনো দিনের জমিদার বাড়ি দেখতে আমার অনেক ভাল লাগে। আপনার ভিডিও গুলো দেখে প্রাচীন বাংলার অনুভুতি গুলো অনুভব করি। ভালবাসা নেবেন বাংলাদেশ থেকে। আমন্ত্রন রইলো।
দাদা আমি দাদুর মুখে শুনেছি উনি আমাদের জ্ঞ্যাতি পূর্ব পুরুষ। আমার দাদুmর বাবার বাড়ী শিকারপুর। তার নাম ছিল ডাঃ শুসিত মোহন বাগচী। তার বাবার নাম কেদার নাথ বাগচী। আমার ঠাকুর দাদা অনেক আগেই বাংলাদেশে চলে আসেন। আমি গর্বিত ওই পরিবারের সদস্য হিসাবে।
এই কবিতাটি বাংলাদেশে বহুত জনপ্রিয়
খুব সুন্দর ভিডিও । নদীয়াবাসী হয়ে নদীয়ায় এরকম একটা রাজবাড়ী আছে জানা ছিলো না আমার । খুব সুন্দর 🙏🙏
আপনার কল্যাণে নতুন কিছু দেখার সুযোগ হল, ধন্যবাদ।
এতো সুন্দর ছাদ আগে দেখিনি ,এমন সুন্দর ছাদে উঠলে কবিতা তো মনের ভেতর থেকে এমনই উঠে আসবে
Khub sundor laglo Dada.
Love from,,,, Mymensingh, Bangladesh🇧🇩❤️❤️
অত্যন্ত সুন্দর প্রতিবেদন এই রকম ভাবে এগিয়ে যাওয়ার আশাবাদী, কবি নজরুল ইসলাম নিয়ে একটা প্রতিবেদন আশা রাখি।
অসাধারণ গল্প, অসাধারণ ইতিহাস, অসাধারণ জমিদার বাড়ি, অসাধারণ আপনার উপস্থাপনা।
বাংলার এপার হতে ওপারে হয়তো যাওয়া হবে না কখনো।। তারপর ও ভাবি বাংলা তো একই।
সীমানা দিয়ে তো মনকে আটকে রাখা যায় না।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর তার সাথে ২ টি অনুরোধ:
১) প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে ভিডিও(আর্য থেকে ইংরেজ পর্যন্ত)
২) আপনার ভিডিও এর সুর/সংগীত এর কৃতিত্ব/পরিচালনা/মূল সংগীত এর উৎস।
সত্যিই অসাধারন ছিল।
আমার চাওয়া একই দাদা
খুব সুন্দর উপস্থাপনা। ভিডিও টি দেখে খুব ভালো লাগলো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম স্যার।
কাজলা দিদি কবিতা পড়তে চোখে জল আসে আরো জল আসে প্রতিমার গান শুনে , কি অসাধারন কবিতা , কবির বাসস্থান দেখে আরো কষ্ট লাগলো ।
সত্যিই খুব অসাধারণ আমি দুইবার গিয়েছি বাগচী বাড়িতে।
ঐতিহ্য ও ইতিহাসের অনুসন্ধিৎসু মন নিয়ে যে কাজ করছেন দাদা তা একদম অতুলনীয় ৷ শুভেচ্ছা রইল....৷
দেখতে দেখতে সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম..... কখন যে ভিডিও শেষ হল বুঝতেই পারলাম না.... NOSTALGIA.
চমৎকার লাগলো দাদা 🙏🙏🙏
আমি বাংলাদেশ থেকে দেখছি দাদা 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
চমৎকার লাগলো। সংস্কার করা এবং সংরক্ষণ করা প্রয়োজন।
যাদের কবিতা পড়তাম আর আনন্দিত হতাম... সেই মানুষ টার পরিচয় আর বাড়ি দেখলাম.. 🥰😍 সব মানস বাংলার অবদান...
এগিয়ে যাও দাদা... ভালোবাসা রইলো...
বাংলাদেশ থেকে দেখছি..
অসাধারণ অনুভূতি জাগে এরকম ভিডিও দেখলে..
ভীষণ ভীষণ ভালো লাগলো ।নষ্টালজিক হয়ে পড়লাম
অনেক ধন্যবাদ আপনাকে যমশেপুর এর গর্ব আমাদের প্রিয় বাগচী বাড়ি দেখানোর জন্য 🙏🙏🙏
খুব ভালো লাগলো। এই পরিবারের এক সদস্য "সব্যসাচী বাগচী" বাবুর সাথে একবার পরিচয় হয়েছিল। উনি একজন সরকারি কর্মচারী, পরিবেশ প্রেমী ভালো মানুষ ।
ছোট বেলাতে এই কবিতা যখন পড়তাম তখন মনের মাঝে একটা অন্যরকম অনুভূতি আসতো, দেশটা যুদি একই থাকতো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ মানস বাবু ,এত সুন্দভাবে অজানা কে জানানোর জন্য , ধন্যবাদ দেবার ভাষা যথেষ্ট নয়,অনেক অনেক শুভেচ্ছা রইল। এইভাবেই আমাদের সমৃদ্ধ করবেন।🙏
আমার শশুরের আদি বাড়ি ও নদিয়া তেই আমরাও বাগচী কি জানি কোন যোগসূত্র আছে কিনা।
Apurbo bari, apurbo gramyo poribesh
আমি করিমপুরের বাসিন্দা আর এই video টি দেখে অত্যন্ত ভালো লাগলো 👍👍
@@riyadutta8596
আমার বাড়িও করিমপুর
দাদা আমি বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে দেখছি
আপনার চোখ, আপনার খুঁজে ফেরা, আপনার প্রকাশ ভঙ্গীর মহিমাময় শিল্পায়ন, মাথা নত হয়ে যায় !
Khub valo laglo amar bari karimpurei..
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ কবিতা টা সেই সময় খুব চিন্তিত করে তুলতো বুঝতেই পারতাম না কাজলা দিদি কাল্পনিক চরিত্রের পাঠ
Daroon, Daroon khub bhalo lagche.
এমন চমৎকার বৃষ্টিতে..
এমন চাদে ভিজতে খুব মনে চায় আহা
খুব সুন্দর ঐতিহাসিক বর্ণনাময় একটি তথ্যচিত্র, সত্যিই ভালো লাগলো, আপনারও সকলে ভালো থাকবেন
ঐতিহাসিক এই স্থাপনা দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি গর্বিত আমি এই অঞ্চলের বাসিন্দা ❣️❣️
অপূর্ব সুন্দর হয়েছে মানস দা।
দারুন।
Kobita ti sunle choto belar kotha mone pore jay, thanks dada, nijer pocket er tk diye petrol kinee amader dekhanor jonne
দারুণ চমৎকার লাগছে ভাই..
জমিদার বাড়ি দেখলে সত্যিই খুব ভালো লাগে...
মন হারিয়ে যায় পুরনো দিনে আহাঃ
ভীষণ সুন্দর একটি উপস্থাপনা, খুব ভালো লাগল।
❣️💞🥀 আমিও নদীয়া জেলার বাসিন্দা তবে কবিতার সেই কাজলা দিদির বাড়ি যে নদিয়াতে টা আমার জানা ছিল না আমি কৃষ্নগর থাকি কোনো দিন যদি করিমপুর যায় তবে অবশ্যই যাবো🥀💞❣️
মানসবাবু আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনার প্রায় প্রতিটি ভিডিও দেখি। এইসব দেখে ঋদ্ধ হই আবার হারিয়ে যাই সেই ছোট্ট বেলায়।
দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার প্রিয় খুব প্রিয় কবির বাড়ি দেখিয়ে আমাকে ধন্য করলেন
Dekhe monta bhore glo dada..
Choto belay porechilam..khub valo laglo video ta ..onek ojana totthyo jante parlam .. dhonnobad dada apnak
দাদা আপনার ভিডিও গুলো যতই দেখছি ততই কোথায় যেন হারিয়ে যাচ্ছি। (ঢাকা বাংলাদেশ)
Khub sundor eakta video khub vlo laglo video ta deakhea,apnar jonnoi eai rokom vlo vlo video Amra deaktea pai,vlo thakbean apne.
দাদা সত্যি কথা যে কাজলা দিদি কবিতার কথা মনে পড়ে অনেক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হল,, ছোটবেলায় এই কবিতাটি পড়তে গিয়ে অনেকবার কেঁদে ফেলেছি,,আজও তেমন অনুভূতি সৃষ্টি হল,, ভালোবাসা নেবেন দাদা আমি বাংলাদেশ থেকে বলছি 🙏🙏🙏
খুব ভালো লাগলো. বাড়িটি দেখেই কল্পনা করা যাই যে একসময় এই বাড়িতে কত জাঁকজমক ছিল.
এখন ভোর 4 টে বাজে. কয়েকদিন আগেও আপনি ভোর 4 টেই আমার একটা কমেন্ট এ রিপ্লায় করেছিলেন. রোজ ভোর 4 টেই উঠে আমাদের জন্য আপনার এত পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে পড়ছি. নিজের শরীরের যত্ন নিবেন.
🥰
Amar bari karimpur e. Jamsherpurer pasei. Amra durga puja r somoy bagchi bari jai. Video dekhe nostalgic hoye gelam.
বাগচী বাড়ির বর্তমান প্রজন্মের মধ্যে ছিলেন ভারতীয় ছবির বিশিষ্ট চিত্রগ্রাহক তপন বাগচী । তাঁর দুই পুত্র দীপঙ্কর ও শুভঙ্কর। অধ্যাপক ও কবি দীপঙ্কর বাগচী প্রবন্ধ রচনাতেও সিদ্ধহস্ত। শুভঙ্কর বাগচী প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত এবং নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজস্থান হলে এইসব ঐতিহ্যবাহী বাড়িগুলো বিলাসবহুল হোটেল হয়ে যেতো। বাঙালির দুর্ভাগ্য আমরা ইতিহাস বিশৃ্ত জাতি।
দারুণ দারুণ লাগল আপনাকে ধন্যবাদ জানাই, ভাল থাকবেন
Khub khub sundar uposthapona egiye jan agartala theke nabadwep er anuprabhur mandir r ganfar ghat ddkgaben
কাজলা নামে একটি নদীও আছে যেটা করিমপুর হয়ে বাংলাদেশের মেহেরপুর জেলার মধ্যে প্রবেশ করেছে। পূর্বে করিমপুর মেহেরপুর পুরোসভার অন্তর্ভুক্ত ছিল। আমরা পাঠ্য হিসাবে এই কবিতাটা পড়তাম। আর এই কাজলার তীরেই আমাদের বাড়ি। আমার দাদার বাড়ি তেহট্ট। অনেক ধন্যবাদ।
Dada apnar vedeo Bhalo laglo onek kichu jantay parlam kobi sampork
আমি murshidabad এর ছেলে,kolkata থেকে দেখছি। darun লাগলো দেখে।
ভালো একটি অনুষ্ঠান দেখানোর জন্য ধন্যবাদ........
খুব ভালো লাগলো ভিডিও টা দেখে আমি করিমপুর থেকে আমাদের এই অঞ্চলের একটি ঐতিহ্যমান জিনিস আপনি সবার সামনে তুলে ধরেছেন। প্রতি বছর দূর্গ পূজোর সময় বাগচী বাড়ি খোলা হয় সেই একটা সময় আমরা করিমপুর ও তার আশেপাশের বাসিন্দারা এক সঙ্গে জড়ো হয়।
Choto vhai really you are great. I am from Bangladesh. Living Qatar. I am your fun
অনেক ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো.
খুব সুন্দর লাগলো দাদা | দারুন উপস্থাপনা করলেন | এইজন্য আপনি আমার প্রিয় | খুব ভালো লাগলো |
Manos bangla amar baro prio mursidabad toh mukhosto hoe gache ..amio gechi 2 bar..ei bakchi bari khub mon chue galo ..vison bhalo laglo tomar videota. ..anek kichu jana holo ..bans baganer mathar upor Chand utheche oi mago amar solok Bala kajla didi koi..anek porechi ...bhalo theko sabdhane theko
এত সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।এরকম আরো ভিডিওর অপেক্ষায় থাকলাম।
My mother late Ruby Sanyal belonged to this family and she was the third daughter of my maternal grandfather late Noni Gopal Bagchi, who was the elder son of late Rakhal Prasad Bagchi, the last Zamindaar of Bagchi Jomserpur! Thank you
Thank you
এখনো কবিতাটির কথা খুব মনে হয়,বাংলাদেশে ছোট বেলাই অনেক পড়েছি কবিতাটি
সমৃদ্ধ হলাম, খুব সুন্দর উপস্থাপনা
Darun ,manash da apni chaliye jan ..
ধন্যবাদ আপনাকে ,সুমন বাংলাদেশ ঢাকা কিশোরগঞ্জ পাকুন্দিয়া।
অপূর্ব দৃশ্য দেখা নোর জন্য, বাগচী জমিদার বাড়ি নদীয়া।
দাদা আপনার কথা বলার ধরনটা খুব সুন্দর।
আপনার সাথে সাথে আমিও এই জমিদার বাড়ি র আনাচে কানাচে ঘুরে নিলাম, বহু পরিশ্রমের মাধ্যমে আপনি আমাদের এই ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত অঞ্চল টি দেখতে সাহায্য করলেন, '"কাজলা দিদি "র স্রষ্টা র ব্যবহার করা ঘর তথাকথিত বিশাল প্রাসাদোপম রাজবাড়ী সবটুকু দেখলাম, ভিতরে একটু কষ্ট ও অনুভব করছিলাম জনমানবহীন এই বাড়িটি কে দেখে 🌾🌾🌾
Amar Karimpur bari... besh bhalo lagche nijer jaiga dakhe
অসাধারন ভাই আপনার ভিডিওগুলি দেখে আমার মনকে আকৃষ্ট করে তোলে আমার ও ইচ্ছে হয় আপনার মতো আদি যুগের রাজা বাদশাদের ইতিহাস জানা আর রাজা বাদশাদের নিজের তৈরি বিভিন্ন ধরনের সৃতি তাদের বসত বাড়ি পুরোনো নিদর্শন ঘুরে ঘুরে দেখা৷
আমার বাড়ী বাংলাদেশে ভাই , আমি সৌদি আরবে থাকি৷
খুব সুন্দর উপস্থাপনা। প্রাণবন্ত দৃশ্যাবলী।মনোরম আবহ সঙ্গীত ।
Khub sundor apnr video present
উনার সব ভিডিও গুলোর দেখার অপেক্ষায় থাকি বিশেষ করে উনার পঠনভঙ্গি শুনার জন্য মনে হয় চোখের সামনে ইতিহাস গুলি হচ্ছে।
Amazing..
......
খুব ভাল লাগে ওনার কথা গুলো।
Thik tai amro tai lage
দাদা ইতিহাস টা আপনার ক্যামেরার ক্যানভাসে দেখে অভিভুত হলাম
রাজশাহী থেকে ইমন
Ek kothai osadharon video ar Drone shot. Bhabtei obak lagche erokom ekta itihaas somoyer sathe sathe aste aste hariye jacche. Bhison bhalo legeche and erokom video banaber jonno asonkho dhonnobad apnake.
আপনার জন্য অনেক শুভকামনা রইল আরো এগিয়ে যান এটাই কামনা করছি। ধন্যবাদ🙏
অসাধারন কবিতার কবির স্মৃতিপট দেখলাম।
Khub sundor laglo, choto belar kotha mone pore jay kobitar pore
Khubi sundor 👌👌👌