Hotel Shalimar এ ছিলাম। হোটেল সবই বাইরে থেকে ভালো লাগে, না থাকলে কোনটা বেশি ভালো বোঝা যায় না। লোয়ার রোডের উপরের সব হোটেলেই লেকভিউ রুম আছে। নৈনিতালে হোটেল রেঞ্জ বেশ হাই তাই আমরা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এবং লেকভিউ হিসাবে শালিমার হোটেলে ছিলাম। নৈনিতালের হোটেল নিয়ে এই চ্যানেলে আরো একটা ভিডিও আছে দেখতে পারেন।
অন্তত একদিনের জন্য হোটেল বুক করে যান। 3 জনের জন্য মিনিমাম 2500/- পড়বে। এবার যত ভালো নেবেন সেরকম রেট বাড়বে। শালিমার হোটেলে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। যদি একটু হাই রেঞ্জ চান হোটেল অলকাও ভালো। আর যদি মনে হয় বাঙালী খাবার পছন্দ তাহলে মৌচাকে যোগাযোগ করুন। তবে মৌচাকের রুম খুব একটা ভালো নয়। একদিনের জন্য যেকোনো হোটেলে বুক করে চলে যান, তারপর বাকি দিনগুলোর জন্য ওখানে গিয়ে দেখে বুঝে হোটেল এবং রুম পছন্দ করবেন।
Madam 23 e train e uthe 25th nam6..30th e abar train..gadwal ranger r akta trip r Jodi guide kore Dan khub vlo hoi..natural beauty ba mountains besi dkha jbe erokm akta route dile vlo hoi
@@BOHEMIANMONA madam 25 th December deradun e nambo r 30 th e deradun thk uthbo..gadwal side r kumayun side dutor i jodi ak2 guide dan khub vlo hoi..khub confused a6
প্রথমেই বলি, দেরাদুন গাড়োয়াল হিমালয় পার্টে পড়ে। দেরাদুন থেকে কুমায়ুন গেলে প্রায় 300-350 কিমি জার্নি করে যেতে হবে, যাতে শুধুমাত্র গাড়ি চড়া ছাড়া আর লাভ কিছুই হবে না। তাই এবারের ট্যুরে ওদিকে না যাওয়াই ভালো। যেহেতু ডিসেম্বর মাস, তাই চারধাম বন্ধ থাকবে, ওদিকে যেতে পারবেন না। তবে ন্যাচারাল বিউটি এবং ভাগ্যে থাকলে বরফ পেতে পারেন সেরকম কিছু জায়গা বলে দিচ্ছি। 25th dec - ট্রেন থেকে নেমে দেরাদুনে থাকুন। গাড়ি বুক করে দেরাদুন শহরটা ঘুরে নিন। তপকেস্বর মহাদেব মন্দির, রবার্স কেভ, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, মিনড্রোলিং মনাসট্রি, সহস্রধারা জলপ্রপাত এগুলো দেখে নিতে পারেন। 26th dec - দেরাদুন থেকে মুসৌরি চলে যান। মুসৌরি লেক, কেম্পটি ফলস, ঝারিপানি জলপ্রপাত, লাল টিববা এগুলো ঘুরে নিন। 27th dec - মুসৌরি থেকে ধনৌলটি যান। মুসৌরিতে কিছু সাইটসিয়িং করে নিতে পারেন। আগেরদিন কিছু বাকি থেকে গেলে সেগুলোও দেখতে পারেন। 28th dec - ধনৌলটিতে থাকুন। ডিসেম্বরের শেষে বরফ পেতে পারেন। বরফের মজা নিন। সুরকন্ডা দেবীর মন্দির, ইকো পার্ক, এডভেঞ্চার পার্ক, তেহরি ড্যাম এগুলো ঘুরে নিতে পারেন। গাড়ি বুক করলে ড্রাইভারকে বলবেন সে কোনদিন কোনটা দেখতে গেলে ভালো হবে সেভাবেই নিয়ে যাবে। 29th dec - ধনৌলটি থেকে ঋষিকেশ আসতে পারেন। ঋষিকেশের ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখুন, রামঝুলা-জানকিঝুলা, নীলকণ্ঠ মন্দির ঘুরতে পারেন। যদি ঋষিকেশ না আসতে চান মুসৌরিতে আরো একটা দিন বেশি থাকতে পারেন। ওদিকের রুটে ছোটোখাটো একদিনের ট্রেক করেও নিতে পারেন।
@@BOHEMIANMONAthankyou so much ma'am. Jodi ei plan e auli r joshimath add korte chai tahole route ta thik kivabe sajabo jodi ektu suggest koren to khub valo hoy. Thanks in advance 🙏
আমরা আগামী may মাসে নৈনিতাল যাবো। আমাদের সাথে গাড়ি থাকবে সবদিনই।Driver এর fooding তো আমরাই দেবো, কিন্তু তাদের night stay এর ব্যবস্থাও কি আমাদেরই করতে হবে?
বেশিরভাগ হোটেলেই ড্রাইভারের থাকার মতো রুম থাকে। ওনাদের ওই হোটেলের সঙ্গে চেনাজানা থাকলে ওনারা নিজেরাই ব্যবস্থা করে নেন। একান্তই রুম না পেলে রাতে গাড়িতেই থেকে যান। নিজের ফুডিং এবং রাতে থাকার খরচ ধরে নিয়েই ওনারা ভাড়া বলেন। আমরাও ফুডিং দিয়েছিলাম, আর নাইট স্টে এর ব্যাপার ড্রাইভার নিজেই কথা বলে ঠিক করে নিয়েছিল। আপনারা গাড়ি বুক করার সময় এই বিষয়ে কথা বলে নিতে পারেন। তাহলে দুই পক্ষই পরিষ্কার থাকবে।
নৈনিতাল থেকে নৈনিতাল এভাবে বুক করেছিলাম 5 দিনের জন্য। বড় গাড়ি প্রতিদিনের হিসাবে 4500/- করে নিয়েছিল। 5 দিনের জন্য টোটাল 22500। বড় গাড়ি মানে ইনোভা ছিল, 7 জন আরামসে বসা যায়। লালকুঁয়া থেকে নৈনিতাল আসার জন্য স্টেশন থেকেই গাড়ি নেওয়া হয়েছিল। 2000/- এর আসেপাশে নেবে।
নৈনিতাল থেকে জার্নি শুরু করে কৌশানি, কৌশানি থেকে মুন্সিয়ারী, মুন্সিয়ারী থেকে খালিয়া দ্বার এবং মুন্সিয়ারী ফিরে আসা, মুন্সিয়ারী থেকে জাগেস্বর, জাগেস্বর থেকে আলমোরা ঘুরে নৈনিতাল ফেরা। এই পাঁচদিন এভাবে সঙ্গে ছিল গাড়ি। ধন্যবাদ। পাশে থাকবেন।
একটা কথা, আমাদের গাড়ির চার্জ বেশি নিয়েছে। এই ভাড়া হবার কথা নয়। কিন্তু পিক সিজন বলে আর অনেক রাত হয়ে গিয়েছিল বলে আর বারগেনিং করতে পারিনি। আপনারা পারলে বাসস্ট্যান্ডের কাছে গিয়ে গাড়ি বুক করবেন, বাসস্ট্যান্ডের পিছনে ছোটবড়ো সব ধরণের গাড়ির স্ট্যান্ড আছে। এতে 3500-3800/- এই রেটে গাড়ি পেয়ে যাবেন।
অসাধারণ, এক কথায় অনবদ্য
অসংখ্য ধন্যবাদ।
Subscribe করলাম। আপনার সব কিছুই ভালো লাগলো তবে বেশি ভালো লাগলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো থেকো।
অসংখ্য ধন্যবাদ।
Khub sundor uposthapona
Thank you so much😊
Wow superbbbbbbb 😮
Thank you😊
Mesmerizing
❤❤
Khub sundor subscribe korlam
Thank you so much😊
You will find everything in this country it's a mini world
Yes!😊
Apnara kon hotel e chilen? Which one is the best?
Hotel Shalimar এ ছিলাম।
হোটেল সবই বাইরে থেকে ভালো লাগে, না থাকলে কোনটা বেশি ভালো বোঝা যায় না। লোয়ার রোডের উপরের সব হোটেলেই লেকভিউ রুম আছে। নৈনিতালে হোটেল রেঞ্জ বেশ হাই তাই আমরা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এবং লেকভিউ হিসাবে শালিমার হোটেলে ছিলাম। নৈনিতালের হোটেল নিয়ে এই চ্যানেলে আরো একটা ভিডিও আছে দেখতে পারেন।
@@BOHEMIANMONA... Ami hotel er video ta dekhechi. Amra january te jabo. Oikhane giye hotel nile bhalo hobe? Koto rate hote pare room er for 3 pax
অন্তত একদিনের জন্য হোটেল বুক করে যান। 3 জনের জন্য মিনিমাম 2500/- পড়বে। এবার যত ভালো নেবেন সেরকম রেট বাড়বে। শালিমার হোটেলে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। যদি একটু হাই রেঞ্জ চান হোটেল অলকাও ভালো। আর যদি মনে হয় বাঙালী খাবার পছন্দ তাহলে মৌচাকে যোগাযোগ করুন। তবে মৌচাকের রুম খুব একটা ভালো নয়। একদিনের জন্য যেকোনো হোটেলে বুক করে চলে যান, তারপর বাকি দিনগুলোর জন্য ওখানে গিয়ে দেখে বুঝে হোটেল এবং রুম পছন্দ করবেন।
Madam 23 e train e uthe 25th nam6..30th e abar train..gadwal ranger r akta trip r Jodi guide kore Dan khub vlo hoi..natural beauty ba mountains besi dkha jbe erokm akta route dile vlo hoi
23rd october না 23rd november?
কোন ট্রেনে যাচ্ছেন? দুন?
কোথায় নামবেন?
এগুলো জানতে পারলে তারপর ঠিকঠাক প্ল্যান করে দিতে পারব।
@@BOHEMIANMONA madam 25 th December deradun e nambo r 30 th e deradun thk uthbo..gadwal side r kumayun side dutor i jodi ak2 guide dan khub vlo hoi..khub confused a6
প্রথমেই বলি, দেরাদুন গাড়োয়াল হিমালয় পার্টে পড়ে। দেরাদুন থেকে কুমায়ুন গেলে প্রায় 300-350 কিমি জার্নি করে যেতে হবে, যাতে শুধুমাত্র গাড়ি চড়া ছাড়া আর লাভ কিছুই হবে না। তাই এবারের ট্যুরে ওদিকে না যাওয়াই ভালো।
যেহেতু ডিসেম্বর মাস, তাই চারধাম বন্ধ থাকবে, ওদিকে যেতে পারবেন না।
তবে ন্যাচারাল বিউটি এবং ভাগ্যে থাকলে বরফ পেতে পারেন সেরকম কিছু জায়গা বলে দিচ্ছি।
25th dec - ট্রেন থেকে নেমে দেরাদুনে থাকুন। গাড়ি বুক করে দেরাদুন শহরটা ঘুরে নিন। তপকেস্বর মহাদেব মন্দির, রবার্স কেভ, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, মিনড্রোলিং মনাসট্রি, সহস্রধারা জলপ্রপাত এগুলো দেখে নিতে পারেন।
26th dec - দেরাদুন থেকে মুসৌরি চলে যান। মুসৌরি লেক, কেম্পটি ফলস, ঝারিপানি জলপ্রপাত, লাল টিববা এগুলো ঘুরে নিন।
27th dec - মুসৌরি থেকে ধনৌলটি যান। মুসৌরিতে কিছু সাইটসিয়িং করে নিতে পারেন। আগেরদিন কিছু বাকি থেকে গেলে সেগুলোও দেখতে পারেন।
28th dec - ধনৌলটিতে থাকুন। ডিসেম্বরের শেষে বরফ পেতে পারেন। বরফের মজা নিন। সুরকন্ডা দেবীর মন্দির, ইকো পার্ক, এডভেঞ্চার পার্ক, তেহরি ড্যাম এগুলো ঘুরে নিতে পারেন। গাড়ি বুক করলে ড্রাইভারকে বলবেন সে কোনদিন কোনটা দেখতে গেলে ভালো হবে সেভাবেই নিয়ে যাবে।
29th dec - ধনৌলটি থেকে ঋষিকেশ আসতে পারেন। ঋষিকেশের ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখুন, রামঝুলা-জানকিঝুলা, নীলকণ্ঠ মন্দির ঘুরতে পারেন। যদি ঋষিকেশ না আসতে চান মুসৌরিতে আরো একটা দিন বেশি থাকতে পারেন।
ওদিকের রুটে ছোটোখাটো একদিনের ট্রেক করেও নিতে পারেন।
@@BOHEMIANMONA অনেক ধন্যবাদ আপনাকে 🙏🏼🙏🏼
@@BOHEMIANMONAthankyou so much ma'am. Jodi ei plan e auli r joshimath add korte chai tahole route ta thik kivabe sajabo jodi ektu suggest koren to khub valo hoy. Thanks in advance 🙏
আমরা আগামী may মাসে নৈনিতাল যাবো। আমাদের সাথে গাড়ি থাকবে সবদিনই।Driver এর fooding তো আমরাই দেবো, কিন্তু তাদের night stay এর ব্যবস্থাও কি আমাদেরই করতে হবে?
বেশিরভাগ হোটেলেই ড্রাইভারের থাকার মতো রুম থাকে। ওনাদের ওই হোটেলের সঙ্গে চেনাজানা থাকলে ওনারা নিজেরাই ব্যবস্থা করে নেন। একান্তই রুম না পেলে রাতে গাড়িতেই থেকে যান। নিজের ফুডিং এবং রাতে থাকার খরচ ধরে নিয়েই ওনারা ভাড়া বলেন।
আমরাও ফুডিং দিয়েছিলাম, আর নাইট স্টে এর ব্যাপার ড্রাইভার নিজেই কথা বলে ঠিক করে নিয়েছিল।
আপনারা গাড়ি বুক করার সময় এই বিষয়ে কথা বলে নিতে পারেন। তাহলে দুই পক্ষই পরিষ্কার থাকবে।
Budget koto? 8 person
আমাদের জনপ্রতি 13000/- খরচ পড়েছিল।
হোটেল, খাবার এগুলোর উপর মূলত বাজেট নির্ভর করে। 8 জন গেলে 7-8 seater কোনো বড় গাড়ি নিয়ে নেবেন তাতে টোটাল খরচ কম পড়বে।
কোথায় হোটেল নিলে সুবিধা হবে জানিও 🙏🏻🙏🏻💖💖আর price কত মিনিমাম 😍😍👍🏻
নৈনিতালে হোটেল প্রাইস একটু বেশির দিকেই। আমরা শালিমার (3000/- ফোর বেডেড রুম) আর মৌচাক (2500/- ট্রিপল বেডেড রুম) এই দুটো হোটেলে ছিলাম। শালিমার থেকে ভালো ভিউ পাওয়া যায়। দুটো হোটেলই ম্যাল রোডের উপরে। মৌচাকে বাঙালী খাবার পাওয়া যায়। আরও কিছু হোটেল আছে, এই নিয়ে ভিডিও বানাবো ফোন নাম্বার দিয়ে, আপলোড করলে আপনাকে জানাবো।
@@BOHEMIANMONA আচ্ছা জানিও অপেক্ষায় রইলাম,,, আর বাস স্ট্যান্ড কি ম্যালের কাছে
কাঠগোদাম বা লালকুঁয়া থেকে গাড়ি নৈনিতাল ম্যাল রোডে ঢোকার আগে বাসস্ট্যান্ড পড়ে। ম্যালরোডের উপরের হোটেলগুলো থেকে বাসস্ট্যান্ড হেঁটে প্রায় 15-20 মিনিট লাগে।
বলছি বোন তোমরা কি পুরো trip এর জন্য গাড়ি book করে ছিলে,,, ভাড়া কত যদি বলো আর বড়ো গাড়িতে কতজন যেতে পারে এর জন্য কত ভাড়া লাগে প্লিজ বলো ❤❤❤❤❤❤
নৈনিতাল থেকে নৈনিতাল এভাবে বুক করেছিলাম 5 দিনের জন্য। বড় গাড়ি প্রতিদিনের হিসাবে 4500/- করে নিয়েছিল। 5 দিনের জন্য টোটাল 22500। বড় গাড়ি মানে ইনোভা ছিল, 7 জন আরামসে বসা যায়।
লালকুঁয়া থেকে নৈনিতাল আসার জন্য স্টেশন থেকেই গাড়ি নেওয়া হয়েছিল। 2000/- এর আসেপাশে নেবে।
@@BOHEMIANMONA আচ্ছা,, thank you ❤️, আর একটা কথা যে এই ৫দিন কি শুধু নৈনিতাল এ ছিলে নাকি তুমি যেখানে যেখানে গেছো মানে কৌশানি নিয়ে,,,,, প্লিজ এটা বলো 💖💖
নৈনিতাল থেকে জার্নি শুরু করে কৌশানি, কৌশানি থেকে মুন্সিয়ারী, মুন্সিয়ারী থেকে খালিয়া দ্বার এবং মুন্সিয়ারী ফিরে আসা, মুন্সিয়ারী থেকে জাগেস্বর, জাগেস্বর থেকে আলমোরা ঘুরে নৈনিতাল ফেরা। এই পাঁচদিন এভাবে সঙ্গে ছিল গাড়ি।
ধন্যবাদ। পাশে থাকবেন।
@@BOHEMIANMONA আচ্ছা,,, তারমানে সব মিলিয়ে এই চার্জ গাড়ির,,, অনেক উপকার করলে বোন ❤️❤️❤️❤️ভালো থেকো আর এগিয়ে যাও 💖💖অনেক শুভেচ্ছা 🥰🥰
একটা কথা, আমাদের গাড়ির চার্জ বেশি নিয়েছে। এই ভাড়া হবার কথা নয়। কিন্তু পিক সিজন বলে আর অনেক রাত হয়ে গিয়েছিল বলে আর বারগেনিং করতে পারিনি। আপনারা পারলে বাসস্ট্যান্ডের কাছে গিয়ে গাড়ি বুক করবেন, বাসস্ট্যান্ডের পিছনে ছোটবড়ো সব ধরণের গাড়ির স্ট্যান্ড আছে। এতে 3500-3800/- এই রেটে গাড়ি পেয়ে যাবেন।