Budget hotel at Munsiyari II Pandey lodge II রুমে বসেই হিমালয় দর্শন II Best view hotel in munsiyari

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 19

  • @indranil527
    @indranil527 6 месяцев назад +1

    OK . Thank You

  • @DibyenduMukherjee-g1y
    @DibyenduMukherjee-g1y 2 месяца назад

    Kathgudam theke ba kono jaiga theke public bus ki munciary jai mam???

    • @BOHEMIANMONA
      @BOHEMIANMONA  2 месяца назад

      ডাইরেক্ট যায় না বাস। ব্রেক জার্নি করে যায়। কাঠগোদাম থেকে আলমোরা। আলমোরা থেকে মুন্সিয়ারী। তবে সার্ভিস খুব বেশি নেই। বেটার অপশন শেয়ার কার। বাসে যেতে চাইলে Uttarakhand Transport Corporation এর ওয়েবসাইটে খোঁজ করতে হবে।

    • @DibyenduMukherjee-g1y
      @DibyenduMukherjee-g1y 2 месяца назад

      @@BOHEMIANMONA Thank you Didi

  • @sombhattacherjee3606
    @sombhattacherjee3606 5 месяцев назад +1

    আমরা 6 জন এবং আমার 3 বছরের ছেলে এই october এ যাচ্ছি পাণ্ডে লজ এ 212 নম্বর রুম টা বুক করলাম আপনার ভিডিও দেখেই ওই রুম টা বুক করেছি একটা জিজ্ঞাস্য ছিল..
    আমাদের সবার ওই রুম টা তে হয়ে যাবে তো? যদিও একটা এক্সট্রা বেড এর কথা বলে রেখেছি

    • @BOHEMIANMONA
      @BOHEMIANMONA  5 месяцев назад +1

      একটা এক্সট্রা বেড নেবেন। যেহেতু 6+1 বললেন তাই বলছি। দুটো বেডই ডাবল বেডেড, কিন্তু ভালোই বড়। সবাই ফামিলি মেম্বার হলে আশাকরি অসুবিধা হবে না। ভিডিওতে ভালো করে রুমের ভিতরটা দেখিয়েছি, ওরকমই পাবেন সব। এক্সট্রা বেড নিলে নিচের লো লেভেলের পাশে জুড়ে নেবেন। লজের সবাই ভীষণ হেল্পফুল, ব্যবহার খুব ভালো, সমস্যা হবে না।
      ভালোভাবে ঘুরে আসুন।

    • @sombhattacherjee3606
      @sombhattacherjee3606 5 месяцев назад

      @BOHEMIANMONA thanks a lot madam আমরা সবাই একই ফ্যামিলির মেম্বার
      আর ব্যবহার তো আমরা ফোনেই তার প্রমান পেয়েছি আমার স্ত্রী কে পাণ্ডেজি বেটা বলে সম্বোধন করছিলো আর খুবই ভালো ব্যবহার
      আরো একবার আপনাকে ধ্যনবাদ জানাই এতো সুন্দর একটা লজের সন্ধান দেবার জন্য ..

    • @BOHEMIANMONA
      @BOHEMIANMONA  5 месяцев назад

      পান্ডেজীর ব্যবহার নিয়ে একটাই কথা বলব, যেটা সারাজীবন মনে থাকবে। ফেরার দিন এডভান্স বাদে বাকি টাকাটা যখন ওনাকে দিলাম, উনি গুনে দেখা তো দূর ওভাবেই পকেটে রাখলেন। আমি বারবার বললাম চেক করে নিতে, সেটা শুনে বললেন বাঙালিরা কখনও টাকা কম দেয় না।

    • @sombhattacherjee3606
      @sombhattacherjee3606 5 месяцев назад

      @@BOHEMIANMONA ohh so nice..!! ওনাকে কাছ থেকে দেখার অপেক্ষায় রইলাম

  • @asimmukhopadhyay9525
    @asimmukhopadhyay9525 9 месяцев назад +1

    পানডে লজে থাকার অভিঙগতা আছে আমার, ভালো লাগলো আপনার কথা, যুক্ত হলাম; একটা জিঙগাস্য, গাড়ী কাদের কাছে নিয়েছিলেন? যদি ফোন নম্বর পাওয়া যায়?

    • @BOHEMIANMONA
      @BOHEMIANMONA  9 месяцев назад

      নয়না দেবী মন্দিরে যাবার আগে যে মোড়টা আছে ওখান থেকে গাড়ি ধরেছিলাম।
      ড্রাইভার (সুমিত) নিজস্ব গাড়ি, বেশ ভালো, সাবধানে গাড়ি চালায়, ভালো ফটো তুলতে পারে। ওর গাড়িতেই 5 দিন ট্যুর করেছি। ফোন নাম্বার - +91 93894 06289
      আরেকজনের নাম্বার দিচ্ছি। লালকুঁয়া স্টেশন থেকে নৈনিতাল নিয়ে গিয়েছিল। ওর নামও সুমিত। নাম্বার - +91 74090 08065
      একটা সাজেশন - নৈনিতাল বাসস্ট্যান্ডের পাশে গাড়ির স্ট্যান্ড আছে। পারলে ওখান থেকে বুক করবেন, সঠিক দামে পাবেন।

  • @anindyabhattacharya2424
    @anindyabhattacharya2424 9 месяцев назад

    Jakhon gechilam Pandey lodge e renovation cholchilo. Amra chilam 1:01 time e left e tope je hotel ta dekha jacche sei Zara Resort e. But lunch kortam Pandey lodge e .. Dal, Vath, aluposto diye and ranna satti valo. Thanks, old memories again fere elo.

    • @BOHEMIANMONA
      @BOHEMIANMONA  9 месяцев назад +1

      ও আচ্ছা। ওই চত্বরে প্রায় সব হোটেল থেকেই ভালোভাবে হিমালয় দর্শন করা যায়। তবে পান্ডে লজের খাওয়া দাওয়া ছাড়াও ওদের ব্যবহার মুগ্ধ করেছে। আমার সঙ্গে তিনজন বয়স্ক মানুষ ছিলেন যাদের সারাদিনের জন্য লজে রেখে আমি ট্রেকিং এ গেছিলাম। ফিরে এসে শুনলাম, লজের দায়িত্বে থাকা সবাই বারবার এসে খোঁজ নিয়েছেন, ঠিক সময়ে খাবার দিয়ে গেছেন। এমনকি চেক আউটের সময় যখন আমি বাকি পেমেন্ট করি পান্ডেজি টাকা গুনে নিলেন না, বললেন বাঙালিরা কখনও কম দেবে না। সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম।

    • @anindyabhattacharya2424
      @anindyabhattacharya2424 9 месяцев назад +1

      @@BOHEMIANMONA ha, eta thik, bisesh kore Pandey jir behaviour satti valo.

  • @indranil527
    @indranil527 6 месяцев назад

    212 এর মতন double bedded Room আছে কি ?
    থাকলে, আজকেই Oct এ থাকার জন্য আজই ফোন করবো।

    • @BOHEMIANMONA
      @BOHEMIANMONA  6 месяцев назад

      সবরকমের রুমই আছে দেখেছিলাম। ফোন করে নিন, হিমালয়ান ভিউ ডবল বেডেড রুমের কথা বলবেন, আশাকরি পেয়ে যাবেন।

  • @RupasreeChakraborty-v1q
    @RupasreeChakraborty-v1q 3 месяца назад

    Driver er phone number ta deben please

    • @BOHEMIANMONA
      @BOHEMIANMONA  3 месяца назад

      ছোটো গাড়ি,
      জীবন দা - 96906 81943
      সাদাব - 90843 72886
      বড় গাড়ি,
      সুমিত - 93894 06289 (আমাদের ড্রাইভার)
      বুকিং এর আগে দরদাম করে নেবেন।