স্বশিক্ষিত বিজ্ঞানমনস্ক প্রগতিবাদী এই অভিধাগুলো যথার্থভাবে যার ক্ষেত্রে প্রযোজ্য তিনি দার্শনিক আরজ আলী মাতুব্বর। । ১৩০৭ বঙ্গাব্দের ৭ পৌষ জন্ম গ্রহণের পর হতে নিরন্তর সংগ্রাম, সংঘাত ও প্রতিকূলতার ভেতর দিয়ে আপন জীবনাজ্ঞতায় পরিচ্ছন্নবােধ অর্জন করেছিলেন। কৃষিকাজ ও আমিন পেশায় রত থেকেও এই অগ্রগামী মহাপুরুষ অবিচল আস্থায় সংস্কার ও অন্ধ আবেগের পশ্চাৎমুখীতাকে ক্ৰমাগত শনাক্ত করেছেন। ফলে তার ওপর পাকিস্তানি শাসনামলে গ্রেপ্তারি, মামলা ও মতপ্রকাশে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশেও মৌলবাদীসহ সমাজের বিভিন্ন মহল কর্তৃক নিগৃহীত হতে হয়েছে তাকে। সংস্কারবিমুখ মুক্তবুদ্ধি চর্চার জন্য পাঠাগার স্থাপন, মানবকল্যাণে চক্ষু ও শরীর দান এবং দর্শন, ইতিহাস, বিজ্ঞান, গণিত, কবিতা ও আত্মজীবনীসহ মোট ১৮ টি পাণ্ডুলিপি রচনা ইত্যাদি অবদানে মানবমণ্ডলীকে ঋণী করে গেছেন তিনি। ৭ কন্যা ও ৩ পুত্রের জনক এই মহতী ব্যক্তিত্বের মৃত্যু ঘটে ১ চৈত্র ১৩৯২ বঙ্গাব্দে।
আরজ ছিল অল্পবিদ্যা ভয়ংকর। তিনি এমন কিছু উদ্ভট প্রশ্ন করেছেন যেগুলো ধর্মে নাই... কিন্তু তিনি সেগুলো জানেন না...! না জেনে পন্ডিতি করা আরেক ধরনের মূর্খতা।
আরজ আলীর ওপর ধর্ম বিকৃতকারী কাঠমোল্লাদের তৈরীকৃত কুসংস্কার এর প্রভাবে ধর্মের ওপর এভাবে ক্ষেপে গিয়েছিলেন।ইসলাম ধর্ম নিয়ে, মুনকার নাকির নিয়ে, জান্নাতের হুর নিয়ে, যেসমস্ত বিভ্রন্তি আরজ আলীর ছিলো তা হয়ত থাকতনা যদি আরজ আলী আজ এই প্রজন্মে বেচে থাকতো। কথিত হুজুরেরা ভারতীয় উপমহাদেশে ধর্মের যে মারাত্মক পরিমান বিকৃতি ঘটিয়েছে তা আরজ আলীর বিভ্রান্তি বা তার লেখা পড়লেই বুঝা যায়।বাংলাদেশে পাকিস্তান আমল থেকে বা তা আগে থেকেও ইসলাম ধর্ম বিকৃতি সাধন ও তার কুপ্রভাব বরিশাল, চট্টগ্রাম,সিলেট সবার উপরের সারিতে থাকবে।ধর্ম দোষে জ্ঞান নেই,কুসংস্কার নির্মূলেই জ্ঞানী। কোনটা ধর্ম আর কোনটা অধর্ম সেই যুগে আরজ আলী হয়ত বুঝতে পারেননি।আজ হলে অবশ্যই বুঝতেন কোনটা ধর্ম কোনটা অধর্ম।কবিরাজ কখনো ক্যানসার সারাতে পারেনা।আরজ আলী ক্যানসার সারাতে কবিরাজের কাছে গিয়ে রোগী মেরে চিকিৎসা বিজ্ঞানকে দোষেছেন।ঠিক তেমনি আরজ আলী কথিত কাট হুজুরের কাছে ইসলামের নামে ভূল ব্যাখ্যা শুনে প্রকৃত ইসলাম ধর্মটাকে দোষেছেন,পরিনামে হয়ে উঠেছেন একজন মারাত্মক ইসলাম বিদ্বেষী,মরাত্মক লেভেলের সো কল্ড মুক্তমনা। @@itibrittobangla
বাংলাদেশের সেরা দার্শনিক,,, যার বই না পড়লে আমার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা থেকে যেত,,, না জানার অপূর্ণতা,, সত্যের সন্ধানে বইটি না পড়লে বুঝতেই পারতাম না জীবনের মানে কি কেন এসেছে এই ধরাতে 😭😭😭
স্রোতের বিপরীতে গিয়ে জীবনের ঝুঁকি থাকা সত্বেও শুধুমাত্র বিবেকের তাড়নায় লিখে গেছেন, বলে গেছেন, নিজের জীবনে চর্চা করেছেন। এই মহামানবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ❤❤❤❤
সুফীগণ ধ্যান মগ্ন হয়ে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা দেখিতে ও জানিতে পারতেন- আরজ আলি মাতুব্বর। একজন সাধারন মুসলমান ও জানে কোন ইমানদার সুফী ব্যক্তি এই ধরণের দাবি করে না। কিছু গ্রাম্য কুসংস্কার নিয়ে লিখেছেন ব্যাস ছাগল নাস্তিকগুলো তাকে দার্শনিক তকমা লাগায় গুরু বানায় নিছে। 😂
আরজ আলী মাতুব্বর। যার বই "সত্যের সন্ধানে" আমার অন্ধবিশ্বাসের ভিত্তিমূল নাড়িয়ে দিয়েছিল । যুক্তিবাদী হয়ে ওঠার প্রথম সোপানটি তৈরি করে দিয়েছিলেন এই মহান জ্ঞানতাপস -
আরজ আলী মাতব্বরের, শয়তানের জবানবন্দি বইটি পড়ে, আমার ঈমান,আল্লাহর প্রতি বেড়েছে , অন্তর চক্ষু খুলে গেছে,আল্লাহু মহান, আরজ আলী মাতব্বর কে ধন্যবাদ, এত সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য ,
তিনি অনেক বড় জ্ঞানি ছিলেন এ ব্যাপারে সন্দেহ নেই। তবে সব জ্ঞান সঠিক ভাবে ব্যাবহার হয়নাই উনি তার উদাহরণ। সব কিছুই যুক্তি দিয়ে প্রমান করা যায়না। যেখানে যুক্তিতর্ক শেষ সেখান থেকেই বিশ্বাসের শুরু। বিশ্বাসের যায়গায় যুক্তি খোজা অর্থহীন। আর এই অর্থহীন কাজেই মাতুব্বর সাহেব তার সমস্ত জ্ঞান ব্যায় করেছেন।
তাওরাত যাবুর ইঞ্জিল কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন যদি মতব্বর সাহেব করতেন তাহলে উনি মাইলের পর মাইল হেঁটে কষ্ট করতে হত না। অপ্রয়োজনে মাতব্বর সাহেব অনেক সময় নষ্ট করে ফেলেছেন।তবে উনি চিন্তাশীল ব্যক্তি ছিলেন।
বাংলাদেশে তাঁর মতো যদি আরও কিছু স্বশিক্ষিত, জ্ঞানী, যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা সম্পন্ন মানুষ জন্মাত, তাহলে আমরা হয়তো জাতি হিসেবে এতোটা পিছিয়ে পড়তাম না,কিছুটা মনুষ্যত্ব অর্জন করতে পারতাম। স্যালুট🙏🙏❤️
যে জ্ঞান সৃষ্টিকর্তা আল্লাহকে ও তার রসূল কে চিনতে সাহায্য করে সে জ্ঞানই আমাদের কাম্য। মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানে ভুল থাকে কিন্তু অহীর মাধ্যমে প্রাপ্ত জ্ঞানে কোনো ভুল থাকে না। কোরআন আল্লাহর পক্ষ হতে সর্বশেষ অহী তাই এটা নির্ভুল আর এই কোরআনের জ্ঞান অর্জন করতে গেলে রসূলুল্লহ সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস (যেটাও অহী) এর জ্ঞান দরকার। এবং বিজ্ঞ 'আলিমগনের সোহবতে থেকেই কোরআনের জ্ঞান অর্জন করতে হয়। নইলে সে জ্ঞান অপূর্ণ হয় ও তাতে কল্যাণ আসে না। কোরআন সুন্নাহর জ্ঞানই দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ নিয়ে আসে। আল্লাহ আমাদেরকে রহম করুন, মাগফেরাত ও নাজাত নাজাত দান করুন। আমীন! প্রফেসর মোঃ হামিদুল ইসলাম (+৮৮০১৭২৬-২৭৫৫০৭), হাশিমপুর, যশোর।
জাতী হিসাবে পিছিয়ে পড়ার কারন যদি ধর্ম হতো তাহলে সৌদি, দুবাই, আরব আমিরাত, ব্রুনাই, মালেশিয়া, আলজেরীয়া এগুলা পিছেয়ে পড়া দেশ হতো। দেশ পিছিয়ে পরার কারন হচ্ছে জিওপলিটিক্স আর বৃটিশদের শাসন
এত দিন যতদূর জানতাম উনি বাংলাদেশের প্রথম নাস্তিক,তবে এ প্রতিবেদনে প্রতীয়মান উনি প্রচলিত ধর্মীয় রীতির সঠিকভাবে ব্যবহার না হওয়ার বিরুদ্ধে দাড়াতে গিয়ে ভুল-ভ্রান্তি করেছেন, আল্লাহ উনাকে মাফ করুন।
দার্শনিক আরজ আলী মাতুব্বর কে একজন দার্শনিক হিসেবে যতটুকু সম্মান জানানোর ততটুকু সম্মান জানাই। কিন্তু তিনি নাস্তিক নন একথা যিনি বা যারা বলেন তাদের প্রতি আমার সর্বাত্মক চ্যালেঞ্জ রইল। আমি উনি যে নাস্তিক ছিলেন তা প্রমানের জন্য প্রস্তুত আছি।
ইসলাম মানুষকে যাযাবর জীবন থেকে মুক্তি দিয়েছে তাই এত সুশীল ভাবে অপমান করতে পারেন। ইহকাল এ সব কিছুর সমাধান পাবেন না। পরকাল এ যখন চোখ খুলে যাবে তখন আর সময় থাকবে না।
এই ভিডিওতে যারা আরজ আলী সাহেবকে পাগল ছাগল বলেন তারা অন্তত একটু মানুষ হয়ে দেখান, নাহয় তাদের ব্যবহার অবশ্যই তাদের উপরেই বর্তায় এইটা আমি মনে করি কারণ যেই ব্যক্তি অন্যের মতামত বিবেচনা করতে ব্যর্থ হয়ে তাহাকে মানুষ বলিয়া গণ্য করতে পারেনা আসলে তিনিযে কতটুকু মানুষ হইতে পারিয়াছেন আর বোঝার বাকি থাকেনা, ধন্যবাদ ভালো থাকবেন।
এরকম একজন ব্যক্তির রেখে যাওয়া বায়স্কোপ যে এখন ও দন্ডায়মান আছে এটাই প্রমাণ করে যে সেখানে যারা রয়েছে তারাই মানুষ। তা না হলে তার মত চতুষ্পদ প্রাণীর রেখে যাওয়া ডিবি বহু আগেই উই পোকার দখলে চলে যেত।
আমার দৃষ্টিতে ভালো মানুষ হওয়া জন্য কোনো ধর্মের প্রয়োজন নেই। পৃথিবীতে ধর্মের কারণে এতো হিঃসা মারামারি কাটাকাটি। ছোট বেলায় শুনতাম ওয়াজিরা বলতো সৌদি আরব সবথেকে সুখি শান্তি দেশ কারণ ইসলামী শাসন চলে। এখন এসে দেখতেছি মা মেয়ে পতিতা।৯৫%মেয়ে ছেলে পরকিয়ায় আসক্ত। আমি বুঝে গেছি। চুপচাপ, কারো পিছনে কথা না বলা,সোজা পথে চলা, এটাই সবচেয়ে ভালো তরিকা।
আরে বাপরে! এখানে সব দার্শনিক এক হইছে। তো ভাই আপনারা এই পর্যন্ত " ধর্ম ভালো না" গবেষণা করে কি উলাটাইছেন বলেন তো শুনি?সৌদি নিয়ে চুলকানো বাদ দেন। আপনাদের আবিষ্কৃত কোন্ আদর্শ নিয়ে কেনো এখনো পৃথিবীতে একটা দেশ গড়ে নাই যেখানে ০% পতিতা বা ধর্ষণ হয়েছে? যাই হোক আমরা অবগত যে ইবলিশ মাঠে থাকবে কিয়ামত পর্যন্ত।
এখানে বলতে চেয়ে ছিলেন যে আরজ আলী মাতব্বরী এর ছোটো বেলা উনি দেখেন নাই।কারন তখন তার জন্ম হয়নি। তিনি বলেছেন তার জন্ম ও বুঝ হয়েছে যখন তখন আরজ আলী বড় হয়ে গেছে।আশা করি বুঝাতে পেরেছি।
Mritu abng poroborti sob holo gaib ba adrishsho, kebl Allah janen. Qurane a bishoye roese:62:8,and 32:12,23:100, and 40:46 theke bujhe nite Hobe. Ruh nite Ashe firista:79:1,2, 8:50 ,7:37,6:93,47:27.
My question to all, Feraun have no grave, Hindus have no graves, Muslim who were eaten up by Tiger or croco diles, etc have no graves. So, what will be kabr Azab or coming of firista? So look at Quran,62:8,79:1,2, 32:12, 23:100, and 40:46. and get the answer After death good or bad things happen in a region known only to Allah seperated by burzk or barrier. Hadith of Meshkai no.127 also telling such. Body of the dead is demolished either in inside earth or burnt as done by Hindus.
একটু ঠিক মতো পড়াশোনা করেন।আবেদালীর মতো মূর্খমার্কা খোড়া যুক্তি দিয়ে প্রশ্ন করার আগে সঠিক জ্ঞান অর্জন করুন।আর পড়াশোনা করলে অল্প একটু না পুরোটা পড়ুন। সঠিক স্থান থেকে জ্ঞান অর্জন করুন।কারণ অল্প বিদ্যান ভয়ংকারী।তার জলজান্ত উদাহরণ এই আবেদ আলী।আবেদ আলী দুই চারটা নাস্তিকবাদী বই পড়েই সে নিজেকে স্বঘোষিত দার্শনিক দাবি করে বসে আছে।আর কিছু বিপদগ্রস্ত উন্মাদ তার খোড়া যুক্তকে অনুসরণ করছে।ছোট্ট একটু জ্ঞান দেই, "সৃষ্টিকর্তা সে যে সৃষ্টি করে"। "যে শূন্য থেকে প্রাণের সৃষ্টি করে"। এখন সে যদি সৃষ্টি হয় তাহলে সে সৃষ্টিকর্তা না। সৃষ্টি আর সৃষ্টিকর্তা আগে এই দুইটা শব্দ নিয়ে ভালোভাবে পড়াশোনা করেন। দুইটা শব্দের অর্থ আগে বুঝেন।
আমি যখন স্টুডেন্ট তখন আমরা সহপাঠীরা মিলে আরজ আলী মাতুব্বরের বাড়ি গিয়েছিলাম। ওনার স্ত্রী তখন বেঁচে ছিলেন, খুব বৃদ্ধ। ওনাদের অর্থনৈতিক অবস্থা খুব ই খারাপ ছিলো। জানিনা এখন ওনার পরিবার কে সরকার কোনো সহায়তা করেছে কিনা।
স্বশিক্ষিত বিজ্ঞানমনস্ক প্রগতিবাদী এই অভিধাগুলো যথার্থভাবে যার ক্ষেত্রে প্রযোজ্য তিনি দার্শনিক আরজ আলী মাতুব্বর। । ১৩০৭ বঙ্গাব্দের ৭ পৌষ জন্ম গ্রহণের পর হতে নিরন্তর সংগ্রাম, সংঘাত ও প্রতিকূলতার ভেতর দিয়ে আপন জীবনাজ্ঞতায় পরিচ্ছন্নবােধ অর্জন করেছিলেন। কৃষিকাজ ও আমিন পেশায় রত থেকেও এই অগ্রগামী মহাপুরুষ অবিচল আস্থায় সংস্কার ও অন্ধ আবেগের পশ্চাৎমুখীতাকে ক্ৰমাগত শনাক্ত করেছেন। ফলে তার ওপর পাকিস্তানি শাসনামলে গ্রেপ্তারি, মামলা ও মতপ্রকাশে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশেও মৌলবাদীসহ সমাজের বিভিন্ন মহল কর্তৃক নিগৃহীত হতে হয়েছে তাকে। সংস্কারবিমুখ মুক্তবুদ্ধি চর্চার জন্য পাঠাগার স্থাপন, মানবকল্যাণে চক্ষু ও শরীর দান এবং দর্শন, ইতিহাস, বিজ্ঞান, গণিত, কবিতা ও আত্মজীবনীসহ মোট ১৮ টি পাণ্ডুলিপি রচনা ইত্যাদি অবদানে মানবমণ্ডলীকে ঋণী করে গেছেন তিনি। ৭ কন্যা ও ৩ পুত্রের জনক এই মহতী ব্যক্তিত্বের মৃত্যু ঘটে ১ চৈত্র ১৩৯২ বঙ্গাব্দে।
আপনার কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে
চমৎকার কমেন্ট
40 কদম হাটার বিধানটি ইসলামে নেই।
আরজ ছিল অল্পবিদ্যা ভয়ংকর।
তিনি এমন কিছু উদ্ভট প্রশ্ন করেছেন যেগুলো ধর্মে নাই... কিন্তু তিনি সেগুলো জানেন না...!
না জেনে পন্ডিতি করা আরেক ধরনের মূর্খতা।
আরজ আলীর ওপর ধর্ম বিকৃতকারী কাঠমোল্লাদের তৈরীকৃত কুসংস্কার এর প্রভাবে ধর্মের ওপর এভাবে ক্ষেপে গিয়েছিলেন।ইসলাম ধর্ম নিয়ে, মুনকার নাকির নিয়ে, জান্নাতের হুর নিয়ে, যেসমস্ত বিভ্রন্তি আরজ আলীর ছিলো তা হয়ত থাকতনা যদি আরজ আলী আজ এই প্রজন্মে বেচে থাকতো। কথিত হুজুরেরা ভারতীয় উপমহাদেশে ধর্মের যে মারাত্মক পরিমান বিকৃতি ঘটিয়েছে তা আরজ আলীর বিভ্রান্তি বা তার লেখা পড়লেই বুঝা যায়।বাংলাদেশে পাকিস্তান আমল থেকে বা তা আগে থেকেও ইসলাম ধর্ম বিকৃতি সাধন ও তার কুপ্রভাব বরিশাল, চট্টগ্রাম,সিলেট সবার উপরের সারিতে থাকবে।ধর্ম দোষে জ্ঞান নেই,কুসংস্কার নির্মূলেই জ্ঞানী। কোনটা ধর্ম আর কোনটা অধর্ম সেই যুগে আরজ আলী হয়ত বুঝতে পারেননি।আজ হলে অবশ্যই বুঝতেন কোনটা ধর্ম কোনটা অধর্ম।কবিরাজ কখনো ক্যানসার সারাতে পারেনা।আরজ আলী ক্যানসার সারাতে কবিরাজের কাছে গিয়ে রোগী মেরে চিকিৎসা বিজ্ঞানকে দোষেছেন।ঠিক তেমনি আরজ আলী কথিত কাট হুজুরের কাছে ইসলামের নামে ভূল ব্যাখ্যা শুনে প্রকৃত ইসলাম ধর্মটাকে দোষেছেন,পরিনামে হয়ে উঠেছেন একজন মারাত্মক ইসলাম বিদ্বেষী,মরাত্মক লেভেলের সো কল্ড মুক্তমনা। @@itibrittobangla
বাংলাদেশের সেরা দার্শনিক,,, যার বই না পড়লে আমার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা থেকে যেত,,, না জানার অপূর্ণতা,, সত্যের সন্ধানে বইটি না পড়লে বুঝতেই পারতাম না জীবনের মানে কি কেন এসেছে এই ধরাতে 😭😭😭
বাংলাদেশের সংশয় বাদি মতবাদের একজন অন্যতম ব্যাক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার বিভ্রান্ত মতবাদ থেকে সবাইকে হেফাজত করুন।
Religious people always make excuse 😃
আল্লাহ আমাদের বিভ্রান্ত হওয়ার তৌফিক দান করুন
@@ishan_shah.সত্য কথা বিভান্ত ছারা চলা জাবে না
@@ishan_shah.
আরে ভাই আপনাকে আল্লাহ্ " বিভ্রান্তি" দিয়ে দিয়েছেন। আরজ আলীর মতো এতো বড়ো দর্শনিককে অনুসরণ করেও এইটুকু বুঝতে পারেন নি? এই অপনার অর্জন?😂😂
😂😂😂
বাংলার উজ্জ্বল নক্ষত্র আরজ আলী মাতুব্বর ❤❤❤❤ বর্তমান পরিস্থিতিতে আরজ আলী মাতুব্বরের মতো বিবেকবান মানুষ দরকার।
ধন্যবাদ
এখনো অনেক আছে। আরজ আলী না থাকলেও তার বংশধর এখনো আছে।কেউ প্রকাশ্যে আর কেউ বা ছুপা অবস্থায়। তারা কিয়ামত পর্যন্ত থাকবে।
তাহলে আপনার ভেতরে তো আর ইমান থাকলো না
@@Shahidulislam-hm1lr বাংলার উজ্জ্বল নক্ষত্র না বলে নাস্তিকদের নক্ষত্র বলেন,।
যারা কাফেরদের সাথে থাকে তারাও কাফের,
Aroj ali my love.... Amar priyo manus....dhonnobad ai media kormi vi k...
আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা বিশ্বাস করি। আমার নির্দিষ্ট কোন ধর্ম নেই
দারশোনিক আরজ আলী মাতব্বর স্যার। 🎉❤
😎😎
মরার পর কি করবেন যখন দেখবেন সত্যি আল্লাহ সত্য টার বাণী সত্য টার প্রতিশ্রুতি সত্য, তখনতো ধরা খেয়ে যাবেন 😊
উনি হচ্ছেন মুক্তমনাদের প্রথম গুরু
স্রোতের বিপরীতে গিয়ে জীবনের ঝুঁকি থাকা সত্বেও শুধুমাত্র বিবেকের তাড়নায় লিখে গেছেন, বলে গেছেন, নিজের জীবনে চর্চা করেছেন। এই মহামানবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ
Ja lekhcen corom hassokor....
@@Shahidulislam-hm1lr মানুষ কে বলদা বানায় গেসে,
সুফীগণ ধ্যান মগ্ন হয়ে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা দেখিতে ও জানিতে পারতেন- আরজ আলি মাতুব্বর। একজন সাধারন মুসলমান ও জানে কোন ইমানদার সুফী ব্যক্তি এই ধরণের দাবি করে না। কিছু গ্রাম্য কুসংস্কার নিয়ে লিখেছেন ব্যাস ছাগল নাস্তিকগুলো তাকে দার্শনিক তকমা লাগায় গুরু বানায় নিছে। 😂
বাংলাদেশ একজন বড় মাপের দার্শনিক 🥰
আরজ আলী মাতুব্বর। যার বই "সত্যের সন্ধানে" আমার অন্ধবিশ্বাসের ভিত্তিমূল নাড়িয়ে দিয়েছিল । যুক্তিবাদী হয়ে ওঠার প্রথম সোপানটি তৈরি করে দিয়েছিলেন এই মহান জ্ঞানতাপস -
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
তুই এখন মহাজ্ঞানী।
@@shafayathossain5240
মহাজ্ঞানী?😂😂
তা জ্ঞানতাপস হয়ে কি জ্ঞান অর্জন করলেন?
To juktibadi hoye ki bujhlen
আরজ আলী মাতব্বর দর্শন সম্পর্কে জানতাম। আজ তাঁর জীবন ও কর্ম সম্পর্কে অনেক কিছু জানলাম, ভাল লাগলো।
আরজ আলী মাতব্বরের, শয়তানের জবানবন্দি বইটি পড়ে, আমার ঈমান,আল্লাহর প্রতি বেড়েছে , অন্তর চক্ষু খুলে গেছে,আল্লাহু মহান, আরজ আলী মাতব্বর কে ধন্যবাদ, এত সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য ,
😎😎
kivabe
Paglami Koren miya
খোড়া যুক্তির জনক, আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন।
জাতীয় নাস্তিক দের দান করতে বলেন
তিনি অনেক বড় জ্ঞানি ছিলেন এ ব্যাপারে সন্দেহ নেই। তবে সব জ্ঞান সঠিক ভাবে ব্যাবহার হয়নাই উনি তার উদাহরণ। সব কিছুই যুক্তি দিয়ে প্রমান করা যায়না। যেখানে যুক্তিতর্ক শেষ সেখান থেকেই বিশ্বাসের শুরু। বিশ্বাসের যায়গায় যুক্তি খোজা অর্থহীন। আর এই অর্থহীন কাজেই মাতুব্বর সাহেব তার সমস্ত জ্ঞান ব্যায় করেছেন।
মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
সত্য খুঁজতে হয়। সত্য পাওয়া গেলে মিথ্যা অসত্য হয়ে যায়।
Thik bolechen
তাওরাত যাবুর ইঞ্জিল কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন যদি মতব্বর সাহেব করতেন তাহলে উনি মাইলের পর মাইল হেঁটে কষ্ট করতে হত না। অপ্রয়োজনে মাতব্বর সাহেব অনেক সময় নষ্ট করে ফেলেছেন।তবে উনি চিন্তাশীল ব্যক্তি ছিলেন।
এই চমৎকার মন্তব্য টা পড়ার অপেক্ষায় ছিলাম।❤❤❤
বাংলাদেশে তাঁর মতো যদি আরও কিছু স্বশিক্ষিত, জ্ঞানী, যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা সম্পন্ন মানুষ জন্মাত, তাহলে আমরা হয়তো জাতি হিসেবে এতোটা পিছিয়ে পড়তাম না,কিছুটা মনুষ্যত্ব অর্জন করতে পারতাম। স্যালুট🙏🙏❤️
সঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে
যে জ্ঞান সৃষ্টিকর্তা আল্লাহকে ও তার রসূল কে চিনতে সাহায্য করে সে জ্ঞানই আমাদের কাম্য। মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানে ভুল থাকে কিন্তু অহীর মাধ্যমে প্রাপ্ত জ্ঞানে কোনো ভুল থাকে না। কোরআন আল্লাহর পক্ষ হতে সর্বশেষ অহী তাই এটা নির্ভুল আর এই কোরআনের জ্ঞান অর্জন করতে গেলে রসূলুল্লহ সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস (যেটাও অহী) এর জ্ঞান দরকার। এবং বিজ্ঞ 'আলিমগনের সোহবতে থেকেই কোরআনের জ্ঞান অর্জন করতে হয়। নইলে সে জ্ঞান অপূর্ণ হয় ও তাতে কল্যাণ আসে না। কোরআন সুন্নাহর জ্ঞানই দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ নিয়ে আসে। আল্লাহ আমাদেরকে রহম করুন, মাগফেরাত ও নাজাত নাজাত দান করুন। আমীন! প্রফেসর মোঃ হামিদুল ইসলাম (+৮৮০১৭২৬-২৭৫৫০৭), হাশিমপুর, যশোর।
জাতী হিসাবে পিছিয়ে পড়ার কারন যদি ধর্ম হতো তাহলে সৌদি, দুবাই, আরব আমিরাত, ব্রুনাই, মালেশিয়া, আলজেরীয়া এগুলা পিছেয়ে পড়া দেশ হতো। দেশ পিছিয়ে পরার কারন হচ্ছে জিওপলিটিক্স আর বৃটিশদের শাসন
Akhon ki pichia achen
এত দিন যতদূর জানতাম উনি বাংলাদেশের প্রথম নাস্তিক,তবে এ প্রতিবেদনে প্রতীয়মান উনি প্রচলিত ধর্মীয় রীতির সঠিকভাবে ব্যবহার না হওয়ার বিরুদ্ধে দাড়াতে গিয়ে ভুল-ভ্রান্তি করেছেন, আল্লাহ উনাকে মাফ করুন।
ঠিক বলেছেন ভাই
Kiser riti
বিশ্বের নামকরা এবং শক্তিশালী দার্শনিক।
মতামতের জন্য ধন্যবাদ
অনেক কিছু জানতে পারলাম।
বাংলাদেশের অন্যতম সেরা দার্শনিক ❤
দারুণ মজার, অথচ সঠিক যুক্তিপুর্ন কথা বলেছেন। এখন মৃত্যুর পর ছবি না তুললে কবরই হয় না।
অর্ক্য ভাই তোমার কাজ দেখে গর্ব হয়! অসাধারণ সুন্দর সাবলীল ডকুমেন্টরী ভিডিও। -তানজিম পাভেল।
ভারত থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি ❤❤❤❤
আরজ আলী মাতব্বর একজন গভীর চিন্তাশীল ব্যাক্তি।🎉🎉🎉🎉🎉🎉
আরজআলী মাতুব্বর নাম শুনেছি। কিন্তু তার বিষয়ে তেমন জানা ছিল না। আপার মাধ্যমে জানলাম
ধন্যবাদ আপনাকে।
আরজ আলী মাতব বর অসংখ্য আরজ আলীর জন্ম দিযে গেছেন।
অসাধারণ ভাই, ❤️
লাইব্রেরির ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েন।
এট আমাদের গ্রামে
আমি এই মনিষির একনিষ্ট ভক্ত৷ ❤ ৷ এদেশে অনেক শিক্ষাত মানুষ এই স্বশিক্ষাত মানুষের নখের সমান নয় ৷😂
১০০% রাইট
উনি ছিলেন মুক্তমনা,এবং খুব লজিকেল মানুষ, চিন্তা শক্তিগড়।
দার্শনিক আরজ আলী মাতুব্বর কে একজন দার্শনিক হিসেবে যতটুকু সম্মান জানানোর ততটুকু সম্মান জানাই। কিন্তু তিনি নাস্তিক নন একথা যিনি বা যারা বলেন তাদের প্রতি আমার সর্বাত্মক চ্যালেঞ্জ রইল। আমি উনি যে নাস্তিক ছিলেন তা প্রমানের জন্য প্রস্তুত আছি।
নাস্তিক এর চেয়ে ধর্ম ব্যবসায়ী বেশি ক্ষতিকর, তারচেয়ে বেশি ক্ষতিকর বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্য নাস্তিকরা যেমন তসলিমা নাসরিন ও অন্যান্য।
ভিডিওগুলো সুন্দর। কিভাবে যাবেন : এটা উল্লেখ করলে আরও ভালো হবে।
বাংলার মহান দার্শনিক!!
আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি আমার নির্দিষ্ট কোন ধর্ম নেই প্রেম আমার ধর্ম প্রত্যেক হৃদয় আমার উপাসনালয় মন্দির মসজিদ আমার
"শয়তানের জবাব বন্দী " শোনার পর ওনার ভক্ত হয়ে গেছি।❤
ইসলাম মানুষকে যাযাবর জীবন থেকে মুক্তি দিয়েছে তাই এত সুশীল ভাবে অপমান করতে পারেন। ইহকাল এ সব কিছুর সমাধান পাবেন না। পরকাল এ যখন চোখ খুলে যাবে তখন আর সময় থাকবে না।
চমৎকার একটা ভিডিয়ো।
একজন উৎকৃষ্ট মানের পাঠা হলো এই আরজ আলী মাতবর।
জারজ আলু চাটুকার বলেন😅😅😅😅
@@আরাফাতশাহরিয়ার তুমি হচ্ছো এই পাঠার একজন গর্বিত সন্তান।
@@newsbangla7103
সত্য খুজ, পড়ো কুরআন, হাদীস, তফসীর
মনে রাখবেন আপনার ব্যবহার আপনার ধর্ম ও পরিবারের পরিচয় বহন করে
সহমত
এই ভিডিওতে যারা আরজ আলী সাহেবকে পাগল ছাগল বলেন তারা অন্তত একটু মানুষ হয়ে দেখান, নাহয় তাদের ব্যবহার অবশ্যই তাদের উপরেই বর্তায় এইটা আমি মনে করি কারণ যেই ব্যক্তি অন্যের মতামত বিবেচনা করতে ব্যর্থ হয়ে তাহাকে মানুষ বলিয়া গণ্য করতে পারেনা আসলে তিনিযে কতটুকু মানুষ হইতে পারিয়াছেন আর বোঝার বাকি থাকেনা, ধন্যবাদ ভালো থাকবেন।
এরকম একজন ব্যক্তির রেখে যাওয়া বায়স্কোপ যে এখন ও দন্ডায়মান আছে এটাই প্রমাণ করে যে সেখানে যারা রয়েছে তারাই মানুষ। তা না হলে তার মত চতুষ্পদ প্রাণীর রেখে যাওয়া ডিবি বহু আগেই উই পোকার দখলে চলে যেত।
If his opinion is wrong, not correct, then what ?
মানুষের সংজ্ঞা কি?
পাগলকে পাগল বললে খারাপ কিসের? ।
মানুষ তো সেই ব্যাক্তি যে সঠিক পথে চলে।
আর নাস্তিক রা মাতুব্বর কে বেঁচে খায়
আরিফ আজাদের লেখা আরজ আলী সমীপে বইটি পড়লে বুঝা যাবে মাতাব্বুর সাহেব কতোটা মনগড়া লজিক্যাল ফ্যালাসি দিয়ে গেছেন।
ঠিক বলেছেন।
হাইসস্যকর😂
পারলে উত্তর দাও।
@@biswanathmazumdar8431 বিশ্বাসের উত্তর হয় নাকি? আহাম্মক রাই বিশ্বাসের উত্তর খোজে
ঠিক বলছেন
একজন আরজ আলী মাতবর আমাদের ধর্মীয় গোঁড়ামির মূলোৎপাটন করতে চেয়েছিলেন। সত্যিই ওনি একজন মহামানব।
যুক্তিতে মুক্তি নয়
সঠিক জ্ঞান তো আল্লাহর কিতাব আর রাসুলের সুন্নাহ।
ইসলাম যোক্তীর বাহিরে না তা-ই বলি ইসলাম কে কঠিন করে দেখানো বাদ দেন
যত্তসব ভুয়া যুক্তি।কবরের কাছ থেকে যাবে না তো বসে থাকত
সঠিক। যুক্তিবিদ্যা ও বিজ্ঞান ইসলামের সবচেয়ে বড় শত্রু।
@@harunurrashed5089 হুম কিছু হুজুর গুলো নতুন করে ফতোয়া দেয় আর আরব দেশে এতে কিছু না-ই ইসলাম কে বাংলাদেশ যে কঠিন করছে
একদম সঠিক।
দার্শনিক আরোজ আলী মাতুব্বর এর প্রতি 🙏🙏🙏🙏🙏🙏🙏
বাংলার প্রগতিশীল চিন্তার মানুষ দুই হাজার বছরেও হবে না
আমার দৃষ্টিতে ভালো মানুষ হওয়া জন্য কোনো ধর্মের প্রয়োজন নেই। পৃথিবীতে ধর্মের কারণে এতো হিঃসা মারামারি কাটাকাটি। ছোট বেলায় শুনতাম ওয়াজিরা বলতো সৌদি আরব সবথেকে সুখি শান্তি দেশ কারণ ইসলামী শাসন চলে। এখন এসে দেখতেছি মা মেয়ে পতিতা।৯৫%মেয়ে ছেলে পরকিয়ায় আসক্ত। আমি বুঝে গেছি। চুপচাপ, কারো পিছনে কথা না বলা,সোজা পথে চলা, এটাই সবচেয়ে ভালো তরিকা।
সহমত....
রাইট। পৃথিবীর সকল ধর্মই মানুষ দ্বারা বানানো
ভাই পবিত্র গ্রন্থ কোরআন হক সত্য আসমানী কিতাব সত্য আর যারা আছে সব বাটপারি
আরে বাপরে! এখানে সব দার্শনিক এক হইছে। তো ভাই আপনারা এই পর্যন্ত " ধর্ম ভালো না" গবেষণা করে কি উলাটাইছেন বলেন তো শুনি?সৌদি নিয়ে চুলকানো বাদ দেন। আপনাদের আবিষ্কৃত কোন্ আদর্শ নিয়ে কেনো এখনো পৃথিবীতে একটা দেশ গড়ে নাই যেখানে ০% পতিতা বা ধর্ষণ হয়েছে?
যাই হোক আমরা অবগত যে ইবলিশ মাঠে থাকবে কিয়ামত পর্যন্ত।
খুব ভালো লাগলো।
"মানব ধর্ম পরম ধর্ম"
বিনম্র শ্রদ্ধা আরজ আলী মাতুব্বর সাহেবের প্রতি।
💜❤️💙🧡💚💛💚🧡💙💜
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@abulkashem364 মানবধর্মের পবিত্র গ্রন্থের নাম কি? কে লিখেছেন? কার ওপর নাজিল হয়েছে?
@@omartahchin
লিখছেন ওমর চান.....
বাংলার সক্রেটিস। বাংলার উজ্জ্বল নক্ষত্র।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
অগ্য ব্যক্তি যখন হটাৎ করে দার্শনিক 😂😂
গভীর শ্রদ্ধায় এই দার্শনিককে স্মরণ করছি।
মহান একজন দার্শনিক ছিলেন আরজ আলী মাতব্বর ❤❤❤
ভালোবাসা ভাই। এমনটা বলতে চাইছিলাম। বলি নি।
বাংলার একজন শ্রেষ্ঠ দার্শনিক ❤
অল্প বিদ্যা ভয়ংকর 😅😂
এক কোটি আব্বাসী-আজহারীকে পোড়ালেও আরজ আলী সাহেবের মতো বুদ্ধিমান কাউকে পাওয়া যাবে না, শুধুই ছাঁই.......!
এত বুদ্ধিমান ছিল বলেই হাতের নখ,চুল বাল কেটে কবর দিয়েছে।
5:22 কি ছিলো রে ভাই. তখন পৃথিবীতে আসেনাই.আবার একসাথে বরিশাল যেতেন.
😆
এখানে বলতে চেয়ে ছিলেন যে আরজ আলী মাতব্বরী এর ছোটো বেলা উনি দেখেন নাই।কারন তখন তার জন্ম হয়নি। তিনি বলেছেন তার জন্ম ও বুঝ হয়েছে যখন তখন আরজ আলী বড় হয়ে গেছে।আশা করি বুঝাতে পেরেছি।
উনি অনেক যুক্তিবাদী ছিলেন। অনেক কিছু উদঘাটন করেছেন। তার কাছ থেকে আমরা অনেক জেনেছি। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন
Thanks
The great ARAZ ALI MATUBBAR I never forget you.
আরজ আলী মাতব্বর একজন জ্ঞানের রত্ন ভান্ডার।
আমি গিয়েছিলাম ❤️
দার্শনিক না বলে নাস্তিক বলেন
নবী মুহাম্মদ না বলে মহা উন্মাদ বলেন😂😂
নাস্তিক কাকে বলে?
এটাই কি স্বাধীনতা? আপনার আমার মতের সাথে না মিললেই সে খারাপ?
@@MdRasel-gm9zx
এটা আপনার বিদ্বেষী চিন্তা চেতনার প্রকাশ। তাতে কার কি আসে যায়, তাই না? এই পৃথিবীতে তার এখন দুই বিলিয়ন অনুসারী।
@@rohimuddin7995
কোথায় স্বাধীনতা ক্ষুন্ন হলো?
Mritu abng poroborti sob holo gaib ba adrishsho, kebl Allah janen.
Qurane a bishoye roese:62:8,and 32:12,23:100, and 40:46 theke bujhe nite Hobe.
Ruh nite Ashe firista:79:1,2, 8:50 ,7:37,6:93,47:27.
Araj ali the great man❤
🎯
সবাই কিছু কিছু অনুদান প্রদান করা যায় । তাহলে লাইব্রেরির কাজে লাগবে ।❤
দাদা আপনার সততা ও কর্ম নিষ্ঠার কোন জবাব নেই । আপনি যে ভাবে লাইব্রেরী ও ঐ মহান ব্যক্তির স্মৃতি রক্ষা করে চলছেন তা প্রশংসা যোগ্য ।
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ
অনেক শ্রদ্ধা ও ভালোবাসা
বাংলার সক্রেটিস বলা হয় থাকে.
কচু
বাংলার নাস্তিকদের গুরু।
@@Aboshisto
হুম গাজাখুরী দার্শনিক।
আমাদের দেশে ইসলাম বিরোধী কিছু বক্তব্য বা লেখালেখি করলেই গরিবের সক্রেটিস হওয়া যায় 😅😅
যুক্তি দিয়ে সব কিছুর বিচার হয় না অনেক যুক্তি আছে যে গুলো ইসলামের সাথে সাংগর্শীক
নুর ইসলাম আর আদ্দুস্সালাম এই গুলো সব টুপি ব্যবসায়ী
আমার পছন্দের লেখক ❤
My question to all, Feraun have no grave, Hindus have no graves, Muslim who were eaten up by Tiger or croco diles, etc have no graves.
So, what will be kabr Azab or coming of firista?
So look at Quran,62:8,79:1,2,
32:12, 23:100, and 40:46. and get the answer
After death good or bad things happen in a region known only to Allah seperated by burzk or barrier. Hadith of Meshkai no.127 also telling such.
Body of the dead is demolished either in inside earth or burnt as done by Hindus.
আমাদের এই দেশটা আরজ আলী মাতব্বর এবং লালনের মতবাদের দেশ হওয়া দরকার ছিল শ্রদ্ধা জ্ঞাপন করছি এই দার্শনিকের প্রতি 🤍🤍🤍❤❤❤
বরিশাল, লামছরী গ্রাম
বরিশাল সদর উপজেলা চরবারিয়া
উনার লাইব্রেরিতে কিভাবে বই পাঠানো যাবে? শামীম মাতুব্বরের ঠিকানা, মোবাইল দেওয়া যাবে?
শামীম মাতুব্বর, আরজ আলী মাতুব্বরের নাতি- 01965-748614
@@itibrittobangla ধন্যবাদ। আমি যোগাযোগ করব
আরজ আলী মাতব্বর আমার প্রিয় একজন মানুষ
Thank you
🇧🇩♥️ আরজ আলী মাতুব্বর মহান মানব।। নমস্কার তোমাকে হে মহান বীর যোদ্ধা।।
আল্প বিদ্যা ভয়ংকর..
Exactly
ভাই আপনি আমাকে অপছন্দ করবেন না। ৫২ সেকেন্ডের ওই ভিডিওর পিছনে ছিলো ১৭ দিনের ঘটনাপ্রবাহ যা পটুয়াখালীর অনেকেই জানে না।
গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে,,,মানুষ তো কত কিছু চিন্তা করে,, আল্লাহর পরিকল্পনা কি কেউ বুঝতে পারে ,,
ঠিক বলেছেন
আল্লাহ কোথায়? উনার পরিকল্পনা কী ?
আল্ললা বিল্লা কিছুই নাই ছাগোল
বিনম্র শ্রদ্ধা জানাই।
উনি তো নাস্তিক দের নবী!!
উনার লেখা বই পাওয়া যাবে কোন লাইব্রেরীতে?
শামীম মাতুব্বর,তার নাতি 01965-748614
আপনি অনেক ভাগ্যবান যে আপনি আরজ আলী মাতুব্বরের নাতী।
🙏🙏🙏
আরজ আলী মাতবর সত্যি সত্যিই অসাধারণ ছিলেন।
Aroj ali matobbor ekjon valo manush o sufi sadhok
অসংখ্য ধন্যবাদ আপনাকে
Jara deegrer ahong kare thake tara kokhono boro hoy na,,,jara ghan pipasu tarai boro hoy.
অন্ধের হাতে গাড়ির স্টিয়ারিং।
আরজ আলী মাতুব্বর ধর্ম বলতে তিনি কতোগুলো কুসংস্কার, ও লোকাচারকে বুঝেছেন। যার সাথে ধর্মের আদৌ কোনো সম্পর্ক নাই।
Mohan manush Aroj Ali .Allah tar Atmar shanti dik kamona kori .Amin Amin Amin .
চির অমর আরজ❤
দেহ দিলেন আল্লাহ আর উনি দান করলেন। আহাম্মক
কোনটা সৃষ্টিকর্তা দেন নাই?
সৃষ্টিকর্তার সৃষ্টি কখন হয়েছে?
একটু ঠিক মতো পড়াশোনা করেন।আবেদালীর মতো মূর্খমার্কা খোড়া যুক্তি দিয়ে প্রশ্ন করার আগে সঠিক জ্ঞান অর্জন করুন।আর পড়াশোনা করলে অল্প একটু না পুরোটা পড়ুন। সঠিক স্থান থেকে জ্ঞান অর্জন করুন।কারণ অল্প বিদ্যান ভয়ংকারী।তার জলজান্ত উদাহরণ এই আবেদ আলী।আবেদ আলী দুই চারটা নাস্তিকবাদী বই পড়েই সে নিজেকে স্বঘোষিত দার্শনিক দাবি করে বসে আছে।আর কিছু বিপদগ্রস্ত উন্মাদ তার খোড়া যুক্তকে অনুসরণ করছে।ছোট্ট একটু জ্ঞান দেই, "সৃষ্টিকর্তা সে যে সৃষ্টি করে"। "যে শূন্য থেকে প্রাণের সৃষ্টি করে"। এখন সে যদি সৃষ্টি হয় তাহলে সে সৃষ্টিকর্তা না। সৃষ্টি আর সৃষ্টিকর্তা আগে এই দুইটা শব্দ নিয়ে ভালোভাবে পড়াশোনা করেন। দুইটা শব্দের অর্থ আগে বুঝেন।
Number one fasekh man he is and munaficks are enjoying to encourage the mushrikhs .
❤❤❤❤❤❤
se onek manushke bipothgami korece
আরজ আলী সমীপে- আরিফ আজাদ
এই বইটা পড়ার জন্য সবাইকে অনুরোধ করছি
ভাই উনি কিসের দার্শনিক। উনি একজন নাস্তিক
আমি যখন স্টুডেন্ট তখন আমরা সহপাঠীরা মিলে আরজ আলী মাতুব্বরের বাড়ি গিয়েছিলাম।
ওনার স্ত্রী তখন বেঁচে ছিলেন,
খুব বৃদ্ধ।
ওনাদের অর্থনৈতিক অবস্থা খুব ই খারাপ ছিলো।
জানিনা এখন ওনার পরিবার কে সরকার কোনো সহায়তা করেছে কিনা।
অসাধারণ
Aroz Ali, the greatest philosopher of Bangladesh
ঠিকানা টা দেন
আমি বই দিতে এবং মাসিক টাকা দিতে চাই
ইসরায়েল এর বংশধর ছিলো