আমেরিকায় গ্রীষ্মকালে কেমন গরম পড়ে..আজ প্রায় দেশের মতোই গরম পড়েছে.দুপুরে গরম ভাত আর পিঁয়াজ পোস্ত

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 877

  • @koyalidas242
    @koyalidas242 Год назад +310

    প্রবাসে থেকেও সন্তানকে বাংলা ভাষা শেখানোর প্রচেষ্টা মন ছুঁয়ে গেলো,,, এদিকে আমাদের নিজের বাংলার লোকেরা বাংলা ভাষা বলতে একটু odd feel করে 😊 তোমার এইটুকু কথা শুনে মন ভরে গেল ❤

    • @NisthaMukherji
      @NisthaMukherji Год назад +3

      Ekdum satti kotha😢

    • @jhilikkundu4012
      @jhilikkundu4012 Год назад +1

      ❤❤❤❤

    • @sudiptasarkar9076
      @sudiptasarkar9076 Год назад +2

      Exactly

    • @swapnabasu2469
      @swapnabasu2469 Год назад

      😳

    • @MunmunKundu-l3i
      @MunmunKundu-l3i Год назад +1

      দিদি তোমার কাছ থেকে যেমন রান্নার অনেক পদ শেখা যায়, তেমন বিদেশের সব বিষয় সম্বন্ধে জানতে পারছি এটা খুব ভালো লাগছে। তুমি ছেলে মেয়েকে বাংলা শেখাচ্ছো খুব ভালো করছো গো। আচ্ছা ওখানে স্কুল গুলোতে বাংলা আছে? না তুমি ওদের ঘরেই শেখাচ্ছো? ওদের school গুলোতে কি কি subject পড়ানো হয় যদি কোনোদিন বলো খুব ভালো লাগবে। Carry on didi. 😊👌🏻👌🏻

  • @mrxyzhacker12345
    @mrxyzhacker12345 Год назад +17

    আমেরিকার culture এর সঙ্গে আপনি যে ভাবে পরিচয় করান তাতে সেই দেশটাকে নিজের মনে হয়। পান্তোয়া মিষ্টির মত মিষ্টি আপনার ভাষা খুব ভাল লাগে।😍🌹

  • @mallikasarkar-jv7lp
    @mallikasarkar-jv7lp Год назад +4

    মহুয়া আমি হালিশহরে থেকে বলছি, তোমার ব্লগ দেখতে আমার সবসময় খুব ভালো লাগে। শুধু আমার কেন সকলের ই খুব ভালো লাগে। এখানে এখন পোস্ত ১৫০০ টাকা কিলো ,তিন চার দিন আগে আমরা এই দামে কিনেছি। তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ।

  • @debasmitamajumder4498
    @debasmitamajumder4498 Год назад +6

    আমার তোমার ভিডিও না দেখলে ঘুম আসেনা রাতে। অফিস করে রাতের শান্তি আপনার এই ভিডিও গুলো। বাইকে আমিও ঘুড়ি খুব আমি কলকাতা থেকে পুরি গেছিলাম বেড়াতে এই বাইকে চেপে। এখন কলকাতা তেও এরম অনেক গ্রুপ আছে যারা উইকএন্ড এ বেরিয়ে যায় একসাথে লাইন দিয়ে। এই তো স্বাধীনতা দিবস এর দিন এরম পতাকা উত্তলন করে বেরিয়ে পড়ে লাইন দিয়ে সবাই মিলে যে যার বাইকে করে ঘুরতে। আর সবার বাইকে একটা করে পতাকা লাগানো থাকে। দেখতে খুব সুন্দর লাগে।

  • @SwaggerSayan
    @SwaggerSayan Год назад +100

    রামার মুখে পানতুয়া টা শুনতে কি মিষ্টি লাগল ❤✌

  • @diptebonick9993
    @diptebonick9993 Год назад +8

    পেঁয়াজ পোস্ত রান্না তোমার কাছে শিখে রান্না করলাম দারুন লাগলো

  • @Rumpi09
    @Rumpi09 4 месяца назад +13

    2024 ❤সালে কে কে দেখছেন

  • @torsachakrabortytitun8505
    @torsachakrabortytitun8505 Год назад +122

    বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলা তাও আবার বিদেশে গিয়ে সত্যি গর্বের বিষয়

    • @Abrakadabraaaa
      @Abrakadabraaaa Год назад +3

      তো কি বলবে😂

    • @chayanpahari7951
      @chayanpahari7951 Год назад +5

      কিন্তু বাংলায় থেকে অনেকেই বাংলা বলতে চায় না।

    • @jhilikkundu4012
      @jhilikkundu4012 Год назад +1

      ❤❤❤❤❤❤

  • @BharatiDutta-p1b
    @BharatiDutta-p1b 8 месяцев назад +2

    সত্যি তুমি অনন্যা মহুয়াদি,সবাইকে নিয়ে এমনিভাবেই ভালো থেকো

  • @sonalighosh3090
    @sonalighosh3090 Год назад +2

    অনেকবার ভেবেছি আপনাকে জিজ্ঞাসা করবো ওই ফুলগাছটার কথা। শেষ কয়েকটা Vlog এ যতবার বাইরেটা দেখিয়েছেন মনে হত যেন লাল জবা ফুলে গাছটা ভরে গেছে। আপনাকে দেখে এতটা কাছের মনে হয় যে আপনি না বলে তুমি বলতে ইচ্ছা করে কিন্তু কি করবো vlog এর শুরুতেই আপনি বলেন, " নমস্কার কেমন আছেন সবাই? " বড্ড বেশী ভালো লাগে এটা শুনতে। এবার দেশে আসলে একবার বারুইপুরে আসবেন আপনার অনেক ভালোবাসার মানুষ এখানে আছে। ভালো থাকবেন।

  • @mylifemystory024
    @mylifemystory024 Год назад +661

    কে কে আছো যে নিজের ঘরের প্রতি কোনায় কি আছে না বলতে পারলেও মহুয়া দির বাড়ির রাস্তাটাও চিনে ফেলো 🤔🤔❤️🤭🤭🤭🤭

    • @bongdip918
      @bongdip918 Год назад +20

      দিদির ঘরের প্রতিটা কোন আমাদের চেনা ❤

    • @Chandanassvlog700
      @Chandanassvlog700 Год назад +5

      Ami

    • @SaheliGanguly-lj6mo
      @SaheliGanguly-lj6mo Год назад +3

      Ami

    • @rinkibhattacharya4329
      @rinkibhattacharya4329 Год назад +1

      Amio

    • @suktarakhatun8805
      @suktarakhatun8805 Год назад +3

      দিদির প্রতিটি জিনিস, প্রত্যেকটি কথা, বাড়ির আনাচেকানাচে সব আমার চেনা আর মুখস্থ

  • @PriyaChatterjeeDatta-mg6wk
    @PriyaChatterjeeDatta-mg6wk Год назад +61

    সারাদিনের ক্লান্তির শেষে এক শান্তির ঔষধ হলো দিদির ব্লগ।।।❤❤❤❤❤

  • @simaghosh3121
    @simaghosh3121 Год назад +69

    আমি তোমার রান্নার খুব ভক্ত, কি সুন্দর টুকটুক হয়ে যায়।

  • @Thirstytotravel0
    @Thirstytotravel0 Год назад +12

    আপনি একমাত্র একজন মহিলা ব্লগার জে কিনা সকলের মন জয় করে নিয়েছেন
    এখনকার কিছু মেয়ে ব্লগার বা মহিলা ব্লগার যারা কিনা নিজেদের ভিউজ বাড়াতে কতটা নিচে নেমে ভিডিও করে তাদের সংগে তুলনা করবো না আপনার আপনার কোন তুলনা হয় আপনার ভিডিও গুলো যেমন ভালো আপনার কথা বলার ধরন টাও খুব সুন্দর আপনার রীতিনীতি এবং সংস্কৃতি সত্যি অতুলনীয় আমি একজন ব্লগার হিসেবে বলছি আপনার কোন তুলনা হয় না ❤❤

  • @ChataliSaha1996
    @ChataliSaha1996 Год назад

    খুব সুন্দর লাগলো দেখতে পুরো ব্লগ টা তার মধ্যে সব থেকে সুন্দর যেটা লাগলো দেখতে হলো পার্ক টা দেখতে

  • @akashchakraborty5905
    @akashchakraborty5905 Год назад +27

    দিদিভাই পার্কে যেটা দেখেছিলেন ওটা জরুল ফুল গাছ, আর বাড়ির পাশের টা ফুরুশ ফুল গাছ, দুটো আলাদা,,,, জরুল এর ঐ একটাই রঙ কিন্তু ফুরুশ এর বিভিন্ন রঙ হয়, রানি, লাল, সাদা, গোলাপী, হলুদ 🌸

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Год назад +6

    আপনার vlog টা দেখতে দেখতে কখন সময় কেটে যায় বুঝতে পারিনা। এতটুকু ভিডিও তে মন ভরে না! ❤❤❤❤

  • @raishazaman4753
    @raishazaman4753 Год назад

    আপনার কথা শুনলে মনে হয় আপনি শুধু আমার সাথেই যেন বিদেশের গল্প কথাগুলো বলছেন , আর আমার ও আপনার কথা গুলো শুনতে খুব খুব খুবভালো লাগে ।

  • @somachakraborty6552
    @somachakraborty6552 Год назад

    Bideshe thekeo bachha ke Bangla sekhanor ichhe r chesta katha sune khub anondo pelam....tomra sakole khub bhalo theko sustho theko ❤️❤️

  • @sushmitamondal4397
    @sushmitamondal4397 Год назад +2

    খুব ভাল লাগল vlog টা । রামার পান্তুয়া বলা টা so sweet.

  • @archanasen-dy2oc
    @archanasen-dy2oc Год назад

    Full gulo khub sundor valo theko

  • @DebasmitaBhadra-fy6eg
    @DebasmitaBhadra-fy6eg 4 месяца назад

    Ashadharon laglo blog ta❣️❣️❤❤

  • @indranidasgupta8888
    @indranidasgupta8888 Год назад

    Khub misti ekta vlog.... Bhalo theko Mahua sabai k nie

  • @tilanjalichakraborty5719
    @tilanjalichakraborty5719 Год назад

    Khub valo laglo tomar video ta tomar gola ta sunbo bole opekkha kore thaki

  • @rishitasrimani3419
    @rishitasrimani3419 Год назад +1

    যখন মন আর শরীর দুটোই খারাপ থাকে, তখন মনে হয় একবার আপনার গলাটা শুনি। 😊

  • @ChandanKumarAdak
    @ChandanKumarAdak Год назад +2

    দিদি ভাই আপনার কথা বলার যে সরলতা আমার দারুণ লাগল নমস্কার, সবাই ভাল থাকবেন

  • @linamukherjee6693
    @linamukherjee6693 Год назад

    সুন্দর একটি ব্লগ দেখলাম ভালো থাকো তোমরা

  • @mithunmondal8730
    @mithunmondal8730 Год назад +1

    দিদিভাই তোমাদের সবাইকে খুব ভালোলাগে আর দাদা কে আরো ভালো লাগে ওনার কথা বলা তোমাদের কে নিয়ে যে ভাবে আনন্দ করে আমার খুব ভালো লাগে আর তোমার তো তুলনা হয় না

  • @pritideb7139
    @pritideb7139 Год назад +10

    মাসিমণি এটা ফুরুশ ফুল নানান রঙের হয়। আর আগের দিনের ফুলটা জারুল ছিল । ফুলগুলি প্রায় একরকমের দেখতে কিন্তু জারুলের গাছও বড়ো হয় পাতাও বড়ো হয় কিন্তু ফুরুশ গুল্মজাতীয় গাছ । ছোটো থেকে জেনে এসেছি গোলাপ বিদেশী ফুল কিন্তু এখন দেশীয় ফুল গুলোকে বিদেশের মাটিতে এতো সুন্দর ভাবে ফুটে থাকতে দেখে খুব ভালো লাগছে ।
    মাসিমণি এবার যখন আসবেন বারোমাসি শিউলির দানা নিয়ে যাবেন। আমাদের পশ্চিমবঙ্গে যদি সারাবছর শিউশি ফুল ফুটতে পারে ওখানে ও হবে । আর একদিন আপনার বাড়ির আশেপাশের বাড়ির সামনের ফুল গাছ গুলো দেখাবেন।

  • @AnitaSarkar-g1r
    @AnitaSarkar-g1r Год назад +3

    কতো সুন্দর লাগে দিদি তোমার কথা গুলো। ছোট ছোট জিনিস গুলো কত সুন্দর করে ব্যাখ্যা করে তুলে ধরো।।।।❤

  • @rebabiswas6852
    @rebabiswas6852 Год назад +2

    দিদি তোমার পিয়াজ কুচি দিয়ে posto ফ্রাই করাটা শিখলাম,পার্ক টা সুন্দর,মেহা মাকে দেখি আর আমার মেয়ের কথা গুলো মনে পড়ে, ব্লগটা ভীষন সুন্দর হয়েছে, ভালো থেকো সবাই

  • @debobrataroybarman2562
    @debobrataroybarman2562 Год назад +14

    বাংলার অবস্থা খুব ভয়াবহ সেখানে আপনাদের দেখলে মনটা খুব হালকা হয় ভালো লাগে।♥️

  • @papiyabarua1097
    @papiyabarua1097 Год назад

    তোমার দেখা আমেরিকা দেখে মনে হয় আমেরিকায় চলে যাই।কী সুন্দর করে তুমি বলো।(বাংলাদেশ)

  • @suvadippatra1698
    @suvadippatra1698 Год назад

    Ramar muk a pantua ta khub valo laglo

  • @punamhalder2621
    @punamhalder2621 Год назад +7

    তোমার গলার স্বর শুনলেই মনটা শান্তি হয়ে যায় ❤️❤️❤️❤️❤️❤️কী যে ভালোলাগা বুঝে উঠতে পারিনা

  • @kanikachatterjee8738
    @kanikachatterjee8738 Год назад

    Didi apnar ato sundor kotha mon Vora jai.....sobar jonno anek valobasa railo....

  • @MousumiChakraborty-ib6xz
    @MousumiChakraborty-ib6xz Год назад

    Khub valo laglo. Tomra valo theko.

  • @manishadutta8289
    @manishadutta8289 Год назад +4

    তোমার কথা শুনতে খুব ভালো লাগে
    বাগানের ফুলগুলো কি সুন্দর হয়েছে
    রামাকে বাংলা শেখানো র ভাবনা টা
    বেশ ভালো, বাঙালির সন্তান বাংলা
    শেখার একটু দরকার তো আছেই
    ভালো থেকো সবাই ❤❤❤❤

  • @santoshbhattacharjee4815
    @santoshbhattacharjee4815 Год назад +3

    আমি গত বছর ২৬০০টাকা করে নিয়েছিলাম ,
    এই বছর ১৬০০টাকা করে (বড় বাজার) কলকাতা থেকে এনেছি ।
    প্রতিমা ভট্টাচার্যী,
    রামরাজাতলা, সাঁতরাগাছি

  • @rupadasgupta6405
    @rupadasgupta6405 Год назад

    Khub bhalo laglo 👌👌❤️❤️

  • @nandinidas9877
    @nandinidas9877 Год назад +10

    তোমাদের আমরা খুবই মিস করি দিভাই। অনেক কাছের হয়েও, অনেক দূরে তোমার বাস। ভোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।মেহা ও মৈনাককে অনেক অনেক ভালোবাসা ❤❤

  • @niharranjanacharya3836
    @niharranjanacharya3836 Год назад

    Very fine .Darun laglo.

  • @tapasisvlog9038
    @tapasisvlog9038 Год назад

    Darun laglo.pantuya dekhe jibe joll ese gache

  • @pampaghosh5305
    @pampaghosh5305 Год назад

    রামকৃষ্ণের পান্তুয়া বলা টা কিন্তু খুব সুন্দর

  • @meghagoswami4140
    @meghagoswami4140 Год назад +1

    Ini mone hoche ekmatro youtuber..jar cmnt section e always possitive cmnt dekha jai❤️❤️❤️❤️.asole manus tai erom ❤❤

    • @rupamadas8007
      @rupamadas8007 Год назад +1

      Eta thik bolechen...enar comment a negative comment thake na

  • @debolina580
    @debolina580 Год назад

    Tomar vdo amar darun lage..........roj vdo dile..khub khusi hoi..tomar vdo er opekkhay thaki roj

  • @sankardas7534
    @sankardas7534 Год назад

    Vlog ta khub valo laglo didi abar dase ele akta meet-up er babostha koro valo theko sobai

  • @sagarmahapatra1281
    @sagarmahapatra1281 Год назад

    tomar kotha sune vison valo laglo..ki sundor chhele meyeke bangla bola sekhachho..valo theko o anonde theko sobbai ❤❤

  • @ipinky2159
    @ipinky2159 Год назад

    Ramar mukha pantua namta suna pran jurea gelo didi❤

  • @NibeditaHazra-w8v
    @NibeditaHazra-w8v Год назад

    Khub sundor Lage tomar vlog gulo

  • @japamalabrahmachari3743
    @japamalabrahmachari3743 Год назад

    Darun❤❤❤❤❤❤❤❤ tomader jonnyo onek onek subho kamona roilo

  • @rumabhandary9705
    @rumabhandary9705 Год назад

    Ajker ranna ta khub bhalo laglo....peyaj posto amr nijesso khub priyo....❤❤

  • @Nandini_987
    @Nandini_987 Год назад

    Video ta khoob bhalo laglo, Kumon dekhe besh bhalo laglo, Kumon deshe o khulechhe

  • @kshamachakraborty7292
    @kshamachakraborty7292 Год назад

    Apurbo blog. Bhalo theko mohua.

  • @bhaskar8523
    @bhaskar8523 Год назад +1

    আমাদের দেশে যেমন bullet বা Royal Enfield একটা নাম করা classic বাইক ,তেমনি আমেরিকার Harley Davidson

  • @dhritimukherjee7658
    @dhritimukherjee7658 Год назад

    বিয়ের পর আমি প্রথম পেঁয়াজ পোস্ত খেতে ও রান্না করতে শিখেছি ।দারুণ লাগে খেতে। ice cream ta দেখে ই খেতে ইচ্ছে করছে। আজকে তোমার মেনু গুলো সবটাই আমার পছন্দসই। ❤❤❤🥰🥰🥰

  • @sukanyabanerjee06
    @sukanyabanerjee06 Год назад

    Ashadharon 👍🏻👍🏻

  • @SwatiRoy-w1v
    @SwatiRoy-w1v 10 месяцев назад

    তোমাদের সব ভিডিও আমার ভীষণ ভীষণ ভালো লাগে

  • @mousumichakraborty3138
    @mousumichakraborty3138 Год назад

    তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকি খুব ভালো লাগে ।

  • @bonginmountain
    @bonginmountain Год назад +2

    রামার pantuya বলাটা যেনো বড্ড বেশি মিষ্টি...এতটা মিষ্টিতো ওই pantuya তেও নেই❤❤❤❤

  • @ujjalkumarshaw1089
    @ujjalkumarshaw1089 Год назад +1

    দিদি ভাই আপনার এই অনুষ্ঠানটি খুব ভালো লাগছে।

  • @ExploreUSAWithKhadija
    @ExploreUSAWithKhadija Год назад +1

    আমি জর্জিয়া তে থাকি, এখানেও খুব গরম পরেছে। মাঝে মাঝে বৃষ্টি ও হয়। দিদির ব্লগ গুলো দেখতে খুব ভালো লাগে

  • @KharthiKharthi-px2ux
    @KharthiKharthi-px2ux 5 месяцев назад

    খুব ভালো লাগলো ❤❤

  • @torsachakrabortytitun8505
    @torsachakrabortytitun8505 Год назад +1

    আপনার ভিডিও এর অপেক্ষায় ছিলাম... ভীষণ ভালো লাগলো... ভালো থাকবেন... অনেক অনেক ভালোবাসা

  • @lipikadeb8656
    @lipikadeb8656 Год назад

    অপূর্ব বাড়ির সামনে এরকম একটা ফুলের গাছ থাকলে আর কি লাগে।

  • @sudeepachanda5898
    @sudeepachanda5898 Год назад +1

    তোমার গলার স্বর শুনে কি রে ভালো লাগে তা বলে বুঝাতে পারব না তোমার খুব ফ্যান হয়ে গেছি আমি❤❤ কি সুন্দর আইসক্রিমের সাথে পানতোয়া কোনদিন খাইনি এবার খেয়ে দেখব.. রামার মুখে বাংলা কথাটা খুব মিষ্টি লাগলো ❤️ মেহাও রামা জন্য অনেক আদর ও ভালোবাসা ❤ তোমরা খুব ভালো থেকো..

  • @jalis_lifestyle
    @jalis_lifestyle Год назад

    খুব সুন্দর লাগলো তোমার ব্লগ টা❤

  • @titasjash688
    @titasjash688 Год назад +35

    শিরাই শিরাই রক্ত আমরা সবাই দিদিভাইএর ভক্ত 🥰❤️

  • @kankanasarkar8737
    @kankanasarkar8737 Год назад

    নতুন ভিডিওর জন্য সব সময় অপেক্ষা করি, এই ভিডিওটা খুব ভালো লাগলো ❤

  • @parijatbhowmik2276
    @parijatbhowmik2276 Год назад

    Khub sundr laglo

  • @SwapnaPyne
    @SwapnaPyne 8 месяцев назад

    Didi tomar kotha gulo r video gulo khub valo lagey..🎉❤

  • @ajoydutta15
    @ajoydutta15 Год назад

    অনেক কিছু জানা যায় আপনার ব্লগ এ, আমেরিকা দেশের। যাবার ইচ্ছা রইল।

  • @rumadas7609
    @rumadas7609 Год назад

    khub valo laglo video ta

  • @monnermanush-supriyachakra1967

    Park ta khub sundar❤

  • @sharmisthaghosh9867
    @sharmisthaghosh9867 Год назад

    মহুয়া তোমার vedio ta dekhe chokh, mon, pran juriea gelo😊 tomra sabai khub bhalo theko❤❤❤❤next videor অপেক্ষায় রইলাম।

  • @hemendranathdas1561
    @hemendranathdas1561 Год назад +20

    Lots of love and blessings for your family Didibhai ..... I spend some good quality time with my mother because of your videos ... Thanks a lot. 💚💚

  • @rinapaul9881
    @rinapaul9881 Год назад

    khub khub daru darun valo laglo bole bojhate parbo na ❤❤you

  • @debaldas2685
    @debaldas2685 Год назад

    Didi , background music er sathe apnar katha sunte khub valo lage.
    Ami Ramar khub boro fan.

  • @shibsankarsardar1755
    @shibsankarsardar1755 Год назад +10

    দিদি আপনার হাতের রান্না দেখলেই খেতে ইচ্ছে করে 🤤🤤

  • @believemepartha
    @believemepartha Год назад

    রামা গলায়, 'কিচ্ছু চাইনি আমি' গান টা খুব ভাল লেগেছিল... আরো একদিন গানটি শোনানোর অনুরোধ রইলো!

  • @tapasighosh9410
    @tapasighosh9410 Год назад +3

    ফুল গুলো র ওপর অধিকার এখন শুধু মৌমাছি দের, শুনতে খুব ভালো লাগলো। আর পান্তুয়া আআআআআ।

  • @kakalihalder1970
    @kakalihalder1970 Год назад

    Mahua tomar wall e dariye thakte dekhe khub maja pelam. Barir samner pink flowers er plant Apurbo sondor. 💐💐💐

  • @debaratibiswas8150
    @debaratibiswas8150 Год назад

    Khub khub bhalo laglo ❤️

  • @ankitapandey763
    @ankitapandey763 Год назад

    Hiihii.... Apnar mukh theke Hindi sune onik bhalo laaglo😍

  • @moitreyeenathdeb9240
    @moitreyeenathdeb9240 Год назад

    Khoob shundor lage apnar family blog

  • @poulamichakraborty567
    @poulamichakraborty567 Год назад

    Apnar vlog gulo kano je eto taratari sesh hoye jay!! mone hoy jeno ghontar por ghonta dekhtei thaki ar apnar kotha gulo suntei thaki… vison vison priyo♥️♥️♥️

  • @srabanisarkarkachrapara1368
    @srabanisarkarkachrapara1368 Год назад

    Mohua tomar katha bolar dharon galper moto sonay ato sruti modhur poriskar bachon vongi sunte sunte mone hay anno jagot e chole gechi ❤

  • @tamasimandal3904
    @tamasimandal3904 Год назад

    khub valo laglo.

  • @tansisen8825
    @tansisen8825 Год назад

    Tomar kotha gulo sunle mon vore jae didi.tomra valo theko sobai

  • @rumkidutta6961
    @rumkidutta6961 4 месяца назад

    Tomar vloge gulo sudhu dektei ichhe kore , sudhu mone hoi aro boro hole bhalo hoto. R tomar kotha gulo khub valo lage, valo theko tomra ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kakalisabui9914
    @kakalisabui9914 Год назад

    Didi tumi khub sundor kotha bolo. Khub misti. Khub valo lage ❤

  • @olivialifestyle5282
    @olivialifestyle5282 Год назад

    Khub valo laglo ❤👌🏻

  • @sadharonrannaghor3950
    @sadharonrannaghor3950 Год назад

    First lk diye suru korlam❤

  • @akhiblog34
    @akhiblog34 Год назад

    আসসালামু আলাইকুম আপু কেমন আছেন খুব সুন্দর হয়েছে আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো ❤❤🎉🎁

  • @anupamvlog2644
    @anupamvlog2644 Год назад +1

    খুব ভালো লেগেছে আপনার vlog 👍👍👍👍👍

  • @sukla1322
    @sukla1322 Год назад

    Apner kathay jadhu ache Amader Saber Darun lage ei rakami Chaliey jan amra achi sabsamoy .Valo thakben.

  • @kakalimajumder8958
    @kakalimajumder8958 Год назад

    Tomar blog sabsamay khub valo lage❤❤.

  • @parnapattanayak2419
    @parnapattanayak2419 Год назад

    Ami tomar blog er boro bhokto hoye gechi.❤❤❤

  • @aninditachakraborty2769
    @aninditachakraborty2769 Год назад

    Apnar vlog just asadharon...mone hay samne achi r apni golpo korchen 🙂

  • @kalyaninadia208
    @kalyaninadia208 Год назад

    Tomader deshe khub sundor niyom.