জীবনের সেরা উপদেশ | সেরা হওয়ার উপায় | Become a Good Student | Dr. Nabil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • ভালো ছাত্র হওয়ার উপায় জানতে চাও? অনেক চেষ্টার পরেও ক্লাসে ভালো শিক্ষার্থী হতে পারছো না? আর নয় দুশ্চিন্তা, প্রিয় শিক্ষার্থী বন্ধু। আজ তোমাকে বলবো কীভাবে তুমি ক্লাসে সবার সেরা হতে পারবে। কি বিশ্বাস হচ্ছে না! সত্যিই বলছি আজকে তোমাকে বলা কৌশলগুলো প্রয়োগ করে তুমিই হতে পারবে সবার সেরা ছাত্র। তাহলে দেরি কিসের! চলো জেনে নিই সেই গোপন ও কার্যকরী কৌশলগুলো।
    জীবন ঘুরিয়ে দেয়া কথা |জীবনের সেরা কিছু কথা |তুমি কি ফার্স্ট হতে চাও | ভালো ছাত্র হওয়ার উপায় | জীবনের সেরা উপদেশ | বদলে যাবে তোমার জীবন | সফল যদি হতে চাও | student habits for success | student habit | study tips | study motivation | student motivation | bangla study tips | best student | life changing tips in banga | how to change your life | valo manush howar upay | কীভাবে ভালো মানুষ হবো | সকলের মধ্যে সেরা হওয়ার উপায়
    #studenthabits #success #studytips #studentmotivation #beststudent #lifechanging

Комментарии • 213

  • @Drnabil999
    @Drnabil999  Год назад +30

    #HSC #2024 ব্যাচের অত্যন্ত #সহজভাবে #A+ #নিশ্চিত করণের সবচেয়ে #সেরা প্রোগ্রাম।
    #HSC-2022 ব্যাচের অবিশ্বাস্য সাফল্যের পর (৭৭৯+ জনের A+ লাভ) HSC-2024 ব্যাচের শিক্ষার্থীদের আরও অসাধারণ প্রস্তুতি হতে
    যাচ্ছে। (ইনশাআল্লাহ)
    #আগামী মার্চ মাস থেকে #পড়াশোনার নিয়মের ক্ষেত্রে #শতভাগ মনিটরিং এবং #জবাবদিহিতা চালু হতে যাচ্ছে (ইনশাআল্লাহ).
    #HSC-2022 ব্যাচের #মেডিকেল পরীক্ষার্থীদের প্রস্তুতির #কারণে #ফেব্রুয়ারী মাসের ক্লাস সমূহের গুনগত মান #কম-বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এটি #খুশি মনে যারা মেনে নিতে #ইচ্ছুক নয়, তাদেরকে ভর্তির জন্য #নিরুৎসাহিত করা হচ্ছে।
    #ভর্তি ও ক্লাস চলছে, পূর্ববর্তী ক্লাস সমূহ (Summary Classes+Live Classes) প্রাইভেট গ্রুপে রয়েছে।
    #Reminder:. আমাদের এখানকার ক্লাস এবং পরীক্ষা পদ্ধতি বাংলাদেশের অন্যান্য সকল প্রতিষ্ঠানের চেয়ে বিপরীত ধর্মী।
    #এখানে প্রতিটি অধ্যায় বইয়ের দেয়া Sequence অনুসারে নয়,বরং #গুরুত্বের ক্রম অনুসারে পড়ানো হয়৷
    #ভর্তি হওয়ার পূর্বে বুঝে, শুনে ভর্তির সিদ্ধান্ত গ্রহণ কর।
    #অগোছালো এবং অনিয়মতান্ত্রিক পড়াশোনার কারণে #১৮ মাসেও যেখানে #HSC এর সিলেবাস শেষ হয় না সেখানে #Scientific সিস্টেম এর মাধ্যমে #১০ মাসে English এবং সাইন্সের সাবজেক্ট সমূহে A+ পাওয়ার উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়।
    #প্রতিটি Subject এর কোর্স পৃথক পৃথক ভাবে সম্পন্ন হয় এবং প্রতিটি Subject এর ক্লাস সপ্তাহে ৩দিন পৃথক পৃথক ভাবে পড়ানো হয়।
    #স্বাভাবিকভাবে বিষয়টিকে অসম্ভব মনে হলেও Dr.Nabil পেইজে দেয়া আমাদের কিছু ক্লাস দেখলে বিষয়টিকে বাস্তবসম্মত বলে মনে হবে।
    #Helpline :01717-377737 অথবা 01315-232000
    অথবা 01309-490521 (সকাল ১০ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত)। (নামাজের সময় বিরতি রয়েছে)
    #Course Details:
    facebook.com/2279924608895824/posts/3326897377531870/?mibextid=Nif5oz
    #Easy Biology: (HSC-2024 ব্যাচ) ক্লাস শুরু ১০ জানুয়ারি এবং কোর্স (1st & 2nd paper)সমাপ্ত ৩০ অক্টোবর ।
    #Easy English:(HSC-2024 ব্যাচ) ক্লাস শুরু ১০ জানুয়ারি এবং কোর্স (1st & 2nd paper) সমাপ্ত ৩০ অক্টোবর ।
    #Easy Physics :(HSC-2024 ব্যাচ) ক্লাস শুরু ১০ জানুয়ারি এবং কোর্স(1st & 2nd paper) সমাপ্ত ৩০ অক্টোবর।
    #Easy Chemistry :(HSC-2024 ব্যাচ) ক্লাস শুরু ১০ জানুয়ারি এবং কোর্স(1st & 2nd paper) সমাপ্ত ৩০ অক্টোবর ।

    • @aanishatahomeed2492
      @aanishatahomeed2492 Год назад

      স্যার,এইচ এস সি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীরা কি এখোন ভর্তি হতে পারবে আপনার কোর্চে?এবং সেটা কিভাবে পারবে যদি একটু কষ্ট করে জানাতেন অনেক হেল্প হতো স্যার..।

    • @tokytoky5532
      @tokytoky5532 Год назад

      I was addicted in porn. But now I gave up this Alhamdulillah. But I can't give up masterbation totally. Please help me about this. I'm trying my best. This is irritating me, I'm a admission candidate

    • @mdsabbirhosen1008
      @mdsabbirhosen1008 Год назад

    • @md.fazlerabbi142
      @md.fazlerabbi142 Год назад

      ২০২৩ এর জন্য কোন ব্যাচ আছে স্যার

    • @emonhossen-fm2yq
      @emonhossen-fm2yq 2 месяца назад

      সালাম টা সুন্দর ভাবে দেয়ার চেষ্টা করেন এইরকম লাফিয়ে দেয়ার কি দরকার

  • @rimikhatun2764
    @rimikhatun2764 Год назад +104

    আজ খুবই ডিপ্রেশনে ছিলাম, অনেক কান্না ও করেছি। ইনশাআল্লাহ আগামী কাল থেকে এভাবে পড়া শুরু করবো এবং আমার মালিক আমার স্বপ্ন পূরন করবে, ইনশাআল্লাহ ❤️❤️

  • @shamimakhtar1447
    @shamimakhtar1447 Год назад +102

    স্যার, আমি ভারতের No 1 University JNU te entrance exam এর জন্য প্রস্তুতি নেওয়ার সময় সম্পূর্ণ আপনার দেওয়া উপদেশ গুলো ফলো করেছিলাম,যেমন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং ভোর ৩টায় উঠা, each and every thing what you suggested, আলহামদুলিল্লাহ আমি আমার General category তে Rank 4 হয়েছিল in 2022 te,,,অন্য দিকে আমার বন্ধুরা সারা রাত জেগে পড়াশোনা করত তারা কিন্তু চান্স পাইনি এটা বলে আমি তাদের ছোট করছি না,,, যেহেতু আমি একজন প্রাকটিসিঙ্গ মুসলিম, আমি বিশ্বাস করি আল্লাহর উপর,,,,
    জুন মাসে আমার NET/JRF এর পরিক্ষা আছে ইন শা আল্লাহ, আমি ইন শা আল্লাহ আপনার দেওয়া পরামর্শ কে ফলো করে প্রথম চান্সে JRF পেয়ে যাব,,, আপনার কাছে আমার সাফল্যের জন্য দোওয়ার আবেদন রইল।।। আল্লাহ আপনার দীর্ঘ জীবী করুন,আমিন।

    • @Mostafiur_Sohel
      @Mostafiur_Sohel Год назад +4

      আসসালামু আলাইকুম।
      আপনার থেকে কিছু পরামর্শ পেতে পারি? সত্যিকার অর্থেই আমি চেষ্টা করছি স্যারের পরামর্শ মানার জন্য কিন্তু পারছি না। দয়াকরে একটু সময় দিবেন মুসলিম ভাই হিসেবে?
      কৃতজ্ঞ থাকবো।

    • @Mostafiur_Sohel
      @Mostafiur_Sohel Год назад +4

      স্যারের পরামর্শ অনুযায়ী কয়েকদিন যাবত চেষ্টা করছি রাত ৯-৯.৩০ এ ঘুমিয়ে যাওয়ার জন্য। কিন্তু ৯ টায় বিছানায় শুয়ে ঘুমানোর ট্রাই করতে করতে প্রায় ১১ টা বেজে যায় ঘুম আসতে।এই ২ ঘন্টা শুধু এপাশ ওপাশ করতে থাকি, ঘুম আসে ১১ টায়।
      আবার ভোরে ঘুম থেকে উঠে পড়া শুরু করি, দুপুরে ঘুমাই না ঘুম পেলেও যাতে রাতে ঘুম পায় তাড়াতাড়ি কিন্তু দেখা যায় একই ঘটনা ঘটে, ৯ টায় ঘুমাতে চেষ্টা করলেও ঘুম আসেই না।
      আমি এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি। যদি পরামর্শ দিতেন!

    • @abulbasharmohammadgolamrab8510
      @abulbasharmohammadgolamrab8510 Год назад +4

      @@Mostafiur_Sohel ২ সপ্তাহ চেষ্টা করুন।

    • @pialashikul9204
      @pialashikul9204 Год назад

      apni ek kaj korte paren... ghumanor time e shuye porte paren kingba light off kore shuye shuye sharadin ja porechen ta mone korar cheshta korben. dekhben ghum chole ashbe

    • @Leopardatos
      @Leopardatos 3 месяца назад

      ​@@Mostafiur_SohelMaintian sunnah
      And Don't forget to revice your study

  • @abidhossainmahin3241
    @abidhossainmahin3241 Год назад +12

    আমরা নিজের যেমন করে ভাবব আমরা ঠিক সেরকম হয়ে যাব। ভালো ভাবলে ভালো হব। মন্দ ভাবলে মন্দ হব।

  • @ebrahim.bapary
    @ebrahim.bapary Год назад +13

    আমি চান্স পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ

  • @abirhossen615
    @abirhossen615 Год назад +37

    পুরো বাংলাদেশ এর জন্য রহমত ডাক্তার নাবিল স্যার🖤

  • @mahbubhasan8753
    @mahbubhasan8753 Год назад +14

    স্যার প্রতিটি ভিডিওতে আপনার সালাম দেওয়াটা জাস্ট অসাধারণ লাগে... 👌👌

  • @ShakilsTutorial
    @ShakilsTutorial Год назад +89

    ইন শা আল্লাহ আমি মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো ☝️☝️

  • @tanvirulislam283
    @tanvirulislam283 Год назад +15

    মা শা আল্লাহ।
    স্যার আপনার ভিডিও থেকে উপকৃত হই।

  • @user-rt5rf2xd7l
    @user-rt5rf2xd7l Год назад +31

    You are one of my favourite teacher 💙God bless you 🌼

  • @fahimullah7092
    @fahimullah7092 Год назад +15

    মাশাআল্লাহ ঠিক কথা বলেছেন আল্লাহ আপনার নেক হায়াত দেন আমিন

  • @prottoydas5349
    @prottoydas5349 Год назад +5

    স্যার আমি কোরিয়ান ভাষা শিক্ষাতেছি আমি যখন ভোর চারটায় উঠে পড়তাম পড়া খুব মনে থাকতো কিন্তু আমি এখন আর সেটা করতে পারিনা সেই কারণে আমরা পড়া অসুবিধা হয়। আমি এখন থেকে আপনার কথা অনুসরণ করব আপনার কথায় অনেক উপকৃত হলাম ধন্যবাদ।

    • @mformethela_mmm
      @mformethela_mmm 6 месяцев назад

      아직은 한국어를 공부하고 있어요 ?

  • @abdussobahan7600
    @abdussobahan7600 Год назад +8

    ইনশাআল্লাহ আজ থেকে পড়াশোনা শুরু; দোয়া করবেন যেন ভার্সিটিতে চান্স পাই💜

  • @tashfikkhan4874
    @tashfikkhan4874 Год назад +4

    পড়ায় চিন্তায় পড়া হয় না😥
    ফিজিক্যালি মেন্টালি দুইদিক থেকেই লো ফিল হয়।
    টার্গেট মেডিকেল+ ভার্সিটি , সার্ভাইভ করা কষ্টকর হয়ে যাচ্ছে। কিছু সল্যুশন দেন স্যার

  • @SanjidaTasnimsamia
    @SanjidaTasnimsamia Год назад +6

    আমি মুহাম্মদ শফিকুল ইসলাম আমার আল্লাহ যদি চান তিনি অবশ্যই আমাকে দেশ সেরা করবেন ইন শা আল্লাহ الله اكبر ☝🏻🇸🇦🧡💛❤️ আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট।আর আমার একমাত্র আস্থা আমার রব।।।

  • @duainlife
    @duainlife 10 месяцев назад +2

    জীবনের সেরা উপদেশ | সেরা হওয়ার উপায় | Become a Good Student
    Our Thought = Electrical Field
    Our Body Feeling = Magnetic Field
    Both Body & Mind Combined = Electro-Magnetic Field
    When Electro-Magnetic Field is Positive, then our Mind and Body are So Much Powerful. But Electro-Magnetic Field is Negative, then Our Mind and Body are Weak.
    Same Effort in a work but different create them are how focused work he or she is.
    *Smart Study System - Study - Break (Rest) - Study, Study - Break (Walk) - Study* Study Ideal Time - 3 am to 10 am and
    2pm - 10pm (Proper Sleep)

  • @muhsinatabassum2771
    @muhsinatabassum2771 Год назад +7

    ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো । আমাকে পারতেই হবে দোয়া করবেন স্যার ।

  • @raisariyadh7394
    @raisariyadh7394 Год назад +3

    Prio sir, apnar kothagulo onek Sondor ,Allah apnak mukhe Dari rakhar taofiq Dan korun.
    Amin

  • @ashikuzzamanashik5142
    @ashikuzzamanashik5142 Год назад +4

    স্যার,প্লিজ🙏🙏 একটা তথ্য দিয়ে সহযোগিতা করবেন অনেক উপকৃত হবো,ইনশাআল্লাহ।
    (আমাদের জন্য কি দৈনিক ৬/৭ ঘন্টা ঘুম জরুরি?? অনেক সময় তো ঘুম ঠিকঠাক হয়না শুরু চোখ বুঝে থাকা হয়,সেক্ষেত্রে চোখ বুঝে থাকাটাও কি ঘুমের টাইম হিসেবে গণ্য হবে??নাকি pure ঘুম দরকার হয়???দেখা যায় রাত ১০ টায় ঘুমাতে গেলেও ১২ টার আগে ঘুম হয়না, কিন্তু ৩ টায় উঠলে মনে হয় ঘুম পূর্ণ হয়নি।এটা কি ঠিক??? )
    স্যার প্লিজ রিপ্লাই 🙏🙏

  • @Levatoracademy
    @Levatoracademy Год назад +3

    জীববিজ্ঞানে খারাপ রেজাল্ট এর কারণে যারা পরিক্ষা দিতে পারছেনা তাদের জন্য একটি ভিডিও তৈরি করেন ।

  • @kaziniamul9625
    @kaziniamul9625 Год назад +4

    Inshallah, i will try my best.....

  • @gkmehedi2746
    @gkmehedi2746 Год назад +8

    আল্লাহ এভাবেই আমাদের মাঝে আমাদের রংপুরের গর্ব নাবিল ভাই যেন বেঁচে থাকে 💝 আমাদের মাঝে থাকতে পারে
    ইনশাআল্লাহ 💝 একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে হঠাৎ করেই 💝💝

  • @HalimaBegum-pb8yh
    @HalimaBegum-pb8yh 3 месяца назад +1

    Ami holy cross admission student,,,
    Ar 4 days por amar exam.....
    Allah rohomote ,,, ami chance pai ki na pai ...ami apner deoya ruls onujaye cholbo
    And insha allah ami admission e DMC te jayga kore nibo........

  • @namisatanjimtasfia5966
    @namisatanjimtasfia5966 Год назад +3

    আসসালামু আলাইকুম স্যার।আপনার ভিডিও গুলো যুক্তিসংগত হয়।স্যার আপনি কোন মেডিকেল এর ছাত্র ছিলেন?

  • @kaiumprodhan
    @kaiumprodhan 8 месяцев назад +1

    আপনার কথা শুনে মনে শান্তি পাইলাম স্যার

  • @mohimanasir248
    @mohimanasir248 Год назад +1

    Inshallah smne koita din ai routine follow kore du crack krbo, allahr vorsha. 20.2.23

  • @sohanurrahman8699
    @sohanurrahman8699 Год назад +8

    আমার চান্স নিশ্চিত, ইনশাআল্লাহ।

  • @imrantalukder691
    @imrantalukder691 Год назад +3

    স্যার আমাদের সামনের SSC exam এর জন্য কিছু উপদেশ দিন।

  • @dhanishthasarkar7137
    @dhanishthasarkar7137 Год назад +6

    💝Thank you so much sir ❤️❤️❤️
    💖💖💖You're the best 💕

  • @beststudentlife2105
    @beststudentlife2105 Год назад +4

    একদিন আমিও মেডিকেলে পড়ব ,ইনশাআল্লাহ

  • @tztphouse4898
    @tztphouse4898 Год назад +3

    খুব সুন্দর কথা।

  • @zidansarker5329
    @zidansarker5329 Год назад +1

    আপনার এমন ভিডিয়ো আমার খুব প্রয়োজন ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ‌

  • @entertainment2m941
    @entertainment2m941 Год назад +3

    স্যার আমার অধিক রাত জেগে পড়ার অভ্যাস এখন যদি হঠাৎ শিফট করি তাহলে তো সমস্যা হতে পারে, কি করবো এখন...??

    • @MdAsif-bp9mk
      @MdAsif-bp9mk Год назад

      রাত ১২ থেকে ৫ঃ৩০,,,, ঘুমান

  • @user-sm5iq6ff9v
    @user-sm5iq6ff9v 4 дня назад

    খুব সুন্দর কথা বলেন স্যার আপনি

  • @abidhasansohag7732
    @abidhasansohag7732 Год назад +3

    In sha Allah 💖💖💖

  • @mstfahiyajannatmou9453
    @mstfahiyajannatmou9453 Год назад +2

    Assalamualikum sir,,apner vedio golor jonno wait kori,,,,,❤awesome vedio

  • @Hasibur5706
    @Hasibur5706 Год назад +2

    রাসূল সাঃ রাতে কম খেতেন, দুপুরে তার থেকে বেশি আর সকালে বেশি খেতেন । এই বিষয়টা মিলাতে পারতেছিলাম না ।
    আলহমদুলিল্লাহ আজকে ক্লিয়ার হলাম।

  • @tanim905islam
    @tanim905islam 10 месяцев назад +1

    Sir,please receive my love.I love your scientific speeches.May Allah bless you to make you happy in the whole life.

  • @mirjulfikarali1359
    @mirjulfikarali1359 Год назад +3

    Assalamualaikum, WoyarahmatullAH. Wow,fantastic lecture 👌
    MashALLAH, Fee AMANILLAH.

  • @nurnahar3504
    @nurnahar3504 10 месяцев назад

    Sir apnar kotha gula khub sundor ekdom mon theke bolchi maje maje mone hoy inspiration dewar moto kew nai. Kintu apnar kotha sune mone holo onkei to ase kharap somoy gulake valo kore tule dhorar jonno

  • @shoponahmed1199
    @shoponahmed1199 Год назад +1

    Ai vabe pora uchit nice

  • @user-jh1qk6do2c
    @user-jh1qk6do2c Месяц назад +1

    Outstanding sir ❤

  • @atikuzzamanstudent1086
    @atikuzzamanstudent1086 Год назад +4

    অসাধারন আলোচনা।

  • @mdshahjahan2341
    @mdshahjahan2341 Год назад +3

    আল্লাহ্ সহায় হোক।

  • @mdshahidulislamsazal571
    @mdshahidulislamsazal571 Год назад +2

    Great sir and Doctor ❤️

  • @IsratJahan-ib6xv
    @IsratJahan-ib6xv Год назад +3

    ধন্যবাদ স্যার,,❤️❤️

  • @MdFahim-uh1mq
    @MdFahim-uh1mq Год назад +3

    In sha Allah ami Dhaka medical college ja pormo ❤😊

  • @limaislam9177
    @limaislam9177 Год назад +1

    March er 18 tarik amr IELTS er xm dua korben amr jnno vlo kicho hoy.

  • @invisiblemystery924
    @invisiblemystery924 Год назад +1

    Sir Inshallah ami akdin sada apron gaya joria medical a porbo. Amar jonno Allah r kacha doya korban.

  • @misshanta
    @misshanta Год назад +3

    Thanks for your good advice.

  • @mmmorshed8
    @mmmorshed8 Год назад

    ওয়ালাইকুম আসসালামু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!

  • @bulbuli2635
    @bulbuli2635 Год назад +2

    মাশাল্লাহ।

  • @sherinakter4144
    @sherinakter4144 Год назад +1

    ইনশা আল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বরিশাল বিশ্ববিদ্যালয় পড়বো।

  • @muktajannat7712
    @muktajannat7712 7 месяцев назад

    আসসালামুয়ালাইকুম স্যার, চাকরির এক্সামের বিষয়ে যদি একটা রুটিন,এবং যদি একটু মোটিভেশন করতেন। তাহলে আমাদের জব এক্সাম প্রত্যাশীদের জন্য খুব ভালো হতো।

  • @sahariarrahat8861
    @sahariarrahat8861 Год назад +2

    Excellent presentation sir.

  • @islamicstudio8719
    @islamicstudio8719 Год назад +1

    আপনার video very very ❤❤ informative and useful

  • @Mdmasumrana861
    @Mdmasumrana861 7 месяцев назад

    আমি এভাবে পড়েছিলাম। ফলে আজকে মমেকে পড়তেছি

  • @MohakalJatara
    @MohakalJatara 8 месяцев назад

    জনাব, আপনার ছালাম দেয়ার স্টাইলটা সেই!😊😊😊😊

  • @HinduDharmaMusic
    @HinduDharmaMusic 11 месяцев назад +1

    Good sir

  • @merajnirob007
    @merajnirob007 Год назад +2

    Sir Buet Admission niya video chai.

  • @newazsharif2619
    @newazsharif2619 Год назад +1

    Sir,রাত্র ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত ai somoy e basi ghum dhorea,ata kivabea katabo?? Janaben sir🙏🙏

  • @TonimaAkther-je8qn
    @TonimaAkther-je8qn 10 месяцев назад

    In sha Allah

  • @fahimahmedpiam2667
    @fahimahmedpiam2667 Год назад +1

    Thanks a lot sir

  • @mdmahfuzrahman7957
    @mdmahfuzrahman7957 Год назад +1

    Sir apner onek knowledge 🙂

  • @shamima8038
    @shamima8038 3 месяца назад

    In sha allah

  • @humaunkhalid3576
    @humaunkhalid3576 Год назад +1

    কনকিছু কয়েকবার পরলেই মনে থাকে,কিছু কিছু কয়েকদিন লাগে,তবে আভার ভুলে জাই

  • @Mostafiur_Sohel
    @Mostafiur_Sohel Год назад +1

    স্যার, আসসালামু আলাইকুম।
    আমি আপনার কথা অনুযায়ী কয়েকদিন যাবত চেষ্টা করছি রাত ৯-৯.৩০ এ ঘুমিয়ে যাওয়ার জন্য। কিন্তু ৯ টায় বিছানায় শুয়ে ঘুমানোর ট্রাই করতে করতে প্রায় ১১ টা বেজে যায় ঘুম আসতে।এই ২ ঘন্টা শুধু এপাশ ওপাশ করতে থাকি, ঘুম আসে ১১ টায়।
    আবার ভোরে ঘুম থেকে উঠে পড়া শুরু করি, দুপুরে ঘুমাই না ঘুম পেলেও যাতে রাতে ঘুম পায় তাড়াতাড়ি কিন্তু দেখা যায় একই ঘটনা ঘটে, ৯ টায় ঘুমাতে চেষ্টা করলেও ঘুম আসেই না।
    স্যার কিভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।

    • @AbirRayhan-uw6ks
      @AbirRayhan-uw6ks 8 месяцев назад

      আপনি বিকালে একটু খেলাধুলা করেন নাইলে ৩০মিনিট খুব জোরে জোরে হাটেন তাহলে দেখবেন ঠিক হবে ভাই সাথে নামাজ শুরু করেন

  • @jisanislam4542
    @jisanislam4542 8 месяцев назад

    জাজাকাল্লাহু খাইরন❤

  • @abdussamad01736
    @abdussamad01736 Год назад +1

    ধন্যবাদ।

  • @md.hassan6978
    @md.hassan6978 Год назад +5

    You are really a great mentor

  • @s.i6177
    @s.i6177 Год назад

    ওয়া আলাইকুমুস্ সালা-ম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারকা-তুহ।

  • @apurboray1313
    @apurboray1313 Год назад +3

    Thanks sir 🥰

  • @nirasikder9875
    @nirasikder9875 Год назад +1

    স্যারের কথা গুলো সত্যি।আমি এপ্লাই করে অনেক পড়াশোনা করতে পারি।

  • @SarkerMotors
    @SarkerMotors Год назад

    insha ALLAH ami dhaka medicel a chance pabo ,,dua korben sir ..ASSALAMUALAIKUM

  • @foyjola-zalltips
    @foyjola-zalltips 8 месяцев назад

    Masa Allah apni kub balu babae bujan

  • @sro356
    @sro356 Год назад +1

    আসলে এসব কিছুই বেশি একটা কাজে আসেনা। কারন মানুষের মস্তিষ্কের ক্ষমতা প্রকৃতির বা আল্লাহর দান। এটা একেক জনের একেক রকম। প্রকৃতপক্ষে মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর কোন উপায় নাই।এটি জিনগত ও ঈশ্বর প্রদত্ত।

  • @UpannasH
    @UpannasH Год назад +2

    অসাধারণ

  • @mdsuja1355
    @mdsuja1355 Год назад +2

    পড়ার মাঝে গ্যাপ দিলে,আমার পূর্বের পড়া হারায় যায়,,একটানা পড়লে ভালো হয়।

  • @Jonnybox387
    @Jonnybox387 Год назад +3

    পরীক্ষা হয় তিন ঘন্টা যদি 30 মিনিট 30 মিনিট করে পড়ি তাহলে পরীক্ষার দিন তিনঘন্টা ধৈর্য থাকবে?

    • @Monotheist-----
      @Monotheist----- Год назад

      Exam er din automatically energy pabi
      Karon oi somoy brain senda way te chole

    • @Jonnybox387
      @Jonnybox387 Год назад

      @@Monotheist----- hoy na vai.... Jakhana 0.1% selection hoy sakhana 30 min pora break niya porar moto Maintality thakla hoy na

    • @riadhasan8097
      @riadhasan8097 Год назад

      Do whatever suits you. যদি টানা পড়া সুট করে তাহলে টানা পড়েন (আমার মতো) । এতো ক্যালকুলেটিভ ওয়ে তে না পড়লেও হবে।

  • @mdaraf3160
    @mdaraf3160 Год назад +1

    আমার স্বপ্ন একটাই মেডিকেল কলেজ 🥰

  • @FojluHok-jv5ih
    @FojluHok-jv5ih 4 месяца назад

    মাশাআল্লাহ

  • @nurmohmmadalimondol4308
    @nurmohmmadalimondol4308 Год назад +1

    Inshallah ami buet e porbo

  • @mdaraf3160
    @mdaraf3160 Год назад +1

    স্যার ঘুম নিয়ে খুব সমস্যায় আছি,,,,‌
    ঘুম কিছুতে কন্ট্রোল করা যায় না

  • @mstroniakterroni5766
    @mstroniakterroni5766 9 месяцев назад

    Sir sondha teke rat 10 ta porjnto telivisionr sound pasher roome barite er solution janaben pls sir

  • @md.hassan6978
    @md.hassan6978 Год назад

    জাজাকাল্লাহ খাইরান

  • @ahasanislam1671
    @ahasanislam1671 Год назад +1

    স্যার পড়তে বসলেই ঘুম আসে।এর একটা সুলিউশন দিন। 😢

  • @mhrruhan_18
    @mhrruhan_18 5 месяцев назад

    Thanks for video!

  • @Targetfixxed
    @Targetfixxed Год назад +1

    Insallah Buet Or Dhaka University

  • @Students_Movement_2024
    @Students_Movement_2024 Год назад +1

    thank you sir

  • @user-ru7hr2ln8h
    @user-ru7hr2ln8h 10 месяцев назад

    Apnare onek vallage amar♥️♥️

  • @mariankhan3469
    @mariankhan3469 Год назад

    Asalamualikum sir apnar kase akta bisoy jante cai.....
    Akjon mohilar sorire ki natural vabe purush hormone create hota pare & auto pregnency hota pare??????
    Islam and science add kore bolben plzzz....

  • @hassanmdanas7388
    @hassanmdanas7388 Год назад +1

    ধন্যবাদ স্যার

  • @habiburrahman-cb9kx
    @habiburrahman-cb9kx Год назад +1

    Thanks a lot sir ❤️

  • @jwd9297
    @jwd9297 Год назад +1

    Right sir.

  • @dewansaiful3296
    @dewansaiful3296 Год назад

    Walaikumus salam warahmatullahi wabarakatuhu

  • @arefinjafran2
    @arefinjafran2 Год назад

    Sir, namaz e kivabe regular howa jai ei niye video diyen.

  • @abdulbarak3800
    @abdulbarak3800 Год назад +1

    আসসালামু আলাইকুম

  • @shawon924
    @shawon924 Год назад

    Sir apni always best 💙💙💙

  • @numanahmod6463
    @numanahmod6463 Год назад +1

    Insha Allah ami medical e Tikbo

  • @Freelandbangladesh
    @Freelandbangladesh Год назад

    Walaikumus Salam Sir ..... Thank You