Hello brother, assalamualikum. I believe supernatural things. But I don't how one human being can get experience of something supernatural. Because we can see only 3 dimensional Universe and at the same time we are living in a 4 dimensional Universe. Allah add the Time and Law in such a manner that we cannot imagine to separate Time from the rest of the 3 dimensional Universe. Even, we cannot imagine to ignore or overcome any Law of Nature. It is only the Allah, who is only the wise and can play with Thousand dimension. - - -
আগে মানুষ খুবই সহজ-সরল, পরিচ্ছন্ন জীবন যাপন করতেন, খুবই পরহেজগার হতেন, আল্লাহ কে ভয় করতেন তাই ওনারা এ রকম মৃত্যুকে দেখতেন, ভয় পেতেন না। আল্লাহ ওনাদের বেহেশত নসীব করুন।
আংকেল আমার মায়ের নানীর মৃত্যু অনেকটা আপনার আত্নীয়ার মতো। বয়োবৃদ্ধ হওয়ার কারনে বড় মা একা খুব একটা চলাচল করতে পারতেন না। মৃত্যুর দুইদিন আগে থেকে উনি খাওয়া কথা প্রায় বন্ধ করেন দেন। এর মধ্যে তিনি হঠাৎ করেন সুস্থ্যবোধ করেন এবং উঠে ওজু নামাজ আদায় করে শুয়ে পড়েন। উনি এরপর শেষ নিশ্বা:স ত্যাগ করেন। আল্লাহ ওনাকে জান্নাত দান করুক।
কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি,,, কথাগুলো অনেক ভালো লাগলো ইমান বাড়ানোর ঘটনা,,, জাজাকাল্লাহ খাইরান,, আল্লাহ তায়ালা আমাদের সকলকে ঈমানি শহিদী মৃত্যু দান করুন,,,
*আমার নাম হাসান বিগত কয়েক বছর ধরে আমি খুব depression এ ছিলাম আজকের ভিডিও দেখে আমার অনেকটা ভালো লাগছে seriously life is too short । আপনাকে অনেক ধন্যবাদ আমি সত্যিই আজকে অনেক ভালো বোধ করছি
Always deep love and respect my sweet brother 1/2 মাস হলো আপনাকে দেগছি। আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আমি বিক্রমপুরের মানুষ। ঢাকায় বড় হয়েছি। বিক্রমপুরের মানুষ কে আমি প্রচণ্ডভাবে অপছন্দ করতাম। আপনাকে দেখে সে ভুল আমার ভাংতে শুরু করেছে। মানুষের মাঝে যতটা মানবিকতা থাকা প্রয়োজন তার 95% আপনার মধ্যে আছে। মানুষকে এমনই হতে হয়। আপনার আরো সুন্দর জীবন কামনা করছি। আপনার সব কাজে মহান আল্লাহর উপর ভরসাও আমাকে মুগ্ধ করেছে।
@@AdventureTube21 thanks. আপনার জনপ্রিয়তার সবচাইতে প্রধান কারন হচ্ছে, আপনি যেমন মানুষ ঠিক তেমন ভাবে নিজেকে উপস্থাপন করেন। কোন কৃত্রিমতা নেই। যাকে বলে সহজ সরল, এই সাবলীল উপস্থাপনা আপনাকে মানুষের মনে গ্রহণযোগ্যতা দিয়েছে। ছোট একটা বিষয়কে আপনি চমৎকার করে বলেন যা সবাই পারেনা। এবং অনেক সময় ধরে তা নিয়ে কথা বলতে পারেন। আপনি মানুসিক রোগের ডাঃ হলে বহু মানুষ উপকৃত হতো। শেষ বিচারের দিনে সেই মানুষের হিসাব সহজ হবে যার ব্যবহার সুন্দর। আপনি মনে হয় তাদেরই একজন। অনেক দোয়া থাকলো আপনার জন্য।
আপনার এ ভিডিও থেকে একটি বিষয়ের ব্যাখ্যা পেলাম - আমরা পশু জবাই ও জীবন্ত মাছ কাটার বিষয় চিন্তা করে তাদের ব্যথা পাবার বিষয়ে চিন্তা করতাম, আপনার আশেপাশের সবাই আপনার পা ছোড়াছুড়ি দেখছে অথচ আপনি তখন নিজে ডুবে আছেন চরম শান্তির এক ঘুমে।......আমার ছোট বোন ক্লাস টু তে ফাইনাল পরীক্ষা দিয়ে এক বিশেষজ্ঞ ডাক্তারের ভুল চিকিৎসায় ইন্তেকাল করার দিন সন্ধ্যা থেকে অনেক সুগন্ধ ও ফুল নিয়ে এক সুন্দর বয়ষ্ক মানুষ ঘরে অবস্থানের কথা বলছিল, রাত 12 টার কিছু আগে সে ইন্তেকাল করে।...এ সুন্দর ভিডিওটির জন্য অনেক ধন্যবাদ আপনাদের। মহান আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে বেশী করে নেক কাজ করার তৌফিক দান করুন।
সত্যি আংকেল আপনার কথা শুনে আমার বাবার কথা মনে পরে গেল চোখের জলকে দরে রাখতে পারলাম না।কারণ আমার বাবাও মৃত্যুর আগে কেমন জানি কেমন কেমন নিজেকে সামলাতে পারছেন না।এমন দেখলাম আমি বাবা বাবা ডাকলাম অনেক বার কিন্তু চোখ দিয়ে পানি পড়লো বাবার আর চোখটা খোলা ছিলো।কোনো সারা দিলো না। ডাক্তার বললেন মারা গেল হার্ট এ্যাটাক।পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক এই পার্থনা করি আংকেল।
আসসালামু আলাইকুম ফারুক ভাই. আমি নজরুল টরন্টো থেকে. মৃত্যুর অনুভূতি নিয়ে আপনার পর্বটি ছিল অসাধারণ. আপনাকে অসংখ্য ধন্যবাদ. মানুষের জীবনের নির্যাস রু হ কোথায় থাকে কেউ বলতে পারে. দু বছর আগে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল তিন ঘন্টার জন্য আহাট টা বন্ধ ছিল মেশিনে চালিয়েছিল রক্ত চলাচল. একমাত্র আল্লাহই জানে আমাদের শরীরে কোথায় আমাদের রূহ থাকে আমারও অভিজ্ঞতা হয়েছে মৃত্যু নিয়ে ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হলে বলব. আমাকে অজ্ঞান করার পরে যখন জ্ঞান ফিরেছে আমিও ফিরে আসতে চাইনি. সেই দীর্ঘ ঘুমে ছিল বেহেশতের শান্তি. আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুন. এই দুনিয়া থেকে চলে যেতে হবে এটাই সবচেয়ে বড় সত্য এই কথাটা যদি সবাই বুঝতো তাহলে পৃথিবীতে এত হানাহানি হতো না . এই দুনিয়ার সবকিছু ফেলে রেখে শূন্য হাতে চলে যেতে হবে আল্লাহ আমাদের ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন. আপনার ও আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ আপনাদের ভালো রাখুন. আপনার ভিডিওগুলি ইদানীং রেজুলেশন খুব ভালো
Walaikum assalam. এই আত্তা বা রুহ খুঁজতে খ্রিস্টিয়ান ও ইহুদি বিজ্ঞানীরা অনেক গবেষনা করেছে। কিন্তু নিশ্চিত ভাবে কিছুই বের করতে পারে নাই। পারবে বলেও মনে হয় না। আশা করি আপনি ভাল আছেন? অনেক ধন্যবাদ। জাজাকাললাহ খাইরান।
হ্যা, আপনার কথার সাথে আমার নানুর মৃত্যুর অনেকটাই মিল আছে,, আমার নানুর মৃত্যুর দিন তিনি সবাইকে বলেছিলেন যে যদি তিনি যদি মারা যান তাহলে কেউ যাতে কান্নাকাটি না করে এবং মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি তার প্রতিবেশী সম্পর্কে নানতি হয় যে একজন কোরআন এর হাফিজ তিনি তার কাছে যান এবং বলেন যদি আমি মারা যাই তুমি আমার জানাযা পরো,, তখন তারা হেসে বলেছিল কি বলছ এইসব তুমি মরবে কেন তুমি তো সুস্থ,, এরপর তিনি ঘরে ফিরে এসে কিছুক্ষণ পর মৃত্যু বরন করেন । 😭
আপনি আল্লাহর একজন ইমানদার বান্দা এতে কোন সন্দেহ নাই, এজন্যই আল্লাহ আপনাকে এই ধরনের অভিজ্ঞতা দিচ্ছেন যাতে আপনার মাধ্যমে অন্যের ইমান মযবুত হয়।আমার জন্যে দোয়া করবেন, May Allah bless you and your family.
আজ ২২ দিন হলো আমার মা মারা গেছে। একেবারে আমার চোখের সামনে। কিন্তু কিছুই করতে পারিনি ওনি ৪ বছর ধরে কথা বলতে পারেনি।খুব ই কষ্ট পেয়েছে।আপনার কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারিনি। দোয়া করি আপনার জন্য আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
আসসালামুআলাইকুম ভাইয়া মৃত্যু আমাদের প্রতিনিয়ত সামনে। বাসা হতে সুস্থ বাহির হয়ে লাশ হয়ে ঘরে আসে এমনি আমাদের জীবন, কোন গ্যারান্টি নেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন।।
আঙ্কেল, ভালো ও সত্য স্বপ্ন ওহীর অর্ধেক। এগুলো মহান স্রষ্টার পক্ষ থেকে দেখানো হয়। কেউ বুঝে, কেউ বুঝে না। অনুরোধ থাকলো আপনার জীবনের সুন্দর ও সত্য স্বপ্নগুলোকে পাবলিকলি না বলা। আমার মনে হয় সেটা আপনার জন্য উত্তম হবে। বলতে চাইলে সেটাকে গল্পের আকারে অন্য মানুষের রুপক অর্থে বলতে পারেন। আপনাকে ভালো লাগে তাই বললাম। নিরন্তর ভালোবাসা রইলো আপনার জন্য।
মুমিনের স্বপ্ন ওহীর ছেচল্লিশ ভাগের অংশ । খারাপ স্বপ্ন বলা নিষেধ । ভালো স্বপ্ন ও শুধুমাত্র নিতান্ত কাছের শুভাকাঙ্ক্ষীকে বলা যেতে পারে । ---রিয়াদুস সালেহীন
আমি আমার বাবাকে নিয়ে একটি স্বপ্ন দেখিছিলাম যে গাড়ির দরজা খুলে দেখি উনি গাড়িতে নেই তখন আমার ঘুম ভেঙ্গে যায়।স্বপ্ন টি দেখার ৩০ বা ৪০ দিন পর আমার বাবা মারা যায়।জানি না এর মাধ্যমে কি আল্লাহ আমাকে বাবা চলে যাওয়ার অাগাম বা্র্তা দিল কি না।আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক।
আদাব আব্বু ! আপনি খুব পবিত্র একজন মানুষ । সেই জন্য আল্লাহ আপনাকে পৃথিবী তে পাঠিয়েছে জান্নাত দেখানোর জন্য । তাই আপনি আপনার জীবদ্দশায় জান্নাত কে দেখতে পেলেন । আমার বাবা চলে গেছেন ১৬ বছর আগে , কিন্তু তার পরেও আমার বাবার সঙ্গে আমার এবং আমার কন্যার কথা হয়ে ছিল আমার ছেলে আজ ও অনুভব করতে পারে তার আদরের নানা কে । বাড়িতে তার উপস্থিতি আমাদের বুঝিয়ে দেয় , যে তিনি শরীর ছাড়লেও তাঁর আত্মা তার আদরের মেয়ে , নাতি ও নাতনি কে ছেড়ে যেতে পারেন নি । আপনার কাছে অনেক অনেক এই ধরনের ঘটনা শুনতে চাই । খুব ভালো থাকবেন , সুস্থ থাকবেন । খোদা হাফিজ ।❤️❤️❤️❤️❤️
আদাব আব্বু , কমেন্টের reply পেয়ে খুব ভালো লাগলো । আপনাকে একটা কথা জানানো হয়নি । যে আমার দাদী ছিলেন ঢাকা র মেয়ে , আর দাদাজী ছিলেন বরিশালের মানুষ । আমার বাবার জন্ম আসামে । কারণ যুদ্ধের সময় আমার বাবার সব আত্মীয় প্রায় জন ই আসামে চলে এসেছিলেন , কিন্তু দাদীর বাড়ির সবাই ঢাকা তেই থেকে গিয়েছিলেন।আমাদের ডাক্তারের খান্দান ।আমাদের বরিশালের বাড়ির নাম " ব্যানার্জী ভবন "।জানি না আজ বরিশালে সেই বাড়ি আছে কি না ! তাই জন্মসূত্রে আমি একজন বাংলাদেশী । যদিও আমার জন্ম আসামে । আমার এক বুয়া নিউজার্সি তেই থাকে । তিনি একজন singer . তার নাম মিতালী ব্যানার্জী ।বিয়ের পরে মিতালী ভৌমিক হয়েছে । কোনো দিন সুযোগ হলে তার গান শুনবেন আশা করি । খুব ভালো থাকবেন , সুস্থ থাকবেন । আল্লাহ হাফিজ ।
আমি একটা কোম্পানির একজন সিনিয়র সুপারভাইজার ছিলাম এবং পুরো প্রজেক্ট এর দেখাশোনা করতাম, সেই সময়ে আমি নিজের প্রতি খেয়াল করতাম না এমনও দিন যেতো খাওয়ার কথা ভুলে যেতাম কাজের জন্য দা দ্বায়িত্ব পালনের জন্য। আমি ছুটি কাটাতাম না মনে করতাম আমি না থাকলে হয়তো কাজ হবে না! ৫বছর এভাবে কাজ করার পরে আমি হঠাৎ খুবই অসুস্থ হয়ে পরি যে কারনে আমার কাজ করা আর সম্ভব হয় না আমি দেশে চলে আসি। এখনো কাজ চলছে এবং হয়তোবা আমার কথা কেউ মনেও রাখে নাই।
I heard same thing happened in Birmingham, a boy only 24 years died jumuah night (Friday) 19.2.21 had corona. Few days before he was discharged from hospital. The day he died told his mum he can see lots of people in his house but mum said no body in her home accept she and her son. My Allah accept him give jannathul ferdaus.
আল্লাহ্ র প্রশংসা করছি।আপনার বলা বাস্তব ঘটনাগুলোর মধ্যে মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় এবং চিন্তা-ভাবনা করার বিষয় রয়েছে।আমার মনে হয় এসব ঘটনা শুনতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার।যারা এসব ঘটনা শুনেও নিজেকে পাপ কাজ থেকে বিরত না রাখে এবং আল্লাহ্ র ওপর পূর্ণ বিশ্বাস না আনে,তাদের চেয়ে হতভাগ্য আর কেউ নেই।ঘটনাগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আংকেল চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে বিগ ফ্যান আছি।ঘটনা এমন ভাবে বলেছেন যেন আমি নিজে ফেস করতেছি।রুমমেট দেশে ব্যাক করেছে সো আজ থেকে আবার লাইট জ্বালিয়ে ঘুমোতে হবে বেশ কিছুদিন যেমনটি স্কুলের হোস্টেল লাইফে করেছি অজানা ভয়ে।মুখিয়ে থাকি আপনার ভিডিওর জন্য।ভালোবাসা অবিরাম।️❤
মৃত্যু নিয়ে আমার একটি অভিজ্ঞতা আছে ! আমার একবার তীব্র জ্বর হয়েছিল এবং 2থেকে 3 দিন কিছু না খেতে পাড়ায় এবং পরিবারের মানুষ খুবই অসচেতন থাকায় ঔষধ না খেতে পেরে শেষে রক্ত বমি হয়।তারপর একা একা এক ঘরে থেকে এমন একটা পর্যায়ে উপনীত হয়েছি যে আমার আশপাশে কে কি করছে বা বাহিরে কে কি শব্দ করছে সবই শুনতে পাচ্ছি কিন্তু আমি প্যারালাইজড এর মত ।শরীরে বিন্দুমাত্র এনার্জি ছিল না।আমি এতটাই অসুস্থ বোধ করছিলাম যে মনে হচ্ছিল আমি অসীম কোন জায়গায় সামান্য একটা বিন্দুমাত্র আমি যে একটা জীব সেটাও ভুলে গিয়েছিলাম।আর আমার খুবই যন্ত্রনা হচ্ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না, অসীম যন্ত্রনা । এই অবস্থা যখন কাটিয়ে উঠলাম তখন চোখ খুলে আমার সমস্ত শরীর অসুস্থতা দূর হয়ে গেল এবং আমি কিছুক্ষণের মধ্যে সুস্থতা অনুভব করতে লাগলাম।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ফারুক ভাই আপনার গল্প গুলো শুনলাম এবং আমি আল্লাহর কাছে এটা দোয়া করলাম আপনার নানী এবং আপনার মায়ের দাদি তাদেরকে জান্নাত নসিব করেন এবং সেই রকম আমার মৃত্যু যেন হয় আমি কামনা করি আল্লাহর কাছে এটা আমাদের শিক্ষণীয় বিষয় এবং কোন কোন বর্ণ নয় শোনা যাচ্ছে যে এটাই জান্নাতি মানুষের পরিচয়
আসালামুয়ালাইকুম ফারুক ভাই । আজকের পর্বটি আমার খুব ভাল লেগেছে । অতান্ত বিমোহিত ভাবে আপনার কথা শুনেছি । আমার মায়ের মৃত্যুর ঘটনার সাথে অনেক মিল রয়েছে । দোয়া করি মহান আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন । আমিন
সব সময় আপনার ভিডিও দেখি। আমার বাবা, মা নেই আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবার অনেক কিছুর সাথে আপনার মিল আছে। বিশেষ করে লাইফস্টাইল আমার বাবা আপনার মতো এরকম গুছানো ছিল জীবনকে অনেক ভালো বাসতো । অল্প দিনের মধ্যে আপনি কেমন যেন হয়ে গিয়েছেন চেহারার মধ্যে কেমন যেন লাগে। কিছু দিন আগে ও আপনাকে বয়সের মধ্যে ও ইয়াং লেগেছে। দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ্য রাখেন। আমি ইতালি থাকি দোয়া করবেন আসসালামুয়ালাইকুম
I was in New Jersey from february last to June, at that time i enjoyed your presentations. But this episode is best of all. Most valuable part of this video is the simple advice that you communicated as your realization. Thank you, keep well.
I am so glad you are still alive and doing great uncle alhumdulliah! My baba had a bypass and he was in a ventilator for two days. I can’t even imagine that scene anymore when I first saw him like that. Just a body lying down no sense nothing he didn’t know how much me and my sister cried sitting right next to him. Apnakeo amar babar motoi lage. Please take care of yourself I need you to come to Michigan so that I can meet you.
ফারুক ভাই, আপনার এই অভিজ্ঞতা যে কোন মানুষের চোখ খুলে দেবার পক্ষে যথেষ্ট! আমাদের জীবনে অপরের জন্ম এবং মৃত্যু সম্পর্কে বেশ কিছু না হলেও কিছু জানা যায় কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা? মহান আল্লাহ্ তো বলেই দিয়েছেন প্রত্যেককে একদিন না একদিন ম্রত্যুর আস্বাদন গ্রহণ করতে হবেই - কিন্তু সেই স্বাদ নিয়ে আবার এই জগতে ফিরে আসা -অকল্পনীয় ব্যাপার ! আশা করি এখন ভাল আছেন - বাকি জীবন ভাল থাকেন সে দোয়াই করি!
আপনার "২মিনিট জীবন-মৃত্যু সন্ধিক্ষণ"-এর বিবরণ শোনার সময় আমার অন্তর ভিন্ন কোন জগতে অবস্থান করছিলো মনে হচ্ছে। আমি আমার অবস্থান ভুলে গেছিলাম পুরোপুরি। জীবন ঘনিষ্ঠ এমন ঘটনার ভিতরবাহির চ্যাপ্টার মানুষের মাঝে মানুষের কল্যাণে শেয়ার করার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এমন ঘটনার কথা পরিষ্কার জানিয়ে দেয়, মাতৃগর্ভ ও পৃথিবীর জীবন যেমন সত্য জীবন-পরবর্তী-জীবন তেমনই সত্য। আজ যেটা অতিপ্রাকৃত বা আলৌকিক কাল সেটাই হবে প্রাকৃতিক বা লৌকিক জীবন। সরাসরি অভিজ্ঞতা একটি প্রত্যক্ষ বিজ্ঞান যা শেয়ার করা হলে মানুষের উপকার হবে এটা নিসন্দেহে বলা যায়। ভাল থাকুন, সুস্থ থাকুন।
আপনার নিজস্ব অভিজ্ঞতা সেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।আমি উপকৃত হলাম আপনার মতো একজন পবিত্র ও সৎ ব্যক্তিত্যের কাছ থেকে সত্যিকারের ঘটনা শুনে।আমার প্রার্থনা আপনি আরও অনেক দিন সুস্থ্য থাকুন ও পরিবারের সকল সদস্যদের নিয়ে আনন্দময় পৃথিবীর আনন্দ উপভোগ করুন।
ভাইয়া আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন । এইটা কাজে লাগান । আপনি হজ্ব করে না থাকলে হজ্ব করে ফেলেন । আমার জীবনের একমাত্র ইচ্ছা আমি যেন পবিত্র হজ্ব আদায় করে আল্লাহর দরবারে হাজির হতে পারি । আমিন সুম্মা আমিন ।
আমিও রোড accident এর পর এমন আরামের ঘুমে চলে গিয়েছিলাম আমার হাসবেন্ড আমাকে ডেকেছিল দূর থেকে এমন মনে হয়েছিল তারপর আমি ফিরে এসেছিলাম,এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। এটি ৯ বছর আগের ঘটনা।
আংকেল ঔইদিন আপনি পরকালে চলে যেতেন।কিনতু আপনার বিবি, আপনার জন্য অনেক দোয়া করেছে রবের কাছে। সেই দোয়াটাই কাজে লেগেছে।দোয়া এমন জিনিস মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়।আপনার হায়াত যদি ষাট বছর থাকে,।দোয়ার বদলে আল্লাহপাক আরও 20 বছর বাড়িয়ে দিবেন।
সকালের নাস্তা করে করে আপনার ভিডিওটি দেখছিলাম নাস্তার টেবিলে।তখন সত্যি মনে মনে ভাবছিলাম আপনার মত একজন মানুষের সাথে যদি আমার প্র্যাকটিক্যালি পরিচয় থাকতো কতইনা ভাল হত। আপনার কথা বলা গল্প গুলো সত্যি অসাধারণ। আমি আপনার অনেক অনেক ভিডিও দেখেছি। সবগুলোতে কমেন্ট করা সম্ভব হয়নি সময়ের স্বল্পতার কারণে। আপনার সেই ব্যক্তিগত ঘটনা ১ 981 সালে কোন একটা বাসায় বাসা শিফট করার সময় এক মহিলাকে হেল্প করেছিলেন সে আপনাদেরকে এক কাপ চা খাওয়ায়নি বিষয়টা আমাকে বেশ কষ্ট দিয়েছে। আমিষ দের গ্রাম নিয়ে যে ভিডিওটা করেছিলেন সেটাও দেখেছি আমি। আজকের গল্পটা সত্যি অবিশ্বাস্য । খুব ফিল করে বোঝার চেষ্টা করছিলাম । আপনার মায়ের দাদি নিঃসন্দেহে জান্নাতি ছিল। ভবিষ্যতে কোনো এক ভিডিওতে উনার সম্পর্কে আরেকটু বিস্তারিত বললে আমি খুশি হব।এরকম মৃত্যু সাধারণত সচরাচর দেখা যায় না শোনা যায় না। আপনার ছেলে দুটো সত্যিই ভাগ্যবান আপনার মত একজন বাবা পেয়েছেন
@@AdventureTube21 আসসালামু আলাইকুম, কমেন্টস দেখে বেশ খুশী হলাম যে পড়েছেন, যে আমি বাংলাদেশে থাকি রামপুরায়, যদি কখনো বাংলাদেশে আসেন অবশ্যই জানাবেন আমি দেখা করবো যদি আপনি সময় দিতে পারেন
Interesting. I think uncertainty is the most challenging aspect of our worldly life. Nice to hear you. Keep on sharing your unique experiences. Might help someone somewhere sometime...one never knows😊
আঙ্কেল আস্সালামুআলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরই আপনার সব পর্বগুলোর মধ্যে এই ধরণের পর্বগুলো বেশি পছন্দ করি, এইরকম আরো অনেক ঘটনার ভিডিও পাবার আশায় রইলাম, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইলো, আল্লাহ্হাফেজ 🥰
অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম।। খুব ভালো লাগলো।। ছোট ছোট অনেক কিছু আমরা জানি কিন্তু মাঝে মাঝে ভুলে যাই , তেমনই কিছু সাধারন জিনিস আপনি মনে করিয়ে দিলেন।। ধন্যবাদ ।।
আসসালামু আলাইকুম ভাইয়া। আশা করছি ভালো আছেন। গত ২৯ শে জানুয়ারী শুক্রবার দুপুর ১টা১৪ মিনিটে আমার আম্মা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তিনি যখন মারা যান তার মুখে একটা মিষ্টি হাসি ছিল। তিনি শুধু বলতেন তিনি চলে যাবেন তিনি আমাদের বাসায় থাকবেন না কিন্তু আমরা বুজতে পারি নাই। আমার আম্মার জন্য দোয়া করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুন ও নেক হায়াত দান করেন আমিন।
ফারুক ভাই আপনি জীবন কে অনেক ভালোবাসেন ,সেই সঙ্গে আপনার ফ্যামেলি কেও । আপনার গল্প গুলো শুনে অবিশ্বাস করছি না বরং জীবনের প্রতি ,ফ্যামিলির প্রতি আপনার ভালোবাসা কে অভিবাদন জানাচ্ছি । আপনি বুদ্ধিমান মানুষ ,এই গল্প আমাদের শুনিয়ে ভালো করেছেন ,এইসব ঘটনা গুলো আমাদের জীবন মুখী করবে ...আমেরিকার মত ভোগবাদী সমাজে থেকেও আপনি চিরন্তন ভাববাদী বাঙালী চেতনা বহন করে চলেছেন ,আপনাকে অভিবাদন । কিন্তু কি জানেন -আমরা যারা এই ভাববাদী সমাজের ভিতরে বাস করি, আমরা কিছু লোক আসলে টের পাই -এই ভাববাদ আসলে গরীবের ঘোড়া রোগ 😊
আমি সুদূর ভারতবর্ষের কোলকাতা শহর থেকে লিখছি। আপনি আপনার দুজন আত্মীয় এর মৃত্যু সম্পর্কে যে দুটো ঘটনা বলেছেন তা খুবই সত্য ঘটনা। এ কথা বলার কারণ আমার এক দিদির স্বামীর ক্ষেত্রে প্রথম ঘটনা ও আমার প্রিয় বন্ধুর মায়ের ক্ষেত্রে দ্বিতীয় ঘটনা ঘটেছিলো।
Thank you Sir your great sharing. I was suffering depression from last 8 years. But after see your video feel very relaxed and back some strength in my mind. Thanks again for sharing.
আপনি যত তারাতারি পারেন হজ করে নেন, আল্লাহ তাআলা কাছে মাফ চেয়ে নেন, বেশি বেশি আস্তাগফিরুআল্লাহ্ পরেন। আপনার বউ কে পদা শীল করেন। আল্লাহ্ তালা আপনাকে ঈমান এর পথে চলার জন্য সময় দিয়েছেন। আল্লাহ্ কে বেশী বেশী ডাকেন।
Mama,apni emon hasi-khusi manush...emotional kotha bartay amraow khubi emotionally attach hoiya gesi.Allah apnak er apner poriber k valo rakhun,Allah er rastay choler nek hedayat din......
Engrossing story Faruq Bhai. I have been quite fascinated with these ND experiences. Watched quite a few videos on these experiences. Quite a few years ago I read a book; I think the title was “Life After Life” and the author was an American cardiologist. He interviewed quite a few patients who were “clinically” dead for a few minutes but came back to life. And a few of them could recollect what happened in those moments when they were dead. And the common elements were that the soul comes out of the body and goes up to the ceiling and watches what the doctors/nurses were doing to his body. And then it flies thru a dark tunnel at warp speed; at the end of the tunnel he sees brilliant light as if 100 suns were blazing but the light doesn’t hurt his eyes; in the next instant he watches a replay of his own life events; he sees his dead relatives - in the shape of patches of clouds but he recognizes them and has a wonderful time. At one point he feels that he has work to do back home and returns and finds himself in hospital dead. By the way, a doctor friend went thru the same experience a few years back at BIRDEM and he was clinically dead for about 3-4 minutes. Finally, a quote by Edward FitzGerald... “Strange, is it not? that of the myriads who Before us pass'd the door of Darkness through, Not one returns to tell us of the Road, Which to discover we must travel too.” My apologies for this long tirade. Keep well and stay safe, God willing.
Very heart touching ur life story. Before my dad die I see dream very real. Ofcross Allahtala knows better, also he help us for everything easy path. Take care all.
নিয়মের মাধ্যমে এসেছি আবার একইভাবে চলে যেতে হবে বাধ্যতামূলক। অতএব সৃষ্টি কর্তা একজন অবশ্যই আছেন যিনি আমাদের কে পরিচালনা করছেন । তাই এই পৃথিবীতে ভালো কাজটি শুধু থাকবে চিরকাল। ধন্যবাদ স্যার।
আসসালামু ওয়েলেকুম! ভাইয়া! সত্যি Snow দিয়ে ঢাকা সব কিছু খুবই সুন্দর লাগে দেখতে! আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মৃত্যু থেকে ফিরে আসা অনুভব শেয়ার করার জন্য! ভালো থাকবেন! অনেক অনেক দোয়া রইল!❤️
Hello brother, assalamualikum.
I believe supernatural things. But I don't how one human being can get experience of something supernatural. Because we can see only 3 dimensional Universe and at the same time we are living in a 4 dimensional Universe. Allah add the Time and Law in such a manner that we cannot imagine to separate Time from the rest of the 3 dimensional Universe. Even, we cannot imagine to ignore or overcome any Law of Nature. It is only the Allah, who is only the wise and can play with Thousand dimension. - - -
এক্সেলেন্ট ভাই।
Qkh
Ok
Near death experience of Dr. Eben Alexander can ring a bell.
1qqqq1
আগে মানুষ খুবই সহজ-সরল, পরিচ্ছন্ন জীবন যাপন করতেন, খুবই পরহেজগার হতেন, আল্লাহ কে ভয় করতেন তাই ওনারা এ রকম মৃত্যুকে দেখতেন, ভয় পেতেন না। আল্লাহ ওনাদের বেহেশত নসীব করুন।
Ameen. Thank you dear 🥰
ভিডিওটিতে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। মৃত্যুর প্রস্তুতির শিক্ষা। আল্লাহ আমাদের পৃথিবীর জীবনের সুন্দর সমাপ্তি দান করুন। আখেরাতে সফলতা দিন। আমীন।
Thank you 🥰
Ameen
অাপনি অামার বড় ভাইয়ের মতো,তাই বড়ভাই বলছি,,,,,যেহেতু অাপনি নতুন একটা জীবন পেয়েছেন, তাই যতো দিন পারেন,এভাবেই ইসলামি দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌছে দিবেন।
আংকেল আমার মায়ের নানীর মৃত্যু অনেকটা আপনার আত্নীয়ার মতো। বয়োবৃদ্ধ হওয়ার কারনে বড় মা একা খুব একটা চলাচল করতে পারতেন না। মৃত্যুর দুইদিন আগে থেকে উনি খাওয়া কথা প্রায় বন্ধ করেন দেন। এর মধ্যে তিনি হঠাৎ করেন সুস্থ্যবোধ করেন এবং উঠে ওজু নামাজ আদায় করে শুয়ে পড়েন। উনি এরপর শেষ নিশ্বা:স ত্যাগ করেন। আল্লাহ ওনাকে জান্নাত দান করুক।
কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি,,,
কথাগুলো অনেক ভালো লাগলো
ইমান বাড়ানোর ঘটনা,,, জাজাকাল্লাহ খাইরান,,
আল্লাহ তায়ালা আমাদের সকলকে
ঈমানি শহিদী মৃত্যু দান করুন,,,
Ameen. Jajakallah Khairan.
পৃথিবী আসলেই মূল্যহীন, শুধু ভালো কাজেরই যথাযথ মূল্য পাবে পরকালে মহান আল্লাহ পাকের কাছে।
💕🥰
✅👉💓
@@AdventureTube21 🙏🤲.
Hare Krishna Radhe Radhe
*আমার নাম হাসান বিগত কয়েক বছর ধরে আমি খুব depression এ ছিলাম আজকের ভিডিও দেখে আমার অনেকটা ভালো লাগছে seriously life is too short । আপনাকে অনেক ধন্যবাদ আমি সত্যিই আজকে অনেক ভালো বোধ করছি
শুনে খুব খুশী হলাম। ধন্যবাদ 🥰
এসব গল্প শুনলে আল্লাহর প্রতি ঈমান বেড়ে যায়।
💕
@@AdventureTube21 - Beshi beshi mangsho ar chorbi khaya vhai mone hoy ekta arame ghum disilen ar shobai mone korse apne moyra gesen....just kidding
@@AdventureTube21 একটু কথা বলার সময় হবে প্লিজ?
@@AdventureTube21 বিশেষ দরকার ছিল
@@halimvlogtourtravel8483 You can email me. Thank you. adventureTube21@gmail.com
Always deep love and respect my sweet brother 1/2 মাস হলো আপনাকে দেগছি। আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আমি বিক্রমপুরের মানুষ। ঢাকায় বড় হয়েছি। বিক্রমপুরের মানুষ কে আমি প্রচণ্ডভাবে অপছন্দ করতাম। আপনাকে দেখে সে ভুল আমার ভাংতে শুরু করেছে। মানুষের মাঝে যতটা মানবিকতা থাকা প্রয়োজন তার 95% আপনার মধ্যে আছে। মানুষকে এমনই হতে হয়। আপনার আরো সুন্দর জীবন কামনা করছি। আপনার সব কাজে মহান আল্লাহর উপর ভরসাও আমাকে মুগ্ধ করেছে।
Many thanks dear. Appreciate your kind words & continuing support. 🥰💕
@@AdventureTube21 thanks. আপনার জনপ্রিয়তার সবচাইতে প্রধান কারন হচ্ছে, আপনি যেমন মানুষ ঠিক তেমন ভাবে নিজেকে উপস্থাপন করেন। কোন কৃত্রিমতা নেই। যাকে বলে সহজ সরল, এই সাবলীল উপস্থাপনা আপনাকে মানুষের মনে গ্রহণযোগ্যতা দিয়েছে। ছোট একটা বিষয়কে আপনি চমৎকার করে বলেন যা সবাই পারেনা। এবং অনেক সময় ধরে তা নিয়ে কথা বলতে পারেন। আপনি মানুসিক রোগের ডাঃ হলে বহু মানুষ উপকৃত হতো। শেষ বিচারের দিনে সেই মানুষের হিসাব সহজ হবে যার ব্যবহার সুন্দর। আপনি মনে হয় তাদেরই একজন। অনেক দোয়া থাকলো আপনার জন্য।
@@mdasim6937 অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন সবাই। Jajakallah Khairan.
আপনার এ ভিডিও থেকে একটি বিষয়ের ব্যাখ্যা পেলাম - আমরা পশু জবাই ও জীবন্ত মাছ কাটার বিষয় চিন্তা করে তাদের ব্যথা পাবার বিষয়ে চিন্তা করতাম, আপনার আশেপাশের সবাই আপনার পা ছোড়াছুড়ি দেখছে অথচ আপনি তখন নিজে ডুবে আছেন চরম শান্তির এক ঘুমে।......আমার ছোট বোন ক্লাস টু তে ফাইনাল পরীক্ষা দিয়ে এক বিশেষজ্ঞ ডাক্তারের ভুল চিকিৎসায় ইন্তেকাল করার দিন সন্ধ্যা থেকে অনেক সুগন্ধ ও ফুল নিয়ে এক সুন্দর বয়ষ্ক মানুষ ঘরে অবস্থানের কথা বলছিল, রাত 12 টার কিছু আগে সে ইন্তেকাল করে।...এ সুন্দর ভিডিওটির জন্য অনেক ধন্যবাদ আপনাদের। মহান আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে বেশী করে নেক কাজ করার তৌফিক দান করুন।
দোয়া করি আপনার বোনের জন্য। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন। ধন্যবাদ ভাই। 💕
আমরা দোয়া করি আপনি একশত বিশ ১২০ বছরের নেক হায়াত পাবেন। এবং দ্বীনএবং ইসলামের খেদমত করে যাবেন।
Ameen.
ভাই জীবনটা খুব ছোট হতাশ হওয়ার কিছু নাই যতদিন বেচে থাকবেন হাসি খুশি ভাবে চলবেন। আপনি খুব ভালো সুন্দর মনের মানুষ। দোয়া করি অনেক ভালো থাকেন
Thank you dear. 🥰
সত্যি আংকেল আপনার কথা শুনে আমার বাবার কথা মনে পরে গেল চোখের জলকে দরে রাখতে পারলাম না।কারণ আমার বাবাও মৃত্যুর আগে কেমন জানি কেমন কেমন নিজেকে সামলাতে পারছেন না।এমন দেখলাম আমি বাবা বাবা ডাকলাম অনেক বার কিন্তু চোখ দিয়ে পানি পড়লো বাবার আর চোখটা খোলা ছিলো।কোনো সারা দিলো না। ডাক্তার বললেন মারা গেল হার্ট এ্যাটাক।পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক এই পার্থনা করি আংকেল।
সরি আংকেল। অনেক দোয়া করি। সবাই ভাল থাকুন। 😔
আসসালামু আলাইকুম ফারুক ভাই.
আমি নজরুল টরন্টো থেকে.
মৃত্যুর অনুভূতি নিয়ে আপনার পর্বটি ছিল অসাধারণ. আপনাকে অসংখ্য ধন্যবাদ.
মানুষের জীবনের নির্যাস রু হ কোথায় থাকে কেউ বলতে পারে. দু বছর আগে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল তিন ঘন্টার জন্য আহাট টা বন্ধ ছিল মেশিনে চালিয়েছিল রক্ত চলাচল. একমাত্র আল্লাহই জানে আমাদের শরীরে কোথায় আমাদের রূহ থাকে আমারও অভিজ্ঞতা হয়েছে মৃত্যু নিয়ে ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হলে বলব. আমাকে অজ্ঞান করার পরে যখন জ্ঞান ফিরেছে আমিও ফিরে আসতে চাইনি.
সেই দীর্ঘ ঘুমে ছিল বেহেশতের শান্তি.
আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুন. এই দুনিয়া থেকে চলে যেতে হবে এটাই সবচেয়ে বড় সত্য এই কথাটা যদি সবাই বুঝতো তাহলে পৃথিবীতে এত হানাহানি হতো না . এই দুনিয়ার সবকিছু ফেলে রেখে শূন্য হাতে চলে যেতে হবে আল্লাহ আমাদের ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন.
আপনার ও আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ আপনাদের ভালো রাখুন.
আপনার ভিডিওগুলি ইদানীং রেজুলেশন খুব ভালো
Walaikum assalam. এই আত্তা বা রুহ খুঁজতে খ্রিস্টিয়ান ও ইহুদি বিজ্ঞানীরা অনেক গবেষনা করেছে। কিন্তু নিশ্চিত ভাবে কিছুই বের করতে পারে নাই। পারবে বলেও মনে হয় না।
আশা করি আপনি ভাল আছেন? অনেক ধন্যবাদ। জাজাকাললাহ খাইরান।
আপনার অনবদ্য প্রাকৃতিক উপস্থাপনা মন কেড়েছে!
Thank you 🥰
ইসলামের সঠিক জ্ঞান অর্জনে এগিয়ে আসুন সকলে। ইসলামের কল্যাণে কাজ করুন।
আপনি আপনার মা-বাবার কথা বলে ইমোশনাল হয়ে গেছিলেন। আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুক।ভালো থাকুন,সুস্থ থাকুন সবসময়। নামাজ আদায় করবেন সবসময়,মন ভালো থাকবে।
Thank you dear. May Allah bless us all. 🥰
হ্যা, আপনার কথার সাথে আমার নানুর মৃত্যুর অনেকটাই মিল আছে,, আমার নানুর মৃত্যুর দিন তিনি সবাইকে বলেছিলেন যে যদি তিনি যদি মারা যান তাহলে কেউ যাতে কান্নাকাটি না করে এবং মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি তার প্রতিবেশী সম্পর্কে নানতি হয় যে একজন কোরআন এর হাফিজ তিনি তার কাছে যান এবং বলেন যদি আমি মারা যাই তুমি আমার জানাযা পরো,, তখন তারা হেসে বলেছিল কি বলছ এইসব তুমি মরবে কেন তুমি তো সুস্থ,, এরপর তিনি ঘরে ফিরে এসে কিছুক্ষণ পর মৃত্যু বরন করেন । 😭
😱😱😱😱
Very sorry to hear that dear. May Allah grant her Jannat. 💕
@@AdventureTube21 Amin
Amazing, আরও কিছুক্ষণ এরকম সত্য ঘটনা শুনলে বেশ লাগতো।
🥰
আপনি আল্লাহর একজন ইমানদার বান্দা এতে কোন সন্দেহ নাই, এজন্যই আল্লাহ আপনাকে এই ধরনের অভিজ্ঞতা দিচ্ছেন যাতে আপনার মাধ্যমে অন্যের ইমান মযবুত হয়।আমার জন্যে দোয়া করবেন, May Allah bless you and your family.
অনেক ধন্যবাদ। Appreciate your kind words & continuing support. May Allah bless us all. 🥰
@@AdventureTube21 Thank You sir
অনেক দিন পর দেখলাম । ভালো লাগলো আংকেল ।আল্লাহ আমাদেরকে হিদায়াতের উপর রাখুন আর ঈমান সহকারে মৃত্যু দান করুন আমীন ।
Ameen. অনেক দিন পর কেন? সবাই ভাল আছেন? ধন্যবাদ।
আমার শুনতেই কষ্ট লাগছে আর এখনো মনে হচ্ছে আপনি কথা বলতে গিয়ে ও কাপছেন 😭আল্লাহ্ আপনাকে নেক হায়াৎ দিক 🥰🥰
Thank you dear. May Allah bless us all. 💕
নামাজ পড়েন । রোজা রাখেন । উপার্জন করা সম্পদের উপর যাকাত প্রদান করুন।
আপনার অভিজ্ঞতার কথা খুব মনোযোগ সহকারে শুনলাম। ধন্যবাদ ভালো থাকুন সবসময়।
Welcome dear.
আপনার কথা গুলো ভীষণ ভালো লাগলো খুব সহজ ভাবে কত কিছু বুঝিয়ে দিলেন । অনেক ধন্যবাদ আপনাকে
My pleasure 💕
আজ ২২ দিন হলো আমার মা মারা গেছে। একেবারে আমার চোখের সামনে। কিন্তু কিছুই করতে পারিনি ওনি ৪ বছর ধরে কথা বলতে পারেনি।খুব ই কষ্ট পেয়েছে।আপনার কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারিনি। দোয়া করি আপনার জন্য আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
দোয়া করি আল্লাহ আপনার মা’কে, আমাদের সবার মা’কে বেহেস্ত নসীব করুন। দোয়া করি আপনারাও ভাল থাকুন। ধন্যবাদ 💕
@@AdventureTube21 amin
Ameen🤲❤️🤲
Ameen
Ameen.
আসলেই কথাগুলো ভীষন ভালো লাগলো,,,আল্লাহ পাক সবার মৃত্যু সহজ করে দিন,,,,
Ameen.
আসসালামুআলাইকুম ভাইয়া মৃত্যু আমাদের প্রতিনিয়ত সামনে। বাসা হতে সুস্থ বাহির হয়ে লাশ হয়ে ঘরে আসে এমনি আমাদের জীবন, কোন গ্যারান্টি নেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন।।
Walaikum assalam. 💯 correct. Thank you dear.
আঙ্কেল, ভালো ও সত্য স্বপ্ন ওহীর অর্ধেক। এগুলো মহান স্রষ্টার পক্ষ থেকে দেখানো হয়। কেউ বুঝে, কেউ বুঝে না। অনুরোধ থাকলো আপনার জীবনের সুন্দর ও সত্য স্বপ্নগুলোকে পাবলিকলি না বলা। আমার মনে হয় সেটা আপনার জন্য উত্তম হবে। বলতে চাইলে সেটাকে গল্পের আকারে অন্য মানুষের রুপক অর্থে বলতে পারেন। আপনাকে ভালো লাগে তাই বললাম। নিরন্তর ভালোবাসা রইলো আপনার জন্য।
Thank you uncle.
মুমিনের স্বপ্ন ওহীর ছেচল্লিশ ভাগের অংশ ।
খারাপ স্বপ্ন বলা নিষেধ ।
ভালো স্বপ্ন ও শুধুমাত্র নিতান্ত কাছের শুভাকাঙ্ক্ষীকে বলা যেতে পারে ।
---রিয়াদুস সালেহীন
Khub e valo laglo shune...onek attentively shunlam.....JazakALLAH Khairan
Thank you dear. Jajakallah Khairan.
আমি আমার বাবাকে নিয়ে একটি স্বপ্ন দেখিছিলাম যে গাড়ির দরজা খুলে দেখি উনি গাড়িতে নেই তখন আমার ঘুম ভেঙ্গে যায়।স্বপ্ন টি দেখার ৩০ বা ৪০ দিন পর আমার বাবা মারা যায়।জানি না এর মাধ্যমে কি আল্লাহ আমাকে বাবা চলে যাওয়ার অাগাম বা্র্তা দিল কি না।আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক।
Ameen.
ফারুক ভাই আপনি খুবই ভালো মানুষ । আপনার কথা গুলো শুনে চোখে অঝরে পানি আসছিল । ভাই আপনি আজীবন বেঁচে থাকেন।
অনেক ধন্যবাদ। দোয়া করি সবাই ভাল থাকুন।
সৃষ্টিকর্তা আপনাকে ও আপনার পরিবারের সকলকে সুস্থ্য রাখেন... আমীন
Ameen. May Allah bless us all. 💕
দিতীয় বার ভিডিও টা দেখলাম অদ্ভুত ভাল
লাগলো। এরকম ভিডিও আর দেখতে চাই
love you uncle
Thank you dear
আদাব আব্বু ! আপনি খুব পবিত্র একজন মানুষ । সেই জন্য আল্লাহ আপনাকে পৃথিবী তে পাঠিয়েছে জান্নাত দেখানোর জন্য । তাই আপনি আপনার জীবদ্দশায় জান্নাত কে দেখতে পেলেন । আমার বাবা চলে গেছেন ১৬ বছর আগে , কিন্তু তার পরেও আমার বাবার সঙ্গে আমার এবং আমার কন্যার কথা হয়ে ছিল আমার ছেলে আজ ও অনুভব করতে পারে তার আদরের নানা কে । বাড়িতে তার উপস্থিতি আমাদের বুঝিয়ে দেয় , যে তিনি শরীর ছাড়লেও তাঁর আত্মা তার আদরের মেয়ে , নাতি ও নাতনি কে ছেড়ে যেতে পারেন নি । আপনার কাছে অনেক অনেক এই ধরনের ঘটনা শুনতে চাই । খুব ভালো থাকবেন , সুস্থ থাকবেন । খোদা হাফিজ ।❤️❤️❤️❤️❤️
Thank you dear. Allah hafiz 💕
আদাব আব্বু , কমেন্টের reply পেয়ে খুব ভালো লাগলো । আপনাকে একটা কথা জানানো হয়নি । যে আমার দাদী ছিলেন ঢাকা র মেয়ে , আর দাদাজী ছিলেন বরিশালের মানুষ । আমার বাবার জন্ম আসামে । কারণ যুদ্ধের সময় আমার বাবার সব আত্মীয় প্রায় জন ই আসামে চলে এসেছিলেন , কিন্তু দাদীর বাড়ির সবাই ঢাকা তেই থেকে গিয়েছিলেন।আমাদের ডাক্তারের খান্দান ।আমাদের বরিশালের বাড়ির নাম " ব্যানার্জী ভবন "।জানি না আজ বরিশালে সেই বাড়ি আছে কি না ! তাই জন্মসূত্রে আমি একজন বাংলাদেশী । যদিও আমার জন্ম আসামে । আমার এক বুয়া নিউজার্সি তেই থাকে । তিনি একজন singer . তার নাম মিতালী ব্যানার্জী ।বিয়ের পরে মিতালী ভৌমিক হয়েছে । কোনো দিন সুযোগ হলে তার গান শুনবেন আশা করি । খুব ভালো থাকবেন , সুস্থ থাকবেন । আল্লাহ হাফিজ ।
Khub valo laglo. Apnar eirokom aro sattya experience jante chai....🙏🙏🙏
আমি একটা কোম্পানির একজন সিনিয়র সুপারভাইজার ছিলাম এবং পুরো প্রজেক্ট এর দেখাশোনা করতাম, সেই সময়ে আমি নিজের প্রতি খেয়াল করতাম না এমনও দিন যেতো খাওয়ার কথা ভুলে যেতাম কাজের জন্য দা দ্বায়িত্ব পালনের জন্য। আমি ছুটি কাটাতাম না মনে করতাম আমি না থাকলে হয়তো কাজ হবে না! ৫বছর এভাবে কাজ করার পরে আমি হঠাৎ খুবই অসুস্থ হয়ে পরি যে কারনে আমার কাজ করা আর সম্ভব হয় না আমি দেশে চলে আসি। এখনো কাজ চলছে এবং হয়তোবা আমার কথা কেউ মনেও রাখে নাই।
আমরা সবাই একই ভুল করি। কাজ আর জিবনের ব্যালেনস করতে পারি না। ভুলে যাই জিবনের priorities এর কথা। ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 😊
I heard same thing happened in Birmingham, a boy only 24 years died jumuah night (Friday) 19.2.21 had corona. Few days before he was discharged from hospital. The day he died told his mum he can see lots of people in his house but mum said no body in her home accept she and her son. My Allah accept him give jannathul ferdaus.
Very sorry dear. May Allah grant him Jannat. 😔
আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাই দারুন সব দৃশ্য
Walaikum assalam. Thank you.
আল্লাহ্ র প্রশংসা করছি।আপনার বলা বাস্তব ঘটনাগুলোর মধ্যে মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় এবং চিন্তা-ভাবনা করার বিষয় রয়েছে।আমার মনে হয় এসব ঘটনা শুনতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার।যারা এসব ঘটনা শুনেও নিজেকে পাপ কাজ থেকে বিরত না রাখে এবং আল্লাহ্ র ওপর পূর্ণ বিশ্বাস না আনে,তাদের চেয়ে হতভাগ্য আর কেউ নেই।ঘটনাগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
My pleasure dear. Thank you 😊
আংকেল চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে বিগ ফ্যান আছি।ঘটনা এমন ভাবে বলেছেন যেন আমি নিজে ফেস করতেছি।রুমমেট দেশে ব্যাক করেছে সো আজ থেকে আবার লাইট জ্বালিয়ে ঘুমোতে হবে বেশ কিছুদিন যেমনটি স্কুলের হোস্টেল লাইফে করেছি অজানা ভয়ে।মুখিয়ে থাকি আপনার ভিডিওর জন্য।ভালোবাসা অবিরাম।️❤
Thank you dear uncle. ভয়ের কিছুই নাই। অনেক ধন্যবাদ 💕
সূরা ফাতিহা , আয়াতুল কুরসী ,
বিশেষ করে কুরআনের শেষ চারটি সূরা ,
কমকরে সূরা ফালাক সূরা নাস পড়বে ।
দৃঢ় বিশ্বাস রাখবে আল্লাহ ররক্ষাকারী।
ভয় পালাবে ।
অবশ্যই দৈনিক সতেরো রাকাত ফরজ নামাজ পড়বে ।
ফারুক ভাই আপনার আজকের ঘটনা গুলো শুনে আমার শরীর জারাইয়া উঠলো। সুস্থ থাকেন সবাইকে নিয়ে । খোদা ভরসা ।
Thank you 🥰
অনেক ভালো লাগলো।চোখে পানি চলে আসছে। এই সত্য টাকে নিয়ে আমরা কথা বলি না । কিন্তু এইটাই আমাদের সবার গন্তব্য ।
Indeed. Thank you 😊
মৃত্যু নিয়ে আমার একটি অভিজ্ঞতা আছে ! আমার একবার তীব্র জ্বর হয়েছিল এবং 2থেকে 3 দিন কিছু না খেতে পাড়ায় এবং পরিবারের মানুষ খুবই অসচেতন থাকায় ঔষধ না খেতে পেরে শেষে রক্ত বমি হয়।তারপর একা একা এক ঘরে থেকে এমন একটা পর্যায়ে উপনীত হয়েছি যে আমার আশপাশে কে কি করছে বা বাহিরে কে কি শব্দ করছে সবই শুনতে পাচ্ছি কিন্তু আমি প্যারালাইজড এর মত ।শরীরে বিন্দুমাত্র এনার্জি ছিল না।আমি এতটাই অসুস্থ বোধ করছিলাম যে মনে হচ্ছিল আমি অসীম কোন জায়গায় সামান্য একটা বিন্দুমাত্র আমি যে একটা জীব সেটাও ভুলে গিয়েছিলাম।আর আমার খুবই যন্ত্রনা হচ্ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না, অসীম যন্ত্রনা । এই অবস্থা যখন কাটিয়ে উঠলাম তখন চোখ খুলে আমার সমস্ত শরীর অসুস্থতা দূর হয়ে গেল এবং আমি কিছুক্ষণের মধ্যে সুস্থতা অনুভব করতে লাগলাম।
Farouq sahib khoob sundar & satya ghatona bolechen. Ei dharoner ghatona ami ageo shunechi. Thnx dada apnake. Valo thakben. God bless you.
Thank you dear. May Allah bless us all. 💕
খুব রক্ষা পেয়েছেন ।
উপদেশগুলো কেউ বেশি শোনে না। এটাই মুশকিল ।
🥰💕
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ফারুক ভাই আপনার গল্প গুলো শুনলাম এবং আমি আল্লাহর কাছে এটা দোয়া করলাম আপনার নানী এবং আপনার মায়ের দাদি তাদেরকে জান্নাত নসিব করেন এবং সেই রকম আমার মৃত্যু যেন হয় আমি কামনা করি আল্লাহর কাছে এটা আমাদের শিক্ষণীয় বিষয় এবং কোন কোন বর্ণ নয় শোনা যাচ্ছে যে এটাই জান্নাতি মানুষের পরিচয়
Walaikum assalam. May Allah bless us all. Thank you dear 💕🥰
আসালামুয়ালাইকুম ফারুক ভাই । আজকের পর্বটি আমার খুব ভাল লেগেছে । অতান্ত বিমোহিত ভাবে আপনার কথা শুনেছি । আমার মায়ের মৃত্যুর ঘটনার সাথে অনেক মিল রয়েছে । দোয়া করি মহান আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন । আমিন
Walaikum assalam. Thank you dear. May Allah bless us all. 💕
সব সময় আপনার ভিডিও দেখি। আমার বাবা, মা নেই আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবার অনেক কিছুর সাথে আপনার মিল আছে। বিশেষ করে লাইফস্টাইল আমার বাবা আপনার মতো এরকম গুছানো ছিল জীবনকে অনেক ভালো বাসতো । অল্প দিনের মধ্যে আপনি কেমন যেন হয়ে গিয়েছেন চেহারার মধ্যে কেমন যেন লাগে। কিছু দিন আগে ও আপনাকে বয়সের মধ্যে ও ইয়াং লেগেছে। দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ্য রাখেন। আমি ইতালি থাকি দোয়া করবেন আসসালামুয়ালাইকুম
Walaikum assalam. Thank you.
Khub bhalo laglo anek kichu jante parlam
Thank you 😊
I was in New Jersey from february last to June, at that time i enjoyed your presentations. But this episode is best of all. Most valuable part of this video is the simple advice that you communicated as your realization. Thank you, keep well.
My pleasure dear. Thank you 💕
I am so glad you are still alive and doing great uncle alhumdulliah! My baba had a bypass and he was in a ventilator for two days. I can’t even imagine that scene anymore when I first saw him like that. Just a body lying down no sense nothing he didn’t know how much me and my sister cried sitting right next to him. Apnakeo amar babar motoi lage. Please take care of yourself I need you to come to Michigan so that I can meet you.
How is your father doing now? Please convey my Salam. Thank you dear 🥰
He is doing great alhumdulliah! My two sons works like magic on him. It’s a therapy for him to spend time with them.
Alhamdulillah
ইয়া আল্লাহ, আমরা সবাই যেন, ঈমান নিয়ে মারতে পারি।
Ameen.
Ameen
Amin
Ameen.
ফারুক ভাই, আপনার এই অভিজ্ঞতা যে কোন মানুষের চোখ খুলে দেবার পক্ষে যথেষ্ট! আমাদের জীবনে অপরের জন্ম এবং মৃত্যু সম্পর্কে বেশ কিছু না হলেও কিছু জানা যায় কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা? মহান আল্লাহ্ তো বলেই দিয়েছেন প্রত্যেককে একদিন না একদিন ম্রত্যুর আস্বাদন গ্রহণ করতে হবেই - কিন্তু সেই স্বাদ নিয়ে আবার এই জগতে ফিরে আসা -অকল্পনীয় ব্যাপার ! আশা করি এখন ভাল আছেন - বাকি জীবন ভাল থাকেন সে দোয়াই করি!
Alhamdulillah ভাল আছি ভাই। দোয়া করবেন। ধন্যবাদ।
আপনার "২মিনিট জীবন-মৃত্যু সন্ধিক্ষণ"-এর বিবরণ শোনার সময় আমার অন্তর ভিন্ন কোন জগতে অবস্থান করছিলো মনে হচ্ছে। আমি আমার অবস্থান ভুলে গেছিলাম পুরোপুরি। জীবন ঘনিষ্ঠ এমন ঘটনার ভিতরবাহির চ্যাপ্টার মানুষের মাঝে মানুষের কল্যাণে শেয়ার করার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এমন ঘটনার কথা পরিষ্কার জানিয়ে দেয়, মাতৃগর্ভ ও পৃথিবীর জীবন যেমন সত্য জীবন-পরবর্তী-জীবন তেমনই সত্য। আজ যেটা অতিপ্রাকৃত বা আলৌকিক কাল সেটাই হবে প্রাকৃতিক বা লৌকিক জীবন। সরাসরি অভিজ্ঞতা একটি প্রত্যক্ষ বিজ্ঞান যা শেয়ার করা হলে মানুষের উপকার হবে এটা নিসন্দেহে বলা যায়। ভাল থাকুন, সুস্থ থাকুন।
ভাল লেগেছে জেনে খুবই খুশী হয়েছি। দোয়া করি ভাল থাকুন। ধন্যবাদ। 😊
বিস্মায়াবিস্ট হয়ে শুনলাম। ভালো থাকবেন।
এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে,
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে 🙏
💯 guaranteed.
মহান আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে পরিপূর্ণ ইসলাম জেনে এবং মেনে চলার তাওফীক দান করুন।
Ameen.
Khub valo laglo. Aro golpo sonar asai roilam.
Thank you.
আপনার নিজস্ব অভিজ্ঞতা সেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।আমি উপকৃত হলাম আপনার মতো একজন পবিত্র ও সৎ ব্যক্তিত্যের কাছ থেকে সত্যিকারের ঘটনা শুনে।আমার প্রার্থনা আপনি আরও অনেক দিন সুস্থ্য থাকুন ও পরিবারের সকল সদস্যদের নিয়ে আনন্দময় পৃথিবীর আনন্দ উপভোগ করুন।
ভাল লেগেছে যেনে অনেক খুশী হয়েছি। ধন্যবাদ 💕🥰
ভাইয়া আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন । এইটা কাজে লাগান । আপনি হজ্ব করে না থাকলে হজ্ব করে ফেলেন । আমার জীবনের একমাত্র ইচ্ছা আমি যেন পবিত্র হজ্ব আদায় করে আল্লাহর দরবারে হাজির হতে পারি । আমিন সুম্মা আমিন ।
Ameen.
Amin
This is supernatural!!! Allah bless you and your family always ❤️❤️❤️❤️
Thank you dear. May Allah bless us all. 💕
আল্লাহ সুবানাহু আমাদের সবাই কে রিন মুক্ত হয়ে কবরে যাওয়ার তৈফি দান করুন।
Ameen.
Ameen
খুব তন্ময় হয়ে আপনার কথাগুলো শুনছিলাম।ইনশাআল্লাহ ,আশা করি মৃত্যু-পরবর্তী জীবনে ও ভালো কিছু হবে। শুভকামনা থাকবে সবসময়।
Thank you dear.
আপনার বর্ননায় শিক্ষনীয় অনেক কিছু আছে যে বুঝতে পেরেছে... ধন্যবাদ। চট্টগ্রাম বেড়াতে আসলে দাওয়াত রইলো।
দাওয়াতের জন্য ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
দাড়িতে খুব সুন্দর লাগছে
Thank you.
আমিও রোড accident এর পর এমন আরামের ঘুমে চলে গিয়েছিলাম আমার হাসবেন্ড আমাকে ডেকেছিল দূর থেকে এমন মনে হয়েছিল তারপর আমি ফিরে এসেছিলাম,এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। এটি ৯ বছর আগের ঘটনা।
Alhamdulillah. Really glad that you are doing well. 🥰💕
Thank you so much for sharing your experiences regarding life.
My pleasure dear. 🥰
আংকেল ঔইদিন আপনি পরকালে চলে যেতেন।কিনতু আপনার বিবি, আপনার জন্য অনেক দোয়া করেছে রবের কাছে। সেই দোয়াটাই কাজে লেগেছে।দোয়া এমন জিনিস মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়।আপনার হায়াত যদি ষাট বছর থাকে,।দোয়ার বদলে আল্লাহপাক আরও 20 বছর বাড়িয়ে দিবেন।
Alhamdulillah. Thank you dear
ভিডিওটিতে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে,অনেক সুন্দর হয়েছে |
Thank you 😊
Life changing story, thanks for sharing. It did reset my mind.
Glad to hear that. Thank you 😊
Dear Senior,
Actually you are a special human.
May allah bless you. Thank you
Thank you dear. May Allah bless us all. 🥰
Nazmul vai naki
@@edwardsamsonbiswas2326 , no brother
আমরা দোয়া করি আপনি একশত বিশ ১২০ বছরের নেক হায়াত পাবেন।
Thank you dear. May Allah bless us all. 🥰
mashallah, খুব ভাল লাগল, bless you, shwadhin and bhabi
Thank you 😊
সকালের নাস্তা করে করে আপনার ভিডিওটি দেখছিলাম নাস্তার টেবিলে।তখন সত্যি মনে মনে ভাবছিলাম আপনার মত একজন মানুষের সাথে যদি আমার প্র্যাকটিক্যালি পরিচয় থাকতো কতইনা ভাল হত। আপনার কথা বলা গল্প গুলো সত্যি অসাধারণ। আমি আপনার অনেক অনেক ভিডিও দেখেছি। সবগুলোতে কমেন্ট করা সম্ভব হয়নি সময়ের স্বল্পতার কারণে। আপনার সেই ব্যক্তিগত ঘটনা ১ 981 সালে কোন একটা বাসায় বাসা শিফট করার সময় এক মহিলাকে হেল্প করেছিলেন সে আপনাদেরকে এক কাপ চা খাওয়ায়নি বিষয়টা আমাকে বেশ কষ্ট দিয়েছে। আমিষ দের গ্রাম নিয়ে যে ভিডিওটা করেছিলেন সেটাও দেখেছি আমি।
আজকের গল্পটা সত্যি অবিশ্বাস্য । খুব ফিল করে বোঝার চেষ্টা করছিলাম ।
আপনার মায়ের দাদি নিঃসন্দেহে জান্নাতি ছিল। ভবিষ্যতে কোনো এক ভিডিওতে উনার সম্পর্কে আরেকটু বিস্তারিত বললে আমি খুশি হব।এরকম মৃত্যু সাধারণত সচরাচর দেখা যায় না শোনা যায় না।
আপনার ছেলে দুটো সত্যিই ভাগ্যবান আপনার মত একজন বাবা পেয়েছেন
আপনি কি বাংলাদেশে? আল্লাহ চাইলে হয়তো কোন একদিন দেখা হতেও পারে। অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন আমাদের জন্য। May Allah bless us all. 🥰💕
@@AdventureTube21 আসসালামু আলাইকুম, কমেন্টস দেখে বেশ খুশী হলাম যে পড়েছেন, যে আমি বাংলাদেশে থাকি রামপুরায়, যদি কখনো বাংলাদেশে আসেন অবশ্যই জানাবেন আমি দেখা করবো যদি আপনি সময় দিতে পারেন
@@kaiseratel4800 Walaikum assalam. Inshallah dear. Thank you.
Interesting. I think uncertainty is the most challenging aspect of our worldly life. Nice to hear you. Keep on sharing your unique experiences. Might help someone somewhere sometime...one never knows😊
Thank you 🥰
আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক আঙ্গেল। শুভকামনা ভবিষ্যতের জন্য♥
Thank you 🥰
আঙ্কেল আস্সালামুআলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরই আপনার সব পর্বগুলোর মধ্যে এই ধরণের পর্বগুলো বেশি পছন্দ করি, এইরকম আরো অনেক ঘটনার ভিডিও পাবার আশায় রইলাম, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইলো, আল্লাহ্হাফেজ 🥰
Walaikum assalam. Thank you dear 🥰
আমি দুবাইতে থাকি , দুই দিন আমি একটু অসুস্থ তাই ছুটি নিয়েছি , এই দুইদিন বেশি ভাগ সময় আপনার বিড়িও দেখে কাটাইলাম , খুব ভালো লাগল
Thank you
অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম।। খুব ভালো লাগলো।। ছোট ছোট অনেক কিছু আমরা জানি কিন্তু মাঝে মাঝে ভুলে যাই , তেমনই কিছু সাধারন জিনিস আপনি মনে করিয়ে দিলেন।। ধন্যবাদ ।।
My pleasure dear. Thank you 💕
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক ও নেক হায়াত দান করুক আমিন।
Ameen.
আঙ্কেল টাইটেল দেখে সত্যিই ভয় পাইছিলাম আমরা দোয়া করি সবাই যেন আপনি আরও শত বছর বেঁচে থাকেন
Thank you dear uncle 🥰
আসসালামু আলাইকুম ভাইয়া। আশা করছি ভালো আছেন। গত ২৯ শে জানুয়ারী শুক্রবার দুপুর ১টা১৪ মিনিটে আমার আম্মা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তিনি যখন মারা যান তার মুখে একটা মিষ্টি হাসি ছিল। তিনি শুধু বলতেন তিনি চলে যাবেন তিনি আমাদের বাসায় থাকবেন না কিন্তু আমরা বুজতে পারি নাই। আমার আম্মার জন্য দোয়া করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুন ও নেক হায়াত দান করেন আমিন।
Walaikum assalam. দোয়া করি আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন। May Allah bless us all. 💕
ফারুক ভাই আপনি জীবন কে অনেক ভালোবাসেন ,সেই সঙ্গে আপনার ফ্যামেলি কেও । আপনার গল্প গুলো শুনে অবিশ্বাস করছি না বরং জীবনের প্রতি ,ফ্যামিলির প্রতি আপনার ভালোবাসা কে অভিবাদন জানাচ্ছি । আপনি বুদ্ধিমান মানুষ ,এই গল্প আমাদের শুনিয়ে ভালো করেছেন ,এইসব ঘটনা গুলো আমাদের জীবন মুখী করবে ...আমেরিকার মত ভোগবাদী সমাজে থেকেও আপনি চিরন্তন ভাববাদী বাঙালী চেতনা বহন করে চলেছেন ,আপনাকে অভিবাদন । কিন্তু কি জানেন -আমরা যারা এই ভাববাদী সমাজের ভিতরে বাস করি, আমরা কিছু লোক আসলে টের পাই -এই ভাববাদ আসলে গরীবের ঘোড়া রোগ 😊
Thank you
আমি সুদূর ভারতবর্ষের কোলকাতা শহর থেকে লিখছি। আপনি আপনার দুজন আত্মীয় এর মৃত্যু সম্পর্কে যে দুটো ঘটনা বলেছেন তা খুবই সত্য ঘটনা। এ কথা বলার কারণ আমার এক দিদির স্বামীর ক্ষেত্রে প্রথম ঘটনা ও আমার প্রিয় বন্ধুর মায়ের ক্ষেত্রে দ্বিতীয় ঘটনা ঘটেছিলো।
Thank you for sharing 💕
Thank you Sir your great sharing. I was suffering depression from last 8 years. But after see your video feel very relaxed and back some strength in my mind. Thanks again for sharing.
Really glad to hear that dear. Thank you. 💕🥰
আপনার চোখ দিয়ে অপূর্ব সুন্দর প্রকৃতিকে দেখলাম!জীবন অভিজ্ঞতা মন দিয়ে শুনলাম!আপনার দীর্ঘ এবং সুস্হ জীবন প্রার্থনা করি দাদা!
Thank you dear 🥰
আপনি যত তারাতারি পারেন হজ করে নেন, আল্লাহ তাআলা কাছে মাফ চেয়ে নেন, বেশি বেশি আস্তাগফিরুআল্লাহ্ পরেন। আপনার বউ কে পদা শীল করেন। আল্লাহ্ তালা আপনাকে ঈমান এর পথে চলার জন্য সময় দিয়েছেন। আল্লাহ্ কে বেশী বেশী ডাকেন।
Thank you.
Apni nijeito beporda
ঘটনাটি শুনে আমার খুব ভালো লাগলো। মৃত্যু কে যারা দেখে রয়ে সয়ে গ্রহণ করে থাকে সত্যি সৌভাগ্যবান।
Thank you.
Mama,apni emon hasi-khusi manush...emotional kotha bartay amraow khubi emotionally attach hoiya gesi.Allah apnak er apner poriber k valo rakhun,Allah er rastay choler nek hedayat din......
Ameen. Thank you dear. May Allah bless us all. 🥰
Engrossing story Faruq Bhai. I have been quite fascinated with these ND experiences. Watched quite a few videos on these experiences. Quite a few years ago I read a book; I think the title was “Life After Life” and the author was an American cardiologist. He interviewed quite a few patients who were “clinically” dead for a few minutes but came back to life. And a few of them could recollect what happened in those moments when they were dead. And the common elements were that the soul comes out of the body and goes up to the ceiling and watches what the doctors/nurses were doing to his body. And then it flies thru a dark tunnel at warp speed; at the end of the tunnel he sees brilliant light as if 100 suns were blazing but the light doesn’t hurt his eyes; in the next instant he watches a replay of his own life events; he sees his dead relatives - in the shape of patches of clouds but he recognizes them and has a wonderful time. At one point he feels that he has work to do back home and returns and finds himself in hospital dead.
By the way, a doctor friend went thru the same experience a few years back at BIRDEM and he was clinically dead for about 3-4 minutes.
Finally, a quote by Edward FitzGerald...
“Strange, is it not? that of the myriads who
Before us pass'd the door of Darkness through,
Not one returns to tell us of the Road,
Which to discover we must travel too.”
My apologies for this long tirade. Keep well and stay safe, God willing.
That’s why all the doctors were asking me if I had seen anything. Thank you dear 💕🥰
আমাদের জীবনে কত অদ্ভুত ঘটনাই ঘটে তাই না? সবই রহস্যময়! ভালো থাকুন সবসময়, সুস্থ থাকুন।
Thank you 😊
আপনি দীর্ঘায়ু লাভ করুন এই কামনা করি সৃষ্টি কর্তার কাছে । ভালো থাকবেন আঙ্কেল।
Ameen. May Allah bless us all. 💕
Excellent videography uncle..obviously great content...
Thank you 😊
Ami asisher ma Smriti.Ami Bharatiya Mumbai thaki.Apnar bhideogula amar khub bhalo lage .Ami apnar akhgan baro fan..Thank you .Please respond.
Really glad to hear that you enjoy my work. Thank you dear.
বাংলাদেশের সকল রাজনীতিবিদেরা যদি আপনার মতো মনমানুষিকতা ধারন করতো তবে আমাদের দে-শটা অনেক সুন্দর হতো
🥰💕
Khub valo laglo
Very heart touching ur life story. Before my dad die I see dream very real. Ofcross Allahtala knows better, also he help us for everything easy path. Take care all.
Thank you dear 😊
নিয়মের মাধ্যমে এসেছি আবার একইভাবে চলে যেতে হবে বাধ্যতামূলক। অতএব সৃষ্টি কর্তা একজন অবশ্যই আছেন যিনি আমাদের কে পরিচালনা করছেন । তাই এই পৃথিবীতে ভালো কাজটি শুধু থাকবে চিরকাল। ধন্যবাদ স্যার।
Thank you dear💕
আসসালামু ওয়েলেকুম! ভাইয়া! সত্যি Snow দিয়ে ঢাকা সব কিছু খুবই সুন্দর লাগে দেখতে! আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মৃত্যু থেকে ফিরে আসা অনুভব শেয়ার করার জন্য! ভালো থাকবেন! অনেক অনেক দোয়া রইল!❤️
Walaikum assalam. Thank you dear 🥰