মনে কি পড়ে হেনা কবির কে ?? হারিয়ে যাওয়া সেই মোহনীয় কন্ঠ রেডিও বাংলাদেশের !!Hena Kabir Life story

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 231

  • @bushrachannel
    @bushrachannel  Месяц назад +39

    মনে কি পড়ে হেনা কবির কে ?? হারিয়ে যাওয়া সেই মোহনীয় কন্ঠ রেডিও বাংলাদেশের !!
    হেনা কবির
    কে এই হেনা কবির?? , আপনাদের কি মনে আছে সেই হেনা কবির কে??? হ্যাঁ দর্শক, সোনালী সময়ে রেডিও তে যার কন্ঠ শুনে শ্রোতারা বিমোহিত হয়ে যেতেন, হ্যাঁ তিনি ই সেই হেনা কবির। হয়তো বা এই প্রজন্মের কেউই তাকে চিনতে পারবেন না কিন্তু যারা ৬০, ৭০, ৮০, ৯০ দশকে রেডিও শুনেছেন তাদের কাছে হেনা কবির একটি পরিচিত নাম, একটি ভালোবাসার নাম, একজন প্রিয় ব্যক্তিত্বের নাম। রেডিও তে শুধুমাত্র তাঁর জাদুমাখা মোহনীয় কন্ঠ শুনেই দূর দূরান্ত থেকে কত অগনিত ভক্ত যে ভালোবেসে ফেলেছিল !!???
    শুধু বাংলাদেশ বেতার নয় -টেলিভিশনের উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন হেনা কবির। ১৯৬৪ সালে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান টেলিভিশনের প্রথম অনুষ্ঠান ঘোষিকা ছিলেন তিনি। তার বর্ণাঢ্য রেডিও টেলিভিশনের কর্মজীবনে সেরা ব্যক্তিত্বের সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হেনা কবির ছিলেন ছোট-বড় সবার কাছেই প্রিয়। ফুলের সৌরভ ছড়িয়ে যেতেন তার পরিচিতজনের মাঝে, অসংখ্য শ্রোতা দর্শকভক্তের মনে ।
    ব্যক্তিগত জীবনে হেনা কবির দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী(সংশোধীত)

    • @sadimusleh
      @sadimusleh Месяц назад

      "প্রিয় শ্রোতা মন্ডলী, আমি হেনা কবির,বেলা ২:০০ টা বেজে ৩০ মিনিট। শুরু হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গ। --" মাজারুল ইসলাম রোকেয়া হায়দার, মাসুমা, দিলারা হাসিম, এরকম অনেকগুলো কন্ঠ কত আপন! তাদের পেছন ফেলে এসেছি। পেছনে কি যেন হারিয়ে ফেলেছি! শুধু অশ্রু নামে চোখে। মহান প্রভু তাদের প্রতিদান দিন। যারা এই পৃথিবীতে আছেন। যারা প্রভুর আল্লাহর কাছে ফিরে গেছেন, শান্তিতে রাখুন পরলোকে।

  • @বাঁশরী-ছ৯ঙ
    @বাঁশরী-ছ৯ঙ 5 дней назад +2

    অসাধারণ উপস্থাপনা ভীষণ ভালো লাগলো,, বিনম্র শ্রদ্ধা "হেনা কবির " ভালো থাকুন পরপারে।

  • @jahurul_islam
    @jahurul_islam Месяц назад +40

    বুশরা আপা আপনি স্মৃতির শিকড়ে নাড়া দিলেন। মনে করিয়ে দিলেন হারিয়ে যাওয়া স্মৃতি। অসংখ্য ধন্যবাদ। খুবই পরিচিত একটি নাম হেনা কবির। দুর্লভ সংগ্রহ।

  • @moniruddin8469
    @moniruddin8469 Месяц назад +4

    মনোযোগ সহকারেই শুনেছি। মনে পড়েছে অতীতের কথা, রেডিওর কথা, সোনালী দিনের কথা। শ্রদ্ধাভরে স্মরণ করছি হেনা কবিরকে।

  • @Saidurrahman-mu3vw
    @Saidurrahman-mu3vw 19 дней назад +3

    ওহ্ দারুণ। আমি ১৯৭২ সন থেকে রেডিও শুনে আসছি। এখনো আমার দুটি রেডিও আছে। একটি অচল একটি সচল। হেনা কবির আমার কাছে একটি উজ্জল নাম। বহুদিন পর হেনা কবিরের ভিডিও দেখলাম। ধন্যবাদ বুশরা চ্যানেলকে।

  • @muhammadrahman6792
    @muhammadrahman6792 Месяц назад +33

    অসাধারন! বুশরা আপাকে দূর্লভ একটি পরিবেশনার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @halimasarkar6546
    @halimasarkar6546 Месяц назад +6

    প্রতিদিনই উনার কণ্ঠ শুনতাম।সে কণ্ঠের মোহনীয় মাধুর্য আর কারো কণ্ঠে খোঁজে পাইনি।আল্লাহ উনার আত্মাকে চির শান্তিতে রাখার দোয়া রইলো।

  • @anwarhossain3134
    @anwarhossain3134 Месяц назад +6

    সত্যি হারিয়ে গিয়েছিলাম কৈশরে। সেই পরিচিত কন্ঠ -কিযে ভাল লাগা অনুভুতি হ্নদয় ছুয়ে গেল!

  • @azizulhaque9952
    @azizulhaque9952 Месяц назад +6

    ধন্যবাদ বুশরা তোমাকে, অনেক পুরাতন ইতিহাস এই ডিজিটাল যুগে তুলে আনার জন্য।

  • @mahossain2713
    @mahossain2713 Месяц назад +22

    সেই ছোটবেলা থেকে তার কন্ঠ শুনে বড় হয়েছি। আজ আমি ৫৯ বছরের একজন তরুণ।

    • @fayezurrahman8141
      @fayezurrahman8141 Месяц назад

      তরুণ !

    • @abdulhalim-dr3ko
      @abdulhalim-dr3ko Месяц назад

      ​@@fayezurrahman8141 আপনারা তো তিরিশ বছর বয়সে ছাগল-দাঁড়ি রেখে বুইড়া সাজেন।

    • @saklainsumon8098
      @saklainsumon8098 Месяц назад

      ৫৯ বছরের তরুণ 😅

    • @গোধূলিবিকেল-ল৯থ
      @গোধূলিবিকেল-ল৯থ 16 дней назад +1

      59 বছরের তরুণ না বুইড়া😅

  • @Sazzad63
    @Sazzad63 6 дней назад

    তার কণ্ঠ খুব মিস করি। আহারে, কি যে দিন ছিল। গানের ডালি, অনুরোধের আসর। সেই দিনগুলো কি ভুলা যায়। হেনা কবিরের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।

  • @徐佳欣-q8f
    @徐佳欣-q8f Месяц назад +18

    হেনা কবিরের সাথে সাথে আব্বার কথা খুব মনে পড়ল,সেই ছোটবেলায় আব্বাকে হারিয়েছি তবে আব্বা রেডিও শুনতেন! আজ সেই ছোটবেলার কথাগুলো ভিষন মনে পড়ে গেল!
    আল্লাহ আব্বা এবং হেনা কবিরকে জান্নাতুল ফেরদৌসে মেহমান করে নিন দোয়া করি!
    আমিন

    • @AbutalebMondal-r8w
      @AbutalebMondal-r8w Месяц назад +1

      Heena Kabir Habibur Rahaman Jalal JafarShab Laila Arjuman Banu are very sweet for their voice.

  • @tarunanwar2267
    @tarunanwar2267 Месяц назад +8

    পুরনোদিনে তাঁর কন্ঠেই বিমোহিত ছিলাম আজ জানলাম ছবি দেখলাম।ধন্যবাদ বুশরা ম্যাডাম। অজস্রবার হাজারবার।

  • @shamimahmmed6182
    @shamimahmmed6182 2 дня назад

    আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস আতা করুক, আমিন, দেখে অনেক ভালো লাগলো। অতীত মনে পড়ে গেল।

  • @rukoniqbal7397
    @rukoniqbal7397 7 дней назад

    বুশরা আপা আপনি অনেক সৃতি জাগিয়ে তুলেন মনে করিয়ে দেন অতীত যা আমরা হারিয়ে ফেলে এসেছি দিন গুলি। হেনা কবির তেমনি একজন ছিলেন। বানিজ্যিক কার্যক্রম রেডিও বাংলাদেশ ঢাকা, বিজ্ঞাপন তুরঙ্গ।

  • @lailaferdous3097
    @lailaferdous3097 Месяц назад +4

    অসংখ্য ধন্যবাদ হেনা কবিরকে নিয়ে এত সুন্দর একটি প্রতিবেদন করার জন্য। তিনি আমার আত্নীয়া ছিলেন। পারিবারিক ঐতিহ্য, অসাধারণ ব্যাক্তিত্ব আর নির্মল ব্যবহার ছিল উনার ভূষণ । ছোট বেলায় রেডিওতে হেনা কবিরের কণ্ঠ শুনে বড় হয়েছি। এমন মিষ্টি কণ্ঠ কম শোনা যায়। কণ্ঠের চেয়েও মিষ্টি ছিল উনার ব্যবহার। উনার বিদেহী আত্নার শান্তি কামনা করছি।

  • @shammiakter8496
    @shammiakter8496 Месяц назад +7

    আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ বিজ্ঞাপন তরঙ্গের পুরাতন স্মৃতি মনে করিয়ে দিয়েছেন এবং হেনা কবিরকে আমি শুধু উপস্থাপিকা হিসেবেই চিনি তার বাহিরে আর কিছুই জানতাম না এমনকি তার মৃত্যুর খবরটাও জানতাম না এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @rokipbangla4960
    @rokipbangla4960 Месяц назад +26

    আমি খুবই মর্মাহত, আমি মনে করেছিশাম উনি এখনো বেচে আছেন, তাইতো কয়েকদিন আগে তার লাইভ সাক্ষাতকার চেয়েছিলাম আপনার কাছে,প্রানভরে দোয়া রহিলো আল্লাহ যেনো জান্নাতবাসী করেন,আমিন।

    • @muhammedbabul8115
      @muhammedbabul8115 Месяц назад

      মনে আছে । শ্রদ্ধান্জলি ।

    • @RafiaRahman-o3v
      @RafiaRahman-o3v Месяц назад

      হ্যাঁ মনে আছে,উনার মেয়ে রিজওয়ানা-আমার সিনিয়র আপা ছিলেন,খুব মনে পড়ছে সব-

    • @RafiaRahman-o3v
      @RafiaRahman-o3v Месяц назад

      হ্যাঁ মনে আছে,উনার মেয়ে রিজওয়ানা-আমার সিনিয়র আপা ছিলেন,খুব মনে পড়ছে সব-

    • @RafiaRahman-o3v
      @RafiaRahman-o3v Месяц назад

      পরম শ্রদ্ধা

  • @muhammadasadullah517
    @muhammadasadullah517 Месяц назад +3

    আমার মনে আছে হেনা কবিরকে। অসাধারণ কন্ঠ ছিল তাঁর। জাদু ভরা এই কন্ঠ শুনলে এখনো চিনব আমি।

  • @FerdousNahar
    @FerdousNahar Месяц назад +1

    খুব ভালো লাগার পাশাপাশি গভীর কষ্টও অনুভব করলাম। বুশরা আপনাকে ধন্যবাদ।

  • @sheikhmoklesurrahman8796
    @sheikhmoklesurrahman8796 Месяц назад +4

    অসাধারণ! হেনা কবির। আমার খুবই ঘোষিকা।তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ।

  • @parveenakther3205
    @parveenakther3205 Месяц назад +4

    এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক দুন পরে হেনা কবরের নাম মনে পড়ে গেল।উনার উপস্হাপনা রেডিওর অনেক অনুষ্ঠান শুনেছি।

  • @classone-gj5oi
    @classone-gj5oi Месяц назад +4

    হারানো দিনের স্মৃতি মনে করে দেয়ায় আপনাকে অনেক,অনেক ধন্যবাদ।

  • @Afroza-s6o
    @Afroza-s6o Месяц назад +1

    অসাধারণ একটা অনুষ্ঠান। পুরানো অনেককে দেখলাম।
    পুরানো বেতারের অনেক সৃতিচারণ মনে পড়ে গেলো।ধন্যবাদ বুশরা আপনাকে।আরও অুষঠান করুন।।

  • @dipujalal2096
    @dipujalal2096 Месяц назад +6

    বুশরা আপা আপনি স্মৃতির শিকড়ে নাড়া দিলেন। মনে করিয়ে দিলেন হারিয়ে যাওয়া স্মৃতি। অসংখ্য ধন্যবাদ। খুবই পরিচিত একটি নাম হেনা কবির। দুর্লভ সংগ্রহ। অপনার মোহনীয় উপস্থাপনায় জাতির কৃতি সন্তানদের নিয়ে স্মৃতিচারণ আমাকে বিমুগ্ধ আবেগতারিত এবং অতীতের সোনালী দিনগুলিকে মনে করিয়ে দেয়।আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ বিজ্ঞাপন তরঙ্গের পুরাতন স্মৃতি মনে করিয়ে দিয়েছেন এবং হেনা কবিরকে আমি শুধু উপস্থাপিকা হিসেবেই চিনি তার বাহিরে আর কিছুই জানতাম না এমনকি তার মৃত্যুর খবরটাও জানতাম না এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @md.ashrafulislam2116
    @md.ashrafulislam2116 Месяц назад +9

    অবশ্যই উনাকে মনে পড়ে। আমি ১৬.০৯.২৪ তারিখ এই প্রতিবেদনটা শোনার পরে জানলাম উনি মারা গেছেন। খুবই দু:খ পেলাম জেনে যে বেতারে উনাকে নিয়ে কোন প্রোগাম হয়না। উনার কোন স্মৃতিও নাই। উনার উপস্থাপনা আমি অনেক শুনেছি। আল্লাহ আপনাকে ( হেনা কবির) জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

  • @KamrunNaharJoly-vt1gc
    @KamrunNaharJoly-vt1gc 14 дней назад

    অত্যন্ত দুঃখজনক! যে মিষ্টি কন্ঠস্বর শুনে আমারা বড় হয়েছি । সেই অসাধারণ কন্ঠস্বর টার রেকর্ড পর্যন্ত নেই! বাংলাদেশ বেতার ও হেনা কবিরের নাম,এ যেন জীবনের শেকড়ে ধরে নাড়া দিয়ে গেল।আপা
    এই উপস্থাপনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @عائشةتامنا
    @عائشةتامنا Месяц назад

    ছোট বেলায় চলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য,আহ্ কি দিন ছিল!রেডিও ছিল আমাদের সময়ের এক আবেগের নাম।

  • @khadijabegum6478
    @khadijabegum6478 Месяц назад +5

    "ইয়া আল্লাহ্ সকল কবর বাসিকে জান্নাতুল ফেরদৌস দান করুন.আমীন আমীন আমীন।

  • @raditareba7642
    @raditareba7642 Месяц назад +3

    অলস দুপুরগুলোয় রেডিওতে হেনা কবিরের কন্ঠে ভেসে আসতো গানটির জন্য অনুরোধ করেছেন ঢাকা থেকে চুমকি.... মায়ের সাথে আমিও অভিভূত হয়ে শুনতাম।

  • @asishnandy8577
    @asishnandy8577 Месяц назад

    ভুলে যাওয়া স্মৃতি মনে পড়ে গেল। উনার কন্ঠ শুনে উনাকে দেখার খুব ইচ্ছে করতো। অনেক পরে বিটিভি’তে উনাকে দেখেছিলাম। শ্রদ্ধা জানাই।

  • @mohsinahena8314
    @mohsinahena8314 Месяц назад +1

    সত্যি খুবই দুঃখ পেলাম।আমি উনার খুব ভক্ত ছিলাম।আপনাকে অনেক ধন্যবাদ সঠিক তথ্যদ্ওয়ার জন্য

  • @MohammadAli-p7v
    @MohammadAli-p7v Месяц назад +1

    হ্যা নিশ্চই মনে পড়ে সেই মায়াবী
    মোহনীয় কন্ঠের কথা,যা কোন দিন
    ভুলবার নয়।শ্রদ্ধা ভরে স্বরন করছি
    ওনাকে।আমি ছিলাম একজন গান
    পাগল,ছোটবেলা থেকেই বাংলাদেশ
    বেতারের জন প্রিয় অনুষ্ঠান গানের ডালি শুনার জন্য ব্যাকুল হয়ে বসে থাকতাম।কত যে স্কুল ফাঁকি দিয়েছি!
    হয়তো ২য় হেনা কবীর বাংলাদেশে
    আর আসবেনা। আমি ওনার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা
    করছি। Mohammad Ali
    London,U K.

  • @KolerGaanMultimediaa
    @KolerGaanMultimediaa 19 дней назад

    আহ্, ছোট বেলার স্মৃতি মনে করে দিলেন

  • @akbarkiron9850
    @akbarkiron9850 6 дней назад

    ছোট বেলা থেকে তাঁর কন্ঠ শুনতাম। বড় হয়ে রেডিওতে অনুষ্ঠান শুনতাম তখন তাঁর সাথে দেখা হতো শাহবাগ, বেইলী রোড এবং অনেক অনুষ্ঠানে । রোকেয়া হায়দার আপা ও সরকার কবীর ভাই তাঁকে নিয়ে কি চমৎকার বলেছেন এবং মাজহার ভাইয়ের হৃদয়ের কথা। তাঁকে নিয়ে এই বিশেষ নিবেদনের জন্য অশেষ ধন্যবাদ। ঢাকা টিভি থেকে কিন্তু প্রথম উপস্থাপক ছিলেন মাসুমা খাতুন আপা ! আকবর হায়দার কিরন, নিউ ইয়র্ক

  • @Monira-h1w
    @Monira-h1w Месяц назад

    অনেক বছর পর হেনা আপার কন্ঠ শুনলাম। আমরা খুব দুর্ভাগা রাষ্ট্রিয় প্রতিষ্ঠানের অবহেলায় এ মানুষগুলো সম্পর্কে নতুন প্রজন্ম কিছু জানেনা।

  • @mohiuddinkamrul863
    @mohiuddinkamrul863 Месяц назад +1

    অতীত অনেক কষ্ট দেয়। কিছুক্ষণের স্মৃতির পাতায় চলে গিয়েছিলাম। রেডিও নাটকে রাত ১০ টা ।

  • @DulalRay-j2u
    @DulalRay-j2u 2 дня назад

    হোপ সুমধুর কণ্ঠস্বর ছিল স্মৃতির খাতায় উনার নাম এখনো মনে আছে

  • @alamgirchowdhury2138
    @alamgirchowdhury2138 Месяц назад +5

    কোনদিনও ভুলতে পারবো না এসকল গুণী শিল্পীকে।

  • @md.didarulislam1159
    @md.didarulislam1159 Месяц назад +1

    হেনা কবিরের কথা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

  • @bilahossain2825
    @bilahossain2825 Месяц назад +2

    অপনার মোহনীয় উপস্থাপনায় জাতির কৃতি সন্তানদের নিয়ে স্মৃতিচারণ আমাকে বিমুগ্ধ আবেগতারিত এবং অতীতের সোনালী দিনগুলিকে মনে করিয়ে দেয়।

  • @ajoysorker3457
    @ajoysorker3457 Месяц назад +3

    That time she was icon of Bangladesh Radio. She was very sweet presenter. We wish her soul peace .

  • @AbulKalam-hw8cs
    @AbulKalam-hw8cs Месяц назад +9

    সত্যি আজকে জানলাম উনি বেচে নেই৷

  • @GiasUddin-ib8fn
    @GiasUddin-ib8fn Месяц назад +2

    যতদুর মনে পড়ে মাযহার ভাইর ইডিপাস অথবা ওথেলো নাটকটি অসাধারণ ছিলো,এক কথায় মাযহার ভাইর হওয়া উচিৎ ছিলো নাট্য শিল্পী, ওনার করা সবগুলো নাটকই সুপার ডুপার ছিলো।

  • @GiasUddin-ib8fn
    @GiasUddin-ib8fn Месяц назад +4

    হেনা আপু, মাযহার ভাই এদের সাথে কাজ করার সুযোগ হোয়েছিলো আমার ভাবি এবং আনন্দ পাই এরা দুজনই আমাকে খুবই স্নেহ কোরতেন।
    ওনাকে আললা বেহেশত নসিব করুন, মাযহার ভাই আরো অনেক বছর বেচে থাকুক এ কামনা করছি,
    গিয়াসউদ্দিন বাবুল, (ঘোষক তৎকালীন সময়ের)

  • @seraj1808
    @seraj1808 Месяц назад +11

    হায় বেতার তার একটি ঘোষণা ও সংরক্ষণ করা হয়নি। কি মহোনীয় কন্ঠ ছিলো তার!

  • @tarunanwar2267
    @tarunanwar2267 Месяц назад +2

    চন্দ্রমুখীর চরিত্রে ছিলেন জানতাম তবে মাহমুদুন্নবীর গানে ছিলেন জেনে অবাক ও বিমোহিত হলাম। আপনাকে ধন্যবাদ হাজার অনেকবার।

  • @nadirazaman4953
    @nadirazaman4953 Месяц назад +4

    অসাধারণ শোনালেন। অনেক ধন্যবাদ।

  • @sheikhmoklesurrahman8796
    @sheikhmoklesurrahman8796 Месяц назад +2

    আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ঘোষিকা।অত্যন্ত মিষ্টি কণ্ঠস্বর।

  • @ABSiddique-wf8ek
    @ABSiddique-wf8ek Месяц назад +2

    হেনাকবিরের সেই কনঠ এখনও আমার কানে ভেসে ওঠে ৷

  • @AbulKalam-hw8cs
    @AbulKalam-hw8cs Месяц назад +5

    আমি অবশ্যই চিনি ৮০ র দশকে উনার উপস্থাপনা আমাদের মুগ্ধ করত৷

  • @rabeyaakter4352
    @rabeyaakter4352 Месяц назад +3

    হেনা কবির (আন্টি) আমাকেও অনেক স্নেহ করতেন। সরাসরি ১৯৯৯ সাল থেকে চিনি।অসাধারণ একজন মানুষ।যার কোনো তুলনা নেই।তাঁর সাথে তুলনা করার মতো আর কেউ নেই। তবে আমি যত টুকু জানি তাঁর ২ ছেলে ১ মেয়ে।তাঁদের সবার সাথে আমার সেই সময় দেখা হয়েছে কথা হয়েছে।এই প্রতিবেদনে বলা হলো একজন মেয়ে?

  • @Sathi-ts9sl
    @Sathi-ts9sl Месяц назад +1

    রাত দশটার অনুষ্ঠানে মিতালি অনুষ্ঠান
    শুনার অপেক্ষায় থাকতাম আমি হেনা কবির এটায় মনে হচ্ছে ❤

  • @Afroza-s6o
    @Afroza-s6o Месяц назад

    অসাধারণ। অনুষ্ঠান। "Busrah channel" কে অনেক অনেক ধন্যবাদ,এমন একটি অনুষ্ঠানে র জন্য।সরকার কবির সাহেব,মাজাহরুল ইসলাম সাহেব রোকেয়া হায়দার সেই সাথে "হেনা কবির" কে প্রতিবেদনটি সত্যিই মনটাকে ছঁুয়ে গিয়েছে।আমাদের সময়ের অনেক প্রিয় তাঁরা।।সবাইকে সালাম ও হেনা কবির কে বিনম্র শ্রদ্ধা।আমিন।

  • @sadikafarazi1474
    @sadikafarazi1474 Месяц назад

    কেনো যে আমার প্রিয় মনটা শুধু পুরোনো দিনের সব কিছু খুঁজে গান ছবি নাটক শিল্পী অভিনেত্রী সবই ভালো লাগে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা সবাই মিলে ❤❤❤❤

  • @abdulquddus8611
    @abdulquddus8611 Месяц назад +10

    Sundar .Ebar Dr. Mijanur Rahman shely r somporke protibedon koren . Hena kabir er katha khub valo laglo .amader somoyer Hena kabir .doa kori Amin Amin Amin .

    • @GiasUddin-ib8fn
      @GiasUddin-ib8fn Месяц назад

      ডক্টর মি:রহমান শেলি এবং আমার প্রিয় ঘোষক মিজানুর রহমান শেলি কিন্তু একজন নয় ওনারা দুজন, সবিনয় জানালাম।

    • @abdulquddus8611
      @abdulquddus8611 Месяц назад

      dui jon ke anben .Dr. Mijanur Rahman shelly biggapon toronge jini ghosok chilen . Hena kabir and Mijanur Rahman shelly .una ke anben .

  • @memdadulripon6111
    @memdadulripon6111 Месяц назад

    অসাধারণ দুর্লভ তথ্য উপস্থাপনের জন্য ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি।

  • @syedhuque5785
    @syedhuque5785 Месяц назад +4

    আমাদের শৈশব,কৈশোরে রেডিওতে বিজ্ঞাপন তরঙ্গ শুরু হলে তিনিই বেশীর ভাগ উপস্থাপনা করতেন। সেলুলয়েড হেনা কবীর এর কন্ঠ গানের ডালি শোনার জন্যই আমরা আনন্দ পেতাম। বিভিন্ন গানের গীতিকার,সুরকার,ও শিল্পীর নাম বলতেন।ছায়াছবির নাম,শিল্পীর নাম বলতেন। তাঁহার মিষ্টি কন্ঠ এখনো কানে বাজে। এখন শুরু হচ্ছে ছায়াছবির বিশেষ অনুষ্ঠান.. আহা কি যাদু মাখা কন্ঠ!! তিনি অনেক টা থেমে,থেমে বলতেন। গানের ডালী'র উপস্থাপনার মাঝে তিনি ছিলেন অন্যতম।। হেনা কবীর এর কন্ঠ পূরণ হবার নয়। তাঁহার কন্ঠে আলাদা একটা ইমেজ ছিল।। মরহুমার আত্মার শান্তি কামনা করছি।।

  • @alomgirsarkar6500
    @alomgirsarkar6500 Месяц назад +1

    সত্যি পূরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার ভাতিজির নাম বুশরা তাই তুমি করে বললাম।

  • @md.jahangiralam9065
    @md.jahangiralam9065 Месяц назад +1

    আমি উনার কন্ঠ শুনেছি,এবার ছবি দেখলাম,আপনাকে ধন্যবাদ

  • @kazinazmul5014
    @kazinazmul5014 Месяц назад

    বুশরা দিন দিন আপনি এতো সুন্দর তথ্য উপস্থাপন করেন খুব ভালো লাগে মনে হয় আপনি না হলে হয়তো কারো দ্বারা এমন করে পুরনো স্মৃতি রোমন্থন করা যেত না, অসংখ্য ধন্যবাদ আপনাকে। (❤❤❤) ওনার কন্ঠের সাথে আমি পরিচিত হই স্বাধীনতার পর থেকে আস্তে রেডিও থেকে দুর হয়ে যাওয়ার কারণে হে--না-- কবির নামের রেডিওর উপস্থাপিকা কে ভুলে গেছি, দুঃখের বিষয় হলো টিভিতে কখনো তাঁকে আমি দেখিনি, জানতাম না উনি কব মারা গেছেন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করেন। আমিন। শুভকামনা ভবিষ্যতে এরকম চমক দিবেন আশাকরি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @arifulhaque7628
    @arifulhaque7628 Месяц назад +3

    ধন্যবাদ। এরকম উপাস্থনা।❤

  • @Zarin209
    @Zarin209 Месяц назад

    হ্যা বুসরা তোমাকে ধন্যবাদ আমাদের হেনা কবির কে তুলে ধরার জন্য ।

  • @kalunogor
    @kalunogor Месяц назад +5

    হায়! আমার হাড়িয়ে যাওয়া মধুর কিশোর,তরুণী বেলা,ইস! উপস্থাপিকা রোকেয়া রহমান

  • @AnarulIslam-rt3xh
    @AnarulIslam-rt3xh Месяц назад +1

    সেরা কন্ঠ মনে আমার।

  • @sazzadchowdhury1908
    @sazzadchowdhury1908 День назад

    আমার সাথে খুব ভাল সম্পর্ক ছিল

  • @ruhelhasan7072
    @ruhelhasan7072 Месяц назад +2

    আমার মনে আছে উনার কথা। ৮০র দশকে বেতারে দুপুরে গীতালি ও গানের ডালি অনুষ্ঠানে উনার উপস্থাপনা শুনতাম।

  • @Md.ShahidulIslam3575
    @Md.ShahidulIslam3575 Месяц назад +3

    বুশরা কে অসংখ্য ধন্যবাদ।

  • @handbillbaritapan4290
    @handbillbaritapan4290 Месяц назад +3

    শুনছিলাম আর অবাক বিস্ময়ে ভাবছিলাম, কি অকৃতজ্ঞ বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ।শুনে আশ্চর্য হলাম, এই মহান বাচিক শিল্পেীর কোন মূল্যায়ন করা হয় নি! আপনি উদ্যোগ নিয়ে বর্তমান পরিবর্তত সরকারের সাথে যোগাযোগ করুন, তাঁরা মূল্যায়ন করতেও পারে।

  • @sadrulanam4367
    @sadrulanam4367 Месяц назад +2

    অসাধারণ ধন্যবাদ আপনাকে ❤❤❤

  • @saddamhossain-bk2ce
    @saddamhossain-bk2ce Месяц назад +1

    আমি ৯০ এর দশকের মাঝামাঝি থেকে রেডিও শুনি। পুরনো কথা মনে পড়লে, আবার ফিরে যাই সেই সোঁনালী অতীতে,....!!!

  • @nazrulislam-ex9wt
    @nazrulislam-ex9wt Месяц назад +1

    চমৎকার একটা অনুষ্ঠান

  • @farukiqbal2235
    @farukiqbal2235 Месяц назад

    আহা!
    চির শান্তিতে থাকুন পরপারে। ❤

  • @towheedsikder5427
    @towheedsikder5427 Месяц назад +1

    আমার জন্ম ১৯৬৮ সালে,আপনার অনুষ্ঠান ভালো লাগে ❤❤❤❤

  • @shahid850
    @shahid850 Месяц назад +1

    দুপুর বেলায় হেনা কবিরের কাঁপা কাঁপা যাদু কন্ঠে বিজ্ঞাপন তরঙ্গ ও রকমারি গানের অনুষ্ঠান গীতালির ঘোষণা,অনুরোধের গানের অনুষ্ঠান গানের ডালী আহা কোথায় হারিয়ে গেলো সেই সব সোনালী দিন।

  • @fardoushisikder1548
    @fardoushisikder1548 Месяц назад

    আজকে প্রথম হেনা কবির ম্যাম এর নাম জানলাম ও শিখলাম.

  • @aktarjahanjusy8756
    @aktarjahanjusy8756 Месяц назад

    বিনম্র শ্রদ্ধা হেনা কবিরের প্রতি। বিজ্ঞাপন তরঙ্গ শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম আমি।জীবন থেকে হারিয়ে গেল সেই সোনালী দিনগুলো।

  • @mdsharifuddin3131
    @mdsharifuddin3131 Месяц назад

    Khubi khushee holam mone koriea diea.... Radioto 📻 uni o shroddhyeo Mazhar vai chhilen Radior maddyome amader mazhei..... Mohan ALLAH SWT'r nikot rahmot kamona korchhi. . AMEEN

  • @JhantooArtProduction
    @JhantooArtProduction Месяц назад

    Many many thanks Busra APa, Amer Mona pora hena kobir ER voice, very nice voice, e racam voice Sona biral, Allah take hafajat karun abong bahaste nasib karun amin, jhontu art publicity and production also song collector Dhaka,

  • @NodiSSTV
    @NodiSSTV Месяц назад

    আহা সেই ছোট্ট বেলায় শোনা রেডিও র সুর

  • @mahfujkabir5450
    @mahfujkabir5450 Месяц назад +3

    ❤❤❤❤❤ অনেক ভালোবাসা ❤❤❤❤❤

  • @sarowarhossain8057
    @sarowarhossain8057 Месяц назад

    Thanks for this program. I was her fan. I met her in 1989 or 1990 in a protest against Ershad at banglamotor, Dhaka. It was a dream for me because I heard her sweet voice in radio. She was very beautiful.

  • @AFROZANILA-l9j
    @AFROZANILA-l9j Месяц назад +1

    আল্লাহ উনাকে জান্নাত বাসী করুন আমিন

  • @shamimalam9533
    @shamimalam9533 Месяц назад +1

    very very good job mem.
    One more please upload this kind of old redio programme, yes me

  • @selinaparvin8566
    @selinaparvin8566 Месяц назад +6

    সোনালী অতীত ।

  • @Alamgirkabir-d3g
    @Alamgirkabir-d3g Месяц назад +1

    ছায়ায় গাছের তলে বসে যার উপস্থাপনায় বিজ্ঞাপন তরঙ্গে যে কন্ঠ শুনতাম সেই হেনা কবির আহ্ কি মুগ্ধ ছিল

  • @mamuntraveler3601
    @mamuntraveler3601 Месяц назад +1

    আমার শৈশব কৈশোরের পরিচিত কণ্ঠস্বর।❤

  • @shamimkabirbabu5973
    @shamimkabirbabu5973 Месяц назад

    হেনা আপুকে ভালোবাসায় শ্রদ্ধা জানালাম।

  • @MdRahman-vv9ys
    @MdRahman-vv9ys Месяц назад +6

    রাত নয়টার রেডিও উত্তরনের সফি কামাল কে নিয়ে বিডিও করেন। দেখতে চাই ।

  • @shahinahamed7682
    @shahinahamed7682 3 дня назад

    Now only memory.Thanks.

  • @kobirozirahamanchomon5369
    @kobirozirahamanchomon5369 Месяц назад

    আমার এক জন প্রিয় মানুষ ❤❤

  • @tusharimran-x8p
    @tusharimran-x8p Месяц назад +2

    ❤❤❤Shristikarta tar Attar Chiro Santi Dan korun Amen. ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Light-lz1ce
    @Light-lz1ce Месяц назад

    She was a very popular radio announcer in Dhaka Betar. Still remember her sweet voice anchoring "Ganer Dali", a popular program in late 70s and 80s when I was a young school girl.

  • @quazisultana2515
    @quazisultana2515 Месяц назад +4

    ধন্যবাদ বুশরা চৌধুরী।

  • @kalponanadira6490
    @kalponanadira6490 Месяц назад +2

    আমি অনেক ছোট ছিলাম কিন্তু এখনো তার মুখ মনে পড়ে ।
    তার মেয়ে রেজওয়ানা কবির কে চিনি ।হেনা আপাকে ও চিনি ।

  • @ShamimaYeasmeen-w9i
    @ShamimaYeasmeen-w9i Месяц назад

    আমি তার কণ্ঠ শোনার জন্য অনেক সময় রেডিও শুনতাম। খুব ভালো লাগতো।

  • @ShamimReza-h1t
    @ShamimReza-h1t Месяц назад +5

    হেনা কবীর ও মিজানুর রহমান শেলী বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক ছিলেন। উনার মেয়ে রেজোয়ানা কবীর বিটিভিতে ইংরেজি সংবাদ পাঠিকা ছিলেন।
    চমৎকার তথ্যসমৃদ্ধ ভিডিওটির জন্য জন্য ধন্যবাদ।

    • @zahirmasud7242
      @zahirmasud7242 Месяц назад

      who is মিজানুর রহমান শেলী? Name sound familiar

  • @khaledasalam7346
    @khaledasalam7346 Месяц назад +1

    আপ্লুত হলাম!আমরা গুণী জনের কদর করতে জানিনা,এ আর নতুন কি?😢

  • @SharminAfroj-o9v
    @SharminAfroj-o9v Месяц назад +4

    না ভুলিনি, হেনা কবির

  • @gonokothapaper
    @gonokothapaper Месяц назад +1

    হেনা কবিদের কন্ঠ মনে করিয়ে দেয় গানের ডালি ছি অনুষ্ঠানের কথা। যেখানেই থাকুন ভালো থাকুন।