মনে কি পড়ে হেনা কবির কে ?? হারিয়ে যাওয়া সেই মোহনীয় কন্ঠ রেডিও বাংলাদেশের !! হেনা কবির কে এই হেনা কবির?? , আপনাদের কি মনে আছে সেই হেনা কবির কে??? হ্যাঁ দর্শক, সোনালী সময়ে রেডিও তে যার কন্ঠ শুনে শ্রোতারা বিমোহিত হয়ে যেতেন, হ্যাঁ তিনি ই সেই হেনা কবির। হয়তো বা এই প্রজন্মের কেউই তাকে চিনতে পারবেন না কিন্তু যারা ৬০, ৭০, ৮০, ৯০ দশকে রেডিও শুনেছেন তাদের কাছে হেনা কবির একটি পরিচিত নাম, একটি ভালোবাসার নাম, একজন প্রিয় ব্যক্তিত্বের নাম। রেডিও তে শুধুমাত্র তাঁর জাদুমাখা মোহনীয় কন্ঠ শুনেই দূর দূরান্ত থেকে কত অগনিত ভক্ত যে ভালোবেসে ফেলেছিল !!??? শুধু বাংলাদেশ বেতার নয় -টেলিভিশনের উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন হেনা কবির। ১৯৬৪ সালে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান টেলিভিশনের প্রথম অনুষ্ঠান ঘোষিকা ছিলেন তিনি। তার বর্ণাঢ্য রেডিও টেলিভিশনের কর্মজীবনে সেরা ব্যক্তিত্বের সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হেনা কবির ছিলেন ছোট-বড় সবার কাছেই প্রিয়। ফুলের সৌরভ ছড়িয়ে যেতেন তার পরিচিতজনের মাঝে, অসংখ্য শ্রোতা দর্শকভক্তের মনে । ব্যক্তিগত জীবনে হেনা কবির দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী(সংশোধীত)
"প্রিয় শ্রোতা মন্ডলী, আমি হেনা কবির,বেলা ২:০০ টা বেজে ৩০ মিনিট। শুরু হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গ। --" মাজারুল ইসলাম রোকেয়া হায়দার, মাসুমা, দিলারা হাসিম, এরকম অনেকগুলো কন্ঠ কত আপন! তাদের পেছন ফেলে এসেছি। পেছনে কি যেন হারিয়ে ফেলেছি! শুধু অশ্রু নামে চোখে। মহান প্রভু তাদের প্রতিদান দিন। যারা এই পৃথিবীতে আছেন। যারা প্রভুর আল্লাহর কাছে ফিরে গেছেন, শান্তিতে রাখুন পরলোকে।
ওহ্ দারুণ। আমি ১৯৭২ সন থেকে রেডিও শুনে আসছি। এখনো আমার দুটি রেডিও আছে। একটি অচল একটি সচল। হেনা কবির আমার কাছে একটি উজ্জল নাম। বহুদিন পর হেনা কবিরের ভিডিও দেখলাম। ধন্যবাদ বুশরা চ্যানেলকে।
হেনা কবিরের সাথে সাথে আব্বার কথা খুব মনে পড়ল,সেই ছোটবেলায় আব্বাকে হারিয়েছি তবে আব্বা রেডিও শুনতেন! আজ সেই ছোটবেলার কথাগুলো ভিষন মনে পড়ে গেল! আল্লাহ আব্বা এবং হেনা কবিরকে জান্নাতুল ফেরদৌসে মেহমান করে নিন দোয়া করি! আমিন
বুশরা আপা আপনি অনেক সৃতি জাগিয়ে তুলেন মনে করিয়ে দেন অতীত যা আমরা হারিয়ে ফেলে এসেছি দিন গুলি। হেনা কবির তেমনি একজন ছিলেন। বানিজ্যিক কার্যক্রম রেডিও বাংলাদেশ ঢাকা, বিজ্ঞাপন তুরঙ্গ।
অসংখ্য ধন্যবাদ হেনা কবিরকে নিয়ে এত সুন্দর একটি প্রতিবেদন করার জন্য। তিনি আমার আত্নীয়া ছিলেন। পারিবারিক ঐতিহ্য, অসাধারণ ব্যাক্তিত্ব আর নির্মল ব্যবহার ছিল উনার ভূষণ । ছোট বেলায় রেডিওতে হেনা কবিরের কণ্ঠ শুনে বড় হয়েছি। এমন মিষ্টি কণ্ঠ কম শোনা যায়। কণ্ঠের চেয়েও মিষ্টি ছিল উনার ব্যবহার। উনার বিদেহী আত্নার শান্তি কামনা করছি।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ বিজ্ঞাপন তরঙ্গের পুরাতন স্মৃতি মনে করিয়ে দিয়েছেন এবং হেনা কবিরকে আমি শুধু উপস্থাপিকা হিসেবেই চিনি তার বাহিরে আর কিছুই জানতাম না এমনকি তার মৃত্যুর খবরটাও জানতাম না এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমি খুবই মর্মাহত, আমি মনে করেছিশাম উনি এখনো বেচে আছেন, তাইতো কয়েকদিন আগে তার লাইভ সাক্ষাতকার চেয়েছিলাম আপনার কাছে,প্রানভরে দোয়া রহিলো আল্লাহ যেনো জান্নাতবাসী করেন,আমিন।
বুশরা আপা আপনি স্মৃতির শিকড়ে নাড়া দিলেন। মনে করিয়ে দিলেন হারিয়ে যাওয়া স্মৃতি। অসংখ্য ধন্যবাদ। খুবই পরিচিত একটি নাম হেনা কবির। দুর্লভ সংগ্রহ। অপনার মোহনীয় উপস্থাপনায় জাতির কৃতি সন্তানদের নিয়ে স্মৃতিচারণ আমাকে বিমুগ্ধ আবেগতারিত এবং অতীতের সোনালী দিনগুলিকে মনে করিয়ে দেয়।আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ বিজ্ঞাপন তরঙ্গের পুরাতন স্মৃতি মনে করিয়ে দিয়েছেন এবং হেনা কবিরকে আমি শুধু উপস্থাপিকা হিসেবেই চিনি তার বাহিরে আর কিছুই জানতাম না এমনকি তার মৃত্যুর খবরটাও জানতাম না এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
অবশ্যই উনাকে মনে পড়ে। আমি ১৬.০৯.২৪ তারিখ এই প্রতিবেদনটা শোনার পরে জানলাম উনি মারা গেছেন। খুবই দু:খ পেলাম জেনে যে বেতারে উনাকে নিয়ে কোন প্রোগাম হয়না। উনার কোন স্মৃতিও নাই। উনার উপস্থাপনা আমি অনেক শুনেছি। আল্লাহ আপনাকে ( হেনা কবির) জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।
অত্যন্ত দুঃখজনক! যে মিষ্টি কন্ঠস্বর শুনে আমারা বড় হয়েছি । সেই অসাধারণ কন্ঠস্বর টার রেকর্ড পর্যন্ত নেই! বাংলাদেশ বেতার ও হেনা কবিরের নাম,এ যেন জীবনের শেকড়ে ধরে নাড়া দিয়ে গেল।আপা এই উপস্থাপনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হ্যা নিশ্চই মনে পড়ে সেই মায়াবী মোহনীয় কন্ঠের কথা,যা কোন দিন ভুলবার নয়।শ্রদ্ধা ভরে স্বরন করছি ওনাকে।আমি ছিলাম একজন গান পাগল,ছোটবেলা থেকেই বাংলাদেশ বেতারের জন প্রিয় অনুষ্ঠান গানের ডালি শুনার জন্য ব্যাকুল হয়ে বসে থাকতাম।কত যে স্কুল ফাঁকি দিয়েছি! হয়তো ২য় হেনা কবীর বাংলাদেশে আর আসবেনা। আমি ওনার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। Mohammad Ali London,U K.
ছোট বেলা থেকে তাঁর কন্ঠ শুনতাম। বড় হয়ে রেডিওতে অনুষ্ঠান শুনতাম তখন তাঁর সাথে দেখা হতো শাহবাগ, বেইলী রোড এবং অনেক অনুষ্ঠানে । রোকেয়া হায়দার আপা ও সরকার কবীর ভাই তাঁকে নিয়ে কি চমৎকার বলেছেন এবং মাজহার ভাইয়ের হৃদয়ের কথা। তাঁকে নিয়ে এই বিশেষ নিবেদনের জন্য অশেষ ধন্যবাদ। ঢাকা টিভি থেকে কিন্তু প্রথম উপস্থাপক ছিলেন মাসুমা খাতুন আপা ! আকবর হায়দার কিরন, নিউ ইয়র্ক
হেনা আপু, মাযহার ভাই এদের সাথে কাজ করার সুযোগ হোয়েছিলো আমার ভাবি এবং আনন্দ পাই এরা দুজনই আমাকে খুবই স্নেহ কোরতেন। ওনাকে আললা বেহেশত নসিব করুন, মাযহার ভাই আরো অনেক বছর বেচে থাকুক এ কামনা করছি, গিয়াসউদ্দিন বাবুল, (ঘোষক তৎকালীন সময়ের)
হেনা কবির (আন্টি) আমাকেও অনেক স্নেহ করতেন। সরাসরি ১৯৯৯ সাল থেকে চিনি।অসাধারণ একজন মানুষ।যার কোনো তুলনা নেই।তাঁর সাথে তুলনা করার মতো আর কেউ নেই। তবে আমি যত টুকু জানি তাঁর ২ ছেলে ১ মেয়ে।তাঁদের সবার সাথে আমার সেই সময় দেখা হয়েছে কথা হয়েছে।এই প্রতিবেদনে বলা হলো একজন মেয়ে?
অসাধারণ। অনুষ্ঠান। "Busrah channel" কে অনেক অনেক ধন্যবাদ,এমন একটি অনুষ্ঠানে র জন্য।সরকার কবির সাহেব,মাজাহরুল ইসলাম সাহেব রোকেয়া হায়দার সেই সাথে "হেনা কবির" কে প্রতিবেদনটি সত্যিই মনটাকে ছঁুয়ে গিয়েছে।আমাদের সময়ের অনেক প্রিয় তাঁরা।।সবাইকে সালাম ও হেনা কবির কে বিনম্র শ্রদ্ধা।আমিন।
আমাদের শৈশব,কৈশোরে রেডিওতে বিজ্ঞাপন তরঙ্গ শুরু হলে তিনিই বেশীর ভাগ উপস্থাপনা করতেন। সেলুলয়েড হেনা কবীর এর কন্ঠ গানের ডালি শোনার জন্যই আমরা আনন্দ পেতাম। বিভিন্ন গানের গীতিকার,সুরকার,ও শিল্পীর নাম বলতেন।ছায়াছবির নাম,শিল্পীর নাম বলতেন। তাঁহার মিষ্টি কন্ঠ এখনো কানে বাজে। এখন শুরু হচ্ছে ছায়াছবির বিশেষ অনুষ্ঠান.. আহা কি যাদু মাখা কন্ঠ!! তিনি অনেক টা থেমে,থেমে বলতেন। গানের ডালী'র উপস্থাপনার মাঝে তিনি ছিলেন অন্যতম।। হেনা কবীর এর কন্ঠ পূরণ হবার নয়। তাঁহার কন্ঠে আলাদা একটা ইমেজ ছিল।। মরহুমার আত্মার শান্তি কামনা করছি।।
বুশরা দিন দিন আপনি এতো সুন্দর তথ্য উপস্থাপন করেন খুব ভালো লাগে মনে হয় আপনি না হলে হয়তো কারো দ্বারা এমন করে পুরনো স্মৃতি রোমন্থন করা যেত না, অসংখ্য ধন্যবাদ আপনাকে। (❤❤❤) ওনার কন্ঠের সাথে আমি পরিচিত হই স্বাধীনতার পর থেকে আস্তে রেডিও থেকে দুর হয়ে যাওয়ার কারণে হে--না-- কবির নামের রেডিওর উপস্থাপিকা কে ভুলে গেছি, দুঃখের বিষয় হলো টিভিতে কখনো তাঁকে আমি দেখিনি, জানতাম না উনি কব মারা গেছেন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করেন। আমিন। শুভকামনা ভবিষ্যতে এরকম চমক দিবেন আশাকরি। আল্লাহ আপনার মঙ্গল করুন।
শুনছিলাম আর অবাক বিস্ময়ে ভাবছিলাম, কি অকৃতজ্ঞ বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ।শুনে আশ্চর্য হলাম, এই মহান বাচিক শিল্পেীর কোন মূল্যায়ন করা হয় নি! আপনি উদ্যোগ নিয়ে বর্তমান পরিবর্তত সরকারের সাথে যোগাযোগ করুন, তাঁরা মূল্যায়ন করতেও পারে।
দুপুর বেলায় হেনা কবিরের কাঁপা কাঁপা যাদু কন্ঠে বিজ্ঞাপন তরঙ্গ ও রকমারি গানের অনুষ্ঠান গীতালির ঘোষণা,অনুরোধের গানের অনুষ্ঠান গানের ডালী আহা কোথায় হারিয়ে গেলো সেই সব সোনালী দিন।
Many many thanks Busra APa, Amer Mona pora hena kobir ER voice, very nice voice, e racam voice Sona biral, Allah take hafajat karun abong bahaste nasib karun amin, jhontu art publicity and production also song collector Dhaka,
Thanks for this program. I was her fan. I met her in 1989 or 1990 in a protest against Ershad at banglamotor, Dhaka. It was a dream for me because I heard her sweet voice in radio. She was very beautiful.
She was a very popular radio announcer in Dhaka Betar. Still remember her sweet voice anchoring "Ganer Dali", a popular program in late 70s and 80s when I was a young school girl.
হেনা কবীর ও মিজানুর রহমান শেলী বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক ছিলেন। উনার মেয়ে রেজোয়ানা কবীর বিটিভিতে ইংরেজি সংবাদ পাঠিকা ছিলেন। চমৎকার তথ্যসমৃদ্ধ ভিডিওটির জন্য জন্য ধন্যবাদ।
মনে কি পড়ে হেনা কবির কে ?? হারিয়ে যাওয়া সেই মোহনীয় কন্ঠ রেডিও বাংলাদেশের !!
হেনা কবির
কে এই হেনা কবির?? , আপনাদের কি মনে আছে সেই হেনা কবির কে??? হ্যাঁ দর্শক, সোনালী সময়ে রেডিও তে যার কন্ঠ শুনে শ্রোতারা বিমোহিত হয়ে যেতেন, হ্যাঁ তিনি ই সেই হেনা কবির। হয়তো বা এই প্রজন্মের কেউই তাকে চিনতে পারবেন না কিন্তু যারা ৬০, ৭০, ৮০, ৯০ দশকে রেডিও শুনেছেন তাদের কাছে হেনা কবির একটি পরিচিত নাম, একটি ভালোবাসার নাম, একজন প্রিয় ব্যক্তিত্বের নাম। রেডিও তে শুধুমাত্র তাঁর জাদুমাখা মোহনীয় কন্ঠ শুনেই দূর দূরান্ত থেকে কত অগনিত ভক্ত যে ভালোবেসে ফেলেছিল !!???
শুধু বাংলাদেশ বেতার নয় -টেলিভিশনের উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন হেনা কবির। ১৯৬৪ সালে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান টেলিভিশনের প্রথম অনুষ্ঠান ঘোষিকা ছিলেন তিনি। তার বর্ণাঢ্য রেডিও টেলিভিশনের কর্মজীবনে সেরা ব্যক্তিত্বের সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হেনা কবির ছিলেন ছোট-বড় সবার কাছেই প্রিয়। ফুলের সৌরভ ছড়িয়ে যেতেন তার পরিচিতজনের মাঝে, অসংখ্য শ্রোতা দর্শকভক্তের মনে ।
ব্যক্তিগত জীবনে হেনা কবির দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী(সংশোধীত)
"প্রিয় শ্রোতা মন্ডলী, আমি হেনা কবির,বেলা ২:০০ টা বেজে ৩০ মিনিট। শুরু হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গ। --" মাজারুল ইসলাম রোকেয়া হায়দার, মাসুমা, দিলারা হাসিম, এরকম অনেকগুলো কন্ঠ কত আপন! তাদের পেছন ফেলে এসেছি। পেছনে কি যেন হারিয়ে ফেলেছি! শুধু অশ্রু নামে চোখে। মহান প্রভু তাদের প্রতিদান দিন। যারা এই পৃথিবীতে আছেন। যারা প্রভুর আল্লাহর কাছে ফিরে গেছেন, শান্তিতে রাখুন পরলোকে।
অসাধারণ উপস্থাপনা ভীষণ ভালো লাগলো,, বিনম্র শ্রদ্ধা "হেনা কবির " ভালো থাকুন পরপারে।
বুশরা আপা আপনি স্মৃতির শিকড়ে নাড়া দিলেন। মনে করিয়ে দিলেন হারিয়ে যাওয়া স্মৃতি। অসংখ্য ধন্যবাদ। খুবই পরিচিত একটি নাম হেনা কবির। দুর্লভ সংগ্রহ।
মনোযোগ সহকারেই শুনেছি। মনে পড়েছে অতীতের কথা, রেডিওর কথা, সোনালী দিনের কথা। শ্রদ্ধাভরে স্মরণ করছি হেনা কবিরকে।
ওহ্ দারুণ। আমি ১৯৭২ সন থেকে রেডিও শুনে আসছি। এখনো আমার দুটি রেডিও আছে। একটি অচল একটি সচল। হেনা কবির আমার কাছে একটি উজ্জল নাম। বহুদিন পর হেনা কবিরের ভিডিও দেখলাম। ধন্যবাদ বুশরা চ্যানেলকে।
অসাধারন! বুশরা আপাকে দূর্লভ একটি পরিবেশনার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রতিদিনই উনার কণ্ঠ শুনতাম।সে কণ্ঠের মোহনীয় মাধুর্য আর কারো কণ্ঠে খোঁজে পাইনি।আল্লাহ উনার আত্মাকে চির শান্তিতে রাখার দোয়া রইলো।
সত্যি হারিয়ে গিয়েছিলাম কৈশরে। সেই পরিচিত কন্ঠ -কিযে ভাল লাগা অনুভুতি হ্নদয় ছুয়ে গেল!
ধন্যবাদ বুশরা তোমাকে, অনেক পুরাতন ইতিহাস এই ডিজিটাল যুগে তুলে আনার জন্য।
সেই ছোটবেলা থেকে তার কন্ঠ শুনে বড় হয়েছি। আজ আমি ৫৯ বছরের একজন তরুণ।
তরুণ !
@@fayezurrahman8141 আপনারা তো তিরিশ বছর বয়সে ছাগল-দাঁড়ি রেখে বুইড়া সাজেন।
৫৯ বছরের তরুণ 😅
59 বছরের তরুণ না বুইড়া😅
তার কণ্ঠ খুব মিস করি। আহারে, কি যে দিন ছিল। গানের ডালি, অনুরোধের আসর। সেই দিনগুলো কি ভুলা যায়। হেনা কবিরের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।
হেনা কবিরের সাথে সাথে আব্বার কথা খুব মনে পড়ল,সেই ছোটবেলায় আব্বাকে হারিয়েছি তবে আব্বা রেডিও শুনতেন! আজ সেই ছোটবেলার কথাগুলো ভিষন মনে পড়ে গেল!
আল্লাহ আব্বা এবং হেনা কবিরকে জান্নাতুল ফেরদৌসে মেহমান করে নিন দোয়া করি!
আমিন
Heena Kabir Habibur Rahaman Jalal JafarShab Laila Arjuman Banu are very sweet for their voice.
পুরনোদিনে তাঁর কন্ঠেই বিমোহিত ছিলাম আজ জানলাম ছবি দেখলাম।ধন্যবাদ বুশরা ম্যাডাম। অজস্রবার হাজারবার।
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস আতা করুক, আমিন, দেখে অনেক ভালো লাগলো। অতীত মনে পড়ে গেল।
বুশরা আপা আপনি অনেক সৃতি জাগিয়ে তুলেন মনে করিয়ে দেন অতীত যা আমরা হারিয়ে ফেলে এসেছি দিন গুলি। হেনা কবির তেমনি একজন ছিলেন। বানিজ্যিক কার্যক্রম রেডিও বাংলাদেশ ঢাকা, বিজ্ঞাপন তুরঙ্গ।
অসংখ্য ধন্যবাদ হেনা কবিরকে নিয়ে এত সুন্দর একটি প্রতিবেদন করার জন্য। তিনি আমার আত্নীয়া ছিলেন। পারিবারিক ঐতিহ্য, অসাধারণ ব্যাক্তিত্ব আর নির্মল ব্যবহার ছিল উনার ভূষণ । ছোট বেলায় রেডিওতে হেনা কবিরের কণ্ঠ শুনে বড় হয়েছি। এমন মিষ্টি কণ্ঠ কম শোনা যায়। কণ্ঠের চেয়েও মিষ্টি ছিল উনার ব্যবহার। উনার বিদেহী আত্নার শান্তি কামনা করছি।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ বিজ্ঞাপন তরঙ্গের পুরাতন স্মৃতি মনে করিয়ে দিয়েছেন এবং হেনা কবিরকে আমি শুধু উপস্থাপিকা হিসেবেই চিনি তার বাহিরে আর কিছুই জানতাম না এমনকি তার মৃত্যুর খবরটাও জানতাম না এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমি খুবই মর্মাহত, আমি মনে করেছিশাম উনি এখনো বেচে আছেন, তাইতো কয়েকদিন আগে তার লাইভ সাক্ষাতকার চেয়েছিলাম আপনার কাছে,প্রানভরে দোয়া রহিলো আল্লাহ যেনো জান্নাতবাসী করেন,আমিন।
মনে আছে । শ্রদ্ধান্জলি ।
হ্যাঁ মনে আছে,উনার মেয়ে রিজওয়ানা-আমার সিনিয়র আপা ছিলেন,খুব মনে পড়ছে সব-
হ্যাঁ মনে আছে,উনার মেয়ে রিজওয়ানা-আমার সিনিয়র আপা ছিলেন,খুব মনে পড়ছে সব-
পরম শ্রদ্ধা
আমার মনে আছে হেনা কবিরকে। অসাধারণ কন্ঠ ছিল তাঁর। জাদু ভরা এই কন্ঠ শুনলে এখনো চিনব আমি।
খুব ভালো লাগার পাশাপাশি গভীর কষ্টও অনুভব করলাম। বুশরা আপনাকে ধন্যবাদ।
অসাধারণ! হেনা কবির। আমার খুবই ঘোষিকা।তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ।
এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক দুন পরে হেনা কবরের নাম মনে পড়ে গেল।উনার উপস্হাপনা রেডিওর অনেক অনুষ্ঠান শুনেছি।
হারানো দিনের স্মৃতি মনে করে দেয়ায় আপনাকে অনেক,অনেক ধন্যবাদ।
অসাধারণ একটা অনুষ্ঠান। পুরানো অনেককে দেখলাম।
পুরানো বেতারের অনেক সৃতিচারণ মনে পড়ে গেলো।ধন্যবাদ বুশরা আপনাকে।আরও অুষঠান করুন।।
বুশরা আপা আপনি স্মৃতির শিকড়ে নাড়া দিলেন। মনে করিয়ে দিলেন হারিয়ে যাওয়া স্মৃতি। অসংখ্য ধন্যবাদ। খুবই পরিচিত একটি নাম হেনা কবির। দুর্লভ সংগ্রহ। অপনার মোহনীয় উপস্থাপনায় জাতির কৃতি সন্তানদের নিয়ে স্মৃতিচারণ আমাকে বিমুগ্ধ আবেগতারিত এবং অতীতের সোনালী দিনগুলিকে মনে করিয়ে দেয়।আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ বিজ্ঞাপন তরঙ্গের পুরাতন স্মৃতি মনে করিয়ে দিয়েছেন এবং হেনা কবিরকে আমি শুধু উপস্থাপিকা হিসেবেই চিনি তার বাহিরে আর কিছুই জানতাম না এমনকি তার মৃত্যুর খবরটাও জানতাম না এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
অবশ্যই উনাকে মনে পড়ে। আমি ১৬.০৯.২৪ তারিখ এই প্রতিবেদনটা শোনার পরে জানলাম উনি মারা গেছেন। খুবই দু:খ পেলাম জেনে যে বেতারে উনাকে নিয়ে কোন প্রোগাম হয়না। উনার কোন স্মৃতিও নাই। উনার উপস্থাপনা আমি অনেক শুনেছি। আল্লাহ আপনাকে ( হেনা কবির) জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।
অত্যন্ত দুঃখজনক! যে মিষ্টি কন্ঠস্বর শুনে আমারা বড় হয়েছি । সেই অসাধারণ কন্ঠস্বর টার রেকর্ড পর্যন্ত নেই! বাংলাদেশ বেতার ও হেনা কবিরের নাম,এ যেন জীবনের শেকড়ে ধরে নাড়া দিয়ে গেল।আপা
এই উপস্থাপনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ছোট বেলায় চলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য,আহ্ কি দিন ছিল!রেডিও ছিল আমাদের সময়ের এক আবেগের নাম।
"ইয়া আল্লাহ্ সকল কবর বাসিকে জান্নাতুল ফেরদৌস দান করুন.আমীন আমীন আমীন।
অলস দুপুরগুলোয় রেডিওতে হেনা কবিরের কন্ঠে ভেসে আসতো গানটির জন্য অনুরোধ করেছেন ঢাকা থেকে চুমকি.... মায়ের সাথে আমিও অভিভূত হয়ে শুনতাম।
ভুলে যাওয়া স্মৃতি মনে পড়ে গেল। উনার কন্ঠ শুনে উনাকে দেখার খুব ইচ্ছে করতো। অনেক পরে বিটিভি’তে উনাকে দেখেছিলাম। শ্রদ্ধা জানাই।
সত্যি খুবই দুঃখ পেলাম।আমি উনার খুব ভক্ত ছিলাম।আপনাকে অনেক ধন্যবাদ সঠিক তথ্যদ্ওয়ার জন্য
হ্যা নিশ্চই মনে পড়ে সেই মায়াবী
মোহনীয় কন্ঠের কথা,যা কোন দিন
ভুলবার নয়।শ্রদ্ধা ভরে স্বরন করছি
ওনাকে।আমি ছিলাম একজন গান
পাগল,ছোটবেলা থেকেই বাংলাদেশ
বেতারের জন প্রিয় অনুষ্ঠান গানের ডালি শুনার জন্য ব্যাকুল হয়ে বসে থাকতাম।কত যে স্কুল ফাঁকি দিয়েছি!
হয়তো ২য় হেনা কবীর বাংলাদেশে
আর আসবেনা। আমি ওনার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা
করছি। Mohammad Ali
London,U K.
আহ্, ছোট বেলার স্মৃতি মনে করে দিলেন
ছোট বেলা থেকে তাঁর কন্ঠ শুনতাম। বড় হয়ে রেডিওতে অনুষ্ঠান শুনতাম তখন তাঁর সাথে দেখা হতো শাহবাগ, বেইলী রোড এবং অনেক অনুষ্ঠানে । রোকেয়া হায়দার আপা ও সরকার কবীর ভাই তাঁকে নিয়ে কি চমৎকার বলেছেন এবং মাজহার ভাইয়ের হৃদয়ের কথা। তাঁকে নিয়ে এই বিশেষ নিবেদনের জন্য অশেষ ধন্যবাদ। ঢাকা টিভি থেকে কিন্তু প্রথম উপস্থাপক ছিলেন মাসুমা খাতুন আপা ! আকবর হায়দার কিরন, নিউ ইয়র্ক
অনেক বছর পর হেনা আপার কন্ঠ শুনলাম। আমরা খুব দুর্ভাগা রাষ্ট্রিয় প্রতিষ্ঠানের অবহেলায় এ মানুষগুলো সম্পর্কে নতুন প্রজন্ম কিছু জানেনা।
অতীত অনেক কষ্ট দেয়। কিছুক্ষণের স্মৃতির পাতায় চলে গিয়েছিলাম। রেডিও নাটকে রাত ১০ টা ।
হোপ সুমধুর কণ্ঠস্বর ছিল স্মৃতির খাতায় উনার নাম এখনো মনে আছে
কোনদিনও ভুলতে পারবো না এসকল গুণী শিল্পীকে।
হেনা কবিরের কথা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
অপনার মোহনীয় উপস্থাপনায় জাতির কৃতি সন্তানদের নিয়ে স্মৃতিচারণ আমাকে বিমুগ্ধ আবেগতারিত এবং অতীতের সোনালী দিনগুলিকে মনে করিয়ে দেয়।
That time she was icon of Bangladesh Radio. She was very sweet presenter. We wish her soul peace .
সত্যি আজকে জানলাম উনি বেচে নেই৷
যতদুর মনে পড়ে মাযহার ভাইর ইডিপাস অথবা ওথেলো নাটকটি অসাধারণ ছিলো,এক কথায় মাযহার ভাইর হওয়া উচিৎ ছিলো নাট্য শিল্পী, ওনার করা সবগুলো নাটকই সুপার ডুপার ছিলো।
হেনা আপু, মাযহার ভাই এদের সাথে কাজ করার সুযোগ হোয়েছিলো আমার ভাবি এবং আনন্দ পাই এরা দুজনই আমাকে খুবই স্নেহ কোরতেন।
ওনাকে আললা বেহেশত নসিব করুন, মাযহার ভাই আরো অনেক বছর বেচে থাকুক এ কামনা করছি,
গিয়াসউদ্দিন বাবুল, (ঘোষক তৎকালীন সময়ের)
হায় বেতার তার একটি ঘোষণা ও সংরক্ষণ করা হয়নি। কি মহোনীয় কন্ঠ ছিলো তার!
চন্দ্রমুখীর চরিত্রে ছিলেন জানতাম তবে মাহমুদুন্নবীর গানে ছিলেন জেনে অবাক ও বিমোহিত হলাম। আপনাকে ধন্যবাদ হাজার অনেকবার।
অসাধারণ শোনালেন। অনেক ধন্যবাদ।
আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ঘোষিকা।অত্যন্ত মিষ্টি কণ্ঠস্বর।
হেনাকবিরের সেই কনঠ এখনও আমার কানে ভেসে ওঠে ৷
আমি অবশ্যই চিনি ৮০ র দশকে উনার উপস্থাপনা আমাদের মুগ্ধ করত৷
হেনা কবির (আন্টি) আমাকেও অনেক স্নেহ করতেন। সরাসরি ১৯৯৯ সাল থেকে চিনি।অসাধারণ একজন মানুষ।যার কোনো তুলনা নেই।তাঁর সাথে তুলনা করার মতো আর কেউ নেই। তবে আমি যত টুকু জানি তাঁর ২ ছেলে ১ মেয়ে।তাঁদের সবার সাথে আমার সেই সময় দেখা হয়েছে কথা হয়েছে।এই প্রতিবেদনে বলা হলো একজন মেয়ে?
রাত দশটার অনুষ্ঠানে মিতালি অনুষ্ঠান
শুনার অপেক্ষায় থাকতাম আমি হেনা কবির এটায় মনে হচ্ছে ❤
অসাধারণ। অনুষ্ঠান। "Busrah channel" কে অনেক অনেক ধন্যবাদ,এমন একটি অনুষ্ঠানে র জন্য।সরকার কবির সাহেব,মাজাহরুল ইসলাম সাহেব রোকেয়া হায়দার সেই সাথে "হেনা কবির" কে প্রতিবেদনটি সত্যিই মনটাকে ছঁুয়ে গিয়েছে।আমাদের সময়ের অনেক প্রিয় তাঁরা।।সবাইকে সালাম ও হেনা কবির কে বিনম্র শ্রদ্ধা।আমিন।
কেনো যে আমার প্রিয় মনটা শুধু পুরোনো দিনের সব কিছু খুঁজে গান ছবি নাটক শিল্পী অভিনেত্রী সবই ভালো লাগে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা সবাই মিলে ❤❤❤❤
Sundar .Ebar Dr. Mijanur Rahman shely r somporke protibedon koren . Hena kabir er katha khub valo laglo .amader somoyer Hena kabir .doa kori Amin Amin Amin .
ডক্টর মি:রহমান শেলি এবং আমার প্রিয় ঘোষক মিজানুর রহমান শেলি কিন্তু একজন নয় ওনারা দুজন, সবিনয় জানালাম।
dui jon ke anben .Dr. Mijanur Rahman shelly biggapon toronge jini ghosok chilen . Hena kabir and Mijanur Rahman shelly .una ke anben .
অসাধারণ দুর্লভ তথ্য উপস্থাপনের জন্য ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমাদের শৈশব,কৈশোরে রেডিওতে বিজ্ঞাপন তরঙ্গ শুরু হলে তিনিই বেশীর ভাগ উপস্থাপনা করতেন। সেলুলয়েড হেনা কবীর এর কন্ঠ গানের ডালি শোনার জন্যই আমরা আনন্দ পেতাম। বিভিন্ন গানের গীতিকার,সুরকার,ও শিল্পীর নাম বলতেন।ছায়াছবির নাম,শিল্পীর নাম বলতেন। তাঁহার মিষ্টি কন্ঠ এখনো কানে বাজে। এখন শুরু হচ্ছে ছায়াছবির বিশেষ অনুষ্ঠান.. আহা কি যাদু মাখা কন্ঠ!! তিনি অনেক টা থেমে,থেমে বলতেন। গানের ডালী'র উপস্থাপনার মাঝে তিনি ছিলেন অন্যতম।। হেনা কবীর এর কন্ঠ পূরণ হবার নয়। তাঁহার কন্ঠে আলাদা একটা ইমেজ ছিল।। মরহুমার আত্মার শান্তি কামনা করছি।।
সত্যি পূরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার ভাতিজির নাম বুশরা তাই তুমি করে বললাম।
আমি উনার কন্ঠ শুনেছি,এবার ছবি দেখলাম,আপনাকে ধন্যবাদ
বুশরা দিন দিন আপনি এতো সুন্দর তথ্য উপস্থাপন করেন খুব ভালো লাগে মনে হয় আপনি না হলে হয়তো কারো দ্বারা এমন করে পুরনো স্মৃতি রোমন্থন করা যেত না, অসংখ্য ধন্যবাদ আপনাকে। (❤❤❤) ওনার কন্ঠের সাথে আমি পরিচিত হই স্বাধীনতার পর থেকে আস্তে রেডিও থেকে দুর হয়ে যাওয়ার কারণে হে--না-- কবির নামের রেডিওর উপস্থাপিকা কে ভুলে গেছি, দুঃখের বিষয় হলো টিভিতে কখনো তাঁকে আমি দেখিনি, জানতাম না উনি কব মারা গেছেন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করেন। আমিন। শুভকামনা ভবিষ্যতে এরকম চমক দিবেন আশাকরি। আল্লাহ আপনার মঙ্গল করুন।
ধন্যবাদ। এরকম উপাস্থনা।❤
হ্যা বুসরা তোমাকে ধন্যবাদ আমাদের হেনা কবির কে তুলে ধরার জন্য ।
হায়! আমার হাড়িয়ে যাওয়া মধুর কিশোর,তরুণী বেলা,ইস! উপস্থাপিকা রোকেয়া রহমান
সেরা কন্ঠ মনে আমার।
আমার সাথে খুব ভাল সম্পর্ক ছিল
আমার মনে আছে উনার কথা। ৮০র দশকে বেতারে দুপুরে গীতালি ও গানের ডালি অনুষ্ঠানে উনার উপস্থাপনা শুনতাম।
বুশরা কে অসংখ্য ধন্যবাদ।
শুনছিলাম আর অবাক বিস্ময়ে ভাবছিলাম, কি অকৃতজ্ঞ বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ।শুনে আশ্চর্য হলাম, এই মহান বাচিক শিল্পেীর কোন মূল্যায়ন করা হয় নি! আপনি উদ্যোগ নিয়ে বর্তমান পরিবর্তত সরকারের সাথে যোগাযোগ করুন, তাঁরা মূল্যায়ন করতেও পারে।
অসাধারণ ধন্যবাদ আপনাকে ❤❤❤
আমি ৯০ এর দশকের মাঝামাঝি থেকে রেডিও শুনি। পুরনো কথা মনে পড়লে, আবার ফিরে যাই সেই সোঁনালী অতীতে,....!!!
চমৎকার একটা অনুষ্ঠান
আহা!
চির শান্তিতে থাকুন পরপারে। ❤
আমার জন্ম ১৯৬৮ সালে,আপনার অনুষ্ঠান ভালো লাগে ❤❤❤❤
দুপুর বেলায় হেনা কবিরের কাঁপা কাঁপা যাদু কন্ঠে বিজ্ঞাপন তরঙ্গ ও রকমারি গানের অনুষ্ঠান গীতালির ঘোষণা,অনুরোধের গানের অনুষ্ঠান গানের ডালী আহা কোথায় হারিয়ে গেলো সেই সব সোনালী দিন।
আজকে প্রথম হেনা কবির ম্যাম এর নাম জানলাম ও শিখলাম.
বিনম্র শ্রদ্ধা হেনা কবিরের প্রতি। বিজ্ঞাপন তরঙ্গ শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম আমি।জীবন থেকে হারিয়ে গেল সেই সোনালী দিনগুলো।
Khubi khushee holam mone koriea diea.... Radioto 📻 uni o shroddhyeo Mazhar vai chhilen Radior maddyome amader mazhei..... Mohan ALLAH SWT'r nikot rahmot kamona korchhi. . AMEEN
Many many thanks Busra APa, Amer Mona pora hena kobir ER voice, very nice voice, e racam voice Sona biral, Allah take hafajat karun abong bahaste nasib karun amin, jhontu art publicity and production also song collector Dhaka,
আহা সেই ছোট্ট বেলায় শোনা রেডিও র সুর
❤❤❤❤❤ অনেক ভালোবাসা ❤❤❤❤❤
Thanks for this program. I was her fan. I met her in 1989 or 1990 in a protest against Ershad at banglamotor, Dhaka. It was a dream for me because I heard her sweet voice in radio. She was very beautiful.
আল্লাহ উনাকে জান্নাত বাসী করুন আমিন
very very good job mem.
One more please upload this kind of old redio programme, yes me
সোনালী অতীত ।
ছায়ায় গাছের তলে বসে যার উপস্থাপনায় বিজ্ঞাপন তরঙ্গে যে কন্ঠ শুনতাম সেই হেনা কবির আহ্ কি মুগ্ধ ছিল
আমার শৈশব কৈশোরের পরিচিত কণ্ঠস্বর।❤
হেনা আপুকে ভালোবাসায় শ্রদ্ধা জানালাম।
রাত নয়টার রেডিও উত্তরনের সফি কামাল কে নিয়ে বিডিও করেন। দেখতে চাই ।
Now only memory.Thanks.
আমার এক জন প্রিয় মানুষ ❤❤
❤❤❤Shristikarta tar Attar Chiro Santi Dan korun Amen. ❤❤❤❤❤❤❤❤❤❤
She was a very popular radio announcer in Dhaka Betar. Still remember her sweet voice anchoring "Ganer Dali", a popular program in late 70s and 80s when I was a young school girl.
ধন্যবাদ বুশরা চৌধুরী।
আমি অনেক ছোট ছিলাম কিন্তু এখনো তার মুখ মনে পড়ে ।
তার মেয়ে রেজওয়ানা কবির কে চিনি ।হেনা আপাকে ও চিনি ।
আমি তার কণ্ঠ শোনার জন্য অনেক সময় রেডিও শুনতাম। খুব ভালো লাগতো।
হেনা কবীর ও মিজানুর রহমান শেলী বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক ছিলেন। উনার মেয়ে রেজোয়ানা কবীর বিটিভিতে ইংরেজি সংবাদ পাঠিকা ছিলেন।
চমৎকার তথ্যসমৃদ্ধ ভিডিওটির জন্য জন্য ধন্যবাদ।
who is মিজানুর রহমান শেলী? Name sound familiar
আপ্লুত হলাম!আমরা গুণী জনের কদর করতে জানিনা,এ আর নতুন কি?😢
না ভুলিনি, হেনা কবির
হেনা কবিদের কন্ঠ মনে করিয়ে দেয় গানের ডালি ছি অনুষ্ঠানের কথা। যেখানেই থাকুন ভালো থাকুন।