Although Tomake Chai came before this album, this was my introduction to Suman when I was in class 8 or 9. I don't remember exactly now, but either my elder sister or my mother bought the HMV cassette. It suddenly opened up a new world for me, and ever since I have been a huge huge admirer of Suman and his songs. It has been 30 years after that and I am 44 years old now, and still come back to listen to these songs. Thanks for uploading the full album.
I grew up listening your song, dreaming of changing the world. Now, just like your song, mid age, no dream and hanging out with memories. Thanks for giving out generation a good memory!!
হয়তো অনেকেই একমত হবেন না, কিন্তু আমার বারেবারেই মনে হয়, কবীর সুমনের জীবনের সেরা অ্যালবাম এই “ইচ্ছে হল”। ❤️ একে টক্কর দেওয়ার মতো বেশ কিছু ক্যাসেট থাকলেও একে ছাপিয়ে যাওয়ার মতো আর একটিও নেই।
সুমন দা, আপনার গান খুবই ভালো লাগে, আমার প্রনাম নেবেন, অনেক সালাম, আমি আপনাকে ধন্যবাদ জানাই এত ভালো গান সৃষ্টি করার জন্য, গুনগুন করে আপনার গান গাওয়ার চেস্টা করি, আমি আপনাকে খুব ভালোবাসি, সুদিপ রায়
মগজে কারফিউ ,,, ভাবতে ভয় হয়! আপনার গান আহ্ আহ্! অসাধারণ ! অসাধারণ ❤️ মাজাই লাগলো! সত্যি বলতে কি শেষের দিকে একটু হাসি ও পেলাম। ভালো লাগার হাসি! আনন্দের হাসি, এতো কিভাবে পারে মানুষ,,, আমি এরকম একজন গুনী শিল্পী কে বন্ধু হিসেবে পেয়ে ধন্য! স্যলুট স্যার 💞
কিছু পুরনো স্মৃতি মনে পড়ে। ক্যাসেট কেনবার প্রতিযোগিতা সুমন না নচি না কী bohemian Anjan Dutta ba Shilajit. 2441139 na bajlo chutir ghantal ৯০ দশক কিছু বাংলা গানের প্রতিভা উঠে এসেছিল
আহা। যদি আর একটু আগে জন্মাতে পারতাম! তবে আমবাঙালী ওনাদের সবার নাম একই পংক্তিতে রাখলেও কেন জানি না, সুমনের সাথে বাকি সবাইকে একই সারিতে রাখতে আমার ভীষণ অসুবিধে হয়। অনেক ভেবে দেখেছি, কারণটা বিশুদ্ধ সাঙ্গীতিকই। কিংবা ব্যক্তিগত পছন্দের। শিলাজিতের গান যেমন কোনো দিক দিয়ে আমার এতটুকু পছন্দ হয় না। অঞ্জন দত্তের বেশ কিছু গান খুবই ভাল লাগে, নচিকেতারও। আর সুমনের গান একটা সময়ে আমার বেঁচে থাকার সঙ্গী ছিল, শ্বাসপ্রশ্বাসের মতোই। তাই তাকে আলাদাই রাখলাম না হয়।
@@supratimchattopadhyay3344 কারুরই সব গান ভাল হত না। একজনের হয়ত দুটো ভাল আরেকজনে হয়ত কুড়িটা ভাল। কিন্তু ভাল গানটাকে শ্রদ্ধা জানাতেই হবে। এত শিল্পির গান সবই কী ভাল? আমার তো সবার সব গান ভাল লাগেনা। তবে মুখে তার গান সব ধর্ম এক বলে নিজেই ধর্ম পরিবর্তন করল ভয়ে সাহস হলনা মুসলমানকে বিয়ে করে তাকে হিন্দু করতে পারল না। গান নয় চরিত্রটাও দেখতে হয়
আমি হিন্দু মুসলমান বিয়ে তৃণমূল মাওবাদী এসব কোনো বিষয়ই আলোচনায় আনিনি। এনেছি শুধু গানের কথা। কারোর সব সৃষ্টি সমান ভাল নয়, হওয়া সম্ভব নয়। রবীন্দ্রনাথের সব গান একই উৎকর্ষে পৌঁছোয়নি, সত্যজিৎ রায়ের সব ছবিও না। সুমনের সব গান অবশ্যই একই মানের নয়। আপনি একটা খুব দামী কথা বলেছেন, মানুষ হিসেবে কেমন, সামগ্রিক আলোচনায় সেটাও বিবেচ্য হওয়া উচিৎ। হয়তো ঠিকই। কিন্তু আমি তো ব্যক্তি সুমনকে মাথায় রেখে এর আগের মন্তব্যটি করিনি। ব্যক্তি সুমনকে নিয়ে বরং তাঁর কাছের মানুষেরা ভাবুন, যাঁদের যায় আসবে। আমি আদার ব্যাপারী, সুমনের গান নিয়েই আমি থাকি না হয়। আর একটা কথাও আমি মনে করি। আমি একটি বইয়ের সমালোচনা করতে গিয়ে বলতে পারি না, "অমুকের লেখার হাত ভাল, কিন্তু উনি মানুষটি সুবিধের না"। সেটার কোনো মানে থাকে না। শিল্পের আলোচনায় ব্যক্তিজীবন টেনে আনলে হয়তো অনেকক্ষেত্রেই অনেক হিসেব মিলবে না।
@@supratimchattopadhyay3344 Although we conveniently put all of them in the Jibanmukhi Gaan category, Suman is in a different class. None of Anjan, Nachiketa, Shilajit, etc come even close to Suman in quality, and I highly doubt someone will in the near future (especially given the quality of music these days). The sad part is that even with his enormous talent and contribution to Bengali music, Suman never got the recognition he deserved. He is probably the biggest talent in Bengali music after Rabindranath.
সত্যি? থার্ডক্লাস? গানগুলো শুনে, উপলব্ধি করে এই আপনার অভিমত? মতামত যদিও সবার নিজস্ব, তবুও ভীষণ অবাক হলাম। বাংলা সঙ্গীতের ইতিহাসে আর একটি "তিনি বৃদ্ধ হলেন", বা "অরুণ মিত্র"র দৃষ্টান্ত নেই। আর হবেও না। যেমন আর একজন কবীর সুমন সহজে আসবেন না।
Although Tomake Chai came before this album, this was my introduction to Suman when I was in class 8 or 9. I don't remember exactly now, but either my elder sister or my mother bought the HMV cassette. It suddenly opened up a new world for me, and ever since I have been a huge huge admirer of Suman and his songs. It has been 30 years after that and I am 44 years old now, and still come back to listen to these songs. Thanks for uploading the full album.
🌹বড় মিঠে🌹বড় মিহি🌹
🌹বড়ই সু রে লা🌹ভাল থাকুন প্রিয় শিল্পী 🌹🌿🌹
I grew up listening your song, dreaming of changing the world. Now, just like your song, mid age, no dream and hanging out with memories. Thanks for giving out generation a good memory!!
হয়তো অনেকেই একমত হবেন না, কিন্তু আমার বারেবারেই মনে হয়, কবীর সুমনের জীবনের সেরা অ্যালবাম এই “ইচ্ছে হল”। ❤️ একে টক্কর দেওয়ার মতো বেশ কিছু ক্যাসেট থাকলেও একে ছাপিয়ে যাওয়ার মতো আর একটিও নেই।
I agree with this almost 100%.
ঠিকই বলেছেন। আধুনিক বাংলা গানের জগতে এই অ্যালবামটির কোনো তুলনা হয় না।
ইচ্ছে হল -যে কোনো পুরস্কার পাওয়ার যোগ্য
Agree... 100% true...
সুমন দা, আপনার গান খুবই ভালো লাগে, আমার প্রনাম নেবেন, অনেক সালাম, আমি আপনাকে ধন্যবাদ জানাই এত ভালো গান সৃষ্টি করার জন্য, গুনগুন করে আপনার গান গাওয়ার চেস্টা করি, আমি আপনাকে খুব ভালোবাসি, সুদিপ রায়
মগজে কারফিউ ,,,
ভাবতে ভয় হয়!
আপনার গান আহ্ আহ্!
অসাধারণ ! অসাধারণ ❤️
মাজাই লাগলো!
সত্যি বলতে কি শেষের দিকে একটু হাসি ও পেলাম। ভালো লাগার হাসি!
আনন্দের হাসি, এতো কিভাবে পারে মানুষ,,,
আমি এরকম একজন গুনী শিল্পী কে বন্ধু হিসেবে পেয়ে ধন্য!
স্যলুট স্যার 💞
'লেখা অনবদ্য '।
৩৫ বছর হয়ে গেল, এখনও একই রকম ভালো লাগে।
PRANE SANTI PELAM.. AARAM HOLO......................
Excellent
কিছু পুরনো স্মৃতি মনে পড়ে। ক্যাসেট কেনবার প্রতিযোগিতা সুমন না নচি না কী bohemian Anjan Dutta ba Shilajit. 2441139 na bajlo chutir ghantal ৯০ দশক কিছু বাংলা গানের প্রতিভা উঠে এসেছিল
আহা। যদি আর একটু আগে জন্মাতে পারতাম! তবে আমবাঙালী ওনাদের সবার নাম একই পংক্তিতে রাখলেও কেন জানি না, সুমনের সাথে বাকি সবাইকে একই সারিতে রাখতে আমার ভীষণ অসুবিধে হয়। অনেক ভেবে দেখেছি, কারণটা বিশুদ্ধ সাঙ্গীতিকই। কিংবা ব্যক্তিগত পছন্দের। শিলাজিতের গান যেমন কোনো দিক দিয়ে আমার এতটুকু পছন্দ হয় না। অঞ্জন দত্তের বেশ কিছু গান খুবই ভাল লাগে, নচিকেতারও। আর সুমনের গান একটা সময়ে আমার বেঁচে থাকার সঙ্গী ছিল, শ্বাসপ্রশ্বাসের মতোই। তাই তাকে আলাদাই রাখলাম না হয়।
@@supratimchattopadhyay3344 কারুরই সব গান ভাল হত না। একজনের হয়ত দুটো ভাল আরেকজনে হয়ত কুড়িটা ভাল। কিন্তু ভাল গানটাকে শ্রদ্ধা জানাতেই হবে। এত শিল্পির গান সবই কী ভাল? আমার তো সবার সব গান ভাল লাগেনা। তবে মুখে তার গান সব ধর্ম এক বলে নিজেই ধর্ম পরিবর্তন করল ভয়ে সাহস হলনা মুসলমানকে বিয়ে করে তাকে হিন্দু করতে পারল না। গান নয় চরিত্রটাও দেখতে হয়
আমি হিন্দু মুসলমান বিয়ে তৃণমূল মাওবাদী এসব কোনো বিষয়ই আলোচনায় আনিনি। এনেছি শুধু গানের কথা। কারোর সব সৃষ্টি সমান ভাল নয়, হওয়া সম্ভব নয়। রবীন্দ্রনাথের সব গান একই উৎকর্ষে পৌঁছোয়নি, সত্যজিৎ রায়ের সব ছবিও না। সুমনের সব গান অবশ্যই একই মানের নয়। আপনি একটা খুব দামী কথা বলেছেন, মানুষ হিসেবে কেমন, সামগ্রিক আলোচনায় সেটাও বিবেচ্য হওয়া উচিৎ। হয়তো ঠিকই। কিন্তু আমি তো ব্যক্তি সুমনকে মাথায় রেখে এর আগের মন্তব্যটি করিনি। ব্যক্তি সুমনকে নিয়ে বরং তাঁর কাছের মানুষেরা ভাবুন, যাঁদের যায় আসবে। আমি আদার ব্যাপারী, সুমনের গান নিয়েই আমি থাকি না হয়। আর একটা কথাও আমি মনে করি। আমি একটি বইয়ের সমালোচনা করতে গিয়ে বলতে পারি না, "অমুকের লেখার হাত ভাল, কিন্তু উনি মানুষটি সুবিধের না"। সেটার কোনো মানে থাকে না। শিল্পের আলোচনায় ব্যক্তিজীবন টেনে আনলে হয়তো অনেকক্ষেত্রেই অনেক হিসেব মিলবে না।
@@supratimchattopadhyay3344 Although we conveniently put all of them in the Jibanmukhi Gaan category, Suman is in a different class. None of Anjan, Nachiketa, Shilajit, etc come even close to Suman in quality, and I highly doubt someone will in the near future (especially given the quality of music these days). The sad part is that even with his enormous talent and contribution to Bengali music, Suman never got the recognition he deserved. He is probably the biggest talent in Bengali music after Rabindranath.
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Kano j iswar pradottyo kantho r sei konthe emon abaak bhalolaga gaan gaoua chere gaanwala theke chotiwala hote galen jani na. Sumon babu, aapnar ruchi te badhlo na???
Very good
Suman tar dharmo paltaleo ganer lyric er modhye tini ekjon emon manush kono dharmo Jake adhikar korte pare na. Asamanno lyric.
👌👌👌👌👌👌👌👍
বাস্তব মুখী । কিন্তু কবিতা বেশি গানকম।
এই গানের কথা, সুর ও কি শিল্পী কবির সুমনের?
হ্যাঁ
Most thirdclass
I will say the same about YOUR CULTURE
সত্যি? থার্ডক্লাস? গানগুলো শুনে, উপলব্ধি করে এই আপনার অভিমত? মতামত যদিও সবার নিজস্ব, তবুও ভীষণ অবাক হলাম। বাংলা সঙ্গীতের ইতিহাসে আর একটি "তিনি বৃদ্ধ হলেন", বা "অরুণ মিত্র"র দৃষ্টান্ত নেই। আর হবেও না। যেমন আর একজন কবীর সুমন সহজে আসবেন না।
থার্ড ক্লাস? অন্তত এই অ্যালবামটা নিয়ে এ রকম মনে করার শ্রোতাও আছেন! যাই হোক, ভিন্নরুচির্হি লোকাঃ, বিশ্বাস করি।
সুমনের গান শুনে বেশ ভালো লাগে। একটু অন্যরকম গান। গানের জগতে এটা বলতে গেলে একটি আবিস্কার।
Hahaha…..what an ignorant!!