অচিন রাগিণী | Ochin Ragini | Shaon | Asaduzzaman Noor | Humayun Ahmed | Full Bangla Natok
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Drama Name - Ochin Ragini- অচিন রাগিণী
Major Cast - Asaduzzaman Noor, Masum Aziz, Shaon, Ahmed Rubel, Dr. Ejajul Islam, Challenger, Shadhin Khasru, Mithu, Shatadal Barua Bilu, Sohel, Tulu
Script - Humayun Ahmed
Direction - Humayun Ahmed
Chief Assistant Director - Saalah Uddin Sanowar
Cinematography - Azizul Haque Arjoo & Bikkram Khan
Editing - Shaheen Ahmed
Background Music - Maqsood Jamil Mintu
Genre - Drama (Natok)
Label - Laser Vision
Watch More: goo.gl/ba3hkr
Come Join Us for More Entertainment!! Visit our Official site: www.laservisionbd.com
** ANTI-PIRACY WARNING ** This content's Copyright is reserved for Laser Vision Ltd. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
(C) 2017 Laser Vision Ltd.
Also Find us on Social Media;
G+ Laser Vision: plus.google.co...
Facebook Page: / laservisionlimited
Twitter Official: / laservisionbd
Wikipedia: en.wikipedia.o...
Pinterest: / laservisionbd
Online Partner:
Meta Tunes - metatunes.my
Laser Vision Official Address:
Bangladesh Address: 1st Floor,300/5/A/1 Bir Uttam C R Dutta Sarak Dhaka-1205, Bangladesh.
#অচিন_রাগিণী
#humayun_ahmed
#bangla_natok
#asaduzzaman_nur
#Masum_Aziz
#shaon
#Ahmed_Rubel
#ejaj
#challenger
#Shadhin_Khasru
#monira_mithu
#Shatadal_Barua_Bilu
#sohel
#tulu
#bangla_funny_natok
#family_drama
মানুষের জীবনের সব স্বপ্ন পূরন হওয়া ঠিক নয়, কিছু স্বপ্ন অপূর্ণ থাকা দরকার,,,অসাধারন বাক্য।
এক নাটকে একসাথে এতো গুলো তারকা সেটা শুধু হুমায়ুন আহমেদ এর দ্বারাই সম্ভব।
আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলো সেটা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে তার সৃষ্টির মাধ্যমে।
হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্টির মাঝেই বিনোদনের তৃপ্তি খোজে পাই। এই তৃপ্তি-মনের শান্তি আর কারো বই, নাটক কিংবা সিনেমাতে পাই না। এই মহামানব কে হারিয়েছি আমরা সেই ২০১২ সালে, ২০২৫ এসে ১৩ বছর হতে চলল, এখনো কাউকে পাইনি যে তার সৃষ্টির ছিটেফোঁটাও আমাকে আনন্দ দিতে পেরেছে। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন।
সর্বশেষ যা বুঝতে পারলাম ------ সবাইকে সমান সম্মানের অধিকারী করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সুতরাং কাউকে ছোটো করে দেখার কিছুই নেই। কার জন্য কি অপেক্ষা করছে তা আমরা কেউই জানি না।
হুমায়ুন আহমেদ সাহেবের রচনা মানেই শাখা প্রশাখায় পল্লবীত মহিরুহ। সমস্ত শিল্পীদের অভিনয় গুণে নাটকটি মনোগ্রাহী হয়ে উঠেছে।
বেশ করেক বার দেখি। আজ আবার ও দেখলাম। যত দেখি ততই ভালো লাগে। এক জন কে এই নাটকে মিস করেছি, ফারুক ভাই কে।অবশ্য ফারুক ভাইকে দেওয়ার মত এই নাটকে চরিত্র ছিলো না।আবার সেকেন্ড ম্যানেজার কে দেওয়া যেত। ❤❤
ওরা কারা যারা বাংলা সিনেমা থেকে আমার মত বাংলা নাটক দেখতে বেশি ভালোবাসেন । তারা হাজিরা দিয়ে যান।।✋✋
অচিন রাগিণী😍😍নাটকটি কেমন লাগছে জানাবেন সকলে...
অনেক ভাল লাগছে
এর পরের অংশ পাওয়া যাবে না?
সময় আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত।এ সময় আর কখনোই ফিরে আসবেনা।
তাই কুরআনে মনোনিবেশ করুন।
আজ পড়ুন সুরা যিলযাল ও অনুবাদ।
হুমায়ুন আহাম্মেদ স্যারের একটা নাটক ও খারাপ না সবকটি নাটকই অমূল্য আমি প্রতিটা নাটক কয়েকবার করে দেখি
আমিতো সব নাটকই দেখি,,নাইচ
হুমায়ূন আহমেদের বাংলা নাটক অচিন রাগিণী নাটকটি কেমন লাগছে জানাবেন সকলে👍👍
কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। (আবু দাউদ)
আচ্ছা
@@আগামীরপথে-ম৬চশালা কেয়ামতের কথা থুইয়া নাটকের কথা মন দিয়া দেখ
অসাধারণ
হুমায়ূন আহমেদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক।
উনার পরিচালিত নাটক মানে মুখে হাসি চোখে জল আসবেই।❤❤
সত্যি অসাধারণ একটা নাটক দেখে মনটা স্নিগ্ধ হয়ে গেল এই নাটকের যারা অভিনয় করেছেন সবাই খুবই গুনি অভিনেতা ধন্যবাদ সবাইকে খুব সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য ধন্যবাদ লেজার ভিশন কে ১৪/১২/২৪
একজন হুমায়ূন আহমেদ বাঙালি আর কখনোই পাবেনা ❤
হুমায়ূন আহমেদ স্যার সত্যি মানুষের মধ্যে নানারকম গল্প থাকতে পারে তিনি তার সৃষ্টি মাঝে প্রকাশ করেছেন।
Bhalo laglo natokta West Bengal
আমার জীবনে এত সুন্দর মর্মস্পর্শী মননশীল নাটক দেখে মুগ্ধ হলাম।
এই নাটকে যারা অভিনয় করেছে
তাদের মতো গুণী অভিনেতা কোটিতে একজন হয়। আর এদের গুনী হওয়ার পেছনে একমাত্র ব্যক্তি স্যার হুমায়ূন আহমেদ
।
শেষে বাকের ভাইয়ের হাত বাড়িয়ে দেওয়া দিয়ে আরও তিনশত মিনিট এই নাটক পরিচালনা করা যেতো। হিমু স্যার এটা খুব ভালো করে জানতেন। উনি মানুষকে খুব বড়কে দিতে ভালোবাসতেন৷
হুমায়ুন আহমেদ স্যারের যত নাটক দেখি ততই অভিভূত হয়ে যায় । স্যালুট স্যার
আগেও দেখছি,এখনো দেখছি, ভবিষ্যতে আবারও দেখবো!
হুমায়ুন আহমেদের নাটক বারবার দেখতেও ভালো লাগে! 👌👌💚💚
২০০৮/৯ এর সেই নাটকের দিনগুলো আর ফিরে আসবে না। চমৎকার অনেক নাটক হয়েছে সেই বছরে।
অসাধারণ বাবা মেয়ের সম্পর্ক,,😊
কিংবদন্তি অভিনেতা আহমেদ রুবেল ভাই আমাদের মাঝে নেই ! গতকাল তিনি ইন্তেকাল করেছেন ! আজ তার নাটক দেখছি ..
আছি
rest in peace 🖤🥺
😢
শুনে প্রচন্ড মর্মাহত হলাম। চমৎকার ছিল উনার গলার স্বর, অভিনয়, চেহারা। এটাও জানা ছিলনা উনি তারানা হালিমের স্বামী। লেখক চলে গেলেন, চ্যালেঞ্জার চলে গেলেন আরো কত মানুষ চলে গেলেন
Humayun Ahmed ar a sab Natak ak kothay Asadharon. Sabar Ovinoi e khub Sabolil. Asaduzzaman shb. Exception. Khub sundor Porichalona O photography. Kolkata.
কি সাজানো গুছানো অভিনয় সত্যিই মনটা ভালো হয়ে গেলো ❤❤❤
জন্ম দিলেই বাবা হওয়া যায় না। জন্মদাতা আর বাবার মধ্যে অনেক অনেক অনেক তফাৎ
এটা শুধু হুমায়ুন স্যারের দ্বারাই সম্ভব।এত সুন্দর নাটক
বাংলাদেশের অমূল্যবান প্রতিভাগুলো কোনদিন ভূলবে না মানুষ।
এমন ধরনের নাটক দেখার মতো। ❤❤❤মন মানসিকতা । এখন কার জুগের মানুষের নেই,,,,,,,,,,
শান্তিতে আমার মন ভরে গেল। যখন শাওন কফি নিয়ে যাচ্ছিল, স্বাধীন দেখল, আমার ইচ্ছা হচ্ছিল, কফির ট্রেটা ধরে আছাড় মারতে। ঠিক তাই ঘটল! আমি হুমায়ূনের উদ্দেশ্যে একটা লাইক মেরে দিলাম বুড়া আঙ্গুল দিয়ে।
আমি এই নিয়ে ছবিটা ৩ বার দেখলাম । অসাধারন ছবি । তুলনা করব এমন উদাহরন আমার জানা নেই । ভারত থেকে আমি উজ্জ্বল রায় । 🎉
উনার সব নাটক দেখেন ভালো লাগবে।
কতই না সুন্দর ছিল আগেকার নাটকগুলো, যদিও আমার বয়স ১৮ কিন্তু আমি হুমায়ুন আহমেদ এর খুব বেশি পছন্দ করি, রুচিসম্মত অসাধারণ কথা আর অভিনয় 😊😊😊
কত মায়া কত ভালবাসা ছিল আগের নাটকগুলোতে!❤
😢হ
জানি, হুমায়ূন আহমেদ অসম্ভব জনপ্রিয় একজন লেখক পরিচালক! উনার কিছু কিছু লিখা পড়েছি বহু আগে থেকেই - কিছু কিছু পরিচালনাও দেখেছি। কিন্তু এতোটা সুন্দর জীবনগ্রাহী কিছু আগে পড়া বা দেখা কোনটাই হয়ে উঠে নাই আগে! তাঁর এত্তো এত্তো জনপ্রিয়তার সত্যি সত্যিই কিছু কারণ আছে বটে! সবাই চমৎকার অভিনয় করেছেন - দুলাভাই The Champion 🏆
Assaduzaman Noor is a Moharati. Unparalleled and no one can be Assaduz zaman Noor. I am sold.
সুন্দর ও অসাধারণ একটি নাটক। Just memories.
"কমলফুল বিমল শেজখানি,
নিলীন তাহে কোমল তনুলতা ।
মুখের পানে চাহিনু অনিমেষে,
বাজিল বুকে সুখের মত ব্যাথা ।"
মানুষ বাঁচে তার সৃষ্ট কর্মের মধ্যে। ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার এবং এ নাটকের কলাকৌশুলীদের এমন সুন্দর সৃষ্টি আমাদের উপহার দেয়ার জন্য।
নাটকটা সত্যিই অসাধারণ ছিল প্রশংসা বলে প্রকাশ করা যাবে না কতটা ভালো লেগেছে আমার
যদিও আনেক বার দেখেছি,আবার দেখব।বর্তমান নাটকগুলো বেশির ভাগই দেখতে পারিনা।আমি মনে হয় ভুল সময়ে পৃথিবীতে এসেছি। কে বলবে আমার এই অবস্থার জন্য হয়তো হুমায়ুন আহমেদই দায়ী।
যেনো নাটক নয়,বাস্তব জীবন! সাবলীল ও অকৃত্রিম!
হুমায়ুন আহমেদ এর নাটক গুলো অবিরাম কাহিনি যার কোন সমাপ্তি নেই
একেই বলে অসাধারণ সুন্দর!
প্রথমে ভাবলাম সবাই আছেন শুধু আমাদের ফারুখ নাই।পরক্ষনেই ভাবলাম আরেহ স্যার তো খসরুর মাধ্যমে ফারুখ কে রেখেছেন।
এবার দিয়ে ৩ বার দেখলাম। অসাধারণ
এসব নাটক আর ২য় কেউ তৈরি করতে পারবেনা, হুমায়ুন আহমেদ বাংলা নাটকের জনক 🥰
কিছু কিছু ব্যাথা আছে সুখের মতো, ২০২৩ সালে এতো মধুর ডাইলগ শুনলাম
আমার মন খারাপ থাকলেই স্যারের নাটক দেখি।মনটা ভালো হয়ে যায়।
হুমায়ুন আহমেদ স্যার এর গল্প গুলো মনমুগ্ধকর মন জয় করার মতো
12.01.2024 মন চাইলো দেখতে দেখতে ২ ঘন্টা চলে গেল। আসলে পুরো নাটকটা শুধু হুমায়ুন স্যারের কথাই মনে পড়লো।
12/01/24
22-02-2024 লাইক দিলে আবার আসবো
বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা ❤️❤️❤️
২০২৫ কে কে আছেন ✌️(জানুয়ারী)
আমি আছি জানুয়ারি 28 তারিখ 2025
2nd time
অসাধারণ কাহিনি, অসাধারণ সবার অভিনয়।
নাটক টি অনেক সুন্দর আগামী ১০০০০ বছরে ও এরকম নাটক কেউ বানাতে পারবেনা
এই নাটকে ফারুক আহমেদকে অনেক মিস করেছি😘
একজন প্রফেশনাল ডাক্তারকে দিয়ে এমন নিখুঁত অভিনয় শুরু হুমায়ুন আহমেদ স্যার বলেই সম্ভব হয়েছিল। ❤❤
আগে দেখেছি ভালো লেগেছিলো তাই আবার দেখলাম
নাটকটি আমি ৭০থেকে ৮০বার দেখেছি ❤❤❤
আপনার নিজের পরিচয়টা শুনতে নাটকীয় লাগলেও সুন্দর মননশীল! সুস্থ্য সুন্দর থাকুন!
আসাদুজ্জামান নূর ভাই ❤
অসাধারণ ছিল এক বসাই নাটক টা শেষ করলাম দুর প্রবাস থেকে ♥♥♥♥🇧🇩
ভালো লেগেছে। হুমায়ুন আহমেদ এর কাজ দেখে কখনো বিরক্ত লাগে না।
একজন ক্ষমতাবান মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তাঁর ক্ষমতা।
বাহ কি সুন্দর লাগছে নাটক টি
অসাধারণ, স্যালুট হুমায়ুন আহমেদ স্যার।
আলহামদুলিল্লাহ সামাজিক নাটক
আরো যতো নাটক আছে সব গুলো আপলোড করেন। এসব নাটক অনেক ভালে লাগে ।
এইসব সৃষ্টি নিয়ে কিছু বলা যায় না,কারণ যতই বলিনা কেন আমার মনে হয় আমি বলতে পারিনি। আসলে এইগুলো কতটা অতলস্পর্শী, কতটা সুন্দর, কতটা হৃদয় ছুঁয়ে যায় ভাষায় বুঝানো যাবে না।
শুধু একরাশ মুগ্ধতা।
আসাদুজ্জামান নূর, তার প্রতিটা চরিত্রকে অসম্ভব ভালোবাসি❤️❤️❤️❤️
খুব সুন্দর, অসাধারণ একটা নাটক দেখলাম
ফারুক ভাই থাকলে নাটকটা আরো অনেক সুন্দর হতো
ফারিক ভাইকে ম্যানেজার এর পোস্টে থাকা উচিত ছিল
জ্বি।
Ochin Ragini😍😍
দেখার আগেই কমেন্ট করতেছি আনেক ভালো হবে
চ্যালেঞ্জার একজন অসাধারন অভিনেতা
অসম্ভব একটা সুন্দর গল্প!!
বাশি টা দারুন ছিলো সাথে বেগরাউন্ড আহ কী দারুন,,,
আর বাশী টা মনে হয় গুরুজী বারী সিদ্দিকী বাজাইছে,,,এর একটা কারন হচ্ছে হুমায়ুন স্যার যেখানে আছে বাশী সেখানে সিদ্দিকী রি বাজবে
২০২৪ এ কে কে দেখছেন।বলবেন সবাই
Osadharon........
নাটকটা অনেক সুন্দর লাগলো
Sotti na dekhle khub akta miss kortam, humayun sir ke onek onek💗💗💗💗💗 srodhha thaklo,🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
অসাধারণ কাহিনী আর সৃষ্টি।
অন্যতম সেরা
নাটকটি দেখতে দেখতে কখন যে নিজের অজান্তে চোখ দিয়ে জল গড়িয়েছে বুঝতেই পারিনি।
আহমেদ রুবেল ভালো থাকবেন পরপারে।
এই সব নাটকের কাছে, এখনকার ৮০% নাটক ফালতু, আর এই অভিনেতাদের কাছে ওরা নস্যি
2024সালে এসে নাটকটি দেখা!!
আপনি?
খুব সুন্দর নাটক❤️
হুমায়ুন আহমেদের নাটক গুলো বাধ্যতা মূলক ভাবে দেখার ব্যবস্থা করতাম,,,যদি আমার ক্ষমতা থাকতো ❤❤❤❤
স্বর্ণ কারীগর, মাটি দিয়ে যিনি স্বর্ন বানায়!! ❤
অনেক সুন্দর ❤❤❤❤❤
অসাধারণ হুমায়ুন আহমেদের সৃষ্টি কর্ম
এটাই সেই নহাশ পল্লী
চমৎকার নাটক
২০২৫ এসেও
পোরাতনের নেশা কাটে না ❤
আপেক্ষায় ছিলাম
খুব ভালো লেগেছে
ফারুক আহমেদ কে খুব মিস করেছি, সে থাকলে আরও ভালো লাগতো
ডা: এজাজ এর পাগলের অভিনয় খুবই ভাল হয়েছে।নাটক টাখুব ভাল হয়েছে।
আমিও দেখে গেলাম ❤❤
অনেক সুন্দর নাটক আর দেখা যাবে না এমন নাটক মিস ইউ হুমায়ন আহমেদ
মনে প্রশান্তি পেলাম নাটক দেখে
নাইস বিউটিফুল
কষ্ট পেও না প্রিয়, আমি জানি এই প্রবাস আমাকে কেমন করে তুলেছে। ভালো কথাও খারাপ হয়ে যায়। আমার উপর
হুমায়ূন আহমেদ স্যার এর সব নাটক আমার খুবই ভালো লাগছে।💜
it was a great drama