পান্থ তুমি, পান্থজনের সখা হে | সাধন ঘোষ | অ্যালবামঃ পথ-চাওয়াতেই আনন্দ

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 май 2024
  • পান্থ তুমি, পান্থজনের সখা হে,
    পথে চলাই সেই তো তোমায় পাওয়া।
    যাত্রাপথের আনন্দগান যে গাহে
    তারি কন্ঠে তোমারি গান গাওয়া॥
    চায় না সে জন পিছন-পানে ফিরে ,
    বায় না তরী কেবল তীরে তীরে ,
    তুফান তারে ডাকে অকূল নীরে
    যার পরানে লাগল তোমার হাওয়া॥
    পান্থ তুমি, পান্থজনের সখা হে,
    পথিকচিত্তে তোমার তরী বাওয়া।
    দুয়ার খুলে সমুখ-পানে যে চাহে
    তার চাওয়া যে তোমার পানে চাওয়া ।
    বিপদ বাধা কিছুই ডরে না সে ,
    রয় না পড়ে কোনো লাভের আশে,
    যাবার লাগি মন তারি উদাসে-
    যাওয়া সে যে তোমার পানে যাওয়া ॥
    তথ্যপঞ্জি:
    রচনার তারিখ: ২৫ আশ্বিন ১৩২১(১২ অক্টোবর ১৯১৪)। কবির বয়স: ৫৩। রচনার স্থান: বেলা রেলস্টেশন, বুদ্ধগয়া। প্রকাশ: ১.গীতালি কাব্য, কার্তিক ১৩২১, ৯৫ সংখ্যক কবিতা; ২. Fruit Gathering, অনূদিত কবিতা-সংকলন ১৯১৬, ১৩ সংখ্যক কবিতা, কবিকৃত ইংরেজি অনুবাদ To move is to meet you every moment, fellow traveller ৩. সঞ্চয়িতা- ১৩৩৮, শিরোনাম- পথের গান ; ৪. গীতবিতান (১ম সং) ২য় খ-, আশ্বিন ১৩৩৮; ৫. গীতবিতান (২য় সং) ১ম খ- , ভাদ্র ১৩৪৫; ৬. গীতবিতান (অখ-), আশ্বিন ১৩৭১। পর্ব: পূজা, ৫৬৪ সংখ্যক গান। উপপর্ব: পথ। রাগ: ছায়ানট। তাল: দাদ্রা। পূর্বতন স্বরলিপি: ১. প্রবাসী পত্রিকা, জ্যৈষ্ঠ ১৩২৪, দিনেন্দ্রনাথ ঠাকুর; ২. গীতলেখা ২য় খ- ১৩২৫, দিনেন্দ্রনাথ ঠাকুর। প্রচলিত স্বরলিপি: স্বরবিতান- ৪৩, দিনেন্দ্রনাথ ঠাকুর। এটি ব্রহ্মসঙ্গীত নামাঙ্কিত। পহেলা বৈশাখ ১৩২৪ শান্তিনিকেতনে নববর্ষের উপাসনায় গানটি গাওয়া হয়।
    সংগীতভাষ্য:
    বুদ্ধগয়ায় বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথ বরাবর পাহাড়ে বৌদ্ধ আমলের গিরিগুহা দেখতে বেলা রেল স্টেশনে পৌঁছেন ১৯১৪ সালের ১২ অক্টোবর। সেখানে ওয়েটিং রুমে পাল্কির জন্য অপেক্ষার অবসরে লেখেন পথ নিয়ে গান “পান্থ তুমি, পান্থ জনের সখা হে”। নিজেকে রবীন্দ্রনাথ বলেছেন পথিক পরান। লিখেছেন, পথিক আমি পথেই বাসা। এ পথ অধ্যাত্ম সাধনার, ঈশ্বরপ্রেমের পথÑ কখনও করুণ,কখনও রঙিন। পান্থ তুমি, পান্থজনের সখা হে গানে এই পথভাবনার রসায়নটা একটু আলাদা। প্রার্থী এবং প্রার্থীতকে এখানে বন্ধনহীন গ্রন্থিতে বেঁধে দিয়েছে অন্তবিহীন পথ। পরমেশ্বর এ গানে পান্থ, পান্থজন কবি নিজেই। সহযাত্রী তাঁরা। আর যখন কবি পান্থকে বলেন পান্থজনের সখা, সবটুকু আড়াল তখন খসে পড়ে। তখন পথে চলাই সেই তো তোমায় পাওয়া এবং যাত্রাপথের আনন্দগান হয়ে ওঠে দু জনেরই গান। তখন আর তীরে তীরে তরী বাওয়া নয়, অনায়াসে অকূল সমূদ্রে পাড়ি। যাকে পাওয়ার জন্য বাহির হলেম কবে সে নাই মনে, সে-ই যখন সঙ্গী, তখন বিপদ বাধা কিছুই ডরে না সে, বরং যাবার লাগি মন তারি উদাসে। কারণ যাওয়া সে যে তোমার পানে যাওয়া।
    যন্ত্রানুষঙ্গ পরিচালনাঃ দুর্বাদল চ্যাটার্জী
    © কপিরাইটঃ সোমা ঘোষ (সর্বস্বত্ব সংরক্ষিত)

Комментарии • 6

  • @shilpabairagi8948
    @shilpabairagi8948 2 месяца назад +1

    ❤❤❤

  • @AKDLTGHT
    @AKDLTGHT 25 дней назад +1

    অসাধারণ। অসাধারণ।

  • @johndilipsarker5759
    @johndilipsarker5759 Месяц назад +1

    অসাধারণ স্যার প্রণাম নেবেন!

  • @rafiqulhasan9909
    @rafiqulhasan9909 2 месяца назад +1

    অসাধারন স্যার।

  • @Mrittikadebnath
    @Mrittikadebnath Месяц назад +1

    স্যার,অসাধারণ মুগ্ধ হয়ে শুনলাম।

  • @alokemazumdar7409
    @alokemazumdar7409 2 месяца назад +1

    আহা, খুব প্রাণময় নিবেদন 🙏🙏🙏, ভালো থাকবেন ❤❤