শ্রদ্ধেয় ফারুক ভাই, ছুটির অলস দিনগুলোতে ভাবি বই পড়বো কিংবা সিনেমা দেখবো। কিন্তু আপনার পোস্ট করা ভিডিও তে নিমগ্ন হয়ে যাই চরম ভাবে। সব প্লানড্ এন্টারটেনমেন্ট গুলোর ইচ্ছা ম্লান হয়ে যায়। আমরা আপনার কাছে কৃতজ্ঞ এমন মনছোয়া ভিডিও সবার জন্য উন্মুক্ত করার জন্য।
আমার প্রিয় ফারুক ভাই , অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আপনার একজন ভিডিও ফ্যান। খুবই ভালো লাগছে আপনার নানান্ ভিডিও কথাবার্তা । আমি পশ্চিম বঙ্গের বাসিন্দা । অবসরপ্রাপ্ত শিক্ষক।সত্যি আমেরিকা আমার যেন মানসভ্রমন হয়ে যাচ্ছে। কাশী নাথ গুহ।
অনেক দিন পর শান্তিনিকেতন থেকে লিখছি। আগের ভিডিও গুলো দেখেছি কিন্তু comments করে উঠতে পারিনি কাজের চাপের জন্যে। Florida এ আমের বাগান দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। বিশেষ করে আপনার আম কোড়ানো খুব মজার ছিল। আসলে বয়স বাড়লেও ভিতরের ছেলেমানুষী ব্যাপার টা থেকে যায়। নতুন ভিডিও বেশ উপভোগ করলাম।🙏🙏
নিউইয়র্কের এই বাঙ্গালী অধ্যুষিত এলাকা ও বাজার দেখে এখন বুঝতে পারছি কেন ওখানকার গণপরিবহনে ইংলিশের সাথে সাথে বাংলার ব্যবহার হয়। ধন্যবাদ নিউইয়র্কের বাঙ্গালীদের যারা বাংলাকে ওখানকার দ্বিতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
একজন ভাল মানুষকে সবাই পছন্দ করে আমরা আশা করছি এমন একটা দিন আসবে ইনশাআল্লাহ আপনি যে দেশেই যাবেন আপনার fanরা আপনাকে দেখে এভাবে দৌড়ে চলে আসবে love you uncle
আপনার সকল ভিডিও এর মধ্যে এটাই এখন বেস্ট আমার কাছে। জ্যামাইকা তো পুরাই একটা ঢাকা! রাস্তার পাশে পলেথিন এ মোরা প্যাকেট, মাঝে মাঝে 2/1 টি পরে থাকা কাগজ টুকরা মনে করিয়ে দেয় ঢাকার রাস্তা। অসাধারন ভালো লাগার একটি ব্লগ। অনেক ভালো লেগেছে।
Hi This is Sulaiman. I believe his qualifications. If you would notice that his discipline was Mathematics. Not English Literature. As English is not our colloquial language, most of the Master degree passed people wouldn't have basic English proficiency in Bangladesh (except Dhaka University, BUET and Govt Medical Students or Top 2-3 Private Universities most of the students). So, I am not surprised apart of some of basic English words (Brother) spelling mistakes.
Really excellent and adventurous video!! I am really enjoyed it. #Thank you so much for creating this video. সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।
দাদা ভাই, আসসালামুআলাইকুম শুভেচ্ছা সবসময়ই, অনেক পর আষাঢ়ে প্রথম দিন থেকে অজোরে বৃষ্টি এবং সিলেট, চট্টগ্রামে অনেক জায়গা পানিতে নিমর্জিত হয়ে আছ,জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে আমরা যারা মধ্যবিত্র পরিবার গুলো বেশী বেশি কষ্ট পরে গেছে, গতমাসে গ্যাসের দাম বাড়ানো হয়েছে এখন আবার বিদ্যুৎ এর দাম আরেক দপা বাড়ালো যা আমাদের জন্য বড়ই কষ্ট সাধ্য ব্যাপার! এটা আবার দেখছি তাই কিছু একটা লিখলাম! ভালো ইনফরমেশন ভালো থাকবেন ভালবাসা, মালাভাবি, খোকন ভাই ভাবি সহ সকলের জন্য শুভকামনা রইলো, আমি চট্টগ্রাম থেকে খোকন।
আমাদের বনানি উক্তরা গুলশানে রাস্তাঘাট পরিপাটি আপনাদের নিউইয়র্ক এর থেকে অনেক বেশি সুন্দর ও পরিপাটি। জনগণ যদি আমাদের একটু কম হতো তবে বিশ্বের যেকোনো বড় শহর থেকে সুন্দর হতাম আমরা।
It's interesting how people can judge someone based on a mere email that was simply asking for some advice. I must say it was totally unexpected from you, uncle. I have been following your vlogs for quite some time and we enjoy watching them while having dinner but today, it was very very disappointing. I get that your are very qualified and had the privilege of completing your higher studies in the US and getting in to a successful career but that doesn't necessarily mean that you can demean someone else, it doesn't make you superior to someone who completed their studies somewhere else in the world. In my university here in the states, I had experience with multiple professors who are not the best in speaking English, I have had professors from China, Russia, Poland, Cuba, etc none of whose primary language is English but they started their career here as professor because they were qualified enough to do so. Some of them can barely speak in English but even so with their broken English they can still teach extremely well and I literally never saw any narrow-minded students in my class who would make fun of them because of the way they speak or the way they form sentences because I believe, in college, people are matured and educated enough to know common courtesy. I can't even imagine how mortified that person is feeling rn after you showed that screenshot with your so-called "opoman korte chai na" claim, it was very mean and hurtful!!
Asolei onar avabe bola thik hoini, ekta manus advice chaitai pare, uni usa jawar aga ki karo kase advice chai nai tokon ki Google chilo??? Akon uni kothay Kothay Google korte bole ajob manus
আসসালামু আলাইকুম ভাই। খুব ভালো লেগেছে আপনাদের Jamaica tour. new york এর মত জায়গায় আমাদের এত বাংলাদেশিদের বসবাস এবং ওখানে সবাই ব্যবসা বানিজ্য চাকুরী করে ভালো আছে। সত্যি দেখে অনেক ভালো লাগলো। আমার সবচাইতে বেশি ভালো লাগে কি জানেন সবাই আপনার জন্য এত ভালো ভালো খাবারের আয়োজন করে সেটা দেখতে। এবং আমার মনে হয় সবাই আপনার জন্য যখন রান্না করে খুব সতর্ক ভাবেই করে যেন রান্না খারাপ না হয়।কারন আপনি এখন একজন cooking expert. খোকন ভাইদের সাথে আপনাদের আড্ডা টা ভালো জমে। আজ সবাই মিলে আপনাদের long drive ta ভালোই ছিলো। আপনাকে এই blazer টায় খুব সুন্দর লাগছিল। ফ্লোরিডার airport থেকে এই blazer ta পড়েই বের হচ্ছিলেন নায়ক মনে হচ্ছিলো।সারাজীবন এইরকম handsome থাকেন দোয়া করি। Fiamanillah.
Walaikum assalam. Florida তে এই ব্লেজার পড়ি নাই ভাই। আপনার এখন ফ্লোরিডা ভিডিও আবার দেখতে হবে 🤪 ঠিক কথা বলেছেন যে সবাই খুব চেষ্টা করে ভাল করে রান্না করতে। যদিও তার কোন প্রয়োজন নাই। আমি শুধু ডাল, ডিম ভাজি আর আলু ভরতা পেলেই সন্তুষ্ট। ধন্যবাদ 🥰💕 জাজাকাললাহ খাইরান।
৮০%নয়, ৮%বাসায় হয়তো বাটা মশলায় রান্না করে, কারণ আমি যত গ্রামে বেড়াতে গিয়েছি সবাই প্যাকেট মশলা দিয়ে রান্না করতে দেখেছি। ঢাকায় তো আমরা অনেক বছর ধরে প্যাকেট মশলায় রান্না করি।তার আগে মিলে গুঁড়া করে রান্না করতাম। তবে আগে গ্রামে বেড়াতে গিয়ে বাটা মশলা ও লাকড়ির চুলের রান্না খেতাম।
ভাই অনেক ভালো লেগেছে আপনাদের সবাইকে একসাথে ঘুরে বেড়াতে দেখে। সাথে আমরা ও ঘুরে বেড়ালাম অনেক ভালো লাগলো।ভাই সত্যি কার অর্থে খুবইভালো লাগে আপনাদের একসাথে ঘুরে বেড়াতে দেখে। আপনাদের কাছ থেকে শেখা উচিত লাইফটা কিভাবে উপভোগ করাযায়।আপনাদের জুটি খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাই 🙏💖💖💖💖💖💖
I guess that person name "khokon" is your good and trusty buddy who you can hang out and share your thoughts no matter how many other places you go and hang out with others. I believe he would be with you rest of the way. Not too many people has that type of friend in their lonely foreign life other than your own family member.
আপনার ভিডিওতে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যেখানে যাইই খাবার খান খুব এনজয় করে খান। এই জন্যই আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। তাছাড়া বাংলাদেশে বসে আমেরিকার বিভিন্ন জায়গার কালচার সম্পর্কে জানতে পারছি এটাও আপনার ভিডিও দেখার একটা বিশেষ আকর্ষণ।
Assalamualaikum. Thank you for your lively video display on Jamaica, Hillside Avenue, in New York. It is my great pleasure to see Bengalees/Bangladeshis in economically well-established position in a city like New York. But, it has raised my curiosity to know how Bengalees/Bangladeshis have occupied their place in intellectual field in America and other foreign countries. My request to you is to prepare a video on that aspect giving detailed statistics thereon supported by interactions with a few persons of the concerned field. From:Kolkata.
Apnara to amar alakai gura guri kore gelen, right now ami office korce 168 st r hillside a, kawran bazar ar oposit a. Apnar video gula ami khub e pochondo kori, niyo moto dakhi, apni Ai video te amar bank o dakhiyacen.
ভাইয়া সালাম নিবেন। আমেরিকার নিউইয়র্ক আমার ভালো লাগে নাই। কারণ আমাদের ঢাকার মতোই লাগে। গাছ নেই। আপনার নিউজার্সি অনেক মুগ্ধ করে আমাকে। খোলা বাড়ি। বাড়ির সামনে অনেক জায়গা। অনেক গাছ পালা। একটু গেলেই সমুদ্র। প্রকৃতি আমার মন কেড়ে নেয়। সবচেয়ে ভালো লাগে নিরব পরিবেশ। যা ঢাকায় কল্পনা করতে পারি না। তাই বাইরে যেতে মন চায় না।
নমষ্কার ফারুক ভাই। অসাধারণ এই Video টির জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল। আপনারা খুব enjoy করলেন। মনে হচ্ছিল এক ছুটে চলে যাই। নিউইয়র্কের যে জায়গাটা আমরা দেখলাম সেটা তো সম্পুর্ণ বাংলাদেশ বলেই মনে হচ্ছিল। দারুন দারুন। খুব মজা লাগছিল video টি দেখতে। খোকন ভাই এবং বৌদিদের ও খুব ভালো লাগছে। তবে গাড়ি পার্ক করে হারিয়ে ফেলাটা সব থেকে বেশি enjoy করলাম। ভালো থাকবেন ফারুক ভাই। অনেক অনেক শুভকামনা রইল।
জনাব খোকনের এত রাগ বাংলাদেশের মানুষের কাজকর্মের উপর ! ভাই মনে রাখবেন গৃৃহস্থালির কাজ এখনও প্রায় ৮০ ভাগ ম্যানুয়েল। আর কাজের মানুষের বড়াই এখন আর নেই । দেশের মানুষ নিয়ে এত generalized মন্তব্য করবেন না। মানুষ কিভাবে এখানে জীবনযাপন করছে তা কয়েক সপ্তাহ দেশে পিকনিক মেজাজে ঘুরে গেলেই কিন্তু বোঝা সম্ভব নয়। কয়েকমাস এসে থাকুন ,তারপর নাহয় .......
@@rajibvai147 আফগানিস্তান কে এত সস্তা ভাবেন দেখে , আপনাকে অনেক poor মনে হল । আরে ভাই আফগানিস্তান এর পাশের পরমাণু শক্তিধর দেশ রীতিমত হিমশিম খাচ্ছে পলিসি আর strategy তৈরি করতে । তো ঐ শক্তিধর দেশ আপনার ফেভারিট দেশ । চিপায় পড়ে গেল তারা ।
সত্যি হঠাৎ করে বেরিয়ে পরার মজাই আলাদা অনেক বেশি আনন্দ 👍 আদর্শ সুখি দম্পতির ঝলক তাদের চেহারা আর মুখের হাসিতে খুজেঁ পাওয়া যায়, আপনাদের সকলের মধ্যে সেটা আছে 🙂 মালা ম্যাডামের চোখ দুটি খুব সুন্দর 😘
তেজগাঁও ফার্মগেট তেজতুরি বাজার থেকে দেখছি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে কথা বলেন অনেক কিছু শিখার আছে আপনার কাছ থেকে অনেকদিন ধরেই দেখি আজকে একটা কমেন্ট করলাম
আসসালামু আলাইকুম ভাই। খোকন ভাই ও ভাবীকে আমার ছালাম। চমৎকার একটি মুহূর্ত কাটালাম। নিউইয়র্ক এর প্রতি সবারই একটি দুর্বলতা আছে সবসময়। এখানে বাঙালিয়ানা তো অবশ্যই বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। আমরা চাই নিউইয়র্ক নিয়ে নিউইয়র্ক এর 🇧🇩 বাংলাদেশীদের নিয়ে আপনি অনেক ব্লগ করতে পারেন। সবশেষে গাড়ি পার্কিং নিয়ে যে ঘটনা হয়ে গেল তা বলা যায় এই ব্লগের Adventure নামকরন সার্থক হয়েছে। খুব ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Walaikum assalam. New York এ ই সবচাইতে বেশী বাংলাদেশী থাকে। সেখানে গেলে মনে হয় না আমেরিকায় আছি। মনে হয় বাংলাদেশে চলে গিয়েছি। অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 🥰💕
আপনি কেমন আছেন..? আপনার ভিডিও দেখতে অনেক ভাল লাগে।আপনার উপস্থাপন অনেক সুন্দর। আপনি কি দিয়ে ভিডিও করেন..? অনেক সুন্দর ভিডিও হয়। মোবাইল না কি dslr ক্যামেরা বলবেন কিন্তুু।
আলহামদুলিল্লাহ অনেক দিন পর এতো লং ভিডিও পেলাম। সত্যি অনেক ইনজয় করেছি। মানে হলো আপনি না আমি নিজেই নিউইয়র্ক ঘুরলাম 🥰 অনেক অনেক ধন্যবাদ এতো কষ্ট করে ভিডিও তৈরি করার জন্য ❤️
Uncle aapner vedio ta dekhe khub valo laglo proti barer moto. Sesh ta khub moja chilo. Eai rokom amader sathe o hyache. Bujhte parchi aapnader situation takhn kemon chilo. Eai vabei haste thakun r agea jan.
As salamu alaykum .khub sundor hoyeche dada vlog ta. apnar vlog dekhar maddhome. america an newyork valo core dekhar sujog peyechi dada .kono din to amra jete parbo na amader to uto taka nei nice vlog 👌👌👌.
খুব ভালো লাগলো uncle. আপনার ভিডিও দেখার অপেক্ষাই থাকি প্রতিদিন কিন্তু আপনি ভিডিও দেন ১/২ দিন পর পর। প্রতিদিন ভিডিও দেওয়া কষ্টকর তারপরেও যদি পারেন তাহলে প্রতিদিন ১ টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। শুভকামনা রইলো আপনারা প্রতি....
Ami Indiar Jharkhand theke video dekhchi. Florida r video theke amr dekha suru. Apnar camera r madhyome America dekhte pachchi. Anek dhanyobad. Apnar video r ekta positive dik ektu boro holeo amra details e dekhte pai. Asha kori in future r o valo valo video dekhte parbo.
Assalamuyaikum uncle. ami apnar ay videor 9 number comment korse .ami apnar onek onek boro fan . ami jantam ajke apni video dite paren .onek opekha kori apnar ak ak ti video r jonno .allah apnake valo rakhuc .
আহ কি শান্তি। শুধু ঘুরে ঘুরে বেড়ানো। অনেক এনজয় করছেন আপনারা। আমার ও বেড়াতে ভালো লাগে। কিন্তু জার্নি একদম সহ্য করতে পারিনা। আর বাংলাদেশ এর জ্যাম এর কথা মনে হলেই বেড়ানোর সাধ আগেই মরে যায়। এটা অন্য রকম ভিডিও দেখলাম। অনেকটা শহুরে জীবন এর ভিডিও। ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইজান।
@@sikhadas8300 খালি ঢাকাতে না আশে পাশেও হয়। কিছুদিন আগে একদিন এর ট্যুর এ টাঙ্গাইল জমিদার বাড়িতে গিয়েছিলাম ঘুরতে। ঢাকা থেকে আড়াই ঘন্টার রাস্তা জ্যাম ছাড়া। সকাল আটটায় গ্রুপ সহ বের হয়ে সারা রাস্তায় জ্যাম পেড়িয়ে দুপুর একটায় গিয়ে গন্তব্যে পৌঁছেছি। এবার বুঝেন আন্টি তখন বেড়ানোর ইচ্ছে কেমন থাকে। 😂😂😂😂 তাই ইচ্ছে হলেও এই জ্যাম এর জন্য কোথাও যেতে ইচ্ছে করেনা। শুভরাত্রি।
@@aeyshashiddiqua9280 সত্যি শুনেই তো আতঙ্ক লাগছে। আমরা কলকাতা থেকে দূরে থাকি বলে ভালো আছি। আমি কবছর বাড়ী থেকে সকাল সাতটার সময় বেরিয়ে, এক ঘণ্টার মধ্যে আশি কিলো মিটার দূরে পৌঁছে যেতাম। কেমন লাগছে শুনে? তাই তো কলকাতার প্রতি টান কম। খুব বিরক্তি কর জার্নি ওখানে তার পর পার্কিং যে কোথায় পাবে!🤔😀 কেমন আছো? কেমন হয়েছিলো?🤫😀
আসসালামু আলাইকুম, Jamaica Hillside aveতে গেলে মনে হয় যেন বাংলাদেশেই আছি, আপনারা অনেক enjoy করেছেন, ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন আল্লাহ হাফেজ😁😁
Uncle apnar blog up0sthapona ato sundor , dekhte sunte ato vàlo lage. R dekhte dekhte kokhon ses hoe jai othocho mon vore na mone hoy r aktu hole bes hoto☺️, valo thakben pronam neben
এক ভাইয়ের কমেন্ট পিনড করেছেন যিনি সিনেমা না দেখে আপনার ভিডিও দেখেছেন.... আমি বোধহয় তাহলে অতোটা ডেডিকেটেড না.... লাঞ্চের আগে আপনার ভিডিও দেখে লাঞ্চের পর পথের পাঁচালী দেখলাম.....😊
@@suchismitadutta5332 এটা আসলে শুধু ডেডিকেশনের ব্যাপার না। অনেকেই কাল্পনিক ফিকশনাল জিনিসে তেমন স্বাদ পান না। অনেকটা লবন ছাড়া তরকারির মত আলুনি লাগে আরকি। এই আমারই এমন হয়। আগে একসময় সিনেমা / টিভি সিরিয়াল দেখতাম প্রচুর - বাংলা ইংরেজি দুটোই। এখন বিরল ব্যতিক্রম বাদে প্রায় দেখিই না বলতে গেলে - এমনকি টিভির পাশাপাশি ওয়েবে ৩টা ওটিটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা সত্ত্বেও। ফাঁকা সময়টা ইউটিউবের ভিডিও দেখেই দিব্যি পার হয়ে যায়, ওসব কাল্পনিক আলুনি খাবার খেতে ঠিক মন উঠে না!!! হা হা হা...
@@suchismitadutta5332 আমি সুনির্দিষ্ট ভাবে _পথের পাঁচালীর_ কথা বলিনি, ব্যতিক্রম বাদ দিয়ে ইন জেনারেল বলেছিলাম। উপন্যাস হিসেবে বিভূতিভূষণের _পথের পাঁচালী_ নিঃসন্দেহে অসাধারণ সাহিত্যকর্ম বা সিনেমা হিসেবে সত্যজিতের _পথের পাঁচালীও_ অসাধারণ সিনেমা। কিন্তু হ্যা, বাস্তবতাতে ভিত্তি থাকলেও এগুলি শেষ পর্যন্ত _"ফিকশনই, "_ ডকুমেন্টারি বা নিউজ না। ফিকশন বলতে শুধুই _ঠাকুরমার ঝুলি_ বা _গোপাল ভাড়ের_ গল্প বোঝায় না। হোমারের _অডিসি বা ইলিয়াদ (মহাকাব্য)_ থেকে শুরু করে শেক্সপীয়ার, রবীন্দ্রনাথ, টলস্টয়, তারাশংকর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশের সবার লেখাই _ফিকশন!!!_ এগুলির উপর ভিত্তি করে সিনেমা বানালে সেগুলিও ফিকশনই হবে। আপনি বোধহয় _ফিকশন_ বলতে কোনোরকম "গালি" বুঝেছেন। এটা কোন "গালি" না - স্রেফ একটা _জান্রা_ বা _ক্যাটেগরি_ । আর কিছু না। আজ থেকে বহু-বহু বছর আগেই একসময় পুরো বাংলা গদ্যসাহিত্য, বিশেষ করে ফিকশন-সাহিত্য - প্যারীচাঁদ মিত্র থেকে সুনীল/সমরেশ পর্যন্ত - রীতিমত গুলে খেয়েছি। আপনার _পথের পাঁচালীর_ লেখক বিভূতিভূষণ, কিম্বা অন্য দুই সমসাময়িক বন্দোপাধ্যায় - মানিক এবং তারাশংকরের একটি লেখাও বোধহয় বাদ দেইনি!! বিশ্বসাহিত্যও ছাড়িনি - হোমার থেকে শেক্সপীয়ার হয়ে গুন্টার গ্রাস, এমনকি ফুটপাথের ব্রেইনলেস সস্তা মিল্স এন্ড বুন - অনেককিছুই কাভার করেছি। একসময় এগুলি ছাড়া আর কিছুই বুঝতাম না। শুধু _পথের পাঁচালী_ নিয়ে পড়ে থাকিনি। তবে হয়কি জানেন, জীবনের বাঁকে-বাঁকে মানুষের রুচি আর মন-মানসিকতা বদলায়। আগে যেগুলিতে আগ্রহ পেতাম বা মনোযোগ দিতে পারতাম এখন সেগুলিতে পারি না। এর মানে এই না যে আগেরগুলি হঠাৎ করে _"খারাপ "_ হয়ে গেছে আর এখনকারগুলিই শুধু _ভাল_ কিম্বা উল্টোটা। এইসব তুলনা যারা বুঝে না শুধু তারাই করে। বাই দা ওয়ে, আমি শুধু ইউটিউব ভিডিও দেখেই সময় পার করি না, নন-ফিকশনও পড়ি/দেখি। এখন _নন-ফিকশন_ কি সেটিও ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে যাতে আপনি কান্নার ইমো দিয়ে আরেকটা কমেন্ট না করেন??? 🤣😂😆😛😝😜
শ্রদ্ধেয় ফারুক ভাই, ছুটির অলস দিনগুলোতে ভাবি বই পড়বো কিংবা সিনেমা দেখবো। কিন্তু আপনার পোস্ট করা ভিডিও তে নিমগ্ন হয়ে যাই চরম ভাবে। সব প্লানড্ এন্টারটেনমেন্ট গুলোর ইচ্ছা ম্লান হয়ে যায়। আমরা আপনার কাছে কৃতজ্ঞ এমন মনছোয়া ভিডিও সবার জন্য উন্মুক্ত করার জন্য।
শুনে খুবই খুশী হলাম যে আপনার এত ভাল লাগে। Appreciate your kind words & continuing support. 💕😊
আমার প্রিয় ফারুক ভাই , অনেক
শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমি আপনার একজন ভিডিও
ফ্যান। খুবই ভালো লাগছে আপনার
নানান্ ভিডিও কথাবার্তা । আমি
পশ্চিম বঙ্গের বাসিন্দা । অবসরপ্রাপ্ত
শিক্ষক।সত্যি আমেরিকা আমার
যেন মানসভ্রমন হয়ে যাচ্ছে।
কাশী নাথ গুহ।
ফারুক ভাই সালাম নিবেন। জানতে ইচ্ছে করে আপনি পেশা হিসাবে কি করেন? চাকরি নাকি ব্যবসা?
এতো সুন্দর একটি vlog ভাইজান খুবই entertaining মন ভালো হয়ে যায় দেখলে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি vedeo আমাদের উপহার দেওয়ার জন্য 🥰
My pleasure 😇
সুখী মানুষ এর গল্প আমরা বইয়ে পড়ে ছিলাম। আর বাস্তবে আপনি একজন। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক। আমিন।
Ameen. May Allah bless us all.
Bhai onek din holo v,d,o, dekhina aajke apnar v,d,o, dektechi...........apni new York er zamaikay ashecen............v,d,o,ta dekhe onek bhalo laglo...........florider v,d,o, dekhechi...........okhankar aam jaam kurano gacher. Roshey vora lichu dekhe mon vorey gelo...........amio lichu kiney khelam,,, but temon temon rosh o misti na...........onek enjoy korlam bhai shobai miley bhalo thakun shusto thakun Allah hapez...........,,,,,,,,,,,,,
অনেক দিন পর আপনার কমেনট পেলাম। মিস করেছি। আপনি ভাল আছেন? ধন্যবাদ।
@@AdventureTube21 achi mota muti bhaloi achi dowa korben bhai..........,,,,,,,,,,,
অনেক দিন পর শান্তিনিকেতন থেকে লিখছি। আগের ভিডিও গুলো দেখেছি কিন্তু comments করে উঠতে পারিনি কাজের চাপের জন্যে।
Florida এ আমের বাগান দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। বিশেষ করে আপনার আম কোড়ানো খুব মজার ছিল। আসলে বয়স বাড়লেও ভিতরের ছেলেমানুষী ব্যাপার টা থেকে যায়। নতুন ভিডিও বেশ উপভোগ করলাম।🙏🙏
অনেক ধন্যবাদ ভাই 💕🥰
আসসালামুয়ালাইকুম ভাইয়া কি বলবো আমি আপনার ব্লগ গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই খোকন ভাই সুলতানা ভাবি মালা ভাবি আপনাদের সবাইকে সালাম জানিয়ে বিদায় আল্লাহ হাফেজ !!!
Walaikum assalam. Thank you dear
গরীব এটা কোনো কোয়ালিফিকেশন না,খুব মজা লাগছে
Thank you dear.
আপনার চ্যানেলের ৮০%-৯০% ভিডিও দেখা হয়ে গেছে....আজকে কমেন্ট করলাম প্রথম....অনেক ভালো লাগে আপনাদের ভিডিও....
Thank you dear
কি সুন্দর উড়ে উড়ে বেড়ান আর আমরা আপনার সাথে ঘুরে ঘুরে বেড়াই! ভালো লাগলো খুব!
Thank you 😊
Apran Beshi Beshi jafran,
@Jahan jahan thank you
স্যার, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি। এই জীবনে আমেরিকা যাওয়াও সম্ভব না দেখাও সম্ভব না। আপনার বদৌলতে ঘরে বসেই কতকিছুই দেখতে,শিখতে পারছি।❤️
My pleasure dear. Thank you
Apnar vlog video sobtai dekhi, khubi sundor explain koren everything, god bless uncle apnader sakol k , love from Bangalore 🙏
Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕
@@AdventureTube21 definitely for sure 😊 sir,
আহা কি সুন্দর সাবলীল উপস্থাপনা! দারুণ এনজয় করলাম পুরো ভিডিও।
ধন্যবাদ ভাই 🥰
Khokon Babu & his wife are wonderful friends to have. Great hospitality, wonderfully supportive and a lovely sense of humour. God bless. 🙏🙏🙏
Thank you dear.
প্রিয় ফারুক ভাই, পুরো ভিডিও দেখলাম,,, কোন প্রকার বোরিং ফিল করিনি,,, খুব খুব ভালো লেগেছে,,, অনেক অনেক ধন্যবাদ,,,
Thank you dear
নিউইয়র্কের এই বাঙ্গালী অধ্যুষিত এলাকা ও বাজার দেখে এখন বুঝতে পারছি কেন ওখানকার গণপরিবহনে ইংলিশের সাথে সাথে বাংলার ব্যবহার হয়। ধন্যবাদ নিউইয়র্কের বাঙ্গালীদের যারা বাংলাকে ওখানকার দ্বিতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
Thank you 💕
Khub enjoy kori apner videos. Amar o khub icche kore apnader shathe ghure berate, valo thakben apnera sobai.dua roilo
Thank you dear. May Allah bless us all.
Outstanding vlog. Thank you apni negative questions gulo khubi shundor kore answer den. Stay blessed ❤ From UK 🇬🇧
Thank you dear. May Allah bless us all.
একজন ভাল মানুষকে সবাই পছন্দ করে আমরা আশা করছি এমন একটা দিন আসবে ইনশাআল্লাহ আপনি যে দেশেই যাবেন আপনার fanরা আপনাকে দেখে এভাবে দৌড়ে চলে আসবে love you uncle
Very kind of you dear. Thank you 💕
আসসালামু আলাইকুম আংকেল।
খুবই সুন্দর ভিডিও। ❤️👌👌👌❤️
Walaikum assalam. Thank you.
আজ মনে হলো যেনো ঢাকা শহরটাকেই দেখলাম। সবচেয়ে ভালো লেগেছে দেশি রেস্তোরার মালিকদের উদ্দেশ্যে দেয়া আপনার উপদেশখানা। বিলিভ ইট অর নট! আপনার দেশাত্ববোদ প্রায়ই আমাকে ইমোশনাল করে দেয়। Proud of you.
Thank you dear
খুব, খুব, খুবই ভালো লাগলো ভিডিওটা।
ভালো থাকুন সবসময়ই। 💙💙💙
Thank you
অসাধারণ লাগলো uncle.uncle ফ্লোরিডা এর ভিডিওগুলা অনেক ভাল হয়েছে।🥰🥰🥰
Thank you dear
@@AdventureTube21 welcome uncle.🥰🥰
It seems you have earned the love and respect many people. Carry on. Never give up.
Thank you dear
মামুন তালতো ভাই কে দেখলাম অনেক দিন পর। ধন্যবাদ ফারুক ভাই আপনাকে।
My pleasure
Best part is your gesture. Your last time looking into the camera after a speech ...is fantastic...
Thank you 💕🥰
আপনার সকল ভিডিও এর মধ্যে এটাই এখন বেস্ট আমার কাছে। জ্যামাইকা তো পুরাই একটা ঢাকা! রাস্তার পাশে পলেথিন এ মোরা প্যাকেট, মাঝে মাঝে 2/1 টি পরে থাকা কাগজ টুকরা মনে করিয়ে দেয় ঢাকার রাস্তা। অসাধারন ভালো লাগার একটি ব্লগ। অনেক ভালো লেগেছে।
Thank you
Hi This is Sulaiman. I believe his qualifications. If you would notice that his discipline was Mathematics. Not English Literature. As English is not our colloquial language, most of the Master degree passed people wouldn't have basic English proficiency in Bangladesh (except Dhaka University, BUET and Govt Medical Students or Top 2-3 Private Universities most of the students). So, I am not surprised apart of some of basic English words (Brother) spelling mistakes.
Donnobad vai atto sundor vabe bisoyti te bokttoborakher jonno.
বেশ লাগলো আজকের ভিডিও। আবারো আমেরিকায় বাংলাদেশ দেখলাম। আসলে আপনার চোখে বা আপনার মাধ্যমে আমেরিকাকে দেখছি। কৃতজ্ঞতা আপনার প্রতি। ভালো থাকবেন।
Thank you 🥰
Very nice sharing Uncal yummmy yummmy food ❤️❤️🧡🧡
Thank you 😊
Really excellent and adventurous video!!
I am really enjoyed it.
#Thank you so much for creating this video.
সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।
Glad to hear that you have enjoyed it. Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕🥰
328k😊😊😊😊 subscriber. শীঘ্রই 500k হবে স্যার।❤️❤️❤️❤️
Inshallah dear. Thank you.
দাদা ভাই, আসসালামুআলাইকুম শুভেচ্ছা সবসময়ই, অনেক পর আষাঢ়ে প্রথম দিন থেকে অজোরে বৃষ্টি এবং সিলেট, চট্টগ্রামে অনেক জায়গা পানিতে নিমর্জিত হয়ে আছ,জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে আমরা যারা মধ্যবিত্র পরিবার গুলো বেশী বেশি কষ্ট পরে গেছে, গতমাসে গ্যাসের দাম বাড়ানো হয়েছে এখন আবার বিদ্যুৎ এর দাম আরেক দপা বাড়ালো যা আমাদের জন্য বড়ই কষ্ট সাধ্য ব্যাপার! এটা আবার দেখছি তাই কিছু একটা লিখলাম! ভালো ইনফরমেশন ভালো থাকবেন ভালবাসা, মালাভাবি, খোকন ভাই ভাবি সহ সকলের জন্য শুভকামনা রইলো, আমি চট্টগ্রাম থেকে খোকন।
Walaikum assalam. আমাদের এখানেও সব দ্বিগুন তিনগুন হয়ে গিয়েছে। কিন্তু ইনকাম তো বাড়ে নাই। বিশ্ব জুড়েই একই অবস্থা। ধন্যবাদ ভাই। 🥰
আংকেল একটা ক্যাম্পিংয়ের ব্লগ দেখতে চাই। অনেক দিন এই ধরনের ব্লগ দেখি নাই😢😢😢
Soon inshallah.
ফ্লোরিডার পর নতুন ভিডিও র অপেক্ষায় চিলাম। খুব ভাল লাগল।ধন্যবাদ।
Welcome
আমাদের বনানি উক্তরা গুলশানে রাস্তাঘাট পরিপাটি আপনাদের নিউইয়র্ক এর থেকে অনেক বেশি সুন্দর ও পরিপাটি। জনগণ যদি আমাদের একটু কম হতো তবে বিশ্বের যেকোনো বড় শহর থেকে সুন্দর হতাম আমরা।
বলদ কিসের সাথে কিসের তুলনা ।
New York e j rashta dekhlen segulo banglira kore rekheche ,Jackson heights, hillside, Jamaica Bangalore vora so Ai choto lookami banglira i kore.
Correct dear. Thank you.
আঙ্কেক, মূলা শাকের পাতা ছিড়ে কাচা খাওয়াটা খুব ভালো লেগেছে। একদম নেচেরাল একজন মানুষ, আপনি!
💕🥰
আংকেল আপনার হাসি কোনকিছুর সাথে তুলনা হয়না।
Thank you dear
আসালামওয়ালাইক সালাম, খুব ভালো লাগলো আপনাদের ঘুরাঘরি দেখে , বেশি ভালো লাগলো শেষর খোকন ভাইয়ের গাড়ী খুজার কথা বলাতে । আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন ।
Walaikum assalam. Thank you dear
It's interesting how people can judge someone based on a mere email that was simply asking for some advice. I must say it was totally unexpected from you, uncle. I have been following your vlogs for quite some time and we enjoy watching them while having dinner but today, it was very very disappointing. I get that your are very qualified and had the privilege of completing your higher studies in the US and getting in to a successful career but that doesn't necessarily mean that you can demean someone else, it doesn't make you superior to someone who completed their studies somewhere else in the world. In my university here in the states, I had experience with multiple professors who are not the best in speaking English, I have had professors from China, Russia, Poland, Cuba, etc none of whose primary language is English but they started their career here as professor because they were qualified enough to do so. Some of them can barely speak in English but even so with their broken English they can still teach extremely well and I literally never saw any narrow-minded students in my class who would make fun of them because of the way they speak or the way they form sentences because I believe, in college, people are matured and educated enough to know common courtesy. I can't even imagine how mortified that person is feeling rn after you showed that screenshot with your so-called "opoman korte chai na" claim, it was very mean and hurtful!!
Very well said .
Agreed
Asolei onar avabe bola thik hoini, ekta manus advice chaitai pare, uni usa jawar aga ki karo kase advice chai nai tokon ki Google chilo??? Akon uni kothay Kothay Google korte bole ajob manus
I do agree with you.
Anericar bus gula khub sundor lage!! rastao khub wide and clean. sotti sundor lage. Issh! Bangladesh ta jodi eirokom hoto!!
Inshallah হবে। হচ্ছে না? ধন্যবাদ।
MashaAllah, ভাইয়াকে দাড়ীতে ভালো মানিয়েছে।
Thank you
আসসালামু আলাইকুম ভাই। খুব ভালো লেগেছে আপনাদের Jamaica tour. new york এর মত জায়গায় আমাদের এত বাংলাদেশিদের বসবাস এবং ওখানে সবাই ব্যবসা বানিজ্য চাকুরী করে ভালো আছে। সত্যি দেখে অনেক ভালো লাগলো। আমার সবচাইতে বেশি ভালো লাগে কি জানেন সবাই আপনার জন্য এত ভালো ভালো খাবারের আয়োজন করে সেটা দেখতে। এবং আমার মনে হয় সবাই আপনার জন্য যখন রান্না করে খুব সতর্ক ভাবেই করে যেন রান্না খারাপ না হয়।কারন আপনি এখন একজন cooking expert. খোকন ভাইদের সাথে আপনাদের আড্ডা টা ভালো জমে। আজ সবাই মিলে আপনাদের long drive ta ভালোই ছিলো। আপনাকে এই blazer টায় খুব সুন্দর লাগছিল। ফ্লোরিডার airport থেকে এই blazer ta পড়েই বের হচ্ছিলেন নায়ক মনে হচ্ছিলো।সারাজীবন এইরকম handsome থাকেন দোয়া করি। Fiamanillah.
Walaikum assalam. Florida তে এই ব্লেজার পড়ি নাই ভাই। আপনার এখন ফ্লোরিডা ভিডিও আবার দেখতে হবে 🤪
ঠিক কথা বলেছেন যে সবাই খুব চেষ্টা করে ভাল করে রান্না করতে। যদিও তার কোন প্রয়োজন নাই। আমি শুধু ডাল, ডিম ভাজি আর আলু ভরতা পেলেই সন্তুষ্ট। ধন্যবাদ 🥰💕 জাজাকাললাহ খাইরান।
আঙ্কেল আপনার বাংলাদেশি হিসেবে পরিচয় দেয়ার পরামর্শটা আমার কাছে এতো বেশি ভাল লাগেছে।ঠিক বলেছেন আমাদের আলাদা পরিচয় আছে।
Thank you 😊
Apni khub proudy man
.etaboja jay.amraapnervidiote Amerika dekssi thaks.
Welcome
Joy bijoy da kmon ache uncle anek din hlo kbhor nei
Alhamdulillah সবাই ভাল আছি। ধন্যবাদ।
@@AdventureTube21 uncle akhon america kota baje amder akhane rat 7 30
@@debadityahazra8317 গুগোল কইরা দেখেন। উনিতো বইলাই দিছে।
আংকেল আপনার ভিডিও গুলো খুব ভালোই লাগে দেখতে পায় অনেক কিছু ভিডিও দেখলে যেতে মন চাই আমেরিকাতে মাশা-আল্লাহ আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুক
Ameen. Thank you dear. May Allah bless us all.
ভাই আমি গ্রামের ছেলে
যতদুর জানি বাংলাদেশে এখনো ৮০%
গ্রামের মানুষ বাটা মশলা দিয়ে রান্না করে।
এমনকি আমার বাসায় ও বাটা মসলায় রান্না হয়।
৮০%নয়, ৮%বাসায় হয়তো বাটা মশলায় রান্না করে, কারণ আমি যত গ্রামে বেড়াতে গিয়েছি সবাই প্যাকেট মশলা দিয়ে রান্না করতে দেখেছি। ঢাকায় তো আমরা অনেক বছর ধরে প্যাকেট মশলায় রান্না করি।তার আগে মিলে গুঁড়া করে রান্না করতাম। তবে আগে গ্রামে বেড়াতে গিয়ে বাটা মশলা ও লাকড়ির চুলের রান্না খেতাম।
শুনে খুব ভাল লাগল। ধন্যবাদ।
ভাই অনেক ভালো লেগেছে আপনাদের সবাইকে একসাথে ঘুরে বেড়াতে দেখে। সাথে আমরা ও ঘুরে বেড়ালাম অনেক ভালো লাগলো।ভাই সত্যি কার অর্থে খুবইভালো লাগে আপনাদের একসাথে ঘুরে বেড়াতে দেখে। আপনাদের কাছ থেকে শেখা উচিত লাইফটা কিভাবে উপভোগ করাযায়।আপনাদের জুটি খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাই 🙏💖💖💖💖💖💖
Glad to hear that you have enjoyed it. Thank you dear 🥰💕
ফারুক ভাই সালাম নিবেন। জানতে ইচ্ছে করে আপনি পেশা হিসাবে কি করেন? ব্যবসা,নাকি চাকরি?
Profession হলো flight instructor. Commercial pilot. কিন্তু জিবনে অনেক কিছুই করেছি। ভিডিও লিংক দিচ্ছি। ধন্যবাদ।
ruclips.net/video/d4u4vMLI-CU/видео.html
মজা পেলাম ভিডিও দেখে ,, বিশেষ করে গাড়ি খুঁজে না পাওয়া শুনে হেসে ফেললাম ।
💕🥰
I guess that person name "khokon" is your good and trusty buddy who you can hang out and share your thoughts no matter how many other places you go and hang out with others. I believe he would be with you rest of the way. Not too many people has that type of friend in their lonely foreign life other than your own family member.
Thank you
আপনার ভিডিওতে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যেখানে যাইই খাবার খান খুব এনজয় করে খান। এই জন্যই আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। তাছাড়া বাংলাদেশে বসে আমেরিকার বিভিন্ন জায়গার কালচার সম্পর্কে জানতে পারছি এটাও আপনার ভিডিও দেখার একটা বিশেষ আকর্ষণ।
Thank you 😊
Assalamualaikum.
Thank you for your lively video display on Jamaica, Hillside Avenue, in New York.
It is my great pleasure to see Bengalees/Bangladeshis in economically well-established position in a city like New York.
But, it has raised my curiosity to know how Bengalees/Bangladeshis have occupied their place in intellectual field in America and other foreign countries.
My request to you is to prepare a video on that aspect giving detailed statistics thereon supported by interactions with a few persons of the concerned field.
From:Kolkata.
Walaikum assalam. It will take a lot of time & effort. But I will try inshallah. Thank you dear.
The proposal is interesting and appropriate.
বিদেশের মাটিতে যখনই বাংলা ভাষা দেখা যায়। আপনার চোখে। তখনই গর্বেবুকটা আমার ভরে যায়।
Thank you 🥰
আংকেল আমি আপনার প্রতিটি ভিডিও দেখি।
Thank you dear uncle
Apnara to amar alakai gura guri kore gelen, right now ami office korce 168 st r hillside a, kawran bazar ar oposit a. Apnar video gula ami khub e pochondo kori, niyo moto dakhi, apni Ai video te amar bank o dakhiyacen.
Assalamualaikum.Ami hillside a Thaki.amar bashai aslay khub khushi hobo.Ami amar husband apner video dekhi
Video দেখে খুব ভালো লাগলো। শুভকামনা রইল।
Thank you 😊
ভাইয়া সালাম নিবেন। আমেরিকার নিউইয়র্ক আমার ভালো লাগে নাই। কারণ আমাদের ঢাকার মতোই লাগে। গাছ নেই। আপনার নিউজার্সি অনেক মুগ্ধ করে আমাকে। খোলা বাড়ি। বাড়ির সামনে অনেক জায়গা। অনেক গাছ পালা। একটু গেলেই সমুদ্র। প্রকৃতি আমার মন কেড়ে নেয়। সবচেয়ে ভালো লাগে নিরব পরিবেশ। যা ঢাকায় কল্পনা করতে পারি না। তাই বাইরে যেতে মন চায় না।
Walaikum assalam. ধন্যবাদ ভাই।
নমষ্কার ফারুক ভাই। অসাধারণ এই Video টির জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল। আপনারা খুব enjoy করলেন। মনে হচ্ছিল এক ছুটে চলে যাই। নিউইয়র্কের যে জায়গাটা আমরা দেখলাম সেটা তো সম্পুর্ণ বাংলাদেশ বলেই মনে হচ্ছিল। দারুন দারুন। খুব মজা লাগছিল video টি দেখতে। খোকন ভাই এবং বৌদিদের ও খুব ভালো লাগছে। তবে গাড়ি পার্ক করে হারিয়ে ফেলাটা সব থেকে বেশি enjoy করলাম। ভালো থাকবেন ফারুক ভাই। অনেক অনেক শুভকামনা রইল।
আমাদের কষ্টে আনন্দ পেয়েছেন শুনে আরও কষ্ট পেলাম 🤪 ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
@@AdventureTube21 পরের Video র অপেক্ষায় থাকলাম। খুব ভালো থাকুন ভাই। আনন্দ করুন। আপনার কষ্টে আমিও কষ্ট পাই। কিন্তু কিছু কষ্ট বেশ মজাদার।😜😃
@@DwaipayanDas83 💕🥰
জনাব খোকনের এত রাগ বাংলাদেশের মানুষের কাজকর্মের উপর ! ভাই মনে রাখবেন গৃৃহস্থালির কাজ এখনও প্রায় ৮০ ভাগ ম্যানুয়েল। আর কাজের মানুষের বড়াই এখন আর নেই । দেশের মানুষ নিয়ে এত generalized মন্তব্য করবেন না। মানুষ কিভাবে এখানে জীবনযাপন করছে তা কয়েক সপ্তাহ দেশে পিকনিক মেজাজে ঘুরে গেলেই কিন্তু বোঝা সম্ভব নয়। কয়েকমাস এসে থাকুন ,তারপর নাহয় .......
Era saiprobader nomuna bangler....suwdis dak.
আসসালামু আলাইকুম আঙ্কেল। খুব খুব ভালো লাগলো। মহান আল্লাহ আপনাদের সবাই কে ভালো রাখুন। দোয়া করবেন আমাদের জন্য।
Walaikum assalam. Thank you dear. May Allah bless us all.
Sir আপনার ভিডিও গুলো যাঁরা dislike দেয় তাঁদের দেখতে মন চায়।
🥰💕
@@servantofallah7458 বলদে কয়কি আপনি দেখেন কেন।এখানে বে পর্দার কিছু দেখি না।
@@servantofallah7458 ভাই তুমি ইউটিউবে কি করো?তুমি তো থাকবে আফগানিস্তানের প্রাচীন গুহার ভিতর।
@@rajibvai147 আফগানিস্তান কে এত সস্তা ভাবেন দেখে , আপনাকে অনেক poor মনে হল । আরে ভাই আফগানিস্তান এর পাশের পরমাণু শক্তিধর দেশ রীতিমত হিমশিম খাচ্ছে পলিসি আর strategy তৈরি করতে । তো ঐ শক্তিধর দেশ আপনার ফেভারিট দেশ । চিপায় পড়ে গেল তারা ।
@@rajibvai147 তুমি কি ছাগু নাস্তিক নাকি🐐💩।এখন ইউরোপ এমেরিকাত মেয়েরাও হিজাব পরে।তুমি এমাজনের জংলী তাই জান না।
সত্যি হঠাৎ করে বেরিয়ে পরার মজাই আলাদা অনেক বেশি আনন্দ 👍 আদর্শ সুখি দম্পতির ঝলক তাদের চেহারা আর মুখের হাসিতে খুজেঁ পাওয়া যায়, আপনাদের সকলের মধ্যে সেটা আছে 🙂 মালা ম্যাডামের চোখ দুটি খুব সুন্দর 😘
Thank you dear 🥰💕
❤️❤️👍
🥰
টাইটেলটা ভালোই লিখেছেন ভাইয়া ভালো ভিডিও ধন্যবাদ। আমি কুয়েত থেকে ইনশাআল্লাহ।
Thank you 🥰
আপনাকে ও ধন্যবাদ
❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
🥰
Nice and funny. We enjoyed with your fun and Sagar Chinese. We do have renting property at hillsides queens
Thank you dear
দর্শকদের ভাল চিঠি কি আসে না ?? সব সময় নেগেটিভগুলো দেখান।
ভাল চিঠির চাইতে যেখান থেকে শিখা যায় সেটা দেখাই। ধন্যবাদ।
Apnar video dekhe to amr ma ank boro fan hoye gecen 🤭😊😊😊
Saradin apnar video dekhen 🤩🤩
Please convey my Salam to your mom. Thank you.
Faruk vai, kalke bolechilam notun video dite. Aj notun video peye gelam. Office theke ese puro video dekhlam & enjoy korlam.👍👍❤️❤️
Glad to hear that you have enjoyed it. Thank you 😊
পুরো ভিডিও দেখেছি অনেক সুন্দর হয়েছে ম্যান
Thank you
তেজগাঁও ফার্মগেট তেজতুরি বাজার থেকে দেখছি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে কথা বলেন অনেক কিছু শিখার আছে আপনার কাছ থেকে অনেকদিন ধরেই দেখি আজকে একটা কমেন্ট করলাম
Thank you dear. Appreciate your kind words & continuing support. 🥰
খুব ভালো লাগলো ফারুক ভাই । চার পণ্ডিতের নিউইয়র্ক ভ্রমণ ।
Happy Father's day. Hope you guys had lot's of fun with new recipes.
We had a great time. Thank you dear
আসসালামু আলাইকুম ভাই। খোকন ভাই ও ভাবীকে আমার ছালাম। চমৎকার একটি মুহূর্ত কাটালাম। নিউইয়র্ক এর প্রতি সবারই একটি দুর্বলতা আছে সবসময়। এখানে বাঙালিয়ানা তো অবশ্যই বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। আমরা চাই নিউইয়র্ক নিয়ে নিউইয়র্ক এর 🇧🇩 বাংলাদেশীদের নিয়ে আপনি অনেক ব্লগ করতে পারেন। সবশেষে গাড়ি পার্কিং নিয়ে যে ঘটনা হয়ে গেল তা বলা যায় এই ব্লগের Adventure নামকরন সার্থক হয়েছে। খুব ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Walaikum assalam. New York এ ই সবচাইতে বেশী বাংলাদেশী থাকে। সেখানে গেলে মনে হয় না আমেরিকায় আছি। মনে হয় বাংলাদেশে চলে গিয়েছি। অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 🥰💕
আপনি কেমন আছেন..? আপনার ভিডিও দেখতে অনেক ভাল লাগে।আপনার উপস্থাপন অনেক সুন্দর। আপনি কি দিয়ে ভিডিও করেন..? অনেক সুন্দর ভিডিও হয়। মোবাইল না কি dslr ক্যামেরা বলবেন কিন্তুু।
Alhamdulillah we are doing well. আমি Sony A7C, GoPro ও iPhone দিয়ে ভিডিও করি। ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ অনেক দিন পর এতো লং ভিডিও পেলাম। সত্যি অনেক ইনজয় করেছি। মানে হলো আপনি না আমি নিজেই নিউইয়র্ক ঘুরলাম 🥰
অনেক অনেক ধন্যবাদ এতো কষ্ট করে ভিডিও তৈরি করার জন্য ❤️
My pleasure dear. Thank you.
ধন্যবাদ আপনাকে সবকিছু সুন্দর করে উপস্থাপন করার জন্য।
My pleasure
Uncle aapner vedio ta dekhe khub valo laglo proti barer moto. Sesh ta khub moja chilo. Eai rokom amader sathe o hyache. Bujhte parchi aapnader situation takhn kemon chilo. Eai vabei haste thakun r agea jan.
It could be very frustrating. Thank you dear
আসসালামু আলাইকুম, আংকেল আমি আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে,
Walaikum assalam. Thank you 💕
ভাই আপনার ভিডিও তে সন্ধ্যার আকাশ টা দারুন ছিলো , ভালো থাকবেন
Thank you.
As salamu alaykum .khub sundor hoyeche dada vlog ta. apnar vlog dekhar maddhome. america an newyork valo core dekhar sujog peyechi dada .kono din to amra jete parbo na amader to uto taka nei nice vlog 👌👌👌.
Walaikum assalam dear. Glad to hear that you have enjoyed it. Thank you
আসসালামু আলাইকুম. Nice video. খুব সুন্দর সময় কাটালাম ৷ ধন্যবাদ
Walaikum assalam. এক ঘন্টার ভিডিও ৩৩ মিনিটে শেষ? 🥰 Thank you 💕
আমার ছোট্ট ভাতিজি ইউটিউবে আপনার নটিফিকেশন পেয়ে আমার কাছে দৌড়ে আসতে গিয়ে অনেক ব্যাথা পেয়েছে হাটুতে।
আপনার অনেক বড় ফ্যান সে
আহহা রে😮😞 sorry dear. Lots of love for her 💕💕💕
খুব ভালো লাগলো uncle. আপনার ভিডিও দেখার অপেক্ষাই থাকি প্রতিদিন কিন্তু আপনি ভিডিও দেন ১/২ দিন পর পর। প্রতিদিন ভিডিও দেওয়া কষ্টকর তারপরেও যদি পারেন তাহলে প্রতিদিন ১ টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। শুভকামনা রইলো আপনারা প্রতি....
Thank you dear.
@@AdventureTube21 welcome...
Ami Indiar Jharkhand theke video dekhchi. Florida r video theke amr dekha suru. Apnar camera r madhyome America dekhte pachchi. Anek dhanyobad. Apnar video r ekta positive dik ektu boro holeo amra details e dekhte pai. Asha kori in future r o valo valo video dekhte parbo.
I will try inshallah dear. Appreciate your kind words & continuing support. Thank you 💕
Assalamuyaikum uncle. ami apnar ay videor 9 number comment korse .ami apnar onek onek boro fan . ami jantam ajke apni video dite paren .onek opekha kori apnar ak ak ti video r jonno .allah apnake valo rakhuc .
Walaikum assalam dear. Thank you 🥰💕 May Allah bless us all.
আহ কি শান্তি। শুধু ঘুরে ঘুরে বেড়ানো। অনেক এনজয় করছেন আপনারা। আমার ও বেড়াতে ভালো লাগে। কিন্তু জার্নি একদম সহ্য করতে পারিনা। আর বাংলাদেশ এর জ্যাম এর কথা মনে হলেই বেড়ানোর সাধ আগেই মরে যায়।
এটা অন্য রকম ভিডিও দেখলাম। অনেকটা শহুরে জীবন এর ভিডিও।
ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাইজান।
বাংলাদেশের জ্যাম? মানে ঢাকার, শুনে শুনেই আতঙ্ক। আমাদের দেশে ও কম না বিশেষ করে মুম্বাই তে।😊
@@sikhadas8300
খালি ঢাকাতে না আশে পাশেও হয়। কিছুদিন আগে একদিন এর ট্যুর এ টাঙ্গাইল জমিদার বাড়িতে গিয়েছিলাম ঘুরতে। ঢাকা থেকে আড়াই ঘন্টার রাস্তা জ্যাম ছাড়া। সকাল আটটায় গ্রুপ সহ বের হয়ে সারা রাস্তায় জ্যাম পেড়িয়ে দুপুর একটায় গিয়ে গন্তব্যে পৌঁছেছি। এবার বুঝেন আন্টি তখন বেড়ানোর ইচ্ছে কেমন থাকে। 😂😂😂😂
তাই ইচ্ছে হলেও এই জ্যাম এর জন্য কোথাও যেতে ইচ্ছে করেনা।
শুভরাত্রি।
@@aeyshashiddiqua9280 সত্যি শুনেই তো আতঙ্ক লাগছে। আমরা কলকাতা থেকে দূরে থাকি বলে ভালো আছি। আমি কবছর বাড়ী থেকে সকাল সাতটার সময় বেরিয়ে, এক ঘণ্টার মধ্যে আশি কিলো মিটার দূরে পৌঁছে যেতাম। কেমন লাগছে শুনে? তাই তো কলকাতার প্রতি টান কম। খুব বিরক্তি কর জার্নি ওখানে তার পর পার্কিং যে কোথায় পাবে!🤔😀 কেমন আছো? কেমন হয়েছিলো?🤫😀
@Aeysha Shiddiqua সকাল ৪ টা বা ৫ টায় বের হলে জ্যাম ছাড়া যেতে পারতেন। আমি ঢাকা গেলে এই ভোর সকালে বের হয়ে যাই।
জি ভাই অনেক এনজয় করেছি। তবে চেষ্টা করি নিউইয়র্ক কম যেতে। ধন্যবাদ।
আমি টাংগাইল,মির্জাপুরে থেকে বলছি। নিজ এলাকার মানুষকে দেখে খুবি ভালো লাগ্লো। আপনাকে অনেক ধন্যবাদ।
Welcome dear.
ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে আমরা আমেরিকার বিভিন্ন শহর ঘুরে দেখতে পারার জন্য।
Welcome
আপনার কথা বলার স্টাইল আমার ভালো লেগেছে।আরো ভিডিও বানাবেন আশা রাখি।
Inshallah dear. Thank you
অনেক অনেক ভালো লেগেছে আপনার ভিডিওটি।
Thank you 😊
আসসালামু আলাইকুম, Jamaica Hillside aveতে গেলে মনে হয় যেন বাংলাদেশেই আছি, আপনারা অনেক enjoy করেছেন, ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন আল্লাহ হাফেজ😁😁
Walaikum assalam. Thank you dear
Uncle apnar blog up0sthapona ato sundor , dekhte sunte ato vàlo lage. R dekhte dekhte kokhon ses hoe jai othocho mon vore na mone hoy r aktu hole bes hoto☺️, valo thakben pronam neben
Thank you dear. Appreciate your kind words & continuing support. 🥰🥰
আজ নিউইয়র্ক দেখার পর মনে হল আপনার নিউজার্সি অনেক বেশি সুন্দর..... নিউইয়র্ক দেখে কলকাতার সাথেই মিল পেলাম.... দুটোই বেশ congested.... ভালো থাকবেন
Thank you 😊
এক ভাইয়ের কমেন্ট পিনড করেছেন যিনি সিনেমা না দেখে আপনার ভিডিও দেখেছেন.... আমি বোধহয় তাহলে অতোটা ডেডিকেটেড না.... লাঞ্চের আগে আপনার ভিডিও দেখে লাঞ্চের পর পথের পাঁচালী দেখলাম.....😊
@@suchismitadutta5332 এটা আসলে শুধু ডেডিকেশনের ব্যাপার না। অনেকেই কাল্পনিক ফিকশনাল জিনিসে তেমন স্বাদ পান না। অনেকটা লবন ছাড়া তরকারির মত আলুনি লাগে আরকি। এই আমারই এমন হয়। আগে একসময় সিনেমা / টিভি সিরিয়াল দেখতাম প্রচুর - বাংলা ইংরেজি দুটোই। এখন বিরল ব্যতিক্রম বাদে প্রায় দেখিই না বলতে গেলে - এমনকি টিভির পাশাপাশি ওয়েবে ৩টা ওটিটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা সত্ত্বেও। ফাঁকা সময়টা ইউটিউবের ভিডিও দেখেই দিব্যি পার হয়ে যায়, ওসব কাল্পনিক আলুনি খাবার খেতে ঠিক মন উঠে না!!! হা হা হা...
পথের পাঁচালী কাল্পনিক বা ফিকশন....🤔🤔🤔
@@suchismitadutta5332 আমি সুনির্দিষ্ট ভাবে _পথের পাঁচালীর_ কথা বলিনি, ব্যতিক্রম বাদ দিয়ে ইন জেনারেল বলেছিলাম। উপন্যাস হিসেবে বিভূতিভূষণের _পথের পাঁচালী_ নিঃসন্দেহে অসাধারণ সাহিত্যকর্ম বা সিনেমা হিসেবে সত্যজিতের _পথের পাঁচালীও_ অসাধারণ সিনেমা। কিন্তু হ্যা, বাস্তবতাতে ভিত্তি থাকলেও এগুলি শেষ পর্যন্ত _"ফিকশনই, "_ ডকুমেন্টারি বা নিউজ না। ফিকশন বলতে শুধুই _ঠাকুরমার ঝুলি_ বা _গোপাল ভাড়ের_ গল্প বোঝায় না। হোমারের _অডিসি বা ইলিয়াদ (মহাকাব্য)_ থেকে শুরু করে শেক্সপীয়ার, রবীন্দ্রনাথ, টলস্টয়, তারাশংকর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশের সবার লেখাই _ফিকশন!!!_ এগুলির উপর ভিত্তি করে সিনেমা বানালে সেগুলিও ফিকশনই হবে। আপনি বোধহয় _ফিকশন_ বলতে কোনোরকম "গালি" বুঝেছেন। এটা কোন "গালি" না - স্রেফ একটা _জান্রা_ বা _ক্যাটেগরি_ । আর কিছু না। আজ থেকে বহু-বহু বছর আগেই একসময় পুরো বাংলা গদ্যসাহিত্য, বিশেষ করে ফিকশন-সাহিত্য - প্যারীচাঁদ মিত্র থেকে সুনীল/সমরেশ পর্যন্ত - রীতিমত গুলে খেয়েছি। আপনার _পথের পাঁচালীর_ লেখক বিভূতিভূষণ, কিম্বা অন্য দুই সমসাময়িক বন্দোপাধ্যায় - মানিক এবং তারাশংকরের একটি লেখাও বোধহয় বাদ দেইনি!! বিশ্বসাহিত্যও ছাড়িনি - হোমার থেকে শেক্সপীয়ার হয়ে গুন্টার গ্রাস, এমনকি ফুটপাথের ব্রেইনলেস সস্তা মিল্স এন্ড বুন - অনেককিছুই কাভার করেছি। একসময় এগুলি ছাড়া আর কিছুই বুঝতাম না। শুধু _পথের পাঁচালী_ নিয়ে পড়ে থাকিনি। তবে হয়কি জানেন, জীবনের বাঁকে-বাঁকে মানুষের রুচি আর মন-মানসিকতা বদলায়। আগে যেগুলিতে আগ্রহ পেতাম বা মনোযোগ দিতে পারতাম এখন সেগুলিতে পারি না। এর মানে এই না যে আগেরগুলি হঠাৎ করে _"খারাপ "_ হয়ে গেছে আর এখনকারগুলিই শুধু _ভাল_ কিম্বা উল্টোটা। এইসব তুলনা যারা বুঝে না শুধু তারাই করে। বাই দা ওয়ে, আমি শুধু ইউটিউব ভিডিও দেখেই সময় পার করি না, নন-ফিকশনও পড়ি/দেখি। এখন _নন-ফিকশন_ কি সেটিও ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে যাতে আপনি কান্নার ইমো দিয়ে আরেকটা কমেন্ট না করেন??? 🤣😂😆😛😝😜
Apni jei gula vidio banan shob vidio tei fast thika last apner kotha gula onk vlo laghe
Thank you dear
@@AdventureTube21 welcm ❤
আংকেল এর ভিডিও মানেই অন্যরকম এক ফিলিংস 🥰🥰😘😘
Thank you 😊
আল্লাহ! আঙ্কেল আপনি ঝালকাঠি ও চিনেন,,আমি কিন্তুু ঝালকাঠির ছেলে,আপনার মুখে ঝালকাঠির নাম শুনে খুবই ভালো লাগলো😍😍
হ্যা। ঝালকাঠি বেড়াতে গিয়েছিলাম। খুব সুন্দর লেগেছে। বিখ্যাত ধানসিঁড়ি নদিও দেখেছি 🥰💕
Assalamolaikum vai kamon asen oooooooooonk valo laga dakta monta vora jai
😊
আসসালামু আলাইকুম ফারুক ভাই, নিউইয়র্ক অ্যাডভেঞ্চার 👍👉❤️❤️ Bangladeshi Community 💪💓
Walaikum assalam. Thank you.
নিউইয়র্ক সিটিতে এতো বাঙালি দোকান ও বাংলা সাইনবোর্ড দেখে খুব ভালো লাগলো।
Thank you
আপনার ভিডিও গুলা আমার খুবই ভালো লাগে। আপনার ভয়েসটা অনেক সুন্দর।
Thank you dear.