আমি অনেক অনেক দিন ধরেই স্যারের সবগুলো অনুষ্ঠান শুনি এবং শোনার চেষ্টা করি। আমার ব্যাক্তিগত মতামত বর্তমানে আমার দেখা বাংলাদেশের সবচাইতে সেরা একজন মানুষ ডঃ সলিমুল্লাহ স্যার।
বাঙালি-অবাঙালি, হিন্দু-মুসলমান (অন্যান্য সম্প্রদায়) দিয়ে বিভক্ত না হয়ে আমরা যে বাংলাদেশী এই পরিচয় টাকে গুরুত্ব দেওয়া উচিত। আধুনিক জাতিরাষ্ট্রের উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে সিঙ্গাপুর,জাপান,ফ্রান্স সহ অন্যান্য রাষ্ট্র গুলো তে জাতিয়তাবাদের চেতনা ও মুক্তিসংগ্রামের ইতিহাস কে গুরুত্ব দিয়ে উন্নয়ন ও কল্যাণের দিকে ধাবিত হচ্ছে। একটা রাষ্ট্রে বিভিন্ন জনজাতি বা এথনিসিটি, বিভিন্ন ধর্মিয় সম্প্রদায় এর লোকেরা স্বাভাবিক বসবাস করে। কেও সংখ্যাগরিষ্ঠ হতে পারে কেও সংখ্যালঘু। কিন্তু রাষ্ট্রের সার্বিক মঙ্গল তখনই সম্ভব হয় যখন সকলে স্ব স্ব অধিকার ও মর্যাদা নিয়ে দায়িত্ব পালন করতে পারবে,মেধার মূল্যায়ন ঘটতে পারবে। উগ্র সাম্প্রদায়িকতা ও অন্ধ জ্যাতাভিমান দ্বারা শুধু অকল্যাণ ও অমঙ্গল ঘটে থাকিবে।
….তাহলে হিন্দু খৃস্টান বৌদ্ধ এরা তো সংখ্যা তত্বের ভত্তিতে ২য় ৩য় ও ৪ র্থ শ্রেনীর বাঙালি হিসাবে বিবেচিত হচ্ছে এবং হবে! এর চেয়ে সবাই বাংলাদেশী বলাটাই কি শ্রেয় নয়?
নুর সাফা জুলহাজের প্যান্ট খুলে দিল ড. সলিমুল্লাহ খান। জুলহাজ বার বার একটা কথাই বলতে চাচ্ছেন শুধু সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা; ড. সলিমুল্লাহ খান জুলহাজের সাম্প্রদায়িকতা তত্ত্বকে এক মুহূর্তের জন্যও সাপোর্ট করেননি।
আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। খুব ভালো মানুষ ছিলেন। সব ধর্মের মানুষকে ভালোবাসতেন। আমি যখন খুব ছোটো তখন নামাজে সিজদারত অবস্থায় বাবা ব্রেইন স্টোক করে মারা যান।আমার বাবা ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। আমার মামা মুক্তিযোদ্ধা। ৭১ এ আমার মামার বুকে গুলি লেগেছে। আমার মামা আহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মামা একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। আমার মামা ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, খুব ধর্ম পালন করতেন। আমি খুব অসাম্প্রদায়িক পরিবারে বড় হয়েছি। আমি যখন সিক্সে পড়ি তখন আমার পাশের বাসার aunty ছিলেন হিন্দু। তিনি সবসময় আমার ধর্মকে insult করে কথা বলতেন। আমি উত্তর দেইনি, আজও আমার ওনার insult করা কথাগুলো মনে হয়, খুব খারাপ লাগে। এরকম জীবনে অনেক হিন্দুর কথা শুনেছি, কিছুই বলিনি। আমার পাশের বাসার aunty আমার ধর্মকে insult করে কথা বলার পাশাপাশি বাংলাদেশকেও insult করে কথা বলতেন, তিনি বাংলাদেশি হয়ে বাংলাদেশকে দেখতে পারতেননা। তিনি ভারতের দূরনাম শুনলে রাগ করতেন আর বাংলাদেশের প্রশংসা শুনলে ক্ষেপে উঠতেন। আমার প্রশ্ন হল বাংলাদেশে সব অসাম্প্রদায়িকতার দায়িত্ব কি শুধু মুসলিমদের? বাংলাদেশের হিন্দুরা নিজেকে ভারতীয় ভাবেন কেনো? একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমি হিন্দুদের সাম্প্রদায়িক আচরণ থেকে রক্ষা পাইনি। একটা দেশের Majority হয়েও আমি হিন্দুদের সাম্প্রদায়িক আচরণ থেকে রক্ষা পাইনি,minority হলে আমার অবস্থা কেমন হতো বুঝাই যায়। ৭১ এ বেশিরভাগ মুক্তিযোদ্ধা মুসলিম ছিলেন। ৭১ এ যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হতো একজন হিন্দুও যুদ্ধ করতোনা। বাংলাদেশের মুসলিমরা যতটা অসাম্প্রদায়িক, বাংলাদেশের হিন্দুরা ততোটাই সাম্প্রদায়িক ।বাংলাদেশের পুলিশের ৬৩০ জন ওসির মধ্যে ৫১২ জন হিন্দু, সরকারি চাকরিতে ২৫% minority, minority Chittagong এ ২১ টি genocide + mass rape করেছে। বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে ১০% minority ২৫% সরকারি পজিশনে আছে। ভারতে ১৪% মুসলিম মাত্র ৫% পজিশনে আছে। বাংলাদেশের মত অসাম্প্রদায়িক দেশ World এ আর একটাও নাই।
কেন কিছু বাঙালী হিন্দুরা ক্ষেপে ওঠে জানেন, কারণ জিন্নাহ্ একসময মুসলমান পাকিস্তান বানাতে গিযে বহু হিন্দু মুসলমান শুধু গৃহহীন হয নাই, বহু লোক কচুকাটা হযেছে। অথচ সেই মুসলমান রা তাদের বহু আকাঙ্খা'র পাকিস্তান পেল না। ভারতে মুসলমানেরা সংখ্যায কমবেশী কুড়ি কোটি, খুব খারাপ ভাবে বসবাস করেনা। মুম্বাই এর বহু অতি সফল শিল্পী আছেন যারা আদিতে পশ্চিম পাকিস্তানী, তবুও তারা ভালতে চলে আসতে মনস্থ করেন।
তুমি হিন্দু হও সাম্প্রদায়িক নও,তুমি খ্রিস্টান হও সাম্প্রদায়িক নও,তুমি বৌদ্ধ হও সাম্প্রদায়িক নও, কিন্তু তুমি মুসলিম মানে সাম্প্রদায়িক! এটাই আমাদের বুদ্ধিজিবীদের বড় সমস্যা!! এসো করি রাজনীতি, নিজ গুণে পরিচিতি!!!
৭১ টেলিভিশন কর্তৃপক্ষের উচিৎ স্যারকে দিয়ে আরও বেশি করে এমন প্রগতিশীল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা! এমন জ্ঞানগর্ভ আলোচনা হতে অনেক বোধবুদ্ধি জাগ্রত হতে পারে আমাদের! ধন্যবাদ স্যারসহ ৭১ টেলিভিশন কর্তৃপক্ষকে !
ড. সলিমুল্লাহ যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, তখন কমেন্টস এ একশ্রেণির লোক বিশেষ করে বুদ্ধিজীবিদের সমালোচনা শুনে বেশি উচ্চসিত হয়, কিন্তু তারা তার টোটাল চিন্তাকে বোধগম্য করার চেষ্টা করে না। এই বিষয়টি ড. সলিমুল্লাহ সাহেবের গভীরভাবে ভেবে দেখা উচিত। কারণ গভীর যুক্তিসম্পন্নতাকে যারা তোয়াক্কা করে না, উপভোগ করে না, কেবল চিন্তাশীল মানুষদের ব্যঙ্গ-বিদ্রূপ করার জন্য একটি নগ্ন অস্ত্র খুজে, তাদের নোংরা চরিত্রকে উৎসাহিত না করার বিষয়টি মাথায় রাখা উচিত।
উপস্থাপক আপনাকে বলি শোনেন | ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল | পূর্ব বাংলা নামক আজকের এই দেশ ধর্মীয় কারণে পাকিস্তানের অংশ হয়েছিল | সমগ্র সিলেট বিভাগ ভোটের মাধ্যমে পাকিস্তানে যোগ দিয়েছিল | সেদিন পাকিস্তানের জনক জিন্নাহ বাংলাদেশকে সঙ্গে না নিতেন তাহলে আজকের এই বিশাল ভারত থেকে স্বাধীনতার স্বপ্ন ,স্বপ্নই থেকে যেত | আপনার পরর্বতী ১৪ প্রজন্ম চেষ্টা করলেও স্বাধীনতার মুখ দেখতো না |জিন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন | ৯০ পার্সেন্ট মানুষ মুসলমান ,সংস্কৃতি তারা যেমন চাইবে তেমন হবে | বাঙ্গালী নামে ইসলাম বিদ্বেষী কোন কালচার চলবে না | মানিয়ে নিতে না পারলে আপন দেশে চলে যাও |
Dekhun Ami Bangladesh theke ekjon muslim bolchi. Esob pagoler prolap boka bondho korun . Deshbhag na hole aaj poshchimbongo o Bangladesh ek thakto. Bangalira aro egiye jeto. Varoter opor ki ei oncholer manushder odhikar chilo na . Kintu ta theke amra bonchito hocchi ei deshbhager jonne. Ar apni ei deshbhag ke somorthon korchen ? Ei deshbhag 1 koti manushke grihohin korechilo , 10 lakh manushke mere felechilo . Je ei deshbhag korechilo shei zinnah ke eto valo lage apane?
@@zahirmasud7242 হাসিনা ক্ষমতায় টিকতে কট্টর মৌলবাদীদের হাত শক্ত করছে। সাপের লেজ দিয়ে কান চুলকাচছে। দেশের অর্থনীতি ঘোর অন্ধকারে। পাকিস্তান, শ্রীলঙ্কার পথে বাংলাদেশ।
আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার মামা ও মুক্তিযোদ্ধা। একটা অসাম্প্রদায়িক ও মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও আমি আমাদের দেশের সংখ্যালঘুদের দারা যেসব পরিস্থিতির স্বীকার হয়েছি (১) আমি তখন সিক্সে পড়ি। আমার পাশের বাসার aunty এর নাম ছিল নমিতা ভৌমিক। তিনি সবসময় আমার ধর্ম নিয়ে আগ বাড়িয়ে বাজে মন্তব্য করতেন । আমি ওনার কথার উত্তর দেইনি, তাও তিনি অনেক দিন আমার ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেছেন। (২) আমাদের স্কুলের নাম ছিল ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ। আমাদের স্কুলে একজন হিন্দু স্যার নাম প্রদীপ চন্দ্র দেবনাথ তিনি তার ধর্মের গল্প বলছিলেন। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনছিলাম। কেউ হাসছিলাম না কিন্তু sir আমাদের ধর্ম নিয়ে বাজে একটা মন্তব্য করলেন। (৩) আমি সেভেনে থাকতে educare কোচিং এ পড়তাম। কোচিং এ অমিত স্যার, আমার ক্লাসমেইট দীপিকা পাল আমার ধর্ম নিয়ে বাজে মন্তব্য করতো। (৪) ক্লাস এইটে আমরা প্রয়াস কোচিং এ ভর্তি হই। suronjit sir আমাদের ধর্ম নিয়ে মন্তব্য করেছিলেন। (৫) অনার্সে উঠার পর আমরা আরেকটা বাসায় যাই, সেখানে আমার প্রতিবেশি সুমিতা দেবি হিজাবসহ বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করতেন। (৬) অনার্স সেকেন্ড ইয়ারে থাকাকালিন মোদন মোহন কলেজের জয়ন্ত দাশ স্যার আমাদের ধর্ম নিয়ে মন্তব্য করেছেন। আরো হাজারটা আছে যা বলতে বলতে শেষ হবেনা। ওরা যা যা মন্তব্য করেছে সেগুলো লিখে ছড়াতে চাইছি না। একটা দেশের majority হয়েও যদি আমার এই অবস্থা হয়, minority হলে কি হতো? আপনি স্বীকার করুন আর না করুন বাংলাদেশের minority রা সবচেয়ে সাম্প্রদায়িক minority এর মধ্যে একটি ।
আপনি হয়তো তাদের কথা গুলো চুপ করে মেনে নিয়েছে আমি হলে জুতা পিটা করতাম এদের।আমার সামনে আজ পর্যন্ত কোন হিন্দু ধর্ম নিয়ে কথা বলার সাহস পায় নাই কারন তাদের ধর্মের রেফারেন্স দিয়ে লেংটা করে দেবো।
সলিমুল্লাহ স্যার শুধু উন্নত বিশ্লেষণই করতে পারে কিন্তু উনি কোনো সমাধান বাতাতে পারে না।তাহলে কি উনি পরোক্ষভাবে গুটিয়ে যাওয়া বুদ্ধিজীবী নয়🤔🤔উনি অসাম্প্রদায়িক বাঙলা তৈরিতে কোনো বক্তব্যই দেন না। প্রশ্ন হলো আপনাদের কি করনীয়? এই কথাটা বার বার এরিয়ে যান কেন?
১. "পরোক্ষভাবে গুটিয়ে যাওয়া বুদ্ধিজীবী" বিশেষণটি আংশিক সত্য। কারণ আপনার চারপাশে আরো অনেক বুদ্ধিজীবী আছেন যাঁরা দুই নৌকায় পা দিয়ে চলছেন। সলিমুল্লাহ স্যার বোধ করি অমন নন। কিন্তু সার্বিক মঙ্গল বিষয় বিবেচনাপূর্বক একজন বুদ্ধিজীবী চুপ থাকতে পারেন, যদিও সেখানে স্বার্থপরতার প্রকাশ পায়। সলিমুল্লাহকে নিয়ে নয়, বরঞ্চ তার বক্তব্যকে নিয়ে বিশ্লেষণ করলে ভালো হয়। ২. এই বৃহত্তম ব দ্বীপে বুদ্ধিজীবীগণের কথা বা উপদেশ শুনলে এই দেশ স্বাধীন হতো না....এটা আমার না, মহাত্মা আহমদ সফার বিশ্লেষণ। মতভেদ থাকতে পারে, তবে একচেটিয়া দোষ বাস্তব সম্মত নয়। ৩. ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে, আপনি না লিখলে আমি হয়তো লিখতে পারতাম না। দেশ এগিয়ে যাক, এই প্রত্যাশা করছি।
@@najirhosen446 ভারতের সংবিধানেই আছে এটি অসাম্প্রদায়িক দেশ । বাংলাদেশ পাকিস্তান তো সংবিধান থেকে অসাম্প্রদায়িকতা তুলে দিয়ে কবেই একটি ধর্মকে প্রাধান্য দিয়ে শুধু সংখ্যার ভিত্তিতে মুসলিম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে ।
উপস্থাপকের কথার সাথে আমি মোটেই একমত নই, তিনি বাংলাদেশের মুসলমানদের ব্যাপারে বলেছেন যে , মুসলিমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে দাবি করে এবং ভারতকে সেকুলারের কথা বলে, এখন আমি উপস্থাপক কে বলতে চাই যে ,ভারত বিভক্তির মূল কারণ বা উদ্দেশ্য কি ছিল? যে সকল অঞ্চলের মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ ছিল তারা ইসলাম রক্ষার্থে আলাদা ইসলামী রাষ্ট্র চেয়েছিল এবং তারা ছিল ইসলামী আদর্শে বিশ্বাসী আর সেকুলারিজমের বিপক্ষে । তখন ভারতের মূল কনসেপ্ট ছিল সেকুলারিজম , এরই ধারাবাহিকতায় ভারত পাকিস্তান ২টি আলাদা রাষ্ট্র গঠন হয় , তাহলে বর্তমান ভারত সেই সেকুলার কে বাদ দিয়ে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার করতে চাইবে মুসলমানেরা কিছুই বলবো না ! এটা কি করে হয় , তাই ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে দাবি করলেই হবে না, তবে তা হবে ৪৭ এর কনসেপ্টের বিরোধী কাজ , সুতরাং আমরা চাই ভারত ৪৭ এর শর্ত অনুযায়ী সেক্যুলারই থাকুক।
৬০ কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে 🚼🚽🚼🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 🪣🧹জাতিসংঘের এক রিপোর্টে বলা হচ্ছে, বিশ্বে একশো কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে এবং এর ফলে কলেরা, ডায়ারিয়া এবং হেপাটাইটিসের মতো মারাত্মক রোগ-ব্যাধির বিস্তার ঘটছে। 🇮🇳🚽ভারতে ৫৩ শতাংশ পরিবারের টয়লেট নেই। ৬০ কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে। যথাযথ মলনিষ্কাশন ব্যবস্থার (স্যানিটেশন) অভাব ভারতে অপুষ্টির অন্যতম কারণ। গত সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার ছিল জাতিসংঘ ঘোষিত প্রথম বিশ্ব টয়লেট দিবস। এ দিনটিকে সামনে রেখে প্রতিবেদনটি তৈরি করা হয়। বিশ্বব্যাংক জানায়, উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব। বর্তমানে বিশ্বের ২৫০ কোটি লোক টয়লেট ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত। ১০০ কোটি লোক খোলা জায়গায় মলত্যাগ করে। এর মধ্যে ভারতীয়ের সংখ্যা ৬০ কোটি। ভারত সরকারের 'স্যানিটেশন' কর্মসূচি শিশুদের বোধ গঠনে কতটা কার্যকর প্রভাব রেখেছে তার ওপর বিশ্বব্যাংক গবেষণা করে। 'ইফেক্টস অব আরলি-লাইফ এঙ্পোজার টু স্যানিটেশন অন চাইল্ডহুড কগনিটিভ স্কিলস' শীর্ষক প্রতিবেদনটির লেখকদের প্রধান ডিন স্পিয়ারস বলেন, 'আমাদের গবেষণায় দেখা গেছে, ছয় বছর বয়সী ছেলেমেয়েদের যাদের প্রথম বছর থেকেই স্যানিটেশন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট করা হয়েছে, তাদের বর্ণ ও সংখ্যা চিনতে পারার ক্ষমতা এই সুবিধার বাইরের ছেলেমেয়েদের চেয়ে বেশি।' মানুষকে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণে উৎসাহী করার লক্ষ্যে ওই কর্মসূচি চালু করা হয়। স্পিয়ারস বলেন, সবচেয়ে আশার কথা হচ্ছে, গ্রামে স্বল্প খরচে স্যানিটেশন ব্যবস্থা চালুর মাধ্যমে শিশুদের বোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। বিশ্বব্যাংকের পানি ও স্যানিটেশন কর্মসূচির ব্যবস্থাপক জেহিয়াং সো জানান, খোলা জায়গায় মলত্যাগের ঘটনাটি বহু উন্নয়নের মূল প্রতিবন্ধক। দুর্বল স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পায়খানার অভাব জনস্বাস্থ্য, শিক্ষা, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। চলতি বছরের শুরুর দিকে বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানায়, মল থেকে সৃষ্ট জীবাণু সংক্রমিত শিশুদের শারীরিক বৃদ্ধি অন্যদের তুলনায় কম। 🎥 সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
The intellectuals of Bangladesh are busy to earn different type of medals by oiling and buttering all successive governments. But they did nothing against corruption and fundamentalists of Islam, Hindhu, Boddho and Christant. Thanks from Bangladesh.
"বাংলাদেশের ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চায় আর ভারতসহ অন্য দেশে তাদের শাসন ব্যবস্থা চায়না " এটা কি বিজ্ঞ উপস্থাপনক এর কল্পনা না রেফারেন্স আছে ?? ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রন্থে কি রাষ্ট্র ব্যবস্থা আছে ??
@@nazmussadat8402 সৌদি আরবে চলচ্চিত্র উৎসব, কনসার্ট , নাইট ক্লাব,মাদকের পার্টি, নারীদের গাড়ি চালানো সিনেমা দেখতে যাওয়া এগুলো অবৈধ না। এগুলো কি কুরআন এর আইন? আফগানিস্তানের আমেরিকা, ইউরোপ ইহুদী নাসাদের দেশ থেকে অর্থ সাহায্য প্রার্থনা করা, নারীদের কর্মসংস্থানের গিয়ে কাজ করার সুযোগ দেওয়া এগুলো কি কুরআন এর আইন?
you have no clue about his knowledge. Sir is called living library. He is very thoughtful person and deliver his message elaborately.I had to get chance to meet him in my workplace..
@@shootingstar3781 I have very little knowledge about her, but I can justify anything with logic and scientific information. In this perspective i always try to ignore the religion and any kind of emotions. Thank you
@@alokedas1254 firstly, he is him not her that you mentioned 'her'.secondly, this conversation about muslim and islam related. so in this perspective there is no chance to avoid about religion purpose and as we know religion purpose conveys emotional things. Sir's knowledge is far higher then your knowledge.he is far far better then your justification and logical.if you called from this type of program then we know how much idea or knowledge you have about all of matters.thanks.
আহমদ ছফা সাহসের সাথে সত্য কথা বলেছেন। কিন্তু সলিমুল্লা স্যার ছফা সাহেবের নাম ব্যবহার করছেন বটে তবে তিনি সজ্ঞানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তার মধ্যে Unbiased হওয়ার সাহসের ঘাটতি আছে।
We are all against you. You are Bangladeshi, not Bengali. You have cause extreme violence against the Hindus and Buddhists since 1926 and it is still going on.
আমি অনেক অনেক দিন ধরেই স্যারের সবগুলো অনুষ্ঠান শুনি এবং শোনার চেষ্টা করি। আমার ব্যাক্তিগত মতামত বর্তমানে আমার দেখা বাংলাদেশের সবচাইতে সেরা একজন মানুষ ডঃ সলিমুল্লাহ স্যার।
সত্যি
অনেক দিন পর একজন সত্যিকারে বুদ্ধিজিবি মানুষের কথা শুনলাম,,,
বাঙালি-অবাঙালি, হিন্দু-মুসলমান (অন্যান্য সম্প্রদায়) দিয়ে বিভক্ত না হয়ে আমরা যে বাংলাদেশী এই পরিচয় টাকে গুরুত্ব দেওয়া উচিত। আধুনিক জাতিরাষ্ট্রের উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে সিঙ্গাপুর,জাপান,ফ্রান্স সহ অন্যান্য রাষ্ট্র গুলো তে জাতিয়তাবাদের চেতনা ও মুক্তিসংগ্রামের ইতিহাস কে
গুরুত্ব দিয়ে উন্নয়ন ও কল্যাণের দিকে ধাবিত হচ্ছে। একটা রাষ্ট্রে বিভিন্ন জনজাতি বা এথনিসিটি, বিভিন্ন ধর্মিয় সম্প্রদায় এর লোকেরা স্বাভাবিক বসবাস করে। কেও সংখ্যাগরিষ্ঠ হতে পারে কেও সংখ্যালঘু। কিন্তু রাষ্ট্রের সার্বিক মঙ্গল তখনই সম্ভব হয় যখন সকলে স্ব স্ব অধিকার ও মর্যাদা নিয়ে দায়িত্ব পালন করতে পারবে,মেধার মূল্যায়ন ঘটতে পারবে। উগ্র সাম্প্রদায়িকতা ও অন্ধ জ্যাতাভিমান দ্বারা শুধু অকল্যাণ ও অমঙ্গল ঘটে থাকিবে।
9⁰
আমরা হতে চাই বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বাঙালি বৌদ্ধ বাঙালি খৃস্টান এই দেশ সবার। সবার শুভবুদ্ধির উদয় হোক।
Exactly,all think tanks should come forward against communal law in the country
আপনি ওর কথা শুনেন পুরো বায়াসড ও সাম্প্রদায়িক বক্তব্য
মানুষের পরিচয় সে মানুষ আর কিছু নয়।
….তাহলে হিন্দু খৃস্টান বৌদ্ধ এরা তো সংখ্যা তত্বের ভত্তিতে ২য় ৩য় ও ৪ র্থ শ্রেনীর বাঙালি হিসাবে বিবেচিত হচ্ছে এবং হবে! এর চেয়ে সবাই বাংলাদেশী বলাটাই কি শ্রেয় নয়?
আর ভারতে গেলেই দেশটা শুধু হিন্দুদের হয়ে যায় তাইনা?
সন্চালক,
এমন একজন সন্মানিত লোকের সংগে আপনি যেভাবে সঞ্চালনা করলেন, আমার কাছে অসম্মানিত লেগেছে।।
Solimullah kobe shommanito hoyle?
শুধু আরেকদিন না, স্যার যতদিন বেচে আছেন,এর মধ্যে মাসে ২বার করে সলিমুল্লাহ স্যারের সাথে প্রোগ্রাম করে স্যারের জ্ঞান গুলো সকলে জানার সুযোগ দেওয়া উচিত।
সলিমুল্লা খানের আলোচনা সুনার জন্য শুধু ৭১ টিভির আলোচনা সুনলাম
ঠিক
নুর সাফা জুলহাজের প্যান্ট খুলে দিল ড. সলিমুল্লাহ খান। জুলহাজ বার বার একটা কথাই বলতে চাচ্ছেন শুধু সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা; ড. সলিমুল্লাহ খান জুলহাজের সাম্প্রদায়িকতা তত্ত্বকে এক মুহূর্তের জন্যও সাপোর্ট করেননি।
এই জন্যই ডঃ সলিমুল্লাহ স্যারকে ভালো লাগে ♥️
স্যারের জন্য মন থেকে দোয়া।
স্যারের হায়াতে আল্লাহ্ বারাকাত দান করুন।
উপস্থাপক যেদিকে সলিমুল্লাহ খান কে নিতে চাছছিলেন সেইদিকে নিতে পারেন্নাই বরঞ্চ জনাব খান পাশা উলটে দিলেন। জনাব খান যথাযথ বলেছেন।
৭১ টিভি
এরকম বুদ্ধিজীবীর কথা আমরা শুনতে চাই সত্যি উনি বাস্তব একজন বুদ্ধিমান।
সব বাঙ্গালির মনের বেতা প্রকাশ করলেন স্যার। স্যারের দির্ঘাআয়ো কামনা করি
আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। খুব ভালো মানুষ ছিলেন। সব ধর্মের মানুষকে ভালোবাসতেন। আমি যখন খুব ছোটো তখন নামাজে সিজদারত অবস্থায় বাবা ব্রেইন স্টোক করে মারা যান।আমার বাবা ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। আমার মামা মুক্তিযোদ্ধা। ৭১ এ আমার মামার বুকে গুলি লেগেছে। আমার মামা আহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মামা একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। আমার মামা ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, খুব ধর্ম পালন করতেন। আমি খুব অসাম্প্রদায়িক পরিবারে বড় হয়েছি। আমি যখন সিক্সে পড়ি তখন আমার পাশের বাসার aunty ছিলেন হিন্দু। তিনি সবসময় আমার ধর্মকে insult করে কথা বলতেন। আমি উত্তর দেইনি, আজও আমার ওনার insult করা কথাগুলো মনে হয়, খুব খারাপ লাগে। এরকম জীবনে অনেক হিন্দুর কথা শুনেছি, কিছুই বলিনি। আমার পাশের বাসার aunty আমার ধর্মকে insult করে কথা বলার পাশাপাশি বাংলাদেশকেও insult করে কথা বলতেন, তিনি বাংলাদেশি হয়ে বাংলাদেশকে দেখতে পারতেননা। তিনি ভারতের দূরনাম শুনলে রাগ করতেন আর বাংলাদেশের প্রশংসা শুনলে ক্ষেপে উঠতেন। আমার প্রশ্ন হল বাংলাদেশে সব অসাম্প্রদায়িকতার দায়িত্ব কি শুধু মুসলিমদের? বাংলাদেশের হিন্দুরা নিজেকে ভারতীয় ভাবেন কেনো? একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমি হিন্দুদের সাম্প্রদায়িক আচরণ থেকে রক্ষা পাইনি। একটা দেশের Majority হয়েও আমি হিন্দুদের সাম্প্রদায়িক আচরণ থেকে রক্ষা পাইনি,minority হলে আমার অবস্থা কেমন হতো বুঝাই যায়। ৭১ এ বেশিরভাগ মুক্তিযোদ্ধা মুসলিম ছিলেন। ৭১ এ যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হতো একজন হিন্দুও যুদ্ধ করতোনা। বাংলাদেশের মুসলিমরা যতটা অসাম্প্রদায়িক, বাংলাদেশের হিন্দুরা ততোটাই সাম্প্রদায়িক ।বাংলাদেশের পুলিশের ৬৩০ জন ওসির মধ্যে ৫১২ জন হিন্দু, সরকারি চাকরিতে ২৫% minority, minority Chittagong এ ২১ টি genocide + mass rape করেছে। বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে ১০% minority ২৫% সরকারি পজিশনে আছে। ভারতে ১৪% মুসলিম মাত্র ৫% পজিশনে আছে। বাংলাদেশের মত অসাম্প্রদায়িক দেশ World এ আর একটাও নাই।
অনেক সুন্দর লিখেছেন মাশাআল্লাহ
Absolutely correct
আপনি ফেসবুকে এই বিষয়টি নিয়ে লেখা লেখি করেন তাহলে মানুষ মালোনদের আসল শয়তানি রুপ জানতে পারবে।
কেন কিছু বাঙালী হিন্দুরা ক্ষেপে ওঠে জানেন, কারণ জিন্নাহ্ একসময মুসলমান পাকিস্তান বানাতে গিযে বহু হিন্দু মুসলমান শুধু গৃহহীন হয নাই, বহু লোক কচুকাটা হযেছে। অথচ সেই মুসলমান রা তাদের বহু আকাঙ্খা'র পাকিস্তান পেল না। ভারতে মুসলমানেরা সংখ্যায কমবেশী কুড়ি কোটি, খুব খারাপ ভাবে বসবাস করেনা। মুম্বাই এর বহু অতি সফল শিল্পী আছেন যারা আদিতে পশ্চিম পাকিস্তানী, তবুও তারা ভালতে চলে আসতে মনস্থ করেন।
সরকারি চাকরিতে লাগে আধুনিক শিক্ষা
আল্লামা মুফতি সলিম উল্লাহ খাঁন
তুমি হিন্দু হও সাম্প্রদায়িক নও,তুমি খ্রিস্টান হও সাম্প্রদায়িক নও,তুমি বৌদ্ধ হও সাম্প্রদায়িক নও, কিন্তু তুমি মুসলিম মানে সাম্প্রদায়িক! এটাই আমাদের বুদ্ধিজিবীদের বড় সমস্যা!! এসো করি রাজনীতি, নিজ গুণে পরিচিতি!!!
আহমদ ছফা বড় মাপের বুদ্ধিজীবি ছিলেন। ধন্যবাদ
অসাধারণ আয়োজন এবং আলোচনা। একাত্তর টিভিকে ধন্যবাদ। পরবর্তী আলোচনার জন্যে অপেক্ষায় থাকলাম।
এমন বুদ্ধিজীবী মানুষ থাকতেও দেশে এ অবস্থা শুধুমাত্র রাজনৈতিক দলের দায়িত্বশীলতার অভাবের জন্য
কারণ উনি চট্টগ্রামের মানুষ তার উপর নোংরা রাজনীতির বিরোধী তাই রাজনীতিতে যোগ দেন না।
উপস্থাপকের সুরে সুর না মেলানোয় ধন্যবাদ।
৭১ টেলিভিশন কর্তৃপক্ষের উচিৎ স্যারকে দিয়ে আরও বেশি করে এমন প্রগতিশীল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা! এমন জ্ঞানগর্ভ আলোচনা হতে অনেক বোধবুদ্ধি জাগ্রত হতে পারে আমাদের! ধন্যবাদ স্যারসহ ৭১ টেলিভিশন কর্তৃপক্ষকে !
অতি বাস্তব চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ
স্যার অসাধারণ আলোচনা,, আপনার মতো শিক্ষক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দরকার,, ধন্যবাদ।
ড. সলিমুল্লাহ যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, তখন কমেন্টস এ একশ্রেণির লোক বিশেষ করে বুদ্ধিজীবিদের সমালোচনা শুনে বেশি উচ্চসিত হয়, কিন্তু তারা তার টোটাল চিন্তাকে বোধগম্য করার চেষ্টা করে না। এই বিষয়টি ড. সলিমুল্লাহ সাহেবের গভীরভাবে ভেবে দেখা উচিত। কারণ গভীর যুক্তিসম্পন্নতাকে যারা তোয়াক্কা করে না, উপভোগ করে না, কেবল চিন্তাশীল মানুষদের ব্যঙ্গ-বিদ্রূপ করার জন্য একটি নগ্ন অস্ত্র খুজে, তাদের নোংরা চরিত্রকে উৎসাহিত না করার বিষয়টি মাথায় রাখা উচিত।
আপনার দীর্ঘায়ু কামনা করছি স্যার
উপস্থাপক আপনাকে বলি শোনেন | ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল | পূর্ব বাংলা নামক আজকের এই দেশ ধর্মীয় কারণে পাকিস্তানের অংশ হয়েছিল | সমগ্র সিলেট বিভাগ ভোটের মাধ্যমে পাকিস্তানে যোগ দিয়েছিল | সেদিন পাকিস্তানের জনক জিন্নাহ বাংলাদেশকে সঙ্গে না নিতেন তাহলে আজকের এই বিশাল ভারত থেকে স্বাধীনতার স্বপ্ন ,স্বপ্নই থেকে যেত | আপনার পরর্বতী ১৪ প্রজন্ম চেষ্টা করলেও স্বাধীনতার মুখ দেখতো না |জিন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন | ৯০ পার্সেন্ট মানুষ মুসলমান ,সংস্কৃতি তারা যেমন চাইবে তেমন হবে | বাঙ্গালী নামে ইসলাম বিদ্বেষী কোন কালচার চলবে না | মানিয়ে নিতে না পারলে আপন দেশে চলে যাও |
Dekhun Ami Bangladesh theke ekjon muslim bolchi. Esob pagoler prolap boka bondho korun . Deshbhag na hole aaj poshchimbongo o Bangladesh ek thakto. Bangalira aro egiye jeto. Varoter opor ki ei oncholer manushder odhikar chilo na . Kintu ta theke amra bonchito hocchi ei deshbhager jonne. Ar apni ei deshbhag ke somorthon korchen ? Ei deshbhag 1 koti manushke grihohin korechilo , 10 lakh manushke mere felechilo . Je ei deshbhag korechilo shei zinnah ke eto valo lage apane?
তাহলে কি মোদী সরকার ঠিকি করছেন?ভারত কে হিন্দু রাষ্ট্র চান আপনি?
20 koti muslim ke varot theke pathano hobe
আপনাকে পাকিস্তান আর জিন্নাহ ভালো লাগলে আপনি পাকিস্তান যান আর উর্দুতে কথা বলেন |
জিন্নাহ একা পাকিস্তান করেননি। সলিমুল্লাহ খান নিজেও বলেছেন,"বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের প্রতিষ্ঠাতা নন,তিনি পাকিস্তানের ও অন্যতম প্রতিষ্ঠাতা"।
আমার মনে হয় উপস্থাপক যা সুনতে চাচ্ছে স্যার তা বলছেন না
Excellent speech, thanks sir
Informative programme.
উপস্হাপক সাহেব মুসলিমদের সাম্প্রদায়ীক বলতে ভালবাসেন । ধর্মনিরপেক্ষতাবাদীরা তারাও সাম্প্রদায়ীক। কারন তারাও সবাই মিলে এক সম্প্রদায়।
যে সমাজে অনাচার ব্যাভিচার দূর্ণীতি লুটপা ট চলে সে সমাজ আদর্শ নিয়ে মা থা ঘামায় না !
কাউকে কিছু হতে হবে না,সবাই চোখ বন্ধ করে বাংলাদেশের নাগরিক হন।
অসাধারণ ও মার্জিত বিশ্লেষণ !
সঠিক সমাধান...
বর্তমান বুদ্ধিজীবী =সুবিধাবাদী...
ড. সলিমুল্লাহ খান এর ধারের কাছেও আর একজন কোন ভালো গবেষক এবং ভালো বক্তা এই দেশে আছে বলে মনে হয়না ।
একাত্তর টিভি মনে হচ্ছে আমাদের 😄
সাম্প্রদায়িকতা থেকে শুরু করে অর্থনীতি বাংলাদেশ আজ পিছনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দল একই মুদ্রার দুটো পিঠ।
BNP doesn't exist anymore only Awami Legaue
খান সাহেব তুমি সত্যি খাটি মুসলিম
গত ২০ বছরের মধ্যে কটা মুসলিম
ভারত থেকে বাংলাদেশে গেছে বলতো ???
@@manikghosh8641 Yes PK Hawlader went to India from Bangladesh with billions of dollar
@@zahirmasud7242 হাসিনা ক্ষমতায় টিকতে কট্টর মৌলবাদীদের হাত শক্ত করছে। সাপের লেজ দিয়ে কান চুলকাচছে। দেশের অর্থনীতি ঘোর অন্ধকারে। পাকিস্তান, শ্রীলঙ্কার পথে বাংলাদেশ।
@@manikghosh8641 তুরা মুসলিম দের খুন করস তাই তারা আসতে পারে না, আর তরা হিন্দুরাই ত অবৈধভাবে বাংলাদেশে চাকরি করস
খুব ভাল লেগেছে ।
আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার মামা ও মুক্তিযোদ্ধা। একটা অসাম্প্রদায়িক ও মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও আমি আমাদের দেশের সংখ্যালঘুদের দারা যেসব পরিস্থিতির স্বীকার হয়েছি
(১) আমি তখন সিক্সে পড়ি। আমার পাশের বাসার aunty এর নাম ছিল নমিতা ভৌমিক। তিনি সবসময় আমার ধর্ম নিয়ে আগ বাড়িয়ে বাজে মন্তব্য করতেন । আমি ওনার কথার উত্তর দেইনি, তাও তিনি অনেক দিন আমার ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেছেন।
(২) আমাদের স্কুলের নাম ছিল ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ। আমাদের স্কুলে একজন হিন্দু স্যার নাম প্রদীপ চন্দ্র দেবনাথ তিনি তার ধর্মের গল্প বলছিলেন। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনছিলাম। কেউ হাসছিলাম না কিন্তু sir আমাদের ধর্ম নিয়ে বাজে একটা মন্তব্য করলেন।
(৩) আমি সেভেনে থাকতে educare কোচিং এ পড়তাম। কোচিং এ অমিত স্যার, আমার ক্লাসমেইট দীপিকা পাল আমার ধর্ম নিয়ে বাজে মন্তব্য করতো।
(৪) ক্লাস এইটে আমরা প্রয়াস কোচিং এ ভর্তি হই। suronjit sir আমাদের ধর্ম নিয়ে মন্তব্য করেছিলেন। (৫) অনার্সে উঠার পর আমরা আরেকটা বাসায় যাই, সেখানে আমার প্রতিবেশি সুমিতা দেবি হিজাবসহ বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করতেন। (৬) অনার্স সেকেন্ড ইয়ারে থাকাকালিন মোদন মোহন কলেজের জয়ন্ত দাশ স্যার আমাদের ধর্ম নিয়ে মন্তব্য করেছেন।
আরো হাজারটা আছে যা বলতে বলতে শেষ হবেনা। ওরা যা যা মন্তব্য করেছে সেগুলো লিখে ছড়াতে চাইছি না। একটা দেশের majority হয়েও যদি আমার এই অবস্থা হয়, minority হলে কি হতো? আপনি স্বীকার করুন আর না করুন বাংলাদেশের minority রা সবচেয়ে সাম্প্রদায়িক minority এর মধ্যে একটি ।
আপনি হয়তো তাদের কথা গুলো চুপ করে মেনে নিয়েছে আমি হলে জুতা পিটা করতাম এদের।আমার সামনে আজ পর্যন্ত কোন হিন্দু ধর্ম নিয়ে কথা বলার সাহস পায় নাই কারন তাদের ধর্মের রেফারেন্স দিয়ে লেংটা করে দেবো।
Sir কে অনেক অনেক ধন্যবাদ ।
প্রিয় স্যার ডা সলিমুল্লা খান
বাংলাদেশের বুদ্ধিজীবিরা বেশিরভাগই সুবিধাবাদী। আর গর্দভ
সলিমুল্লাহ খানের সাথে দ্বীমত করা যায় কিন্তু ওনার ব্যাখ্যা-বিশ্লেষণ যথেষ্ট যুক্তিসম্মত, এড়িয়ে যাওয়া যায়না, আপোষকামী সুবিধাভোগীদের মতের বাইরে তিনি।
ঠিক বলেছেন।
কথা প্যাচানোর জন্য ড. সলিমুল্লাহ কে নোবেল দেয়া হোক
Tmi Hindhustani dar boktobo suno
দারুন লাগলো, এমন আলোচক দরকার তাহলে এমন একপেশে উপস্থাপককে যে সুনির্দিষ্ট একটা কথা একজন মানুষের মুখ দিয়ে বের করতে চান তারা কুপোকাত হয়ে যায়।
ঠিক বলেছেন।
স্যার আপনাকে স্যালুট কিন্তু সঞ্চালক্ষে পুলুট।
সলিমুল্লা স্যার চমৎকার বলেছেন।
অসাধারণ আলোচনা।
Excellent Analysis…
বাংলাদেশের একমাত্র বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খান।
আমার চোখে দেখা একজন গুনীজন । I salute him......
উপস্থাপক Fail মারছে।
যা সে শুনতে চাইছে তা অথিতীর মুখ থেকে কোনো ভাবেই বের করতে পারে নাই। 😂
ড. সলিমুল্লাহ যে একজন বুদ্ধিজীবি তা প্রমানিত।👏
kudos to the host as well.
Finally someone who matches the level anybody should have to host this Legend.
সলিমুল্লাহ স্যার শুধু উন্নত বিশ্লেষণই করতে পারে কিন্তু উনি কোনো সমাধান বাতাতে পারে না।তাহলে কি উনি পরোক্ষভাবে গুটিয়ে যাওয়া বুদ্ধিজীবী নয়🤔🤔উনি অসাম্প্রদায়িক বাঙলা তৈরিতে কোনো বক্তব্যই দেন না। প্রশ্ন হলো আপনাদের কি করনীয়? এই কথাটা বার বার এরিয়ে যান কেন?
১. "পরোক্ষভাবে গুটিয়ে যাওয়া বুদ্ধিজীবী" বিশেষণটি আংশিক সত্য। কারণ আপনার চারপাশে আরো অনেক বুদ্ধিজীবী আছেন যাঁরা দুই নৌকায় পা দিয়ে চলছেন। সলিমুল্লাহ স্যার বোধ করি অমন নন। কিন্তু সার্বিক মঙ্গল বিষয় বিবেচনাপূর্বক একজন বুদ্ধিজীবী চুপ থাকতে পারেন, যদিও সেখানে স্বার্থপরতার প্রকাশ পায়। সলিমুল্লাহকে নিয়ে নয়, বরঞ্চ তার বক্তব্যকে নিয়ে বিশ্লেষণ করলে ভালো হয়।
২. এই বৃহত্তম ব দ্বীপে বুদ্ধিজীবীগণের কথা বা উপদেশ শুনলে এই দেশ স্বাধীন হতো না....এটা আমার না, মহাত্মা আহমদ সফার বিশ্লেষণ। মতভেদ থাকতে পারে, তবে একচেটিয়া দোষ বাস্তব
সম্মত নয়।
৩. ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে, আপনি না লিখলে আমি হয়তো লিখতে পারতাম না। দেশ এগিয়ে যাক, এই প্রত্যাশা করছি।
Vote chor awamileage samprodayik dol shala
পাকিস্তান অবশ্যই সাম্প্রদায়িক রাষ্ট্র।
আর ভারত কি
ভারত আবশ্যিই secular নামের মুখশে সাম্প্রদায়িক রাস্ট্র।
@@najirhosen446 ভারতের সংবিধানেই আছে এটি অসাম্প্রদায়িক দেশ । বাংলাদেশ পাকিস্তান তো সংবিধান থেকে অসাম্প্রদায়িকতা তুলে দিয়ে কবেই একটি ধর্মকে প্রাধান্য দিয়ে শুধু সংখ্যার ভিত্তিতে মুসলিম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে ।
@@SRSuhan800 khub valo hoyeche.
@@SRSuhan800 কিন্তু পাকিস্তান থেকে ভারতে সাম্প্রদায়িকতার ঘটনা বেশি ঘটে
আল্লাহু আকবার আল্লাহু আকবর
সাম্প্রতিক /বর্তমান সময়ের সমাজ বাস্তবতার বিশ্লেষণ আরও বিস্তারিত ভাবে আশা করি স্যরের কাছ থেকে। 17:40
ঠিক
Great dr Salimullah Khan sir.
পরবর্তী বিশ্লেষণের অপেক্ষায় রইলাম, দ্রূত আনবেন আশা করছি।
জনাব উপস্থাপক কথায় কথায় সাম্প্রদায়িক শব্দটি বেশী বলে বুদ্ধিপ্রতিবন্ধীর পরিচয় দেয় বটে!
Thanks sir
উপস্থাপক নিজেকে বিশাল বুদ্ধিজীবী মনে করে!
উপস্থাপকের কথার সাথে আমি মোটেই একমত নই, তিনি বাংলাদেশের মুসলমানদের ব্যাপারে বলেছেন যে , মুসলিমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে দাবি করে এবং ভারতকে সেকুলারের কথা বলে,
এখন আমি উপস্থাপক কে বলতে চাই যে ,ভারত বিভক্তির মূল কারণ বা উদ্দেশ্য কি ছিল?
যে সকল অঞ্চলের মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ ছিল তারা ইসলাম রক্ষার্থে আলাদা ইসলামী রাষ্ট্র চেয়েছিল এবং তারা ছিল ইসলামী আদর্শে বিশ্বাসী আর সেকুলারিজমের বিপক্ষে । তখন ভারতের মূল কনসেপ্ট ছিল সেকুলারিজম , এরই ধারাবাহিকতায় ভারত পাকিস্তান ২টি আলাদা রাষ্ট্র গঠন হয় , তাহলে বর্তমান ভারত সেই সেকুলার কে বাদ দিয়ে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার করতে চাইবে মুসলমানেরা কিছুই বলবো না ! এটা কি করে হয় , তাই ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে দাবি করলেই হবে না, তবে তা হবে ৪৭ এর কনসেপ্টের বিরোধী কাজ , সুতরাং আমরা চাই ভারত ৪৭ এর শর্ত অনুযায়ী সেক্যুলারই থাকুক।
মামার বাড়ির আবদার!!
৬০ কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে
🚼🚽🚼🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
🪣🧹জাতিসংঘের এক রিপোর্টে বলা হচ্ছে, বিশ্বে একশো কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে এবং এর ফলে কলেরা, ডায়ারিয়া এবং হেপাটাইটিসের মতো মারাত্মক রোগ-ব্যাধির বিস্তার ঘটছে।
🇮🇳🚽ভারতে ৫৩ শতাংশ পরিবারের টয়লেট নেই। ৬০ কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে।
যথাযথ মলনিষ্কাশন ব্যবস্থার (স্যানিটেশন) অভাব ভারতে অপুষ্টির অন্যতম কারণ। গত সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার ছিল জাতিসংঘ ঘোষিত প্রথম বিশ্ব টয়লেট দিবস। এ দিনটিকে সামনে রেখে প্রতিবেদনটি তৈরি করা হয়। বিশ্বব্যাংক জানায়, উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব।
বর্তমানে বিশ্বের ২৫০ কোটি লোক টয়লেট ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত। ১০০ কোটি লোক খোলা জায়গায় মলত্যাগ করে। এর মধ্যে ভারতীয়ের সংখ্যা ৬০ কোটি।
ভারত সরকারের 'স্যানিটেশন' কর্মসূচি শিশুদের বোধ গঠনে কতটা কার্যকর প্রভাব রেখেছে তার ওপর বিশ্বব্যাংক গবেষণা করে। 'ইফেক্টস অব আরলি-লাইফ এঙ্পোজার টু স্যানিটেশন অন চাইল্ডহুড কগনিটিভ স্কিলস' শীর্ষক প্রতিবেদনটির লেখকদের প্রধান ডিন স্পিয়ারস বলেন, 'আমাদের গবেষণায় দেখা গেছে, ছয় বছর বয়সী ছেলেমেয়েদের যাদের প্রথম বছর থেকেই স্যানিটেশন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট করা হয়েছে, তাদের বর্ণ ও সংখ্যা চিনতে পারার ক্ষমতা এই সুবিধার বাইরের ছেলেমেয়েদের চেয়ে বেশি।' মানুষকে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণে উৎসাহী করার লক্ষ্যে ওই কর্মসূচি চালু করা হয়।
স্পিয়ারস বলেন, সবচেয়ে আশার কথা হচ্ছে, গ্রামে স্বল্প খরচে স্যানিটেশন ব্যবস্থা চালুর মাধ্যমে শিশুদের বোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
বিশ্বব্যাংকের পানি ও স্যানিটেশন কর্মসূচির ব্যবস্থাপক জেহিয়াং সো জানান, খোলা জায়গায় মলত্যাগের ঘটনাটি বহু উন্নয়নের মূল প্রতিবন্ধক। দুর্বল স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পায়খানার অভাব জনস্বাস্থ্য, শিক্ষা, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
চলতি বছরের শুরুর দিকে বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানায়, মল থেকে সৃষ্ট জীবাণু সংক্রমিত শিশুদের শারীরিক বৃদ্ধি অন্যদের তুলনায় কম।
🎥 সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
The intellectuals of Bangladesh are busy to earn different type of medals by oiling and buttering all successive governments. But they did nothing against corruption and fundamentalists of Islam, Hindhu, Boddho and Christant. Thanks from Bangladesh.
সুবিধাবাদী বুদ্ধিজীবী জন্য সত্যিকারের বুদ্ধিদীপ্ত সমাজ হচ্ছে না ।
স্যারের জ্ঞান গর্ব আলোচনা নিঃসন্দেহে প্রসংশনীয়
সঞ্চালকের ঘাম ছুটাটা খেয়াল করার। তার কাজ কি ছিল। অফিসিয়াল পলিটিকালি কারেক্ট ভার্শন তুলে ধরা?
৭১টিভিতে আসলে এরকমই হবে। উপস্থাপক তাদের রাজনৈতিক দর্শনকেই প্রতিষ্ঠিত করতে চাইবেন।
আপনার সুদূরপ্রসারী দৃষ্টি তারা বুঝতেই চাইবেনা।
সলিমুল্লাহ খান ত্যানা পেঁচানো বুদ্ধিজীবী
Mathamota awamileage samprodayik hindu modod data vote chor dakat
ব্যবহারে বংশের পরিচয়।
ভালো একটা আলোচনা....
স্যারকে প্রণাম জানাই, এবং দীর্ঘায়ু কামনা করি।
Right Person In Wrong place.
Selimulla sir ❤
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমাদ্রাসায় রূপান্তরণের পেছনে কৌশল ও কৃতিত্ব নিয়ে সলিমুল্লাহ সাহেবের সাথে আলোচনা দেখতে ও শুনতে চাই।
"বাংলাদেশের ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চায় আর ভারতসহ অন্য দেশে তাদের শাসন ব্যবস্থা চায়না " এটা কি বিজ্ঞ উপস্থাপনক এর কল্পনা না রেফারেন্স আছে ??
ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রন্থে কি রাষ্ট্র ব্যবস্থা আছে ??
ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও তো কোথাও নেই।
আফগানিস্তান, সৌদি আরবে কি ব্যবস্থা ?
@@nazmussadat8402 সৌদি আরবে চলচ্চিত্র উৎসব, কনসার্ট , নাইট ক্লাব,মাদকের পার্টি, নারীদের গাড়ি চালানো সিনেমা দেখতে যাওয়া এগুলো অবৈধ না। এগুলো কি কুরআন এর আইন? আফগানিস্তানের আমেরিকা, ইউরোপ ইহুদী নাসাদের দেশ থেকে অর্থ সাহায্য প্রার্থনা করা, নারীদের কর্মসংস্থানের গিয়ে কাজ করার সুযোগ দেওয়া এগুলো কি কুরআন এর আইন?
এতে কি প্রমাণ হয় ?
@@nazmussadat8402 কোন দেশেই কুরআনের রাষ্ট্র ব্যবস্থা নেই
সলিমুল্লাহ সাহেবের কথা তন্ময় হয়ে শুনি,
শুনতে হয়।
ঠিক।
সবকিছুর পেছনে রয়েছে ভারতের হাত
MAY ALLAH SAVE AND PROTECT YOU DR.SALIMULLAH KHAN.
They invited the wrong intellectual. He isn’t saying what the host expected him to.
একচোখা সঞ্চালক, সলিমুল্লাহ স্যার বাশ দিয়ে দিসে।
আলিমুল্লাহ স্যার কে 🇮🇳🌹🙏🙏🙏🙏🙏
Thank you sir 👏
আহমদ ছফার পর বাংলাদেশের ২য় বুদ্ধিজীবি হিসেবে অবশ্যি ড.সলিমুল্লাহ খান স্যারের নাম আসবে
অনেকদিন পর এই গুনিমানুষ এর বক্তব্য শুনচ্ছি
Sir ar tulona hote parena
71 এর পর 75 এর আগে কি দেশের গনতন্ত্রের অস্তিত্ব ছিল?
উনাকে বাংলাদেশের শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চাই। উনাদের মতো লোক এখন দরকার
কোন বুদ্ধি জীবিকা কি এই সবাই কি এই অনুষ্ঠান দেখে চেনা ? দেখে থাকলে হ্যা বলুন। দয়াকরে!❤
উপস্থাপক ও অতিথি দুজন দুই মেরুর লোক। উপস্থাপক যা শূনতে চায় কিন্তু উনি তার কানে লবন পানি ছেড়ে দিচ্ছে।
ভদ্রলোক প্রতিবারই মূল প্রশ্ন হয় এড়িয়ে যান ইচ্ছে করে নয়তো মূল প্রশ্নের উত্তর দিতে পারেন না। ধর্ম ভীরু মানুষ কি???
you have no clue about his knowledge. Sir is called living library. He is very thoughtful person and deliver his message elaborately.I had to get chance to meet him in my workplace..
আপনি ঠিকই ধরেছেন , পুরোটা না হলেও কিছুটা তো Absolutely true.
@@shootingstar3781 I have very little knowledge about her, but I can justify anything with logic and scientific information. In this perspective i always try to ignore the religion and any kind of emotions. Thank you
@@alokedas1254 firstly, he is him not her that you mentioned 'her'.secondly, this conversation about muslim and islam related. so in this perspective there is no chance to avoid about religion purpose and as we know religion purpose conveys emotional things. Sir's knowledge is far higher then your knowledge.he is far far better then your justification and logical.if you called from this type of program then we know how much idea or knowledge you have about all of matters.thanks.
ভারত লঘু আসছে গরু এর মূত লাগবে না কি?? তোর বাপ মোদীর দেশে কি চলতেছে দেখিস না???
উপস্থাপক ৭৫ এর পরে থেকে ইতিহাস শুরু করলেন।৭২-৭৫ সম্পর্কে কিছু বললেন না কেন?
শ্রদ্ধেয় সঞ্চালক মহাশয়কে 🙏🙏🙏🌹🌹🌹🌹
উনি জ্ঞানী কিন্তু চতুর জ্ঞানী!
চতুর জ্ঞানী মানে কি ভাই? এখানে ভুলটা কি ' কিন্তু ' নাকি চতুর শব্দের অর্থ? মানসিক সমস্যা অনেক বড় সমস্যা মনে রাখবেন
সত্যি বলছেন এই ব্যক্তি একবারও একটা প্রশ্নের উত্তর দেন নাই আওয়ামীলীগের ব্যাপার নিয়ে আসে
প্রশ্ন করছে বর্তমান নিয়ে উত্তর না দিয়ে ইতিহাস বলা শুরু করছে
Hnm
Shak dia mach dekhe rakhen uni
হিন্দুদের এসব বিশ্রী কান্না কুকুরের পস্রাব মত
@@bandhanmondal1987 তো ভাই আপনি শাক সরিয়ে মাছ দেখান। ☺️
LONG LONG LONG LIVE DR.SALIMULLAH KHAN SIR.
ভালো ভাবে ইতিহাস পাড়ি সাহিত্য পড়ি আমরা তা হলেই বুঝতে পারবো আসল সাম্প্রদায়িক কারা।আসল সাম্প্রদায়িক হিন্দুরা।
আহমদ ছফা সাহসের সাথে সত্য কথা বলেছেন। কিন্তু সলিমুল্লা স্যার ছফা সাহেবের নাম ব্যবহার করছেন বটে তবে তিনি সজ্ঞানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তার মধ্যে Unbiased হওয়ার সাহসের ঘাটতি আছে।
স্যার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসের প্রথমে বাঙালি বলতে হিন্দু দের কে বুঝাইয়াছেন,আমরা তো বাঙলাদেশী,এ ব্যাপারে জানতে চাই
We are all against you. You are Bangladeshi, not Bengali. You have cause extreme violence against the Hindus and Buddhists since 1926 and it is still going on.
Yes. You are only Bangladeshi. You are not Bengali.
সত্যিকারের বুদ্ধিজীবী আমি অনুভব করতেছি উনাকে দেখে।
ডঃ সলিমুল্লা একজন ঠান্ডা মাথার ত্যানাবাঁজ বুদ্ধিজীবি
খুবই ভালো উপস্থাপনা
বাঙালি মুসলমান না বাংলাদেশি মুসলমান,