Fikkalay Gaon Kalimpong | একদম নতুন একটি Offbeat Destination । Kapchakay's FarmStay |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #FikkalayGaon #Kalimpong #OffbeatDestination #Kapchakay'sFarmStay #delo
    #darjiling #weekendTour #weekendtourFromKolkata #bangla #bengali
    এই যে কদিন আগে কি ভয়ংকর বৃষ্টিটাই না শুরু হয়েছিল, সেসময় আমি আমার ফুল ফ্যামিলি সমেত ইচ্ছেগাওতে বিরস মুখে বসে আছি।
    জানি জানি জানি, ওয়েদার ফোরকাস্ট ছিল, সতর্কতা ছিল, সব ছিল, কিন্তু ঐ যে একটা টুর ক্যান্সেল করে এটা ঠিক করেছিলাম, ফলে এটাও ক্যান্সেল করলে খুব কষ্ট পেতাম।
    এনিওয়ে, তার থেকেও বেশী কষ্ট পাচ্ছিলাম, গোটা একদিন স্রেফ হোম স্টেতে ব্যাজার মুখে বৃষ্টি দেখে কাটিয়েছি, কাঞ্চনজঙঘা তো দূর কি বাত, বৃষ্টিতে হোমস্টের কাঞ্চন শেরপাকেও পর্যন্ত দেখা যাচ্ছেনা।
    বসে বসে সারাদিন যে মোবাইল ঘাঁটবো, তারও উপায় নাই, ব্যাটারী মাইনাসে রান করছে, পাওয়ার ব্যাংক লজ্জা মুখ ঢেকেছে আর কারেন্ট তো স্বাভাবিকভাবেই বেপাত্তা। হোমস্টের লোকেদের বলতে, হাসিমুখে তাঁরা সহমর্মীতা জানাচ্ছেন যে , তাঁদের ফোনগুলোও তো ডেড!
    টানা একদিন মোমবাতি জ্বালিয়ে হাগু করতে যেতে যেতে পরেশান হয়ে গেলাম। কিন্তু কিছু করার নেই, পরের দিন সকালেও সমানতালে বৃষ্টি। আরো সুসংবাদ , আমাদের নেক্সট ডেস্টিনেশান চারখোলের রাস্তা বন্ধ ।
    এখন কি উপায়? আমার ট্রাভেল এজেন্ট কাম বন্ধু ট্রাভেলিয়ানার সৌরভ ফোনে জানাল দুটি উপায় হয় আমাকে এদিন এখানেই থেকে যেতে হবে নয়ত কালিম্পং-এ নেমে যেতে হবে।
    করুন মুখে পাহাড়দেবতার দিকে তাকালাম, ‘হ্যাঁগো তোমার কি মন নাই কুসুম,থুড়ি পাহাড়’!
    বেলা একটু বাড়তে হঠাৎ দেখলাম বৃষ্টি একদম গো গোয়া গন, সাথে সাথেই সৌরভের ফোন,’একটা নতুন জায়গায় যাবে নাকি ভরসা করে? তোমাদেরই প্রথম পাঠাচ্ছি!
    ব্যাস, ব্যাগেজ উঠাও আর ভাগো, মোমবাতির আলো ঐ দেওয়ালির দিনই ভালো, আর নিতে পারছি না।
    ডিরেকশান বলতে , কালিম্পং থেকে আধ ঘন্টাখানেক (১০ কিমি), ডেলো থেকে ৩/৪ কিমি হবে, গাড়ি চেপে পৌঁছে গেলাম আমাদের পরিবর্তিত ডেস্টিনেশান আলো ঝলমলে সবুজের বাসভূমি “ফিকলে গাঁও” (Fikkalay Gaon)।
    কেপচাকে ফার্মস্টে-তে( Kapchakay’s Farmstay) ঢুকতেই চমক……
    - কেমন আছেন, আসতে অসুবিধে হয়নি তো? ঝরঝরে বাংলা!
    দেখলাম এক স্থানীয় যুবক, এক গাল হাসি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন।
    - আপনি বাংলা বলতে পারেন?
    - আরে আমিতো কোলকাতাতেই পড়াশোনা করেছি তো।
    ব্যাস, কাঞ্চনজঙঘার দোরগোড়ায় ঝরঝরে বাংলা?
    সেই শুরু, তারপরে বাকীটা গড়গড়িয়ে চলতে থাকল। ভদ্রলোকের নাম পুষ্কর থাপা, ওনার স্ত্রী স্নেহলতা থাপা, আলাপ হলো। দুটো বাম্বু কটেজ, একটা কেবিন হাউস, ওনাদের নিজেদের বাড়ী , আর চারপাশে পাহাড়ের ধাপে ধাপে বিভিন্ন শাকসব্জীর ছোট ছোট খেত, পোলট্রী ফার্ম ,নার্সারী, সব কিছুই নিজেদের হাতে গড়া সব কিছুই অর্গানিক।
    কথায় কথায় জানতে পারলাম, ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনেই রীতিমতো উচ্চশিক্ষিত আর সরকারী উচ্চপদে আছেন, ফার্মটা ওনাদের মায়ের এবং লোক দেখাশোনা করে, কিন্তু সেদিন কি একটা পরব উপলক্ষে কাজের লোকটিকে ছুটি দিয়েছেন বলে ওনারাই আমাদের আপ্যায়ণ করছেন।
    ঐ মাপের মানুষদের ওরকম অতিথি আপ্যায়ণ দেখে সত্যিই অবাক হয়ে গেলাম, এতো আন্তরিকতা আমি অন্তত কোনও হোমস্টেতে পাইনি।
    যাইহোক গরম জলে ব্যাবস্থা হলো, পুষ্করদা, নিজের গাড়ি স্টার্ট দিয়ে আমাদের মৃত মোবাইলে অক্সিজেন দিলেন, তারপরে আমাদের নিয়ে গোটা ফার্মটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন।
    দুপুরে খাওয়া দাওয়াটাও জম জমাট হলো, স্কোয়াসের তরকারী স্কোয়াস থেকে শুরু করে মুরগীর মাংস বা ডিম সবটাই ফার্মের ছিল।
    একটু রেস্ট নিয়ে, পুষ্করদাই স্থানীয় কিছু বাচ্চাদের দায়িত্ব দিলেন আমাদের এক ভিউ পয়েন্ট দেখিয়ে আনার, আঁকা বাঁকা পাথুরে পথ , শীর্ণ প্রান্তর, বন জঙ্গল পেরিয়ে সেই ভিউ পয়েন্টে পৌছানো রীতিমতো রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল।
    যাই হোক, সন্ধ্যে পড়তে দেশী চিকেনের বার্বিকিউর আয়োজন হলো, ঠান্ডা ঠান্ডা উন্মুক্ত প্রান্তরে গরমা গরম চিকেন ,যাকে বলে ডিলা গ্র্যান্ডী মেফিস্টোফেলিস কম্বিনেশান।
    সেই জমজমাট সন্ধ্যে আরো জমে উঠলো থাপা দম্পতির উষ্ণ সান্নিধ্যে, কলেজের প্রেম থেকে শুরু করে পাহাড়েও পাশবুক ছাপানোর বিরক্তি (ঘটনাচক্রে বেরলো পুষ্করদা আমারই পেশার, এক ব্যাংক আধিকারিক :p ) কি না আসেনি, গল্পে গল্পে রাত যে কখন পেরিয়ে গেছে খেয়াল করিনি। যাইহোক, পরের দিন যেহেতু আমাদেরও বেরনো ছিল, আর ওনাদেরও অফিস, তাই সেদিনের মতো গপ্পে বিরতি টানতে বাধ্য হলাম।
    আসল চমকটা ছিল, পরের দিন ভোরবেলা, ঘরের জানলা দিয়ে আলো আসতেই দেখলাম, দূরে আলো ঝলমলে তুষার শুভ্র কাঞ্চনজংঘা সগর্বে বিরাজমান। ঝটপট উঠে পড়লাম , বারান্দায় গিয়ে এই বিশালের ব্যাপ্তি অনুভব করতে লাগলাম নিজের অন্তরে। এর মধ্যেই পুষ্করদার চা নিয়ে এসে গেল…… চায়ে পে কাঞ্চন। এবার শেষের পালা, মনটা সত্যিই খারাপ লাগছিল, একদিনের মধ্যে এই ফিকলে গাঁও, কেপচাকে ফার্মস্টে, থাপা দম্পতি, এখানকার পলিউশান ফ্রী বাতাস, পলিউশান ফ্রী মানুষের ব্যাবহার, বড্ড ভালো লেগে গেছিল, বড্ড আপন করে নিয়েছিলেন তাঁরা।
    কিন্তু সমতলের মানুষকে তো ফিরতে হয়ই, তাই ফিরে চললাম।
    ও হ্যাঁ, যাওয়ার সময়, আমার বাবা খুব ঝাল লংকা খেতে ভালোবাসে বলে এক গোছা লংকা, আর আমি ইন্ডোর প্ল্যান্ট ভালোবাসি বলে ৪টে গাছ খুব যত্নে প্যাক করে দিয়ে দিয়েছে, দাম দিতে গেলে জিভ কেটে জানিয়েছে, ভালোবাসার কি দাম হয়?
    আমাদের পুরো জার্নিটা এই ব্লগে তুলে ধরলাম, নিজেরাই দেখে মিলিয়ে নিন ,মিথ্যে কিছু বলেছি কিনা :)
    কিভাবে যাবেন:
    কালিম্পং থেকে যেতে পারেন গাড়িতে, ডেলো থেকেও বেশ কাছে হয়।
    খরচ : আমাদের একদিনের জন্য জন প্রতি লেগেছিল ১২০০ টাকা করে(ব্রেক ফাস্ট লাঞ্চ ডিনার আর চা ), চিকেন বার্বিকিউ এক কিলো ৫০০টাকা।
    যোগাযোগ: Kapchakay’s Farmstay 9339956806
    Sourav 8017633239
    Music Used in this Video
    1: • Video
    2: • Documentary Inspiratio...

Комментарии • 153

  • @manishbaruah5574
    @manishbaruah5574 Год назад

    ❤ khub sundor ekti jayga.

  • @asokelaha9896
    @asokelaha9896 2 года назад +2

    exquisite scenes and hospitality by the hosts Mr. & Mrs. Thapa... wish if I could have been in that place...

  • @pempawongdibhutia3298
    @pempawongdibhutia3298 Год назад +1

    Nice vlog👍👍👍👍

  • @toufickrahaman7051
    @toufickrahaman7051 Год назад

    Very nice video

  • @shambosantra6589
    @shambosantra6589 2 года назад +2

    সুন্দর, মন ভালো করা এবং আন্তরিকতা মাখানো একটি ভ্লগ। পাহাড় এবং পাহাড়ের মানুষরাও তো এরমই হয়। অসম্ভব সুন্দর ও মায়াবী এক পরিবেশ। এরকম এক নতুন জায়গার সন্ধান দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের।

  • @mukaramasaha7344
    @mukaramasaha7344 2 года назад

    Darun place amra nischoi jabo

  • @sunetradasgupta4806
    @sunetradasgupta4806 Год назад

    অপূর্ব

  • @lat182sourajitadhikari-lv4ct
    @lat182sourajitadhikari-lv4ct Год назад

    আমি গেছি , ওনাদের আতিথেয়তা just অসাধারণ,ওনাদের মতন মানুষ সত্যি ই বিরল,পুষ্কর দার আতিথেয়তা ই ওনাকে অন্যদের থেকে পৃথক করেছে,আর ফিকলি গাঁও এর প্রাকৃতিক সৌন্দর্য্য নিয়ে যা বলবো তা ভাষায় কম পড়বে.... Strongly Recommend for this weekend trip

  • @bhoboghureycompany
    @bhoboghureycompany 2 года назад

    Darun! Erom notun jaaygar khoj pelei mon ta pahaar pahaar daakte shuru kore. .

  • @Biswamondalsvlog
    @Biswamondalsvlog 2 года назад +1

    Awesome view point, bhalo hoyechilo apnara Charkhole jete parenni , noile ei jaiga ta ke kakhono jantam naa

  • @mitaghosh2101
    @mitaghosh2101 2 года назад

    এত সুন্দর একটি জায়গার সন্ধান দেওয়ার জন্য 🙏🥰

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад

      অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর মতামতের জন্য ❤️

  • @pinakilaha6098
    @pinakilaha6098 2 года назад

    খুব মন ভালো করে দেওয়া পাহাড় ভ্রমণের একটি ভিডিও । দারুণ ভালো লাগলো । 👌👌👌👌👋👋👋👋👍👍👍👍❤️❤️❤️❤️

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад

      Thank you 😊 ei vbe support korben.

  • @sumanbandyopadhyay5475
    @sumanbandyopadhyay5475 2 года назад

    খুব ভালো লাগলো

  • @mahulidey1379
    @mahulidey1379 2 года назад

    Khub shundor mon vore gelo

  • @sarbaninag8586
    @sarbaninag8586 Год назад

    🥰🥰🥰🥰

  • @srikantabanik3712
    @srikantabanik3712 Год назад

    Awesome

  • @amarchakraborty319
    @amarchakraborty319 2 года назад

    ভালো ই লাগলো প্রকৃতি আর তার বাগান চর্চায় যুক্ত মানুষ গুলো।আর অবশ্যই পর্যটকদের অপেক্ষা, ভালো কিছু দেখতে পাব নিশ্চয়ই,এই মনোভাবের তারিফ না করলে মন্তব্য করা অর্থহীন হয়ে যাবে।
    ভালো ঘুরুন,মন বড় ক'রে ঘুরুন।

  • @FF_FactFusion
    @FF_FactFusion 2 года назад

    Puro vedio ta dekhlam ... Description and view milemishe darun laglooo....

  • @kekapaul9315
    @kekapaul9315 2 года назад

    খুব ভালো লাগলো। বাচন ভঙ্গি ও খুব সুন্দর।

  • @ganeshchandrashaw6916
    @ganeshchandrashaw6916 2 года назад

    অসাধারণ সুন্দর ভিডিও আর অসাধারণ সুন্দর উপস্থাপনা দারুন.

  • @Bloggerbhat
    @Bloggerbhat 2 года назад

    Durdanto...... Kono kotha hobe na, sudhu anuvob 👌👌👌👌👌👌👌👌

  • @euphonystudio9802
    @euphonystudio9802 2 года назад

    Wow

  • @himayanbose9316
    @himayanbose9316 2 года назад

    asadharon laglo ,jawar ichhe thaklo

  • @subhajitkundu225
    @subhajitkundu225 2 года назад

    পাহাড়ি মানুষেরা সত্যিই খুব ভালো

  • @rajesgangopadhyay9925
    @rajesgangopadhyay9925 2 года назад

    Eto ভালো vlog khub kom দেখেছি lOsadharon❤

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад

      Thank you 😊ei vbe pase thakben🙏

  • @subrataguha5409
    @subrataguha5409 2 года назад

    Awesome coverage & superb presentation 👍❤️🙏🏻

  • @pradipkar2685
    @pradipkar2685 2 года назад

    খুবই সুন্দর লেগেছে 🍁

  • @RAJIBDAS-dd9lx
    @RAJIBDAS-dd9lx 2 года назад +1

    Darun lagche

  • @ratnabasak7545
    @ratnabasak7545 2 года назад

    Asadharon view,best exploration

  • @mahulidey1379
    @mahulidey1379 2 года назад

    Pahar to pahari hoi ,❤️❤️❤️❤️

  • @sahebsantra7750
    @sahebsantra7750 2 года назад

    খুব খুব ভালো লেগেছে

  • @sunitabhaduri8677
    @sunitabhaduri8677 2 года назад

    Bheeson bhalo laglo apnader video.apbader uposthapona,chobi, information..sobtai khub khub sundor,antarik, polish biheen..thik pahari manush der maton..❤️👍amader next tour destination hobe Fikkley gaon, apnader dekhano ei homestay..

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад +1

      Sune khub vlo laglo, apnara jaben khub vlo lgbe jno mone hobe nija kno family bari ghurte esa6e😊😊

  • @mitaghosh2101
    @mitaghosh2101 2 года назад

    Exilent 🥰❤❤❤

  • @KrishnaDas-tr1vk
    @KrishnaDas-tr1vk 2 года назад

    কি সুন্দর ঘুরলাম আপনাদের সাথে ,না হলো বমি না হলো কোনো কষ্ট ধন্যবাদ আপনাদের।

  • @rimpaofficial4942
    @rimpaofficial4942 2 года назад

    Video এবং লেখা দুটোই অপূর্ব💞💞💞

  • @kalyanisamanta2374
    @kalyanisamanta2374 2 года назад

    দারুন দারুন দারুন 👌👌

  • @abhijitmallick3868
    @abhijitmallick3868 2 года назад

    ভীষণ সুন্দর লাগলো 👍

  • @saptarshinarayanbiswas7081
    @saptarshinarayanbiswas7081 2 года назад

    ❤️❤️ দারুন দারুন । মন ভালো করে দিলি বাবু ।👍👍

  • @shantanunanda8901
    @shantanunanda8901 2 года назад

    Really Nice video

  • @jivetaja
    @jivetaja 2 года назад +1

    Darun bangla bolen to ini🤩

  • @tusharhalder7231
    @tusharhalder7231 Год назад

    Jodi paharei thakte partam ......

  • @brishtimaitra8172
    @brishtimaitra8172 2 года назад

    খুব সুন্দর😊

  • @ritambhattacharya3088
    @ritambhattacharya3088 2 года назад

    Hiru dada, tomar narrative ta darun laglo...ekhane e jachchi after seeing ur vlog

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад

      Thank you re , ei vbe pasee thakis 😊😊

  • @subhasismukherjee2574
    @subhasismukherjee2574 2 года назад

    অপুর্ব

  • @pushpalalchhettri9998
    @pushpalalchhettri9998 2 года назад +1

    sunder jayga, kintu dhas padde rasta bandha, rastha khulbar janne prasasan ke complaint janan bandhura.

  • @sandipbiswas7939
    @sandipbiswas7939 2 года назад

    Best vai

  • @AnonyMask
    @AnonyMask 2 года назад

    oh lovely ❤️❤️

  • @prakashchettri539
    @prakashchettri539 Год назад

    Hello ma'am
    It's really nice video
    #hamrogyanvigyan

  • @bijayalaxmisabar538
    @bijayalaxmisabar538 2 года назад

    Where the beautiful place is located

  • @backbankerz6165
    @backbankerz6165 2 года назад

    💥💥💥💥💥

  • @sumanroy92
    @sumanroy92 2 года назад +1

    খুব শিগগিরই আমরা যাচ্ছি এই নতুন জায়গাটি ঘুরতে। শেষ মুহূর্তের কিছু টিপস ও সাজেশন দিয়ে দিন। আমরা সামনের সপ্তাহে বেরোচ্ছি।

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад

      জানাবেন কেমন লাগলো আপনাদের জায়গাটি!

    • @youtubeoneverything4581
      @youtubeoneverything4581 2 года назад

      njp theke jete koto khorcha porlo ?

  • @neelaguha5812
    @neelaguha5812 2 года назад

    Lovely place.
    Kintu paharey choti porey ke no byaratey giyecho bujhlaam na... 🤣🤣🤣🤣🤣.

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад

      Choti na shoes pore giye6ee bristi jol ea puro vije ga6e tai choti pore ghure6ee😄

  • @manashidutta9411
    @manashidutta9411 2 года назад

    Opurbo laglo apnader uposthsaponao durdanto.Homestay te njp theke kivabe jabo kindly bolben

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад

      Njp thake gari niye kalimpong chole asun, trpr sekhan thake homestay 30 min lgbe, r homestay number toh vlog ea a6ee tader 7a kotha ble nite paren

  • @katzyy4879
    @katzyy4879 2 года назад

    😍

  • @shouvikbiswas-gi5xy
    @shouvikbiswas-gi5xy Год назад

    Month end e jachi ....

    • @TaniasVlog
      @TaniasVlog  Год назад

      Ghure asun khub vlo lgbee😊

  • @swapanchakraborty8751
    @swapanchakraborty8751 2 года назад

    অপূর্ব লাগলো আপনাদের অসাধারণ ভিডিওতে এই ফিকলে গাও, বড় সুন্দর বর্ণনা করেছেন, এত ভালো লাগলো যে আমি ও আমার সহ ধর্মিনী এপ্রিলে এখানে যাওয়ার ফাইনাল প্ল্যান করে ফেললাম...
    আচ্ছা ওখানে এয়ারটেল ও ভোদা ফোনের টাওয়ার কেমন? যদি একটু বলতে পারেন খুবই উপকৃত হই, আসলে আমায় ভোরে ও বিকালে অনলাইনে গানের ক্লাস করাতে হয় বেশীর ভাগ দিন তাই জানতে চাওয়া আরকি। আবারও বলি বড় প্রাণকারা প্রকৃতি ও হোমস্টে এর বর্ণনা ♥♥♥♥অভিনন্দন সহ শুভেচ্ছা জানাই 🌹🌹🌹🌹

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад

      voda network vlo tar theko vlo jio bt airtel ta blte pr6e na.
      Thanks Dada 😊

  • @sutonukaacharyya3207
    @sutonukaacharyya3207 2 года назад

    Bhishon bhalo presentation. Ei homestay te gari ki NJP theke pickup kore? Koto porlo gari bhara? NJP theke distance koto? Ektu jodi janan, tahole amra plan korte pari..

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад +1

      Thanks video ta vlo lger jonno 😊, kalimpong thake Homestay jte time lgbe 30min by car, r Homestay contact no -9339956806 apni kotha ble ninn.

  • @madhulikadey1033
    @madhulikadey1033 Год назад

    Khub sundorr...dada rate koto ei beautiful homestay tar

    • @TaniasVlog
      @TaniasVlog  Год назад

      Per head - 1200

    • @madhulikadey1033
      @madhulikadey1033 Год назад

      Thanks Tania ....r duto doubt jodi clear koren Maam pls .
      1)Bamboo cottage e ki triple bed?
      2)And ei village ta hill top e toh ? Thanda paabo?

    • @madhulikadey1033
      @madhulikadey1033 Год назад

      Amra June e jaabo

  • @pushpalalchhettri9998
    @pushpalalchhettri9998 2 года назад

    pare awar asun.

  • @maanobitaam5648
    @maanobitaam5648 Год назад

    গাড়ি পাঠানোর জন্য কি আলাদা চার্জ নেওয়া হয়? নিলে কত?

  • @subratasaha9354
    @subratasaha9354 Год назад

    Fikkalay Gaon kothay, ki bhabey jetey hoy jaanaley bhalo hoto

    • @TaniasVlog
      @TaniasVlog  Год назад +1

      Kalimpong thake 30 km dure, njp thake car vara niye chole jaben.

  • @rinakolay2709
    @rinakolay2709 Год назад

    Do you sell plants price of succulent

  • @toufickrahaman7051
    @toufickrahaman7051 Год назад

    Where are you from ?

  • @debasishroy2583
    @debasishroy2583 2 года назад

    Ei jaygata amar bari theke 30 mnt dure.

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад +1

      Ohhh khub vlo toh 😊

  • @sanjoykumarpal1006
    @sanjoykumarpal1006 2 года назад

    Thanks

  • @sunitabhaduri8677
    @sunitabhaduri8677 Год назад

    Ekhan theke kanchanjangha dekha jay ki?

    • @TaniasVlog
      @TaniasVlog  Год назад

      Haaa dekha jayyy, room thake dekhte paben.

  • @sarathiexpression4202
    @sarathiexpression4202 2 года назад

    Tania kotobar holo

  • @burkabandar3393
    @burkabandar3393 2 года назад

    Ichhegaon er homestay ta ki Khambu Homestay?

  • @amitabhpatra3233
    @amitabhpatra3233 5 месяцев назад

    আপনারা কোন সময়ে ওখানে গিয়েছিলেন?

  • @Misti_in_boots
    @Misti_in_boots Год назад

    Kon month e gechilen ?

  • @sanjuktamaitra5944
    @sanjuktamaitra5944 2 года назад

    কোন মাসে গিয়েছিলেন?

  • @amlanmitra9620
    @amlanmitra9620 2 года назад +1

    ড্রিংকস করার কথাটা সবাই কেনো যে বাদ দিয়ে যায় কে জানে।।বড় হবে কবে?

  • @RAJIBDAS-dd9lx
    @RAJIBDAS-dd9lx 2 года назад

    Apnara kon month a giea chilen?

  • @youtubeoneverything4581
    @youtubeoneverything4581 2 года назад

    NJP Station থেকে এখানে আসার কম খরচে উপায় কী ? কিভাবে আসবো সেটা বললে ভালো হতো। যাতায়াতের খরচ টা জানা গেলে খুব ভালো হতো।

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад +1

      Direct aste gale njp thake car booking kre neben or njp thake Share car Kalimpong thn kalimpong thake abr car niye fikkalay gaon

    • @youtubeoneverything4581
      @youtubeoneverything4581 2 года назад +1

      @@TaniasVlog njp to kalimpong e private car ba share car er vara koto ? Ar kalimpong theke destination e pouchhateo ba koto pore ?

  • @mukaramasaha7344
    @mukaramasaha7344 2 года назад

    Janar chilo ..tara ki husband & wife dojoner id prove nen .. corvid vaccination certificate ki must

  • @syedabuelahimdmurshedi7662
    @syedabuelahimdmurshedi7662 2 года назад

    Kalimpong district tourism is not honest and faithful

  • @marnalichakraborty2768
    @marnalichakraborty2768 2 года назад

    Icche gaon homestay r nam r phone no.ta din plz

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад

      Homestey name- Kapchakay'sFarmStay
      Mobile no- 9339956806

  • @swapanghosh526
    @swapanghosh526 2 года назад

    Khub kharap uposthapona. Videography o khub kharap. Script writing o bhalo noy.ami apnader hotas korte chaina.. poroborti kale nischoy bhalo hobe... asarakhi....

    • @sunitabhaduri8677
      @sunitabhaduri8677 2 года назад +1

      Kon dik theke ba kano apnar atota kharap laglo ei video ta,1kebarei bujhte parlam na!!!!!!!sobtai to khub sundor..

  • @enfieldvlogger7288
    @enfieldvlogger7288 2 года назад

    Didi❤️❤️❤️....kichu janar chilo ...insta I'd please

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад

      instagram.com/hiya.sen.12382?

  • @aakashchatterjee3585
    @aakashchatterjee3585 2 года назад

    সুন্দর, মন ভালো করা এবং আন্তরিকতা মাখানো একটি ভ্লগ। পাহাড় এবং পাহাড়ের মানুষরাও তো এরমই হয়। অসম্ভব সুন্দর ও মায়াবী এক পরিবেশ। এরকম এক নতুন জায়গার সন্ধান দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের।

    • @TaniasVlog
      @TaniasVlog  2 года назад

      Thank you😊 ei vbe amader pase thakben🙏

  • @sarbaninag8586
    @sarbaninag8586 Год назад

    🥰🥰🥰🥰