আমেরিকায় এখন টমেটোর দাম দেশের সমান..lunch এ বানালাম veg biriyani

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 938

  • @moumitajana269
    @moumitajana269 Год назад +671

    এই একজন মানুষ মানিক দা যিনি মহুয়া দির কোন রান্নাকে খারাপ বলেননি... একেই বলে ভালোবাসা, কদর করা.... যত যাই হোক পরিশ্রম করে রান্না করেন তো এই ছোট্ট একটি "দারুন" কথা টি মনকে অনেক শান্তি দেয়..... ভালো থাকবেন দিদি, আমিও মেদিনীপুর থেকে বলছি...... ❤❤❤❤😊😊

    • @tultulsamanta3100
      @tultulsamanta3100 Год назад +15

      Didir ranna dekhe to mne hay na j kharap test hay, so valo to boltei hobe. Amio paschim Medinipur ❤❤

    • @jhumadas8909
      @jhumadas8909 Год назад +8

      Ei rokom biriyani konodin khaini...dekhioni manik Babuo amaik manush tel ghi chara ....😮

    • @priyankamajumder5421
      @priyankamajumder5421 Год назад +6

      Sotti Dada khabar test korei khub sundor kore Bolen "Darun "

    • @tbhattacharya1087
      @tbhattacharya1087 Год назад +2

      😂

    • @mampimukherjee9191
      @mampimukherjee9191 Год назад +1

      Ame husband Rocha tar modhe o bole

  • @PriyaChatterjeeDatta-mg6wk
    @PriyaChatterjeeDatta-mg6wk Год назад +74

    মেহুকে আমার খুবই ভালো লাগে কারন আশেপাশে মেহুর বয়সী বাচ্চাদের দেখি তারা কতো এডভান্স ইন্টারনেট জগতে আর তোমার সুশিক্ষায় বেড়ে ওঠা মেহু পুরোটাই আলাদা।।

  • @mrxyzhacker12345
    @mrxyzhacker12345 Год назад +19

    দিদিভাই মনের মত মানুষ পেয়েছেন।মানিকদা খুব ভাল মানুষ।ভেজ বিরিয়ানিটা খুব ভাল লাগল।মেহা ও রামার জন্য রইল অনেক অনেক ভাল বাসা ❤❤😊।

  • @SunitaDey-o1h
    @SunitaDey-o1h 9 дней назад

    মহুয়া... আমি আলিপুরদুয়ার থেকে দেখছি তোমার ব্লগ। তোমার ব্লগ আমার খুব ভালো লাগে,আমি রোজ তোমার ব্লগের অপেক্ষায় থাকি। তুমি এত দূরদেশে মায়ের থেকে এত দূরে থাকো,আমার মা নেই,আমি বুঝি মায়ের থেকে দূরে থাকার কষ্ট। আর তোমার গলার আওয়াজ এত মিষ্টি,মন ভরে যায়। মানিক, মেহু,রামা কে নিয়ে সব সময় ভালো থেকো।অনেক আশীর্বাদ তোমাদের।❤

  • @kasturiroy9289
    @kasturiroy9289 Год назад +4

    খুব ভালো লাগলো।মানিক বাবু কে একটু বড় থালায় দিলে ভালো হয়।এতো সুন্দর করে বলেন মনে হয় আমরাও সবাই ওখানে আছি।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +1

      ক্যামেরাতে মনেহয় ছোট দেখায়😊🙏

  • @susmitaghosh4520
    @susmitaghosh4520 Год назад +9

    মহুয়া-- তোমার কোন ভ্লগই খারাপ লাগে না, তুমি এতো সুন্দর করে সবটা বুঝিয়ে দাও যে ভাল লাগতেই হবে।
    ভাল থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।

  • @Rupam18575
    @Rupam18575 Год назад +273

    কারা কারা আমার মতো দিদির ভিডিওর অপেক্ষায় ছিলে!😊

  • @tuhinroy.6472
    @tuhinroy.6472 Год назад +2

    Rama র ক্যারাম খেলা দেখে আমার ছেলের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মনে হয় সব‌ বাচ্চাই এরকম করে। খুব সুন্দর ব্লগ। ভালো থেকো তোমরা।

  • @doctorclinictv
    @doctorclinictv Год назад +33

    আর কিছু সময়ের অপেক্ষা আমরা চাঁদের মাটি ছুতে চলেছি। সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমাদের চন্দ্রযান 3 যেমন সাফল্য লাভ করে।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +2

      অসম্ভব একটা খুশির মুহূর্ত😊❤❤❤

  • @srabonichowdhury3943
    @srabonichowdhury3943 Год назад +91

    দাদা কিন্তু দিদির সব রান্নাতেই দারুন complement দেন তাই না!!! খুব ভালো লাগে আমার।❤️❤️

    • @sumonksa161
      @sumonksa161 Год назад

      বৌ কে খুশী করতে হলে সব কিচুতেই complement দেয়া লাগে।না হলে যে মাইর দিবো বৌ য়ে।রান্না বান্না বন্ধ করে দিবো।🤪🤪🤪

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +3

      thank you 😊❤

  • @sudeepachanda5898
    @sudeepachanda5898 Год назад +32

    ভেজ বিরিয়ানি টা খুব সুন্দর হয়েছে শিখে নিলাম তোমার থেকে❤ মানিকদা তোমার রান্না সব সময় ভালো কমপ্লিমেন্ট দেয় খুব ভালো লাগে.. মানিকদা খুব ভালো মানুষ..রামা ও মেহার জন্য অনেক ভালোবাসা ❤❤❤❤ ভালো থেকো সবাই..

  • @srabonichowdhury3943
    @srabonichowdhury3943 Год назад +2

    আমার তো মহুয়া দির ব্লগ দারুন লাগে। আমি তো ওনার ব্লগের অপেক্ষায় ছিলাম।

  • @swatimukherjeesyoucanokoi909
    @swatimukherjeesyoucanokoi909 Год назад +5

    তুমি বেশ রকমারি রান্না করে বাড়ির সকলকে খাওয়াও,খুব ভালো লাগে,তোমার নানা রকম রান্নার idea গুলো বেশ ভালো লাগে,বাড়ির সবাই খুব খুশি নানারকম খেয়ে

  • @sauravdasvlogs
    @sauravdasvlogs Год назад

    জানেন দিদিভাই আপনার এই স্নিগ্ধ কন্ঠে গল্পের ন্যায় কথাবলা কত যে শারীরিক ও মানসিক অসুস্থ মানুষের কিছুক্ষণ হলেও ভালো লাগার কারণ হয়ে ওঠে, সেটি সত্যিই অনস্বীকার্য। ভালো থাকবেন।

  • @sumitanandi8842
    @sumitanandi8842 Год назад +3

    রান্না খুব সুন্দর হয়েছে। আমি এর চাইতে সহজ পদ্ধতিতে বানাই। সবজি অল্প ভেজে নিয়ে ওতেই চালদিয়ে যতটা চাল তার ডবল গরমজল দিই। ভালো করে ফুটে গেলে গ্যাস সিমে দিয়ে ১০/ ১৫ মিনিট রাখলেই তৈরি পোলাও বা ভেজ বিরিয়ানি। মশলা ফ্লেভার ঘি পরিমাণ মত পছন্দ মতো দেবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ঝামেলা ও অনেক কম। একবার বানিয়ে দেখবেন

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад

      অবশ্যই😊ভীষণ সহজ উপায় বললেন😊 thank you 😊

  • @Sonalibhattacharjee007
    @Sonalibhattacharjee007 Год назад +2

    বিদেশে থেকেও মানিক দার হাত দিয়ে বিরিয়ানি খাওয়াটা আমারও দারুন লাগল।

  • @tamasimandal3904
    @tamasimandal3904 Год назад +10

    খুব ভালো লাগলো।আজ আর একটা রেসিপি দেখলাম।আর বাজার যেতে দেখতে তো খুব ভালো লাগে।এত লঙ্কা ধরেছে।সব মিলিয়ে দারুন।

  • @PapiyaPal-c7f
    @PapiyaPal-c7f Год назад +1

    ভেজ বিরিয়ানি টা খুব সুন্দর লাগলো দিদি, তার থেকেও ভালো লাগে আপনার সমস্ত রান্নায় দাদার এই 'দারুন' কথা টা। মেহা আর রামা কে আমার ভালোবাসা দিও, ওরা দুজনেই খুব মিষ্টি

  • @moulybiswasvlog4723
    @moulybiswasvlog4723 Год назад +79

    এই রোজ বাজার দোকান করলে তুমি আমাদের নিয়ে যাও এটা দেখলে কি যে ভালো লাগে😊 বিরিয়ানি টা খুব ভালো হয়েছে❤

  • @dipanwitabiswas1941
    @dipanwitabiswas1941 Год назад

    আপনার গলা শুনলে মন ভালো হয়ে যায় খুব আপন মনে হয় সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন।খুব ভালো আপনি এই ভাবে থাকবেন😊

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Год назад +8

    অস্তগামী সূর্যের আলোর ছটায় লাল, হলুদ, ছাই রঙা আকাশটা অপূর্ব সুন্দর লাগছে! যেনো মনে হচ্ছে কোনো গর্বিত রাণী! ❤❤❤❤

  • @souravmondal7385
    @souravmondal7385 Год назад +2

    উফফ দিদি তোমাদের রান্নার কথা আর্ মানিক দার খাওয়া দেখে ভীষন লোভ লাগছে 😁😁 জিভে জল চলে এল একদম

  • @familytimewithrinki2046
    @familytimewithrinki2046 Год назад +12

    দি ভাই টমেটোরে দাম অনেক কমে গেছে 200 টাকার উপরে ছিল এখন 100 টাকাই পাওয়া যাই..ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤❤

  • @asitkumardas8716
    @asitkumardas8716 Год назад

    কমেন্টেস্ এর ভীড়ে আমার এই ছোট্ট কমেন্ট কোথায় হারিয়ে যাবে , আপনাদের এই ছোট্ট family কে আমার কতটা যে ভালো লাগে তা বোঝাতে কোনো adjective ই যথেষ্ট নয় , এ রকম সুন্দর family আমার চোখে পড়েনি , আপনারা এই ভাবেই জীবন যাপন করুন আর আমাদের জানান , সেই দেখে আমরা উপভোগ করতে থাকি , ভালো থাকবেন , শুভ রাত্রি ৷

  • @eepsitasau9929
    @eepsitasau9929 Год назад +13

    দিদি আমাদের দেশে যেমন সন্ধ্যার পর বা দুপুরে নির্জন বা ফাঁকা রাস্তায় বাড়ি থেকে বেরোতে আমাদের ভয় ভয় লাগে। মেয়ে হলে তো বলার নেই ছেলেদেরও চুরি ছিনতাই এসবের ভয়। ও দেশে কি এরকম ক্রাইম ঘটে?? কোন দেশের বেশিরভাগ রাস্তাঘাটে তো দেখি ফাঁকা ফাঁকা ভয় লাগেনা??

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +1

      এখানেও প্রায় একই.সাবধানে ই থাকতে হয় একটু

  • @RMR158
    @RMR158 Год назад +1

    Khub sundor vlog. Kintu Meha ke sobsomoy chere dite hobe na eta ektu Ramkrishna ke bojhabe. R meha boro holeo or sishu mon ta kosto pabe. Ami jani tomra bhaloi jano sob...tao child psychology r bappar ta bhebei bollam. Kichu mone koro na❤

  • @Potherdisha309
    @Potherdisha309 Год назад +7

    তোমার ভিডিও দেখলে যেন একটা positive vive পাই কেন জানি না খুব relax লাগে। এভাবেই এগিয়ে যাও কাকিমনি আর খুব ভালো থেকো ।

    • @meghbalika727
      @meghbalika727 Год назад +1

      Absolutely ei vlog guloyy oi bisal hard work korchi .... Khub kichu korchi ei show off ta nei !! Ekta odvut soothing byaper ache ...shanti types

  • @MuskanKhatun-wg9sb
    @MuskanKhatun-wg9sb 7 месяцев назад

    আমি যখনই আপনার vlog দেখতে বসি, তখনই আমার মা আমার সাথে দেখতে বসে যান। আমাদের খুব ভালো লাগে আপনার vlog । এভাবেই আপনি এতসুন্দর করে vlog করে যান ❤

  • @somabasak251
    @somabasak251 Год назад +9

    অসাধারন দিদি❤️❤️❤️ছেলেকে নিয়ে কলেজে এসেছি।বসে বসে আর সময় কাটছিল না।তোমার পুরনো ভিডিও গুলোই আবার দেখছিলাম।এর মধ্যেই এসে গেলো তোমার নতুন ভিডিও।thank you মহুয়া দি❤️❤️❤️❤️❤️

  • @SampaMalakar-o8n
    @SampaMalakar-o8n Год назад +1

    দিদি আপনার রান্না দেখেই বোঝা যায় কতটা টেস্ট। ভালো থেকো সবাই ।আমি কাচড়াপাড়া থেকে

  • @aninditascreationandcooker7121
    @aninditascreationandcooker7121 Год назад +67

    চিড়িয়াখানায় বাকি ছবি তো দেখলাম না 😀, মহুয়া, বলেছিলেন আর একদিন শেয়ার করবেন ❤

  • @ronidev966
    @ronidev966 3 месяца назад

    নমস্কার দিদি কেমন আছেন? 🇧🇩 থেকে দেখছি। আপনার ভিডিও গুলো সবার থেকে আলাদা। ভালো লাগে। মন খারাপের সময় টা কোনদিকে চলে যায় টেরই পাই না

  • @Sifat_sifuu
    @Sifat_sifuu Год назад +4

    দিদি তুমি 2020 মাছের রেছিপি দিলে ভয়েজ কই খুব সুন্দর লাগ ছিলো ভিডিও টায় আবার দিও

  • @BidishaDebnath-w4f
    @BidishaDebnath-w4f Год назад

    Khub bhalo thakun apnara sobai etai pray kori iswar er kache ..apnar viewers der comments dekhi r bhabi ajker dine manus Jaa mone ase kawke nie tai bole dey..kintu apni ekjan sotti jar comment section e sudhu bhalobasa thake..khub bhalo thakun didi..

  • @maitreyeehalder3079
    @maitreyeehalder3079 Год назад +4

    প্রতিটি ভিডিওর মত আপনার এই ভিডিওটা খুব ভালো লাগলো ❤❤❤কিন্তু আশা করেছিলাম তো চিড়িয়াখানার বাকি পার্ট টা পাব। সেটা কোথায় হারিয়ে গেল??? দেখবো না আমরা???

    • @nupurchattopadhyay604
      @nupurchattopadhyay604 Год назад

      একদমই তাই❤চিড়িয়াখানা পার্ট টু চাই

  • @moumitanaskar30
    @moumitanaskar30 Год назад

    Didi Manik da vison lucky je tomar moto akjon manush ke life partner hisabe peyeche. R tomar baby Rao lucky je tomar moto akjon MA peyeche. Jemon ranna temon barir kaj, temoni bachcha der take care kora. Tumi hole "Dosovuja"...

  • @triyashakoley9132
    @triyashakoley9132 Год назад +7

    আপনার ডিমের অমলেট দেখতে খুব ভালো লাগে❤ আসলে আপনাকেই খুব ভালো লাগে।

  • @panchali65basu43
    @panchali65basu43 Год назад

    Dada r mukhe hashi & Darun..khub anando dey amake ...khub bhalo theko.

  • @papiyabhandari9641
    @papiyabhandari9641 Год назад +30

    বড্ড যেনো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো আর একটু বড় করো মন ভরে না যেনো এই টুকুতে।❤❤❤

  • @manishadutta8289
    @manishadutta8289 Год назад

    বেশ সুন্দর বাজারে ঘুরলাম ,ভালোই লাগলো,যদিও তোমার প্রতিটা ভ্লগ ভীষন ভালো লাগে ,এই যে তোমার
    প্রত‍্যেক বানানো খাবার খেয়ে মানিক
    বাবু বলেন ভালো হয়েছে এটা শুনতে
    বেশ লাগে ,ভালো থেকো সবাই❤❤❤❤

  • @ankitabanerjee6940
    @ankitabanerjee6940 Год назад +5

    খুব ভালো লাগলো। তুমি যখন কোন রান্না বানিয়ে মানিকদা কি খেতে দাও আর মানিকদা খেয়ে বলে রান্নাটা খুব ভালো হয়েছে তখন আমাদের ঐ কথাটা শুনতে খুব ভাল লাগে।❤

    • @dipdebnath2754
      @dipdebnath2754 Год назад

      রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।আমিও তোমাদের মহুয়া দির ব্লগের অপেক্ষায় থাকি।আমার মহুয়া মা রান্না করে দেখে মনে হয় খেলা করছে।ভেজ বিরিয়ানি শিখে নিলাম।আমার মানিক বাবা খেয়ে সব সময় বলে দারুন হয়েছে!দেখে আর শুনে আমাদের খুব ভালো লাগে।মানিক বাবা মহুয়া মা দুজনেই খুব গুণী ।তাই মেহা দিদি ও রামা দাদা ভাই তাই এতো ভালো।👌👌

  • @abhijitbanerjee8125
    @abhijitbanerjee8125 Год назад

    এই সমস্যাটা বড়াবড়ের বাড়ির বড়দের সবকিছু থেকে ছোটরা আপদার করে সবকিছু থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু এইসব দেখতে খুব ভালো লাগে। বড় হয়ে গেলে এইরকম আর হবে না। এখন তাই খুব করে দুই ভাই বোনে আনন্দ করে নিক । ভালো থাকবেন সবাই।

  • @Nandita927
    @Nandita927 Год назад +4

    বাবা খুব ভালো লাগলো যে তোমরা সবাই ঠিক আছও আমি পেপার এ পড়লাম যে ক্যালিফোর্নিয়া তে খুব ঝড়বৃষ্টি হচ্ছে😢❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад

      ঠিক ই পড়েছেন তবে আমাদের এখান থেকে প্রায় ৫ ঘণ্টা দূরে😊❤

  • @mallikasarkar-jv7lp
    @mallikasarkar-jv7lp Год назад

    মহুয়া তোমার ব্লগ গুলো দেখতে ও শুনতে খুব ভালো লাগে। তোমার কথা গুলো শুনে মনে হয় যেন আপনজনের গলার স্বর শুনছি, কি যে ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। তোমার জন্য আমরা আমেরিকা র অনেক কিছু দেখতে দেখতে পাচ্ছি আমাদের খুউব ভালো লাগছে।রামা সোনা তো এখন ছোট তাই এরকম করছে বড় হলে ঠিক হয়ে যাবে। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো। ধন্যবাদ।

  • @dolonmukherjee7675
    @dolonmukherjee7675 Год назад +4

    খুব সুন্দর করে বিরিয়ানি টা রান্না করে ছেন,,,আমি ও চেষ্টা করবো

  • @shreyasarkar4174
    @shreyasarkar4174 Год назад

    Blog to valo laglo sange colourful sky darun

  • @Chandrani-ft4yw
    @Chandrani-ft4yw Год назад +12

    তুমার কথার মধ্যে ম্যাজিক আছে
    মন টা পুরো ভরে যায় ❤

  • @runubandyopadhyay5780
    @runubandyopadhyay5780 Год назад

    Mohua! tomar proti ta vlog amar khubbb priyo. Tomar husband o tomar bachcha der ke o khubb bhalo lage amar. Khubb sundor tomar sonsar. Aj vej biriyani banate dekhlam tomake. Asadharon laglo rannata.
    Khubbb bhalo theko sokole. ❤❤❤❤

  • @manishabasak3337
    @manishabasak3337 Год назад +6

    আগের ইলিশ মাছ এর ভিডিও টা আবার দেখছিলাম তখনই নতুন ভিডিওর নোটিফিকেশন পেলাম😊 খুব ভালো লাগছে ❤ অনেক ভালোবাসা দিদি❤😊

  • @sukla1322
    @sukla1322 Год назад

    Khub sundar vediota dekhlam.Sabi Valo thakben.

  • @nandinidas9877
    @nandinidas9877 Год назад +9

    আমি দিভাইয়ের ভিডিওর জন্য অপেক্ষায় থাকি। কতোটা ভালো লাগে তা ভাষায় প্রকাশ করতে পারবোনা।❤❤

  • @salimsk3085
    @salimsk3085 Год назад +1

    দিদি আপনার ভিডিও অনেক দিন থেকে দেখি কিন্তু কোন কমেন্ট করি না এটা আমার প্রথম কমেন্ট রিপ্লাই

  • @arunava_das_23
    @arunava_das_23 Год назад +27

    সব ই ঠিক আছে কিন্তু চিড়িয়াখানার অবশিষ্ট ভিডিও কোথায় গেল? আমিতো চিড়িয়াখানার নেক্সট পার্ট এর জন্য অপেক্ষা করেছিলাম😢।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад

      রবিবার দিই বাচ্চাগুলোর স্কুল ছুটি থাকবে😊

  • @poulamichakraborty372
    @poulamichakraborty372 Год назад +2

    zoo er baki video ta upload korle bhalo lagto.

  • @shyampriyadasiiskconsiligu4962
    @shyampriyadasiiskconsiligu4962 Год назад +6

    আমার ক্যারাম বোর্ড খেলা আর 🐸 টা র খেলে একদম এক😂😂
    আকাশটা যেন কেউ রং তুলি দিয়ে সত্যিই একে দিয়ে দিয়েছে কি অমায়িক দৃশ্য ❤❤❤।

  • @swastika.921
    @swastika.921 Год назад

    দিদি আপনার প্রতিটা কথা শুনতে যেনো মধু লাগে।
    কি মিষ্টি কথা গুলো।
    ভালো থেকো দিদি।
    I Love you ♥️

  • @shinjinibhattacharyya1061
    @shinjinibhattacharyya1061 Год назад +9

    Veg বিরিয়ানি টা বেশ ভালো লাগলো আর শিখে ও নিলাম ❤ অনেক ভালোবাসা তোমাদের জন্য ❤❤

  • @priyankachatterjee7426
    @priyankachatterjee7426 Год назад

    দিদি আপনাদের future প্ল্যানিং গুলো একটু জানতে চাই।। মানিকবাবুর কর্ম জীবন শেষ হওয়ার পর কি দেশে ফিরে আসবেন নাকি ওখানেই আমৃত্যু থাকবেন? মেহা রামর বিবাহিত জীবন কি ওখানেই শুরু হবে? একটু বলবেন next vloge

  • @chandanadas5249
    @chandanadas5249 Год назад +5

    Rupe Laxmi gune Saraswati আমাদের মহুয়া দিদি ❤️❤️ একা হাতে যেমন রাধে তেমন চুল ও বাধে ❣️❣️

  • @gmmohiuddin7101
    @gmmohiuddin7101 Год назад

    দিদি আপনার উপস্থাপনা ,শব্দ চয়ন দারুন । আমি বাংলাদেশি 🇧🇩 নিউ ইয়র্ক আমেরিকা থাকি। আপনার বাসায় একদিন স্বাসাদু রান্না চেখে দেখার দাওয়াত করুন। আপনার কুটুম্ব হতে পারলে বেশ ভালো লাগবে ❤❤

  • @boostup9011
    @boostup9011 Год назад +4

    আমেরিকাতে veg biryani বানানো দেখা 😅 জলপাইগুড়ি তে বসে বসে আমার খিদা লেগে গেলো🤫🫣 একটু parcel করা যাবে 😂😅

  • @amarheselghor
    @amarheselghor Год назад

    Ami age apnar vdo dhaktam na but akdin apnar puro vdo dekhar por Akhon roj apnar vdo Asar wait kori.

  • @piumajilya6752
    @piumajilya6752 Год назад +10

    আপনারা সকলে ভালো থাকবেন।

  • @Project-v5x
    @Project-v5x Год назад

    Mam, sir er apnar proti sneha bhalobasha dekhe khub bhalo laglo

  • @tonnenurjahanvlogz7872
    @tonnenurjahanvlogz7872 Год назад +3

    ভেজ বিরিয়ানি দারুন মজার হয়েছে

  • @Ankita_Bhattacharya-vlogs
    @Ankita_Bhattacharya-vlogs Год назад

    Dadabhai ki omayik, bou ja baniye Dey Tai ki sundor proshongsha kore khay, dekheo ki bhalo lage. Dadabhai khub ee bhalo manush. Eto supportive bor, dekhleo mon bhore Jay. Bhalo theko tomra.

  • @RannarRohosso
    @RannarRohosso Год назад +3

    দিদি কিছু দিন আগেই Bangalore 150 হয়েগিছিলো টমেটো এখন কমে 50 টাকা হয়েছে 😆😆😆

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +1

      শান্তি😊❤

    • @RannarRohosso
      @RannarRohosso Год назад

      @@probaseghorkonna2712 দিদি তোমার reply পেয়ে আমি খুব খুব খুশি ❤️❤️❤️ thanku so much 🥰🥰🥰

  • @swetasen2006
    @swetasen2006 Год назад

    Ektu deri holo, but bolteyi hobe.... veg biryani ta dekhe mone hochhilo je screen theke niye kheye ni 😂😂... darun byaapar Mohua... aar last er aakash er romg dekhe ki shundor je laaglo.... khub bhalo korchho... may u achieve success

  • @debasreedas1274
    @debasreedas1274 Год назад +5

    দারুন.... সবাই খুব ভালো থাকবেন ❤

  • @somachatterjee8459
    @somachatterjee8459 Год назад +1

    তোমার চিড়িয়াখানা পার্ট 2 কোথায় গেলো ????? ভাবছিলাম পরের দিনই আরেকটা ব্লগ পাবো 😢😢😢😢। আজ paper e দেখলাম ক্যালিফোর্নিয়া তে নানারকম natural disasters চলছে , তোমরা কেমন আছো সবাই ? একটু জানিও , পরিবারের মতো বলেই চিন্তা হয়। সাবধানে থেকো । Veg বিরিয়ানি টা দারুন লাগলো ❤❤❤❤❤❤❤

  • @LopaBanerjee-vc6ke
    @LopaBanerjee-vc6ke Год назад +4

    Dearest Didi I love nd enjoy your vlog very much. It's totally a fine homely affair so it's very appealing to me. You people also remain fit nd fine nd be happy and safe with your family.

  • @priyankapodder469
    @priyankapodder469 Год назад

    Rama r Meha r ei equation ta dekhe choto belar vai r nijer kotha gulo mone pore jae. Choto vai r ghen ghenanir jnno jotoi rag hoto na keno kono jinis khaor somoe ba kenar somoe ekhon o vai r jnno na nile ba oke na dile mon ta kmn kore othe. Vai bon er bonding er moton special bond mone hoe na r kothae ache ❤

  • @SomaDas-gj6gn
    @SomaDas-gj6gn Год назад +6

    আমেরিকা তে বাড়িতে সাপ আসে। দেশে যেমন আসে উওর দিও❤❤

    • @arunava_das_23
      @arunava_das_23 Год назад

      Eai ta amr o janar ichaa ache.....eai ta niye ekta vlog hole khub vlo hoy

  • @anuradhaduari4675
    @anuradhaduari4675 Год назад +1

    আ: হা: ----- আমাদের মন ভালো করার ব্লগ। বিরিয়ানি টা মাস্ট try করবো দি ভাই। অনেক অনেক ভালোবাসা আপনাদের।❤❤❤❤

  • @PopOppp-nx6dd
    @PopOppp-nx6dd Год назад +6

    দিদি তুমি 2020 একটি ভিডিও দিলে মাছের বাট ভয়েজ নাই আবার দিও 😢❤❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад +1

      পুরনো ভিডিও বোধহয় নষ্ট হয়ে যায় 😌

    • @PopOppp-nx6dd
      @PopOppp-nx6dd Год назад

      না দিদি তোমার প্রথম ভিডিও ছিল অটা

  • @arighnasaha7596
    @arighnasaha7596 Год назад

    Apnader family r modhye AK odbhut positive vibes ache. Sob content creator der apnar video dekhe sekha uchit ki kore portray korte hoy.
    Ar apnar bola or baba kotha shunle sotti akta sabeki bhab dhara ta apnar modheyy bojha jay. Apnara bhalo thakun

  • @sudipabhattacharyya3956
    @sudipabhattacharyya3956 Год назад +4

    আমারও আপনার মতন দুটো বাচ্চা যে কোন নতুন জিনিস এলেই তাদের মধ্যে একটা জটিলতা সৃষ্টি হয় এই স্বভাব প্রত্যেক বাড়িতে ছোট বানাতে বড়দের কে ছেড়ে দিতে হয়😊

  • @smritirekhabiswas9386
    @smritirekhabiswas9386 Год назад

    Apnar millions subscriber Hoya dorkar. Eto Kom keno bhebe obak hoi.... Onek onek subho kamona. Chalie jan. Apni osadharon.🙏

  • @priyadas6830
    @priyadas6830 Год назад +1

    চিড়িয়াখানার বাকি ভিডিও টার অপেক্ষায় ছিলাম।

  • @arup.puja.
    @arup.puja. Год назад +1

    এই প্রথম বার কোনো ভিডিওতে কমেন্ট করলাম,রোজ ভিডিও দেও দিদি এই অপেক্ষার সময় যেনো পার হতে চায়না

  • @mousumimarik3454
    @mousumimarik3454 Год назад

    Hi MAHUA... Khub bhalo lage video dekhte... Amra wait kore thaki kakhon upload habe... 💞💞💞

  • @susmitadas-ts3je
    @susmitadas-ts3je Год назад

    Tomar uposthapona eto sundor tai tomar vlog dekhar jonne adhir agrohe opekkhha kori.

  • @khepimon
    @khepimon Год назад

    আমাদের ছোটো টা আজকে আমাকে বলছে রামকৃষ্ণ দের গাড়িটার রং সিলভার মাগো আমিতো সেটাও জানি না।
    ও খালি রামকৃষ্ণ কে দেখবে আর গাড়ি দেখবে এতো দিনে বুঝলাম তবে আপনার পুরো ভ্লগ আমরা দুজনে দেখি। আর চিরিয়াখানার ভ্লগ দারুণ লেগেছে বাকি পাট দেখতে চাই। রোজ দেখতে চায় তাই পুরো ভ্লগ দেখিয়ে দিই আপনার।

  • @monikadas162
    @monikadas162 Год назад +2

    পেঁয়াজ এই ভাবে কুচি করে কাসুন্দি দিয়ে মেখে নিলেও খুব ভালো লাগে খেতে

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Год назад

      ও বাহ্ বানাবো তো একদিন😊 thank you 😊

  • @shreyasatpathy91
    @shreyasatpathy91 Год назад

    Amar 7 years er chele Suryansh tomar blog dekhte khub bhalobase. With love.. Shreya

  • @mitalimajumder8115
    @mitalimajumder8115 Год назад

    মহুয়া তোমার সব ব্লগ যেমন ভালো লাগে তেমন আজকেরটা ও ভালো লাগলো আমরা গতকাল রাতে ক্যালিফোর্নিয়া থেকে ফিরলাম malabu বিচের কাছাকাছি ওই santa monica prearer kachakachi chilam wasington strrete তোমার সাথে দ্যাখ হলে ভালো হতো । তোমাদের হিলারি কিছু ক্ষতি করেনি তো ?

  • @sujaymridha9171
    @sujaymridha9171 Год назад

    ভিডিও গুলো 4K তে আপলোড করো দিদি, আরো ভাল লাগবে, আর কালার একটু বাড়ালে হয়তো আরো ভাল লাগবে !

  • @monnermanush-supriyachakra1967

    Durdanto aakasher rang dekhlam..
    Nutan nutan sabji try korbe. Nam toh lekhai thake..seta niye ese net e khujlei jante parbe..
    Ekta fruits ache Mangoshut...pele kheyo...darun😊

  • @anasuyadasgupta9969
    @anasuyadasgupta9969 Год назад +2

    ভালো লাগলো রামার ক্যারম বোর্ড খেলা দেখে 😂😂 !!
    কিন্তু চিড়িয়াখানার part 2 কবে দেখতে পাব ??

  • @sumonakar1236
    @sumonakar1236 Год назад

    Muhua di tomader dekhar jonno opekhay thaki khub valo lage tomader tomra khub valo the ko

  • @SkNASIRUDDIN-nw3ed
    @SkNASIRUDDIN-nw3ed Год назад +1

    দিদির চন্দ্রযান থ্রি নিয়ে কিছু বলুন। চন্দ্রযান থ্রি সাফল্য আর কিছু সময়ের অপেক্ষা। আমরা ভারতীয় হয়ে গর্ব বোধ করছি চন্দ্রযান থ্রি কে নিয়ে।

  • @sharbanidas8205
    @sharbanidas8205 Год назад +1

    দিদি,জিভে জল চলে আসছে
    আপনার রান্না দেখে।

  • @sangitamukherjee6486
    @sangitamukherjee6486 Год назад +2

    Khub sundor 😍 zoo er 2nd part ta dile na j🥺

  • @papiasarkar8866
    @papiasarkar8866 Год назад

    Great Mahua, tomar vdo r apekhai thaki roj. Bhalo theko😂❤

  • @parnasadhu586
    @parnasadhu586 Год назад

    Apnader ei sobai mile eksathe bazar jawa ta dekhe khub valo lage ❤

  • @RunuRoy-qk7yh
    @RunuRoy-qk7yh Год назад

    তোমার কথা খুব সুন্দর তোমাকে খুব ভালো লাগে আমার 💖1st comment reply dio divai❤️❤️

  • @Pujakoley302
    @Pujakoley302 Год назад

    দিদি , নানান ব্যস্ততার মধ্যে তোমার vedio দেখা হয়ে ওঠেনি ,3 week মতো তাই আজ সব vedio দেখতে বসছি ❤ খুব ভাল লাগে গো , তুমি বলেছিলে ওই white non stick set টা কেমন তা জানাবে please জানাও দি । অনেক ভালোবাসা ❤❤❤

  • @rinachattopadhyay6403
    @rinachattopadhyay6403 Год назад

    Khub sundor hoyechhe. Good morning. Rina. 26.12.2023.

  • @ankitaadhikary708
    @ankitaadhikary708 Год назад

    Zoo er porer part ta jodi upload korten eto bhalo legeche ki bolbo baki ta dekhar opoekhkhay roilam

  • @TaimurAli-k6m
    @TaimurAli-k6m Год назад

    Didivai ami sabnam.... Aj amr chele taimur er 6th yr birthday.. Apni or jnno susthota kamona korben❤❤... R apnio khub vlo thakben..