রেক পদ্ধতি পেঁয়াজ সংরক্ষন পদ্ধতি । একটি ঘরে ৭০ থেকে ৮০ মন পেঁয়াজ কিভাবে সংরক্ষন করবেন।Onion storage

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • রেক পদ্ধতি পেঁয়াজ সংরক্ষন পদ্ধতি । একটি ঘরে ৭০ থেকে ৮০ মন পেঁয়াজ কিভাবে সংরক্ষন করবেন।Onion storage
    পেঁয়াজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ মসলাজাতীয় ফসল। এশিয়ার বিভিন্ন দেশে এটি খুবই জনপ্রিয় মসলা । তাই পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করে সারা বছর পেঁয়াজ পাওয়া সম্ভব এ নিয়েই আজকের আলোচনা।
    কৃষক ভাইয়েরা পেঁয়াজ মাঠে থেকে আনার পর রশি দিয়ে পেঁয়াজ গুলো গুচ্ছ আকারে বেঁধে নেয়। তারপর ঘরের ভিতর বাসের রেক থাকে সে রেক ধারাবাহিক ভাবে পাশাপাশি বেঁধে রাখা হয়। মনে হয় যেন এক একটি পেঁয়াজের রেক।
    প্রয়োজনে ঘরে সিলিং ফেন রাখা হয় যখন প্রচণ্ড গরম পড়ে তখন সিলিং ফেন চালিয়ে দেওয়া হয়। এই ভাবে সংরক্ষণ করে রেখে দিলে পেঁয়াজ নষ্ট হয় না। এই কৌশলে পেঁয়াজ সংরক্ষণ করে রাখলে আপনারা সারা বছর পেঁয়াজ খেতে পারবেন এবং পেঁয়াজের ফুল বা কদম চাষের জন্য ব্যাবহার করতে পারবেন।
    এই ভাবে আপনারা বাড়িতে পেঁয়াজ সংরক্ষন করবেন। কিভাবে পেয়াজ সংরক্ষন করতে হয় তা আজ জানতে পারলেন।
    পেঁয়াজ সম্পর্কে ২ টি কথাঃ
    এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মেহেরপুর সুখ সাগর জাতের পেঁয়াজের ফলন কত। মেহেরপুর সুখ সাগর জাতের পেঁয়াজের ফলন কম কেন। মেহেরপুর সুখ সাগর জাতের পেঁয়াজের দাম কত। মেহেরপুর সুখ সাগর জাতের পেঁয়াজের বর্তমান বাজার কেমন চলছে ।মেহেরপুর সুখ সাগর জাতের পেঁয়াজের কৃষকরা কিভাবে কর্তন করছেন ।মেহেরপুর সুখ সাগর জাতের পেঁয়াজের কৃষকদের জন খরচ কত। কৃষকদের দাবি কি । সুখ সাগর জাতের পেঁয়াজ চাষে ফলন কেমন হয়। সুখ সাগর জাতের পেঁয়াজ চাষে কত মন পেঁয়াজ পাওয়া যায়। বর্তমানে পেঁয়াজের দাম কত । আনন্দবাস গ্রামের সুখ সাগর জাতের পেঁয়াজ চাষে বাজার কত।
    হিসাব ৩৩ শতকে ২০ কাঠা । ২০ কাঠাতে ১ বিঘা । ১.৬৫ শতকে ১ কাঠা
    In this video you can find out the yield of Meherpur Sukh Sagar variety of onion. Why is the yield of Meherpur Sukh Sagar variety of onion less? What is the price of Meherpur Sukh Sagar variety of onion? How is the current market of Meherpur Sukh Sagar variety of onion running? How are the farmers of Meherpur Sukh Sagar variety of onion cutting. What the farmers demand ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ #সুখ_সাগর_পেয়াজ #sukh_sagor_peyaj #onion_cultivation ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ►নাসিক জাতের পেঁয়াজ সম্পর্কে ২ টি কথাঃ
    সুখ সাগর থেকে নাসিক জাতের পেঁয়াজের ফলন অনেক বেশি। খরচ একই। লাভ বেশি। ( এলাকা ভিত্তিক উপরের হিসাব অনুযায়ী খরচ কম বা বেশি হতে পারে) ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    যেকোন পরামর্শে বা বীজ ক্রয় করতে চাইলে
    যোগাযোগ করুন মোঃ শফিকুল ইসলাম (মিঠু)
    আনন্দবাস । মুজিবনগর । মেহেরপুর
    মোবাইলঃ ০১৮১২-৬০০৯৯৫ ( WhatsApp )/ ০১৭১৫-৪৯৪৮৭৯ (সকাল ১০ থেকে রাত ৯ টা)
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    পেঁয়াজ চাষ সম্পর্কে ২দুটি কথাঃ
    প্রিয় কৃষক ভাইয়েরা পেঁয়াজ চাষ করবেন উচ্চ ফলনশীল পেঁয়াজ। নাসিক জাতের পেঁয়াজ এবং সুখ সাগর জাতের পেঁয়াজ এই ২ টি জাত ইন্ডিয়ান জাতের পেঁয়াজ। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জেলায় চাষ হচ্ছে। সুখ সাগর পেঁয়াজ শীতকালীন চাষ এবং নাসিক জাতের পেঁয়াজ গ্রীষ্মকালীন চাষ। গবেষণায় দেখা গেছে সুখ সাগর পেঁয়াজের থেকে নাসিক জাতের পেঁয়াজের ফলন বেশি এবং লাভ বেশি। কারন অসময়ে নাসিক জাতের পেঁয়াজ চাষ হচ্ছে। ►▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Banglar Krishi Kotha - একটি অনুপ্রেরণা মূলক কৃষি ভিত্তিক চ্যানেল। যেখানে আপনারা কৃষি সম্পর্কিত যেমন: পাখি কবুতর অস্টেলিয়ান ঘুঘু হাঁস মুরগী গরু ছাগল গাড়ল ক্রস গাড়ল অরজিনাল গাড়ল দুম্বা ডরপার বারবারী ছাগল রাম ছাগল তোতা পুরী ছাগল হরিয়ানা ছাগল যমুনা পারী ছাগল বিটল ছাগল বয়ার এবং দেশি ভেড়া লালন পালন এবং গরুর হাট ছাগলের হাট গাড়লের হাট ঘুরে দেখাবো এবং এদের মূল্য সম্পর্কে জানতে পারবেন। ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য এমনকি মাছ শাক সবজি এবং ফলমূল চাষ সম্পর্কে তথ্য পাবেন এই চ্যানেলে। ►▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    If you like the video subscribe to my channel like and share it with friends ►▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow me and contact me ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ►facebook page:➜ / bkrishikotha
    ►Gmail:➜ msc.mithu@gmail.com
    ►আমাদের ওয়েব সাইটঃ➜ www.krishikotha24.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Thank you visit my channel ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Комментарии • 14