কবর পাকা করা কি জায়েজ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • আলোচনার বিষয়:
    পুলিশ প্রধানকে যে দায়িত্ব দিয়েছিলেন আলী (রাঃ) - শায়েখ ড. মোহাম্মাদ ইমাম হোসাইন | Dr. Imam Hossain
    কবর পাকা করা কি জায়েজ? কবর পাকা করা ইসলাম কী বলে? বুজুর্গদের কবরগুলো পাকা হলে কি জায়েজ? কবরের ওপর গম্বুজ নির্মাণ করার বিধান কি? কবরের ওপর মসজিদ নির্মাণ করা বিধান কি? কবর চুনকাম করা, পাকা করা, অথবা তার নিকটে মসজিদ নির্মাণ করা, ঝান্ডা টানানো, কোনো কিছু লেখা, কবরের উপর কুরআন পড়া ও কবর পাকা করা নিষেধ, কবর পাকা করা কি জায়েজ? কবরের উপর বাড়ি করা যাবে কিনা? কবর পাকা করা কি শিরক? কবর পাকা করা বা কবরকে সৌন্দর্যমন্ডিত কি হারাম? যদি হারাম হয় তবে রাসূল (ছাঃ)-এর কবর পাকা ও সুসজ্জিত হওয়ার কারণ কি?
    কবর পাকা করা ও সুসজ্জিত করা নিষেধ। জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) নিষেধ করেছেন, কবরে চুনকাম করতে, এর উপর লিখতে এবং একে পায়ে পদদলিত করতে (তিরমিযী হা/১০৫২ প্রভৃতি; মিশকাত হা/১৭০৯)। আর এই নির্দেশের কারণে রাসূল (ছাঃ)-এর মূল কবর পাকা করা হয়নি। বরং পাকা করা হয়েছে তাঁর ঘরের দেয়াল। যেহেতু আয়েশা (রাঃ)-এর ঘরকেই রাসূল (ছাঃ)-এর কবরস্থান বানানো হয়, সেহেতু এটি সরাসরি কবর নয়। আর সুসজ্জিত করার বিষয়টি পরবর্তী যুগের শাসকদের কাজ, যার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৫/৩৮৮-৩৮৯; উছায়মীন, আল-কাওলুল মুফীদ ‘আলা কিতাবিত তাওহীদ ১/৩৯৮; মাজমূ‘ ফাতাওয়া ২/১৮০-১৮১ ও ৯/৩২১)।
    আলোচক:
    শাইখ ড. মোহাম্মাদ ইমাম হোসাইন | Dr. Imam Hossain
    পিএইচডি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
    সহকারী অধ্যাপক, জাতীয় বিশবিদ্যালয়, গাজীপুর।
    খতিব, নদ্দা সরকারবাড়ী মসজিদ ও উত্তরা বায়তুন নূর জামে মসজিদ।

Комментарии • 1