ধর্মান্ধ সমাজে কালজয়ী এক মানবঃ

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 624

  • @waresulsobuj5794
    @waresulsobuj5794 Год назад +18

    বাংলাদেশের শ্রেষ্ঠ একজন দারশনিক।❤❤❤

  • @Hannantraveler
    @Hannantraveler 6 месяцев назад +13

    আরজ আলী মাতুব্বর এর বই পড়ে আমার চিন্তার দরজা খুলেছিল এক যুগ আগে। নাস্তিক হইনি, সৃষ্টিকর্তা একজন আছেন তা মনেপ্রাণে বিশ্বাস করি। কিন্তু ধর্মের নিয়মকানুন অনেককিছুই পরিত্যাগ করেছি।

  • @hussain1212-u2el
    @hussain1212-u2el 5 месяцев назад +7

    "শিক্ষার ডিগ্রী আছে, কিন্তু জ্ঞানের কোন ডিগ্রী নেই "- মহান দার্শনিক আরজ আলী মাতব্বর ।❤❤❤

  • @_aidid
    @_aidid 5 лет назад +22

    আমি আরজ আলী এর বই পড়ে খুব বিস্মিত হয়েছি, কারণ তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং তার যুগে ইন্টারনেট না থাকার পরও তিনি এতো যুক্তিবাদী চিন্তা ধারার মানুষ ছিলেন। আজকে আমরা ইন্টারনেটের যুগে যে ধারায় চিন্তা করি তিনি তখনকার যুগে এরকম চিন্তা করেছিলেন। তার প্রতি রইল আমার হাজার শ্রদ্ধা।

  • @humyerakochisrabonti7738
    @humyerakochisrabonti7738 Год назад +6

    মহান দার্শনিক আরজআলী মাতব্বর কে অবশ্যই জানতাম তাও যতটুকু জানতাম পাঠক হিসেবেই 🌿তবে এই এপিসোড টা না দেখলে অনেক কিছুই অজানা এবং অজ্ঞাত থেকে যেতো,, আমি এই ভিডিও টা দেখে অনেক আবেগাপ্লুত হয়ে গেলাম,, চোখের জল ধরে রাখতে পারিনি,, তার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি ও আশীর্বাদ🙏 আমি বনি ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এতোটা সত্য স্বচ্ছতা মূলক এবং আবেগঘন একটি প্রতিবেদন আমাদের জন্য প্রচার করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া 🌿 আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি🙏

  • @BoniAmin
    @BoniAmin  6 лет назад +13

    প্রিয় বন্ধুরা, গত দুদিন সিডনির উঠানামা তাপমাত্রায় দৌড়াদৌড়ি এবং জগিং করে আমি কিছুটা ঘায়েল হয়েছি, আমার কণ্ঠ আক্রান্ত হয়েছে। যারফলে আজ (১৬/০৩/১৮) বিকেলে ভিডিওটির আগে -পিছে ১মিনিটের ছোট্ট দুটি ডাবিং করতে গিয়ে তোমাদের কাছে ধরা খেয়ে গেলাম। বন্ধুরা মাফ করো আমার এই হ্রেষা কণ্ঠের জন্যে

    • @kivabe7261
      @kivabe7261 3 года назад

      আমার অত্যন্ত শ্রদ্ধেয় গুনিজন সমন্ধে আরো বেশি জানতে এবং দেখতে পেরে আমি খুবই আনন্দিত। আপনার প্রতি রইলো অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। তৃতীয় পর্ব খুজে না পাওয়ায় আপনার সাহায্য প্রার্থী। লিংক দিয়ে সহযোগীতা করার জন্য অনুরোধ রইলো।

  • @jkbabu8649
    @jkbabu8649 5 лет назад +7

    সকল ধর্মের চেয়ে বড় হচ্ছে মানবতার ধর্ম। যার মধ্যে মানবতা নেই সে প্রকৃত মানুষ হতেই পারেনা। আরজ আলী মাতুব্বর ওনার ধর্ম ছিল প্রকৃত ধর্ম। ধর্ম মানে হচ্ছে ধারণ করা। তিনি নিজের মধ্যে সত্যিকারে ধর্মটি ধারণ করতে পেয়েছে। এজন্য তাকে লাখো কোটি সালাম জানাই। আর আপনাকেও ধন্যবাদ জানাই এই ধরনের সংবাদ দেওয়ার জন্য। ভালো থাকবেন।

  • @chittaranjanbiswas9842
    @chittaranjanbiswas9842 4 года назад +10

    মাননীয় বনি আমিন, আপনার সন্ধানিয় নানান দার্শনিকদের জীবনী ভিডিওর মাধ্যমে জনতার সম্মুখে তুলে ধরার জন্যে আমরা সবাই আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।

  • @infinitylove1190
    @infinitylove1190 4 года назад +28

    আরজ আলী মাতব্বর এই ধরণীর আশীর্বাদ। আরো অনেক আরজ আলীর জন্ম হোক। ধর্মান্ধতা নিপাত যাক।

    • @anissohel6409
      @anissohel6409 8 месяцев назад

    • @prkk6279
      @prkk6279 6 месяцев назад

      ধর্মান্ধ নিপাত যাক

  • @bablubaidya3499
    @bablubaidya3499 4 года назад +6

    *বাংলার দার্শনিক আরজ আলী মাতুব্বর সাহেবের* দ্বিতীয় পর্ব ভীষন ভালো লাগলো স্যার। সুন্দর গান ও কবিতার মধ্যে ওনাকে খুঁজে পাওয়া র এক অনাবিল আনন্দ উপভোগ করলাম স্যার। আমি চিনি না, জানি ও না অথচ আপনার সুন্দর উপস্থাপনা মুগ্ধ করলো আমাকে*। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই 🙏🌷💞

  • @md.abdulkaium7656
    @md.abdulkaium7656 6 лет назад +33

    পুলিশ কমিশনারের বক্তব্য অনেক সুন্দর হয়েছে,,এরকম শিক্ষিত ছেলেরা আমাদের দেশে পুলিশ ডিপার্টমেন্ট এ খুবি প্রয়োজন,,,,

  • @shuvonprokesh3120
    @shuvonprokesh3120 7 месяцев назад +3

    আরজ আলী মাতব্বর এর মতো মুক্তমনের মানব এই ধর্মান্ধ সমাজে অনেক প্রয়োজন। উনাকে শ্রদ্ধা ভরে শ্বরণ করছি❤❤❤

  • @nupursarker1313
    @nupursarker1313 3 года назад +5

    বিনম্র শ্রদ্ধা আরজ আলী মাতুব্বর। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sahadat838
    @sahadat838 5 лет назад +16

    নিঃসন্দেহে বাংলার সক্রেটিস আরজ আলী মাতুব্বর।
    উনার দার্শনিক চিন্তা চেতনা দেখে বারবার অভিভূত হতে হয়। এবং বর্তমান ডিগ্রীধারী তথাকথিত শিক্ষিত শ্রেণীর প্রতি একরাশ বিরক্তি হতাশা হয়।

    • @sahadat838
      @sahadat838 4 года назад +2

      @Delower Hosen কেন আরজ আলী মাতুব্বর পথ ভ্রষ্ট?
      কিভাবে বিভ্রান্ত?
      প্লিজ যুক্তিসহকারে বুঝিয়ে বলুন।

    • @sunlight31
      @sunlight31 4 года назад +2

      @@sahadat838 আপনি একদমই ঠিক বলেছেন ভাই, আরজ আলী মাতব্বর পথ ভ্রষ্ট। আর এজন্যই সে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলবে‌ ।সে জান্নাতের মদের নহর থেকে মদ পান করতে পারবে না, সে জান্নাতের পাখির মাংস আর মাছের কলিজা খেতে পারবে না, সে জান্নাতের আঙ্গুর ফল খেতে পারবে না, সে জান্নাতের সুন্দরী সুন্দরী ৭২ টা হুরের সাথে সহবত করতে পারবে না। এসব থেকে সে বঞ্চিত।

    • @rayenanderson3272
      @rayenanderson3272 4 года назад +1

      @@sunlight31 ohh jannati loobhi musalman ra

    • @KumareshSarker-i6b
      @KumareshSarker-i6b 5 месяцев назад

      😂😂😂😂😂😂​@@sunlight31

  • @mohammadfaridi3816
    @mohammadfaridi3816 3 года назад +6

    কিছুটা সময় আগে ছিলেন আরজ আলী আর প্রত্যন্ত গ্রামে, আর জীবদ্দসায় সম্ভবত তাকে অতটা চিনতনা অনেকেই বর্তমান সময়ের হলে তিনি হয়ত, ধর্মান্ধ আততায়ী শিকার হতেন, আমরা চাই এমন মানবতাবাদী মহান লোকদের।

  • @IamSagorBD
    @IamSagorBD 4 года назад +14

    আমার প্রিয় ব্যক্তি আরজ আলী মাতুব্বর! ♥️

  • @newsupdate9052
    @newsupdate9052 4 года назад +6

    এই ভালবাসার মানুষটার লাইব্রেরি দেখার খুব ইচ্ছে ছিল। আপনার দ্বারা সেটা সম্ভব হলো। অনেক ধন্যবাদ বন্ধু বনি আমিন।

  • @nomanuddin9438
    @nomanuddin9438 6 месяцев назад +5

    জনাব আরজ আলী মাতুব্বরের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও উনি একজন মুক্তমনা এবং জ্ঞানী মানুষ যা অনেক উচ্চ ডিগ্রিধারী লোকের নেই যার উদাহরণ আমাদের চারপাশে প্রায়ই দেখা যায়। এই রকম একজন মানষকে গানের মধ্যে মুর্খ উপাধি দেওয়া খুবই দুঃখজনক।

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 3 года назад +8

    শ্রদ্ধাঞ্জলি 🙏🙏🙏 ধর্ম সংস্কারক আরোজ আলী মাতুব্বর ❤❤❤

  • @karimr-r6v
    @karimr-r6v 5 месяцев назад +2

    বনি আমিন ভাইকে অজস্র ধন্যবাদ।
    আরজ আলী মাতুব্বর হচ্ছেন এমন এক প্রদীপ যা নিভবেনা। ❤❤❤

  • @pskch8656
    @pskch8656 3 года назад +4

    আরজ আলীর মতো চিন্তা করতে পারে না লাখে একজন ধন্যবাদ যুক্তি বাদ

  • @Bijoysaha-n4w
    @Bijoysaha-n4w 7 месяцев назад +5

    আরজ আলী মাতুব্বর সাহেবকে হাজার হাজার প্রনাম। উনি ধর্মান্ধতা নির্মূলের আরজী জানিয়ে গেছেন।

  • @Jewel-wb5pi
    @Jewel-wb5pi 4 года назад +6

    হাজার সালাম হে মহান পুরুষ অারজ অালী...

  • @moinuddin1077
    @moinuddin1077 3 месяца назад +2

    আরজ আলী সমীপে (আরিফ আজাদ) বইটি পড়তে অনুরোধ করছি।

  • @বিধানভট্টাচার্য

    সশ্রদ্ধ প্রণাম আরজ আলী মাতুব্বরকে।

  • @hasimsorkar9682
    @hasimsorkar9682 3 года назад +9

    আরজ আলী মাতুব্বরের বই আমি পড়েছি। তিনি এতো জ্ঞানের অধিকারী যা অন্য কারো সাথে তুলনা করা যায় না।

  • @nurulislam-xu2yb
    @nurulislam-xu2yb 3 года назад +4

    অসাধারণ কন্ঠ সামিম ভাইয়ের।

  • @OmarFaruk-zu2bl
    @OmarFaruk-zu2bl 6 лет назад +38

    বনি আমিন ভাই আপনাকে আসংখ্য ধন্যবাদ এই প্রামাণ্য প্রতিবেদন দেখানোর জন্য ।

  • @struggleoflife5573
    @struggleoflife5573 6 лет назад +10

    আমি স্পেন প্রবাসী আমি দেশে গিয়েছিলাম বিশেষ করে আরজ আলী মাতুব্বর এবং অধ্যাপক হুমায়ুন আজাদ স্যারের দেশের বাড়ি এবং তাদের সমাধি কেত্র দেখার জন্য।
    কিন্তু নানা সমস্যার কারণে যাওয়া হয়নি । আজ আপনার ইউটিউব চ্যানেলে আরজ আলীর দেশের বাড়ি তিনির লাইব্রেরী দেখে অনেক অনেক খুশি হয়েছি আপনাকে অসংখ ধন্যবাদ । তবে অনুরোধ রইল অধ্যাপক স্যার হুমায়ুন আজাদের বাড়ি , লাইব্রেরী , কবরস্থান, জাদুঘর সব দেখানোর জন্য ।

    • @universeboss5936
      @universeboss5936 5 лет назад +1

      হুমায়ুন আজাদের উপরও ডকুমেন্টারি আছে। সার্চ করলে পাবেন।

  • @jamaluddin6677
    @jamaluddin6677 5 месяцев назад +1

    আৰজ আলী মাতুব্বৰৰ আছিল এজন আদৰ্শ সত্যৰ সন্ধানী ব্যক্তি। এনে মানুহ পৃথিৱীৰ বুকুত আৰু অধিক পৰিমাণে জন্ম হওঁক তাকেই কামনা কৰিলোঁ।

  • @MrPolicup
    @MrPolicup 6 лет назад +12

    সাংঘাতিক ভাল লাগলো। বনি ভাইকে অন্তর থেকে ধন্যবাদ।

  • @anamulhasan1334
    @anamulhasan1334 5 лет назад +10

    💟💗💕যে আবেগের অনুভূতিতে অশ্রুসিক্ত হয়, সেই অনুভূতিতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা 💖💙আরোজ আলী মাতুব্বরের💚💖 প্রতি অবশ্যই এবং সুখী ও দীর্ঘায়ু কামনা 💚বনি আমিন ও তার পরিবারের💛 প্রতি!❤💓💟

  • @BondhuCinemedia
    @BondhuCinemedia Месяц назад

    মরণোত্তর দেহদান করেছেন আরজ আলী মাতুব্বর!! মহান মানুষ।

  • @moha.alamin3258
    @moha.alamin3258 Год назад +2

    ধন্যবাদ আপনার প্রতি

  • @jfjannat7670
    @jfjannat7670 6 месяцев назад +3

    ধন্যবাদ বনি আমিন

  • @430hera
    @430hera 5 лет назад +29

    আরজ আলীর মাতুব্বরের বই আমি পড়েছি, এমনকি আপনার এই ভিডিওটা দেখার ঠিক আগের দিন তার রচনা সমগ্র পার্ট-৩ পড়ছিলাম। তাঁর জামানায় প্রকৃত ইসলাম থেকে মানুষ অনেক দূরে ছিলো, ধর্মটা ছিলো অধিকাংশ ক্ষেত্রেই কুসংস্কারাচ্ছন্ন , আরজ আলী মাতুব্বর কখনো প্রকৃত ইসলাম পাননি, তিনি ধর্মের নামে সমাজের কিছু কুসংস্কারা দেখেছেন। যেহেতু তিনি পার্থিব জীবনে জ্ঞানী ছিলেন তাই এই কুসংস্কারকেই ধর্ম মনেকরে তিনি রীতিমতো ধর্ম বিদ্ধেষী হয়ে উঠে ছিলেন। কিন্তু প্রকৃত ইসলামের সন্ধান পেলে তিনি নিশ্চই ধার্মিক হতেন বলে আমার ধারণা। এরকম ব্যক্তি সামাজে এখনো অনেক আছে যারা ভাসা ভাসা ইসলামের জ্ঞান অর্জন করে অতঃপর না বুঝে নাস্তিক হয়ে যায়, তাদের জন্য আফসোস

    • @devashishbaral3134
      @devashishbaral3134 5 лет назад +2

      To prkito muslim ke... Taliban all kayda.. Boko haram.. Isis. Laskare taoba.. Hamas.. Jamat e islami... Hefajate islam.. Na anno keu..

    • @করোনাহুজুর
      @করোনাহুজুর 5 лет назад +4

      সকল ধর্মেই আপনার মত অতি জ্ঞানী লোক খোজে পাওয়া যায়, যারা তাদের নিজ ধর্মকে সবচাইতে খাটি মনে করে। আপনি নিজেই আপনার কোরান পুর পুরি জানেন বলে মনে হয় না। কিন্তু না পড়েই কেরানে পন্ডিত হয়ে যান।

    • @করোনাহুজুর
      @করোনাহুজুর 5 лет назад

      @Delower Hosen আপনার খেপ আরজ আলির উপরে কারন সে ইসলামের কুসংস্কারের বিরুধীতা করেছে বলে ভন্ড মোল্লারা তাকে নাস্তিক বলেছে। আর আপনার মত অতি জ্ঞানিরা কিছু না বুজেই ইসলামের জ্ঞান পৃথিবীতে ছরিয়ে দিতে চান। অথচ নিজেদেরই ইসলাম সম্পর্কে অনেক কিছু অজানা।

    • @করোনাহুজুর
      @করোনাহুজুর 5 лет назад

      @Delower Hosen আরজ আলি কি বলেছে কোন কোন বিষয়ে বলেছে এবং ইসলাম সেই বিষয়ে কি বলে বা অন্য ধর্ম সেই বিষয় কি আছে জেনেই তবে বলতে হবে আরজ আলী ভূল না সঠিক। আগেই নিজে কোরানে পন্ডিত হলে ত হবে না। আপনি একজন অন্দ হিংস্র মমিন সেটা বোজা যায়।

    • @করোনাহুজুর
      @করোনাহুজুর 5 лет назад +1

      @Delower Hosen তুই মমিন না জঙ্গি মুসলমান। তা তোর কমনেই বোজা যায়।

  • @digitalarnab66
    @digitalarnab66 6 месяцев назад +2

    লালন এবং আরজ আলী মাতব্বরের মতবাদের দেশ চাই❤❤

  • @riazahmedrahat5964
    @riazahmedrahat5964 2 года назад +4

    এমন শিক্ষিত পুলিশ অফিসার প্রতিটি ডিপার্টমেন্টে প্রয়োজন।

  • @romzanmir9194
    @romzanmir9194 2 месяца назад

    আরজ আলী মাতাব্বর আমার আধ্যাত্মিক গুরু।আমি তাহার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট সর্বোচ্চ মাকাম কামনা করি।

  • @laboneakter4640
    @laboneakter4640 5 лет назад +3

    Dear bhaiya, wish u r well.. Its realy a excellent video for everyone... Always Best wishes for you...

  • @mamunahmed7843
    @mamunahmed7843 4 года назад +8

    আল্লাহ সবাইকে জ্ঞান দিছেন নিজ চিন্তা দারা বুজলে আসল সত্য বুজা যাবে,, কুন প্রমান ছাড়া অন্যের অনুমান মেনে নেওয়া অর্থহিন

  • @swapanghosh4006
    @swapanghosh4006 5 лет назад +2

    Khub valo laglo. Amra shudhu manush eiiiii kotha jayno sobai bojhe

  • @ahasanshajib4981
    @ahasanshajib4981 6 лет назад +23

    আরজ আলী মাতুব্বর বাংলার মাটিতে বারবার জন্মায় না। বিনম্র শ্রদ্ধা আরজ আলী মাতুব্বর স্যারকে।

  • @monjurawlad670
    @monjurawlad670 4 года назад +3

    আসংখ্য ধন্যবাদ এই প্রামাণ্য প্রতিবেদন দেখানোর জন্য

  • @gopaldas-1345
    @gopaldas-1345 5 лет назад +3

    Let thousand flowers bloom! I listened to the life of gardener Aroj Ali. Amin bhai you enlightened us with stars enveloped with cloud.

  • @aneekrashid9501
    @aneekrashid9501 4 года назад +4

    এই ভিডিওগুলা অমুল্য। ♥

  • @joynalabedinkhan8687
    @joynalabedinkhan8687 3 года назад +7

    ধর্মান্ধতা থেকে কবে মুক্ত হবে আমাদেব সমাজ?

  • @banikkumar
    @banikkumar 5 лет назад +7

    "মন্দির, মসজিদ, গীর্জার চেয়ে আমার কাছে প্রবিত্র স্থান হচ্ছে লাইব্রেরী " অনেক শ্রদ্ধা দার্শনিক আরজ আলী মাতুব্বর, ধন্যবাদ বানি আমিন আপনাকে।

    • @MdRobiulIslam-fl6xq
      @MdRobiulIslam-fl6xq Год назад

      তোমার মতো বুকা চুদার সেটা মনে হতে পারে।

  • @mabdurrahimbangladesh9382
    @mabdurrahimbangladesh9382 5 лет назад +37

    "আরিফ আজাদের ~
    "আরজ আলী মাতুব্বর সমীপে " বইটি পড়ার অনুরোধ থাকল

    • @user-oneworld-k4n
      @user-oneworld-k4n 5 лет назад +8

      এর মতো ফালতু বই আর পড়ি নাই

    • @mabdurrahimbangladesh9382
      @mabdurrahimbangladesh9382 5 лет назад +2

      কোন দিক দিয়ে ফালতু ভাই ?
      লেখক আরিফ আজাদ । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের

    • @user-oneworld-k4n
      @user-oneworld-k4n 5 лет назад +8

      @@mabdurrahimbangladesh9382 লজিক্যাল ফ্যালাসি করেছে আরিফ আজাদ..তার প্যারা সাজিদ ১ ও ২ এর মধ্যে অনেক ভুলভাল তথ্য ও কুযুক্তি রয়েছে।

    • @kdmsuruj2523
      @kdmsuruj2523 5 лет назад +2

      @@user-oneworld-k4n bhai apni Arif Azad bhai er kon boi te kon kon jaigai bhul paicen, aktu bolben ki?

    • @samzihadi4008
      @samzihadi4008 4 года назад +6

      আরজ আলীর মতো মূর্খ ইসলামবিদ্বেষী নাস্তিকদের কাছে ফালতুই মনে হবে।

  • @খাজাবাবা-ন৮প
    @খাজাবাবা-ন৮প 5 лет назад +9

    আরোজ আলী মাতুব্বারের প্রতি রইল।বিনমর শ্রদ্ধা

  • @baulgaan86
    @baulgaan86 4 года назад +1

    Thanks boni amin thanks for uploading nice video

  • @nirantar9867
    @nirantar9867 2 года назад +2

    Aroj Ali Matubbor is the many many famous man of our Division.
    You are proud for Aroj ali matubbar .He was a scientist of bangle language ,and philosopher.

  • @khairulangsha4971
    @khairulangsha4971 5 лет назад +1

    ধধর্মান্ধ সমাজ বলাতে খুবই লাগছে ভাই, যদি বেহেস্তান্ধ বলতেন তবে এতো খারাপ লাগতো না।মানুষকে সৃষ্টি করতায় বিশ্বাস করতে, শুধু সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে চলবে না তাকে যে কোন একটি ধর্মে বিশ্বাস করতে হবে। অন্যদিকে যে দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যাবস্থা যত দুর্বল সেই দেশের ধর্ম তত শক্তিশালী। সৌভাগ্য কোন হাদিস বলে নাই যে মৃতদারের স্মৃতি চিহ্ন মন থেকে মূছে ফেলতে হবে তাহলে অপারেশন ছাড়া কোন উপায় থাকতো না। ধন্যবাদ আপ্লোডারকে।

  • @somratchowdhuryimran9211
    @somratchowdhuryimran9211 3 года назад +3

    আরজ আলী মাতব্বর প্রিয় একজন মানুষ।

  • @saifwali7325
    @saifwali7325 6 лет назад +6

    আরোজ আলী মাতুব্বর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা সব সময়, ধন্যবাদ বনি আমিন সুন্দর করে খুঁটিনাটি বিষয় গুলি তুলে ধরেছেন

  • @kazikamruzzaman8033
    @kazikamruzzaman8033 5 лет назад +7

    A brave man Boni Amin vai. Hats of dear. Long live dear.

  • @sujitsaha3841
    @sujitsaha3841 4 года назад +4

    অসাধারণ মানুষ হয়ে বাঁচতে চাই

  • @ShahinLeo-p2v
    @ShahinLeo-p2v 5 месяцев назад +1

    বনী আমিন
    তাহলে এখন মানুষ চিনেছে, খুব ভালো লাগলো অনুন্ধান টি

  • @cassandra-v4y
    @cassandra-v4y 5 лет назад +14

    আরজ আলীর কন্যার আজ অনেক উঁচু স্থানে থাকার কথা ছিলো। বাহ, কত প্রতিভা পরিবারে!
    অভাগা দেশ তার গুণীদের যোগ্য সম্মান দিতে পারলো না। দেশটাকে বাঁচানো গেলো না। কোনো আশা নেই!

    • @sparvej71
      @sparvej71 5 лет назад +3

      আরচ আলী কি এমন গুণী হলেন? কি প্রতিভা?

    • @ZeroDjango
      @ZeroDjango 5 лет назад

      আপনি কিছু দান করে আসেন...এখন যে অবস্থায় আছে ভবিষ্যতে তাও থাকবে না

    • @sparvej71
      @sparvej71 5 лет назад +2

      আরজ আলী মাতুব্বরের সকল প্রশ্নের জবাব দেওয়া হয়েছে।আপনি আরিফ আজাদ স্যারের লিখা "প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২" বই পড়ুন। আপনার কথা শুনে মনে হচ্ছে আরজ আলীর আপনি চরম ভক্ত(নাস্তিক)। তাই বই দুটি পড়ুন।সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

    • @হরদমপাগলা
      @হরদমপাগলা 5 лет назад +3

      """ আরজ আলি মাতুব্বর"""।নাস্তিকদের মাঝে বহুল পরিচিত একটি নাম,যাকে নাস্তিকরা দার্শনিক এবং স্ব-শিক্ষায় শিক্ষিত বলে থাকেন।আসলেই কি আরজ আলি দার্শনিক?¿?
      "" শয়তানের জবানবন্দি "" আরজ আলির বিখ্যাত একটি প্রবন্ধ।
      আসুন দেখা যাক এই প্রবন্ধে আরজ আলির কিছু মূর্খতা ও অজ্ঞতার বহিঃপ্রকাশ।
      ১)আরজ আলি জানতেন না শয়তান জ্বিনদের একজন।তাই এই প্রবন্ধে শয়তানকে বারবার ফেরেস্তা বলে উল্লেখ করেছেন।
      ২)আরজ আলির বক্তব্য শয়তানকে আল্লাহর নূর থেকে সৃস্টি করেছেন,যে কারনে শয়তান জাহান্নামের আগুনে জ্বলবে না।এটাও একটা ভূল তত্ত্ব। শয়তান হলো জ্বিনদের অন্তর্ভুক্ত এবং জ্বিন জাতিকে আল্লাহ সৃস্টি করেছেন আগুন দিয়ে।
      ৩)বয়োজ্যেষ্ঠ মানেই সম্মানিত এর পক্ষ আরজ আলি যে যুক্তি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত নয়। পদমর্যাদার ক্ষেত্রেও একধরনের সম্মান পরিলক্ষিত হয়।সেনাবাহিনী,নৌ বাহিনী বা অন্যান্য ক্ষেত্রে পুত্র যদি পদমর্যাদায় পিতার চেয়ে উপরে থাকে তাহলে পিতা পুত্রকে সম্মান করতে বাধ্য।আর এই সৃস্টিজগতে কে শ্রেষ্ঠ কে অধম এটা আল্লাহ নির্ধারণ করবেন, আরজ আলি, না।
      ৪)আরজ আলির বক্তব্য, বেহেস্তে যৌন ক্রিয়া নিষিদ্ধ এর ফলে বেহেস্ত নাপাক হয়ে যায়।তাহলে বেহেস্তে হুরদের কাজটা কি?¿?
      ৫)
      অসমাপ্ত, চলবে

    • @savageakash3970
      @savageakash3970 5 лет назад +2

      নাস্তিক দের কাছেই আরজ আলী হিরো

  • @nazmulhaque3888
    @nazmulhaque3888 2 года назад

    Boni Amin, thanks a lot vi, you known to ours many kinds of incidents and History

  • @tusharsingha7118
    @tusharsingha7118 5 лет назад +3

    দারুন,উপস্থাপনা।

  • @MoinKhan-gx8pq
    @MoinKhan-gx8pq Год назад +1

    আমি চতুর্থ বর্ষ, দর্শন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ২য় বর্ষে আরজ আলী মাতুব্বর সম্পর্কে পড়েছি।

  • @asadulhuq
    @asadulhuq 6 лет назад +13

    ভালো লাগল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তার সম্পর্কে প্রথম জানতে পারি। এক বছর পরেই তার একটি বই বাংলা একাডেমী থেকে কিনে পড়ে ফেলি আর হতভম্ব হয়ে যাই। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তার যুক্তি প্রয়োগ করার ক্ষমতা দেখে অবাক হই।

    • @sparvej71
      @sparvej71 5 лет назад +4

      কাকু,আরজ আলীর সকল যুক্তি খন্ডিত হয়েছে,সেগুলো কি পড়েছেন?
      আরিফ আজাদ স্যারের লিখা ""প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২"" বই দুটি পড়ুন।সকল প্রশ্নের উত্তর যুক্তি সহ পেয়ে যাবেন।

  • @JashimUddin-fi8yb
    @JashimUddin-fi8yb 6 лет назад +7

    অসাধারণ চমত্কার একটি ডকুমেন্টারি দেওয়া র জন্য আপনাকে ধন্যবাদ ভাই

  • @tahominaalam7744
    @tahominaalam7744 2 года назад +3

    আপনার কবিতা অসাধারণ।

  • @protulmandol
    @protulmandol 9 месяцев назад +1

    বিনম্র শ্রদ্ধা আরজ আলী মাতুব্বর দার্শনিক

  • @riazahmedrahat5964
    @riazahmedrahat5964 2 года назад

    ধন্যবাদ বনি ভাই।
    অসাধারণ প্রামাণ্যচিত্র।
    অতি অতি মূল্যবান, যা অর্থে পরিমাপযোগ্য নয়।

  • @Baba_Adom
    @Baba_Adom 4 месяца назад

    জানবার আগ্রহ প্রতিটি মানুষের মধ্যেই থাকা উচিৎ। নতুবা খাঁটি বিদগ্ধ মানুষ হওয়া সম্ভব নয়। যুগের মহান দার্শনিক ছিলেন তিনি যখন সবাই শোনা ধর্মীয় সংস্কৃতির অন্ধভক্ত। সব বিষয়েরই পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি থাকে। কিন্তু ভেতরে ডুব না দিলে সবই অন্ধকারে থাকে। অন্ধকারে ডুবে থাকা কোন মানুষেরই উচিৎ নয়।

  • @korshed
    @korshed 6 лет назад +13

    ধন্যবাদ আপনাকে, না গিয়েই পরিদর্শন হয়ে গেল।

  • @arishmom
    @arishmom 5 лет назад +5

    আপনাকে কি বলে ধন্যবাদ দিব তা বলার ভাষা নেই। এই আরজ আলী মাতুব্বরের দর্শন আমাদের ধর্মান্ধতার হাত থেকে বাঁচাতে পারে। আমাদের দেশের মানুষের সকল কপটতার একটাই সমাধান সেটা হল আরজ আলী মাতুব্বরের দর্শন।

    • @shamimararupna1109
      @shamimararupna1109 5 лет назад

      Really!!!!! Tahole sune rakhun, Ekgon ke Religiuos na Atheist hobe tar jonno Religion bhujte hoi. "Sotter Sondhane" boi e Matubbor je bishoi er birodhita kore Religion ke Kotakko korece tar maximum Manusher mukhe sona , Islam er sathe jar kono relation nai. Ekhon jodi apni bolen Dhormo noi se Dhormandotar biruddhe tahole se Religion ke Kotakko kore kotha bole keno? Driver dekhe jemon gari judge kora jai na Manush ae Manusher mukher kothai Islam ke judge kora jai na. Islam ke judge kora jai Quran ar Hadeeth die. Ei kotgata Matubbor Boje nai.

  • @safiq6152
    @safiq6152 6 лет назад +3

    অনেক ধন্যবাদ ভাইয়া, বাংলার এই মহান দার্শনিককে নিয়ে দারুণ এই প্রোগ্রামটি করার জন্য।আমি দর্শনের ছাত্র হিসেবে যা বুঝবো,অন্যরা ব্যাপারটা ওভাবে নিবে না জানি।ওদের কমেন্টগুলো দেখলাম,আমি মর্মাহত ভাই।আপনি এগিয়ে যান,শুভকামনা নিরন্তর।

  • @samolasmol8061
    @samolasmol8061 4 года назад +3

    স্যার ধন্যবাদ এতো সুন্দর কথা

  • @Yasminyasmin9763
    @Yasminyasmin9763 Год назад +1

    2022 গিয়েছিলাম বাংলাদেশ কুস্টিয়া জেলার লালন শাহ মাজার দেখতে এবার 2024 এ যাব আরজ আলী মাতুব্বর এর গ্ৰামে তার লাইব্রেরী তে।।

  • @BoniAmin
    @BoniAmin  6 лет назад +30

    m.d.topan@প্রিয় বন্ধু, ওই মুসলিম হুজুরদের পেছনে নামাজ পড়া ছেড়ে দাও, ওই জালিম ধর্ম ত্যাগ করে অতি সত্তর আল্লাহ ও তার রসূল মোহাম্মদ (সঃ) নির্দেশিত পথে আসো। না হলে কপালে বহু দুর্ভোগ আছে তোমার। অতিসত্তর ওদের ধর্ম ছেড়ে দাও এবং সঠিক মুসলিম পথে আসো। চোখ মেলে দেখো বিশ্বে এখন মুসলিম দেশগুলোর হাল কি। মনে রেখো বাংলাদেশে শতকরা ৭০ থেকে ৮০ জন মুসলমান জালিম ও কাফের। ওরা আগরবাতি বনাম ধূপকাঠি, খেঁজুরপাতা বনাম তুলসীপাতা, জল বনাম পানি, খালাম্মা বনাম মাসীমা, গোস্ত বনাম মাংশ, ইত্যাদি শব্দ ও জিনিসের মধ্যে ধর্ম ও ভেদাভেদ খুঁজে বেড়ায় যা আমাদের নবী মোহাম্মদ (সঃ) করতেন না। তোমার বাবা-ও সেই প্রকৃতির মুসলমান। লক্ষ্য করবে আমার ভিডিওতে জঘন্য ভাষায় যারা খারাপ-খারাপ গালি দেয় বা যারা বাজে ভাষায় মন্তব্য করে তারা সকলেই মুসলমান, ওরা আমাকে ইসলামিক উপায়ে গালি দেয়। প্রকৃত ইসলাম যদিও তা বলে না। গালি দেয়া কমেন্ট কারী মুসলমানেরা নিজেদের মা ও বোনদের ইসলামিক পদ্ধতিতে দেহব্যবসায় খাটায়, ভাড়া দিয়ে থাকে। প্রয়োজনে মধ্যপ্রাচ্য মুসলিম শেখদের কাছে ওদের বোনকে পাঠায়, কিন্তু অন্যের মা বোন নিয়ে ওরা গালি দেয়। মনে রেখো যারা আমার ভিডিওগুলোতে মা-বোন তুলে গালি দিয়ে কমেন্ট করে ওরা সক্কলেই মুসলমান এবং ওদের মা ও বোনেরা সকলেই দেশে নানা কারণে (অর্থ বা যৌন চাহিদা) দেহ ব্যবসা করে থাকে। এটা পরীক্ষিত সত্য। তুমি আমার ভিডিও কমেন্টগুলোতে নজর রেখো বন্ধু, খোঁজ নিয়ে দেখবে ওদের বাবা ও ভাইরা দুহাতে ঘুষ খায়, হারাম খায়, রান্ডিবাজি করে অতঃপর মক্কায় গিয়ে হ্বজ করে আলহাজ হয়ে সমাজে আলোকিত হয় (সাতশো ইঁদুর মেরে বেড়াল চল্লো হ্বজে) । ওই মুসলমানদের বাবা বাইরে জ্বেনা করে আর তাদের মা-বোনরা 'ইসলামিক উপায়ে' ঘরের ভেতর পর্দার আড়ালে অহরহ ব্যাভিচার করে থাকে। আমরা প্রবাসীরা দেশে বেড়াতে গেলে [কোনো অমুসলিম নারী নয় বরং] এই শ্রেণীর কমেন্টকারী লোকগুলোর স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়া যুবতী মুসলিম বোনরাই টাকার বিনিময়ে আমাদেরকে দেহ দান করার জন্যে দামি দামি হোটেলগুলোর লবীতে লাইন ধরে বসে থাকে। আমি ওদের চিনি, ওরা মুসলমান মেয়ে, আমার ভিডিওতে গালিদিয়ে কমেন্টকারীর যুবতী বোন ওরা। যারা গালি দিয়ে কমেন্ট লিখে আমি ভালোভাবে চিনি ওরা কেমন, ওদের ঈমান কেমন। ওরা 'শুয়োরের মাংস ও ঘুষের মধ্যে পার্থক্য খুঁজে পায়না, ওরা প্রাক্তন প্রেসিডেন্ট হোমো এরশাদ ও মাদার তেরেসার মধ্যে জান্নাত ও জাহান্নামের ফয়সালা করে। ওরা 'মুসলমান', জ্বেনা ওদের কাছে কোন মানবিক দেনা নয়। আমি বিরক্ত হই না বা রাগ করিনা। কারণ আমি আমার মনকে প্রবোধ দেই আর বলি -ও তো মুসলমান নামের কাফের, সুতরাং ও আমাকে ইসলামিক পদ্ধতিতে বা ও কোরআন ও হাদিস থেকে যা শিখেছে সেটাই তার কমেন্টে এস্তেমাল করছে। আরো লক্ষ্য করবে যে আমার ভিডিও পোস্টে যারা গঠনমূলক বা উপদেশমূলক কমেন্ট করে তারা সকলেই অমুসলিম অথবা ভালো মুসলিম (যাদের সংখ্যা খুবই কম) এই অমুসলিমরা বা ভালো মুসলিমরা তাদের স্ত্রী বা বোনদেরকে দেহ ব্যাবসায় কোনোদিন পাঠাবে না, বা কমেন্টে কাউকে মা-বোন তুলে গালি দেবে না, কারণ ওরা প্রকৃত মানুষ। মুসলিমরূপী আমি ঐসকল কাফেরদের কারণে কোনো ইসলামিক অনুষ্ঠানে যাই না। যার ফলে আমি এই সকল হুজুরদের পেছনে নামাজ পড়া ছেড়ে দিয়েছি ২৮বছর আগে। ঘরে বসে নিজে নিজে নামাজ পড়ি, আল্লাহর দিদার পেতে নবীজির আদেশগুলো মনে করি। কবে কোনকালে আমি মসজিদে ঢুকেছি আমি সত্যি জানি না, বাকি জীবন যেন আল্লাহ আর কখনো মসজিদে না ঢুকায়। আমার দীলে শুধু আল্লাহ ও রসূল থাকলেই যথেষ্ট, আমি সে-ই ঈমান নিয়ে শেষ নিঃস্বাশ ত্যাগ করতে চাই বন্ধু। -আমীন।

    • @shahed3127
      @shahed3127 6 лет назад +1

      ভাই আল্লাহর রাসূল (সা:) কিন্তু সবসময় মসজিদে ফরজ পড়তেন।তাই চেষ্টা করুন ফরজ নামাজ অন্ততপক্ষে মসজিদে পড়তে।

    • @roksanapriya2533
      @roksanapriya2533 6 лет назад +4

      Boni Amin, sir, আপনি ওখান থেকে অনেক গুলো ভূল ধারণা নিয়ে এসেছেন,
      আসলে উনি একজন ধর্ম বিরোধী ছিলেন এটাই সত্য,
      তিনি সকল ধর্মের প্রতি অপো প্রচার করতেন।

    • @humayunkabir7632
      @humayunkabir7632 6 лет назад

      ধন্যবাদ বনি আমিন আপনাকে।

    • @sopiqulislam4406
      @sopiqulislam4406 6 лет назад +1

      দাদা আপনি নাস্তিক গুনে গুনে লাইক দিয়েছেন । বুঝতে পারছি ।

    • @sopiqulislam4406
      @sopiqulislam4406 6 лет назад +3

      আপনি নিজেই বলেছেন যে আপনি হোটেলের খানকিদের সাথে মেলামেশা করেন। সুতরাং আপনি যে কেমন মুসলিম তা আর বুঝার বাকি রইল না । আপনার মসজিদে যাওয়া লাগবে না ভাই। আপনি খানিকি পারায় যান। ওটাই আপনার জন্য উওম যায়গা। আমি দোয়া করি যেন ওই খানকিদের পারায় আপনার জীবন শেষ হয়। আপনার ওই দুষিত দেহটাকে শেষে যেই আলেমদের ঘৃণা করেন তারাই জানাযা পড়াবে। আমি বলবো না যে সব আলেম বা সব মুসলিম ভাল। আল্লাহকে মানেন কিনা জানিনা। তবে আপনার ভাষায় প্রকৃতি। আপনাকে যেই বিবেক দিয়েছেন তার মাধ্যমে।আর সুশিক্ষার মাধ্যমে বিবেচনা করে দেখেন । আপনি ও কোনো এক মুসলিম নারী ও পুরুষের ওরষ জাত সন্তান । আমাদের সবার উচিত কুরআন ও হাদীস বুঝা। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দেক এটাই আমার কামনা ।

  • @dreamqueen9909
    @dreamqueen9909 5 лет назад +3

    Great video!

  • @তুমিসুন্দরমনেহয়

    । জয় হোক মানবতার। স্যার আপনার চোখেচোখে এই জগত দেখতে চাই। কেমন জানি আপনাকে আমার বাবার মত লাগে। স্যার মন যখন খারাপ হয় তখন আপনার ভিডিও দেখে মনে শান্তি পাই। স্যার আবার যখন বাংলাদেশ আসবেই তখন দেখা করবেন স্যার।

  • @Promax-ng7tw
    @Promax-ng7tw 7 месяцев назад +1

    Good job

  • @md.imrulhussain3264
    @md.imrulhussain3264 5 лет назад +2

    Excellent place non Academic Philosopher really enjoy it I read Philosophy

  • @SD_Only
    @SD_Only 5 лет назад +3

    একটু সুন্দর মানুষকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। এ এক অন্য বাংলাদেশের সন্ধান দিলেন। আপনাকে ধ্যানবাদ।

  • @masudurrhaman7949
    @masudurrhaman7949 5 месяцев назад +1

    I like aroz Ali matobar

  • @kamrunnesa1558
    @kamrunnesa1558 5 лет назад +1

    Amn valo vidio chalie jan vy boni amin. Somolochona apnar joto besi hobe toto apnar valo.

  • @sohelkhan5083
    @sohelkhan5083 6 лет назад +1

    ami boi pore onk boro fan... thanks for nic video.

  • @tapon3921
    @tapon3921 7 месяцев назад +2

    নাতির গাণ ওসাদারন

  • @coolNotCold9376
    @coolNotCold9376 2 года назад +2

    আরজ আলী সম্পর্কে আমি তেমন জানিনা কিন্তু আমি যেটা ধারনা করি ওটাই বলি । মানুষ যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাই তার চিন্তার মধ্যে ভিন্নতা আসবেই। একজন মানুষের জন্য চিন্তা করাটা খারাপ কিছু না । প্রশ্ন করাও খারাপ কিছু না। কিন্তু প্রশ্ন করার জায়গাটা উপযুক্ত হতে হবে । উপযুক্ত জায়গায় প্রশ্ন করলে উপযুক্ত উত্তর পাওয়া যাবে। এই জায়গায়টাতেই আমার মনে হয় আরজ আলীর সমস্যা ছিল। চিন্তার ঘাটতি ছিল, উপযুক্ত তথ্যের অভাব ছিল । প্রথম সে যখন কুরআন হাদিস পড়েছে তার মনে অনেক প্রশ্ন এসেছে। এর পর সে আসে পাশের আলেম দের জিজ্ঞেস করে হয়ত এমন উত্তর পায়নি যা তাকে মনে তৃপ্তি দিবে। এর পর তার মা যখন মারা যায় তখন নাকি ইমাম রা তার মাকে জানাজা বা কবর দিতে অস্বীকার করেছে । এই ২ টা জায়গায় প্রথম ভুল টা হয়েছে । যখন সে তার প্রশ্নগুলো করেছে মন মত উত্তর না পাওয়ার পর তার উচিত ছিল কুরআন তা আবার পড়া । বার বার পরলে সে ধারনা পেত একটা প্রশ্নের উত্তর একটা এলাকায় ইমাম থেকে না পাওয়া মানে এই না এটার উত্তর নেই। তখন তার এলাকা ছেড়ে হিজরত করা উচিত ছিল তার চাইতে ভাল আলেম খুঁজা। তার পর না পেলে তার মক্কা পর্যন্ত খুঁজা উচিত ছিল । এরকম খুঁজলে একটা সময় উপযুক্ত জ্ঞানী আলেম মানুষ পেত । পবিত্র কুরআন পরিষ্কার ভাবেই বলেছে তোমরা চিন্তা কর , দুনিয়া ভ্রমণ কর , আল্লাহ্‌র নিদর্শন দেখ। কিন্তু আরজ আলি এগুলো না করে ঘরের কোনেই বসে ছিল ক্ষোভ নিয়ে। আর তার মাকে যারা জানাজা দেয় নি , যদি ইমাম করে থাকে তাহলে অবশ্য সে অনৈইলামিক কাজ করেছে। এগুলু তার মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। আর আমাদের মুসলিম দের ইতিহাস যদি দেখেন দেখেন ইসলামের প্রাথমিক যুগে এরকম সমস্যা ছিল না , কারণ তখন আলেম এবং বিজ্ঞানএর জ্ঞান উভয় এ ছিল । কিন্তু পরবর্তী কয়েকশ বছর পর এটা ২ তা ভাগ হয়ে গিয়েছে । যে ইসলাম জানে সে বিজ্ঞান জানে না যে বিজ্ঞান জানে সে ইসলাম জানে না । যখন এটা শুরু হয়েছে তখন থেকেই আরজ আলির মত মানুষ চিন্তা করে উত্তর না পাওয়ার পরিস্থিতিতে পড়েছে । একারণে মানুষ দের বলব তোমরা বিজ্ঞান এর সাথে ইসলাম নিয়ে পড় আর চিন্তা কর, আর দুনিয়া ভ্রমণ কর। আলহামদুলিলাহ আমি জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়াশুনা করে বিশ্ববিদ্যালয়য়ে গবেষণা করে আমার ভিতর থেকে একটু ইসলাম কমে নি, বরং বেড়েছে । ‘তারা কি ভূপৃষ্ঠে ভ্রমণ করে না, যাতে তারা জ্ঞান-বুদ্ধিসম্পন্ন হৃদয় ও শ্রুতিসম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারে! বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে তাদের হৃদয়।’ (সূরা হজ : ৪৬)‘তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ?’ (সূরা মুহাম্মদ : ২৪)

  • @homayunkabir8016
    @homayunkabir8016 29 дней назад

    আমি হুমায়ুন আমার ধর্ম নিয়ে কোনো মাথাব্যথা নেই❤ আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি❤ সব ধর্মের মধ্যে কিছু ভালো খারাপ আছে❤ এবং সব ধর্মের লোক কি বলে আমার ধর্ম শ্রেষ্ঠ , ঠিক এই কারণেই আমি নির্দিষ্ট কোন ধর্মের অনুসরণ করি না❤ প্রেম আমার ধর্ম প্রত্যেক হৃদয় আমার উপাসনালয়❤ আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার বিশ্বাস করি

  • @joysonaton2880
    @joysonaton2880 5 лет назад +3

    চমৎকার

  • @khanliakotrahman3184
    @khanliakotrahman3184 5 лет назад +5

    আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করি।

  • @drbaloramkumarroy3772
    @drbaloramkumarroy3772 4 года назад +1

    Knowen about Aroj Alli Matubbar from Mr. Boni Amin . Thanks a lot.

  • @MusicTraveller
    @MusicTraveller 3 года назад

    Thank you boni

  • @shayranahmed5322
    @shayranahmed5322 6 лет назад +4

    Thanks Brother

  • @s.m.moniruzzaman2458
    @s.m.moniruzzaman2458 6 лет назад +7

    বাহ দারুণ। শ্রদ্ধা বাংলার সক্রেটিসকে।

  • @ahirahmed1719
    @ahirahmed1719 4 года назад +4

    আরজ আলী মাতুব্বর ছিলেন অল্প বিদ্যার ভয়ংকরী মানুষ।উনি বলেন মসজিদ মন্দিরের চেয়ে লাইব্রেরী সেরা জায়গা,কিন্তু আল্লাহর কাছে সেরা স্তান হচ্ছে মসজিদ।উনি কেমন বিদান ছিল তা আরিফ আজাদ ভাই "আরজ আলী সমীপে"বইয়ে উল্লেখ করেছেন।

    • @funnymediarm3974
      @funnymediarm3974 2 года назад +2

      আরিফ আজাদ পাঠা

    • @hussain1212-u2el
      @hussain1212-u2el 5 месяцев назад +1

      আরিফ আজাদ তার লেখা বইগুলোতে যে কোনো ভাবে ইসলামের পৌরাণিক কাহিনী ও অবৈজ্ঞানিক কথাবার্তা গুলো কে সত্যি বলে প্রমাণ করার অপচেষ্টা চালিয়েছে । সেখানে বারবার লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তির আশ্রয় নিয়েছে ।
      ধর্মান্ধতায় পরিপূর্ণ, কুসংস্কারে আচ্ছন্ন পিছিয়ে পড়া বাংলাদেশের মানুষেরা সত্যিকারের জ্ঞানী ও বিচক্ষণ মানুষদের কদর দিতে জানে না । কারণ বাঙালি মুসলমান মনে করে, প্রগতিশীলতা, আধুনিক চিন্তাধারা সবকিছুই হারাম । ধর্ম ব্যবসায়ী মোল্লাদের কথায় এবং কোরআন হাদিস নিজেরা অর্থসহ বুঝে না পড়েই যৌক্তিক প্রশ্ন কে তারা ধর্ম অবমাননা মনে করে । মুসলমান জাতির এই নৈতিক অধঃপতন ও অদূরদর্শী মনোভাব আজকের বিশ্বে অন্যান্য জাতির প্রতি নির্ভরশীল করে তুলেছে ।

  • @eashirarafat11
    @eashirarafat11 6 лет назад +13

    মুসলিমদের কাছে পবিত্র স্থান মসজিদ।

    • @mybangla-ul8dv
      @mybangla-ul8dv 6 лет назад +3

      Eashir Arafat "লাইব্রেরী ও কম পবিন্র নয়"শিক্ষা না থাকালে আপনে মুসলিম দিয়া কি করবেন

    • @borshachowdhury8886
      @borshachowdhury8886 6 лет назад +6

      james 2000 ইসলামে সর্ব প্রথম যে শব্দটি ওহি হিসাবে এসেছে সেটা হলো "পড়" । ইসলামে জ্ঞান অর্জন করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তা অন্য কোনও ধর্ম / মতবাদে দেওয়া হয়নি । নবী সা: এর যুগ থেকে নিয়ে যত বড় বড় খেলাফত ছিল সেগুলোতে মসজিদের পাশেই থাকতো বড় বড় লাইব্রেরি। আর মসজিদের উঠনে চলতো জ্ঞান বিজ্ঞান চর্চা। আজও হাজার বছরের পুরনো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে । ইতিহাস উঠিয়ে পড়ে দেখেন । একই কথা ভিন্ন ভাবে বলা যায় শিক্ষা না থাকলে নাস্তিকত্য / হিন্দুত্ব দিয়েও মানুষ কি করবে !

    • @mybangla-ul8dv
      @mybangla-ul8dv 6 лет назад +1

      Borsha Chowdhury আপনার কথার সাথে আমি একমত"""

    • @mamunahmed7843
      @mamunahmed7843 4 года назад +1

      @@mybangla-ul8dv ধর্ম বলে দেয় কুনটি ভালো আর কুনটি খারাপ,,জিবনকে অর্থপূর্ণ করতে হলে অবশ্যই একটি গাইড লাইনের প্রয়োজন,, যা স্রস্টা দিয়ে থাকেন ভুল শুদু মানুষের

  • @mdsaddamhossain7011
    @mdsaddamhossain7011 3 года назад +2

    আরজ আলী মাতুব্বর ও মুহাম্মদ সাঃ এই দুই দুই ব্যক্তির মধ্য যার চরিত্র বেশী সুন্দর,যার আদর্শ এগিয়ে,যে দেখতে সুন্দর,যার বংশ ভাল,লোকেরা যাকে বেশী ভালবাসে,যে বেশী মানবতাবাদী,ঈশ্বর সম্পর্কে যার উক্তি যথার্থ আমি তাকেই অনুসরণ করবো।🤔🤔🤔

  • @mhmahabubhawladar5347
    @mhmahabubhawladar5347 4 года назад +1

    তৃতীয় পর্ব খুঁজে পাচ্ছি না।

  • @nazmunnabi3879
    @nazmunnabi3879 6 лет назад +3

    Aroj ali was a greatest philosopher of Bangladesh.amin bai ,i was not your fan but now i am your fan .Aroj ali is a lighthouse of Bangladesh .Boni Amin thanks a lot for performance.

  • @JahidsWorldwide
    @JahidsWorldwide 6 лет назад +25

    আরজ আলী মাতুব্বর সত্যিকারের মানুষ ছিলেন। সালাম বাংলার সক্রেটিস।

  • @palashdewan1324
    @palashdewan1324 6 месяцев назад +1

    আরজ আলী সাহেব যদি এখন ফিরে এসে মরার পরের ফিডব্যাক টা দিতে পারতো🤔।তাহলে কতই না ভালো হতো।

  • @rajdorbar3213
    @rajdorbar3213 3 года назад +2

    Great philosopher 🙏

  • @chittaranjanbiswas7106
    @chittaranjanbiswas7106 6 месяцев назад +1

    আমিও হতভাগা ছিলাম এতদিন।