মরে গেলেও ব্যবসা করার সময় এই ৫টি ভুল করবেন না | How To Start A Business | Bangla Business Tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 1,3 тыс.

  • @bangladeshiautismmom6137
    @bangladeshiautismmom6137 8 месяцев назад +5

    আপনার ভালো পরামর্শের জন্য আমি খুবই উপকৃত হব।

  • @masumbhuiyan4240
    @masumbhuiyan4240 4 года назад +11

    প্রথমেই চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ। এবার আমার কথা বলি। প্রশিক্ষণ, পরামর্শ ওবং কাউন্সিলিং-এর চাহিদা বাজারে আছে। কিন্তু অনেকেই করছে। আবার আমি যে বিষয়গুলোর উপরে এসব করতে চাই, সেগুলো মানুষের তেমন জরুরি দরকারি না। সেসব নাহলেও জীবন চলে, চলছে। তবে বিষয়গুলো শতভাগ উপকারি। মানে বলতে চাইছি যে, উপকারটা প্রচ্ছন্ন বা পরোক্ষ। অর্থাৎ বিবিধ শিক্ষার মাধ্যমে সচেতনতা, অনুপ্রেরণার মাধ্যমে ব্যক্তির আত্মবিকাশ ও জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যা সব বয়সীদের উপযোগী। প্রত্যক্ষ উপকারী নয় বলেই ব্যবসাটা সেভাবে করতে পারছি না বলেই মনে হচ্ছে এবং তেমন সাড়া পাচ্ছি না। কিন্তু সেসব বিষয়ে প্রশিক্ষণ/পরামর্শ/কাউন্সিলিং ইত্যাদি করলে বা জানা থাকলে -- ছাত্রজীবন, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে বহুবিধ কাজে লাগবে। সততার সাথে উন্নত জীবন গঠন এবং জীবনের সার্বিকভাবে উপকৃত হওয়া যাবে। উল্লিখিত বিষয়ে কীভাবে কী করা যায়, জানালে উপকৃত হবো। তেমন মনে করলে মেইলেও জানানো যেতে পারে। ধন্যবাদ।

  • @Islamicyoutubrasel
    @Islamicyoutubrasel Год назад +76

    শরীর থেকে আত্মা বের হয়ে যাওয়ার পরে একটা পাখিকে প্রতিরোধ করার শক্তিও আমাদের থাকবেনা ।অথচ আমরাই পৃথিবীতে শক্তির বড়াই করে বেড়াই!!👍❤️

  • @syedsarwar1622
    @syedsarwar1622 3 года назад +15

    ব‍্যবসা সম্পর্কে চূম্বক পরামর্শের জন‍্য অসংখ্য ধন‍্যবাদ।

  • @mrs.najmunnaharnajma3
    @mrs.najmunnaharnajma3 Год назад +8

    আমার ব্যবসার বয়স প্রায় 24 বছর কিন্তু আমি বর্তমানে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি বর্তমানে ব্যবসা থেকে যে আয় উপার্জন হচ্ছে তা দিয়ে সংসার খরচ ব্যাংক ইন্টারেস্ট সহ অন্যান্য খরচ চালাতে ঋণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আমার কি করণীয় কি করতে পারি জানালে উপকৃত হব ইনশাআল্লাহ।

  • @monzurhossain2674
    @monzurhossain2674 2 дня назад

    ব্যবসাহীদের জন্য দরকারী গাইড লাইন. অনেক ধন্যবাদ ।

  • @abulkalam1850
    @abulkalam1850 2 года назад +4

    ভাই প্রথমে আপনাকে সেলুট,
    আমি দেখেছি অনেক শিক্ষিত মানুষ
    কিন্তু আপনার মত এত সুন্দর করে বুঝতে পার
    সত্যি ই পাইনি আমি বার বার আপনার ভিডিও গুলো
    দেখি,আপনার ভিডিওর সাথে মিলেযাচ্ছে,
    যাক মুল বিষয়,আমি একটা গার্মেন্টস এর সকল
    বিষয়ের উপর ট্রেনিং সেন্টার খুলতেছি
    আমাকে একটু ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিবেন
    টিচারদেরকে কি ভাবে ক্লাস করবে
    অর্থাৎ তাদের প্রতি আমার কি কি এডভাইজ
    থাকবে/করতে পারি ধন‍্যবাদ ।

  • @dinendranathroy2708
    @dinendranathroy2708 4 года назад +2

    অবশ্যই ব্যবসা শুরু করতে যাওয়া বা ব্যবসায়ী গনের উপযোগী সুন্দর একটি পরিবেশনা। ধন্যবাদ।

  • @md.jahangiralom4575
    @md.jahangiralom4575 4 года назад +23

    উপকৃত হলাম। জাজাকাল্লাহ খাইরান।

  • @mdhabiburrahman4382
    @mdhabiburrahman4382 3 дня назад

    এতো সুন্দর পরমর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @mdmansurvlogs
    @mdmansurvlogs 4 года назад +7

    অনেক ভাল ব্যবসার অাইডিয়া দিলেন ধন্যবাদ অাপনাদের চ্যানেলকে।

  • @musicsd6506
    @musicsd6506 4 года назад +18

    , আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনার ভিডিও টা খুবই ভালো লাগলো, কিন্তু জানিনা যে এটা আমি কতটা কাজে লাগাতে পারবো।।

    • @আরিফটেলিকম-ট৮হ
      @আরিফটেলিকম-ট৮হ 4 года назад +3

      প্রিয় বোন এই কলেমা গুলো পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহ্ আপনাকে কবুল করুক আমিন।
      ৫ কালেমা আরবি ও বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ।
      (১)কালেমা তাইয়্যেবা
      لاَ اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله
      উচ্চারণ ঃ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ।
      অনুবাদ ঃ আল্লাহ ভিন্ন ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেহই নাই । হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম তাঁহার প্রেরিত রসূল ।
      (২)কালেমা শাহাদত
      اَشْهَدُ اَنْ لاَّ اِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَه' وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُه' وَرَسُوْلُه'
      উচ্চারন ঃ আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা-শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাছুলুহু ।
      অনুবাদ ঃ আমি সাক্ষ্য দিতেছি যে , অল্লাহ ভিন্ন আর কেহই ইবাদতের উপযুক্ত নাই তিনি এক তাঁহার কোন অংশীদার নাই ।আমি আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মদ (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাঁহার প্রেরিত নবী ।
      (৩)কালেমা তাওহীদ
      لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ وَاحِدَ لاَّثَانِىَ لَكَ مُحَمَّدُرَّ سُوْلُ اللهِ اِمَامُ الْمُتَّقِيْنَ رَسُوْ لُرَبِّ الْعَلَمِيْنَ
      উচ্চারণ ঃ লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহেদাল্লা ছানীয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লা ইমামুল মোত্তাকীনা রাছুলুরাবি্বল আলামীন ।
      অনুবাদ ঃ আল্লাহ ভিন্ন কেহ এবাদতের যোগ্য নাই । তিনি এক তাঁহার অংশীদার নাই মুহাম্মদ রাসুলুল্লাহ (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) সোত্তাকীনদের (ধর্মভীরুগণের) ইমাম এবং বিশ্বপালকের প্রেরিত ।
      (৪)কালেমা তামজীদ
      لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ نُوْرَ يَّهْدِىَ اللهُ لِنُوْرِهِ مَنْ يَّشَاءُ مُحَمَّدُ رَّسَوْ لُ اللهِ اِمَامُ الْمُرْسَلِيْنَ خَا تَمُ النَّبِيِّنَ
      উচ্চারন ঃ লা-ইলাহা ইল্লা আনতা নুরাইইয়াহ দিয়াল্লাহু লিনুরিহী মাইয়্যাশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামূল মুরছালীনা খাতামুন-নাবিয়্যীন ।
      অনুবাদ ঃ হে খোদা! তুমি ব্যতীত কেহই উপাস্য নাই, তুমি জ্যোতিময় । তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতিঃ প্রদর্শন কর । মুহাম্মদ (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) প্রেরিত পয়গম্বরগণের ইমাম এবং শেষ নবী।
      ঈমানের আসল বস্তু তাওহীদ। এক কথায় তাওহীদ শব্দের অর্থ একাত্ব-বাদ । কিন্তু ইহার ব্যাপক ও ব্যবহারিক অর্থ কয়েক প্রকারে বিভক্ত । প্রথমতঃ ইহার অর্থ আল্লাহপাকের সর্বত ভাবে এক জানা, কাহাকেও তাঁহার সমকক্ষ মনে না করা । তাঁহার সাথে কাহাকেও চিন্তায়, কল্পনায় বা কর্মে অংশীদার স্থাপন না করা এবং 'আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নাই' এই কথার উপর দৃঢ়ভাবে বিশ্বাস করিয়া একমাত্র তাঁহারই উপর উপাসনায় রত হওয়া ।
      এই সম্পর্কে আল্লাহপাকের একটি পবিত্র কালাম এই যে

    • @IshtiakhZarrar
      @IshtiakhZarrar 3 года назад

      @@আরিফটেলিকম-ট৮হ কাউকে এইভাবে দাওয়াত দিতে নেই।

  • @moloyroy1959
    @moloyroy1959 Год назад +3

    ধন্যবাদ ভাই ৷অনেক কিছু শিখলাম....শূভ কামনা রইলো....❤❤

  • @AbdulKader-mz4lf
    @AbdulKader-mz4lf 4 года назад +6

    গুরুত্ব পূর্ণ কথা৷ ভালো লাগছে

  • @sipumiah9296
    @sipumiah9296 2 года назад +4

    আপনার সব গুলো ভিডিও আমার কাছে শিক্ষা মুলুক মনে হয় তাই আপনার সব গুলো ভিডিও আমি দেখার জন্য চেষ্টা করি,এতো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @dewansalahuddin9716
    @dewansalahuddin9716 4 года назад +4

    মেডিসিন বিজনেস।
    বহুল প্রচলিত। এ বিষয়টা কিছু জানি।
    সেক্ষেত্রে কি সাবধানতা নিতে হবে।
    এই ধরণের কমপিটিটিভ মার্কেটে সার্থক হওয়ার জন্য আপনার কি পরামর্শ কি? আপনাকে ধন্যবাদ।

  • @risadhossen
    @risadhossen 3 года назад +10

    আসসালমুআলাইকুম। অনেক ধন্যবাদ জানাই Life Solution কে। তিনি খুবই সুন্দর ভাবে বিষয়টা বুঝিয়া দিয়াছেন। আমি অনেক কিছু জানতে পেরেছি। একটা রিকুয়েস্ট রইলো যে বিজনেস বিষয়ে এই রকম আপডেট আপডেট খবর যাতে আমরা জানতে পারি আই চ্যানেল এর মাধ্যম।😊😊
    আমি MD Rishad Hossen। বিজনেস করতাসি নাটোর থেকে। ধন্যবাদ সবাইকে 🥰

  • @mokaddashasan559
    @mokaddashasan559 Год назад +3

    কথা গুলো অনেক সুন্দর এবং দরকারি। ধন্যবাদ ভাই...

  • @شوميانسر
    @شوميانسر 3 года назад +55

    মাশাল্লাহ মাশাল্লাহ। খুব গুরত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে ভিডিও।

  • @RXROBiN07
    @RXROBiN07 3 месяца назад +1

    অনেক সুন্দর ভিডিও এভাবে আমাদের জীবন সুন্দর করার ভিডিও দিয়ে যান 😊

  • @sayadkhan69
    @sayadkhan69 4 года назад +15

    Thank you boss
    I love u
    আপনার অতি মূল্যবান কথা / উপদেশ আমার মনে হল আপনি আমাকে ১কোটি টাকা বান্ডির ছুরে দিলেন।।।
    আপনি সত্য অনেক ভাল মনের মানুষ।।।

  • @sanjibdebnath1008
    @sanjibdebnath1008 3 года назад +2

    আমার কাছে এই ভিডিওটি দেখে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ এই ধরনের আরো ভিডিও পাব আশা করি

  • @krishnocharandash6383
    @krishnocharandash6383 4 года назад +7

    মূল্যবান পরামর্শ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ

  • @mamun4498
    @mamun4498 2 года назад +20

    ভাই বিজনেস করতে গেলে কোন কোন বিষয়ের উপর বেশি খেয়াল রাখতে হবে? মানে বিজনেস এর কৌশল কোন কোন ক্ষেত্রে চালাকি কোন ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে আবার কোন ক্ষেত্রে কমনসেন্স আবার কোন ক্ষেত্রে বোকা হলে সমস্যা হবে না এরকম রিলেটেড কিছু ভিডিও বানানো যায় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে

  • @BusinessIdeaBD2024
    @BusinessIdeaBD2024 3 года назад +39

    *আগামী ১৪ই এপ্রিল ১ম রোজা আলহামদুলিল্লাহ কে করে রোজা রাখার জন্য অপেক্ষায় আছেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ*

  • @PrashantakumarHalder-ko2xl
    @PrashantakumarHalder-ko2xl Год назад +1

    সংগ্রামী / Struggle ,
    Opinion is very inportant good .
    For Business , Honesty is the best policy ,

  • @muniarahman9087
    @muniarahman9087 7 месяцев назад +44

    আসসালামু আলাইকুম আমি কাঁচামালের ব্যবসা করতে চাইছি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সফল ব্যবসায়ী হতে পারি আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকতে পারি

    • @MasudRana-sl1my
      @MasudRana-sl1my 7 месяцев назад +2

      দোয়া রইলো আপনার জন্য।

    • @MIJANUR187
      @MIJANUR187 6 месяцев назад

      Alhamdulillah

    • @hasnahena2499
      @hasnahena2499 6 месяцев назад +1

      আল্লাহ তায়ালা আপনার আশা পুরন করুক আমিন।।।।

    • @RadheRadhe-gx6qu
      @RadheRadhe-gx6qu 4 месяца назад

      ভালো থাকবে অবশ্যই তোমার জন্য প্রার্থনা রইলো

    • @hamidnirobhamidnirob6904
      @hamidnirobhamidnirob6904 4 месяца назад +1

      Vai apnar location koi ??

  • @pradipdatta4438
    @pradipdatta4438 4 года назад +2

    আপনার ভিডিও টি আমার খুবই কাজে লাগবে এবং আশা করি এটি অনেকের কাছেই কাজের হবে।

  • @mostafahossainalam2986
    @mostafahossainalam2986 4 года назад +39

    অনেক সুন্দর আলোচনা আমার মনে সাথে মিলেগেল

  • @nazmulhuda8535
    @nazmulhuda8535 3 года назад +1

    যারা নতুন করে মুদি ব্যবসা শুরু করতে চায় তারা কিভাবে শুরু করতে পারে, ব্যবসা শুরু করার পর ব্যবসার লাভ এবং লস হিসাব কিভাবে করতে পারে, প্রতিদিনের হিসাব কেমন হতে পারে ইত্যাদি বিষয়ে একটি ভিডিও দিলে উপকৃত হব।

  • @mdsekenderchowdhury4811
    @mdsekenderchowdhury4811 4 года назад +6

    আমার খুব ভালো লেগেছে স্যার ধন্যবাদ। আমি ছোট একটি পোশাক কারখানায় অনেক দিন যাবত করছি কিন্তু তেমন ভালো করতে পারছিনা যদি এই শিল্পের উপর ভাল আইডিয়া দিতেন তাহলে উপকৃত হতাম ধন্যবাদ।

    • @marufalhasan6275
      @marufalhasan6275 4 года назад

      Sekendar vai apnar number den?Ami products nite chai

  • @AsAs-up9qf
    @AsAs-up9qf 12 дней назад

    উপদেশ টি অনেক ভালো লাগলো ভাই❤❤❤

  • @rajibhussain5028
    @rajibhussain5028 2 года назад +3

    অনেক সোন্দর আইডিয়া আর মনের সাতে মিলে গেছে

  • @nipukumardas4607
    @nipukumardas4607 2 года назад +2

    অসাধাৰণ একটি অপূৰ্ব ভিডিও ভালো লাগলো

  • @sohag-xg1yj
    @sohag-xg1yj 4 года назад +5

    অনেক সুন্দর কথা বলছেন.. 😍

  • @premaislam4878
    @premaislam4878 4 года назад +16

    সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ ভাইয়া।

  • @ahmadabubakar1301
    @ahmadabubakar1301 4 года назад +7

    দারুণ ভিডিও ছিলো। খুবই উপকৃত হলাম।

  • @MdJosimUddin-wx8ml
    @MdJosimUddin-wx8ml Год назад +2

    সুন্দর উপস্থাপন।💝

  • @abdullamahmud7312
    @abdullamahmud7312 2 года назад +4

    মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা

  • @RupayanchakmaDistrict-ni9ot
    @RupayanchakmaDistrict-ni9ot 11 дней назад

    ভাই আপনি খুব একটি ভালো আইডিয়া দিলেন তার আপনাকে অনেকে অনেক ধন্যবাদ।

  • @abir7707
    @abir7707 4 года назад +7

    ভাই অনেক ভালো লাগলো ভিডিও টা। আমি একটা ছোট বাজারে সুপার শপ দিতে চাচ্ছি যেখানে আসে পাসে কোনো সুপার শপ নেই। আমি কি ঠিক ডিসিশন নিচ্ছি?

    • @Faisal1997able
      @Faisal1997able 4 года назад

      দেখতে হবে আপনার এলাকার লোকজনের এ ধরনের কেনাকাটার অভ্যাস আছে কি না। এ ধরনের সুপারশপের মেইন্টেইনেন্স চার্জ অনেক বেশি।তাই বাজারে যে দামে বিক্রি করে তার চেয়ে বেশি দামে আপনাকে বিক্রি করতে হবে।

    • @sifulislam1091
      @sifulislam1091 4 года назад

      দোকানের পরিবেশ সুন্দর রাকলেই ভালো ফল পাবেন

  • @taraknathdas4915
    @taraknathdas4915 Год назад +1

    দাদা আপনার এই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো আমার একটি ছোট্ট লাইটের ডেকোরেশন ব্যবসা রয়েছে। প্রবলেমটা হচ্ছে কোনো স্টাফ বেশিদিন থাকছে না। লগণের উপর ব্যবসা প্রত্যেকদিন কাজ থাকেনা। মাসিক স্টাফ রাখলেও পুসাতে পারবো না। তাহলে আমি এখন কি করবো

  • @mdarabicmodelmadrahaabdull5599
    @mdarabicmodelmadrahaabdull5599 3 года назад +6

    আসলে খুবই ভালো লাগলো অনেক মূল্যবান কথা

  • @arifrashid6213
    @arifrashid6213 2 года назад +1

    ধন্যবাদ ভাই উপকৃত হয়েছি

  • @KawsarE_T______
    @KawsarE_T______ 4 года назад +7

    ধন্যবাদ,ভাই।এত সুন্দর একটি আলোচনার জন্য।
    বর্তমান পরিপ্রেক্ষিতে ই-কমার্সের জন্য কোন পণ্যটি সবচেয়ে ভাল হবে?
    বাংলাদেশ থেকে বলছিলাম।

  • @jahidulislam-ek1gz
    @jahidulislam-ek1gz 3 месяца назад +1

    স্যার আমি রং এর ব্যবসা শুরু করি ২০১০এ খুব ভালো বিজনেস ছিল আমার ২/৩ বার ধাক্কা খেয়ে আবার আমি দাড়াই করোনার পর আমি অনেক রিনেই পরি এবার আমি আর দারাই পারছিনা কি করবো বুজতে পারছিন হঠাৎ আপনার ভিডিও গুলো দেখা শুরু করলাম মনে হলো আপনার কাছে অনুরোধ আমাকে একটা আইডিয়া দিলে আমার খুব উপকার হবে?

  • @nurahad2411
    @nurahad2411 4 года назад +6

    আপনার এই সুন্দর উপস্থাপনা দেখে আমি মুগ্ধ। আর আমি এজন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলাম। ধন্যবাদ আপনাকে

  • @JamalKhanKhan-i1s
    @JamalKhanKhan-i1s Год назад

    ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ভিডিও আপলোড দেওয়ার জন্য

  • @geraldu7830
    @geraldu7830 4 года назад +5

    আপনাকে অনেক ধন্য ভাই.... নতুন একটা বিজনেস শুরু করবো,,, আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি,, আর নতুন ভিডিও চাই

  • @shirinAkter-el7rz
    @shirinAkter-el7rz 3 месяца назад +1

    অনেক সুন্দর পরামর্শ ❤❤

  • @abubakkarshiddik9430
    @abubakkarshiddik9430 3 года назад +4

    Vai ame apnar sob video dakhi r apnar sob video amar khu valo laga lov u vai

  • @hillforestcht3183
    @hillforestcht3183 9 месяцев назад

    অনেক গুরুত্বপূর্ণ বিষয় 🙏🙏🙏

  • @moazzemhossain8014
    @moazzemhossain8014 3 года назад +3

    খুব সুন্দর উপস্হপনা।

  • @horipadabisowas6918
    @horipadabisowas6918 Год назад +1

    খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছেন ভাই
    ধন্যবাদ জানাই

  • @shohagchowdhury829
    @shohagchowdhury829 3 года назад +10

    মাশাল্লাহ, আপনার কথা গুলো শুনে খুবি ভালো লাগলো।

  • @MdEmonSikdar-qv1ir
    @MdEmonSikdar-qv1ir 3 месяца назад +1

    উপকৃত হলাম মাশাআল্লাহ

  • @banglasolution2949
    @banglasolution2949 4 года назад +19

    দারুণ ভিডিও, কিছু জানতে পারলাম, ধন্যবাদ দাদাll💜👍🇮🇳

  • @mdnorulamin9103
    @mdnorulamin9103 3 года назад +2

    ভাইয়া 3 নং অপশ্ন খুব ভালো লাগলো

  • @mohammadismail9227
    @mohammadismail9227 Год назад +5

    খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, অনেক ধন্যবাদ।

  • @adv.md.kamruzzamanbipul4529
    @adv.md.kamruzzamanbipul4529 19 дней назад

    ধন্যবাদ। শুভকামনা রইল।

  • @md.jahangirhossainksa2629
    @md.jahangirhossainksa2629 4 года назад +4

    আপনার সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ।আমি একটু চিন্তিত--প্রবাসে দীর্ঘদিন আছি।দেশে কি করব তাহা নিয়ে।২টা বিষয়ের যে কোন একটা করার জন্য আগ্রহী--।যেমন(১)খামার এবং ফলের বাগান,(২)কাপড় এবং গার্মেন্স আইটেম ।(আমার গ্রামের বাজারে অনেক গুলো কাপড়ের দোকান আছে সবই পুরাতন এবং ভালো চলে।
    তাই আপনার পরামর্শ চাই---,কি করলে ভাল হয়।
    অনুগ্রহ করে উত্তর দেবেন----

  • @MizanurRahman-tm6lw
    @MizanurRahman-tm6lw 4 года назад +2

    ভাই, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে, খুব গুরুত্বপূর্ণ কথা, আমি এক্সপোর্ট কোয়ালিটি টি শার্ট এর হোলসেল্সর ব্যবসা করতে চাই, আমাকে কিছু পরামর্শ দিয়ে সাহায্য করুন।

    • @LIFESOLUTION
      @LIFESOLUTION  4 года назад +3

      Make a website and FB page to promote your t-shirt local and internationally.

  • @lovelykhatun6680
    @lovelykhatun6680 3 года назад +3

    অনেক উপকারি ভিডিও।

  • @chinahome6344
    @chinahome6344 Год назад

    সময়োপযোগী পরামর্শ। ধন্যবাদ।

  • @shortstv25
    @shortstv25 2 года назад +1

    অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই

  • @ForhadMolla-f6t
    @ForhadMolla-f6t 3 года назад +3

    খুব সুন্দর করে বুঝিয়েছেন

  • @mhaenterprise4785
    @mhaenterprise4785 Год назад +1

    দারুন,, খুবই উপকারী পরামর্শ

  • @mralva6358
    @mralva6358 4 года назад +8

    বাস্তব ভিডিওটা।

  • @hyperkid3508
    @hyperkid3508 8 месяцев назад +1

    Khub valo laglo dada. Onak agrohi tomar video dakhar jonno

  • @adnanjahid1790
    @adnanjahid1790 4 месяца назад +3

    নতুন ব্যবসা শুরু করতে জাচ্ছি সবাই দোয়া করবেন ❤️

    • @Sk.shafiulislamovi
      @Sk.shafiulislamovi 4 месяца назад

      কি ব্যাবসা শুরু করবেন ভাইয়া

  • @hwhw3211
    @hwhw3211 Год назад +2

    আপনাকে অশেষ ধন্যবাদ ভাই

  • @mdshagorshagoro4838
    @mdshagorshagoro4838 3 года назад +4

    খুবি কিটিক্যাল বিসয় সেয়ার করেছেন ভাইয়া ধন্যবাদ

  • @mdrafin2829
    @mdrafin2829 6 месяцев назад

    খুবই ভালো আইডিয়া। 😊😊

  • @arifnipu2718
    @arifnipu2718 4 года назад +3

    কথা গুলো অনেক সুন্দর লাগলো

  • @fuadsmakingcreation3868
    @fuadsmakingcreation3868 Год назад +1

    great saying really important discussion keep it up brother........

  • @muhammedalazad5570
    @muhammedalazad5570 4 года назад +7

    Excellent speech. Thank you very much

  • @talhabazar1750
    @talhabazar1750 2 года назад

    আপনার প্রতি ভিডিও আমি ফলো করতে চাই ইনশাআল্লাহ

  • @mbarek4495
    @mbarek4495 3 года назад +5

    আসসালামু আলাইকুম , আপনাকে অনেক আনেক ধন্যবাদ। সঠিক পরামর্শ দেয়ার জন্য।

  • @boralmediavangura3041
    @boralmediavangura3041 3 года назад +1

    খুব সুন্দর ভিডিও। দেখে খুব ভালো লাগলো।

  • @fokroulfokroul7804
    @fokroulfokroul7804 4 года назад +4

    সুন্দর আলোচনা করেছেন

  • @jaamorajanina7673
    @jaamorajanina7673 3 года назад +2

    You are best you tuber because you sells your idea which is more scarce. Thanks for your sharing

  • @anamulbabu7949
    @anamulbabu7949 4 года назад +9

    smart arrengement..so helpful for the new generation..

  • @এল.এমব্যাগহাউজ

    সুন্দর একটি পরিবেশনা

  • @শখেরবসেShokerboseS.K

    ভাইয়া এমন একটি বিজনেস আইডিয়া দিন যেমন নতুন কোন মাল কিন্তু কম মানুষই বিক্রি করে ক্রেতার ও অনেক চাহিদা আর যেগুলো মেয়েরা করতে পারবে ।

  • @chandanchakraborty4041
    @chandanchakraborty4041 3 года назад +5

    খুবই ভালো লাগলো আপনার ভিডিওটি, অনেক কিছু শেখার আছে. Thanks

    • @munnasekh1818
      @munnasekh1818 2 года назад

      Apnar vidio guli laglo kichu jante parlam asole je ta janar sety apnar contak numbarty dile ami apnake cal kore jene nitam thakyou pz contak

  • @SAlam-xm4fg
    @SAlam-xm4fg 9 месяцев назад

    তথ্য গুলো অত্যান্ত গুরুত্বপূর্ণ

  • @goldenagegadgets
    @goldenagegadgets 4 года назад +10

    ধন্যবাদ ভাই 💕💕

  • @baidyanathlanda1753
    @baidyanathlanda1753 Год назад +1

    খুব সুন্দর আইডিয়া টা তোমার

  • @dulalsaha6591
    @dulalsaha6591 4 года назад +4

    may i invest frequently? i mean i don't want to SIP.

  • @Islamicyoutubrasel
    @Islamicyoutubrasel 3 года назад +1

    Massallha beautiful video good continued brother 🌹💐

  • @mozaffarsardar4564
    @mozaffarsardar4564 4 года назад +9

    ধন্যবাদ ভাই

    • @uttamdash1269
      @uttamdash1269 4 года назад

      Notun Notun anusthan update Kara Raksha sambandh Jana band program

  • @NaemBaba-i4b
    @NaemBaba-i4b Месяц назад +1

    nice idea ❤❤❤

  • @sksohag3159
    @sksohag3159 4 года назад +7

    অনেক ধন্যবাদ ভাই

  • @SmLovemedia
    @SmLovemedia 2 года назад +1

    অনেক সুন্দর ভিডিও ভাই

  • @regulartv6892
    @regulartv6892 4 года назад +4

    ডিয়ার বন্ধু, আলোচিত কোনো প্রোডাক্টস থাকলে সন্ধ্যান দিন, অথবা কি ধরনের পণ্য নিয়ে আমি ব্যবসা করতে পারি? অনুগ্রহ করে উত্তর দিবেন।

    • @KarimKhan-gh4bj
      @KarimKhan-gh4bj 4 года назад

      Age bolen dada apni kotha theke bolchhen

    • @regulartv6892
      @regulartv6892 4 года назад

      @@KarimKhan-gh4bj দাদা আমি বাংলাদেশ থেকে বলছি।

    • @KarimKhan-gh4bj
      @KarimKhan-gh4bj 4 года назад

      Please amar sathe apni phone kotha bolte parben amar number dile ami kintu India theke bolchhi asa Kori apnar Busnis korar mon achhe apnar numberta amke din please

  • @bbproductssolution.3317
    @bbproductssolution.3317 7 дней назад

    Ur suggestions is so good.

  • @Raselkhan-rs2ew
    @Raselkhan-rs2ew 3 года назад +301

    আমি নতুন দোকান দিয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন..... 6/13/..2021

    • @moniruleslam8835
      @moniruleslam8835 3 года назад +9

      ami apnader kache duya chai

    • @chalakahmed7360
      @chalakahmed7360 3 года назад +3

      13 ki kuno manth asani

    • @manzurahmed4561
      @manzurahmed4561 3 года назад

      @@chalakahmed7360 oita date

    • @mdzim8091
      @mdzim8091 2 года назад +4

      ভাই এক বছর তো হয়ে গেলো এখন কি রকম অবস্থা

    • @sumonali9165
      @sumonali9165 2 года назад +1

      কি ব্যাবসা করছেন ভাই

  • @mdnadimahmed3423
    @mdnadimahmed3423 Год назад +1

    অসাধারণ একটা ভিডিও

  • @পাঁচমিশালি-ম৮ছ

    ধন্যবাদ?এ-ই ধরনের ভিডিও বেশি বেশি তৈরী করুন?

  • @faisaltalukder3323
    @faisaltalukder3323 2 года назад +1

    Thanks for business information.