কি আর বলব। জাস্ট মুগ্ধ হয়ে দেখেছি। খুব সুন্দর হয়েছে ম্যাচিং করাটা।রুচিশীল মনের মানুষ তো বটেই আপনি। তবে ভাইয়া ও নিশ্চয়ই সাপোর্ট দিয়েছে সবকিছুর জন্য। আপনি আসলেই ভাগ্যবতী ও বটে। দোয়া রইল।
সত্যি হীরা তোমার রুচির প্রশংসা না করলে অনেক বড় একটা ভুল হয়ে যাবে। এককথায় অসাধারণ, পর্দা থেকে শুরু করে প্রতিটি রানার সবই অসাধারণ সুন্দর রং ও পছন্দের অপূর্ব সংমিশ্রণ।মন ,মনন ও রুচির মিশেলে এক অনন্য হীরা😊😊😊❤❤❤❤❤
আসসালামুয়ালাইকুম আপু, আমি অনেক দিন হলো তোমার ভিডিও দেখি। কখনো কমেন্ট করিনি কিন্তু আজ কিছু লিখতে ইচ্ছে হচ্ছিল। দেখলাম আমি যা লিখতে চাচ্ছিলাম অনেকেই আমার মনের কথা লিখেছেন তাই আর কিছু লিখলাম না!! অসাধারণ!!
যে মানুষটার ব্যক্তিত্ব এত সুন্দর। রুচিবোধ এত অসাধারণ। না জানি তার মনটা কত সুন্দর। প্রিয় আপু যতই প্রশংসা করি তোমার তাও হয়তো কম হবে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তুমি অনেক বেশি ভালো থাকো। পরিবারের সবাইকে ভালো রেখো,অনেক বেশি ভালোবাসা ও দোয়া রইল। ❤
আপু,কি বলবো ভাষা হারিয়ে ফেললাম,,,তার পর সব সম্মানিত আপুরা সব বলে ফেলছে,,, আমি একজন নতুন সংসারী হয়ে আপনার বিডিও দেখে অনুপ্রেরণা পাই,,,আপনার রুচি এতো সুন্দর মাশাল্লাহ,,, নূর আর বাবুর জন্য অনেক ভালোবাসা ❤
মাশাল্লাহ সত্যিই তোমার সাজানো গোছানো রুমটা আমি মুগ্ধ হয়ে দেখছিলাম।আমি নিজের সংসার গুছিয়ে রাখতে পছন্দ করি এবং অন্যের গুছানো সংসার দেখলে আমার অনেক ভালো লাগে
যার সুন্দর কথা সুন্দর চিন্তা ধারা সুন্দর মন আর কাজ তো সুন্দর হবে বটেই। আপনার নামটা শুধু হিরা তা না। আপনি বাস্তব জীবনে ও এক টুকরা হীরা। সব মিলিয়ে অনেক ভালো লেগেছে আপনার ভিডিওটি ❤❤❤❤
মাশা-আল্লাহ্ কি সুন্দর করে সাজিয়েছেন❤।কত কি ভাবছেন কিভাবে সাজালে ভালো লাগবে।খুব ভালো লাগলো।আমি দেখছি আর ভাবছি কি করে মানুষ এতো সুন্দর করে ঘর সাজায় আমার মাথায় তো এসব আসে না🙈
খুব ভালো লেগেছে ভিডিওটা দেখে মনটা একদম শান্তি হয়ে গেল। আমিও যদি একদিন এমন ভাবে ঘর সাজাতে পারতাম। দোয়া করিও আপু আমার জন্য এমন ভাবে যেন ঘরটা গুছিয়ে রাখতে পারি
একটা মানুষ কতটা রুচিশীল হতে পারে আপনাকে না দেখলে বুঝতাম না। ❤❤ আইডিয়া নিয়ে রাখলাম আপু আল্লাহ বাচালে যখন নিজের বাসা হবে এভাবেই সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ❤❤ নূর আর আহনাফের জন্য অনেক অনেক আদর রইল আপু❤❤❤
আমি আপনাকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। মাশাআল্লাহ কতটা সুন্দর আপনার চিন্তা, আপনার রুচি আপনার ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহ, এতো হাজার হাজার নেগেটিভ মানুষের ভিড়ে এমন পজেটিভ ও সুন্দর মনের মানুষ রয়েছে। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন আমীন
আজকে কমেন্ট না করে পারলাম না।একটা মানুষ এতটা রুচিশীল কিভাবে হতে পারে আমার জানা নেই।আপু সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। বাচ্চা সামলিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছ। অনেক ভালো লাগলো আপু।
আমি সবার এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে কি কমেন্ট করব ভাষা খুঁজে পাচ্ছিনা।খুবই সুন্দর হয়ছে আপনার ডেকোরেশন। ইনশাআল্লাহ আমি ও এভাবেই সাজাবো আমার লিভিং রুম।
আপনার রুচিবোধ আর উপস্থাপনা বরাবরই আমাদের মুগ্ধ করে। আজও ব্যতিক্রম কিছু হয়নি। জাস্ট মুগ্ধতাটা আরো বাড়িয়ে দিয়েছেন আপু। সাজানোটা অসম্ভব সুন্দর হয়েছে।
আপনার ভিডিও দেখলে চোখের একটা প্রশান্তি মিলে।😊 আপনার কথা শুনলে কানের প্রশান্তি মিলে।😊 আল্লাহ আপনাকে অপূর্ব গুণের গুণবতী একজন নারী বানিয়েছেন।🎉🎉🎉 অনেক অনেক দোয়া আপনার জন্য😊
❤ আসসালামুয়ালাইকুম আপু তোমাকে যত দেখি ততই মুগ্ধ হয়। মাশাল্লাহ তোমার চিন্তা ধারাও তোমার কথা আমার খুব ভালো লাগে আমি তোমার ভিডিও দেখি,আর অপেক্ষায় থাকি যদিও বা কাজের ভিড়ে তেমন সুযোগ পাই না, তবুও দেখি খুব ভালো লাগে আর ভালো বাসি তোমায়❤ আর তোমার জীবনের কিছু কিছু ব্যথা ছিল যা আমার সাথে অনেকটা মিলে যায়😢 দোয়া করি আপু আল্লাহ যেন তোমাদেরকে অনেক ভালো রাখছে। আর অনেক দূরে এগিয়ে যাও তুমি, যেখান থেকে তোমাকে মাথা উঁচু করে দেখবে সবাই আমিন 🤲
অসাধারণ, আমি মুগ্ধ হলাম আবার নতুন করে আপু। আপনার সেই আগের লিভিং রুম টুর থেকে আজকের নতুন বাসার লিভিং রুম টুর দুটোই অসাধারণ। আমি সেই প্রথম থেকেই আপনার সাথে আছি। আপনার সব কিছুই আমার অনেক ভালো লাগে।
মাশা-আল্লাহ আপু। আপনি যে একজন রুচিসম্মত মানুষ তা আপনার ভিডিও দেখলেই বুঝা যায়। আপনার ঘড়গুলো দেখি আর ভাবি মনে হয় আমি আপনার ঘড়ের ভিতর ঘুড়ে বেরাচ্ছি🤭। মাশা-আল্লাহ মাশা-আল্লাহ মাশা-আল্লাহ। পৃথীবীর বুকে এক টুকরো জান্নাত🌸
আপুর ভিডিও সব সময় ভাল লাগে সেটা গোছানো অবস্থা হোক বা অগোছালো হোক ।মন থেকে ভালবাসা রইলো মনে হয় নিজের আপন কেউ ।অপেক্ষায় থাকি সবসময় ভিডিও এর জন্য ।নোয়াখালী মাইজদী থেকে কোহিনুর শারমিন
সত্যি কথা বলছি আপু,,অনেক অনেক দিন পর আপনার ভিডিও আবারো মনে দাগ কেটেছে। সেই কয়েক বছর আগে আপনার ভিডিও এর প্রেমে পড়েছিলাম,সেই থেকেই তো আছি! বাট ইদানীং কেন যেন মনে হচ্ছিলো আপনার ভিডিও তে আগের মতো ফিল পাচ্ছিলাম না,মানে আগের অনুভূতি টা কেন যেন মিসিং হচ্ছিলো বর্তমান ভিডিও গুলো দেখার পরে। কিন্তু আজকে আবারো সেই পুরনো অনুভূতি টাই মনে হলো নাড়া দিলো। অনেক অনেক লাক্সারি রুম ট্যুর দেখি,কিন্তু আপনার মতো এত স্নিগ্ধ হয় না আপু,কি যে যাদু আছে এই হাতে মাশাল্লাহ সুবহানাল্লাহ, নজর না লাগুক আপু। গত কিছুদিন বিভিন্ন শপিং এর টুকটাক ক্লিপ দেখে বুঝেছিলাম ট্যুর ভিডিও আসতে চলেছে,অবশেষে পেলাম। আপু এইবার আস্তে আস্তে কিচেন টা গুছিয়ে নতুন বাসার একটা কিচেন ট্যুর উপহার দিবেন আমাদের প্লিজ! কে বলেছে সব সাদা ই মন কাড়ে? এই যে স্কাই/পেস্ট/ইয়ালো/হোয়াইট/প্রিন্ট/অলিভ সব কিছুর মিশ্রণে কত সুন্দর স্নিগ্ধ লাগে,আর মন কেড়ে নেয়।চুখ মন সব জুড়িয়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব খুব ভালো লাগলো, আজকে ভাষায় প্রকাশ করতে বহু শব্দ ব্যবহার করে ফেলেছি অলরেডি, তবুও মনে হচ্ছে বিশেষ ভাবে বিশেষায়িত করতে পারিনি। এক কথায় মাশাল্লাহ ❤❤
আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার ভিডিও দেখা হয় অনেক ভালো লাগে কিন্তু কোন কমেন্ট করা হয় না সত্যি আপু আপনি অসাধারণ কি বলবো আল্লাহ আপনার কন্ঠে আলাদা একটা মায়া দিয়ে দিয়েছে আপনার কথা শুনলেই মন ভরে যায় মাশাল্লাহ দোয়া করি আপু৷ আপনাদের জন্য 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤲🤲🤲🤲🤲
আপু আপনার কাছ থেকে আমার মধ্যেও এরকম গোছানো মনোভাব সৃষ্টি হয়েছে। আমার আম্মু সেভাবে কারোর ভিডিওই পছন্দ করেন না বা আমাকেও দেখতে দিতে পছন্দ করেন তবে আপনার ভিডিও আমার আম্মু যেমন অনেক পছন্দ করে, তেমন আমিও । এখন আমার আম্মু আপনি যখন ভিডিও দিতে একটু লেট করেন তখন চিন্তা করেন। যেটা আগে আমি বেশি করতাম 😊😊😊😊। এই ভিডিও টাও আমমু সাথে বশে দেখেছি ।অনেক ভালো লাগলো 😊😊😊😊
লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম মাশাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে আসলে মানুষ বলে টাকা থাকলেই সব কিছু হয়ে যায় সেটা ভুল ধারণা প্রথমে হচ্ছে মনের ইচ্ছা শক্তি টাকা থাকলে যারা বুঝে না তারা কোটি টাকা থাকলেও বুঝে না ❤❤❤❤
কি বলবো। ভাষা হীন হয়ে গেছি।এই যে বলেছেন অনুভূতি। সেইটাই আমার হয়েছে একান্ত ভাবেই অনুভব করেছি সৌন্দর্য টা। এটার কি আর ভাষা থাকে বলতে গেলে গুলিয়ে ফেলবো।আপুর পছন্দ রুচি সিম্পল আর অসাধারণ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤আর যেটা আমার মনের সাথে মিলে যাই। আমার বাসা না তবুও যেনো মনে হয় দেখি আর দেখি।আপনার পুরাতন ভিডিও গুলো বারবার দেখি তবুও ভালো লাগা কমে না।আমার ছেলে আহনাফ আপনার ভিডিও দেখে গোছাগুছি শুরু করে দেয় মানে তারও ভালো লাগে।আমার বোন তার মেয়ে আমার মা কেউ বাদ নেই।সবাই যেন আপনার কথা, দায়িত্বশীলতার,রুচির ভক্ত হয়ে গিয়েছে।আমিতো আপনার রান্নাও দর্শক। কিন্তু এবার স্যুপের টা একটু বাকি থেকেই গেছে ব্যস্ততার জন্য আপু তবে মাথায় আছে।কি বলল ভালোবাসা তো আর লিখে শেষ হয় না।শব্দ গুচ্ছের ভান্ডার ফুরিয়ে যাই তবুও হবে না।ফ্যামিলির সাথে আপনার ভালো থাকার জন্য দোয়া রইলো আপু।বেশি লিখে ফেলেছি আপনার ব্যস্ততার মাঝে কিন্তু কি করব বলেন বলতে মন চাই কারন এমনি আপনি।❤❤❤❤❤❤
মাশাল্লাহ কি সুন্দর!!! আপনার ভিডিও দেখে দেখে আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টায় আছি আমার যদিও ছোট্ট একটা পাখির বাসা কিন্তুু তারপরও যতটুকু সাধ্যের মধ্যে পারি গুছিয়ে রাখি
আসসালামুয়ালাইকুম আপু সোফার কভার গুলো অনেক বেশি ভালো লেগেছে কুশন কভার গুলো খুব সুন্দর। আর মনের মাধুরী মিশিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলেন দেখে অনেক ভালো লাগলো আপু। অনেক অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য।
কি আর বলব। জাস্ট মুগ্ধ হয়ে দেখেছি। খুব সুন্দর হয়েছে ম্যাচিং করাটা।রুচিশীল মনের মানুষ তো বটেই আপনি। তবে ভাইয়া ও নিশ্চয়ই সাপোর্ট দিয়েছে সবকিছুর জন্য। আপনি আসলেই ভাগ্যবতী ও বটে। দোয়া রইল।
❤
টাকা থাকলে মনের বাসনা গুলো এভাবেই পূর্ণ তা হয়। আমি যে ভাবেই আছি সেখান থেকেই আলহামদুলিল্লাহ।
Ji apu amon sajano gosano protita meyer shopno.but shobar to ar tk nai..😢
😊
আলহামদুলিল্লাহ আপনার কথা একেবারেই সত্য আমাদের সাধ থাকলেও সাধ্য নাই তারপরও আল্লাহ পাকের কাছে শুকরিয়া যেমন আছি ভালো আছি
@@MurshidaHaque-g8zআমার পরিবারের আসার জন্য নিমন্ত্রণ রইলো হ্যাঁ
@@jannatultania752আমার পরিবারের আসার জন্য নিমন্ত্রণ রইলো হ্যাঁ
সত্যি হীরা তোমার রুচির প্রশংসা না করলে অনেক বড় একটা ভুল হয়ে যাবে। এককথায় অসাধারণ, পর্দা থেকে শুরু করে প্রতিটি রানার সবই অসাধারণ সুন্দর রং ও পছন্দের অপূর্ব সংমিশ্রণ।মন ,মনন ও রুচির মিশেলে এক অনন্য হীরা😊😊😊❤❤❤❤❤
আপু গো তোমাকে যত দেখি ততই অবাক হই।।একটা মানুষ এতোটা রুচিশীল হয়।সবকিছু এতো সুন্দর করে গুছিয়ে যে করা যায়,তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না।
আসসালামুয়ালাইকুম আপু, আমি অনেক দিন হলো তোমার ভিডিও দেখি। কখনো কমেন্ট করিনি কিন্তু আজ কিছু লিখতে ইচ্ছে হচ্ছিল। দেখলাম আমি যা লিখতে চাচ্ছিলাম অনেকেই আমার মনের কথা লিখেছেন তাই আর কিছু লিখলাম না!! অসাধারণ!!
অসাধারণ!অদ্ভুত রকমের সুন্দর অনুভূতি! আপনি,আপনার রুচি, ব্যক্তিত্ব, আপনার মানসিকতা -এক বাক্যে অসাধারণ! আল্লাহ আপনার এবং আপনার পরিবারের সবাইকে হেফাজতে রাখুন। আমিন।
ইসসসস,,,, একটা মানুষের রুচি এতো সুন্দর হয় কি করে। আমিও ইংশাআল্লাহ,, যখন নিজের সংসার হবে তখন ঠিক এভাবেই সাজানোর ট্রাই করবো। দোয়া কইরো আপু। ❤️❤️😘😘😘
যে মানুষটার ব্যক্তিত্ব এত সুন্দর। রুচিবোধ এত অসাধারণ। না জানি তার মনটা কত সুন্দর। প্রিয় আপু যতই প্রশংসা করি তোমার তাও হয়তো কম হবে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তুমি অনেক বেশি ভালো থাকো। পরিবারের সবাইকে ভালো রেখো,অনেক বেশি ভালোবাসা ও দোয়া রইল। ❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊
আপু এই গাছ টার নাম কি?
আমার মনের কথা বলেছেন ❤❤
আপু, সোফার কভার তুমি কোথার থেকে নিয়েছো?
আপু,কি বলবো ভাষা হারিয়ে ফেললাম,,,তার পর সব সম্মানিত আপুরা সব বলে ফেলছে,,, আমি একজন নতুন সংসারী হয়ে আপনার বিডিও দেখে অনুপ্রেরণা পাই,,,আপনার রুচি এতো সুন্দর মাশাল্লাহ,,, নূর আর বাবুর জন্য অনেক ভালোবাসা ❤
একটা মানুষ সব দিক থেকে এত টা পারফেক্ট কি করে হতে পারে,, আপনার থেকে অনেক কিছু শিখেছি,, খুব ভালো লাগলো লিভিং রুম টুর❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊
Apu apnar living room er gach er walmett ta Kotha theke niyechen??@@BangladeshibloggermumHira
আপু আপনার মতো একটা সংসার আমার স্বপ্ন,,, আপনার সজানো গুছানো লিভিং রুম দেখে আমি মুগ্ধ ❤❤❤
মাশাল্লাহ সত্যিই তোমার সাজানো গোছানো রুমটা আমি মুগ্ধ হয়ে দেখছিলাম।আমি নিজের সংসার গুছিয়ে রাখতে পছন্দ করি এবং অন্যের গুছানো সংসার দেখলে আমার অনেক ভালো লাগে
যার সুন্দর কথা সুন্দর চিন্তা ধারা সুন্দর মন আর কাজ তো সুন্দর হবে বটেই। আপনার নামটা শুধু হিরা তা না। আপনি বাস্তব জীবনে ও এক টুকরা হীরা। সব মিলিয়ে অনেক ভালো লেগেছে আপনার ভিডিওটি ❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊
মাশা-আল্লাহ্ কি সুন্দর করে সাজিয়েছেন❤।কত কি ভাবছেন কিভাবে সাজালে ভালো লাগবে।খুব ভালো লাগলো।আমি দেখছি আর ভাবছি কি করে মানুষ এতো সুন্দর করে ঘর সাজায় আমার মাথায় তো এসব আসে না🙈
খুব ভালো লেগেছে ভিডিওটা দেখে মনটা একদম শান্তি হয়ে গেল। আমিও যদি একদিন এমন ভাবে ঘর সাজাতে পারতাম। দোয়া করিও আপু আমার জন্য এমন ভাবে যেন ঘরটা গুছিয়ে রাখতে পারি
মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর রুচিশীল চিন্তার বাস্তবায়ন করেছেন।
সবসময় আপনার ভিডিও দেখি
অনেক রুচিশীল একজন মানুষ আপনি।আপনার অরগানাইজেশান গুলো অনেক সুন্দর ❤
Wow, drawing room ta emon vabe sajalen j cokhe prosanti ene deyar moto.
একটা মানুষ কতটা রুচিশীল হতে পারে আপনাকে না দেখলে বুঝতাম না। ❤❤
আইডিয়া নিয়ে রাখলাম আপু আল্লাহ বাচালে যখন নিজের বাসা হবে এভাবেই সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ❤❤
নূর আর আহনাফের জন্য অনেক অনেক আদর রইল আপু❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊দোয়া করবেন
আসলেই, অনেকেই বলছে ওনার টাকা আছে বলে এমনভাবে ঘর সাজিয়েছেন। কিন্তু আসল জিনিসটাই হলো রুচি। ওনার রুচি ভালো বলেই উনি সবকিছু সুন্দরভাবে সাজিয়েছেন
@@BangladeshibloggermumHiraমাশাল্লাহ দারুণ ভিডিও ❤❤❤ আপু অনেক সুন্দর হয়েছে ❤❤❤❤
একটা মানুষ এতটা রুচিশীল আর পারফেক্ট হতে পারে আপনাকে না দেখলে জানতাম না❤ভালোবাসার প্রিয় আপু সবসময় ভালো থাকুন মন থেকে দোয়া করি
তোমাকে দেখে বুঝলাম ঘর সাজানোর ক্ষেত্রেও কত বৈচিত্র্য, সৌন্দর্য থাকতে পারে। আমিও চেষ্টা করি সুন্দর করে সাজাতে❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊
এতো সুন্দর জিনিস, ডাউনলোড করে রাখলাম
কোন ভাষা খুজে পাচ্ছি না প্রশংসা করার
আমি আপনাকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। মাশাআল্লাহ কতটা সুন্দর আপনার চিন্তা, আপনার রুচি আপনার ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহ, এতো হাজার হাজার নেগেটিভ মানুষের ভিড়ে এমন পজেটিভ ও সুন্দর মনের মানুষ রয়েছে। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন আমীন
আজকে কমেন্ট না করে পারলাম না।একটা মানুষ এতটা রুচিশীল কিভাবে হতে পারে আমার জানা নেই।আপু সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। বাচ্চা সামলিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছ। অনেক ভালো লাগলো আপু।
Mashallah, khub sundor collection.❤❤❤
আপু কি বলবো যতই প্রসংসা করি তাও কম হবে❤❤❤❤আপনার রুচি শীলতা ,কর্ম দক্ষতা ,কথা,গুণ সব মিলিয়ে অসাধারন❤❤আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি❤❤❤❤
মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে
অসংখ্য ধন্যবাদ আপু।😊
অনেক সুন্দর চিন্তা ভাবনা ও রুচিশীল কাজ ❤❤
আপু ছবির মত সুন্দর করে সাজিয়েছেন বাসাটা, অনেক সুন্দর লাগলো দেখে, ভালো থাকবেন।।
এতো সুন্দর করে সাজিয়ে পরিবেশন সবাই করতে পারে না, অনেক অনেক সুন্দর হয়েছে
আমি সবার এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে কি কমেন্ট করব ভাষা খুঁজে পাচ্ছিনা।খুবই সুন্দর হয়ছে আপনার ডেকোরেশন। ইনশাআল্লাহ আমি ও এভাবেই সাজাবো আমার লিভিং রুম।
ইনশাআল্লাহ, আপু আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো।
❤zssssklankn😊n😊l😊ak
আপনার রুচিবোধ আর উপস্থাপনা বরাবরই আমাদের মুগ্ধ করে। আজও ব্যতিক্রম কিছু হয়নি। জাস্ট মুগ্ধতাটা আরো বাড়িয়ে দিয়েছেন আপু। সাজানোটা অসম্ভব সুন্দর হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপু।😊
সবসময় তোমার ভিডিও দেখি তবে কখনও কমেন্ট করা হয়নি। কেমন যেনো একটা মায়া কাজ করে তোমার ভিডিওতে যে আর কমেন্ট না করে থাকতে পারলাম না🥰
আপনার ভিডিও দেখলে চোখের একটা প্রশান্তি মিলে।😊 আপনার কথা শুনলে কানের প্রশান্তি মিলে।😊 আল্লাহ আপনাকে অপূর্ব গুণের গুণবতী একজন নারী বানিয়েছেন।🎉🎉🎉 অনেক অনেক দোয়া আপনার জন্য😊
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মিতা👍🌹❤️
❤ আসসালামুয়ালাইকুম আপু তোমাকে যত দেখি ততই মুগ্ধ হয়। মাশাল্লাহ তোমার চিন্তা ধারাও তোমার কথা আমার খুব ভালো লাগে আমি তোমার ভিডিও দেখি,আর অপেক্ষায় থাকি যদিও বা কাজের ভিড়ে তেমন সুযোগ পাই না, তবুও দেখি খুব ভালো লাগে আর ভালো বাসি তোমায়❤ আর তোমার জীবনের কিছু কিছু ব্যথা ছিল যা আমার সাথে অনেকটা মিলে যায়😢 দোয়া করি আপু আল্লাহ যেন তোমাদেরকে অনেক ভালো রাখছে। আর অনেক দূরে এগিয়ে যাও তুমি, যেখান থেকে তোমাকে মাথা উঁচু করে দেখবে সবাই আমিন 🤲
অসাধারণ লাগছে ড্রয়িং রুম ডেকোরেশন
মা শা আল্লাহ।
আজকের ভিডিও টা সেরা।❤
এত দিনের অপেক্ষার অবসান হলো। একটা মানুষ এতটা রুচিশীল কিভাবে হতে পারে।❤❤❤❤❤❤
আপু তোমার থেকে প্রতিনিয়তই শিখছি,,,খুবই ভালো লাগলো,,, দোয়া ও ভালোবাসা রইলো
অনেক প্রতিক্ষীত একটা ভিডিও, অসাধারণ হয়েছে, ধন্যবাদ আপু❤️
আপনি অনেক রুচিশীল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আপনার পছন্দ, গুছিয়ে রাখা এবং সর্বোপরি আপনার মন-মানসিকতা অনেক বেশি সমৃদ্ধ। জীবনে অনেক বেশি সুখী হন। ❤
অসাধারণ, আমি মুগ্ধ হলাম আবার নতুন করে আপু। আপনার সেই আগের লিভিং রুম টুর থেকে আজকের নতুন বাসার লিভিং রুম টুর দুটোই অসাধারণ। আমি সেই প্রথম থেকেই আপনার সাথে আছি। আপনার সব কিছুই আমার অনেক ভালো লাগে।
মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে 🥰😍
অসংখ্য ধন্যবাদ আপু।😊
@@BangladeshibloggermumHira 😊😊
খুব সুন্দর সাজিয়েছেন। ঘর এতো সুন্দর করে সাজালে মনের শান্তি বেড়ে যায়
ভিডিওটা দেখে চোখ মন প্রাণ সব জুরিয়ে গেল❤ একটা মানুষ কি করে এতটা পারফেক্ট হতে পারে
অসংখ্য ধন্যবাদ আপু।😊
হুম আমি ও সেই টা ভাবি!
বিডিওটা দুইবার দেখলাম অনেক সুন্দর হইছে
মাশা-আল্লাহ আপু। আপনি যে একজন রুচিসম্মত মানুষ তা আপনার ভিডিও দেখলেই বুঝা যায়। আপনার ঘড়গুলো দেখি আর ভাবি মনে হয় আমি আপনার ঘড়ের ভিতর ঘুড়ে বেরাচ্ছি🤭।
মাশা-আল্লাহ মাশা-আল্লাহ মাশা-আল্লাহ। পৃথীবীর বুকে এক টুকরো জান্নাত🌸
অসংখ্য ধন্যবাদ আপু।😊
@@BangladeshibloggermumHira apu tv cabinet er uporer runner ta kotha theke nisen?
অনবদ্য ,অসাধারণ! আর কি বলবো!বুঝতে পারছিনা। ❤❤❤
আপুর ভিডিও সব সময় ভাল লাগে সেটা গোছানো অবস্থা হোক বা অগোছালো হোক ।মন থেকে ভালবাসা রইলো মনে হয় নিজের আপন কেউ ।অপেক্ষায় থাকি সবসময় ভিডিও এর জন্য ।নোয়াখালী মাইজদী থেকে কোহিনুর শারমিন
অসংখ্য ধন্যবাদ আপু।😊
আলহামদুলিল্লাহ, যা আছে তা নিয়ে সন্তুষ্টি আছি আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো।❤
সত্যি কথা বলছি আপু,,অনেক অনেক দিন পর আপনার ভিডিও আবারো মনে দাগ কেটেছে। সেই কয়েক বছর আগে আপনার ভিডিও এর প্রেমে পড়েছিলাম,সেই থেকেই তো আছি! বাট ইদানীং কেন যেন মনে হচ্ছিলো আপনার ভিডিও তে আগের মতো ফিল পাচ্ছিলাম না,মানে আগের অনুভূতি টা কেন যেন মিসিং হচ্ছিলো বর্তমান ভিডিও গুলো দেখার পরে। কিন্তু আজকে আবারো সেই পুরনো অনুভূতি টাই মনে হলো নাড়া দিলো। অনেক অনেক লাক্সারি রুম ট্যুর দেখি,কিন্তু আপনার মতো এত স্নিগ্ধ হয় না আপু,কি যে যাদু আছে এই হাতে মাশাল্লাহ সুবহানাল্লাহ, নজর না লাগুক আপু। গত কিছুদিন বিভিন্ন শপিং এর টুকটাক ক্লিপ দেখে বুঝেছিলাম ট্যুর ভিডিও আসতে চলেছে,অবশেষে পেলাম। আপু এইবার আস্তে আস্তে কিচেন টা গুছিয়ে নতুন বাসার একটা কিচেন ট্যুর উপহার দিবেন আমাদের প্লিজ!
কে বলেছে সব সাদা ই মন কাড়ে? এই যে স্কাই/পেস্ট/ইয়ালো/হোয়াইট/প্রিন্ট/অলিভ সব কিছুর মিশ্রণে কত সুন্দর স্নিগ্ধ লাগে,আর মন কেড়ে নেয়।চুখ মন সব জুড়িয়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব খুব ভালো লাগলো, আজকে ভাষায় প্রকাশ করতে বহু শব্দ ব্যবহার করে ফেলেছি অলরেডি, তবুও মনে হচ্ছে বিশেষ ভাবে বিশেষায়িত করতে পারিনি।
এক কথায় মাশাল্লাহ ❤❤
আপনি আমার মনের অনুভূতি গুলো প্রকাশ করেছেন আপু।
আপু তোমার চিন্তাধারা এত সুন্দর,,এক কথায় সব কিছু অসাধারণ হয়েছে,এত দিন শুধু ভিডিও দেখেছি আজ প্রশংসা না করে থাকতে পারলাম না ।
অসাধারণ সুন্দর হয়েছে। আপনার রুচি কালার সেন্স আমায় সব সময়ই মুগ্ধ করে। আজও তার ব্যতিক্রম হয়নি।❤❤
অসাধারণ আপু মুখের ভাষায় হারিয়ে ফেলেছি❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊
সত্যিই মানুষের রুচিজে এত ভালো হয় টা তোমায় না দেখলে বুজতাম না আপু😊😊
আপু, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊
Khob khob valo legese..ami onek opukritu hoyeci..thank you so much..
আমি অনেকদিন থেকে আপনার ভিডিও দেখি আপু, কিন্তু কখনো কমেন্টস করা হয়নি, যাই হোক আপনার লিভিং রুমটা সাজানো অনেক সুন্দর হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপু।😊
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান আপু অপেক্ষা থাকি ভিডিও র জন্য
অসাধারণ আপনার কাজগুলো ❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊
Masha Allah.
Khub shundor hoyeche
মাশাআল্লাহ, আপনার কাজগুলো অনেক ভালো লাগে আপু, আপনাদের জন্য অনেক দোয়া রইল ❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊
Walaikum Assalam Apu. Mashallah... onek onek onek sundor lagche dekhte.
আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার ভিডিও দেখা হয় অনেক ভালো লাগে কিন্তু কোন কমেন্ট করা হয় না সত্যি আপু আপনি অসাধারণ কি বলবো আল্লাহ আপনার কন্ঠে আলাদা একটা মায়া দিয়ে দিয়েছে আপনার কথা শুনলেই মন ভরে যায় মাশাল্লাহ দোয়া করি আপু৷ আপনাদের জন্য 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤲🤲🤲🤲🤲
ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপু।
মাশাআল্লাহ।অসাধারণ। মনটা ভালো হয়ে গেলো ❤
আপু আপনার কাছ থেকে আমার মধ্যেও এরকম গোছানো মনোভাব সৃষ্টি হয়েছে।
আমার আম্মু সেভাবে কারোর ভিডিওই পছন্দ করেন না বা আমাকেও দেখতে দিতে পছন্দ করেন তবে আপনার ভিডিও আমার আম্মু যেমন অনেক পছন্দ করে, তেমন আমিও । এখন আমার আম্মু আপনি যখন ভিডিও দিতে একটু লেট করেন তখন চিন্তা করেন। যেটা আগে আমি বেশি করতাম 😊😊😊😊। এই ভিডিও টাও আমমু সাথে বশে দেখেছি ।অনেক ভালো লাগলো 😊😊😊😊
অসংখ্য ধন্যবাদ আপু।😊 আন্টিকে আমার সালাম দিবেন।
গাছটা সুন্দর, একদম রিয়েল গাছের মত লাগছে ❤
অনেক সুন্দর
খুব সুন্দর এবং রুচিসম্মত হয়েছে আপি🥰
আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? সবার প্রথম লাইক দিয়ে শুরু করলাম আপু 😊❤❤❤❤❤
মাশাআল্লাহ চোখ জুড়িয়ে গেলো আপনার ডেকোরেশন টা এক কথায় অসাধারণ। ❤❤
খুব সুন্দর হয়েছে
অসংখ্য ধন্যবাদ আপু।😊
লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম মাশাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে আসলে মানুষ বলে টাকা থাকলেই সব কিছু হয়ে যায় সেটা ভুল ধারণা প্রথমে হচ্ছে মনের ইচ্ছা শক্তি টাকা থাকলে যারা বুঝে না তারা কোটি টাকা থাকলেও বুঝে না ❤❤❤❤
খুব সুন্দর হয়েছে ❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊
সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ❤❤❤
আপু তোমার কথা কাজ সবকিছুই অসাধারণ ঘরের সবগুলো জিনিস অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ তোমাকে যতই শুনি ততই বেশি ভালো লাগে❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊
আপু অনেক সুন্দর হয়েছে রুম সাজানো
কি বলবো। ভাষা হীন হয়ে গেছি।এই যে বলেছেন অনুভূতি। সেইটাই আমার হয়েছে একান্ত ভাবেই অনুভব করেছি সৌন্দর্য টা। এটার কি আর ভাষা থাকে বলতে গেলে গুলিয়ে ফেলবো।আপুর পছন্দ রুচি সিম্পল আর অসাধারণ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤আর যেটা আমার মনের সাথে মিলে যাই। আমার বাসা না তবুও যেনো মনে হয় দেখি আর দেখি।আপনার পুরাতন ভিডিও গুলো বারবার দেখি তবুও ভালো লাগা কমে না।আমার ছেলে আহনাফ আপনার ভিডিও দেখে গোছাগুছি শুরু করে দেয় মানে তারও ভালো লাগে।আমার বোন তার মেয়ে আমার মা কেউ বাদ নেই।সবাই যেন আপনার কথা, দায়িত্বশীলতার,রুচির ভক্ত হয়ে গিয়েছে।আমিতো আপনার রান্নাও দর্শক। কিন্তু এবার স্যুপের টা একটু বাকি থেকেই গেছে ব্যস্ততার জন্য আপু তবে মাথায় আছে।কি বলল ভালোবাসা তো আর লিখে শেষ হয় না।শব্দ গুচ্ছের ভান্ডার ফুরিয়ে যাই তবুও হবে না।ফ্যামিলির সাথে আপনার ভালো থাকার জন্য দোয়া রইলো আপু।বেশি লিখে ফেলেছি আপনার ব্যস্ততার মাঝে কিন্তু কি করব বলেন বলতে মন চাই কারন এমনি আপনি।❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊 আপনার কমেন্ট পড়ে অনেক ভালো লাগলো। এরকম কমেন্ট আমাকে কাজ করার অনুপ্রেরণা দেয়।
আপনার কাজ থেকে আমি অনুপ্রেরণা পাই অনেক অনেক অনেক।আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ❤❤❤❤
আপু সাজানো টা অসম্ভব সুন্দর হয়েছে
তোমার পছন্দ এত সুন্দর কেন?যত দেখি ততই মুগ্ধ হই,দোয়া করি আপু পরিবার নিয়ে তুমি সব সময় ভালো থাকো ❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপু।😊
Very nice
অসংখ্য ধন্যবাদ আপু।😊
Ami apnar video onek pochondo kori
Massallah asadharon
আপনি যে কীভাবে এত সুন্দর করে কাজ করেন
অসংখ্য ধন্যবাদ আপু।😊
I'm watching from Guwahati,Assam, India...
Loads of love.... ❤❤❤
সবার আগে ভিডিও দেখলাম,,
অসংখ্য ধন্যবাদ আপু।😊
এক কথায় অসাধারণ হয়েছে।
Beautiful... Your choices so elegant
মাশাল্লাহ কি সুন্দর!!! আপনার ভিডিও দেখে দেখে আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টায় আছি আমার যদিও ছোট্ট একটা পাখির বাসা কিন্তুু তারপরও যতটুকু সাধ্যের মধ্যে পারি গুছিয়ে রাখি
বাসার প্রতিটি জিনিস অনেক রুচিসম্মত হয়েছে আর মাশাল্লাহ দেখতে ও ভীষণ ভালো লাগছে।ভালো থেকো।
আমি সব সময় আপনার ভিডিও দেখও আর নতুন করে একটা কিছু শিখার চেষ্টা করি,,লাভ ইউ আপু
আসসালামুয়ালাইকুম আপু সোফার কভার গুলো অনেক বেশি ভালো লেগেছে কুশন কভার গুলো খুব সুন্দর। আর মনের মাধুরী মিশিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলেন দেখে অনেক ভালো লাগলো আপু। অনেক অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য।
মাশাআল্লাহ, কি বলবো ভাষাই খুজে পাচ্ছিনা অসম্ভব সুন্দর হয়েছে সাজানো টা।আপু আপনাকে যত দেখি ততই মুগ্ধ হই❤❤❤❤অনেক কিছুই বলতে ইচ্ছে করে সব ভালো লাগা ভালোবাসা লিখে বুজানো যায় না,ভালোবাসা নিবেন আপু ❤❤❤❤❤❤
যতই দেখি মন ভরে না,,,,নতুন ভিডিও দেখি,কয়েক বার দেখি, পুরনো ভিডিও বের করে দেখি। মাশাল্লাহ প্রশংসায় পঞ্চমুখ হয়ে থেকো আপুমনি❤❤❤❤
মাশা-আল্লাহ। আপু আপনি অনেক গুণবতী এটা তার জলজ্যান্ত উদাহরণ।
আপু Mashallah অনেক সুন্দর।
Onek din dhore tmr vedio dekhi apu..kokhon o comment kora hoi ni....kintu aj r comment na kore thakte parlam na....tumi sotti e osadharon
এত সুন্দর তোমার কথা,, গোছানোটাও অসম্ভব সুন্দর হয়েছে
অসংখ্য ধন্যবাদ আপু।😊
অপেক্ষা করতে করতে অবশেষে আসলো নতুন ভিডিও। আগে কমেন্ট করেনি পরে ভিডিও দেখব
অনেক অনেক সুন্দর হয়েছে আপু আর রাতের বেলার অনুভূতির কথা বললেন অনেক ভালো লাগলো।