লম্বা সময় পার করলাম আমি অপেক্ষায় থেকে থেকে, স্বাধীন, বিজয় কে দেখতে পাব এই হিন্টস পাওয়ার পর হতে.... স্বাধীন বাবা বসতি গড়ল উচুঁ পাহাড়ের পাদদেশে.... ফারুক ভাই তো হাঁপিয়ে গেলেন এমন রাস্তায় হাঁটার অনভ্যাসে.... স্বাধীন বিজয় দুই মানিক রতন ফারুক ভাইয়ের উত্তরসুরী, কিচিরমিচির স্বরে বাংলা বলে মনে হয় টম এন্ড জেরী.... নম্রমুখ করে থাকে সদায় তারা দেখতে লাগে বেশ, জন্মসুত্রে আমেরিকান হলেও তাদের রক্তে বাংলাদেশ... ফুচকা দেখলে আগে নাম মনে আসে বিজয় আব্বুটার, মচমচ করে ফুচকার প্লেট পুরাই করেন তিনি সাভার... সুশী খাওয়া দেখেই গেলাম খাওয়ার সু্যোগ পাই নাই, টুনা আর স্যামন এর রেসিপি আপনার চ্যানেল এ দেখতে চাই... টুংটাং শব্দে চাইনিজ বেটা করছেন কাটাকাটি, ৪ প্লেট খেলেন পুষিয়ে নিলেন পুরাই ফাটাফাটি.... আপনার ইনফরমেশন বিশ্সাস না হলে আপনার ভিডিওস দেখা কি দরকার? রাতের নিউইয়র্ক এর রুপ এ ফিদা আমি, আমেরিকা ত চমৎকার... অনেক কবি, লেখক, সাহিত্যিক এর মেলা এখন এই চ্যানেল, ইসরাত বুঝে গেছে তার বেলা শেষ সময় এখন পালাবদলের ... ভালোবাসার চ্যানেল আমার ভালোবেসেই বিদায় নিব, নতুন কে জায়গা ছেড়ে দিতে হবে এই নিয়ম কেন ভাংগব.... হাজার থেকে লাখ হবে এই চ্যানেলের ভিউয়ারস, লাখ থেকে কোটিতে যাবে বলি থাম্পস আপ চিয়ার্স....
Questions: Why Bejoy & Shadin took their job far away from your house? Suitable job isn't available to your area? Pls clear to us. I think it will be good if you could give them (team members ) opportunity to say something of the viewers. Then viewers can guess their lifestyle, mentality & others. Nevertheless it is good video. Waiting for next. Thank you. Why Mala is absent to this blog?
মাশাআল্লাহ আপনার ছেলেদের মধ্যে অনেক মিল মোহাব্বত আছে, দুই ভাই এর এই বন্ধুত্ব দেখে মনটা ভরে গেল। আল্লাহপাক যেন ওদের সুস্থ রাখে , নেক হায়াত আর জীবনে বরকত দেয়, ইমান আর আমলের মধ্যে রাখে, আমীন।
সন্তানদের সাথে এতো ভালো সম্পর্ক। সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। আপনার পরিবারের সকলের প্রতি শুভ কামনা রইলো। আমারও খুব ইচ্ছে হয় আপনার মতো আমার সন্তানদের নিয়ে ঘুরতে কিন্তু এভাবে কখনো সম্ভব হবে না।
👉🇧🇩 - সালাম ফারুক ভাই। আপনি সব দিক দিয়ে একজন আপাদমস্তক সফল মানুষ। আপনার গাইডেন্সে থাকলে যে কোন মানুষ সফল হবে - এতে কোন সন্দেহ নেই। আমি ইনশাআল্লাহ আমেরিকা গেলে আপনার সান্নিধ্যে থেকে কিছু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।। শুভ কামনা।।
Dear sir , we are your viewers...আমেরিকার গ্রাম দেখতে যে আপনার আমিষ গ্রামের ভিডিও দেখা, তার পর থেকে একে একে অনেক গুলো ভিডিও দেখে ফেলছি...করোনায় ঘড়ে বসে থাকার দিনগুলো আপনার চ্যানেল দেখেই কাটাচ্ছি...নতুন দেখছি কিন্তু আসাধারন সব বিষয়...আমরাও জামাই বউ মিলে দেখছি সব এপিছোড গুলো...Your always positive approach...and hashi makha Presentation amader dujoner e Khub posondo...We really love your program..we have also boy Kids almost 3 years...pray for him...!!!Thanks dear ...we always with you..!
আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। ভিডিওটি অসাধারন হয়েছে! শুধু এটা না, এ পর্যন্ত আপনার যতগুলো ভিডিও দেখেছি, প্রত্যেকটাই উপভোগ্য, তথ্যপূর্ণ ও চমৎকার ছিল। আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুক।
ভাইয়া আমার ছেলেটা আপনার ভিডিও গুলো খুব পছন্দ করে। প্রতি রাতে ঘুমোনোর আগে একটা করে ভিডিও দেখে ও।স্বাধীন এবং বিজয়ের কথা গুলো খুবই innocent. আমরা লন্ডনে থাকি। এখানে অনেকেই আপনার ভিডিও গুলো পছন্দ করে ভালো থাকবেন।
আমি সম্প্রতি আপনার মূল্যবান ভিডিও আবিষ্কার করি। আমি আপনার ভিডিওটি খুব পছন্দ করি।আমি আরো অনেক বেশি ভিডিও চাই যা আমরা পূর্ণ উপভোগের সাথে দেখতে পারি। আমি কলকাতা কাছাকাছি থাকি ..
ভাই আপনার ২ ছেলের কথা আচরন আমার এত ভাল লাগে বলে বোঝাতে পারবোনা. তাদের পাশাপাশি আপনার বন্ধুত্বপূর্ন সম্পর্ক টা আমার ভিশন ভিশন ভাল লাগে... শুভ কামনা আপনাদের জন্য..স্বাধীন. বিজয় আমার অনেক অনেক প্রিয় মানুষ..তাদের থেকে অনেক কিছু শেখার আছে.. আর আপনার কথা গুলো তো আমি অনেক অনেক শ্রদ্ধার সাথে দেখি শুনি এবং কাজে লাগানোর চেষ্টা করি... ভাল থাকবেন আপনারা....ধন্যবাদ প্রিয় ভাই
বিজয় চাকরি নিয়ে চলে গেছে জানতাম। স্বাধিনও নিজের কাজে ব্যস্ত হয়ে আলাদা থাকতে শুরু করেছে। এমনি হয়। মানুষ আর পাখির মধ্যে একটা মিল আছে। পাখীর বাচ্চারা যতক্ষন উড়তে না শিখে, ততক্ষনই বাবা-মা র সাথে এক বাসায় থাকে। উড়তে শিখলেই বাবা মায়ের আশ্রয় ছেড়ে স্বাধিন জীবন শুরু করে। মানুষের বাচ্চারাও তেমনি। নিজের পায়ে দাড়ানোর সামর্থ্য হলে আলাদা হয়ে যায়। দু-সন্তানই চলে গেল। আপনারা একা হয়ে গেলেন। এটাই জগতের নিয়ম। তবে সন্তানেরা নিজের কাজে দুরে থাকলেও আলাদা হয়ে যায় না। আমি আপনার ব্লগগুলো বিরতি দিয়ে একটা একটা করে দেখি। অনেকটা তারিয়ে তারিয়ে মজাটা উপভোগ করে চা খাওয়ার মতো। আগেই বলেছি, আপনার ব্লগগুলো ভালো লাগে। মাজাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক চাইনা। দীর্ঘ সময় ধরে উপভোগ করতে চাই, তাই এই ব্যবস্থা।ঙ১ঙ১
what is non-sense ? Be upgraded. For employment, job purpose you have to go out. apnar moto sobai dhan chas korle, computer mobile etc discover ke korbe
খুব ভালো লাগলো স্যর জেনে! আপনার সন্তান বিজ্বয় ওয়েব এপ্লিকেশন নিয়ে কাজ করে! আমি একজন ওয়েব ডেভেলপার/ ডিজাইনার, ফ্রিল্যান্সার হিসাবে কাজ করি বিদেশী ক্লাইন্টের সাথে!
it was a galaxy of food, such a mind boggling array of edibles!!! sooo satisfying just by looking at them. Good for you that you have realized you had eaten too much....:D lastly, Manhattan sky line, oh my god....seen it in so many movies, also remembering the great Woody Allen.....overall a fantastic video, thanks a lot Farook da, keep it up.
watching this video again in 2021 after 2years, this channel have come so far with consistent premium content. thanks for the moments bhaia. alhamdulillah :)
Ki bhabe Octopus khelen! Amar to dekhei bhoi lage! He he he...... Ajke Bhabi nei Sathe tai aktu kom khushi mone hochhe Bhai apnake! But full video ta enjoy koreci, sob somoi apnar vlog gulo khub qualityful hoi!
বাঃ, খুব ভালো ভাবে মানুষ করেছেন আপনার দুটি ছেলেকে ! Congratulations! আমিও তাই চেয়েছিলাম কিন্তু আমি সফল হইনি, তাই এক বুক দুঃখ নিয়ে আপনার ভিডিওটি দেখেই কিছুটা সান্ত্বনা লাভ করছি ! আমার ছোট ছেলে উকিল, পাশের শহরেই (সান ফ্রান্সিস্কো) নিজের ল ফার্ম নিয়েই ব্যস্ত, কোনদিন একটা খবরও নেয়না । বড় মেয়ে ডাক্তার (সার্জেন), থাকে জার্মানিতে, বড় জোর বছরে একবার এসে দেখে যায়। কত কষ্টে মানুষ করলাম এঁদের আর এই তার প্রতিদান !
@@AdventureTube21 , হ্যাঁ ভাই সেটাই ! আরো একটা কথা ভেবে সান্ত্বনা পাই সেটা হল যে, ওঁদের (দুই ভাই বোনের) জন্ম যদি এদেশে না হত তাহলে এদেশে স্থায়ী বসবাসের সুযোগও আমার মনে হয় জুটতো না। এদেশের সরকার তো উঠে পড়েই লেগেছিল আমাকে তাড়ানোর জন্য! সরকারি উকিলের সেই এক প্রশ্ন ছিল , আমি কেন এদেশে বিনা ভিসায় অবৈধ ভাবে অণুপ্রবেশ করেছি।
Jani na apni amar comment porben ki na but bolte chacci apni apnar bacca der successful howar moto educated korte peresen atai boro, baccara kase nai bole mon karap korben na atai niyom ora jokon apnar moto hobe thokon kintu apna ke miss korbe tik avabei. Ami amar baba ma hariyesi onek age kub kom age e 3 bhai boner var nisi jani na parbo ki na but mono hoi ora amar baccar moto, ora valo takle mono hoi amar valo taka hoiye jabe! Dua korben amar jonno❤
@@khadizarahman732 , বোন, কারুর দুঃখের কথা শুনলে চোখে জল আসে আমার! সহানুভুতি জানাই আর আল্লাহ্র কাছে দোয়া করি যেন কষ্টের বোঝাটা আমাদের সহ্য সীমার বাইরে না চলে যায় । বাবা যতদিন বেঁচে ছিলেন, তিনিই আমার ভাই বোনদের মানুষ করেছেন, আলহামদুলিল্লাহ্! আমি ছিলাম বাপ মায়ের হতচ্ছাড়া বড় ছেলে যে একদিন কাউকে কোন কিছু না জানিয়েই ১১ বছরের জন্য হঠাৎ উধাও হয়ে যায়। পাড়া প্রতিবেশীর মুখে পরে জানতে পারি , আমার মা নাকি আমাকে হারিয়ে পাগলের মত হয়ে যান। রোজ রোজ আমার ব্যবহার করা জামা কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিতেন আর খুব কান্নাকাটি করতেন। আমি খুব আমের আচার খেতে ভাল বাসতাম তাই প্রতি বছর বাবা আমার জন্য আচার বানিয়ে রেখে বছরের শেষে সেগুলিকে ফেলে দিতেন। কাউকে স্পর্শ করতেও দিতেন না। আজ আমি ঠিক বুঝতে পেরেছি, আমার ছেলে মেয়েরা আমাকে কেন এত অবহেলা করে ! সব পরম করুণাময় আল্লাহ্র বিচার। এই বিচার আমাকে মেনে নিতেই হবে।
Uncle,i saw your each and every video.. nice video..my mom also watched your video..and always talking about you and aunty..and my mom likes your video so much uncle..Take care uncle💜
আসসালামুয়ালাইকুম ভাইয়া আজ ভিডিও নিয়ে কিছু বলবনা আপনার সব ভিডিও সুন্দর আজ বলব স্বাধীন বিজয়ের কথা ও দের দেখলেই ভালো লাগে ওদের কথা শুনতে ও ভালো লাগে ওদের জন্য দোয়া ওশুভেচ্ছা আল্লাহ হাফেজ !!!
Apnar protita vedio dekhe valo laglo.Americar life struggle niye shunlam onk kichu janlam. Bhaia Japan theke kivabe America te move kora jae janale khushi hobo..
আসসালামুআলাইকুম। স্যার…… Video টি ভালো লেগেছে । স্যার…… এটি সহ অন্যান্য videoর comments section এর অন্দরে বিচরণ করলাম । বুঝলাম আপনি অনেক সৌভাগ্যবানদের একজন । মানুষের আবেগ, শ্রদ্ধা, অনুভূতি, ভালোবাসার প্রকাশ অথবা মোহ যাই বলিনা কেন - আপনি ঋদ্ধ । এ জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় কোন অর্জন আছে বলে জানা নেই । Comment এ কাব্যিক / ছন্দাবেশ ও দেখি যা আপনি অনেক videoতেই Pin করে রেখেছেন । আসলে একজন video নির্মাতা কিন্তু একজন শিল্পী ও বটে। video প্রকাশ তার শিল্পিত চর্চার বাহ্যিকতার রং হলেও তার viewer দের ভিতরটা কিন্তু রাঙিয়ে যায় । আমার বিশ্বাস, আপনার প্রতিটি videoই হয়তো আপনার সন্তানের মতোই যেখানে আপনার পরম মমতা জড়ানো থাকে , শ্রম থাকে, কষ্ট থাকে । স্যার…… হয়তো কোন একদিন আপনি থাকবেন না । আজকের viewer রা ও থাকবেনা । থাকবে আপনার মমতা, শ্রম আর মেধার নির্যাস। মহাকালের স্রোতেই বয়ে চলুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে……………….. ভালো থাকবেন স্যার । শুভ কামনা………
Sir apnar mukhe onek Moja kotha ta darun lage😁...apnar body language nice... Apnar chelegulor English sunte darun lage.. wait Kore thaki sonar jonyo...
আপনার video গুলো দেখতে দেখতে আপনার কথা গুলো শুনতে শুনতে কখন আপনার একজন ভক্ত হয়ে গেলাম নিজেই জানিনা। ভাল থাকবেন। এই সময় বাহিরে না বের হওয়া ভালো। ভাবীকে সালাম দিবেন।
আপনি যে ম্যাকারল মাছের কথা বলেছেন সেটাকে আমরা সৌদিতে কেরালা মাছ বলে থাকি,কারন মাছটি ইন্ডিয়ার কেরালাদের খুবই প্রিয় মাছ,ফ্রাই করলে খেতে খুবই সুস্বাদু। সৌদিতে কিলো ৫ রিয়াল।
আপনার ভিডিও গুলো খুব মনোযোগ সহকারে দেখি।আপনার দুই ছেলের জন্ম আমেরিকায়।তারা অতিমাত্রায় আমেরিকান।আপনি কবে গেছেন সেই দেশে।বর্তমানে সেখানে কি করেন।কিছু মনে করবেন না।শুধু জানার কৌতূহল। আমি ঢাকায় থাকি।
ভাইজান আপনার ভিডিওগুলো সত্যিই মনে আনন্দ দেয়। মনে হয় আপনাদের সাথে সাথে আমরাও বেড়াচ্ছি। যদিওবা আমরা পাঁচবার আমেরিকা থেকে বেরিয়ে এসেছি B2 তে। ভাবছি E2 তে গিয়ে একটা ছোটখাট ইন্দো -ইটালিয়ান হালাল ফাস্ট ফুড দোকান দিব। নিউ জার্সিতে কেমন হবে আইডিয়া দিবেন প্লিজ। অগ্রিম ধন্যবাদ।
Assalamualaekum Fauk bhai, hope you are fine. again many thanks for the new upload, though i got the notification few days ago but didnt got the time to watch it coz of busy work life... but waiting is over now. again many thanks for all the effort, trouble and passion you take to share us the video.. tc.
আঙ্কেল আমি বাংলাদেশ থেকে বলছি। আপনার vlog আমি খুব পছন্দ করি। আমি স্বাধীন ও বিজয় ভাইয়াদের মত কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র। যদি সম্ভব হয় আমেরিকার সফটওয়্যার ফার্ম নিয়ে একটা ভিডিও করবেন। আমি খুব খুশি হব। যদি সম্ভব হয়
we are the parents, feel great, when we visit our children house, last year my son also got a job in Chicago, we visit there, it's such a great feeling, how quickly they have grown. Nice to see your children enjoy the moment. nice video.
লম্বা সময় পার করলাম আমি
অপেক্ষায় থেকে থেকে,
স্বাধীন, বিজয় কে দেখতে পাব
এই হিন্টস পাওয়ার পর হতে....
স্বাধীন বাবা বসতি গড়ল উচুঁ
পাহাড়ের পাদদেশে....
ফারুক ভাই তো হাঁপিয়ে গেলেন
এমন রাস্তায় হাঁটার অনভ্যাসে....
স্বাধীন বিজয় দুই মানিক রতন
ফারুক ভাইয়ের উত্তরসুরী,
কিচিরমিচির স্বরে বাংলা বলে
মনে হয় টম এন্ড জেরী....
নম্রমুখ করে থাকে সদায় তারা
দেখতে লাগে বেশ,
জন্মসুত্রে আমেরিকান হলেও
তাদের রক্তে বাংলাদেশ...
ফুচকা দেখলে আগে নাম মনে
আসে বিজয় আব্বুটার,
মচমচ করে ফুচকার প্লেট
পুরাই করেন তিনি সাভার...
সুশী খাওয়া দেখেই গেলাম
খাওয়ার সু্যোগ পাই নাই,
টুনা আর স্যামন এর রেসিপি
আপনার চ্যানেল এ দেখতে চাই...
টুংটাং শব্দে চাইনিজ বেটা
করছেন কাটাকাটি,
৪ প্লেট খেলেন পুষিয়ে নিলেন
পুরাই ফাটাফাটি....
আপনার ইনফরমেশন বিশ্সাস না হলে
আপনার ভিডিওস দেখা কি দরকার?
রাতের নিউইয়র্ক এর রুপ এ ফিদা
আমি, আমেরিকা ত চমৎকার...
অনেক কবি, লেখক, সাহিত্যিক
এর মেলা এখন এই চ্যানেল,
ইসরাত বুঝে গেছে তার বেলা শেষ
সময় এখন পালাবদলের ...
ভালোবাসার চ্যানেল আমার
ভালোবেসেই বিদায় নিব,
নতুন কে জায়গা ছেড়ে দিতে
হবে এই নিয়ম কেন ভাংগব....
হাজার থেকে লাখ হবে
এই চ্যানেলের ভিউয়ারস,
লাখ থেকে কোটিতে যাবে
বলি থাম্পস আপ চিয়ার্স....
Ishrat Islam
sokal ta onno rokom laglo tumar kobita ar Video dekhe,,,
tumake samna samni bose bolte cai ,,,plz Israt amake niye ekta kobita likho,,,
Ishrat Islam
এত অল্প সময়ে এত কথার মালা কি করে গাথ তা আজ তোমাকে বলে যেতে হবে আপু।
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
Ishrat Islam Just awesome!! Another nice poem!! পোস্ট করেই অপেক্ষায় থাকি কবিতার জন্য। তবে এই কবিতাটা অনেক Sad 😞 ছিল ভাই। দুয়া করছি ভাল থাকুন। 💚💚💚
Questions: Why Bejoy & Shadin took their job far away from your house? Suitable job isn't available to your area? Pls clear to us. I think it will be good if you could give them (team members ) opportunity to say something of the viewers. Then viewers can guess their lifestyle, mentality & others. Nevertheless it is good video. Waiting
for next. Thank you. Why Mala is absent to this blog?
Ishrat Islam
পালাবদল কি জিনিস? 😡🥵😡🥵
আমার ধারনা আপনি অসুস্থ হলেও লিখবেন আপু আমাদের জন্য আপনার প্রিয় ফারুক ভাই আর তার চ্যানেল এর জন্য💙💙।
মাশাআল্লাহ আপনার ছেলেদের মধ্যে অনেক মিল মোহাব্বত আছে, দুই ভাই এর এই বন্ধুত্ব দেখে মনটা ভরে গেল। আল্লাহপাক যেন ওদের সুস্থ রাখে , নেক হায়াত আর জীবনে বরকত দেয়, ইমান আর আমলের মধ্যে রাখে, আমীন।
Amin. Thank you.
সন্তানদের সাথে এতো ভালো সম্পর্ক। সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। আপনার পরিবারের সকলের প্রতি শুভ কামনা রইলো। আমারও খুব ইচ্ছে হয় আপনার মতো আমার সন্তানদের নিয়ে ঘুরতে কিন্তু এভাবে কখনো সম্ভব হবে না।
চেষ্টা করলে ভাই অনেক কিছুই সম্ভব। ধন্যবাদ 💕🥰
অসম্ভব সুন্দর একটি ভিডিও,আর ব্যাকগ্রাউন্ড মিউজিক টা কি কি বলবো.....just👌👌👌👌👌👌👌👌 অসাধারণ বললেও কম বলা হবে।কোটি কোটি ধন্যবাদ আপনাকে🙏🙏🙏🙏🙏🙏
আংকেল স্বাধীন ভাইয়ের বাসার দরজার একটা দোয়া লেখা. মাশাল্লাহ আমেরিকাতে বড় হয়েও ইসলামের ছোয়া আছে. অনেক অনেক শুভকামনা আপনাদের সবাইকে
Thank you
👉🇧🇩 - সালাম ফারুক ভাই। আপনি সব দিক দিয়ে একজন আপাদমস্তক সফল মানুষ। আপনার গাইডেন্সে থাকলে যে কোন মানুষ সফল হবে - এতে কোন সন্দেহ নেই। আমি ইনশাআল্লাহ আমেরিকা গেলে আপনার সান্নিধ্যে থেকে কিছু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।।
শুভ কামনা।।
Walaikum assalam. Inshallah dear. Thank you 💕
Dear sir , we are your viewers...আমেরিকার গ্রাম দেখতে যে আপনার আমিষ গ্রামের ভিডিও দেখা, তার পর থেকে একে একে অনেক গুলো ভিডিও দেখে ফেলছি...করোনায় ঘড়ে বসে থাকার দিনগুলো আপনার চ্যানেল দেখেই কাটাচ্ছি...নতুন দেখছি কিন্তু আসাধারন সব বিষয়...আমরাও জামাই বউ মিলে দেখছি সব এপিছোড গুলো...Your always positive approach...and hashi makha Presentation amader dujoner e Khub posondo...We really love your program..we have also boy Kids almost 3 years...pray for him...!!!Thanks dear ...we always with you..!
আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। ভিডিওটি অসাধারন হয়েছে! শুধু এটা না, এ পর্যন্ত আপনার যতগুলো ভিডিও দেখেছি, প্রত্যেকটাই উপভোগ্য, তথ্যপূর্ণ ও চমৎকার ছিল। আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুক।
মুগ্ধ হয়ে গেলাম.. আপনার উপস্থাপনা খুবই প্রানবন্ত এবং তথ্যবহুল থাকে তাই খুব ভালো লাগে।
আল্লাহ্ আপনাকে দীর্ঘজীবি করুন এবং সুস্থ্য রাখুন
Md. Mahabub Islam ধন্যবাদ। 🥰
যতই আপনার ভিডিও গুলো দেখছি ততই মুগ্ধ হচ্ছি......
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো!!!
Thank you.
আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখলাম ,
Thank you 😊
ভাইয়া আমার ছেলেটা আপনার ভিডিও গুলো খুব পছন্দ করে। প্রতি রাতে ঘুমোনোর আগে একটা করে ভিডিও দেখে ও।স্বাধীন এবং বিজয়ের কথা গুলো খুবই innocent. আমরা লন্ডনে থাকি। এখানে অনেকেই আপনার ভিডিও গুলো পছন্দ করে ভালো থাকবেন।
শুনে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। দুয়া করি ভালো থাকুন।
vhai apni onk sundor video banan...apnner proteta video ami daki..amar khuv valo lage.
Thank you dear.
ভালো লেগেছে ভ্লগ টা..অনেক মজার মজার খাবার এবং আপনাদের আড্ডা আর এতো সুন্দর পরিবেশ।সব মিলিয়ে দারুন....
Meherun Nisa Kakon Thank you.
Shadin rBasha r view ta khub shondor.video ta Oshadaron.Thank u
umme kulsum Welcome dear.
আসসালামুআলাইকুম ভাই! আপনার ভিডিও গুলি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি চমৎকার উপস্থাপনা।
gm ali ashraf ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই।
আমি সম্প্রতি আপনার মূল্যবান ভিডিও আবিষ্কার করি। আমি আপনার ভিডিওটি খুব পছন্দ করি।আমি আরো অনেক বেশি ভিডিও চাই যা আমরা পূর্ণ উপভোগের সাথে দেখতে পারি। আমি কলকাতা কাছাকাছি থাকি ..
Aapnar Sob Vedio's Gulo Amr Khub Valo Lage Dekte 👌👌
Aasha korii Aivabei Aro Sundor Sundor Veidos Dekte Pabo Shamne !!
All the Very Best 🙂 💯
ভাই আপনার ২ ছেলের কথা আচরন আমার এত ভাল লাগে বলে বোঝাতে পারবোনা. তাদের পাশাপাশি আপনার বন্ধুত্বপূর্ন সম্পর্ক টা আমার ভিশন ভিশন ভাল লাগে... শুভ কামনা আপনাদের জন্য..স্বাধীন. বিজয় আমার অনেক অনেক প্রিয় মানুষ..তাদের থেকে অনেক কিছু শেখার আছে.. আর আপনার কথা গুলো তো আমি অনেক অনেক শ্রদ্ধার সাথে দেখি শুনি এবং কাজে লাগানোর চেষ্টা করি... ভাল থাকবেন আপনারা....ধন্যবাদ প্রিয় ভাই
অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 💕
আপনার ব্লগ গুলো দেখার পর মন চায় আমেরিকার চলে আসি
আমারো ,,,
দেখে বুঝা গেয়েছিল আজকের দিনটা অনেক আনন্দ ময় হবে। সত্যি অসাধারণ উপস্থাপনা প্রতিবারের মতো এবারো মুগ্ধ হয়েছি।
Nayem Hassan অনেক ধন্যবাদ আংকেল। তুমার শরীর ভাল?
@@AdventureTube21 আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো। ❤❤❤
বিজয় চাকরি নিয়ে চলে গেছে জানতাম। স্বাধিনও নিজের কাজে ব্যস্ত হয়ে আলাদা থাকতে শুরু করেছে। এমনি হয়। মানুষ আর পাখির মধ্যে একটা মিল আছে। পাখীর বাচ্চারা যতক্ষন উড়তে না শিখে, ততক্ষনই বাবা-মা র সাথে এক বাসায় থাকে। উড়তে শিখলেই বাবা মায়ের আশ্রয় ছেড়ে স্বাধিন জীবন শুরু করে। মানুষের বাচ্চারাও তেমনি। নিজের পায়ে দাড়ানোর সামর্থ্য হলে আলাদা হয়ে যায়। দু-সন্তানই চলে গেল। আপনারা একা হয়ে গেলেন। এটাই জগতের নিয়ম। তবে সন্তানেরা নিজের কাজে দুরে থাকলেও আলাদা হয়ে যায় না। আমি আপনার ব্লগগুলো বিরতি দিয়ে একটা একটা করে দেখি। অনেকটা তারিয়ে তারিয়ে মজাটা উপভোগ করে চা খাওয়ার মতো। আগেই বলেছি, আপনার ব্লগগুলো ভালো লাগে। মাজাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক চাইনা। দীর্ঘ সময় ধরে উপভোগ করতে চাই, তাই এই ব্যবস্থা।ঙ১ঙ১
অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।
what is non-sense ? Be upgraded. For employment, job purpose you have to go out. apnar moto sobai dhan chas korle, computer mobile etc discover ke korbe
অনেক ভালো লাগলো সবাইকে একসাথে । ভালো থাকবেন আংকেল । ধন্যবাদ
You are very welcome uncle.
I enjoy your videos and the closeness with your sons.
Tariq Miah Thank you.
Khub valo laglo
Ami uncle tmr sob video dekhi r khub valo lge
Amr choto belar aktai dream usa jbo.but boro hoye dekhlm that is very hard it's impossible
I live in india.
But always missing usa ...and foreigner people
আসসালামু আলাইকুম ভাই,যত দেখি ততই মুগ্ধ হই আপনার ভিডিও দেখে।আপনার হীরার মত দুটি ছেলে দেখেতো আরো মুগ্ধ নয়নে চেয়ে থাকি এযুগে এরকম ছেলে হয় নাকি? আল্লাহ ওদের হায়াত দান করুন ওরা যেন ভাল থাকে এই দোয়া করি।আর আপনি তো একজন ভাল মনের মানুষ, ভাগ্যবান মানুষ।যাই আজ অনেক ভাল লাগল আপনার ভিডিও দেখে,আমেরিকার প্রতিটি যায়গাই খুব সুন্দর। আর আজ যা খাওয়া দেখালেন তা আমি না খেয়েই মোটা হয়ে যাব হা হা হা। ভাল থাকবেন। খোদাহাফেজ।
ওয়ালাইকুম আসসালাম ভাই। এখন বুঝলেন তো কেমন পেটুক আমি। তারপর ও আপনার বাড়ী আসতে বলেন?
@@AdventureTube21 sr i am indian Bangali.i want to go America.but i have no idea,how to go.can u help me uncle
faz3 dubai You have to apply for a visa. Contact the American Embassy. Thank you.
আসলে বাবা ভালো মানুষ তাই ছেলে গুলোও ভালো হয়েছে। কথায় আছেনা "বাপ কা বেটা সিপাইকা ঘোড়া"।
খুব ভালো লাগলো স্যর জেনে! আপনার সন্তান বিজ্বয় ওয়েব এপ্লিকেশন নিয়ে কাজ করে! আমি একজন ওয়েব ডেভেলপার/ ডিজাইনার, ফ্রিল্যান্সার হিসাবে কাজ করি বিদেশী ক্লাইন্টের সাথে!
Shahin Ahmed O nice!! অনেক ধন্যবাদ।
আমি আপনার ভিডিও কখনো দেখিনি এই প্রথম দেখলাম আর আমার ভালো লাগলো
Thank you dear.
Az onkdin por opekkhar ending holo apnader dekhe.kolponar jogote hariya jai jokhon apnar video gulo dakhi.thank you uncle.sotti osadharon.
অনেক ধন্যবাদ 🥰
it was a galaxy of food, such a mind boggling array of edibles!!! sooo satisfying just by looking at them. Good for you that you have realized you had eaten too much....:D lastly, Manhattan sky line, oh my god....seen it in so many movies, also remembering the great Woody Allen.....overall a fantastic video, thanks a lot Farook da, keep it up.
You are very welcome. Glad you liked it.
ভাইয়া আমি আপনার নতুন ভিডিও জন্য অপেক্ষায় থাকি , আপনার সব ভিডিও মোটামুটি আমি দেখসি আমার খুব ভালো লাগে ,, thank you very much
Akram uddin You are very welcome.
Uncle apnar all video e amr onk valo laga..Allah pak apnaka valo rakhuk ami atae pray korbo ☝☝☝
Thank you uncle. May Allah bless us all.
@@AdventureTube21 welcome uncle☝☝
watching this video again in 2021 after 2years,
this channel have come so far with consistent premium content.
thanks for the moments bhaia.
alhamdulillah :)
Welcome back dear. Appreciate your kind words & continuing support. 🥰
Wow vaia tumra toh khub berao.valo vaia.khub valo lage tumader dekhe.
Bijoy is so humble and decent whereas Shadhin is cool and full of life. ....love your videos .
towhid ahmed His formal name is Tauhid too. Thank you 😊
Sadhin and bejoy vaier kotha gula kub valo lage.. And uncle to obossoy... 😍😍😍
ধন্যবাদ।
Onk din por sobai k dekhlam.. Onk vlo laglo.. Tnx uncle
Tinneakter Moni অনেক দিন পর তুমি এখানে। ভাল আছ?
@@AdventureTube21 alhamdulillah vlo. Apni? Vlog gulo sob e dekha hoy kintu comment Kora hoye othy na r ki er jonno..
Ki bhabe Octopus khelen! Amar to dekhei bhoi lage! He he he......
Ajke Bhabi nei Sathe tai aktu kom khushi mone hochhe Bhai apnake! But full video ta enjoy koreci, sob somoi apnar vlog gulo khub qualityful hoi!
Thank you.
আপনার ভিডিওগুলো আমার সব সময় অনেক ভালো লাগে। আজকের ঘোরাফেরা এবং খাওয়া-দাওয়া সবকিছুই অনেক ভালো লাগলো
cooking lifemood with liza sarker Thank you.
আসসালামু আলাইকুম, কেমন আছেন?ভাইয়া আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে।আমি আপনার সব গুলো ব্লগ দেখি।
শুভ কামনা করছি আপনার ও আপনার পরিবারের।
দারুন ছিল বাবা বেটাদের ভ্রমন আর খাওয়া।
ইসরাতের কবিতা পাওয়া ছিল ভিন্ন একটি মাত্রা।
Shahidul Alam Limon 🥰
বাঃ, খুব ভালো ভাবে মানুষ করেছেন আপনার দুটি ছেলেকে ! Congratulations! আমিও তাই চেয়েছিলাম কিন্তু আমি সফল হইনি, তাই এক বুক দুঃখ নিয়ে আপনার ভিডিওটি দেখেই কিছুটা সান্ত্বনা লাভ করছি ! আমার ছোট ছেলে উকিল, পাশের শহরেই (সান ফ্রান্সিস্কো) নিজের ল ফার্ম নিয়েই ব্যস্ত, কোনদিন একটা খবরও নেয়না । বড় মেয়ে ডাক্তার (সার্জেন), থাকে জার্মানিতে, বড় জোর বছরে একবার এসে দেখে যায়। কত কষ্টে মানুষ করলাম এঁদের আর এই তার প্রতিদান !
Benoy Sarkar তারপরও সবচাইতে খুশীর কথা হলো তারা successful. সেখানেই আমাদের গর্ব , আমাদের শান্তি। অনেক ধন্যবাদ।
Khub koshto laglo shune Tao monder bhalo je Tara dujonei khub successful.
@@AdventureTube21 , হ্যাঁ ভাই সেটাই ! আরো একটা কথা ভেবে সান্ত্বনা পাই সেটা হল যে, ওঁদের (দুই ভাই বোনের) জন্ম যদি এদেশে না হত তাহলে এদেশে স্থায়ী বসবাসের সুযোগও আমার মনে হয় জুটতো না। এদেশের সরকার তো উঠে পড়েই লেগেছিল আমাকে তাড়ানোর জন্য! সরকারি উকিলের সেই এক প্রশ্ন ছিল , আমি কেন এদেশে বিনা ভিসায় অবৈধ ভাবে অণুপ্রবেশ করেছি।
Jani na apni amar comment porben ki na but bolte chacci apni apnar bacca der successful howar moto educated korte peresen atai boro, baccara kase nai bole mon karap korben na atai niyom ora jokon apnar moto hobe thokon kintu apna ke miss korbe tik avabei. Ami amar baba ma hariyesi onek age kub kom age e 3 bhai boner var nisi jani na parbo ki na but mono hoi ora amar baccar moto, ora valo takle mono hoi amar valo taka hoiye jabe! Dua korben amar jonno❤
@@khadizarahman732 , বোন, কারুর দুঃখের কথা শুনলে চোখে জল আসে আমার! সহানুভুতি জানাই আর আল্লাহ্র কাছে দোয়া করি যেন কষ্টের বোঝাটা আমাদের সহ্য সীমার বাইরে না চলে যায় । বাবা যতদিন বেঁচে ছিলেন, তিনিই আমার ভাই বোনদের মানুষ করেছেন, আলহামদুলিল্লাহ্! আমি ছিলাম বাপ মায়ের হতচ্ছাড়া বড় ছেলে যে একদিন কাউকে কোন কিছু না জানিয়েই ১১ বছরের জন্য হঠাৎ উধাও হয়ে যায়। পাড়া প্রতিবেশীর মুখে পরে জানতে পারি , আমার মা নাকি আমাকে হারিয়ে পাগলের মত হয়ে যান। রোজ রোজ আমার ব্যবহার করা জামা কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিতেন আর খুব কান্নাকাটি করতেন। আমি খুব আমের আচার খেতে ভাল বাসতাম তাই প্রতি বছর বাবা আমার জন্য আচার বানিয়ে রেখে বছরের শেষে সেগুলিকে ফেলে দিতেন। কাউকে স্পর্শ করতেও দিতেন না। আজ আমি ঠিক বুঝতে পেরেছি, আমার ছেলে মেয়েরা আমাকে কেন এত অবহেলা করে ! সব পরম করুণাময় আল্লাহ্র বিচার। এই বিচার আমাকে মেনে নিতেই হবে।
Good job....sir ur speech is the main attractive then the vdo....although ur vdo also superb....
Thank you for the video. I feel very happy in sitting and watching from London, the exploration of various regions of America.
Glad you enjoyed it!
Valo laglo.onek din por babader dekhlam.oder Jonno onek doa r ador roilo.valo thakben.ami aktu osustho.doa korben vai.
Nilufar Khan অবশ্যই দুয়া করি। আল্লাহ আপনাকে সুস্থ করে তুলুন। ধন্যবাদ বোন।
দাদা সুন্দর ছিলো ভিডিওটা,ভ্রমনের ভিডিওগুলা বেশি ভালো লাগে। যত স্হায়িত বেশি থাকে ভিডিওতে দেখার আগ্রহটাও বেড়ে যায়।
ধন্যবাদ।🥰
Onek valo laglo sir !! La vida bella !!!👍🏽
আংকেলের ব্লগ মন ভালো হয়ে যায়।আংকেল আপনার জন্য অনেক কিছু উপভোগ করতে পারলাম
Rokomari Verities ধন্যবাদ।
Became a big fan of your vlogs, sir. Thanks for sharing your stories with us.
My pleasure
Uncle,i saw your each and every video.. nice video..my mom also watched your video..and always talking about you and aunty..and my mom likes your video so much uncle..Take care uncle💜
Many thanks uncle. তুমার মা কে আমার সালাম।
আসসালামুয়ালাইকুম ভাইয়া আজ ভিডিও নিয়ে কিছু বলবনা আপনার সব ভিডিও সুন্দর আজ বলব স্বাধীন বিজয়ের কথা ও দের দেখলেই ভালো লাগে ওদের কথা শুনতে ও ভালো লাগে ওদের জন্য দোয়া ওশুভেচ্ছা আল্লাহ হাফেজ !!!
Walaikum assalam. Thank you dear. May Allah bless us all. 💕🥰
আসসালামু আ'লাইকুম ভাইজান, অনেক ধন্যবাদ আপনাকে ও আপনার মানিকজোড়কে। আল্লহ হেফাজত করুন সর্বসময়, সর্বত্র। এতোএতো মানসম্মত খাবারের সমাহার দেখে নয়ন, সার্থক হলো, ভলোকোনো মুভির মতোই। হ্যাঁ আপনার রসনার প্রশংসা করতেই হয়, তবে বয়সের কথাটি অবশ্যই মনে রাখতে হবে যে ভাই। আপনাদের মঙ্গল ও শুভকামনা নিরন্তর। আল্লহ হাফিজ।।
ওয়ালাইকুম আসসালাম ভাই। বয়সের কথা মনে করতে হয় না। শরীর দিন রাত মনে করিয়ে দিচ্ছে। 🥰 দুয়া করবেন ভাই। আল্লাহ হাফেজ।
দারুণ,,, যায়গাটা অনেক সুন্দর
Thank you.
onek khaber..poshate hobe,,,wow..ai kotha ta valo lagce..
Khub bhalo lglo shadhin r shathe somoy katay 2 bhai ekshthe babar2 hand
আপনার ভিডিও দেখে আমেরিকায় চলে যেতে ইচ্ছে হয় সব কিছু ছেড়ে।
Apnar protita vedio dekhe valo laglo.Americar life struggle niye shunlam onk kichu janlam.
Bhaia Japan theke kivabe America te move kora jae janale khushi hobo..
uncle apnar sob video guli dakhi...valo lage
আসসালামুঅলাইকুম ভাই কেমন আছেন। খুবই সুন্দর জায়গাটা। আর খাবার গুলো অসাধারণ ছিল। ঐটা কি চাইনিজ ব্যুফে ছিল? আমার খুব পছন্দের। মালা আপু কে দেখলাম না।
Walaikum assalam. সেদিন ও যায় নাই আমাদের সাথে। হ্যা চাইনিজ ব্যুফে। ধন্যবাদ।
Apnar gare kotai
Bah! New York ta dekhte Khub sundor laglo!
Seafood guli anek mojar silo. Bijoy and shadhin both anek nice Korei bangla bole. Amio amr baby k bangla shikhachchi.
Bangladeshi Vlogger Real Life 🥰
আসসালামুআলাইকুম। স্যার……
Video টি ভালো লেগেছে ।
স্যার…… এটি সহ অন্যান্য videoর comments section এর অন্দরে বিচরণ করলাম । বুঝলাম আপনি অনেক সৌভাগ্যবানদের একজন । মানুষের আবেগ, শ্রদ্ধা, অনুভূতি, ভালোবাসার প্রকাশ অথবা মোহ যাই বলিনা কেন - আপনি ঋদ্ধ । এ জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় কোন অর্জন আছে বলে জানা নেই । Comment এ কাব্যিক / ছন্দাবেশ ও দেখি যা আপনি অনেক videoতেই Pin করে রেখেছেন ।
আসলে একজন video নির্মাতা কিন্তু একজন শিল্পী ও বটে। video প্রকাশ তার শিল্পিত চর্চার বাহ্যিকতার রং হলেও তার viewer দের ভিতরটা কিন্তু রাঙিয়ে যায় । আমার বিশ্বাস, আপনার প্রতিটি videoই হয়তো আপনার সন্তানের মতোই যেখানে আপনার পরম মমতা জড়ানো থাকে , শ্রম থাকে, কষ্ট থাকে ।
স্যার…… হয়তো কোন একদিন আপনি থাকবেন না । আজকের viewer রা ও থাকবেনা । থাকবে আপনার মমতা, শ্রম আর মেধার নির্যাস। মহাকালের স্রোতেই বয়ে চলুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে………………..
ভালো থাকবেন স্যার । শুভ কামনা………
Shahadat H. NoyoN ওয়ালাইকুম আসসালাম। আমি আসলেও অত্যানত সৌভাগ্যবান। অনেক ধন্যবাদ ভাই।
Shahadat saheb apnar sundor bangla pore khub abhibhuto holam. Ajkal to social media te comment section e sundor bhasha khub kom pai.
@@rajansheshadhri939 ধন্যবাদ ভাই, লিখাটি পড়ার জন্য। আসলে কারো videoতে comments খুব কমই করি। স্যারের এই channelটি ভালো লাগে তাই একটু লিখলাম।
আমি youtuber নই । তবুও মেয়েকে শিখাতে গিয়ে Learn with Fun::part01:: উচ্চারিত শাশ্বত শব্দমালা ::নামে বাংলায় visual audio আছে আমার channel এ। সময় পেলে পুরোটা শুনে দেখবেন। ভালো লাগবে। সফলতা আপনার.....
@@ShahadatHNoyoN nishchoi porbo
@@ShahadatHNoyoN ভাই আপনার লেখনিতে আসল বাংগালিত্তের সু গ্রান পেলাম,আমার লেখায় ভুল হলে কমা করবেন,ধন্যবাদ
I always enjoy your post. Masahall, you have a nice family.
Wahida Kazi Thank you. 🥰
Skyline dekhe Mone Holo jeno Ami oikhane. jete ichha korse thanks Uncle dekhanor jonno apnar karone onk kisu dekhte Pai
ধন্যবাদ আঙ্কেল।
Valo lage apnar video gula... 👍👍😍
Star Mizu Thank you.
Nice vlog, thanks for sharing😀😀
Glad you enjoyed
Uncle osadharon hoise video ta.
hridoy debnath thank you.
Sir apnar mukhe onek Moja kotha ta darun lage😁...apnar body language nice...
Apnar chelegulor English sunte darun lage.. wait Kore thaki sonar jonyo...
আপনার video গুলো দেখতে দেখতে আপনার কথা গুলো শুনতে শুনতে কখন আপনার একজন ভক্ত হয়ে গেলাম নিজেই জানিনা। ভাল থাকবেন। এই সময় বাহিরে না বের হওয়া ভালো। ভাবীকে সালাম দিবেন।
Really liked 2 brother's "little exchange" moments :)
KM R 🤪
আপনার ভিডিওতে যাদু আছে ভাই। ম্যানহাটনের রাতের ছবি!
অসাধারণ। আমি জানিনা, কোন ক্যামেরায় এত সুন্দর ছবি তোলেন।
অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
iPhone 7 এ তোলা। ধন্যবাদ।
Dada apnar video gulo dekhe mugdho hoye jai kichukhoner jonnyo mone hoye ami o sekhane chole gechi. Khub bhalo thakben sustho thakben dada.
অনেক ধন্যবাদ বোন। দুয়া করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সুখী রাখুন।
আপনি যে ম্যাকারল মাছের কথা বলেছেন সেটাকে আমরা সৌদিতে কেরালা মাছ বলে থাকি,কারন মাছটি ইন্ডিয়ার কেরালাদের খুবই প্রিয় মাছ,ফ্রাই করলে খেতে খুবই সুস্বাদু। সৌদিতে কিলো ৫ রিয়াল।
Ziaour Rahman ধন্যবাদ ভাই।
আপনার ভিডিও গুলো খুব মনোযোগ সহকারে দেখি।আপনার দুই ছেলের জন্ম আমেরিকায়।তারা অতিমাত্রায় আমেরিকান।আপনি কবে গেছেন সেই দেশে।বর্তমানে সেখানে কি করেন।কিছু মনে করবেন না।শুধু জানার কৌতূহল। আমি ঢাকায় থাকি।
ভাইজান আপনার ভিডিওগুলো সত্যিই মনে আনন্দ দেয়। মনে হয় আপনাদের সাথে সাথে আমরাও বেড়াচ্ছি। যদিওবা আমরা পাঁচবার আমেরিকা থেকে বেরিয়ে এসেছি B2 তে। ভাবছি E2 তে গিয়ে একটা ছোটখাট ইন্দো -ইটালিয়ান হালাল ফাস্ট ফুড দোকান দিব। নিউ জার্সিতে কেমন হবে আইডিয়া দিবেন প্লিজ। অগ্রিম ধন্যবাদ।
নর্থ জার্সি তে দিলে ভালো চলবে। ধন্যবাদ।
@@AdventureTube21 Thanks bro. Take care.
ভাই আমি আপনার প্রতি টা ভিডিও দেখার চেষ্টা করি।
sanjeet mazaumder ধন্যবাদ ভাই। Appreciate your support.
Hello everyone!!! Enjoy urselves!!!
Yea... You r right bhai , it looks like San Francisco! Such a beautiful place !!!
Thank you 😊
@@AdventureTube21 Anytime bhai !
Assalamualaekum Fauk bhai, hope you are fine. again many thanks for the new upload, though i got the notification few days ago but didnt got the time to watch it coz of busy work life... but waiting is over now. again many thanks for all the effort, trouble and passion you take to share us the video.. tc.
Walaikum assalam brother. You are very welcome.
আঙ্কেল আমি বাংলাদেশ থেকে বলছি। আপনার vlog আমি খুব পছন্দ করি। আমি স্বাধীন ও বিজয় ভাইয়াদের মত কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র। যদি সম্ভব হয় আমেরিকার সফটওয়্যার ফার্ম নিয়ে একটা ভিডিও করবেন। আমি খুব খুশি হব। যদি সম্ভব হয়
ইনশাল্লাহ চেষ্টা করব।
কিযে আনন্দ হচ্ছে বিজয় স্বাধীন বাংলায় কথা বলেছে👌
Soma Dutta 🥰
Nice blog, vhaia vabi k niye Florida eshey ghurey Jan :)
ইনশাল্লাহ আসব। ধন্যবাদ।
Our deepest love from Bangladesh 🇧🇩💐.Bijoy vaiya ,so much cool.so smart🌹.
Thank you.
we are the parents, feel great, when we visit our children house, last year my son also got a job in Chicago, we visit there, it's such a great feeling, how quickly they have grown. Nice to see your children enjoy the moment. nice video.
Mita bari Thank you. 🥰
aponar adventure tube21 ar akjon big fan,uncle.....
Thank you uncle.
Kaku, amader ekdin Statue of liberty dekhan.
দেখুন। ruclips.net/video/0fdauHLJC_g/видео.html
Assa ekta kotha boli..
Apnar shadhiner.boyos koto.hobe..
Dekhe to sotoi mone hoi
Atto taratari alada hoye gelo tai bole
খুবই ভালো লাগলো আপনার ছেলেদের দেখে।দোয়া রইল ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।
ei tukutei hapiye gelen? smiles
আক্কেল মনে হল আমি খেলাম। আপনার খাওয়া দেখে। আপনাকে খুব ভালো লাগে
ভিডিওটির Background Music টার নাম জানাবেন Plz ..Plz.. কেউ জেনে থাকলে বলবেন plz..
SYED SAMAYUN সব background music RUclips audio bank থেকে নেয়া। কোন লিংক নাই। ধন্যবাদ।
খুব সুন্দর অনেক ভালো লেগেছে।
Apnar vedio ta onek shundor. Shadhin r bijoy er mukhey bangla shunte chai
Romena Parvin Thank you.
Very nice video & enjoying every moment brother. ... Thank you so much.
Mostafizur Rahman You are very welcome 🥰
Very nice video, I enjoy watching your vlogs.
Uncle, ami St. Petersburg, FLORIDA te thaki. Ei khane berate asen.
Eftay kabir Inshallah ashbo Uncle. Sorry for the late response.
Assalamualaikum Uncle apnar vlog dakhesi khobe valo lagase Dua roilo apnar family jonno
Ami apnar videogulo niomito dekhi . khub valo I am Indian bengali. apnar ai videor backgroud music er album er nam plz bolben?
das ruma Music is taken from RUclips audio library. Don’t remember the name. Sorry for the late response.
Thank you sir
das ruma Welcome
আলহামদুলিল্লাহ আপনি অনেক সুখী এবং successful একজন মানুষ।
ও আর একটা কথা
আপনি অনেক ভালো খাইতে পারেন 🤣🤣🤣🤣
Apnar presentation darun.