Ami Rupe Tomay Bholabo Na | Sunidhi Nayak | Rabindra Sangeet | আমি রূপে তোমায় ভোলাব না | LIVE

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025
  • The best part of singing Tagore is losing oneself in the intricate simplicity and finding in the layers of meanings. It is an emotional rollercoaster to perform a Rabindrasangeet...
    Lyrics -
    Ami rupe tomay bholabo na, bhaalobasay bholabo.
    Ami haat diye dwaar khulbo na go, gaan diye dwaar kholabo.
    Bharabo na bhushanbhaare, saajabo na phuler haare -
    Premke aamar maala kore galay tomar dolabo.
    Jaanbe na keu kon tuphane tarongodal naachbe praane,
    Chnaader moto alokh taane joware dheu tolabo.
    Song : Ami Rupe Tomay / আমি রূপে তোমায় ভোলাব না
    Rabindrasangeet
    Singer : Sunidhi Nayak
    Video : Fuad Shourav
    Digital Partner : Bengal Web Solution
    Follow Me On -
    Facebook : / sunidhiofficial
    Instagram : / nayaksunidhi
    Subscribe Now : bit.ly/Sunidhi...
    #AmiRupeTomay #Rabindrasangeet #Sunidhi

Комментарии • 350

  • @Kobiyal12
    @Kobiyal12 3 года назад +101

    মনোমুগ্ধকর কন্ঠ!!! রবি ঠাকুর বেঁচে থাকলে নিশ্চয়ই শুনতেন শুধু ই শুনতেন স্থির হয়ে❤

    • @devaadinnachakraavortii4763
      @devaadinnachakraavortii4763 3 года назад +3

      রবি ঠাকুর হবে

    • @-ey8vb
      @-ey8vb 9 месяцев назад

      রবীন্দ্রনাথ স্থির হয়ে শুনতেন অকালপ্রয়াত
      অমিতা সেন ( খুকু) কণিকা বন্দ্যোপাধ্যায় তথা মোহরদি'র গান ( যার অণিমা নাম পাল্টে কণিকা অর্থাৎ স্বর্গীয় সুরের একটি কণিকা মর্ত্যে এসেছে 👌) সাহানা দেবী, সাবিত্রী কৃষ্ণণ, গীতা ঘটক, বিজয়া রায়,
      অমিতা ঠাকুর এদের গান ও মন দিয়ে শুনেছেন 👏

  • @prosenjetroy2517
    @prosenjetroy2517 3 года назад +185

    রবীন্দ্রনাথের গানে যে বিশুদ্ধতার অভাব চারদিকে, সেখানে দাঁড়িয়ে আপনি বিশুদ্ধতায় অদ্বিতীয়া হয়ে উঠছেন৷ গানটা শুরু হতেই মনের মধ্যে এক শীতল অনুভূতি বয়ে গেলো, বিমোহিত করে রাখলো পুরোটা সময়। এই অনুভূতিটা আজকাল খুব কম পাই৷ ❤️

    • @BithiSithiGunjon
      @BithiSithiGunjon 3 года назад +2

      Agreed ❤

    • @ashisgold2009
      @ashisgold2009 3 года назад

      EKDOM TAI

    • @md.taisirahmedtutul9974
      @md.taisirahmedtutul9974 3 года назад +2

      আমার মনে কথা গুলি বলেছেন শুভ কামনা আপনার প্রথি

    • @supritdhar2288
      @supritdhar2288 2 года назад +2

      Samantak er gan ta sunben tahole aro besi valo lagbe..

    • @wonderfacts7782
      @wonderfacts7782 2 года назад +1

      রবীন্দ্রনাথের গানে বিশুদ্ধতার অভাব?? ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ।

  • @dipsikhamondal8582
    @dipsikhamondal8582 3 года назад +6

    সুনিধি দির গাওয়া রবীন্দ্রসঙ্গীত গুলির মধ্যে আমার সবচেয়ে প্রিয় এইটি।

  • @ankitachatterjee4954
    @ankitachatterjee4954 3 года назад +7

    কতটা সাধনা করলে এরম গলা পাওয়া যায় 😭❤️❤️❤️ oshadoron গলা 😀 ❤️❤️❤️❤️ from Santiniketan ❤️

  • @NitayChan
    @NitayChan 8 месяцев назад +2

    কতোটা সাধনার ফলে এতো মনোমুগ্ধকর মাধুর্য্যময় কন্ঠ হয়! সেটা যারা সঙ্গিত সাধনা করে তারা বলতে পারবে। 🙂🌝💖💗❤️

  • @samratchakraborty2648
    @samratchakraborty2648 3 года назад +15

    তোমার গলায় গান শুনলেই কেন‌ জানিনা মনে এক অদ্ভুত বিষণ্ণতা কাজ করে ! হঠাৎ করেই কেন জানি না এক অদ্ভুত অদৃশ্য বিরহের বেদনা অনুভূত হয়, সমগ্র হৃদয় আবিষ্ট করে থাকে যেন !!! মন টা কেন জানি না চঞ্চল হয়ে ওঠে, আনমনা হয়ে ওঠে... তোমার গলায় জাদু আছে সুনিধি দি ❤️

  • @piyalimaity5545
    @piyalimaity5545 3 года назад +7

    সকাল টা আজ একটু অন্যরকম ভাবে শুরু হলো ...মুগ্ধ হয়ে গেলাম.....খুব প্রিয় একটা গান আমার ❤️

  • @mirzakamaluddin1744
    @mirzakamaluddin1744 3 года назад +21

    আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব।
    আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব॥
    ভরাব না ভূষণভারে, সাজাব না ফুলের হারে--
    প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব॥
    জানবে না কেউ কোন্‌ তুফানে তরঙ্গদল নাচবে প্রাণে,
    চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব॥

  • @arifurrahman881
    @arifurrahman881 12 дней назад

    আহা, কি দরদ❤❤

  • @aniruddhachakravarty2010
    @aniruddhachakravarty2010 2 года назад +1

    অপূর্ব! “চির সখা হে ছেড়ো না” শোনার জন্য অনুরোধ জানিয়ে রাখলাম।

  • @sunirmaldebroy3049
    @sunirmaldebroy3049 3 года назад +3

    Sunidhi # খাঁজ কাটা গলায় ক্লাসিকাল রবীন্দ্রসংগীত দুর্দান্ত গেয়েছেন যা just ভাবা যায় না
    মার্জিত,অপূর্ব,অনবদ্য ও অসাধারণ উপস্থাপনা ।
    সহজ, সরল ও সাবলীল পরিবেশনা । চমৎকার সম্পাদনা । অজস্র ধন্যবাদ আপনাকে । অনেক অনেক শুভেচ্ছা রইলো Sunidhi ।

  • @halfbluebloodprince4691
    @halfbluebloodprince4691 3 года назад +4

    সবাই অনেক কথা বলেছে, অনেক সুন্দর কথা।
    তবে কেন জানি, গানটা শোনার পরে, আমার চোখ দিয়ে জল চলে এসেছে।

  • @anyatamaghosh09
    @anyatamaghosh09 3 года назад +11

    আমার অন্যতম প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত। অসাধারণ হয়েছে দিদি। অনেক অনেক ভালোবাসা। 💕🦋💫😇

  • @hiranmoye-kanta
    @hiranmoye-kanta 3 года назад +17

    অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম আপনার কন্ঠে এই গানের রেকর্ডিং শোনার জন্য! আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন সম্ভবত।
    ধন্যবাদ সুনিধি ম্যাম, ভালোবাসা নিবেন 🤍

  • @adnan_syed230
    @adnan_syed230 3 года назад +1

    অনেক দিন পর কবি গুরুর অসাধারণ বিশুদ্ধ কন্ঠে একটা গান শুনলাম। তাঁকে আমার অভিবাদন।

  • @md_tawhidul_haque
    @md_tawhidul_haque 3 года назад +1

    বর্তমানে অর্ণব ভাই আর আপনি অনেক আদর্শ একটা কাপল। অনেক ভালো লাগে আপনাদের দুজনকে।
    সবসময় এক সুতোয় গাথা থাকবেন এই প্রত্যাশা। 🤍🤍🤍

  • @SubhasishChaudhuriChakdaha
    @SubhasishChaudhuriChakdaha 3 года назад +1

    খুব সুন্দর। মন ভরে গেলো। অসাধারণ গায়কী। সুকণ্ঠ। অনেক শুভেচ্ছা তোমার জন্য।

  • @lyricsmanprottoy
    @lyricsmanprottoy 3 года назад +10

    কী যে সুন্দর লাগল শুনতে। মনে শান্তির আশ্চর্য স্রোত ভেসে যায়। !!!!

  • @SudiptoAofficial
    @SudiptoAofficial 3 года назад +6

    উফঃ কি শান্তি ♥️অনেক ভালোবাসা ভারতবর্ষ থেকে🙏🎵

    • @rakshitsibaji
      @rakshitsibaji 3 года назад +3

      she is from India...Shantiniketan

    • @SudiptoAofficial
      @SudiptoAofficial 3 года назад

      @@rakshitsibaji oh i am sorry for wrongly judging her as Bangladesi singer, and thank you for correcting me🙏♥️

    • @priyabrata351
      @priyabrata351 3 года назад +1

      @@rakshitsibaji Asansol actually 😊

  • @debaprasadbhattacharjee1724
    @debaprasadbhattacharjee1724 Год назад

    অসাধারণ, গায়ে কাঁটা দিয়ে উঠলো, কি গাইলেন, আহা!

  • @kashidhampara
    @kashidhampara 2 года назад +1

    অসাধারন ভালবাসার ফসল এই গান তুমি গাইলে। you are the best in New generation.

  • @bywordbangla7232
    @bywordbangla7232 3 года назад +1

    আমি রূপে তোমায় ভোলাবো না
    ভালোবাসায় ভোলাবো।
    আহা! কি কথা!
    আর গায়কী, পরিবেশ, ভয়েস সব কিছু এত্ত সুন্দর লেগেছে বলে বোঝাতে পারব না

  • @srobontichattopadhyay2859
    @srobontichattopadhyay2859 3 года назад +8

    অসাধারণ ❤️❤️❤️ মনভোলানো, মন ভরানোও ❤️❤️❤️ অনেক দিনের প্রতীক্ষার অবসান এত সুন্দর একটা গান দিয়ে, আপনাকে অনেক ধন্যবাদ সুনিধি, এভাবেই ভরিয়ে রাখুন শ্রোতাদের ❤️❤️❤️

  • @pradipbanerjee8705
    @pradipbanerjee8705 3 года назад

    আমার অনেক ছোটো বেলার রঙিন স্বপ্ন ভেসে উঠলো। অসাধারণ।

  • @MadanDas-vg7hf
    @MadanDas-vg7hf 5 месяцев назад

    অনেক দিন পর শুনলাম,খুব কম বয়েসে দেখেছি শুনেছি, খুব পরিণত।
    অনেক শুভেচ্ছা,
    আসানসোল থেকে।

  • @amigadhabolchi
    @amigadhabolchi 6 месяцев назад

    মনোমুগ্ধকর মাধুর্য্যময় কন্ঠ , চমৎকার !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @somagangulymunni
    @somagangulymunni 2 года назад

    আহা!!!! মুগ্ধতায়ভরা অনিন্দ্য সুন্দর পরিবেশনা....রাবীন্দ্রিক শুভেচ্ছা সতত।

  • @swarnavamishra8113
    @swarnavamishra8113 3 года назад

    আহা কি মধুর । বুকের মধ্যে জমানো কান্না চোখে জলে বেরিয়ে এলো l শ্রুতি মধুর l

  • @nipakar5169
    @nipakar5169 3 года назад

    বহু বার বহু বার বার শুনেছি এই গান তোমার কণ্ঠে ...... আর ততো বার কোথায় হারিয়ে যাই ......

  • @mbshahed5247
    @mbshahed5247 3 года назад +4

    এই যান্ত্রিক শহরে একজন নতুন কোকিলকে দেখলাম।সত্যিই পরিবেশনটি অসাধারণ লাগলো।মম অন্তর থেকে অভিনন্দন পাঠালাম🎶🌹👌

  • @sakibzaman7719
    @sakibzaman7719 2 года назад

    সুনিধি আপু আপনার রবীন্দ্র গানের কন্ঠ শুনে সেই ১৫ সালের পরে আবার নতুন করে শুনা শুরু করেছি❤️❤️।অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️।

  • @drRownakJahan
    @drRownakJahan 3 года назад +1

    বুকের ভেতর কেমন জানি লাগে। সকাল সকাল প্রাণ টা জুড়ায় গেলো।
    বাংলাদেশের এই ক্ষুদ্র ভক্তের অঢেল ভালোবাসা নিয়েন আপু। ❤️

  • @wahidninan1203
    @wahidninan1203 2 года назад +1

    অসাধারণ মিষ্টি কণ্ঠ। এত সুন্দর করে গান আপু আপনি সত্যি চারিদিকে মুগ্ধতা ছড়িয়ে যায়।

  • @sazuahmmed3062
    @sazuahmmed3062 3 года назад +6

    impressive voice... amazing cover.love u all....
    অর্ণব দাদা রে নিয়ে হ্যাপি থাকো,সারাটি জীবন। আমার পছন্দের ২জন,,,,,অন্যান্য সস্তা সেলিব্রেটিদের মত,,,,,আলাদা হও না কখনোও।

    • @halimaliza2305
      @halimaliza2305 3 года назад +1

      আমি ছোটবেলা থেকে অর্নবের একনিষ্ঠ ভক্ত, সুনিধী কেও খুব পছন্দ করি, I wish them all the happiness and love in this world.
      কিন্তু এইযে ভাইয়া " সস্তা সেলিব্রিটি " শব্দটা ব্যবহার করলেন, আপনি কি জানেন না অর্নব আর সাহানার কথা? তাহলে আপনি কি সেই আগের অর্নবকে সস্তা বলছেন? নাকি সাহানা কে?
      কাউকে বড় করার জন্য অন্যকে ছোট করার তো দরকার নেই।

  • @priyabawali889
    @priyabawali889 3 года назад +1

    আহা! কি স্নিগ্ধতা ,ইহা কি শুধুই গান নাকি হৃদয়ের প্রশস্তি !😌❤

  • @souravbhattacharya68
    @souravbhattacharya68 Год назад

    মনমুগ্ধকর গায়কী আপনার,এভাবেই ভরিয়ে রাখুন শ্রোতাদের ❤🌹

  • @sagarkarmakar5310
    @sagarkarmakar5310 3 года назад

    বলার ভাষা হাড়িয়ে ফেলেছি।এত্ত সুন্দর এত্ত সুন্দর এত্ত সুন্দর 🧡🧡🧡❤️❤️❤️❤️❤️🧡🧡🧡

  • @asmsonnet2051
    @asmsonnet2051 Год назад

    অসাধারণ, অনবদ্ধ,গহীনে ভেতরে, অসম অনুভূতির অসমাপ্ত সমীকরণে আটকে গেলাম....... ❤❤❤❤

  • @sayanmukherjee1956
    @sayanmukherjee1956 3 года назад +1

    অনির্বচনীয়। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গানটির সাথে। 🙏

  • @khairulislamtuhin7457
    @khairulislamtuhin7457 3 года назад +7

    অবশেষে প্রতীক্ষার অবসান, কর্মব্যস্ত শেষ দিনের সন্ধ্যা ও পূণিমার চাঁদ আরো উপভোগ্য হলো। ধন্যবাদ সুনিধি দি ❤️❤️❤️

  • @lelouch7975
    @lelouch7975 2 года назад

    এই কন্ঠে মাদকতা আছে। নাহলে এতবার শুনলেও কেন ঘোর কাটে না! 💟

  • @sharanyachakraborti7240
    @sharanyachakraborti7240 2 года назад

    Oshadharon... Sunidhi... Oshadharon apni 🙏

  • @irasengupta5115
    @irasengupta5115 2 года назад

    অপূর্ব অপূর্ব লাগলো।অনেক শুভকামনা।

  • @rhleeson5104
    @rhleeson5104 3 года назад +6

    অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো😇 এটারই অপেক্ষায় ছিলাম ধন্যবাদ সুনিধি দি 💖

  • @tanushrigoswami1421
    @tanushrigoswami1421 2 месяца назад

    অপূর্ব

  • @mr.hoichoi4734
    @mr.hoichoi4734 3 года назад +17

    এত্ত মিষ্টি!!❤️❤️
    অর্ণব-দার না সাথে জোড়ালে হয়তো আজ এই মিষ্টি মানুষটার এই মিষ্টি সুরের গান শুনতে পারতাম না
    অসাধারণ ছিলো সুনিধী দিদি❤️❤️❤️❤️
    ভালবাসা নিবেন❤️❤️

  • @LaboniSarkar-pq4rk
    @LaboniSarkar-pq4rk 13 дней назад

    বাহ্ 😮

  • @rehnumatarannum9443
    @rehnumatarannum9443 3 года назад +1

    অশ্রুসিক্ত নয়নে, মুগ্ধ হয়ে শুনে গেলাম। ভালোবাসা রইল। ❤

  • @nilakbaisya6914
    @nilakbaisya6914 3 года назад +16

    Your music always brought peace and tranquility.. Such a nice rendition 😀😀😀

  • @শেখসাইফান
    @শেখসাইফান 3 года назад +1

    আহা দি,কি দরদ। মুগ্ধতা একরাশ🖤

  • @antardasanurag3794
    @antardasanurag3794 3 года назад +1

    I love Sunidhi. But her every Rabindra Sangeet the most. Mesmerised vocal, very soothing to listen indeed.

  • @srabanisarkar4850
    @srabanisarkar4850 5 месяцев назад

    সত্যি আপনার গান শুনে মন ভরে গেল ❤❤

  • @krishnenduchoudhury8448
    @krishnenduchoudhury8448 3 года назад

    সুনিধি অসাধারণ গেয়েছেন। সুর মুর্ছনায় ভেসে গেলাম। অনেক দুর আপনি যাবেন।

  • @trinathghosh6837
    @trinathghosh6837 3 года назад

    সারাদিনের ক্লান্তি এক নিমেষে কোথায় উবে গেল

  • @shantanunandi793
    @shantanunandi793 3 года назад

    Prashanti-ro Ekta uthaal pathaal shrot hoy .. ei gaanta shune setai onubhob korchhi.. onek dhonyobaad ar shubhechchha Sunidhi.

  • @barnalipathak7202
    @barnalipathak7202 5 месяцев назад

    এত ভালো লাগে আপনার গান। আরো অনেক এরকম প্রয়াস এর অপেক্ষায় রইলাম।

  • @tophamukherjee8861
    @tophamukherjee8861 7 месяцев назад

    Monta bhore galo❤

  • @sdasgupta2848
    @sdasgupta2848 2 года назад +1

    কি গুণী! 🌹🙏

  • @dipankarbhattacharya5753
    @dipankarbhattacharya5753 9 месяцев назад

    Exceptionally beautiful, very soothing.

  • @khaledaakterjui2380
    @khaledaakterjui2380 3 года назад +5

    মন ঠান্ডা করা কন্ঠ ❤️

  • @arkamitabhattacharjeemusic5375
    @arkamitabhattacharjeemusic5375 3 года назад +1

    Aha atari opekhhay chilam ❤️mon vore galo ❤️

  • @tuhinabhandari4869
    @tuhinabhandari4869 2 года назад

    অপূর্ব লাগলো মন ভোরে গ্যালো

  • @souhardyadawn6713
    @souhardyadawn6713 3 года назад

    এতো ধীরস্থির ভাবে গান টা করলেন কিভাবে?
    গান এর মাঝে তলিয়ে গেছিলাম রবীন্দ্রনাথ এ।

  • @rahulsanjowal28
    @rahulsanjowal28 Год назад

    Thousands of words should be written for this hardworking singer for giving efforts to this song! Amazing!

  • @rakinbabuny8581
    @rakinbabuny8581 3 года назад

    অপূর্ব এতো মিষ্টি সুর আহ,,সুনিধি❣️

  • @ahananath4522
    @ahananath4522 2 года назад

    আহা!অসাধারণ...

  • @nitishkumarroy7757
    @nitishkumarroy7757 Год назад

    সুরেলা কন্ঠের খুবই সুন্দর আবেগ ময় উপস্থাপনা।

  • @AMClubBD
    @AMClubBD 3 года назад +2

    ধন্যবাদ দিদি,কি অসাধারণ গাইলেন।💚💚💚

  • @acousticmuse1953
    @acousticmuse1953 3 года назад +3

    Leaving my comment so that when some one likes this I will get reminded of this soulpiece

  • @SyedSharfulAnam
    @SyedSharfulAnam Год назад +1

    Excellent rendition! Thanks.

  • @md.taisirahmedtutul9974
    @md.taisirahmedtutul9974 3 года назад

    এক গান শুনেই সাবস্ক্রাইব করে দিলাম রবীন্দ্রনাথ ও আধুনিক ফিউশন.আহ জুরিয়ে গেল. তবে অর্ণব এর সাথে আরো রবীন্দ্রনাথের গান চাই

  • @udayanadhikari1177
    @udayanadhikari1177 3 года назад

    অপূর্ব,,,অতুলনীয়, মন স্পর্শ করে,,

  • @kakonghosh1102
    @kakonghosh1102 3 года назад

    kothin ekta gaan khub sundor geyechen....

  • @sagarkarmakar5310
    @sagarkarmakar5310 3 года назад

    অসাধারণ দিদি🧡❤️
    গানটি একটা নতুন রুপ পেল 🧡❤️❤️

  • @debasishdas1945
    @debasishdas1945 3 года назад

    ভয়ংকর সুন্দর.... এই শব্দটাই যথ্যার্থ

  • @shazzadhossain2242
    @shazzadhossain2242 3 года назад

    arnob da u r the luckiest person....

  • @riyankamaiti
    @riyankamaiti 3 года назад +2

    সবার জন্য নহে❤️ভালো থাকুন সুনিধি

  • @somasidhya3696
    @somasidhya3696 2 месяца назад

    শুভ বিজয়া দিদি । ❤

  • @smssccrack....
    @smssccrack.... 3 года назад +1

    একরাশ মুগ্ধতা!❣️❣️

  • @jiteshdey3480
    @jiteshdey3480 2 года назад

    শান্ত, গভীর, শুদ্ধ উচ্চারণ ✨

  • @ashimmajumder7640
    @ashimmajumder7640 2 года назад

    মুগ্ধ হয়ে শুনছিলাম❤️

  • @Bijoyamonimusic
    @Bijoyamonimusic 6 месяцев назад

    খুবই ভাল লাগল ❤❤❤

  • @Sayemusic
    @Sayemusic 3 года назад +1

    সকাল টা রঙিন মনে হচ্ছে, অনিন্দ্য সুন্দর🌸❤️

  • @anushkabhowmick4174
    @anushkabhowmick4174 3 года назад

    অদ্ভুত এক প্রেমময় শান্তি অনুভব করলাম।।🤍🖤

  • @taieba8399
    @taieba8399 3 года назад

    আহারে!
    কি সুন্দর

  • @rcanomitra
    @rcanomitra 3 года назад

    খুব ভাল লাগলো | অসাধারণ |

  • @sporadicthoughts356
    @sporadicthoughts356 3 года назад +1

    Magical voice that touches me very much.Truly saying that Rabindra Sangeet has been fulfilled now with your voice.Like your voice so much.

  • @sushmitabanerjee5746
    @sushmitabanerjee5746 3 года назад

    অপূর্ব আপনার কন্ঠ। মুগ্ধ হয়ে শুনছিলাম। বহুদিন পর এতো সুন্দর সংগীতের স্বাদ পেলাম। আহা। মন ভরে গেল😊

  • @SoloTripper365
    @SoloTripper365 3 года назад +1

    অসাধারণ কণ্ঠ!!! মনকে দোলা দেয়ার মতো কণ্ঠ...... ❤❤❤

  • @moazmozammel1140
    @moazmozammel1140 3 года назад

    আপনার চোখ গুলো ছলনাময়ী🥺
    দেখলেই প্রেমে পরে যাই বারবার 💌💌

  • @madhurisahadatta4428
    @madhurisahadatta4428 3 года назад

    Onyorokom arrangement. Valo.

  • @manabganguly8144
    @manabganguly8144 3 года назад +1

    অপূর্ব গায়কী 🙏

  • @sharifjafor4095
    @sharifjafor4095 3 года назад

    অসাধারণ গেয়েছেন। অদ্ভুত প্রশান্তিতে মনটা ভরে গেল।

  • @md.taisirahmedtutul9974
    @md.taisirahmedtutul9974 3 года назад

    প্রান জুরিয়ে গেল

  • @akmnuruzzaman3721
    @akmnuruzzaman3721 2 года назад

    তোমার গলায় কোমল রেশমি সুর বিমোহিত করেছে। ভালো থাকো বোন সব সময়। অনেক দোয়া রইলো।

  • @শব্দমালা-ট৫ল
    @শব্দমালা-ট৫ল 3 года назад

    অনবদ্য,মন ভরে গেল।

  • @mihir7ful
    @mihir7ful 3 года назад

    এক কথায় অসাধারণ।

  • @kamrunnahar4766
    @kamrunnahar4766 3 года назад +1

    এটা আপনি সবচেয়ে সুন্দর গান❤️

  • @arpitaghosh2819
    @arpitaghosh2819 3 года назад +2

    So justified with this song.. Darun

  • @ruddroprotim6507
    @ruddroprotim6507 3 года назад +1

    তোমার গান আমার অনেক ভালো লাগে। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ❤️❤️❤️❤️
    একটা অনুরোধ ছিল😅 "সুরে ও বাণীর মালা দিয়ে" এই গানটা একটু গেয়।please please please🙏🙏🙏