গান টা এতো ভালো এবং অর্থপূর্ণ যে, বারবার শুনে ও মন ভরে না ।নজরুল ইসলামের অবদান ও মেধা অতুলনীয় । অন্যান্য গান থেকে একদম আলাদা ।উনার রচিত সব গা থেকে ভিন্ন ফ্লেভার পাই ।হে মহান তুমি আবার মানব রুপে এ ধরায় এসে আমাদের আরও কিছু দিয়ে যাও ।আমার এই ভিক্ষা র বার্তা পৌঁছুক তোমার কাছে এই প্রার্থনা করছি ।
ফেরদৌস আরা , বর্তমান সময়ে আপনিই দর্শক শ্রোতা দের কে কবি নজরুল ইসলামের গানের প্রতি আকৃষ্ট করে রেখেছেন। নেশা ধরিয়ে দেয়। গানের কথা ,সুর আর কন্ঠ ,যেন একটার জন্য আরেকটার সৃষ্টি। আমাদের দুর্ভাগ্য, কবি অকালে নীরব হয়ে গেছিলেন। কত কিছু থেকে বঞ্চিত হয়েছি আমরা।
ফেরদৌস আরা আপনার গান গাওয়ার ভঙ্গিমা, খোপায় ফুল, সুরের জাদু সবকিছু মিলে হৃদয়ে এক অনন্য ভাবের উদয় হয়। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও নিরন্তর ভালোবাসা। জাতীয় কবি নজরুলকে নিয়ে কাজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
We are too proud to have such an excellent aperson like Kazi Nazrul Islam in our country during British Regime. His contribution in all dimension have no boundary. Salute to him.
@@SwapanDas-dp3qt - দাদা ৬৪ কলার শ্রেষ্ঠ কলা সঙ্গীত। এই সঙ্গীত শিল্পী ও লেখকরা বেশি নারী প্রেমী ও প্রকৃতি প্রেমী। শ্রদ্ধেয় শ্রী ঈশ্বর নজরুল ইসলামের গানের সমতূল্য ভাবের গান শ্রী শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় ও মান্না দে দুজনে শিলিগুড়িতে গিয়েছিল এক জনার খোঁজে , এক বাড়িতে গিয়ে কলিং বেল টিপল এবং একটি শ্যামবর্ণ সুন্দর মেয়ে এসে দরজা খুললো , তারপর শ্রদ্ধেয় শ্রী ঈশ্বর পুলক বন্দ্যোপাধ্যায় ও মান্না দে মেয়েটির রূপ ও চুলের সুন্ধর্যে স্ট্যাচু হয়ে মেয়েটিকে অবাক দৃষ্টিতে দেখছে এবং দুজনে আলোচনা করছে এই মেয়েটি এত সুন্দর। হোটেলে গিয়ে শ্রদ্ধেয় শ্রী পুলক বন্দোপধ্যায় ঐ মেয়েটির উপর একটি গান লিখে ফেলে এবং সেই গানটি শ্রদ্ধেয় শ্রী মান্না দের কন্ঠে রেকডিং হয় , গানটি ও কোনো এতো সুন্দরী হলো, সুপার হিট এই বাংলা গান । দাদা শুনবেন আর চিন্তা করবেন সঙ্গীত শিল্পী ও লেখকরা নারী ও প্রকৃতি আকৃষ্ট মানভাপন্ন হয় । এটার জন্য আমরা এনাদের বেশিরভাগ চরিত্রহীন বলে তাচ্ছিল্য করি । শুভ রাত্রি।
কী অসাধারণ ক্ন্ঠ ও গায়কী! অপুর্ব মুগ্ধতায় ডুবে গেলাম,হে গুণী,আপনার গান শুনে। জানিনা,আপনি বেঁচে আছেন কিনা।যদি এই সুন্দর পৃথিবীতে আপনার সনামধন্য অস্তিত্বের সুঘ্রাণ কখনও পাই আপনার সঙ্গে দেখা করতে যাব,পা ছুঁয়ে প্রণাম করে ধন্য হব।খুব সম্ভবত আপনি বাংলাদেশের শিল্পী। বাংলাদেশ আমার জন্মভূমি তাই সেখানে যাবার জন্য আমি পাসপোর্টও করেছি। জানিনা আমার প্রিয় মাতৃভূমিতে এবং আপনার চরণে মাথা ঠেকানোর স্বপ্নটা বাস্তবায়িত হবে কিনা!
উনি ফেরদৌস আরা। বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে ফিরোজা বেগমের পরে বোধহয় শ্রেষ্ঠ নজরুল গীতি গায়িকা। উনি বেঁচে আছেন, সুস্থ আছেন, নিয়মিত গান করেন। সাথে নিজের গড়া গানের প্রতিষ্ঠান 'সুরসপ্তক' পরিচালনা করছেন। এখানে মূলত নজরুল গীতির শুদ্ধ বাণী ও স্বরলিপির সুরে গান শেখানো হয়।
ফেরদৌস আরা আমার খুবই প্রিয় শিল্পী। তিনি আবার নজরুল ইনস্টিটিউটের একজন শিক্ষকও যদ্দুর জানি। যে গানটা তিনি গাইলেন, সেটাও আমার অন্যতম পছন্দের গান। আমি এই গানটা প্রথম শুনি সত্তর দশকের দিকে শিল্পী রওশন আরা মোস্তাফিজের কন্ঠে। এরপর বহুবার বহু নজরুল সংগীত শিল্পীদের কন্ঠে শুনেছি। ফেরদৌস আরার কন্ঠেও শুনেছি। কিন্তু আমার কাছে রওশন আরা মোস্তাফিজের কন্ঠে গাওয়া গানের সুরটিই আদি সুর বলে মনে হয়েছে।
এই কবিতাটা আমার এক দাদু শুনাতো,,,, সে আর আজ আমাদের মাঝে নাই😭😭 তখন থেকে আমি এটার পাগল,,, কিন্তুু এটা যে গান আমি জানতাম না আমি তো মনে করতাম কবিতা ,,,,, 🥰❤️🥰❤️
"দই ফুচকা" নাটকটি দেখার পর এই গান শুনতে আসলাম।
আমি ও,,,,,,
amio
Ami o
আমিও ভাই ❤
Hmm❤️
আমি প্রথম নজরুল সঙ্গীত শুনতে আসলাম তাও আবার দই ফুচকা নাটক দেখে আর এই গানটা শুনেই প্রেমে পড়ে গেলাম ❤
দই ফুচকা নাটকটি দেখার পর গান শুনতে চলে আসলাম ❤❤
হা হা হা ভাই সাব আমিও
আহাঃ যথেষ্ঠ সুন্দর। এক কথায় অনবদ্য। আন্তরিক শুভেচ্ছা জানাই। আরো চাই।
গান টা এতো ভালো এবং অর্থপূর্ণ যে, বারবার শুনে ও মন ভরে না ।নজরুল ইসলামের অবদান ও মেধা অতুলনীয় । অন্যান্য গান থেকে একদম আলাদা ।উনার রচিত সব গা থেকে ভিন্ন ফ্লেভার পাই ।হে মহান তুমি আবার মানব রুপে এ ধরায় এসে আমাদের আরও কিছু দিয়ে যাও ।আমার এই ভিক্ষা র বার্তা পৌঁছুক তোমার কাছে এই প্রার্থনা করছি ।
Joy guru dada 100 right
অপূর্ব সৃষ্টি .
ফেরদৌস আরা , বর্তমান সময়ে আপনিই দর্শক শ্রোতা দের কে কবি নজরুল ইসলামের গানের প্রতি আকৃষ্ট করে রেখেছেন। নেশা ধরিয়ে দেয়। গানের কথা ,সুর আর কন্ঠ ,যেন একটার জন্য আরেকটার সৃষ্টি। আমাদের দুর্ভাগ্য, কবি অকালে নীরব হয়ে গেছিলেন। কত কিছু থেকে বঞ্চিত হয়েছি আমরা।
Y
@@mitachoudhury3513 াাা
Thik bolchen Vai,KAZI nojruler Moto kobi 500 bosereo r Hobe na.
ফেরদৌস আরা আপনার গান গাওয়ার ভঙ্গিমা, খোপায় ফুল, সুরের জাদু সবকিছু মিলে হৃদয়ে এক অনন্য ভাবের উদয় হয়। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও নিরন্তর ভালোবাসা। জাতীয় কবি নজরুলকে নিয়ে কাজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
হঠাৎ চুখে পানি চলে আসলো ১৮ বছর আগের সেই পুরনোদিনের কথা মনে পরে গেল আমারও এমন একজন ছিলো
কবি নজরুল এর এক অসামান্য সৃষ্টি, গানটি সুন্দর করে গাওয়া হয়েছে। শিল্পী কে ধন্যবাদ জানাই।
Good vai
Really you are proud of our Bengali community, with so many thanks, God gifted sur... from India
We are too proud to have such an excellent aperson like Kazi Nazrul Islam in our country during British Regime. His contribution in all dimension have no boundary. Salute to him.
এই গান টা শুনলে পুরাণ স্মৃতি জেগে ওঠে!!!
বরাবর ই প্রথম বারের শোনার মতোই অনুভূতি! ❣️❤️❣️
Shashi Rahman জী পুরনো স্মৃতি জেগে ওঠা মানে হৃদয়ের পুরনো বেথ্যা সৃষ্টি হওয়া । পুরনো সব কিছু মানুষ বাদের স্থানে রাখে , নতুন আখ্রে চলা শ্রেয় ।
দই ফুচকা নাকটি দেখার পর গানটি খুব ভালো লাগলো,,তাই শুনতে চলে এলাম,,,
apnader comment dekhe akhn,doi huska dekhbo
তুমি শ্রেষ্ঠ নজরুল শিল্পী।
কবি ডা.সুজা
তুমি শ্রেষ্ঠ নজরুল শিল্পী
গানটির বাণী ও সুর কাজী নজরুল ইসলামের অপুর্ব সৃষ্টি। আমি তাকে আমার অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাই।
শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম ওনার মনের ভাব প্রকাশ এই গানের মধ্যে । এটাই লেখক - লেখিকার মনের ভাব প্রকাশ ।
👍
@@pulinchandradebnath3137 :- এখন পুরো লীন চন্দ্র পূর্ণিমাতে পূণ্য রূপে আবি্ভূত হবেন এই দুর্লভ পৃথিবীতে দেবনাথ জী নমস্কার , শুভ সন্ধ্যাতে আমা হইতে অভিনন্দন রইলো ।
Good vai dada
@@SwapanDas-dp3qt - দাদা ৬৪ কলার শ্রেষ্ঠ কলা সঙ্গীত। এই সঙ্গীত শিল্পী ও লেখকরা বেশি নারী প্রেমী ও প্রকৃতি প্রেমী। শ্রদ্ধেয় শ্রী ঈশ্বর নজরুল ইসলামের গানের সমতূল্য ভাবের গান শ্রী শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় ও মান্না দে দুজনে শিলিগুড়িতে গিয়েছিল এক জনার খোঁজে , এক বাড়িতে গিয়ে কলিং বেল টিপল এবং একটি শ্যামবর্ণ সুন্দর মেয়ে এসে দরজা খুললো , তারপর শ্রদ্ধেয় শ্রী ঈশ্বর পুলক বন্দ্যোপাধ্যায় ও মান্না দে মেয়েটির রূপ ও চুলের সুন্ধর্যে স্ট্যাচু হয়ে মেয়েটিকে অবাক দৃষ্টিতে দেখছে এবং দুজনে আলোচনা করছে এই মেয়েটি এত সুন্দর। হোটেলে গিয়ে শ্রদ্ধেয় শ্রী পুলক বন্দোপধ্যায় ঐ মেয়েটির উপর একটি গান লিখে ফেলে এবং সেই গানটি শ্রদ্ধেয় শ্রী মান্না দের কন্ঠে রেকডিং হয় , গানটি ও কোনো এতো সুন্দরী হলো, সুপার হিট এই বাংলা গান । দাদা শুনবেন আর চিন্তা করবেন সঙ্গীত শিল্পী ও লেখকরা নারী ও প্রকৃতি আকৃষ্ট মানভাপন্ন হয় । এটার জন্য আমরা এনাদের বেশিরভাগ চরিত্রহীন বলে তাচ্ছিল্য করি । শুভ রাত্রি।
এতো সুন্দর অর্থের সৃষ্টিতে গান লেখার দহ্মতা একমাত্র আমাদের কাজী নজরুলের দ্বারা সম্ভব.. ওনার লেখা আমার অসম্ভব ভালো লাগে💞💞💞😇
অসাধারণ গেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সুন্দর গেয়েছেন। ✅💚
তুমি সুন্দর। মনের গহীনে রেখেছি তোমার গান।
কবি ডা.সুজা
Heavenly voice,very nice songs by F Ara.
সুন্দর গাওয়া, সুন্দর কন্ঠে!👌👌
কী অসাধারণ ক্ন্ঠ ও গায়কী! অপুর্ব মুগ্ধতায় ডুবে গেলাম,হে গুণী,আপনার গান শুনে। জানিনা,আপনি বেঁচে আছেন কিনা।যদি এই সুন্দর পৃথিবীতে আপনার সনামধন্য অস্তিত্বের সুঘ্রাণ কখনও পাই আপনার সঙ্গে দেখা করতে যাব,পা ছুঁয়ে প্রণাম করে ধন্য হব।খুব সম্ভবত আপনি বাংলাদেশের শিল্পী। বাংলাদেশ আমার জন্মভূমি তাই সেখানে যাবার জন্য আমি পাসপোর্টও করেছি। জানিনা আমার প্রিয় মাতৃভূমিতে এবং আপনার চরণে মাথা ঠেকানোর স্বপ্নটা বাস্তবায়িত হবে কিনা!
উনি ফেরদৌস আরা। বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে ফিরোজা বেগমের পরে বোধহয় শ্রেষ্ঠ নজরুল গীতি গায়িকা।
উনি বেঁচে আছেন, সুস্থ আছেন, নিয়মিত গান করেন। সাথে নিজের গড়া গানের প্রতিষ্ঠান 'সুরসপ্তক' পরিচালনা করছেন। এখানে মূলত নজরুল গীতির শুদ্ধ বাণী ও স্বরলিপির সুরে গান শেখানো হয়।
এতো সুন্দর একটা গান আসলেই আপনিও অনেক, সুন্দর করে গাইলেন, বাহ
দই ফুচকা নাটক দেখে পুরো গান টা শুনতে চলে আসলাম 🙂
অসাধারণ , আপনার কন্ঠের সুমধুর গান শুনে মন ছুঁয়ে গেছে । নমস্কার দিদি , শুভকামনা রইল । শুভরাত্রি ।
Joy guru dada
অতুলনীয় অসাধারণ এক কথায় অদ্বিতীয় স্রষ্টা ও কণ্ঠশিল্পী ফেরদৌস আরাকে ধন্যবাদ ৷
নাউজুবিল্লাহ
What a combination of tune lyrics and the performer ❤️❤️❤️❤️
কবির কালজয়ী এই গান, ফিরদৌসি আারার কন্ঠ ও সৌন্দর্য যেন মিলেমিশে একাকার ।
ছোট্ট মন্তব্য, কিন্তু হৃদয়গ্রাহী। ধন্যবাদ, মিঃসুর।
অসাধারণ
বলার ভাষা নেই।
Outstanding song and beautifully sang by ferdous ara mam
Wow..darun
অসাধারণ সৃষ্টি
ফেরদৌস আরা আপু,,, আপনাকে সালাম। আপনার গান অসাধারন। ধন্যবাদ,,,,,,,,,, 😍😍😍😍
Oh! My favourite singer so nice seeing 😍💙💕
এই গানটা আমি প্রায় মাঝে মাঝে শুনি। কিন্তু দই ফুচকা নাটকটা দেখে আবারও শুনতি মন চেলো।
গানটা শুনে ধন্যবাদ দেওয়ার ভাষাটাও হারিয়ে ফেলেছি
Wonderful job engagement.
অসাধারণ সুন্দর লাগছে
Khub Sundar !! ...🙏🙏
অসাধারণ আপু অসাধারণ।
Very Good sound. Beautiful song. God blessed youth.
খুব খুব ভালো ভালো হয়েছে খুব সুন্দর গেয়েছেন তো আমার খুব প্রিয় গান আপনি খুব সুন্দর গেয়েছেন খুব ভালো থাকবেন এই কামনা করি 👌👌👌👌👌❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹
তার গান যতবার শুনি ততবার শুনতে ইচ্ছে কর্
... অপূর্ব গায়িকাকে ধন্যবাদ
ফেরদৌস আরা আমার খুবই প্রিয় শিল্পী। তিনি আবার নজরুল ইনস্টিটিউটের একজন শিক্ষকও যদ্দুর জানি। যে গানটা তিনি গাইলেন, সেটাও আমার অন্যতম পছন্দের গান। আমি এই গানটা প্রথম শুনি সত্তর দশকের দিকে শিল্পী রওশন আরা মোস্তাফিজের কন্ঠে। এরপর বহুবার বহু নজরুল সংগীত শিল্পীদের কন্ঠে শুনেছি। ফেরদৌস আরার কন্ঠেও শুনেছি। কিন্তু আমার কাছে রওশন আরা মোস্তাফিজের কন্ঠে গাওয়া গানের সুরটিই আদি সুর বলে মনে হয়েছে।
Good vai anek purano sey dinr kta ki apurv
অপূর্ব সুর আর মাধুর্য ভরা সব সময়েই বড়ো ভালো লাগে
অসাধারণ ❤
খুব ভালো লাগলো
Excellent your song mem. Your nazrul song is fantastic
Ferdous ara you will be alive forever in my world.
Khub sundar laglo
অসাধারণ।
Very nice and sweet song. Really this song bring back all my past memories. Heart wrenching song.
Darun didi
আমার প্রিয় শিল্পী র গান ভাল ।
Outstanding👌
Onek sundor ai song ta
খুব সুন্দর।
বারে বারে আমি তোমার গায়কি অপুর্ব নিবেদন করো 👌
Excellent performances every steps her celestial voice so thanks with respect 🙏🙏🙏
গান টা খুব ভালো লাগল ।
Osadharon
Wow asadharon.
So beautiful song my Favourite
অসাধারণ
Khub bhalo lagchhe.
এই কবিতাটা আমার এক দাদু শুনাতো,,,, সে আর আজ আমাদের মাঝে নাই😭😭 তখন থেকে আমি এটার পাগল,,, কিন্তুু এটা যে গান আমি জানতাম না আমি তো মনে করতাম কবিতা ,,,,, 🥰❤️🥰❤️
Thanks
Se nije o sondor je ganti gache❤
Gives mind relax.
কাজী নজরুল ইসলাম অনন্ত কাল পয্যনত বাংগালীর মনের ভিতর থেকে আলোডল সৃষ্টি করে যাবে।
Thik bolchen Vai,tar record 5000 bosereo keu vangte parbena
Fantastic.
মুগ্ধ !মুগ্ধ !
Brilliant performance 🎉🎉🎉🎉🎉
So Beautiful
So Elegant
just looking like A wow.....❤
আমি মুগ্ধ নজরুল তোমার গানে
Outstanding song and also voice.
Thanks
Ato dorodi kontho age sunini😊💐💐
প্রীয় শিল্পী শ্রদ্ধা আপনার জন্য।
বড় আপু আপনার গান আমার এত ভালো লাগে আমি ওমান থাকে বলতেছি
দারুণ!
নজরুল যে কি জিনিস 🖤🖤🙏🙏
Ferdousara ,najrul sangeet silpi speshal, Bangladesh, excellent performance,
Wonderful song my sister
I was fascinated by the lyrics and the melody
Thanks you very much for your
Very nice and splenders song
Your
Snehalata
ভাল গেয়েছেন
Konthe surer murchonay nesa jagie dey
মাশাল্লাহ
Extra ordinary voice . My Favorite Singer.
Excellent song & singer
Fantastic
Nazrul is the gratest poet and artist California Usa
Apurba apurba
🙏🙏🙏💚❤💖💛👍👍💞🌹 god bless mam..koti pranam....🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳kolkata.nbp
গানটি শুনে মনে পড়ে গেল যেন কার কথা??????
Excellent.
আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্.🌴🌴🌾
শ্রদ্ধা নিবেদন করি জাতীয় কবি নজরুল ইসলাম
তাঁর আত্মার মাগফিরাত কামনা ।
Amar priyo Nazrul tar sathe sudarshana Firdaus...oprotim.