দ্রৌপদী জন্ম | Draupadi jonmo | Mollika Sengupta | Medha Bandopadhyay Bangla Kobita

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 610

  • @nikhilchandramalakar5754
    @nikhilchandramalakar5754 9 месяцев назад +3

    অসাধারণ বাচনভঙ্গি, অতীত যেন এই কন্ঠে আবার জেগে উঠলো, এই ভাবে আরও মেধার বিকাশ হোক,,,,,, ধন্যবাদ তোমাকে,,।❤❤❤

  • @subalbiswas6091
    @subalbiswas6091 11 месяцев назад +5

    কবি মল্লিকা সেনগুপ্তকে আমার প্রণাম। আর বিশিষ্ট বাচিক শিল্পী মেধা বন্দোপাধ্যায়কে অভিনন্দন। এমন অসাধারণ কবিতা ও আবৃত্তি ক্ষীনকায় মানুষের দেহে প্রাণ ফিরে আসবেই। উভয়ের জন্য শুভ কামনা রইলো। 10:27

  • @jaharlalpore9975
    @jaharlalpore9975 Год назад +5

    মেধার এমন আবৃত্তি মন পাগল করে দেয়, এমন সুন্দর আত্মনিবেদন, ভাবাই যায় না, অনেক অনেক শুভেচ্ছা রইল,

    • @jaharlalpore9975
      @jaharlalpore9975 Год назад

      বাচীক শিল্পী হিসেবে মেধাকে জানাই শতশত কুরনীশ, অপূর্ব

  • @LoveForNature5527
    @LoveForNature5527 9 месяцев назад +3

    হাজার হাজার বার শুনেছি তাও যেন এই কবিতাটি যতবার শুনি, স্তম্ভিত হয়ে যাই। মল্লিকা সেনগুপ্তকে প্রণাম জানাই আমার 🙏🙏💐💐.. আর মেধার যতোই প্রশংসা করি, কম পড়ে যায় ❤🙏💐

  • @SadekulKarimOfficial
    @SadekulKarimOfficial 5 месяцев назад +7

    একরাশ মুগ্ধতা...অভিনন্দন প্রিয় কবি মল্লিকা সেনগুপ্ত। অভিনন্দন প্রিয় কণ্ঠ মেধা বন্দ্যোপাধ্যায় ❤❤

  • @manoranjanghosh1445
    @manoranjanghosh1445 Год назад +3

    অসাধারণ পরিবেশন। মুগ্ধ হয়ে শুনলাম। যিনি লিখেছিলেন সেই মল্লিকা সেনগুপ্ত কে স্মরণ করি। চোখের জল বাঁধ মানছে না।

  • @manikbhattacharya6374
    @manikbhattacharya6374 2 года назад +11

    সত্যিই আমি বাকরুদ্ধ। আমি জানতাম না এই কবিতাটা জানতাম না।
    যখন মেধার কন্ঠে এই কবিতাটির আবৃত্তি শুনলাম , আমি কি বলবো, অনেকক্ষণ অমি কোথায় যেন হারিয়ে গেছিলাম।
    অপুর্ব কবিতা, তার থেকেও বড় মেধার PRESENTATION.........
    আরও আরও শুনতে চাই তোমার কন্ঠে আবৃত্তি।
    কি করে কর মা এত সুন্দর কবিতা পাঠ........
    আনেক অনেক উন্নতি কামনা করি........

  • @gurupadade2783
    @gurupadade2783 14 дней назад +1

    Asadharon asadharon very nice beautiful moments asadharon 🌲🌳🌳🌲🌲 khub bhalo laglo didi very nice ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mrinalsikder2236
    @mrinalsikder2236 Год назад +2

    অসাধারণ আপনার আবৃত্তি মুগ্ধ করেছে বাংলা ভাষা ও বাঙালির প্রাণ।

  • @khadizamonimeherpur9027
    @khadizamonimeherpur9027 Год назад +2

    এ আবৃত্তি তুলনাহীন। কী চমৎকার ভাব ভংগী।

  • @jabasarkar372
    @jabasarkar372 Год назад +1

    Apurbo......aroo sundor sabolil houk tomar Bachiki silpokola....aro o jwale uthuk tomar golai...protibaadi Lekhoker Kabita guli....👍💖💖.

  • @manishankarmridha5207
    @manishankarmridha5207 4 года назад +8

    মেধার তুলনা মেধা ই । অসাধারণ বাচনভঙ্গি । আমরা সবাই মুগ্ধ । তোমাকে জানাই হৃদয়ের গভীর ভালোবাসা। আর মল্লিকা সেনগুপ্ত আমাদের সবার প্রিয়। তাঁর জন্য আমরা গর্বিত।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 года назад

      ruclips.net/video/hxYYbZ6YMXs/видео.html

  • @namitachakraborty5084
    @namitachakraborty5084 Год назад +2

    অপূর্ব লাগল। যে রকম লেখা সে রকম আবৃত্তি। মন ভরে গেল। মেধা, তুমি আরো ভালো ভালো কবিতা recite করে শোনাও।

  • @manirulzaman7346
    @manirulzaman7346 Год назад +2

    বাহ!চমৎকার আবৃত্তি! মনটা জুড়িয়ে গেল।

  • @debibanerjee5243
    @debibanerjee5243 6 месяцев назад +3

    শুধুই একটু আনন্দ অশ্রুপাত করার জন্য এই কবিতাটি বারবার শুনি। প্রণাম মল্লিকাদি । প্রণাম মেধা বন্দ্যোপাধ্যায়।🙏🙏

  • @selimfazlurrahman3690
    @selimfazlurrahman3690 Год назад +3

    অসাধারণ! যেমন কবিতা, তেমনি তার আবৃত্তি! অশেষ ধন্যবাদ, মেধা বন্দ্যোপাধ্যায়।

  • @Phire_Dekha
    @Phire_Dekha Год назад +1

    বাকরুদ্ধ আমি...
    অসাধারণ, অপূর্ব, অনবদ্য. ❤❤❤

  • @nanditapal7563
    @nanditapal7563 5 месяцев назад +3

    শুনি শুনি কেবল শুনি। অমন দীপ্ত মায়াময় গলা আর দীপ্তিময় কলম কবি মল্লিকা সেনগুপ্তর। বড় তৃপ্তি। বড় শান্তি। বড় পাওয়া। বড় আপন ছায়া। 🍁🌻

  • @aratimaity6266
    @aratimaity6266 6 месяцев назад +2

    কবিতা টির যথার্থ পাঠ মনে গেঁথে গেল।

  • @evamondal2133
    @evamondal2133 Год назад +1

    অপূর্ব! মাঝেমাঝেই শিহরিত হচ্ছিলাম! আহারে দ্রৌপদী!

  • @sushantasaha6067
    @sushantasaha6067 Месяц назад

    এই কবিতার কোন তুলনা নেই।কোন প্রশংসাই যথেষ্ট নয়।অসাধারণ।

  • @mohidulislam6954
    @mohidulislam6954 2 года назад +15

    মেধার
    মেধাবী কিছু পাওয়া
    স্বাভাবিক!
    কিন্তু
    অবাক করার অনুমতি মেধাকে
    দেওয়া হয়নি !
    কবি কে চিনতাম না
    তবে পড়েছিলাম
    সুন্দর!
    বাংলাদেশ নামক একটা দেশ আছে
    সেখানে অনেক অনুরাগী আছে
    সুন্দর হোক পথ!

  • @niranjanmandal2395
    @niranjanmandal2395 2 года назад +12

    শব্দোচ্চরনে জীবন্ত হল বিষয় ।বহুবার শুনেও ইচ্ছে পূরন হয়না।দীর্ঘজীবী হোক
    মেধার মেধা ।

  • @kajalroy9610
    @kajalroy9610 6 месяцев назад +1

    পুরুষতন্ত্রের স্তম্ভে শক্ত করাঘাত ❤✊

  • @DeshPatrika
    @DeshPatrika 2 года назад +45

    মেধা বন্দ্যোপাধ্যায়ের শুধু একটি নাম নয়, আমাদের অহংকারও বটে!

  • @diptikumarbhattacharjea6375
    @diptikumarbhattacharjea6375 2 года назад +5

    মল্লিকার বাসে আমরা সবাই কমবেশি আসক্ত কিন্তু তাইতে যদি ' মেধা ' যুক্ত হয় তখন আসক্তি থেকে আকণ্ঠ নিমজ্জিত হয়ে চোখ বন্ধ করে মহাভারত কালে পৌঁছে দ্রৌপদীর কঠিন প্রশ্নের শানিত জবাব পাওয়ার চেষ্টা করি। এক কথায় 'মেধা' তুমি লা-জবাব। তুমি যখন দ্রৌপদীর কথায় সোচ্চার হচ্ছিলে মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতির সঞ্চার হচ্ছিল। যেমন মল্লিকার কলম তেমনই তোমার কণ্ঠের চলন; দুয়ে মিলে মিশে একাকার। অনেক ভালবাসা নিয়ো। ধন্যবাদ।

  • @manojchakraborty7816
    @manojchakraborty7816 8 месяцев назад +1

    অসাধারণ।শুনতে শুনতে কোথায় যেনো হারিয়ে গিয়েছিলাম।

  • @minumandi9818
    @minumandi9818 2 года назад +6

    কতবার শুনেছি।তবু আরো শুনতে ইচ্ছে করে।তুমি অসাধারণ মেধা।ভালোবাসা তোমাকে।

  • @debibanerjee5243
    @debibanerjee5243 3 месяца назад

    যতবার শুনি ততবারই ভাল লাগে। প্রণাম ❤❤

  • @sarmisthamajumder2488
    @sarmisthamajumder2488 7 месяцев назад +1

    ❤❤❤❤ Apurbo.......asadharon ❤❤❤❤❤❤

  • @gitabhattacharya478
    @gitabhattacharya478 2 года назад +3

    অপূর্ব অসাধারণ লেখনী ও সুন্দর আবেগময় কণ্ঠস্বরে দূর্দান্ত আবৃত্তি।
    ভীষণ ভাল লাগল মুগ্ধ হলাম শুনে। ❣️❣️

  • @pujaslifestyle8671
    @pujaslifestyle8671 6 лет назад +12

    অসাধারণ হৃদয়স্পর্শী আবৃত্তি এবং কবিতা। আপনি নতুন করে জানাতে পারলেন ভারতবর্ষে আধুনিকতা এবং নারীচেতনার ছোঁয়া লেগেছে। অসাধারণ!

  • @alavu263
    @alavu263 Год назад +2

    মনে হচ্ছে তোমার আবৃত্তির জন্যই এই কবিতা লেখা হয়েছে। খুবই ভালো উপভোগ করলাম। ধন্যবাদ দিদি আমি সৌদি আরব থেকে আলাউদ্দিন শেখ

  • @-kanthokakali3674
    @-kanthokakali3674 3 года назад +25

    আমি স্তম্ভিত...... এই মুহূর্তে আর কিছু লেখার ক্ষমতা নেই..... কবি মল্লিকা সেনগুপ্তকে প্রণাম.... আর আপনার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা...... আমি আপ্লুত

    • @pritydas7204
      @pritydas7204 2 года назад

      অসাধারণ লেখা এবং আবৃত্তি। আমি মুগ্ধ,আমি স্তম্ভিত।

    • @debibanerjee5243
      @debibanerjee5243 2 года назад

      অসাধারণ। কিছু বলার ভাষা হারিয়ে গেছে।

  • @dr.hiranmaypurkayastha2655
    @dr.hiranmaypurkayastha2655 3 года назад +8

    সত্যি মেধা দি, আপনার আবৃত্তির যতই প্রশংসা করা যায়, শুধু মনে হয় কিছুই যেন প্রকাশ করে বলে উঠতে পারলাম না।
    আপনি চরিত্রের এতো বেশী গভীরে ডুবে যান.. সেজন্যই চরিত্রটা জীবন্ত হয়ে উঠে। অসাধারণ লাগলো আপনার এই আবৃত্তি। আরো অনেকের মত আমিও আপনার আবৃত্তির একজন গুণগ্রাহী ভক্ত।

    • @anupamajana3909
      @anupamajana3909 2 года назад

      Hii

    • @ajitkumarpal-writer9898
      @ajitkumarpal-writer9898 2 года назад

      মেধার কন্ঠ আপ্লুত করে হৃদয়ের তটভূমি । ভাসিয়ে নিয়ে যায় আবেগের খরস্রোতা কুলে । কবিতা জীবন্ত হয়ে হাত ধরে । শ্দ্ধা কবি ও কাব্যপাঠিকা'কে ।

  • @zahidulislam-qz9in
    @zahidulislam-qz9in 2 года назад +5

    কোন প্রশংসায় যথেষ্ট নয়। যেমন কবিতা তেমনি আবৃত্তি। অসাধারণ দিদি।

  • @pradipbiswas2448
    @pradipbiswas2448 3 года назад +9

    অপূর্ব।অপূর্ব।বেঁচে থাকুন অসহায় মা'দের জন‍্য।কবিতা পাগলদের জন‍্য।নারী-পুরুষ বৈষম‍্য দূর করার জন‍্য। পুরুষ তোমাকে দেখে বলুক, মা আমার,জননী আমার বলে ডাকুক।---------------

  • @limonpaul8736
    @limonpaul8736 2 года назад +11

    আহা ঘরে কৃষ্ণ এসে দাড়ালো
    শুনেই গা শিউরে ওঠে ❤️🙏

  • @tusharray7399
    @tusharray7399 2 года назад +1

    চোখে জল, আর বুকের ভিতর এক কাঁপুনি নিয়ে শোনা শেষ করলাম।

  • @arpitarjagot
    @arpitarjagot Год назад +2

    মুদ্ধ হয়ে শুনতে শুনতে শিউড়ে উঠছিলাম। অতুলনীয় পরিবেশন।🙏🏻❤️

  • @SHYAMALBANDYOPADHYAY
    @SHYAMALBANDYOPADHYAY 3 года назад +6

    আপনার পরিবেশন করা কবিতা আবৃত্তি এক অদ্ভুত শিহরণ জাগায় মনে। যত ভালো কবিতা, তত ভালো আপনার বাচন ভঙ্গি ও কন্ঠের জাদুকরি ওঠা নামা। আশ্চর্য হয়ে যাই আপনার স্মৃতি শক্তি দেখে, এত বড় একটা কবিতা কি অনায়াসে আবৃত্তি করে গেলেন। দারুন, অনবদ্য।👌👌🙏🙏

  • @monikadan1051
    @monikadan1051 2 года назад +3

    অসাধারণ,চোখে জল ,কণ্ঠ যেনো আগুন ছড়ালো,বলার মত ভাষা পাচ্ছিনা

  • @abantikadas3689
    @abantikadas3689 7 месяцев назад +1

    অপূর্ব অসাধারণ🙏🙏

  • @lilymajumder7920
    @lilymajumder7920 5 месяцев назад

    কতবার যে শুনেছি, যে কোনো কবিতার অন্তর্নিহিত অর্থ ছবির মতো ফুটিয়ে তুলতে পারেন একমাত্র আপনিই 🙏🏼🙏🏼🙏🏼

  • @samaptiroy4193
    @samaptiroy4193 3 года назад +59

    বোন, তোমার আবৃত্তিতে আমার বান্ধবীর লেখা প্রাণপেলো। আমার মতে তুমি শ্রেষ্ঠা ও সুন্দর তোমার জয় হোক।এই দিদির কথা মনে রেখো ভালো থেকো।❤️❤️❤️❤️❤️

  • @ShibaniLodh-t5k
    @ShibaniLodh-t5k Год назад +1

    Ami mantro mugdher mato hoye sudhui Ber Ber sune jachi.....asadharon ....samostotai

  • @Jagodishmistry-c3f
    @Jagodishmistry-c3f Год назад

    আমি মুগ্ধ হয়ে গেছি দিদি। শুভকামনা রইলো দিদি

  • @tandrammukherjee3612
    @tandrammukherjee3612 2 года назад +8

    কবির লেখনীকে মূর্ত করার, অসাধারণ ক্ষমতা: ঈশ্বর নিজে তোমায় দান করেছেন। শাশ্বত হোক তোমার এই পরম সম্পদ। সুস্থ থেকো প্রতিদিন দেহে ও মনে: জীবনের দীর্ঘ চলার পথে।

  • @tanushreechakraborty2120
    @tanushreechakraborty2120 6 лет назад +15

    কবিতা টা অসাধারণ, আর আপনার আবৃত্তি খুব খুব সুন্দর..

  • @dantesengupta6219
    @dantesengupta6219 4 года назад +12

    মল্লিকা সেনগুপ্তের কলমনিঃসৃত " দ্রৌপদীর কাতর আর্তির প্রকাশ " -- তোমার অনির্বচনীয় বাচনিক কন্ঠস্বরে ও ভঙ্গিতে lucidly তার আবৃত্তি --- এককথায় অনবদ্য ।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 года назад

      ruclips.net/video/hxYYbZ6YMXs/видео.html

  • @KalyaniBej
    @KalyaniBej 10 месяцев назад +1

    অসাধারণ তোমার কবিতা পাঠ ধন্যবাদ

  • @dr.suchandramitrachaudhury9607
    @dr.suchandramitrachaudhury9607 2 года назад +1

    অসাধারণ! যেমন লেখনি তেমন পাঠ। মুগ্ধ হয়ে গেলাম।👌👌👌

  • @tanusrisarkar8297
    @tanusrisarkar8297 Год назад +1

    যতবার ভগবানের লীলার কথা শুনি,ততবার চোখ অশ্রুসিক্ত হয়।

  • @BabulKhan123-hc2wk
    @BabulKhan123-hc2wk Год назад +1

    আমি একজন বাংলাদেশী।আমার একমাত্র সন্তান মেয়ে।যখন আমার মেয়ে কথা বলা শুরু করেছিল তখন থেকেই আবৃত্তির হাতেখড়ি। দীর্ঘ ২৫/২৬ বছর আবৃত্তির সাথে জড়িত। এজন্য আমি ও ওর মা অনেক আবৃত্তি শুনেছি। সত্যি আপনার আবৃত্তি আমাদের খুব ভালো লাগে।আর আপনার কবিতা নির্বাচন আরো বেশি ভালো। শুভ কামনা রইলো আপনার জন্য। ভালো থাকুন ও আরো ভালো আবৃত্তি আশাকরি।

  • @pranabkumarbandyopadhyay795
    @pranabkumarbandyopadhyay795 Год назад

    ভীষন ভালো লাগলো আপনার পরিবেশন। আন্তরিক অভিনন্দন আপনাকে দিদিভাই।

  • @sandipabhattacharya6998
    @sandipabhattacharya6998 2 года назад +14

    মেধার কবিতা শুনলে এতটাই গভীরে ঢুকে যাই যে মন কে বাস্তবে ফিরিয়ে আনতে সময় লাগে....আমার অসম্ভব প্রিয় একজন শিল্পী....❤️🙏🏼❤️

  • @aryanalif.8288
    @aryanalif.8288 4 года назад +2

    অসাধারণ কবিতা অসাধারণ আবৃত্তি.. আমি অভিভূত মেধা দি..
    লং লিভ🌷🌷🌷।

  • @ritamondal2686
    @ritamondal2686 3 года назад +2

    Kijy sundor kore apni bolyn ❤️❤️ R dekhty ki oporupa apni ❤️❤️❤️

  • @mukulpal6888
    @mukulpal6888 2 года назад +2

    অপূর্ব অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশনা,শুধুই মুগ্ধতা ❤❤❤❤

  • @DigiLodge2.0
    @DigiLodge2.0 3 месяца назад

    শুনি এবং বারবার শুনি...শুনতে ক্লান্তি নেই❤

  • @alipmitra3477
    @alipmitra3477 Год назад

    ভীষণ ভীষণ ভীষণ সুন্দর, ভালো থাকবেন বোন

  • @debibanerjee5243
    @debibanerjee5243 Год назад +2

    এই আবৃত্তি কতবার আপনার কণ্ঠে শুনেছি বলতে পারব না। এমন অনুভূতি প্রবণ নিবেদন দুর্লভ। প্রণাম জানাই।

  • @reflectivedice2407
    @reflectivedice2407 2 года назад

    Asadharan atuloniyo
    Lekhak o abrittikaar 🙏🙏👌👌

  • @mistubanerjee5893
    @mistubanerjee5893 4 года назад +5

    চোখে জল ধরে রাখা গেল না। অপূর্ব। আপনার কবিতা বার বার শুনতে ইচ্ছে করে। আমার প্রিয় শিল্পী আপনি।

  • @indranideb395
    @indranideb395 Год назад +7

    আমি বাকরুদ্ধ এতো সুন্দর আবৃত্তি এতো সুন্দর কবিতার শব্দ গুলো কি অপূর্ব 👌🙏🌹

  • @md.rajuahmed3670
    @md.rajuahmed3670 2 года назад +2

    আপনার কন্ঠে কবিতা জীবন্ত হয়ে উঠেছে।

  • @mantupadadas706
    @mantupadadas706 4 года назад +2

    অসাধারণ আবৃত্তি ও অসাধারণ কবিতা। চ্যানেলকে ধন্যবাদ এটি উপহার দেওয়ার জন্য।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 года назад

      ruclips.net/video/hxYYbZ6YMXs/видео.html

  • @biplabbiswas770
    @biplabbiswas770 6 месяцев назад

    আজও যাদের কবিতা শুনেছি, তুমি সেরা.

  • @tapankumarghosh6675
    @tapankumarghosh6675 2 месяца назад

    Apurba upasthapana! 💕🙏💕

  • @sarbanidey4769
    @sarbanidey4769 Год назад

    মুগ্ধ হলাম ! অনেক শুভেচ্ছা রইলো !

  • @arunchanda9590
    @arunchanda9590 8 месяцев назад

    🎉 খুব সুন্দর ভালো লাগলো
    আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভ সন্ধ্যা

  • @lipikadasgupta1312
    @lipikadasgupta1312 2 года назад

    Ausadharon,apnar bola kobita prothom sunlam,Amaro draupadi moto bidrohini hote echhe kore,kintu onek badha

  • @meghashritachakrabarty1320
    @meghashritachakrabarty1320 4 месяца назад +1

    কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার কবিতা শুনি, কিন্তু সব সময় মন্তব্য করতে পারি না। কারণ যা ই বলি, কম বলা হবে। আপনি সুস্থ থাকবেন। 🙏

  • @biswanathkar4287
    @biswanathkar4287 Год назад

    অসাধারণ. বার বার শুনতে ইচ্ছা করে।

  • @ferdousylucky2383
    @ferdousylucky2383 Год назад +1

    কি করে পারেন এভাবে সংলাপগুলো বলে যেতে? আমি অনেক বার চেস্টা করেছি, না কেঁদে কবিতাটা আবৃত্তি করতে - পারি নি। তাই বারবার আপনার কন্ঠে শুনি আর আমার বুক ভেঙে চোখে ঢল নামে। ভালো থাকবেন, প্রিয় বাচিক শিল্পী। ❤❤❤

  • @papiyapaul4783
    @papiyapaul4783 4 года назад +11

    দ্রৌপদীর যন্ত্রণা সীমাহীন।কবিতাটা শুনে জলে ভরে উঠল দুচোখ...

  • @protimaroy1286
    @protimaroy1286 3 года назад +2

    আপনার আবৃত্তি শুনতে শুনতে যেনো আমিও এক অন্য জগতে চলে গেছিলাম।অসম্ভব শ্রুতিমধুর হয়েছে আপনার কণ্ঠে লেখিকার কবিতা

  • @somenmaitra4098
    @somenmaitra4098 7 лет назад +7

    অসাধারণ এ কবিতা। অসাধারণ এ আবৃতি আধুনিক সমাজের পটভূমিতে।

    • @mrinalini9656
      @mrinalini9656 3 года назад

      ruclips.net/video/hxYYbZ6YMXs/видео.html

  • @jagabandhumukherjee2986
    @jagabandhumukherjee2986 Год назад +1

    অসাধারণ অসাধারণ অসাধারণ

  • @laxmidebnath9961
    @laxmidebnath9961 2 года назад

    Darun, darun,choke jal asegalo

  • @sucharitagupta4355
    @sucharitagupta4355 3 года назад +2

    যেমন কবিতা তেমন আবৃত্তি।অসাধারণ। ভাষাহীন।

  • @frenzyfoodiesbypoppy2091
    @frenzyfoodiesbypoppy2091 2 года назад

    Apurbo lekhon aar apurbo recitation.ami hariye giyechilam kobiter mpdhye.apurbo

  • @bharatigupta9261
    @bharatigupta9261 3 года назад +3

    এমন অসাধারন কন্ঠস্বর ই এই কবিতার উপযুক্ত।অনাবশ্যক আবহ নির্মাণে প্ৰকৃত আবৃত্তির রস উপলব্ধ হয় না।অবশ্য এটা আমার মত।যদি আপনি রবীন্দ্রনাথ এর "পথের বাঁধন" কবিতাটি আবৃত্তি করে শোনাতেন বড় আনন্দ পেতাম।

  • @mamatamukherjee7836
    @mamatamukherjee7836 2 года назад

    Ki sundor prokash kabita 🙏

  • @rameschandramandal4990
    @rameschandramandal4990 2 года назад

    অসাধারণ। মনে হলো,চাক্ষুষ করছি সেই অভিশপ্ত মুহূর্তকে।

  • @AnirudhyaMazumdar
    @AnirudhyaMazumdar 3 года назад +6

    বহুদিন পরে আবার শুনলাম, ... সত্যিই একটা অদ্ভুত অনুভূতি হয়...

  • @pundarikakshahazra2971
    @pundarikakshahazra2971 5 лет назад +5

    কণ্ঠ ভালো।বিষয়বস্তু চমৎকার।ধন্যবাদ।

  • @radhabase3894
    @radhabase3894 Год назад

    কতবার যে শুনলাম কি বলবো ।❤❤❤❤❤

  • @niyatibose3168
    @niyatibose3168 2 года назад

    Apurbo poribeshan Korlen!! Aaro shonar apekshai roilam!!

  • @madhabibanerjee8691
    @madhabibanerjee8691 2 года назад +1

    অপূর্ব, মুগ্ধ ❤❤

  • @malabikachatterjee6360
    @malabikachatterjee6360 4 года назад +17

    কবি ও আবৃত্তিকার কে শতকোটি প্রণাম🙏🙏

  • @siprachaudhuri5365
    @siprachaudhuri5365 2 года назад

    Khub bhalo laglo. Jemon lekha temoni tar avibyakti path er madhyme. Jeno chokher samone ekta natok dekhlam.

  • @tapassengupta8361
    @tapassengupta8361 3 года назад +4

    একজন পুরুষ হয়েও হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ❤️❤️❤️❤️

  • @shrabastimahanta6374
    @shrabastimahanta6374 6 лет назад +5

    এত বার শুনেছি কবিতাটা তবুও প্রতিবার একই রকম অনুভুতি হয় .........

  • @adyagooptu7406
    @adyagooptu7406 Год назад

    Asadharon Asadharon ❤

  • @leenarkobita
    @leenarkobita 3 года назад +3

    খুব ভালো লাগলো। শুভেচ্ছা💐

  • @sahanatroop7924
    @sahanatroop7924 2 года назад

    বরাবরের মতো অপূর্ব অপূর্ব.. মল্লিকাদির কথা মানবী অভিনয় করার ও করাবার সৌভাগ্য লাভ করেছিলাম। 🙏

  • @nirmalenduchakraborty7857
    @nirmalenduchakraborty7857 4 года назад +2

    আমার বয়স পঁচাশী। ইউ টিউবের আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানগুলোই আমার সঙ্গী। আপনার আবৃত্তিগুলো একাধিক বার শুনি।ভালো লাগে। কয়েকটি তো খুবই ভালো লাগে। আর তাছাড়া আপনার আবৃত্তির সমালোচনা করার সাহস বা যোগ‍্যতা আমার নেই। শুধু জানতে ইচ্ছে করে আবৃত্তি আর অভিনয়ে তফাৎ কোথায়! দুটোতেই তো আবেগ আছ, কন্ঠস্বরের অভিব‍্যক্তি আছে- আছে আবহ-সংগীতের মুর্ছনা।

    • @IndrajitSajib
      @IndrajitSajib  3 года назад +2

      নমস্কার, ভালো থাকবেন

  • @kandarpasarma4110
    @kandarpasarma4110 Год назад +4

    Your. Recitation is so impressing that easily comes tears from my eyes . thank u so much.

  • @meindia3996
    @meindia3996 Год назад

    mon chuye gelo.darun!