ঐতিহাসিক মালদার দর্শনীয় স্থান । Malda tourist places । Gour Malda Tour Guide । Adina Masjid Malda

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • মালদার আম যেমন জগৎ বিখ্যাত, তেমনি এখানকার স্থাপত্য গুলো ঘুরে ঘুরে দেখার মতো। মালদহের ইতিহাস মানেই গৌড় আর পাণ্ডুয়ার ঐতিহাসিক স্থাপত্য। গৌড় এককালের বাংলার রাজধানী এবং খুবই গুরুত্বপূর্ণ জনপদ ছিল। তাই ইতিহাসের বহু ঘটনার সাক্ষী এই গৌড়। গৌড়ের উত্থান শুরু হয় শশাঙ্কের নেতৃত্বে। তারপর পাল ও সেন যুগের ছিল রাজধানী নগরী। গৌড়ীয় ইটের তৈরি বহু মন্দির মজসিদ বা বসত বাড়ী এখনও গৌড় মালদায় দেখা যায়। তারপর সুলতানি শাসনের অধীনে আসার পর গৌড়ে বহু মসজিদ, সমাধিস্থল এবং ইমারত তৈরী হয়। এগুলি ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে নির্মিত মধ্যযুগীয় স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন।
    কিভাবে আসবেন :
    মালদা আসার জন্য ট্রেন ও বাস দুটোই পেয়ে যাবেন। হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ ও অসমগামী যেকোনো ট্রেনে মালদা যাওয়া যায়। তবে শিয়ালদহ থেকে রাত 10 টা 15 এর গৌড় এক্সপ্রেসটি ধরলে সব চেয়ে ভালো হয়। ধর্মতলা থেকে সরকারী ও বেসরকারি এসি নন এসি প্রচুর বাস আছে মালদা যাওয়ার । মালদা নেমে টোটো অটো বা প্রাইভেট গাড়ি বুক করে গৌড় ঘুরে আসা যায়।
    কোথায় থাকবেন :
    স্টেশন ও বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে থাকার জন্য অনেক হোটেল ও লজ আছে। পশ্চিমবঙ্গ সরকারের টুরিস্ট লজ ইয়ুথ হোস্টেল আছে।
    কখন যাবেন :
    গৌড় ভ্রমণের আদর্শ সময় নভেম্বর টু মার্চ
    তথ্যসূত্র:
    উইকিপিড়িয়া , আর্কেওলজিকল সার্ভে অফ ইন্ডিয়া।
    #Maldatouristplaces #Maldatour #GourMaldatouristplaces #Maldagourtour #KolkatatoMalda #AdinaMasjid #kadamraaulmasjid #firozminar #Ramkeli #BoroSona #BaroDuari #eklakhi #malda #pandua #Adina

Комментарии •