চমৎকার এক কৃষি খামারের ভিডিও দেখলাম। যা আমার জীবনের স্বপ্ন ছিল। ভিডিওটি দেখে স্বপ্নটা পুনরায় জাগ্রত হলো। ভদ্রলোক সত্যিই ভাগ্যবান। আল্লাহ্ তার মনোবাসনা পূর্ণ করেছেন। প্রর্থনা করি সুন্দর হোক।
পুরো ব্লগ টা skip না করেই দেখলাম। এতো টা ভালো লাগলো যে তা বলে বোঝানো যাবে না। আপনার এরকম ব্লগ গুলোর অপেক্ষায় থাকি আমি। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ফারুক ভাই। 👍👍
Farok bay asa kori balo achen bay allha aponake onek taka poysa somman diyeche doya kori jeno aro onek boro hon aponar sontan jeno aponar moto hoy. Jeno hayatdan kore. Bay amar akta meyeke hapej banate cay bay amake akto nojor diben bay aponar bidio ami sobsomoy deki bay amar bari kichorgong. 01409578083:
এ ধরণের প্রকৃতি, পরিবেশ, প্রযুক্তি আর মানবিক ও পেশা দক্ষার বিষয়ে ভিডিও অনেক মানুষকেই ভাবতে শেখাবে।আমেরিকার কৃষি ও প্রযুক্তি অবশ্যই আমাদের জ্ঞানের ও দক্ষতার বিকাশ ঘটাবে। ফ্লোরিডার বিবিধ ফল যেমন আম সহ বিবিধ ফল উৎপাদনের উপর এ ধরণের ভিডিও করলে আমরা অনেক কিছু জানতে পারবো। অনেক ধন্যবাদ এ ধরণের পজেটিভ প্রতিবেদনের জন্য।
ভাইয়া আবার লিখছি পুরোটা দেখে, এই সিলেটি ভাইকে আমার তরফ থেকে অনেক ....অনেক ধন্যবাদ জানাবেন,ঈস্বরের কৃপা,বহু জন্মের পূন্যের ফলে উনি খানিকটা সর্গের মালিক হলেন.উনি ভাগ্যবান.ওনার মনের সকল আশা পূর্ন হবে.ওনাকে আমার প্রনাম জানাবেন..ভাইয়া আমার মনে হয়, আমার চোখে এটাই আপনার সেরার সেরা vlog .এটা দেখে ভাবি আর ছেলেরা আফসোষ করবে কেনো গেলোনা.খুব ভালো লাগলো.আমি এতো com...দি.যে হয়তো পশ্চিমবঙ্গের এই নামটা আপনার চেনা হয়ে গেছে.ধন্যবাদ.
একেবারে স্বপ্নের মত , ইনশাল্লাহ আশাকরি আল্লাহ পাক আমাদের স্বপ্নগুলো ও কবুল করে নিবেন ........ আর মনেহচ্ছে ফারুক আংকেলের সাথে আমিও আমেরিকান ড্রিমে ঘুরে বেড়ালাম ..... শুভ কামনা রইল আপনাদের প্রতি ... রাহীম চট্টগ্রাম হতে
প্রথমেই ধন্যবাদ অসাধারণ একটা ব্লগ উপহার দেওয়ার জন্য আংকেল।ধন্যবাদ রাব্বানি আংকেলকে ও অসাধারণ মানুষ দেখেই বুঝা যায়। সম্পুর্ন কাজ শেষ হওয়ার পর এমন আরো একটা ভিডিওর অনুরোধ রইলো।ভালো থাকবেন শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আংকেল।
@@AdventureTube21এখনো আমাদের কিছু ভাই এমন মন্তব্য করেন, মনে হয় আমরা এখনো মধ্যযুগে বাসকরি! বোরকা বা পর্দা এটা শালীনতার বিষয়, এটা কম বেশী সব জাতি গোষ্ঠী মান্য করে কিন্তুু এটা নিয়ে যারা ধর্মকে গুলিয়ে ফেলেন তাদের জন্য করুনা হয়। ধর্মের গভীরে না গেলে যা হয়!😪😪😪
The owner of dis farm house is a humble and hardworking n kind n polite person !!! Love to see dis farm house with owner lovely attitude. Best of luck for his dream from Bangladesh.
Nice to see a Sylheti family owning a ranch in NY state. I am a Sylheti living in Dhaka, I feel proud of them for their hard efforts to make the acquisition commercially profitable after lots of renovation/remodeling (I remember, more than 40 years ago I acquired a virgin estate of 160 acres with an option for total 640 acres in Bolivia, South America). I am happy to see their adventurous enterprising venture. Thanks.
আসসালামু আলাইকুম মোঃ ফারুক ভাই। আশা করি ভালো আছেন। আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি। কোনো কোনো টা কয়েক বার ও দেখেছি। কারন আপনার ভিডিও গুলোতে দেশের গন্ধ পাওয়া যায়। আপনি ভিডিও করেন দেশকে তুলে ধরেন অনেক উপরে, বুকটা গর্বে অনেক ফুলে ফেঁপে উঠে, তখন এত ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবোনা? আরো ভালো লাগে যখন আপনি আমাদের সোনার ছেলেদের কৃতিত্বময় কর্ম গুলো দেখান তখন । আমাদের কত বাংলাদেশী বিদেশের বিভিন্ন পরিবেশে নিজের জন্মভূমিকে অনেক বড় উচচতায় নিয়ে গেছেন। আর আপনার মাধ্যমে আমরা জানতে পারছি। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে।
আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার ভিডিওর মাধ্যমে অনেক রকমের ফসল দেখা গেছে অনেক অজানা জিনিস দেখা গেছে পাথরের ঘর সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো আপনা কে অনেক ধন্যবাদ
আপনার এই ভিডিও দেখার পর সারা রাত তো এটা নিয়েই স্বপ্ন দেখে গেলাম । অনেক কিছু, দাবানল, কত নতুন মানুষের সাথে পরিচয়, মাঝখান থেকে আমার ক্যামেরাটা হারিয়ে ফেল্লাম হুড়োহুড়িতে। ঘুম ভাঙতে আশ্বস্ত হলাম, যাক, এটা স্বপ্ন ছিল 😊 খুব ভালো লাগছে ভিডিও গুলো।
খুবই সুন্দর ভিডিও।আপনার উপস্থাপনা অসাধারণ। পূর্ববঙ্গের নোয়াখালী এখনকার লক্ষ্মীপুরে জন্মস্থান।52 বছর কলকাতা বাসী।সাতকরা জিনিষ টা কি বুঝলামনা।হয়ত অন্য নামে চিনি।
সাতকড়ার সাতকাহন লিখে গুগল ইউটিউব খুঁজে দেখুন। এটি একটি টক + তেতু স্বাদ যুক্ত ফল যা দেখতে মাঝারি সাইজের জাম্বুরা। বাংলাদেশে একমাত্র সিলেটে পাওয়া যায়। আসামেও এর চাষ হয়
আসসালামু আলাইকুম ভাই। আমেরিকার স্বপ্নতো আর এমনি এমনি দেখিনি। আপনার মাধ্যমে আমেরিকার যতসব প্রকৃতি থেকে শুরু করে সমস্ত কিছু দেখিয়েছেন এর জন্যই আমেরিকায় আসতে চেয়েছিলাম। বাস্তবে অনেক কিছু দেখা ও উপলব্ধি করা সত্যি ভাগ্যের ব্যপার। জানিনা কি হবে। আমার সিলেটের গোলাপগঞ্জ এর এই বড় ভাইকে আমার শশ্রদ্ধ ছালাম ও অভিন্দন।এই ভাই এর মত আরো বাংলাদেশী ভাই আমেরিকায় উন্নতি করুক এটাই কামনা করি। সাথে সাথে আপনাকে ধন্যবাদ আমাদেরকে এত কিছু দেখানোর জন্য। খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
এটাই সত্যিকারের আমেরিকান ড্রিম.. ভালো বলেছেন. জীবন তো একটাই .. খুবই রাজকীয় একটা ব্যাপার.. এই ধরণের একটা মেগা প্রজেক্ট নিয়া কাজ করা বিশাল একটা ব্যাপার.. এন্ড প্রোডাক্ট দেখার অপেক্ষায় থাকলাম.. তবে শুরুতে বাড়িটা দেখে আমেরিকান horror মুভির লাগছিলো 😊 specially ওই কুও টা দেখে ring মুভির কথা মনে পড়ছিল..
ভাইয়া খুবই লজ্জা লাগলো আমিই লিখেছিলাম যে কেন আমেরিকানদের সাথে দেখি না .সেই সঙ্গে ভালো লাগাও আছে ,কারন মনে রেখেছেন.এই জায়গাটা দেখে মন ছটফট করছে ,যদি ডানা থাকতো উড়ে যেতাম.কথার কথা নয়, এটা আমার অন্তরের অনুভূতি.ধন্যবাদ.
Thousands of thanks to you for this "Ranch" tour. Many years ago, we used to read western novels published by "Seba Prokashoni" from Dhaka, and in those stories Ranch activities were included and I used to visualize that.
পূবা'চলে গিয়েছিলাম আপনার ভিডিও দেখে হাঁসের মাংস আর চালের রুটি খেতে। অবশ্য কারিমাকে আপনার কথা বলে নজর কাড়তে সহজ হয়েছে। তবে আমরা ফরিদপুর রাজবাড়ী জেলার মানুষ হাঁসের মাংস নারিকেল দুধ দিয়ে খেতে বেশি পছন্দ করি। মনে হলো কারিমার হাঁসের মাংসে নারিকেল দুধ ব্যবহার করা হয় না। আর আজ আপনার পুরাতন সিলেটি ভদ্রলোকের ফাম' হাউস দেখলাম। সত্যি কথা বলতে মন উদাস হয়ে যায়! তারপর ভিউ সুন্দর এবং খুব উদাস করে দেয় মন। ধন্যবাদ আপনাকে।
ভাই আপনি যেমন সুন্দর মন খোলা মানুষ ঠিক তেমন সুন্দর মানুষ গুলোর সাথেই আপনার পরিচয় হচ্ছে। অবশ্যই ইউটিউব একটি ধন্যবাদ পেতে পারে। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবো আপনার থেকে। ভালো থাকবেন ❤️
ভাইজান আপনি ও বাংলাদেশি তবে মুন্সীগন্জে আপনার নারি পুতা, ঠীক তদ্বরুপ ভাবে উনিও বাংলাদেশি সিলেটে উনার নারিপুতা। এভাবে ভাবলে আমার মনে হয় সমস্যা থাকেনা।সর্বোপরি আমরা সবাই বাংলাদেশি।
@@quietkid52 মানুষের খালি একটা পরিচয় থাকে না। তার অনেক পরিচয়। পরিচয় জিনিসটা একটা মাল্টি-লেয়ার্ড, বহুমাত্রিক এবং ক্যালাইডোস্কোপিক বিষয়। প্রথমে সে মানুষ। তারপর ধর্ম পরিচয়ে কেউ মুসলমান, কেউ হিন্দু, ইত্যাদি। সম্পর্কের পরিচয়ে বাবা, মা, ভাই, বোন, ইত্যাদি। এথনিক পরিচয়ে বাঙালী, তামিল, মঙ্গোলিয়ান। রাষ্ট্রীয় নাগরিকত্বের পরিচয়ে বাংলাদেশি, ইন্ডিয়ান, বৃটিশ, ইত্যাদি। ভাষাগত পরিচয়ে বাঙালী, উর্দুভাষী, আরবিভাষী, ইত্যাদি। পেশাগত পরিচয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার...। হিন্দুদের ক্ষেত্রে বর্ণ-পরিচয়ে ব্রাম্মণ, কায়েত, ইত্যাদি। জেন্ডার পরিচয়ে নারী / পুরুষ। ব্যক্তির যদি কোনো রাজনৈতিক মতাদর্শ থাকে তাহলে উদাহরণ-স্বরুপ - কমিউনিস্ট, ক্যাপিটালিস্ট, ন্যাশনালিস্ট, ইত্যাদি। ঠিক তেমনি স্থানিক পরিসরের মধ্যেও তার পরিচয়ের অনেক মাত্রা বা স্তর থাকে - আঞ্চলিক, রাষ্ট্রিক, আন্তর্জাতিক। এরকম আরও অনেক মাত্রা আছে, উদাহরণ-স্বরূপ আপাতত এই কয়টাই বললাম। তো এইসব মাত্রা কন্টেক্সট অনুযায়ী সবই তার বৈধ ও ভ্যালিড পরিচয়। সারা পৃথিবীর সমস্ত সভ্য সমাজেই মানুষের পরিচয়ের এই বহুমাত্রিকতা স্বীকৃত। শুধু স্বীকৃতই না, যে সমাজ যত সভ্য সে সমাজ এই বহুমাত্রিকতাকে তত বেশি উচ্চ মূল্য দেয়। যে সমাজ একে যত বেশি মূল্য দেয় সেই সমাজ তত বেশি বিকশিত হয়, শক্তিশালী হয়, উন্নত হয়। মানুষের পরিচয়ের এই বহুমাত্রিকতা তার মৌলিক মানবাধিকার। একে অস্বীকার করা মানে তার মানবতাকেই অস্বীকার করা। আর যেখানেই মানুষের এই বহুমাত্রিকতা আর মানবতা অস্বীকার করা হয় সেখানেই দ্বন্দ্ব, অশান্তি, অনৈক্য, বিভেদ, ভাঙন আর যুদ্ধ-বিগ্রহ লেগে থাকে। পৃথিবীর অনেক জায়গাতেই এটা ঘটছে এই মুহূর্তে। আমাদের নিজেদের দেশের অতীত এবং অনতি-অতীত ইতিহাসও এর সাক্ষী। আমাদের দেশের সৃষ্টিও অনেকটা পরিচয়ের এই অস্বীকৃতির কারনেই হয়েছে। আমরা নিশ্চয়ই সেই বিভ্রান্ত অসভ্যতার যুগে ফিরে যেতে চাই না এবং তার থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই??? এজন্যেই উনি সিলেটি, বাংলাদেশি এবং আমেরিকান - তিনটাই!!! আর যেসব সিলেটিরা অভিবাসী নন, তারা সিলেটি + বাংলাদেশি। একই কথা অন্য সব জেলার লোকদের ক্ষেত্রেও প্রযোজ্য।
আজকের পর্বটি অনেক মজা করে দেখলাম। আংকেল আপনার চোখেমুখে অনেক তৃপ্তি দেখেছি, খুবই ভালো লাগলো। বিড়ালগুলো আপনাকে অনেক পছন্দ করেছে। সব মিলিয়ে এক নিঃশ্বাসে দেখার মতো একটা ভিডিও ছিলো এটা। ধন্যবাদ। 😊😊
Assalamu alaikum bhai and sylhety bhai too...Heavenly place..shob Kisu onk shundor..sylhety shimm n naga dekhe mouthwatering onk bosor khai nai, I'm also sylhety..valo thaken shobai onk onk valo...😍😍😍
I am deeply impressed by the quality of your content and presentation. You are a professional, not only in videography but in other skills as well. You have expanded knowledge of Bangladeshis in USA through your recent videos of Bangali entrepreneurs in farming in USA. Without these videos I would have never known about these entrepreneurs. Keep on feeding us with new information. Thank you.
ভাই প্রায় একবছর যাবৎ আমি, আমার বউ, ছেলে আপনার ভিডিও গুলা দেখি এবং প্রতিনিয়ত অপেক্ষায় থাকি কখন আপনার নতুন ভিডিও দেখতে পাব,ভাই আমি দোয়া করি আল্লাহতাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং আমরা বাংলাদেশে বসে আমেরিকার অনেক সুন্দর সুন্দর জায়গা আপনার মাধ্যমে দেখতে পাইতেছি, তাদের কালচার সম্পর্কে অনেক কিছু জানতে পারছি আমেরিকাতে বাংলাদেশি অনেক ভাইয়ের সফলতার গল্প শুনতেছি সব মিলিয়ে খুব ভাল লাগে, ভাই বিশ্বাস করেন আমেরিকার বিভিন্ন ভিডিও দেখতে দেখতে বাংলাদেশের অনেক কিছুই এখন আর ভাল লাগেনা, ভাই আজকে এটুকুই লেখলাম পড়ে আবারও লেখব। শুভকামনা থাকল রাব্বানী ভাইয়ের জন্য।
আসসালামুয়ালাইকুম। আঙ্কেল কেমন আছেন আপনি? আমি চট্টগ্রাম থেকে বলছি মোঃ ফয়সাল । আমি আপনার সবগুলো ব্লগ দেখছি অনেক সুন্দর হয় আপনার ভিডিওগুলো। ভিডিওর প্রথমে আপনি বলেছিলেন একদিনের পরিচয় আপনি ওনার ফার্মে যাচ্ছেন তখন আমি মনে মনে চিন্তা করেছিলাম আপনাকে যথাযথ সম্মান করবে কিনা আপ্পায়ন করবে কিনা পুরো ভিডিওটা দেখার পর দেখলাম যে আপনাকে অনেক সম্মান করেছে তা দেখে আমার অনেক ভালো লেগেছে। ভিডিও দেখে বুঝলাম যার ফার্মে গিয়েছেন উনি অনেক ভালো মানুষ। দোয়া রইল সবার জন্য।
ভাই ১ ঘন্টার ভিডিও এই ১ম দেখলাম। মানে দেখতে পারলাম সাবলীল উপস্থাপনা ও এত্ত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। রব্বানী ভাইকে সাধুবাদ জানাই। সবার প্রতি দোয়া থাকলো।
সত্যিই আমাদের খুব গর্ব হয় আমরাও পারি বিদেশের মাটিতে অনেক কিছু করতে, আমিও একজন প্রবাসী,,,আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এমন একটি ভিডিও উপস্থাপনা করার জন্য অনেক অনেক দোয়া রইল আপনার প্রতি
ভিডিওগুলো বড় হওয়ায় দেখতে মজা লাগে👌👍। অনেকের ভিডিও দেখি.. শুরু হতে না হতে যেন শেষ হয়ে যায়। এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দেখে খুবই ভালো লেগেছে🙂
Wonderful Ranch Rabbani Bhai!!!! You know how to live like a king. This is an example of a dream life and how to spend money live close to the nature. Many many thanks to adventure tube21 (Faruk Bhai) for making this video on Rabbani bhai's Ranch.
ধন্যবাদ আঙ্কেল আপনার আরেকটা মনোরম ভিডিওর জন্য। এক ঘন্টা দশ মিনিট ভিডিওতে একটুর জন্যও টেনে দেখিনি। এবং আপনার স্পীচ গুলাও ভালো লাগলো। আপনি আপনার চ্যানেলের জন্য আপনার ভিউয়ার্স দের জন্য অনেক শ্রম দিচ্ছেন কন্টিনিউয়াসলি বিভিন্ন জনরার ভিডিও দিয়ে।। যেটা খুবই প্রশংসনীয়! আমি একজন প্রকৃতিপ্রেমী, গাছপালা, সারি সারি গাছের বন এইগুলা আমাকে খুব টানে। এই ভিডিওর মাধ্যমে হালকা হলেও প্রকৃতির ছোঁয়া পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনার মঙ্গল করুন।
রাব্বানী ভাইএর ফ্যামিলির সবাইকে দেখে ভাল লাগল। খুবই মার্জিত
সত্যি খুব ভালো লাগলো উনি উনার সপ্ন কে কি সুন্দর করে পূণতা দিছেন
ধণ্যবাদ আপনাকে আমাদের সিলেটের মানুষের সফলতা দেখানোর জন্য।
চমৎকার এক কৃষি খামারের ভিডিও দেখলাম। যা আমার জীবনের স্বপ্ন ছিল।
ভিডিওটি দেখে স্বপ্নটা পুনরায় জাগ্রত হলো।
ভদ্রলোক সত্যিই ভাগ্যবান। আল্লাহ্ তার মনোবাসনা পূর্ণ করেছেন। প্রর্থনা করি সুন্দর হোক।
Thank you
ভাইজান দেখানোর জন্য অশেষ ধন্যবাদ। এ এক রাজার পরগণা মনে হলো আমার!! আপনাকে সহ রব্বানী ভাইকে হাজার সালাম.....🙏🙏🙏
Thank you 🥰
পুরো ব্লগ টা skip না করেই দেখলাম। এতো টা ভালো লাগলো যে তা বলে বোঝানো যাবে না। আপনার এরকম ব্লগ গুলোর অপেক্ষায় থাকি আমি। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ফারুক ভাই। 👍👍
এও ছিল আপনার একটা অনবদ্য ভিডিও ফুটেজ ।ভালো লাগে যখন দেখি বাঙালি রা বাইরে গিয়ে বড়ো কিছু করেছে ।তখন সত্যি গর্ব হয় ।
ধন্যবাদ ভাই 💕
বিদেশে থেকেও এতো মর্ডানতার ভিতরে আপনারা যেভাবে বাংলাদেশি সংস্কৃতি আর ঐতিহ্য ধরে রেখেছেন, আমি মুগ্ধ।
Thank you 🥰💕
কোয়ার্টার মাইল মানে হলো এক মাইলের এক চতুর্থাংশ বা ০.২৫ মাইল।
আমার আংকেল সেরাদের সেরা ♥️♥️ একমাত্র আপনাকে দিয়েই সব সম্ভব .....love you uncle ❣️❣️
এই আংকেলের ফার্ম হাউজে পুরো ঢাকা বাসীদের আটকিয়ে দেওয়া যাবে। মাসাআল্লাহ খুবই সুন্দর।।
ধন্যবাদ এই অসাধারণ ব্লগের জন্য, একজন বাংলাদেশীর অসামান্য সাফল্যের জন্য গর্ববোধ করছি, তার সাথে রব্বানী সাহেবের প্রতি দোয়া রহিল।
Welcome dear.
ফারুক একজন শান্ত নম্র ভদ্র এবং সরল মনের মানুষ সত্যি অসাধারন ধন্যবাদ
Thank you 😊
Farok bay asa kori balo achen bay allha aponake onek taka poysa somman diyeche doya kori jeno aro onek boro hon aponar sontan jeno aponar moto hoy. Jeno hayatdan kore. Bay amar akta meyeke hapej banate cay bay amake akto nojor diben bay aponar bidio ami sobsomoy deki bay amar bari kichorgong. 01409578083:
একজন মার্জিত ভদ্র ইউটিউবার আমার দেখা ফারুক ভাই। সালাম জানাই ফারুক ভাইকে
Walaikum Assalam. Thank you. Appreciate your kind words & continuing support. 💕
I think so...
Alhamdulillah.. I also think so
Hmmmm
Right
আপনার এই ভিডিও টি one of the best. ধন্যবাদ।
Welcome dear
খুব খুব ভাল লাগলো।সৌখিন ভাইটার সম্পূর্ণ আয়োজন দেখার আশায় আছি।আপনাকে অনেক ধন্যবাদ।
🥰
বাহ, অসাধারণ প্রকৃতিপ্রেমী,প্রাণীপ্রেমী একজন মানুষ
💕
রব্বানী আঙ্কেল এর struggle আসলেই খুব inspiring. রিযিক এর মালিক আল্লাহ্ অবশ্যই কিন্তু পরিশ্রমের বিকল্প নেই কোনো
ঠিক বলেছেন। ধন্যবাদ।
এ ধরণের প্রকৃতি, পরিবেশ, প্রযুক্তি আর মানবিক ও পেশা দক্ষার বিষয়ে ভিডিও অনেক মানুষকেই ভাবতে শেখাবে।আমেরিকার কৃষি ও প্রযুক্তি অবশ্যই আমাদের জ্ঞানের ও দক্ষতার বিকাশ ঘটাবে। ফ্লোরিডার বিবিধ ফল যেমন আম সহ বিবিধ ফল উৎপাদনের উপর এ ধরণের ভিডিও করলে আমরা অনেক কিছু জানতে পারবো। অনেক ধন্যবাদ এ ধরণের পজেটিভ প্রতিবেদনের জন্য।
এমন পরিপাটি প্রকৃতি আর আপনার উপস্থাপনা দুটোই মুগ্ধ হয়ে দেখে গেছি। ভালো থাকবেন প্রিয় আঙ্কেল। ❤️
Thank you dear.
ভাইয়া আবার লিখছি পুরোটা দেখে, এই সিলেটি ভাইকে আমার তরফ থেকে অনেক ....অনেক ধন্যবাদ জানাবেন,ঈস্বরের কৃপা,বহু জন্মের পূন্যের ফলে উনি খানিকটা সর্গের মালিক হলেন.উনি ভাগ্যবান.ওনার মনের সকল আশা পূর্ন হবে.ওনাকে আমার প্রনাম জানাবেন..ভাইয়া আমার মনে হয়, আমার চোখে এটাই আপনার সেরার সেরা vlog .এটা দেখে ভাবি আর ছেলেরা আফসোষ করবে কেনো গেলোনা.খুব ভালো লাগলো.আমি এতো com...দি.যে হয়তো পশ্চিমবঙ্গের এই নামটা আপনার চেনা হয়ে গেছে.ধন্যবাদ.
ভাই আপনাদের সাথে আমিও অনেক ইনজয় করেছি সবাইকে অনেক ধন্যবাদ ।ফারুক ভাই কে অনেক ধন্যবাদ আমাদেরকে এই উপহার দেয়ার জন্য ।
Welcome dear.
ছোট একজীবনে এতো কষ্ট করতে পারবো না good wishes for him this is too hard job
মেয়েরা সবাই পর্দ করা দেখে সত্যিই ভালো লাগলো ❤❤❤❤
মাশাআল্লাহ অসাধারণ
একেবারে স্বপ্নের মত , ইনশাল্লাহ আশাকরি আল্লাহ পাক আমাদের স্বপ্নগুলো ও কবুল করে নিবেন ........ আর মনেহচ্ছে
ফারুক আংকেলের সাথে আমিও আমেরিকান ড্রিমে ঘুরে বেড়ালাম ..... শুভ কামনা রইল আপনাদের প্রতি ... রাহীম চট্টগ্রাম হতে
প্রথমেই ধন্যবাদ অসাধারণ একটা ব্লগ উপহার দেওয়ার জন্য আংকেল।ধন্যবাদ রাব্বানি আংকেলকে ও অসাধারণ মানুষ দেখেই বুঝা যায়। সম্পুর্ন কাজ শেষ হওয়ার পর এমন আরো একটা ভিডিওর অনুরোধ রইলো।ভালো থাকবেন শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আংকেল।
Inshallah করব। ধন্যবাদ।
অসাধারণ!
জাষ্ট স্বপ্নের মত একটা জায়গায় ঘুরে এলাম!
ধন্যবাদ, ফারুক ভাই।
বিশেষ করে রাব্বানী ভাই ও উনার পুরো পরিবারকে আন্তরিক অভিনন্দন জানই।
Thank you
@@AdventureTube21এখনো আমাদের কিছু ভাই এমন মন্তব্য করেন, মনে হয় আমরা এখনো মধ্যযুগে বাসকরি!
বোরকা বা পর্দা এটা শালীনতার বিষয়, এটা কম বেশী সব জাতি গোষ্ঠী মান্য করে কিন্তুু এটা নিয়ে যারা ধর্মকে গুলিয়ে ফেলেন তাদের জন্য করুনা হয়।
ধর্মের গভীরে না গেলে যা হয়!😪😪😪
অাস্সালামুআলাইকুম, কি লিখব ভাষা নাই। এক কথায় ওয়াও। আমাদের সিলেটের রব্বানি ভাইকে অসংখ ধন্যবাদ।
Walaikum assalam. Thank you.
হ্যাঁ,,,
এ টাই প্রত্যেকের স্বপ্ন,,,,
আপনার দেখানোটা নিখুঁত,,,
অসখ্য ধন্যবাদ,,,,🥰🥰🥰
Welcome
The owner of dis farm house is a humble and hardworking n kind n polite person !!! Love to see dis farm house with owner lovely attitude. Best of luck for his dream from Bangladesh.
Thank you
গতানুগতিক বিষয়ের বাইরে বিচিএ বিষয়ে আপনার ভিডিও আমার নিকট দারুন আকর্ষনীয়। অনেক ধন্যবাদ।
Welcome.
Proud to be a Sylheti ✌️❤️
Thanks uncle 🥰
Welcome
আপনি অনেক মজার একজন মানুষ, আপনার মত হওয়া অনেক ভাগ্যের ব্যপার।
Thank you 💕🥰
Nice to see a Sylheti family owning a ranch in NY state. I am a Sylheti living in Dhaka, I feel proud of them for their hard efforts to make the acquisition commercially profitable after lots of renovation/remodeling (I remember, more than 40 years ago I acquired a virgin estate of 160 acres with an option for total 640 acres in Bolivia, South America). I am happy to see their adventurous enterprising venture. Thanks.
Thank you 😊
আসসালামু আলাইকুম মোঃ ফারুক ভাই। আশা করি ভালো আছেন। আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি। কোনো কোনো টা কয়েক বার ও দেখেছি। কারন আপনার ভিডিও গুলোতে দেশের গন্ধ পাওয়া যায়। আপনি ভিডিও করেন দেশকে তুলে ধরেন অনেক উপরে, বুকটা গর্বে অনেক ফুলে ফেঁপে উঠে, তখন এত ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবোনা? আরো ভালো লাগে যখন আপনি আমাদের সোনার ছেলেদের কৃতিত্বময় কর্ম গুলো দেখান তখন । আমাদের কত বাংলাদেশী বিদেশের বিভিন্ন পরিবেশে নিজের জন্মভূমিকে অনেক বড় উচচতায় নিয়ে গেছেন। আর আপনার মাধ্যমে আমরা জানতে পারছি। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে।
Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই। Appreciate your kind words & continuing support. 💕🥰
অবশেষে আপনার খাওয়াটা দেখে মনটা পরিপূর্ণ তা পেল। আপনার সব কিছু একদিকে আর আপনার খাওয়াটা একদিকে আমার কাছে। খাবার গুলো দারুন ছিল.
🥰💕 Thank you brother.
@@AdventureTube21 😍😍😍😍💝💝💝💝💝💝💝
ধন্যবাদ ভাইয়া। আপনার ভিডিওর মাধ্যমে অনেক অজানাকে জানতে পারছি। না দেখাকে দেখতে পারছি। সালাম নিবেন।
Walaikum assalam. Thank you.
@@AdventureTube21 ধন্যবাদ ভাইয়া।
Little girl Noora MashAllah very cute & I like the hizab good practice Allah bless her life.
Thank you.
আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার ভিডিওর মাধ্যমে অনেক রকমের ফসল দেখা গেছে অনেক অজানা জিনিস দেখা গেছে পাথরের ঘর সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো আপনা কে অনেক ধন্যবাদ
এত সুন্দর হয়েছে তাহা ভাষায় প্রকাশ করা কঠিন।
Thank you.
আলহামদুলিল্লাহ সিলেটের একটা পরিবার দেখে খুব ভালো লাগলো আর ফ্যামেলিটা মাশাআল্লাহ
Thank you
@@AdventureTube21 Welcome uncle
আমাদের সিলটি ভাইয়ের জন্য অভিনন্দন 💖
ধীরে ধীরে স্যারের বড়ো ভক্ত হয়ে যাচ্ছি। সত্যি ভিডিও গুলো দেখে অনেক অনুপ্রাণিত হচ্ছি। দেশে আমরা যারা বেকার আছি তারা এভাবে কৃষি খাতে সফলতা আনতে পারি।
Thank you.
This guy & his Family are Amazing.MashAllah! Wonderful people.
Yes indeed. Thank you.
প্রথমে আমার মনে হয়েছিল এত লম্বা ভিডিও কেমনে শেষ করব কিন্তু কিভাবে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। সত্যিই অসাধারণ আঙ্কেল। ভাল থাকবেন সবসময় 😊😊
Thank you dear 💕
শখের কৃষক তাও অাবার উনি একজন সিলেটি।
অামাদের সিলেটের গর্ব।
অাংকেল অাপনি অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরী করেছেন। অনেক ধন্যবাদ অাপনাকে।
Welcome dear.
সাক্ষাৎকারটি সুন্দর ভালো লাগলো। ধন্যবাদ।
Welcome
সিলেটি খানি হকলতাউ মজা।। আপনাকে ধন্যবাদ স্যার।। আমিও সিলেটি
🥰
আপনার এই ভিডিও দেখার পর সারা রাত তো এটা নিয়েই স্বপ্ন দেখে গেলাম । অনেক কিছু, দাবানল, কত নতুন মানুষের সাথে পরিচয়, মাঝখান থেকে আমার ক্যামেরাটা হারিয়ে ফেল্লাম হুড়োহুড়িতে। ঘুম ভাঙতে আশ্বস্ত হলাম, যাক, এটা স্বপ্ন ছিল 😊
খুব ভালো লাগছে ভিডিও গুলো।
🤣😂😜🥰 ধন্যবাদ। আশা করি আগামীতে আরও সুন্দর স্বপ্ন দেখবেন💕
খুবই সুন্দর ভিডিও।আপনার উপস্থাপনা অসাধারণ। পূর্ববঙ্গের নোয়াখালী এখনকার লক্ষ্মীপুরে জন্মস্থান।52 বছর কলকাতা বাসী।সাতকরা জিনিষ টা কি বুঝলামনা।হয়ত অন্য নামে চিনি।
সাতকরা লেবু জাতীয় একটি ফল। মাছ বা মাংসের সাথে রান্না করে খেতে হয়। ধন্যবাদ।
সাতকড়ার সাতকাহন লিখে গুগল ইউটিউব খুঁজে দেখুন। এটি একটি টক + তেতু স্বাদ যুক্ত ফল যা দেখতে মাঝারি সাইজের জাম্বুরা। বাংলাদেশে একমাত্র সিলেটে পাওয়া যায়। আসামেও এর চাষ হয়
আসসালামু আলাইকুম ভাই। আমেরিকার স্বপ্নতো আর এমনি এমনি দেখিনি। আপনার মাধ্যমে আমেরিকার যতসব প্রকৃতি থেকে শুরু করে সমস্ত কিছু দেখিয়েছেন এর জন্যই আমেরিকায় আসতে চেয়েছিলাম। বাস্তবে অনেক কিছু দেখা ও উপলব্ধি করা সত্যি ভাগ্যের ব্যপার। জানিনা কি হবে। আমার সিলেটের গোলাপগঞ্জ এর এই বড় ভাইকে আমার শশ্রদ্ধ ছালাম ও অভিন্দন।এই ভাই এর মত আরো বাংলাদেশী ভাই আমেরিকায় উন্নতি করুক এটাই কামনা করি। সাথে সাথে আপনাকে ধন্যবাদ আমাদেরকে এত কিছু দেখানোর জন্য। খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Walaikum assalam vai. Pandemic শেষ হলে চলে আসুন বেড়াতে। ইনশাল্লাহ সব জায়গায় বেড়াতে নিয়ে যাব। দোয়া করি ভাল থাকুন সবাই।
আসসালামু ওয়েলেকুম! ভাইয়া খুব ভাল লাগলো আপনার ভিডিও! আপনি সত্যি একটা ভাল মনের মানুষ! খুব enjoy করি আপনার ভিডিও!ভাল থাকবেন দোয়া রইল আপনাদের সবার জন্য!❤️
Walaikum Assalam. Thank you 🥰
আহহারে জিবন । মানুষের এত সুন্দর জিবন হয় জানা ছিল না ।
এটাই সত্যিকারের আমেরিকান ড্রিম.. ভালো বলেছেন. জীবন তো একটাই .. খুবই রাজকীয় একটা ব্যাপার.. এই ধরণের একটা মেগা প্রজেক্ট নিয়া কাজ করা বিশাল একটা ব্যাপার.. এন্ড প্রোডাক্ট দেখার অপেক্ষায় থাকলাম.. তবে শুরুতে বাড়িটা দেখে আমেরিকান horror মুভির লাগছিলো 😊 specially ওই কুও টা দেখে ring মুভির কথা মনে পড়ছিল..
Thank you 🥰
ভাইয়া খুবই লজ্জা লাগলো আমিই লিখেছিলাম যে কেন আমেরিকানদের সাথে দেখি না .সেই সঙ্গে ভালো লাগাও আছে ,কারন মনে রেখেছেন.এই জায়গাটা দেখে মন ছটফট করছে ,যদি ডানা থাকতো উড়ে যেতাম.কথার কথা নয়, এটা আমার অন্তরের অনুভূতি.ধন্যবাদ.
লজ্জা লাগার কি আছে? মনের কথা ভদ্রভাবে লিখলে তাতে দোষের কিছুই নাই। আমার ভিউয়ার হিসেবে লিখতেই পারেন। ধন্যবাদ 🥰💕
পুরো ভিডিও দেখেই তবে , কমেন্ট করলাম। অনেক ভালোলেগেছে। চাষাবাদ আমার প্রিয়
Thank you 😊
রাব্বানী ভাই এর ফেমিলি দেখে খুবই ভালো লাগলো,,,, আর আপ্পায়ন টা সেই রকম ছিলো,,
Thank you 😊
Thousands of thanks to you for this "Ranch" tour. Many years ago, we used to read western novels published by "Seba Prokashoni" from Dhaka, and in those stories Ranch activities were included and I used to visualize that.
I used to read them too. Thank you 🥰💕
পূবা'চলে গিয়েছিলাম আপনার ভিডিও দেখে হাঁসের মাংস আর চালের রুটি খেতে। অবশ্য কারিমাকে আপনার কথা বলে নজর কাড়তে সহজ হয়েছে। তবে আমরা ফরিদপুর রাজবাড়ী জেলার মানুষ হাঁসের মাংস নারিকেল দুধ দিয়ে খেতে বেশি পছন্দ করি। মনে হলো কারিমার হাঁসের মাংসে নারিকেল দুধ ব্যবহার করা হয় না। আর আজ আপনার পুরাতন সিলেটি ভদ্রলোকের ফাম' হাউস দেখলাম। সত্যি কথা বলতে মন উদাস হয়ে যায়! তারপর ভিউ সুন্দর এবং খুব উদাস করে দেয় মন। ধন্যবাদ আপনাকে।
মনে হয় না কারিমা নারিকেলের দুধ ব্যবহার করে। অনেক ধন্যবাদ। দোয়া করি ভাল থাকুন।
অঙ্কেল, উনাকে বলবেন একটা বাংলাদেশ এর পতাকা ও লাগানোর জন্যে, যেটা আমাদের জন্যে খুব গর্বের বিষয় হবে।❤️🇧🇩
Inshallah.
ভাই আপনি যেমন সুন্দর মন খোলা মানুষ ঠিক তেমন সুন্দর মানুষ গুলোর সাথেই আপনার পরিচয় হচ্ছে। অবশ্যই ইউটিউব একটি ধন্যবাদ পেতে পারে। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবো আপনার থেকে। ভালো থাকবেন ❤️
Thank you brother. Appreciate your kind words & continuing support.
মনে হয় সিলেটিরা ই পারে বিদেশে এক্সট্রা ordinary কিছু করতে... খুব ভালো লাগলো
উনি সিলেটি না বাংলাদেশী
ভাইজান আপনি ও বাংলাদেশি তবে মুন্সীগন্জে আপনার নারি পুতা, ঠীক তদ্বরুপ ভাবে উনিও বাংলাদেশি সিলেটে উনার নারিপুতা। এভাবে ভাবলে আমার মনে হয় সমস্যা থাকেনা।সর্বোপরি আমরা সবাই বাংলাদেশি।
@@quietkid52 আপনি বাংলাদেশী না পৃথিবীবাসী!
@@যমদূত এভাবে ভাব লেতো হবে না। সবার একটা পরিচয় হওয়া উচিত বাংলাদেশী। উনি একজন সফল বাংলাদেশী - আমেরিকান। নাকি সিলেটি - আমেরিকান আমাকে বলেন?
@@quietkid52 মানুষের খালি একটা পরিচয় থাকে না। তার অনেক পরিচয়। পরিচয় জিনিসটা একটা মাল্টি-লেয়ার্ড, বহুমাত্রিক এবং ক্যালাইডোস্কোপিক বিষয়। প্রথমে সে মানুষ। তারপর ধর্ম পরিচয়ে কেউ মুসলমান, কেউ হিন্দু, ইত্যাদি। সম্পর্কের পরিচয়ে বাবা, মা, ভাই, বোন, ইত্যাদি। এথনিক পরিচয়ে বাঙালী, তামিল, মঙ্গোলিয়ান। রাষ্ট্রীয় নাগরিকত্বের পরিচয়ে বাংলাদেশি, ইন্ডিয়ান, বৃটিশ, ইত্যাদি। ভাষাগত পরিচয়ে বাঙালী, উর্দুভাষী, আরবিভাষী, ইত্যাদি। পেশাগত পরিচয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার...। হিন্দুদের ক্ষেত্রে বর্ণ-পরিচয়ে ব্রাম্মণ, কায়েত, ইত্যাদি। জেন্ডার পরিচয়ে নারী / পুরুষ। ব্যক্তির যদি কোনো রাজনৈতিক মতাদর্শ থাকে তাহলে উদাহরণ-স্বরুপ - কমিউনিস্ট, ক্যাপিটালিস্ট, ন্যাশনালিস্ট, ইত্যাদি। ঠিক তেমনি স্থানিক পরিসরের মধ্যেও তার পরিচয়ের অনেক মাত্রা বা স্তর থাকে - আঞ্চলিক, রাষ্ট্রিক, আন্তর্জাতিক। এরকম আরও অনেক মাত্রা আছে, উদাহরণ-স্বরূপ আপাতত এই কয়টাই বললাম। তো এইসব মাত্রা কন্টেক্সট অনুযায়ী সবই তার বৈধ ও ভ্যালিড পরিচয়। সারা পৃথিবীর সমস্ত সভ্য সমাজেই মানুষের পরিচয়ের এই বহুমাত্রিকতা স্বীকৃত। শুধু স্বীকৃতই না, যে সমাজ যত সভ্য সে সমাজ এই বহুমাত্রিকতাকে তত বেশি উচ্চ মূল্য দেয়। যে সমাজ একে যত বেশি মূল্য দেয় সেই সমাজ তত বেশি বিকশিত হয়, শক্তিশালী হয়, উন্নত হয়। মানুষের পরিচয়ের এই বহুমাত্রিকতা তার মৌলিক মানবাধিকার। একে অস্বীকার করা মানে তার মানবতাকেই অস্বীকার করা। আর যেখানেই মানুষের এই বহুমাত্রিকতা আর মানবতা অস্বীকার করা হয় সেখানেই দ্বন্দ্ব, অশান্তি, অনৈক্য, বিভেদ, ভাঙন আর যুদ্ধ-বিগ্রহ লেগে থাকে। পৃথিবীর অনেক জায়গাতেই এটা ঘটছে এই মুহূর্তে। আমাদের নিজেদের দেশের অতীত এবং অনতি-অতীত ইতিহাসও এর সাক্ষী। আমাদের দেশের সৃষ্টিও অনেকটা পরিচয়ের এই অস্বীকৃতির কারনেই হয়েছে। আমরা নিশ্চয়ই সেই বিভ্রান্ত অসভ্যতার যুগে ফিরে যেতে চাই না এবং তার থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই??? এজন্যেই উনি সিলেটি, বাংলাদেশি এবং আমেরিকান - তিনটাই!!! আর যেসব সিলেটিরা অভিবাসী নন, তারা সিলেটি + বাংলাদেশি। একই কথা অন্য সব জেলার লোকদের ক্ষেত্রেও প্রযোজ্য।
এইমাত্র শখের কৃষক দেখে শেষ করলাম ভিডিওটা। অনেক সুন্দর সবকিছু। আহ্ ক্যারট কেক! আমার খুব প্রিয় একটা খাবার। অনেক ধন্যবাদ ভাই।
বাংলাদেশে ক্যারট কেক বানায় ? ধন্যবাদ ভাই।
@@AdventureTube21 না, তবে ঘরে আমরা তৈরি করি।
বাংলাদেশে অবশ্যই ক্যারোট কেক পাওয়া যায়।
দেখে প্রাণ জুড়িয়ে গেল
আজকের পর্বটি অনেক মজা করে দেখলাম। আংকেল আপনার চোখেমুখে অনেক তৃপ্তি দেখেছি, খুবই ভালো লাগলো। বিড়ালগুলো আপনাকে অনেক পছন্দ করেছে। সব মিলিয়ে এক নিঃশ্বাসে দেখার মতো একটা ভিডিও ছিলো এটা। ধন্যবাদ। 😊😊
Welcome uncle. Thank you 🥰
Assalamu alaikum bhai and sylhety bhai too...Heavenly place..shob Kisu onk shundor..sylhety shimm n naga dekhe mouthwatering onk bosor khai nai, I'm also sylhety..valo thaken shobai onk onk valo...😍😍😍
Walaikum Assalam. Thank you dear.
খুব ভালো লাগলো। আমেরিকার ঐ চাষীকে আমার পক্ষ থেকে অবশ্যই শুভেচ্ছা দেবেন।
Thank you
I am deeply impressed by the quality of your content and presentation. You are a professional, not only in videography but in other skills as well. You have expanded knowledge of Bangladeshis in USA through your recent videos of Bangali entrepreneurs in farming in USA. Without these videos I would have never known about these entrepreneurs. Keep on feeding us with new information. Thank you.
ভাই প্রায় একবছর যাবৎ আমি, আমার বউ, ছেলে আপনার ভিডিও গুলা দেখি এবং প্রতিনিয়ত অপেক্ষায় থাকি কখন আপনার নতুন ভিডিও দেখতে পাব,ভাই আমি দোয়া করি আল্লাহতাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং আমরা বাংলাদেশে বসে আমেরিকার অনেক সুন্দর সুন্দর জায়গা আপনার মাধ্যমে দেখতে পাইতেছি, তাদের কালচার সম্পর্কে অনেক কিছু জানতে পারছি আমেরিকাতে বাংলাদেশি অনেক ভাইয়ের সফলতার গল্প শুনতেছি সব মিলিয়ে খুব ভাল লাগে, ভাই বিশ্বাস করেন আমেরিকার বিভিন্ন ভিডিও দেখতে দেখতে বাংলাদেশের অনেক কিছুই এখন আর ভাল লাগেনা, ভাই আজকে এটুকুই লেখলাম পড়ে আবারও লেখব। শুভকামনা থাকল রাব্বানী ভাইয়ের জন্য।
ফারুক ভাই অনেক মজা পাইলাম এই ধরনের ব্লক করবেন সবসময়
Thank you 😊
Block na blog
my 8+ yrs old boy also like your video..... from Bangladesh.....|🇧🇩
wow ভাই জান রাব্বানী ভাই কে আমার সালাম দিয়ে ন । ভাই জান দেখেন উনি এত কোটি পতি অথচ উনার জামার পকেটে আপনার জন্য সিম তুলছে।
জি ভাই। একেবারে মাটির মানুষ। ধন্যবাদ।
@@AdventureTube21 via ekta video chai American english (accentsoho)very important for me.please if possible
For like me bangaladeshi student's (emglish)
Sylheti manusra ohonkar korena
আসসালামুয়ালাইকুম। আঙ্কেল কেমন আছেন আপনি? আমি চট্টগ্রাম থেকে বলছি মোঃ ফয়সাল । আমি আপনার সবগুলো ব্লগ দেখছি অনেক সুন্দর হয় আপনার ভিডিওগুলো। ভিডিওর প্রথমে আপনি বলেছিলেন একদিনের পরিচয় আপনি ওনার ফার্মে যাচ্ছেন তখন আমি মনে মনে চিন্তা করেছিলাম আপনাকে যথাযথ সম্মান করবে কিনা আপ্পায়ন করবে কিনা পুরো ভিডিওটা দেখার পর দেখলাম যে আপনাকে অনেক সম্মান করেছে তা দেখে আমার অনেক ভালো লেগেছে। ভিডিও দেখে বুঝলাম যার ফার্মে গিয়েছেন উনি অনেক ভালো মানুষ। দোয়া রইল সবার জন্য।
Walaikum assalam. জি আংকেল। রাব্বানী ভাই ও তার সমস্ত পরিবার আমাকে অনেক আদর আপ্যায়ন করেছেন। ধন্যবাদ 💕
ভাই, খাওয়া দেখে আমার খিদে লেগে গেছে। :) ধন্যবাদ আপনাকে।
ভাই ১ ঘন্টার ভিডিও এই ১ম দেখলাম। মানে দেখতে পারলাম সাবলীল উপস্থাপনা ও এত্ত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। রব্বানী ভাইকে সাধুবাদ জানাই। সবার প্রতি দোয়া থাকলো।
অনেক ধন্যবাদ এত লম্বা, সিনেমার মত ভ্লগ দেখার জন্য। ভাল লেগেছে যেনে অনেক খুশী হয়েছি। 💕
Amazing uncle... পুরো ভিডিও টাই Enjoy করলাম 😁😇
আমেরিকার রাস্তা গুলো খুব সুন্দর৷ ধন্যবাদ মামা, আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।।।
ইনশাআল্লাহ এই প্রজেক্টের কাজ শেষ হলে দেখাবেন।।।আপনার কাছে অনুরোধে রইলো।। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ভিডিও উপহার দেয়ার জন্য
Inshallah we will. Thank you.
আপনিও আমার প্রতিবেশী হয়ে গেলেন।
আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু দান করুক❤️🇦🇪🇦🇪🇦🇪
Ameen. May Allah bless us all.
ভাইয়া আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকি, খুবই ভালো লাগে ❤️❤️❤️❤️আপনার কথা শুনে মন ভালো হয়ে যায়. আপনি ভালো থাকবেন 💖💖💖💖💖
Thank you dear.
গরু গুলো অনেক সুন্দর
Thank you 😊
সত্যি আজকের ব্লগ টা অসাধারণ লাগছে আংকেল
Thank you dear.
সত্যিই আমাদের খুব গর্ব হয় আমরাও পারি বিদেশের মাটিতে অনেক কিছু করতে, আমিও একজন প্রবাসী,,,আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এমন একটি ভিডিও উপস্থাপনা করার জন্য অনেক অনেক দোয়া রইল আপনার প্রতি
Thank you 💕
মন চাইতেছে জার্মানির Citizenship তুইয়া আমেরিকা চলে আসি ।আপনার ভিডিও দেখে Thanks 🙏
ভিডিওগুলো বড় হওয়ায় দেখতে মজা লাগে👌👍। অনেকের ভিডিও দেখি.. শুরু হতে না হতে যেন শেষ হয়ে যায়। এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দেখে খুবই ভালো লেগেছে🙂
My pleasure dear. Thank you.
১ ঘন্টা ১০ মিনিটের ভিডিও। এর পুরটাই উপভোগ করলাম। মনে হলো এ যেন এক সিনেমা।😀
আর আঙ্কেল কোয়াটার বাংলা মনে হয় " এক চতুর্থাংশ"।
Thank you uncle.
অসম্ভব সুন্দর একটি জিনিস দেখলাম
কল্পনার বাহিরে,,,,,May Allah bless you all😇
Sylheti is always good at hospitality
Inbia
পুরো ভিডিও টা দেখলাম । আজকে আমরা মনটা খুব খারাপ ছিল । ভিডিও টা দেখার পর মনটা ভালো হয়ে গেছে । আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন - আমিন ।
Ameen.
Nura looks so innocent.. Just amazing her smile ❤️
Indeed. Thank you.
Videoটা দেখে খুবই ভাল লেগেছে ধন্যবাদ
Welcome.
Thank you very much for this video .It was an eye opener .Things only seen in movies and documentaries.
Thank you 😊
কত রঙ্গের গাছের পাতা,,,,🤷♂️🤷♂️
অসাধারণ,,,,👌👌
💕
Amio sylheti uncle dhakadokin gulapgonjer meae ❤️❤️❤️amr kase ajker videoclip very special ❤️❤️❤️sob amar favorite vegetable 🌶 masaallah ❤️Asslam alikum uncle thank you so much❤️
Walaikum Assalam. Thank you dear 💕
আপনার কষ্টের প্রতি সম্মান জানাচ্ছি স্যার । কোনো প্রশ্ন করতে চাই না, দেখে যেতে চায়😊❤️ সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রাখুক
Wonderful Ranch Rabbani Bhai!!!! You know how to live like a king. This is an example of a dream life and how to spend money live close to the nature. Many many thanks to adventure tube21 (Faruk Bhai) for making this video on Rabbani bhai's Ranch.
ধন্যবাদ আঙ্কেল আপনার আরেকটা মনোরম ভিডিওর জন্য। এক ঘন্টা দশ মিনিট ভিডিওতে একটুর জন্যও টেনে দেখিনি। এবং আপনার স্পীচ গুলাও ভালো লাগলো। আপনি আপনার চ্যানেলের জন্য আপনার ভিউয়ার্স দের জন্য অনেক শ্রম দিচ্ছেন কন্টিনিউয়াসলি বিভিন্ন জনরার ভিডিও দিয়ে।। যেটা খুবই প্রশংসনীয়! আমি একজন প্রকৃতিপ্রেমী, গাছপালা, সারি সারি গাছের বন এইগুলা আমাকে খুব টানে। এই ভিডিওর মাধ্যমে হালকা হলেও প্রকৃতির ছোঁয়া পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনার মঙ্গল করুন।
অনেক খুশী হয়েছি যেনে যে তুমার ভাল লেগেছে। Appreciate your kind words & continuing support. Thank you 💕🥰
Feel proud for this sylhety.
Thanks faruq vai.
Thank you.
ফারুক ভাই,
আমি একজন কৃষিবিদ হিসাবে বলবো, আপনি অনেক ভালো ভালো কাজ করছেন। আশা করি আরও ভিডিও পাব এরকম 👌
Thank you dear brother 😊
অনেক সুন্দর।পুরো কাজটি শেষে আরো একটি ভিডিও দেখতে চাই।
I really enjoyed watching today's blog. Specially the family is very nice. What I really like about Sylhety people is they are very generous.❤❤
এতো সুন্দর আপনার উপস্থাপনা সত্যি অসাধারণ।
Thank you 😊