Abujh Mon (অবুজ মন) Bangla Movie | Rajjak | Shabana | Sujata | A.T.M. Shamsuzzaman | Khalil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024
  • КиноКино

Комментарии • 337

  • @AsmiaAkhterMim
    @AsmiaAkhterMim 5 месяцев назад +6

    সিনেমা হলে দেখা জীবনে প্রথম সিনেমা ,যদিও তখন বুঝিনি কিন্তু এখন প্রায় 17 বছর যাবৎ সময় পেলেই দেখি। কতবার দেখেছি তবুও দেখতে মন চায়

  • @muhammaddelowarhossain1193
    @muhammaddelowarhossain1193 6 месяцев назад +13

    কালজয়ী বাংলা ছায়াছবি, কতবার যে দেখেছি তার কোন হিসেব রাখতে পারিনি।

  • @humayunkabir7878
    @humayunkabir7878 8 месяцев назад +9

    ১৯৭৩ সাল,মার্চ মাস। আমি সপ্তম শ্রেনীর ছাত্র। দোস্ত ফজলুল হক বেপারী আমাকে ঢাকা নিয়ে এলেন। সিনেমার কথা শুনেছি কিন্তু তখনও দেখা হয়নি। ততকালীন স্টার সিনেমায় দোস্ত, তাঁর ভগ্নীপতি এবং আমি ছবিটি দেখেছিলাম। এটিই আমার প্রথম সিনেমা দেখা। শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব মনের মনের মাঝে ঠাই করে নিলেন। রক্তের বাঁধনের বাইরে যে মানুষটি আমার আত্মার আত্মীয় তিনিই আমার পরম শ্রদ্ধেয় আব্দুর রাজ্জাক। তাঁর মৃত্যু সংবাদে
    নিজের অজান্তেই গড়িয়ে পড়েছিল অশ্রু। আজও এটুকুকথা লিখতে চোখ ভিজে গেছে চোখেরই জলে।
    ওপারে আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন।

  • @UpOm-pu7jv
    @UpOm-pu7jv 19 дней назад +4

    2024 সালে মুভিটা দেখলাম স্মৃতি হিসাবে ২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম। দেখি কতগুলো লাইক পড়ে!🥰

  • @mdkamal-np8gj
    @mdkamal-np8gj 25 дней назад +2

    ২০২৪ সালে প্রথম দেখলাম,,এই জেনারেশনের হয়ে ও ভুব ভালো লাগলো

  • @monsuralam5679
    @monsuralam5679 Год назад +9

    মনের অজান্তে দুফোঁটা চোখের জল গড়িয়ে পরলো!!

  • @muhammaddelowarhossain1193
    @muhammaddelowarhossain1193 Год назад +16

    কালজয়ী বাংলা ছায়াছবি, দেশের কালজয়ী শ্রেষ্ঠ নায়ক, নায়ক রাজ রাজ্জাক অভিনীত সেরা ছবি, যা বারবার দেখেও আবারও দেখার সাধ জাগে।

  • @ishaquebiswas7763
    @ishaquebiswas7763 8 месяцев назад +9

    আমার জীবনের সবচেয়ে সেরা ছবি আমি বাঁশের খাম কেটে পয়সা বের এ ছবি দেখে ছিলাম।

  • @abdullahaziz2091
    @abdullahaziz2091 5 месяцев назад +10

    অসাধারণ একটা মুভি💝🖤💝

  • @mdnuruzzaman3322
    @mdnuruzzaman3322 Год назад +10

    আশির দশকে তিনবার দেখেছিলাম। সময় পেয়ে আজ আবার দেখলাম।
    এক কথায় বলব অতুলনীয়। আজকের অভিনয় শিল্পীদের শেখার আছে অনেক কিছু।

  • @NurulHaque-f2s
    @NurulHaque-f2s 2 месяца назад +2

    অসাধারণ ছবি,যার প্রশংসা করার ভাষা আমার জানা নেই। আমি যে এর ভূক্তভোগি?

  • @delowarmoral
    @delowarmoral Год назад +21

    স্কুল জীবনে একবার দেখার সুযোগ হয়েছিল; খুব ভালো লেগেছিল। ছবিটি পুনরায় দেখার খুব ইচ্ছে হয়েছিল কিন্তু সুযোগ হয়নি। এখন পর্যন্ত অনেক বার দেখেছি। মনে হয় নতুন দেখছি। রাজ্জাক সাবানা শক্তিমান এবং অনবদ্য অভিনয়ের জন্য মানুষ অনন্তকাল মনে রাখবেন।

    • @ranuakter4456
      @ranuakter4456 Год назад

      😊

    • @mst.tohorakhatun4279
      @mst.tohorakhatun4279 Год назад +1

      চির সবুজ প্রেমের ছবি বনলতায় দেখেছি মনে পড়ে যায় ।

  • @syedauliullah8297
    @syedauliullah8297 2 года назад +12

    চির সবুজ প্রেমের ছবি। এমন ছবি একটিতে অভিনয় করলিই যথেষ্ট।

  • @sukenda6150
    @sukenda6150 Год назад +10

    আমার স্কুল জীবনের প্রথম ছবি

  • @mduzzalrana8794
    @mduzzalrana8794 Год назад +39

    কাজী জহিরের ছবি গুলো এক অন্য রকম অনুভূতি এখন কার ছেলে মেয়ে রা এইসব ছবি দেখে না কাজী জহিরের এই ছবি গুলো ১ ফুলের মালা ২ বধূ বিদায় ৩ নতুন বৌ ৪ কথা দিলাম ৫ চাষির মেয়ে ৬ অবাক পৃথিবী ৭ অবুঝ মন ৮ সোহাগ ৯ নয়নের আলো ১০ অলংকার ছবি গুলো দেখলে চোখের পানি চলে আসে

    • @JogeshMondal-ns1pp
      @JogeshMondal-ns1pp 3 месяца назад +4

      ভাই আমার মনের কথাই বোলেছো এই সব ছবি গুলো যদি হলে চোলতো তাহোলে এই ইয়াঙ জেনারেশান গুলো অনেক পরিবর্তন হোত।কিন্তু কি কোরে হবে সবার‌ই মাথা খেয়েছে ঐ মোবাইলে ।।

    • @mduzzalrana8794
      @mduzzalrana8794 3 месяца назад +1

      @@JogeshMondal-ns1pp ভাই তা আর সম্ভব না যা চলে গেছে তা ফিরানো অনেক কঠিন হলে ছবি দেখার মজা এখন কার ছেলে মেয়ে বুঝতে পারবে না ধন্যবাদ ভাই আমার

    • @rehanaparvinbakul4504
      @rehanaparvinbakul4504 Месяц назад

      কাজী দাদা খুব ভালো মানুষ ছিলেন ❤❤❤আমার বাবা, মার কাছে তার অনেক গল্প শুনেছি ❤️🇧🇩❤️

    • @FARHADSHEAIKH
      @FARHADSHEAIKH 8 дней назад

      এই ছবিটা আমি অনেকবার দেখেছি,,, এবং আজকেও দেখছি....

  • @ishaquebiswas7763
    @ishaquebiswas7763 Год назад +7

    আমি১৯৭২ দেখি সেময় অনেক যুবক যুবতী এই ছবি দেখে পাগলের মত হয়ে গিয়েছিল। এটা ছিল সেরা ছবি।

  • @ahmedmukul1670
    @ahmedmukul1670 2 года назад +17

    আগে অনেক বার দেখেছি। আবার অনেক দিন পর দেখলাম। ধন্যবাদ

  • @md.azizurrahmanbeg7211
    @md.azizurrahmanbeg7211 4 месяца назад +2

    অতুলনীয় অপূর্ব কোন বিশেষণই এই সিনেমার জন্য যথেষ্ট নয়। মহানায়ক রাজ্জাক ও মহানায়িকা শাবানার শ্রেষ্ঠ সিনেমা।

  • @zahirhoq7001
    @zahirhoq7001 6 месяцев назад +4

    অসাধারণ নির্মান শৈলী ,অপূর্ব অভিনয় ।সেই সব দিন ভুলার মতো নয়

  • @ziaulhaq1454
    @ziaulhaq1454 Месяц назад +1

    এ ছবি অনন্তকাল বেঁচে থাকবে মানুষের জীবনে।

  • @Jamshed-lp3jb
    @Jamshed-lp3jb Месяц назад +1

    কতবার দেখলাম হিসাব নাই। এমন ছবি দ্বিতীয়টি নেই।

  • @-Monirul
    @-Monirul Год назад +21

    আমার জীবনে দেখা সেরা মুভি। অবুঝমন!!! ২০৫০ সালে অগ্রিম ভালোবাসা❤❤❤🙏🙏🇮🇳

  • @mdsakhauathossen8552
    @mdsakhauathossen8552 6 месяцев назад +3

    আমার জীবনে দেখা সবচাইতে শ্রেষ্ঠ মুভি অবুঝ মন সত্যিই আগের দিনগুলো অনেক ভাল ছিল

  • @ariftanmoy9742
    @ariftanmoy9742 Месяц назад +1

    আমি আর আমার বাবা একসাথে দেখলাম ছবিটি।।। বাবার প্রিয় ছবির মধ্যে একটি।।। অনেক ভালো লেগেছে।।। ❤️❤️❤️

  • @boksovai
    @boksovai 2 года назад +15

    আমার ভাবনায় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছবি- অবুঝ মন ! বাংলা হিন্দী সহ তামিল ইংরেজী সহ যতো ছবি দেখেছি- হৃদয়ষ্পর্শী ছবি শুধু এটি !!

    • @mojharulislam4618
      @mojharulislam4618 2 года назад

      ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। এ ছবিতো ভালো হবেই, কারণ রাজা রানী যে ছবিতে অভিনয় করেন সেই ছবি ভালোতো লাগতেই হবে। রাজ্জাক শাবানা হচ্ছেন পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা মানানসই মধুময় রোমান্টিক কিংবদন্তি কালজয়ী চির স্বরনিয় অমর জুটি। এ-ই জুটি তরুণ তরুণীর মনে কাঁপন ধরিয়ে দিয়ে আবালবৃদ্ধবনিতার মনের মনিকোঠায় আসীন হয়ে মিশে গিয়ে আজও চির অমলিন হয়ে বেঁচে আছেন এ-ই জুটি হচ্ছেন সর্ব কালের সর্ব সেরা এবং অহংকার এবং গর্ব করার মতো একটি আদর্শ জুটি। তাছাড়া তাঁরা হচ্ছেন সকল নায়ক নায়িকাদের খেতাব প্রাপ্ত রাজা রানী। তাঁরা যেকোনো নাটকীয় এবং বৈচিত্র্যময় এবং রাজকীয় এবং রোমান্টিক চরিত্রের ছবিতে অভিনয় করে চরিত্রটাকে সর্বজন গ্রহনযোগ্যতায় পরিনত করে দর্শকদের মনে ঝড় তুলে আলোড়ন সৃষ্টি করার কারণে উপরোক্ত খেতাবে ভূষিত হয়েছেন। তাঁরা হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মহান অভিনেতা এবং অভিনেত্রী। তাঁরা তাঁদের নিজ নিজ গুনে মহিমান্বিত এবং উজ্জ্বল ভাস্বর হয়ে আপামর জনগণের হৃদয়ে অবস্থান করে আছেন।

    • @HusnaAkther-y6t
      @HusnaAkther-y6t Месяц назад +1

      ❤❤❤❤🎉😅

  • @shamsularefin9592
    @shamsularefin9592 Год назад +10

    সিনেমাটি আজই প্রথম দেখলাম। তবে নায়ক রাজের একটি সাক্ষাৎকারে সিনেমাটির নাম শুনেছিলাম।
    এক কথায় অসাধারণ সিনেমা। নায়ক রাজ ও শাবানার অভিনয়ের তুলনা হয় না।

  • @ansarali-fl6tf
    @ansarali-fl6tf 4 месяца назад +4

    This is one of the best romantic Bangla movies I have ever seen in my life.

  • @KgjvffBbcvjgcb
    @KgjvffBbcvjgcb Год назад +13

    অসাধারণ ভালো লাগলো ছবিটি। সবাইকে নতুন করে অভিনন্দন।

  • @shahinrahman-hi8fb
    @shahinrahman-hi8fb Месяц назад +1

    যতবার এই ছবিটা দেখেছি ততবার আমার চোখ দিয়ে পানি ঝরেছে

  • @alamsohel7493
    @alamsohel7493 2 года назад +18

    অবুঝ মন । তুলনাহীন। অসাধারণ।

  • @siddiqurrahman5087
    @siddiqurrahman5087 6 месяцев назад +2

    কালজয়ী এক অসম প্রেমের সময় উপযোগী সিনেমা আমাকে অনেক কাঁদিয়েছে

  • @joypara9639
    @joypara9639 2 года назад +5

    আমার সব চাইতে মনের মত সিনেমা এ অবুঝ মন দেখতে দেখতে ডাইলক মুখস্ত হয়ে গিয়াছে। তবুও দেখি কোন ভুল নেই এরম ছবি আর আসবে না।

  • @manishbhattacharjee4187
    @manishbhattacharjee4187 Год назад +12

    আসাধারণ ছবি ১৯৮৫/৮৬ তে দেখেছিলাম।তখন কলেজ থেকে চুরি করে আলমাস হলে এই ছবিটা দেখেছি। ২ বন্ধু মিলে।

  • @MDShaonAliSardar
    @MDShaonAliSardar 2 месяца назад +4

    1975 এ ছবিটা দেখা

  • @mojiburrahman6079
    @mojiburrahman6079 5 месяцев назад +3

    . আগের প্রেম ছিল স্বর্গীয় আর বর্তমান প্রেম নরকীয়

  • @md.jahangiralam8889
    @md.jahangiralam8889 10 месяцев назад +2

    এত ভালো কোনো মুভি হতে পারে! অনবদ্য ❤❤❤

  • @mdsakhauathossen8552
    @mdsakhauathossen8552 27 дней назад +1

    আমি ২০ বার দেখলাম এই ছবি অসাধারণ রাজ্জাক শাবানা জুটি

  • @mdhakim995
    @mdhakim995 3 месяца назад +1

    বাংলাদেশের বুকে যত ছবি দেখেছি অবুঝ মন প্রেমের অভিনয়ে সর্বশ্রেষ্ঠ।

  • @Munnavlog075
    @Munnavlog075 4 месяца назад +19

    ২০২৪ সালে মুভিটি দেখলাম। স্মৃতি হিসাবে ২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম। দেখি কতগুলো লাইক পড়ে।

  • @delwarhossain6164
    @delwarhossain6164 2 года назад +13

    ব্লক বাষ্টার হিট ছবি কতবার যে এই ছবিটি দেখেছি বলতে পারবো না এখনও সুযোগ পেলে দেখি ।

  • @bithihassan117
    @bithihassan117 Месяц назад +1

    এই ছবিটি একমাত্র ছবি যারা একবার নয় বারবার দেখে।

  • @mdamirhossan2664
    @mdamirhossan2664 2 года назад +16

    এই অবুঝ মন ছবি টি আমি পায় 14/15 বার দেখছি ছবিটি খুব চমৎকার প্রত‍্যেকের স্ব স্ব অবস্তান থেকে অভিনয় খুব সুন্দর ও বাস্তব বিত্তীক।

  • @KhurshidaAhmed-y1k
    @KhurshidaAhmed-y1k Месяц назад +1

    অসম্ভব ভাল লাগলো এটা কত সালের সিনামা তা তো জানিনা।

  • @IqbalHossain-e9l
    @IqbalHossain-e9l 2 месяца назад +2

    দুটি অবুঝ হৃদয়ে চিরন্তন চাওয়া পাওয়ার এক কাল জয়ী চলচিত্র যা বাংলা সিনেমায় যুগ যুগ ধরে থাকবে। প্রেমের চিরন্তন আবেদন দেশ কালের গন্ডিতে আবব্ধ করা যায় না।অনবদ্য এই চলচিত্রের কাহিনিকার ও অভি নেতা অভিনেত্রী ও পরিচালক সবাইকে ধন্যবাদ।

  • @anumostafa6423
    @anumostafa6423 Месяц назад +1

    Golden classic. All time block buster ❤❤❤

  • @gzvxhxxhx279
    @gzvxhxxhx279 Месяц назад +1

    শাবানা রাজ্জাক মুভি অবুঝ মন
    শাবনূর ফেরদৌস মুভি সবার উপরে প্রেম দুই মুভির গল্প একই রকম শুধু
    গানটি দুই রকম

  • @JamilAhmed-c6b
    @JamilAhmed-c6b 5 месяцев назад +3

    অনেক বছর পরে দেখলাম ভূলিপরিনাই❤❤

  • @Saddam-s2c
    @Saddam-s2c 3 дня назад

    ছবিটা ১৯৭২ সালে নির্মাণ করা হয়েছিল
    আমি দেখলাম ২০২৪ সালে। এত সুন্দর অভিনয় আর সংলাপ সত্যি হৃদয়ে দাগ কেটে গেল.......

  • @mrrofiqul4593
    @mrrofiqul4593 2 года назад +37

    অসাধারণ ছবি আগের দিন গুলি কত সুন্দর ছিলো আর প্রেম কত পবিত্র ছিলো মনে হয় মাঝে মাঝে পুরোনো দিনে ফিরে যাই

  • @rt-toshi-video-vision
    @rt-toshi-video-vision Год назад +9

    হ্যাঁ আমি স্পেশাল,
    কারন আমি হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত!
    আলহামদুলিল্লাহ্.!'🌹🌹🌹

    • @almamun9989
      @almamun9989 Год назад

      তো এা এখানে কেন

  • @AbdulWahid-qu1gn
    @AbdulWahid-qu1gn 9 месяцев назад +2

    এই ছবিটা রংপুরে লক্ষি হলে ১৯৭৮ সনে স্কুল ফাঁকি দিয়ে প্রথম দেখেছি। ছবির শেষের দিকে চোখের পানি ফেলতে ফেলতে হল থেকে বের হয়েছি । আজ ৩০-১-২৪ এ এসে আজ আবার দেখার পর মনে হলো যেনো সেই স্কুল জীবন শৈশব চলে গেছি । আহ্ সেইদিন কি আর ফিরে আসবে ---- । ধন্যবাদ নায়ক রাজ রাজ্জাক এবং শক্তিমান অভিনেতা দ্বারাজ কন্ঠের অধিকারী শওকত আকবর ও অন্যান্য কলাকুশলী বৃন্দকে। দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে জান্নাত বাসী করুন আমীন।

  • @mdmizanurrahmanmitu4621
    @mdmizanurrahmanmitu4621 9 месяцев назад +2

    আমি সাত বার দেখেছি আজও বারবার দেখতে ইচ্ছে করে

  • @josimbondar1031
    @josimbondar1031 2 месяца назад +1

    সোনালী যুগের কালজয়ী ছায়া ছবি।

  • @md.aurangzeb5346
    @md.aurangzeb5346 Месяц назад +1

    স্কুল জীবনে ঝিনাইদহের প্রিয়া সিনেমা হলে এই কালজয়ী ছবিটি দেখেছিলাম।

  • @anwarhossainranzu2949
    @anwarhossainranzu2949 7 месяцев назад +3

    Beautiful Love story Cinema....❤❤❤❤❤

  • @mdrafiq2181
    @mdrafiq2181 3 месяца назад +2

    সুন্দর এক প্রেমের ছবি । দেখে খুবই ভাল লাগলো।

  • @monijaluna992
    @monijaluna992 Год назад +7

    অনন্ত প্রেম ছবিটা দিন। কতকাল ধরে খুঁজে যাচ্ছি। রাজ্জাক - ববিতার ছবি।

    • @mominuddin769
      @mominuddin769 Год назад

      অনন্ত প্রেম ছবিটা আমিও অনেক খুঁজে ছি পাইনি।।।।

  • @mohammedmunir2411
    @mohammedmunir2411 22 дня назад +1

    অবুঝ মনে ছবিটা খুলনা সোসাইটি সিনেমা হলে একটানা ছয়মাস প্রদর্শিত হয়েছিল যতদূর মনে পড়ে ১৯৮০/৮১ হবে।

  • @rangdhanudigitalstudio8388
    @rangdhanudigitalstudio8388 Месяц назад +1

    ছবিটা দেখে মনে হলো, উত্তম- সুচিত্রা অভিনয় করছে, কি প্রেমের অভিনয় রাজ্জাক- শাবানার,,,,

  • @MojahidHossain-v2g
    @MojahidHossain-v2g 6 месяцев назад +1

    অনেক সুন্দর একটা সুন্দর ছবি,চোখে পানি চলে আসলো

  • @ZahirulHauqe
    @ZahirulHauqe 11 месяцев назад +2

    😮I seen first at Rupali hall comilla but again seen 7 days full show Rupali hall . Excellent movie . All time newly watch . Thanks lot of all technically people.

  • @mdsakhauathossen8552
    @mdsakhauathossen8552 Год назад +2

    অনেক বার দেখিছি এই মুবি টি রাজ্জাক শাবানা

  • @mdmostafigurrahmanmostafij7548
    @mdmostafigurrahmanmostafij7548 8 месяцев назад +3

    আমি তিনবার দেখলাম

  • @moshiurrahman-pg1gg
    @moshiurrahman-pg1gg Год назад +3

    এই সিনেমা গুলোর তুলনা হয় না।❤❤❤

  • @ShahjahanMiah-r5x
    @ShahjahanMiah-r5x 2 месяца назад +3

    একটা পরিচ্ছন্ন এবং মার্জিত :52:40 ছবি। বহুবার সিনেমা হলে গিয়ে দেখছি। কাজী জহিরের কালজয়ী এ ছবিটি শতবর্ষ পরেও মানুষকে কাঁদাবে। ছাত্রজীবনে এই ছবিটি প্রথমবার দেখার পরে সপ্তাহখনেক কারো সাথে কথা বলিনি। শুধু ভাবতাম, কেন এমন হলো? ওরকম হলে কি হতো।ওপারে ভালো থাকো কাজী জহির,প্রিয় নায়ক রাজ্জাক এবং সুস্থ থাকো প্রিয় নায়িকা শাবানা।

  • @roksanajahan9332
    @roksanajahan9332 Год назад +2

    এত সুন্দর ছবি। আগের ছবি কত সুন্দর ছিল

  • @anamulhaque4023
    @anamulhaque4023 Год назад +3

    Ami pray 100 bar dekhesi , tobuo mon vorena

  • @bodrulhok3325
    @bodrulhok3325 2 года назад +6

    This is the first movie i have have seen in my life I was only 16 years old I don't think I have seen A more romantic movie then obuj Mon rajjak shaber konto shokoler obinoy R mishtimodur Gaan 10 /10 Allah rajjak shaheke jannat nosib korun 🤲🤲🤲🤲🤲🤲🤲🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @momohasan6475
    @momohasan6475 2 года назад +9

    অবুঝ মন।নিখাত ভালোবাসা।অসাধারণ ।

  • @mdwahad6763
    @mdwahad6763 Год назад +2

    খুবই সুন্দর একটি ছবি, অনেক বার দেখেছি।

  • @sawpanchandradashsawpan5750
    @sawpanchandradashsawpan5750 2 года назад +43

    কি দারুণ ফিনিশিং। এর আগে ৭/৮ বার দেখেছি। আবারও দেখলাম। তারপরও একটা দৃশ্য থেকেও চোখ ফেরাতে পারলাম না। কাজী জহির নিপুন হাতে গড়া এ সিনেমা।

  • @mdshafiqulislam2693
    @mdshafiqulislam2693 2 года назад +11

    শৈশবে ছবিটি দেখেছি, এত ভালো লেগেছে যে চোখের জল ধরে রাখতে পারিনি, এখন ষাটোর্ধ ঠিক আগের মতই ছবিটি ভাল লাগছে। কাজী জহিরের অনবদ্দ সৃষ্টির জন্য ধন্যবাদ।

  • @ahmedsorif797
    @ahmedsorif797 Год назад +3

    একটি ছবির প্রতিটি মুহূর্তই উপভোগ্য করা যায়, এটা মনে হয় অসাধারণ পরিচালক কাজী জহিরের ডিকশনারিতেই শুধুমাত্র পাওয়া যেত।

    • @SBCinemaHall
      @SBCinemaHall  Год назад +1

      ji bhy প্রতিটি মুহূর্তই উপভোগ্য করা যায়,

  • @MdAkbar-qf2pw
    @MdAkbar-qf2pw Год назад +2

    এই সিনেমা গুলো তুলনা হয় না

  • @বিদ্যুৎস্কাই

    ভাই মুভির শেষ টা আমি জেমন ভাবে চেয়েছিলাম ঠিক তেমন ভাবেই শেষ হয়েছে ❤❤❤❤❤

  • @rahmanmoti
    @rahmanmoti 2 года назад +5

    ক্লাসিক ছবি।
    ব্লকবাস্টার হিট হয়েছিল। রাজ্জাক-শাবানা জুটির বিগ হিট ছবি। কাজী জহির ক্লাস ডিরেক্টর।।

    • @SBCinemaHall
      @SBCinemaHall  2 года назад

      hm ক্লাসিক ছবি।

  • @ahsanhabib2709
    @ahsanhabib2709 2 года назад +12

    After 49 years again watched the movie. I have been lost my panjabis hand to collect the tickets, remember the memory. Nice movie

  • @ShahAlam-dh5cx
    @ShahAlam-dh5cx 2 года назад +4

    এই ছবিটা আমি দেখেছিলাম আলমাস সিনেমা চট্টগ্রাম। এমন ছবি আর এখন দেখা যাবে না।

  • @solaimanmintu9628
    @solaimanmintu9628 Год назад +1

    1976 shal a dekhesi
    7 bar...
    12...06...2023 tarikh
    rate dekhsi...
    after 47 years........!!!

  • @absalam1244
    @absalam1244 Год назад +2

    অসাধারণ। অনেক ভাল লাগলো।

  • @babulhussain778
    @babulhussain778 Год назад +1

    এই ছবি টা আমি আব্বু এবং মার সঙ্গে কমপক্ষে ৫ বার দেখেছি মনে হয় আবার শৈশবে ফিরে গেলাম

  • @qmardewan3156
    @qmardewan3156 5 месяцев назад +1

    ছবিটা দেখে কে কে কেদেছেন

  • @mdsahin-qi1lx
    @mdsahin-qi1lx Год назад

    আমি প্রথম বার দেখছি।

  • @nazproduction143
    @nazproduction143 2 года назад +7

    ছবিটি আমি হলে টিকিট কেটে ৮৯ বার দেখেছি,, আমার নিজের সিনেমা হলে চালিয়েছি এখনও ইউটিউব চ্যানেল এ দেখি,, তবে ভাই শিঘ্রই যদি দস্যু রানী ছবিটি যদি দিতেন খুব ভালো লাগতো,,,,

    • @sT-nk9bd
      @sT-nk9bd 2 года назад +2

      মেয়াদ উত্তীর্ণ গাজা খেলে যা হয় আরকি।

    • @SBCinemaHall
      @SBCinemaHall  2 года назад

      thanks for you comment

    • @md.asaduzzaman777
      @md.asaduzzaman777 Год назад +2

      আপনি তো বিশ্ব রেকর্ড করে ফেলেছেন।

  • @hamidsarker-r4i
    @hamidsarker-r4i Год назад

    ১৯৭৩ সালে মমতাজ সিনেমা হলে এই ছবিটা দেখে ছিলাৃম

  • @mdmosarof5573
    @mdmosarof5573 4 месяца назад +1

    হায়রে ১৯৭২সালেরভালবাসার ছবি আরআজ২০২৪ভালবাসারছবি

  • @ayehsmeai8981
    @ayehsmeai8981 Год назад +2

    ছবিটি দেখেছি 1990 সালে

  • @anamulhaque4023
    @anamulhaque4023 2 года назад +2

    Ami Ai sobi 1972 sone Prothom dekhecilam

  • @hossainmosharof4944
    @hossainmosharof4944 Год назад +1

    ছবিটা আমি অনেক বার দেখছি কিন্তু কখনো বুরিং লাগেনি । অনেক ভালো ছবি।।

  • @zahidahmed9243
    @zahidahmed9243 Год назад +9

    এসব ছবি কিন্তু ১৯৭০ সালে শুটিং হলেও মুক্তিযুদ্ধের জন্য ১৯৭১ সালে ছবিটি মুক্তি পেতে পারেনি পরে স্বাধীনতার পর ১৯৭২ সালে মুক্তি পায় আরো যেসব ছবি মুক্তি পায় যেমন মানুষের মন,অশ্রু দিয়ে লেখা,ছন্দ হারিয়ে গেল,সমাধান ও স্বীকৃতি।

  • @abdurrazzak-p8m
    @abdurrazzak-p8m Год назад +2

    কতবার যে ছবিটি দেখেছি জানা নেই, আকবর হোসেনের লেখা** অবুঝ মন*** উপন্যাস কয়েক বার পড়েছি

  • @mdmalek7034
    @mdmalek7034 2 года назад +10

    আজ থেকে ৪৮/৪৯ বৎসর আগে দেখে
    ছিলাম সব কাহিনী মনে ছিল না।শুধু
    অবুজ মনে গানটি আর ট্রেনের দৃশ্যটা
    মনে ছিল।
    আজ এত বৎসর পরে দেখে কেঁদে ফেললাম তখন কেঁদে ছিলাম কিনা
    মনে নেই।
    তাই তাং ১৫/১১/২২ইং তারিখটা
    রেখে গেলাম।

  • @saifulkhan8443
    @saifulkhan8443 Год назад +2

    Razzak ovinoy king 👑

  • @user-je2ee4mr7
    @user-je2ee4mr7 Год назад +1

    A beautyful movie of bangladesh.

  • @billalhossain7436
    @billalhossain7436 Год назад

    কি চমৎকার একটা ছবি।

  • @drmujibrahman8739
    @drmujibrahman8739 Год назад +3

    চির সবুজ প্রেমের ছবি। যত বার দেখি ততই ভাল লাগে।

  • @bojlum8787-ju2qq
    @bojlum8787-ju2qq Год назад

    ১৯৭২ সনে এক টানা তিন বার দেখলাম ২০২৩ সননে দেখলাম আবার

  • @md.islamuddin317
    @md.islamuddin317 Месяц назад +1

    যশোর তযবির মহলে এই ছবি দেখতে গিয়েছিলাম, কয়েক জন বন্ধু মিলে। আজ অতীতের গর্ভে বিলীন ------4

  • @shahjahanali102
    @shahjahanali102 9 месяцев назад

    ছোট বেলা রনজিত কাকার কাছে প্রথম আমি এই ছবির গল্প শুনেছিলাম। বড় হয়ে ১৯৯৩ সালে শাহজাদপুর সরকারি কলেজে ডিগ্রি ভর্তি পরিক্ষা দেওয়ার পর গৌরি সিনেমা হলে আমরা কয়েক জন বন্ধু মিলে প্রথম বার দেখেছি। এর পর ঢাকার আনন্দ হলে। পরবর্তীতে ডিভিডি ক্যাসেট কিনে মাঝে মধ্যে দেখতাম। এখন ইউটিউবে দেখি। কাজী জহিরের কালজয়ী সিনেমা। বাংলাদেশে এমন ছবি আর তৈরি হবেনা।

  • @skanwariqbal4159
    @skanwariqbal4159 Год назад

    জীবনের শ্রেষ্ঠ মুভি দেখলাম