Paharpur Buddhist Vihar।। Sompur মাহাভিহারা।।Bogra To Paharpur Bike Ride Moto Vlog।।Vlog-25

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 май 2023
  • Paharpur Buddhist Vihar (Paharpur Bihar) is a ruined Buddhist Vihar of ancient Bengal. Which is also known as Sompur Bihar (Sompur Bihar) or Sompur Mahavihara (Sompur Mahavihara). Bihar is located in Paharpur village of Badalgachi upazila of Naogaon district. Built in the late 8th century, this monastery was a center of Buddhist teaching for over 300 years. In today's Vlog, let's know the history of the UNESCO World Heritage Site Paharpur Buddhist Monastery, what to see, what is there in Paharpur Museum, how to go and all other travel information.
    পাহাড়পুর বৌদ্ধ বিহার (Paharpur Bihar) সুপ্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ বিহার। যা সোমপুর বিহার (Sompur Bihar) বা সোমপুর মহাবিহার (Sompur Mahavihara) নামেও পরিচিত। বিহারটির অবস্থান নওগাঁ (Naogaon) জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। অষ্টম শতকের শেষের দিকে নির্মিত এই বিহারটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। আজকের Vlog এ চলুন জেনে নেয়া যাক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাহাড়পুর বৌদ্ধ বিহারের ইতিহাস, কি দেখবেন, পাহাড়পুর জাদুঘর এ কি আছে, যাওয়ার উপায় এবং ভ্রমণের অন্যান্য সকল তথ্য।
    🟢সোমপুর বিহারের ইতিহাস | History of Somapura Mahavihara
    অষ্টম শতকের শেষের দিকে পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব বৌদ্ধ বিহারটি তৈরি করছিলেন। শুধু উপমহাদেশ নয়; চীন, তিব্বত, মায়ানমার সহ অনেক দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। অনেক পন্ডিত মনে করেন এটিই পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার। বিহারটি আকস্মিক ধ্বংস হয়ে যাওয়ার কোন খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হয় বৌদ্ধ মতাবলম্বী শাসনের অবসান, হিন্দুপ্রধান সেনবংশের উত্থান এবং বাংলায় মুসলিম বিজয়ের পর ধীরে ধীরে বিহারটি লোকশুন্য হয়ে যায়। একসময় পরিত্যক্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে প্রায় ছয়’শ বছর হারিয়ে ছিলো। স্যার অ্যালেকজান্ডার কানিংহাম ১৮৭৯ সালে এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। অমূল্য এই পুরাকীর্তিকে ১৯৮৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (UNESCO World Heritage Site, Bangladesh) হিসেবে ঘোষণা করে।
    🟢কি আছে এই বৌদ্ধ বিহারে?
    চতুর্ভুজ আকারের এই বিহারটি প্রায় ২৭ একর জায়গা জুড়ে বিস্তৃত। বিহারের ঠিক মাঝে প্রায় ২১ মিটার উঁচু কেন্দ্রিয় মন্দির রয়েছে। এই মন্দিরটিকেই মূলত দূর থেকে পাহাড়ের মত দেখায়। স্থানীয় লোকজনের কাছে এটি গোপাল চিতার পাহাড় পরিচিত ছিলো, সেই থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর।
    বিহারের চারদিকে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭টি সারিবদ্ধ ঘর রয়েছে। মূল মন্দিরকে বর্গ ক্ষেত্রের মতো ঘিরে আছে ঘর গুলো। দূর দূরান্ত থেকে আগত তান্ত্রিক সাধক ও শিক্ষার্থী ভিক্ষুরা অবস্থান করতেন এই ঘরগুলোতে।
    বৌদ্ধ বিহার প্রাঙ্গনেই আছে পাহাড়পুর প্রত্নতত্ত্ব জাদুঘর। বিহার থেকে পাওয়া অনেক মূর্তি, শিলালিপি এই জাদুঘরে সংরক্ষিত আছে। নিদর্শন গুলোর মধ্যে আছে; ব্রোঞ্চের তৈরি বৌদ্ধের আবক্ষ অংশ, পোড়ামাটির ফলক, অলংকৃত ইট, পাথরের নানান মূর্তি, প্রাচীন মুদ্রা, পোড়ামাটির তৈজসপত্র ইত্যাদি।
    🟢পাহাড়পুর যাওয়ার উপায় || Dhaka To Paharpur Sompur Bihar
    পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখতে আপনাকে নওগাঁ (Naogaon) অথবা জয়পুরহাট (Joypurhat) জেলায় আসতে হবে। কল্যাণপুর, গাবতলী কিংবা আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে হানিফ, শ্যামলি, এস আর ট্রাভেলস সহ আরও অনেক বাস নওগাঁ ও জয়পুরহাট যায়।
    ঢাকা থেকে ট্রেনে নওগাঁ যেতে চাইলে বগুড়ার সান্তাহার স্টেশনে নেমে ৫ কিলোমিটার দূরে নওগাঁ শহরে যেতে পারবেন। ঢাকা থেকে সান্তাহারগামী ট্রেনের মধ্যে আছে নীলসাগর, রংপুর, একতা, দ্রুতযান, কুড়িগ্রাম, লালমনি ও পঞ্চগড় এক্সপ্রেস।
    নওগাঁ শহরের বালুডাঙা বাস স্ট্যান্ড থেকে বাসে করে ৩২ কিলোমিটার দূর পাহাড়পুর যাওয়া যায়। এছাড়া সিএনজি অথবা মাইক্রোবাস রিজার্ভ করে পাহাড়পুর যেতে ঘন্টাখানেক সময় লাগবে।
    জয়পুরহাট থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহার মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। বাসে বা ট্রেনে জয়পুরহাট এসে সেখান থেকে সিএনজি বা অটোরিক্সা ভাড়া করে সহজে পাহাড়পুর বৌদ্ধ বিহার যেতে পারবেন।
    🟢পাহাড়পুর বৌদ্ধ বিহার সময়সূচী ও প্রবেশ টিকেট মূল্য
    পাহাড়পুর বৌদ্ধ বিহার এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল ১০টা থেকে বিকেল ৬টা এবং অক্টোবর থেকে মার্চ মাসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। আর পাহাড়পুর জাদুঘর প্রতি রবিবার ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। বিহার ও জাদুঘরে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ২০টা ও শিক্ষার্থীদের জন্যে ৫টাকা।
    🟢গুগল ম্যাপে পাহাড়পুর বিহারঃ goo.gl/maps/qmUu4Y4b9g4ui5VG6
    #Paharpur #paharpurbuddhistbihar #bikeride #naogaon #historicalplaces #badalgachhi_tv #bravewalid #motovlog #banglavlog #vlog25

Комментарии • 9

  • @rifatjanu2518
    @rifatjanu2518 5 месяцев назад +1

    🎉🎉😊

  • @mrahel3758
    @mrahel3758 Год назад +1

    Nice 👍

  • @asifahommed
    @asifahommed Год назад +1

    Extraordinary😍

  • @kundagram9star629
    @kundagram9star629 Год назад +1

    Nive vaiya

  • @anwarhossen3743
    @anwarhossen3743 Год назад +1

    duya kori vairal hoben khub taratari....apnake onek vlo lage amar....

  • @user-et7yf4ne1u
    @user-et7yf4ne1u Год назад +1

    অনেক পরিচিত একটা জায়গা খুব ভালো লাগলো।

    • @bravewalidvlogs
      @bravewalidvlogs  Год назад

      ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করবেন।

  • @anwarhossen3743
    @anwarhossen3743 Год назад

    nice

  • @juhan5497
    @juhan5497 21 день назад

    বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কিভাবে পাহাড়াপুর বৌদ্ধ বিহারে যাব? আমি বগুড়ায় নতুন। লোকাল যানবাহনে যাওয়ার উপায় কী?