বুয়েটে ছাত্র রাজনীতি

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করা কি সংবিধানসম্মত? ছাত্রলীগ ছাড়া আর কেউ কি বুয়েটে ছাত্র রাজনীতি করতে পারবে? বুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকদের অধিকাংশ কী চায়?
    ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এবারের আলোচনার বিষয়: বুয়েটে ছাত্র রাজনীতি৷ অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক৷
    #রাজনীতি #খালেদমুহিউদ্দীন
    সাব্সক্রাইব করুন: bit.ly/2SJoeQq
    ফেসবুকে ডয়চে ভেলে: / dwbengali
    টুইটারে ডয়চে ভেলে: / dw_bengali

Комментарии • 1,5 тыс.

  • @DWBengaliTalkshow
    @DWBengaliTalkshow  10 месяцев назад +76

    প্রিয় দর্শক, বুয়েট থেকে মডেল ছাত্র রাজনীতি শুরু হতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক৷ বিষয়টি আপনি কীভাবে দেখছেন?

    • @AbulBashar-np2yv
      @AbulBashar-np2yv 10 месяцев назад +30

      না না না

    • @mdeunus6418
      @mdeunus6418 10 месяцев назад +11

      😢

    • @Chandan7404
      @Chandan7404 10 месяцев назад

      খুব খারাপ ভাবে দেখছি! এসব ভন্ডামি দিয়ে যেনতেন ভাবে বুয়েটে ছাত্র রাজনীতি ঢুকাতে হবে, এটাই তার এজেন্ডা, নয়তো এই সাবেক ভিসির দীর্ঘ জীবনের "অনৈতিক" অর্জনকে "বৈধ" করা যাবে না তার দলের দৃষ্টিতে!

    • @MrX-fj2zy
      @MrX-fj2zy 10 месяцев назад +1

      আমাদের দেখা নাদেখার কোনো মূল্য নাই। কারেন্ট ব্যাচের ৯৯.৫% ছাত্র-ছাত্রী ক্যাম্পাসে রাজনীতি চায় না সেখানে আর দেখার কী আর কিছু বাকি আছে? ৯৯.৫% ছেলে-মেয়ের ভবিষ্যৎ হুমকির মুখে ছেড়ে দিচ্ছে তারা। ভিসি স্যারও বলে দিয়েছেন যে উনারা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। উনাদের আসল রূপ আগে জানলে বুয়েটে ভর্তিই হতাম না।

    • @MostaqComputersPhotostat
      @MostaqComputersPhotostat 10 месяцев назад

      আমার প্রশ্ন স্যার যে বিশ্ববিদ্যালয় পড়াশুনা করেছেন তিনি কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন, তিনি যদি কোন রাজনীতির সাথে জড়িত থাকতেন তাহলে তিনি বর্তমান অবস্থায় আসতে পাড়তেন না। যারা ছাত্র রাজনীতি করেন বেশির ভাগ ছাত্র মেধাবী নয়, মেধাবীরা রাজনীতি জড়িতে হতে চায় না। যারা একাধিকবার একেই ক্লাসে থাকে তারা রাজনীতি করে টাকার মালিক হতে চাই। বর্তমান ছাত্র রাজনীতি এই অবস্থা। আমাদের এলাকার একজন বড় ভাই ১৫-২০ বছর আগে জেলা ছাত্রলীগের সভাপতি থাকা কালিন তার বন্ধুরা ছিল ব্যবসায়ী তাদের কাছ থেকে চেয়ে চা অথবা হাত খরচ নিত এখন ছাত্র নেতারা যে টাকার মালিক একজন শিল্পপ্রতি সেই টাকা ইনকাম করতে পাড়ে না। এটাকে কি ছাত্র রাজনীতি বলে স্যা।

  • @golamrabby194
    @golamrabby194 10 месяцев назад +367

    আরিফিন সিদ্দিক সাহেব কথায় বুঝা যায়, উনি সরকারের সুবিধাভোগী।
    আমার সাথে কে কে একমত?

    • @NazrulIslam-hp6dt
      @NazrulIslam-hp6dt 10 месяцев назад

      কুশিক্ষা

    • @bivashbarai5779
      @bivashbarai5779 10 месяцев назад +1

      আইনুন নিসাততো সরকারেরর সব থেকে বেশী ঠিকাদারী কাজ করে

    • @hasanakon1973
      @hasanakon1973 10 месяцев назад +7

      আপনারা যারা দালালী করেন তারা ভবিষ্যতে যে কোন ঘটনার জন্য দায়ী থাকবেন।

    • @zahedkhan8864
      @zahedkhan8864 10 месяцев назад +1

      সহমত..

    • @mohdharoon9987
      @mohdharoon9987 10 месяцев назад

      সঠিক বলেছেন।
      একাধারে ৮ বছর ঢাবির উপাচার্য ছিল।
      ভোট ডাকাত, লুটেরা, দুর্নীতিবাজ চক্রের চাটুকারিতা আর তেলবাজির মাধ্যমে।

  • @md.shahjahanamin4885
    @md.shahjahanamin4885 10 месяцев назад +175

    আরেফিন সিদ্দিকীকে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনীতি ফিরে আনতে বলেন, তারপর বুয়েটে। ছাত্র রাজনীতিসহ শিক্ষকদের রাজনীতিও বন্ধ হওয়া উচিত।

    • @mdshahalam2987
      @mdshahalam2987 10 месяцев назад

      সঠিককথা বলেছেন

    • @ektaramagazine6608
      @ektaramagazine6608 10 месяцев назад

      সঠিক বলেছেন

    • @tanbirkaowsar753
      @tanbirkaowsar753 9 месяцев назад

      শিক্ষক রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা দরকার

  • @extreamloxerylifestayle2638
    @extreamloxerylifestayle2638 10 месяцев назад +163

    আরেফিন সিদ্দিকী স্যার একজন জ্ঞান পাপী ও নতজানু শিক্ষক।

    • @mdshahneoaz7569
      @mdshahneoaz7569 10 месяцев назад +2

      নিকৃষ্টতম জ্ঞান পাপী।

    • @soyiedmirazhossain2224
      @soyiedmirazhossain2224 10 месяцев назад +2

      Right

    • @Samirkhanbangladesh
      @Samirkhanbangladesh 10 месяцев назад

      সহমত

    • @LOVEtulip72
      @LOVEtulip72 10 месяцев назад

      স্যার,,,,,পা চাটা একটা লোক টা বলছেন,,স্যার😂😂😂

    • @johaislam1892
      @johaislam1892 10 месяцев назад

      ধুর পাগল গুলা ।। এসব বলে না।। প্রথমত উনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। দিতীয়ত বয়স হয়ে গেছে। এখন স্যার যদি উজানের উল্টা দিকে নৌকা বায়, তাহলে কি হতে পারে বলেন? স্যার ওনার অবস্থানে ঠিক আছেন।।

  • @mdshahneoaz7569
    @mdshahneoaz7569 10 месяцев назад +111

    শিক্ষিত মানুষ পঁচে গেলে শুকরের বিষ্টাকেও হার মানায়,,, এই আলোচনা থেকে ধারণাটা আরো পাকাপোক্ত হলো।

    • @arzinakhatun7974
      @arzinakhatun7974 10 месяцев назад

      সঠিক, সঠিক, সঠিক। ও কোন শিক্ষিত মানুষ নয়।

    • @ShahjahanKhan-fl9ws
      @ShahjahanKhan-fl9ws 10 месяцев назад

      রাইট

  • @a-adhikdhardurjoy312
    @a-adhikdhardurjoy312 10 месяцев назад +60

    রাজনীতি থাকলেই অপরাজনীতি করার সুযোগ থাকবে। তাই রাজনীতি ও অপরাজনীতি দুটোই বন্ধ হওয়া উচিত।

  • @parveenlucky-t6g
    @parveenlucky-t6g 10 месяцев назад +98

    বুয়েট রাজনীতি মুক্ত থাকুক এই প্রত্যাশা করছি।

  • @oronnohassan516
    @oronnohassan516 10 месяцев назад +198

    অধিকাংশের মত কে সন্মান জানালে ,ছাত্র ছাত্রীদের কথামেনে নেয়া উচিত। কিন্তু নির্বাচন ছাড়া সরকার হয় যেই দেশে, সে দেশে অধিকাংশের মতের কোনো দাম নাই। স্বাধীনতার পর, এক এরশাদ পতন ছাড়া ছাত্র রাজনীতির অর্জন খুবই সামান্য। সব জায়গায় ছাত্র রাজনীতি বন্ধ হওয়া দরকার। উন্নত দেশে কোথাও ছাত্র রাজনীতি নেই। রাজনীতি ভালো হলে BUP এবং MIST তে চালু করেন।
    মৌলবাদ এর ধুঁয়া তুলে চেতনা সৈনিকরা দেশের সকল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেককেই হাতুড়ি পিটা করেছে। মৌলবাদ মোকাবেলায় পুলিশ আছে , আইন আছে। অবশ্য দেশের মালিকরা আইনের তোয়াক্কা করেনা।

  • @helalhelal9301
    @helalhelal9301 10 месяцев назад +25

    খালেদ মুহিউদ্দিন ভাই আপনি যদি এই রকমের আগাছা লোক নিয়ে যদি আপনার অনুষ্ঠান করেন তা আমরা মানতে পারি না দুই টাই যদি আগাছা হয় তাহলে কার মনে চায়ে যে এমবি খরচ করে আগাছার অনুষ্ঠান দেখতে চাই না তবে ভবিষ্যতে যদি সব‌ই যদি আগাছা আনেন তাহলে আপনার অনুষ্ঠান দেখবো না

    • @ksploo
      @ksploo 10 месяцев назад +1

      Amio

  • @MostaqComputersPhotostat
    @MostaqComputersPhotostat 10 месяцев назад +105

    আমাদের দেশের বুদ্ধিজীবি যারা রয়েছেন তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি না করলে তারা শিখবে কি করে, আমার তাদের কাছে একটি প্রশ্ন বর্তমান সংসদে কয়জন লোক রয়েছে, তারা রাজনীতিবিদ, অধিকাংশ সংসদ সদস্য হলো ব্যবসায়ী, শিল্পী, ইত্যাদি থেকে আসা, কয়জন সংসদ সদস্য রয়েছে বুয়েটের শিক্ষা লাভ করে সংসদে অবস্থান করছে। বুয়েট হচ্ছে একটি গবেষণাগার, সেখানে আমাদের দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে তারা গবেষণা করবে সেখানে কিছু দল বা মানুষ চাচ্ছে মেধাবী ছেলেদের অর্থনীতির লোভের ফাদে ফেলে তাদের মেধাকে নষ্ট করার জন্য পায়তারা চলতেছে। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় রাজনীতি করুক না এই ধরনের প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ থাকলে কি দেশের রাজনীতি ধ্বংস হয়ে যাবে। কয় জন লোক আছে বুয়েটের ছাত্র রাজনীতির সাথে জড়িত। আর দেশের রাজনীতিবিদ কিসের জন্য প্রয়োজন যে দেশে মানুষের ভোট দেওয়ার অধিকার নাই, তাকলেও ভোট অন্যরা দিয়ে দেয়। আরেকটি কথা আপনার মাধ্যমে তাদের বলতে চাই, একজন ছাত্র নেতা তার কাজ হচ্ছে, শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজ করা কিন্তু একজন ছাত্র নেতা কিভাবে অটাল টাকার মালিক হয়, এটা কি আলাদিনের চেরাগ, দেশকে বাচাতে হলে মেধাবীদের পাশে থাকুন, বুয়েটে যদি ছাত্র রাজনীতি আবার শুরু হয় তাহলে আসতে আসতে দেশ মেধা শূণ্য হয়ে পড়বে। আপনারা এখন যদি লোকে না দাড়ান তাহলে আমাদের ভবিষ্য অনেক খারাপ হবে। আমার লেখাতে কোন প্রকার ভুল থাকলে আমাকে ক্ষমতার দৃষ্টিতে দেখবেন। এই প্রথম আমি কারও কাছে লেখলাম। ধন্যবাদ সকলে ভাল থাকেন।

    • @kunsyed
      @kunsyed 10 месяцев назад +3

      Excellent

    • @MuzahidHossain-om7wd
      @MuzahidHossain-om7wd 10 месяцев назад +7

      ডিবেট ছাড়া কি আর কোন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস নেই??
      গবেষণার এমন অনেক অনেক ক্ষেত্র রয়েছে যেগুলোকে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে করার সুযোগ আছে।
      বুয়েটে গবেষণা হবে , লেখাপড়া হবে এগুলোই করা দরকার। রাজনীতি করার দরকার নেই।

    • @farhanshaheen115
      @farhanshaheen115 10 месяцев назад +4

      ঠিকই বলেছেন সংসদ সদস্যরা একজন ও কখনই বুয়েট থেকে আসেনি।এদের বেশিরভাগই অল্প শিক্ষিত এবং গ্রামীণ গরীব পরিবার থেকে এসেছে।

    • @nezamulhasan1903
      @nezamulhasan1903 10 месяцев назад

      ছাত্র লীগ এখন ইন্ডিয়ার R S S এর অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে

    • @omarfaruk-co7no
      @omarfaruk-co7no 10 месяцев назад

      বিদেশিরাই চক্রান্ত করছে, বুয়েটে ছাত্র রাজনীতি চালু করার জন্য ।

  • @airupokstudymotivation6500
    @airupokstudymotivation6500 10 месяцев назад +2

    ঢাবি ভিসির ডিম থেরাপি চাই।
    কে কে আমার সাথে একমত?

  • @syedkamal5412
    @syedkamal5412 10 месяцев назад +50

    For God's sake leave BUET alone. I have seen the BUET student abroad who are shining like stars. Do not polute the BUET environment with the present political activities. You can not change the present trend.None of these professors can do anything to improve or alter the scenery.

  • @nurulalam8774
    @nurulalam8774 10 месяцев назад +22

    দেশের প্রতিটি সচেতন সুশীল সুস্হ্য মানুষকে বুয়েট রক্ষায় এগিয়ে আসা উচিৎ।

  • @nahidmorshed6868
    @nahidmorshed6868 10 месяцев назад +47

    অতিরিক্ত মাত্রায় আশাবাদী দুজন মানুষ। এতটাই আশাবাদী যে, তারা মূল প্রশ্নটাই করতে চরম ব্যর্থ। খালেদ মুহিউদ্দীন চেষ্টা করেছেন সঠিক প্রশ্নটা করতে। কিন্তু ঐ যে শিক্ষকদের চরম পর্যায়ের শ্রদ্ধা দেখাতে গিয়ে তার প্রশ্নও চাপা পড়ে গেছে।

    • @adnanmahmudbabu6040
      @adnanmahmudbabu6040 10 месяцев назад

      Absolutely right

    • @akhtardhaka
      @akhtardhaka 10 месяцев назад

      আশাবাদী না। ভয় বা হালুয়া কারনে তাদের এই অবস্থান।

    • @faridayeasmin7502
      @faridayeasmin7502 10 месяцев назад

      Akdom shotto kothata apni bolechen.

    • @faridayeasmin7502
      @faridayeasmin7502 10 месяцев назад

      ​@@akhtardhaka, absolutely right

    • @shafiAlam-vg5oc
      @shafiAlam-vg5oc 9 месяцев назад

      খালেদ মহিউদ্দিন শিবিরের প্রতিনিধি

  • @MARF23
    @MARF23 10 месяцев назад +20

    প্রফেসর আইনুন নিশাত শো-অফ করতে খানিক পছন্দ করেন।
    এখানে সলিমুল্লাহ খান স্যার এবং আসিফ নজরুল স্যারকে রাখলে ভালো হতো।

    • @jamalhussainchy5058
      @jamalhussainchy5058 10 месяцев назад +1

      ছাত্র রাজনীতির কারণে কতোটা মারামারি,আহত নিহত কতজন,সকল জাতীয় দন্ধের বিষয় ও পরিমান তুলে ধরে দেখুন।

    • @ameerabdullah5840
      @ameerabdullah5840 10 месяцев назад

      সলিমুল্লার মুরিদ পাওয়া গেসে

  • @khanselim7265
    @khanselim7265 10 месяцев назад +120

    আমিও চাই, বুয়েট ছাত্র রাজনীতি মুক্ত

    • @ahmedbabu7097
      @ahmedbabu7097 10 месяцев назад

      Apni ke?

    • @mohammedamin6701
      @mohammedamin6701 10 месяцев назад

      ​@@ahmedbabu7097 Tui keda?

    • @islamulhaque6889
      @islamulhaque6889 10 месяцев назад

      শুধু শিবিরের দখলে থাকুক বুয়েট এইতো?

    • @ahmedbabu7097
      @ahmedbabu7097 10 месяцев назад

      @@mohammedamin6701 Tomar make jigsyo ke ami 🤣

  • @kutubuddinbakhtiar5105
    @kutubuddinbakhtiar5105 10 месяцев назад +20

    ছাত্রলীগের সভাপতি যেই সমস্ত সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়েছে সেইগুলি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আগে চর্চা শুরু করুক। তারপর বুয়েটের ব্যাপারে ভাবা যাবে।

    • @sumon_prodhan
      @sumon_prodhan 10 месяцев назад

      দলীয় ছাত্র রাজনীতি বন্ধ হোক

    • @mdshahalam2987
      @mdshahalam2987 10 месяцев назад

      দেশের অন্য ছাত্র সংগঠন কেউ বুয়েটে রাজনীতি করার আগ্রহ নাই, কিন্তু ছাত্রলীগ উঠেপড়ে লেগেছে বয়েটে রাজনীতি করার, আসলে তাদের উদ্দেশ্য কি বুয়েটের সুশৃঙ্খল পরিবেশটাকে ধংস্ করা। যখানে বুয়েটের সাবেক ওবর্তমান শিক্ষক ছাত্র, সাধারণ জনগন, অবিভাবকসহ দেশের অধিকাংশ মানুষ চাচ্ছে না বুয়েটে ছাত্র রাজনীতি।

  • @rokanuddin4617
    @rokanuddin4617 10 месяцев назад +53

    দলকানারা যেই লেভেলের লোকই হোক সবাই একই। এরা কখনোই নিরপেক্ষ হবে না।এরা সবাই দলের সুবিধা ভোগি।

    • @rahmatullahmiah1938
      @rahmatullahmiah1938 10 месяцев назад

      বিশেষ করে আ'লীগের চামচারা

  • @tauranhossen1831
    @tauranhossen1831 9 месяцев назад

    ধন্যবাদ, সন্মানিত স্যারদ্বয়কে। ধন্যবাদ DW কে

  • @monirruzzamanmonir3517
    @monirruzzamanmonir3517 10 месяцев назад +24

    যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি আছে সেগুলো গঠনমুলক পরিবর্তন আনতে পারলে তখন বুয়েট নিয়ে চিন্তা করা যাবে।

  • @sarahjee100
    @sarahjee100 10 месяцев назад +5

    ছাত্র রাজনীতিসহ শিক্ষকদের রাজনীতিও বন্ধ হওয়া উচিত। No student politics in BUET

  • @Niloy_khan238
    @Niloy_khan238 10 месяцев назад +44

    সকল শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত রাখা উচিৎ!

    • @AbdurRahim-rh1bw
      @AbdurRahim-rh1bw 10 месяцев назад +2

      Yes

    • @fahminaahmed5493
      @fahminaahmed5493 10 месяцев назад +2

      Yes I agree with this.

    • @Aklgfh
      @Aklgfh 10 месяцев назад

      তা-ই লে তালেবানী চাষ সহজ হয়………

    • @artabinkabir2908
      @artabinkabir2908 10 месяцев назад

      Extremist দের জন্য Intelligence আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে। এরা এটা প্রয়োজন করে তাদের হটাতে পারে। এজন্য রাজনীতির কি প্রয়োজন?? ফাজলামো।

    • @shafiAlam-vg5oc
      @shafiAlam-vg5oc 9 месяцев назад

      ​@@Aklgfhঠিক বলেছেন ভাই ।

  • @rokonuzzamanbhuiyan8667
    @rokonuzzamanbhuiyan8667 10 месяцев назад +2

    ধন্যবাদ আপনাদের সকলকে,দুইজন বক্তব্যকারী যদি একই দলের হয় তাহলে এদের থেকে কি আশা করা যায়

  • @md.afsaruddin901
    @md.afsaruddin901 10 месяцев назад +21

    বুয়েটের ছাত্ররা পড়া লেখা করার জন্য ভর্তি হয়, রাজনীতি করার জন্য নহে। তাদের উপর রাজনীতি চাপিয়ে দেয়া হয়।

  • @HaffezMawlanaZiaulIslam
    @HaffezMawlanaZiaulIslam 10 месяцев назад

    চমৎকার আলোচনা।

  • @kunsyed
    @kunsyed 10 месяцев назад +12

    I myself was a student of a Canadian University after B. Egg. from BUET in 1981, same batch of present BUET VC, my observation, the only problem in Bangladesh, Hasina.

  • @bdfoodie11
    @bdfoodie11 10 месяцев назад +13

    আরেফিন সিদ্দিক তো আওয়ামী ল্যান্সপ্যান্সার

  • @mohammadjahangiralam6379
    @mohammadjahangiralam6379 10 месяцев назад +22

    সারাদেশে চলছে অপরাজনীতি আর তাহারা নাকি বুয়েটে শুরু করবে সুষ্ঠ রাজনীতি, হাস্যকর।

  • @GroundTruth21
    @GroundTruth21 10 месяцев назад

    আরেফিন সাহেব সরাসরি না বলে এক্টু ঘুরিয়ে বল্লেন রাজনীতি নিয়ে আসা দরকার বুয়েটে. কে কে একমত?

  • @mohammedahmadhusain663
    @mohammedahmadhusain663 10 месяцев назад +4

    জনাব,অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আরেফিন সিদ্দীকী একজন জ্ঞানপাপী।

  • @nizamuddinchowdhury2798
    @nizamuddinchowdhury2798 10 месяцев назад +1

    আমার অজ্ঞতা মাফ করবেন, এই দু'জন বিজ্ঞ আলোচকের আলোচনা শুনে খুব হতাশ হলাম!!

  • @MDIslam-kf6ev
    @MDIslam-kf6ev 10 месяцев назад +9

    এই দুইটার নাম দেখেই আমি মুগ্ধ ।আর অনুষ্ঠান দেখার আগ্রহ হইলো না। এই দুইটা কি বলবে একদম মুখস্ত বলে দিতে পারি।

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 10 месяцев назад +2

    ধন্যবাদ আজকের আলোচনায় সংযুক্ত সকলকে তাদের সুন্দর অভিজ্ঞতাপ্রসূত বক্তব্যের জন্য।

  • @shantohossain6122
    @shantohossain6122 10 месяцев назад +17

    ছাত্ররা রাজনীতি না করলে দেশের ক্ষতি হবে, ক্ষতিটা কি হবে এইটাই আমার বুঝে আসে না, ছাত্র রাজনীতি করে যা ক্ষতি করতেছে এর থেকে বেশি ক্ষতি আর কি হবে

  • @proudbd-4208
    @proudbd-4208 10 месяцев назад +22

    অপরাজনীতিকে বাদ দিয়ে সুষ্ঠ ছাত্র রাজনীতির মডেলটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলে আরেফিন সারের সমস্যাটা কোথায়??

    • @farhanrejwan
      @farhanrejwan 10 месяцев назад +2

      সমস্যাটা খুবই obvious. আরেফিনের নিজেরই অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে। তার নিজের সিন্ডিকেটই ভেস্তে যাবে।

    • @chowdhuryarafathossain6947
      @chowdhuryarafathossain6947 9 месяцев назад

      exactly

  • @ZiaKhan-pp5wr
    @ZiaKhan-pp5wr 10 месяцев назад +7

    রাজনীতি বন্ধ হলে শিক্ষার মান ভালো হবে। দেশের উন্নয়ন হবে।

  • @AnisaAlif-t9v
    @AnisaAlif-t9v 10 месяцев назад +1

    ধন্যবাদ খালিদ মহিউদ্দিন স্যারকে।
    ব্রাকের এমিরেটাস স্যারকে।❤

  • @ahmedjubayr9242
    @ahmedjubayr9242 10 месяцев назад +5

    আগে রাষ্ট্রীয় রাজনীতি সঠিক হোক, পরে সকল ভার্সিটিতে নির্দলীয় ছাত্ররাজনীতি চালু হোক।

  • @atiqulforhaad4074
    @atiqulforhaad4074 10 месяцев назад +1

    রাজ্জাক বিন ইউসুফের সেই বক্তব্য আজ মনে পরে গেল, শিক্ষা বনাম জাহিলিয়াত, এই ওয়াজটা শুনার আমন্ত্রণ রইল।

  • @masudislam2547
    @masudislam2547 10 месяцев назад +34

    ছাত্র সংসদ নির্বাচন হয় না, তাহলে ছাত্র রাজনীতি কেন???

    • @sumon_prodhan
      @sumon_prodhan 10 месяцев назад +1

      দলীয় ছাত্র রাজনীতি বন্ধ হোk

  • @sibbirahmed5448
    @sibbirahmed5448 10 месяцев назад +2

    প্রফেসর আরেফিন সিদ্দিকি এতটুকু খুব ভাল বলেছেন যে ছাত্ররাজনীতির নতুন মডেল তৈরি করা উচিত। কিন্তু ছাত্র আওয়ামিলীগ আর ছাত্রলীগ এর ভেতরে থেকে কোন পরিবর্তন সম্ভব নয় স্যার৷ আমাদেরকে একটা লম্বা সময়ের জন্য এই ঘোর থেকে বেড়িয়ে আসতে হবে।

  • @auhontussh
    @auhontussh 10 месяцев назад +26

    #NO_STUDENT_POLITICS_IN_BUET

  • @nurujaman5647
    @nurujaman5647 10 месяцев назад +1

    বুয়েট রাজনীতি মুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটাই আমি চাই আরিফিন স্যার একজন মার্কামারা রাজনীতিবিদ

  • @সবুজেরঅভিযান-ভ২ঘ
    @সবুজেরঅভিযান-ভ২ঘ 10 месяцев назад +21

    সারা বিশ্বের ছাত্র রাজনীতি মানে ছাত্র সংসদ আর আমাদের টেন্ডার বাজি কোপাকোপি, রাজনীতি বিদরা চায় না এ দেশে বিশ্বমানের শিক্ষা দেয়া হোক

  • @amanullahbadal8745
    @amanullahbadal8745 10 месяцев назад

    খালেদ মহিউদ্দিনকে দক্ষ সঞ্চালনার জন্য ধন্যবাদ।

  • @mdshadat2896
    @mdshadat2896 10 месяцев назад +10

    উনাদের কথা হচ্ছে যে যাই বলুক ছাত্র রাজনীতি থাকুক, মানে আমি এইটা খাব না তারা আমাকে এটা জোর করে খাওয়াবে, যা বাংলায় বললে মানে আমার উপর চাপিয়ে দেয়া, দুজন ভদ্রলোকের কথা শুনে খুবই হতাশ হলাম।

  • @Ala-e3k
    @Ala-e3k 10 месяцев назад

    ❤❤অনেকদিন পরে দুইজন শিক্ষক আমাদের রাষ্ট্রের মূল সমস্যা নিয়ে ভালো মন্তব্য করেছেন এরকম যদি আমাদের রাজনীতিবিদদের শুভবুদ্ধির উদয় হতো আমাদের দেশটা সোনার বাংলা হয়ে যেত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ❤❤

    • @farhanrejwan
      @farhanrejwan 10 месяцев назад

      উনাদেরকে বলেন, যাতে এগুলো উনাদের নিজের ক্যাম্পাসগুলো থেকেই শুরু করা হয়। তারপর বুয়েটের কথা ভাবা যাবে।

  • @AbdulMannan-pd7gx
    @AbdulMannan-pd7gx 10 месяцев назад +10

    ছাত্রলিগ তো চায় কোন প্রতিষ্ঠানে কোন দল থাকবেনা শুধু ছাত্রলিগ থাকবে সমস্যা তো এখানে

    • @Shahi-bangalah_1352
      @Shahi-bangalah_1352 9 месяцев назад

      ছাত্রলীগসহ সকল দলকেই নিষিদ্ধ করা হোক সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।

  • @সম্পূরকজ্ঞানগৃহ
    @সম্পূরকজ্ঞানগৃহ 10 месяцев назад

    উপরে উপরে এসব অনুষ্ঠানে সবাই খুব সুন্দর মুখরোচক আলোচনা করে যেন উনাদের আলোচনা খুব সুন্দরভাবে বাস্তবায়িত হবে..আসল কথা হলো ভিতরে ভিতরে সবাই তাবেদারি করে..তা যেকোনো সরকারের সময়ই হোক না কেন..বাংলাদেশে কোনো নীতিই ঠিক নেই হোক সেটা রাজনীতি বা শিক্ষানীতি..

  • @muntahamanha1122
    @muntahamanha1122 10 месяцев назад +12

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন ছাত্র রাজনীতির গেম চেঞ্জিং চান না আরেফিন সিদ্দিকি স্যার..

  • @mahbuburrahman1125
    @mahbuburrahman1125 10 месяцев назад +1

    বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী ও ফলপ্রসূ বিশেষায়িত প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েটকে অন্তত রাজনীতি মুক্ত রাখা উচিত বলে মনে করি, এ ব্যাপারে শিক্ষামন্ত্রী মহোদয়ের নেকনজর কামনা করছি

    • @MD.RobiulIslam-k9h
      @MD.RobiulIslam-k9h 10 месяцев назад

      😂😂😂

    • @MD.RobiulIslam-k9h
      @MD.RobiulIslam-k9h 10 месяцев назад

      ছাত্রলীগ আর শিক্ষামন্ত্রীর মধ্যে পার্থক্য কি??

  • @md.riponhassan4678
    @md.riponhassan4678 10 месяцев назад +9

    আগে অন্য ভার্সিটিতে অপরাজনীতি বাদ দিয়ে রাজনীতি চালু করুন। তার পরে বুয়েটে।

  • @nurulabsar1944
    @nurulabsar1944 9 месяцев назад +1

    Govt. sholud appoint mr. Mohiuddin as V.C. of buet . Then what kind of measure he takes we want to see. As Rony ex.M.p .mr Mohiuddin is also trying to be some thing. General people does not like mr golam moula Rony and you Mr. Mohiuddin Khaled.do something special in practical for the people. Almighty Allah will bless you
    Thank you

  • @shamim70
    @shamim70 10 месяцев назад +34

    এদের দুজনের হাত ধরে বাংলাদেশ কি পেয়েছে? ভোটের অধিকার আদায়ে এদের অবস্থান কি?

    • @rashedulhasan4592
      @rashedulhasan4592 10 месяцев назад +2

      কিচ্ছু না

    • @ahmedbabu7097
      @ahmedbabu7097 10 месяцев назад +2

      Vote Diya ki korben. Chor paltaben r ki

    • @shamim70
      @shamim70 10 месяцев назад +3

      @@ahmedbabu7097 চোরেরও ভোট দরকার। আগে তো পাল্টানোর ক্ষমতাটা ছিল। এখন কি আছে?

    • @mohammadsaddam8933
      @mohammadsaddam8933 10 месяцев назад +1

      হেডা পেয়েছে 😆

    • @jaberibnshihab9968
      @jaberibnshihab9968 10 месяцев назад +3

      আইনুন নিশাত স্যার পদ্মা ব্রিজ তৈরিতে থাকা ৬জন ইঞ্জিনিয়ার এর একজন এবং প্রধান ইঞ্জিনিয়ার ।

  • @a.abayezid8228
    @a.abayezid8228 10 месяцев назад +1

    thank you nishat sir for your bold statement. lots of respect & dua for u.

  • @masudakhondfanclub
    @masudakhondfanclub 10 месяцев назад +4

    আমরা খুবই হতাশায় নিমজ্জিত থাকি আজকাল। এদেশের সকল মানুষদের আমরা আমাদের সাথে চাই

  • @farukhossain8208
    @farukhossain8208 10 месяцев назад +1

    বুয়েট সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে ছাত্র রাজনীতি বন্ধ কর।
    শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং নীতিবান কর্মকর্তাদের এব্যাপারে ভূমিকা রাখতে হবে।।

  • @krishibidbd
    @krishibidbd 10 месяцев назад +12

    বর্তমানে অন্যান্য বিশ্ব বিদ্যালয়ের ছাত্র রাজনীতির দিকে তাকান, কি ধরনেরর রাজনীতি হচ্ছে, চাঁদা বাজী,ছাএ রেগিং, ধরষন,টেন্ডারবাজী, সেনচুরী করা

  • @mdshaonshaikh1159
    @mdshaonshaikh1159 9 месяцев назад +1

    রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন চাই

  • @dcad2187
    @dcad2187 10 месяцев назад +13

    বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক দল কানা। (আওয়ামী গোরোনার লোক) তার কথা মতে- যে লাউ সেই কুদু

  • @mdshahalam2987
    @mdshahalam2987 9 месяцев назад

    আরেফিন স্যার একজন রাজনৈতিক দলের ব্যক্তি,কাজেই উনি কখনোই বুয়েটের মঙ্গল চাইবেনা, উনি চাইবে দলের মঙ্গল।

  • @NazrulIslam-hp6dt
    @NazrulIslam-hp6dt 10 месяцев назад +9

    বুয়েটে কি এমন মধু আছে, যে রাজনীতি করতে হবে

    • @farhanrejwan
      @farhanrejwan 10 месяцев назад

      অন্যান্য ক্যাম্পাসে যেই মধু আছে, সেটাই। অনেক টাকা। বুয়েটে ছাত্র রাজনীতি না থাকার কারণে এই টাকাগুলো বুয়েটলীগের হাতে আসছে না দেখেই এখন এদের মাথা খারাপ।

  • @georginahuq9033
    @georginahuq9033 10 месяцев назад

    Alhamdulillah Khaled Muhiuddin is on this very sensitive, important, and horrifying situation in BUET.

  • @AbulKalam-zn5og
    @AbulKalam-zn5og 10 месяцев назад +6

    No politics in BUET

  • @AyeshaHino
    @AyeshaHino 10 месяцев назад +1

    পড়ে তো মানুষ হতে পারেন নি। তাহলে দেশটাতো এরকম অবস্থায় নিপতিত হতো না। মাফ করবেন।

  • @michelfasionhouse8269
    @michelfasionhouse8269 10 месяцев назад +6

    আমরা দাবি করি বুয়েট দলীয় রাজনীতি থাকবে না

  • @sumon_prodhan
    @sumon_prodhan 10 месяцев назад +1

    দলীয় ছাত্র রাজনীতি বন্ধ হোক

  • @masoodbashir464
    @masoodbashir464 10 месяцев назад +21

    উপস্থিত দু’জনই কি বাআল’এর সমর্থক ?

    • @integer9655
      @integer9655 10 месяцев назад +1

      ya 😂😂

    • @farhanrejwan
      @farhanrejwan 10 месяцев назад

      হ্যাঁ, এদের কথা শুনেই তো বুঝা যায়। ইদানিং বেছে বেছে ক্ষমতাসীন দল থেকেই বেশি আনা হচ্ছে, এজন্য এখন আর এই অনুষ্ঠান তেমন দেখি না।

  • @mirjaglulahmed8031
    @mirjaglulahmed8031 9 месяцев назад

    শুধু বুয়েটে নয়,বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজণীতি বন্ধ করা উচিত

  • @aslamahmedkhan1783
    @aslamahmedkhan1783 10 месяцев назад +6

    Both of the participant Awami backed.

  • @hasibkhan7687
    @hasibkhan7687 10 месяцев назад

    সকল প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা করা হোক🏳️🇧🇩✊

  • @oney0072
    @oney0072 10 месяцев назад +4

    ঢাবি এর এক্স ভিসি স্যারের passive স্টাইলের কথাবার্তা খুবই বিরক্ত লাগে বিশ্বাস করেন। করতে হবে, করা উচিত ব্লা ব্লা 🤮

  • @ismailahmed4215
    @ismailahmed4215 10 месяцев назад

    জনাব আরেফীন সাহেব নিজেই এই চরম অপরাজনীতির বড় সুবিধাভোগী।

  • @muntahamanha1122
    @muntahamanha1122 10 месяцев назад +8

    গতো ২০ বছরে বাংলাদেশে ছাত্র রাজনীতির পজেটিভ দিক কি?

  • @hmdmasudrana8588
    @hmdmasudrana8588 10 месяцев назад +1

    সততার প্রশ্ন আসলে কিছু মানুষ তোতলানো শুরু করে।

  • @HorekRokom-71Assorted
    @HorekRokom-71Assorted 10 месяцев назад +4

    বর্তমানে সমস্ত জায়গায় ছাত্র রাজনীতির যে চরিত্র এবং উদাহরণ আমরা দেখতে পাই তাতে বুয়েট তো পরের কথা অন্যান্য সমস্ত কলেজ ইউনিভার্সিটি থেকে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত

  • @kmhridoy105
    @kmhridoy105 10 месяцев назад

    ধন্যবাদ স্যার।
    আপনাদের সুন্দর গঠন মূলক আলোচনা।

  • @khanselim7265
    @khanselim7265 10 месяцев назад +25

    আরেফিন সাহেব পাক্কা সিন্ডিকেট

    • @mohammadnasir5667
      @mohammadnasir5667 10 месяцев назад

      দালল সিদ্দিক রাষ্ট্রপতি হওয়ার দালালি চলে

  • @onlinepathsala945
    @onlinepathsala945 10 месяцев назад

    বুয়েট সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীত বন্ধ করা উচিত।

  • @foci5301
    @foci5301 10 месяцев назад +9

    game change এর দরকার নেই।
    direct কথা বলেন।
    ছাত্ররা যা চায় তা support করুন। দালালী বাদ দিন।।

  • @colorsofajman
    @colorsofajman 10 месяцев назад

    খালেদ ভাইয়া। আপনি পিনাকি দাদা কে একদিন আমন্ত্রন করে আনতে পারেন। আমি নিশ্চিত বাংলাদেশের সেরা টকশো আজীবন চাংগা হয়ে থাকবে। কে কে একমত 🖐️

  • @AbulBashar-np2yv
    @AbulBashar-np2yv 10 месяцев назад +11

    সিদ্দিকী স্যার দলকানা একচোখা কথা বলছে

  • @farhad1168
    @farhad1168 10 месяцев назад

    Great example of how to be subterfuge in a talk show. Full of great neutral statements, fallacies and that covers 360 degrees. Anyone can interpret it to the explanation of his own.

  • @sashameemahmad6012
    @sashameemahmad6012 10 месяцев назад +4

    জনাব আরিফিন, বুয়েটকে কেন ল্যাবরেটরি বানাতে চাচ্ছেন কেন? ভালোকে ভাল রাখুন, নস্টগুলোকে ঠিক করেন? আপনি কী করেছেন দেশ দেখেছে?

  • @georginahuq9033
    @georginahuq9033 10 месяцев назад +1

    Khaled Muhiuddin is a blessing from Allah.

  • @masoodbashir464
    @masoodbashir464 10 месяцев назад +4

    বাহ্, আইনুল সাহেবতো ছাত্রলীগ সভাপতিতে বিমোহিত !

    • @deepakeojbalia9424
      @deepakeojbalia9424 10 месяцев назад +1

      Seek a good post in aged life like ukil Abdus Sattar!

  • @md.abulbasher4764
    @md.abulbasher4764 9 месяцев назад

    ২৭:০০ মিনিট সময়ে খালেদ মুহিউদ্দিন ভাইয়ের প্রস্তাবে আমি সম্পূর্ণ একমত।
    আপনি একমত হলে জানান দিন।

  • @farhadahmed4019
    @farhadahmed4019 10 месяцев назад +5

    সবচেয়ে হতাশা জনক টকশো আজ দেখতে হলো আজ।

  • @tahmidmunna3480
    @tahmidmunna3480 10 месяцев назад

    এই প্রথম দুইজন বক্তা তারা তাদের মতকে গ্রহণ করেছেন।
    সত্যকে তুলে ধরার চেষ্টা করেছেন মোটাদাগে। ধন্যবাদ দুইজনকেই।

  • @faria8846
    @faria8846 10 месяцев назад +4

    ওনি ভিসি থাকায় অবস্থায় ঢাবি র রাজনীতির কি ইতিবাচক পরিবর্তন ঘটায়তে পারছিলেন 😂

  • @MainulIslam-qj1hg
    @MainulIslam-qj1hg 10 месяцев назад

    সকল শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত হোক।

  • @mdmihirmojumder397
    @mdmihirmojumder397 10 месяцев назад +4

    আমাদের দেশে কয়জন রাজনীতিবিদ ব‍্যবসাহি ও সম্পদের মালিকদের
    কয়জন ছেলে মেয়ে বাংলাদেশ পড়া লেখা করে তারা সবাই তো বিদেশে পড়া লেখা করছে
    দেশের সকল ছেলে মেয়েরা ভালো পড়া লেখা করে মেধাবী হলে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যত কি হবে বাংলাদেশে

  • @farukhossain8208
    @farukhossain8208 10 месяцев назад

    সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি বন্ধ করে, প্রকৃত শিক্ষার পরিবেশ তৈরী করতে হবে।

  • @colonelfarid3199
    @colonelfarid3199 10 месяцев назад +3

    যে রাজনীতির জন্য বুয়েটের ২১জন ছাত্রের জীবন কেড়ে নেয় সে রাজনীতি আদই বুয়েটে কি দরকার আছে?

  • @mohammadrakib4657
    @mohammadrakib4657 10 месяцев назад

    This Gentle man Mr. Arefin is involved in the polarize politics

  • @ismailhossain700
    @ismailhossain700 10 месяцев назад +11

    আজকের টকশো আলোচনা সমকামী😢

  • @mdabubakarsiddique3108
    @mdabubakarsiddique3108 10 месяцев назад

    বুয়েট ছাত্ররাজনীতি মুক্ত থাকা উত্তম।

  • @raselabid1643
    @raselabid1643 10 месяцев назад +1

    ভাই আপনারা আলোচনা করেন আমি দেখছি আপনারা সত্য তুলে ধরেন কিন্তু আপনাদের এই আলোচনার কোন মুল্য নাই এখনকার অবৈধ সরকারের আমলে ধন্যবাদ

  • @faria8846
    @faria8846 10 месяцев назад +7

    পজিটিভ রাজনীতি আকাশ -কুসুম চিন্তা 😂

  • @cleanenergybangladesh
    @cleanenergybangladesh 10 месяцев назад

    শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার জন্য, রাজনীতির জন্য না। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি মুক্ত করা হউক।