কেনো আপনার ভালোবাসা দিবসের বদলে বিয়ে দিবস পালন করা উচিত? এবং কীভাবে পালন করা উচিত?। SPILL THE STORY

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • আঠারোশো বছর আগে, যিশু খ্রিস্ট্রের জন্মের আড়াইশো বছর পরে, দুনিয়ার বুকে তখনকার সময়ে সবচেয়ে বড় পরাশক্তি ছিলো রোমান সাম্রাজ্য!
    সেই সময়ে রোমান সাম্রাজ্যে মোটাদাগে দুই-তিনটা বড় ধর্ম ছিলো। একটা হচ্ছে প্যাগানিজম। প্যাগানরা মুলত মুর্তিপুজা করে।
    আরেকটা ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, যেইটা যিশু খ্রিস্ট যাকে আমরা মুসলমানরা ঈশা (আঃ) হিসেবে জানি, তিনি প্রচার করে গেছিলেন। এই ধর্মের বয়স প্যাগানিজমের সাথে তুলনা করলে একদমই নতুন বলা চলে। রোমান সাম্রাজের কেন্দ্রস্থল রোমে তখনো খ্রিস্টান ধর্মের আলো এসে পৌঁছায় নি। তাই রোমে ধর্ম বলতে প্যাগানিজমের আধিপাত্য ছিলো সবচেয়ে বেশী।
    প্যাগানিজম একেক অঞ্চলে একেক রকম। রোমান সাম্রাজ্য ছিলো অনেক বিশাল। এই বিশাল সাম্রাজ্যের একেক অঞ্চলে প্যাগান অনুসারীদের প্যাগানিজমের মধ্যে কিছু কিছু পার্থক্য ছিলো।
    যেমন যারা খাঁটি রোমান, তারা গ্রীকো-রোমান প্যাগানিজমে বিশ্বাসী ছিলো। বেসিক্যালি তারা নানা রকম মুর্তি পুজা করতো। এদের কালচারে বিয়ে জিনিসটার তেমন একটা চল ছিলো না। উলটো ওই সমাজে অজাচার ইনসেস্ট এর মতো জঘন্য কাজকারবার খুব নরমাল ছিলো!
    অন্যদিকে আরব আর ফিলিস্থনের অনেক জায়গা যেগুলা রোমান সাম্রাজ্যের অধীনে ছিলো, সেখানকার মানুষেরা ও প্যাগান ছিলো, তারাও মুর্তিপুজা করতো, তবে তারা বিবাহ প্রথাতে বিশ্বাসী ছিল। এই অঞ্চলের মানূষেরা ‘বাল’ ‘এসটারটে’ ‘এল’ , ‘আসেরাহ’ ইত্যাদি দেবতার পুজা করতো। এর মধ্যে ‘বাল’ ছিলো ফসল ও প্রজনন ও শক্তির দেবতা। এই দেবতার পুজারীদের বিয়ের শর্তই হলো, বিয়েটা হতে হবে বাল দেবতার মন্দিরে। এবং পুরোহিতরা বিয়ে পড়ানোর পর নবদম্পতিকে মন্দিরের মধ্যে রেখে দরজা লাগিয়ে চলে যেতো। তারপর নবদম্পতি দেবতার সামনেই একে অপরের সাথে মিলিত হতো। এইভাবে তারা বিয়েটাকে কমপ্লিট করতো।
    ভিডিওর এই পর্যায়ে এসে আপনি ভাবতেছেন, ভ্যালেন্টাইন্স ডে এর সাথে রোমান সাম্রাজ্য, প্যাগানিজম, বিয়ে এসবের সম্পর্ক কি?
    For business and other inquiries: spillthestory@protonmail.com
    Follow Spill The Story on Facebook: / official.spillthestory
    Man Behind SPILL THE STORY: / arvin.blue.3
    FAIR USE DISCLAIMER
    Copyright Disclaimer Under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

Комментарии • 16