মালখান সিংহের গল্প: ৫৬ বছর বরফে ঢাকা, শবদেহ ফিরল বাড়িতে|cloudTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • ক্লাউড টিভি ডেস্ক : ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি, ভারতীয় বিমান বাহিনীর AN-12 বিমান চণ্ডীগড় থেকে লেহর উদ্দেশ্যে উড্ডয়ন করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়। রোহতাং পাসের ওপর দিয়ে উড়তে থাকা এই বিমানটি খারাপ আবহাওয়ার কারণে ভেঙে পড়ে। বিমানে থাকা ১০২ জনের কেউই বেঁচে ছিলেন না। মালখান সিংহ, সাহারানপুরের বাসিন্দা এবং বায়ু সেনার এক বীর সেনা, সেই মর্মান্তিক দুর্ঘটনায় শহীদ হন।
    এই ঘটনার পরবর্তী ৫৬ বছর ধরে ভারতীয় সেনা ওই দুর্ঘটনার শবদেহ উদ্ধারের জন্য রেসকিউ অপারেশন চালিয়ে যায়। ২০০৩ সালে প্রথমবার বিমানের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়, কিন্তু সেই ধ্বংসাবশেষ থেকে কোনও শবদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে, ২০২৪ সালে, ভারতীয় সেনা রোহতাং পাস থেকে চারটি শবদেহ উদ্ধার করতে সক্ষম হয়, যার মধ্যে একটিকে মালখান সিংহের শবদেহ হিসেবে শনাক্ত করা হয়।
    মালখান সিংহের পরিবার বহু বছর ধরে তাঁর ফিরে আসার প্রতীক্ষায় ছিল, যদিও তাঁর মা-বাবা অনেক আগেই প্রয়াত হয়েছেন। মালখানের নাতি গৌতম এবং মণীষ তাঁদের দাদার গল্প শুনে বড় হয়েছেন, যে গল্পে ছিল একটি অজানা প্রান্তরের দুর্ঘটনায় হারিয়ে যাওয়া বীরের কাহিনি। অবশেষে, ৫৬ বছর পর মালখান সিংহের শবদেহ বাড়ি ফিরছে, এবং তাঁর পরিবার তাঁকে সঠিকভাবে তर्पণ করার সুযোগ পাচ্ছে।
    #cloudTV #exclusive
    Web:
    Facebook : / cloud.tv24x7
    x (twitter) - @cloudTV_NEWS
    RUclips: @cloud.tv24x7

Комментарии •