সতর্কতামূলক ৫ মিনিট দেরি করে ইফতার করা - শাইখ ড. মোহাম্মাদ ইমাম হোসাইন | Dr. Imam Hossain

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • আলোচনার বিষয়:
    হাদীছে দ্রুত ইফতার করতে বলা হয়েছে। আবার সময়ের আগে ইফতার করার কঠিন শাস্তি বর্ণনা করা হয়েছে। আমাদের করণীয় কী? তাড়াতাড়ি ইফতার করারর তারগীব প্রদান বা উৎসাহ ও তাড়াতাড়ি ইফতার করতে বলার কারণ কি? তাড়াতাড়ি ইফতার না করলে কি কোন গুনাহ আছে? বর্তমান ক্যালেন্ডার বা ফাউন্ডেশন কর্তৃক সময় নির্ধারন করে যে কার্ড দেওয়া হয় সে ভিত্তিতে ইফতার করলে কি কোন ক্ষতি আছে? ৫ মিনিট কি খুব দেরি হয়ে যায় বলে কি বলা যাবে? পূর্ণ সতর্কতার পরেও তাড়াতাড়ি করতে গিয়ে যদি সময়ের একটু আগে ইফতার করা হয়ে যায় তবে কি কোন সমস্যা আছে? কিছু মুসলিম আছে দেরি করে ইফতার করে এটা কি ঠিক? ইফতার অর্থ কি? ইফতারের বিধান,দেরিতে ইফতার করলে কি রোজা নষ্ট হয়ে যাবে? ইফতার সূর্য ডোবার সাথে সাথে করতে হবে? ইফতারের সঠিক সময় কখন? সূর্যাস্তের পর কয়েক মিনিট দেরিতে ইফতার করা কি সুন্নাহ্‌? ইফতার কি সূর্যাস্তের সাথে সাথে না আজানের পরে করতে হয়? ইফতার সাহরিতে মারাত্মক যে ভুল সবাই করে, সঠিক সময়ে ইফতার করার গুরুত্ব, কিভাবে সঠিক সময়ে ইফতার করবেন? ইফতার কি আজান শুনে করতে হবে, নাকি সময় হওয়ার সাথে সাথেই করতে হবে? সেহরি কর দেরি করে, ইফতার কর তারাতারি, সতর্কতা জন্য ইফতার দেরিতে করা যাবে কি? যে কারনে আযানের আগে ইফতার করতে বলেছেন।
    নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) আমাদেরকে সত্বর ইফতার করতে নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে, তাতে আমাদের মঙ্গল আছে। তিনি বলেন, ‘‘লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে, যতক্ষণ তারা (সূর্য ডোবার পর নামাযের আগে) ইফতার করতে তাড়াতাড়ি করবে।
    যেহেতু ইয়াহুদ ও খ্রিষ্টানরা রোযা রেখে দেরী করে ইফতার করে, তাই তিনি আমাদেরকে তাদের বিরুদ্ধাচরণ করতে আদেশ দিয়েছেন। তিনি বলেন, ‘‘দ্বীন ততকাল বিজয়ী থাকবে, যতকাল লোকেরা ইফতার করতে তাড়াতাড়ি করবে। কারণ, ইয়াহুদ ও খ্রিষ্টানরা দেরী করে ইফতার করে। বিস্তারিত পড়ুনঃ www.hadithbd.co...
    সুন্নত হচ্ছে- অবিলম্বে ইফতার করা; অর্থাৎ সূর্য ডোবার অব্যবহিত পরেই ইফতার করা। বরং তারাগুলো উদিত হওয়া পর্যন্ত দেরী করা ইহুদীদের কর্ম এবং শিয়া রাফেযি সম্প্রদায় তাদেরকে অনুসরণ করে আসছে। তাই ইচ্ছাকৃতভাবে ভালভাবে সন্ধ্যা হওয়ার জন্য দেরী করা রোযাদারের জন্য বাঞ্ছনীয় নয়। এমনকি আযান শেষ হওয়া পর্যন্তও বিলম্ব করা ঠিক নয়। কারণ এর কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ নয়।
    সাহল বিন সাদ (রাঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা অবিলম্বে ইফতার করবে"।[সহিহ বুখারী (১৮৫৬) ও সহিহ মুসলিম (১০৯৮)] বিস্তারিত পড়ুনঃ islamqa.info/b...
    আলোচক:
    শাইখ ড. মোহাম্মাদ ইমাম হোসাইন | Dr. Imam Hossain
    পিএইচডি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
    সহকারী অধ্যাপক, জাতীয় বিশবিদ্যালয়, গাজীপুর।
    খতিব, নদ্দা সরকারবাড়ী মসজিদ ও উত্তরা বায়তুন নূর জামে মসজিদ।

Комментарии • 3

  • @user-gv4wc1hn1k
    @user-gv4wc1hn1k 5 месяцев назад

    জাজাকাল্লাহ খাইরান

  • @accoutingtubebd209
    @accoutingtubebd209 5 месяцев назад

    মাশা-আল্লাহ